Videos by Wow Fashion in Dhaka. Online Shoping Ledis & Baby Shop 01761-828785
Wow Fashion ওয়াও ফ্যাশান 📞 01761-828785
কখনো কোনো পেইজে প্রোডাক্ট এর দাম শুনে রিপ্লাইয়ে এটা বলবেন না যে দাম বেশি।বলবেন দুঃখিত আমার বাজেটের বাইরে।
এটা ভদ্রতা।
প্রত্যেকেই যার যার খরচ অনুযায়ী মুল্য নির্ধারণ করে।
কেউ-ই অতিরিক্ত দাম চেয়ে কাস্টমার ফিরিয়ে দিয়ে প্রডাক্ট বাসায় ফেলে রাখার জন্য বিজনেস করতে আসেনা।
বাঙ্গালি বার্গেনিং করবেই,এই মেন্টালিটি থেকে বের হয়ে আসুন।বাজারে যান, দোকানে দোকানে যাচাই করুন,পত্রিকা পরুন, খবর দেখুন।
ঘিলু থাকলে বাকিটা এমনিতেই বুঝে যাবেন....
আমার বাজেট কম এইজন্য নিশ্চয়ই জামদানী শাড়ির পেইজে গিয়ে বলতে পারবোনা যে, দাম এত বেশি কেন?
Wow Fashion ওয়াও ফ্যাশান 📞 01761-828785 কখনো কোনো পেইজে প্রোডাক্ট এর দাম শুনে রিপ্লাইয়ে এটা বলবেন না যে দাম বেশি।বলবেন দুঃখিত আমার বাজেটের বাইরে। এটা ভদ্রতা। প্রত্যেকেই যার যার খরচ অনুযায়ী মুল্য নির্ধারণ করে। কেউ-ই অতিরিক্ত দাম চেয়ে কাস্টমার ফিরিয়ে দিয়ে প্রডাক্ট বাসায় ফেলে রাখার জন্য বিজনেস করতে আসেনা। বাঙ্গালি বার্গেনিং করবেই,এই মেন্টালিটি থেকে বের হয়ে আসুন।বাজারে যান, দোকানে দোকানে যাচাই করুন,পত্রিকা পরুন, খবর দেখুন। ঘিলু থাকলে বাকিটা এমনিতেই বুঝে যাবেন.... আমার বাজেট কম এইজন্য নিশ্চয়ই জামদানী শাড়ির পেইজে গিয়ে বলতে পারবোনা যে, দাম এত বেশি কেন?
Wow Fashion ঘরকে পরিপাটি রাখার জন্য আপনাদের ও কি এমন দুষ্ট ছানা আছে?😃😂 আপনাদের দুষ্ট ছানাদের দেখতে চাই😊 ওয়াও ফ্যাশান 01761-828785
Wow Fashion ওয়াও ফ্যাশান 📞 01761-828785 আপনি কি জানেন একটি ইনার কত দিন পড়া যায় বা কত দিন পর তা আর ব্যবহার করা উচিত নয়? সাধারণত একটি ইনার সর্বোচ্চ ৩/৪ মাস ব্যবহার করা উচিত। তারপর তার ইলাস্টিসিটি নষ্ট হতে থাকে। মেটারিয়্যাল খারাপ হতে থাকে। এমনকী সঠিক সাপোর্টও দিতে পারে না। তাছাড়া র্যাশ, চুলকানির মতো সমস্যাও হতে পারে। 💢 ছবির সুন্দর এই পেডেড ব্রা গুলো এবং আরও সুন্দর সুন্দর ব্রা পেন্টি কালেকশন পেয়ে যাবেন আমাদের পেইজে।
Wow Fashion ওয়াও ফ্যাশান 📞 01761-828785 Baby Care Urine Alarm😍😀 বেবী কেয়ার ইউরিন এলার্ম😍😀 🌿 বাচ্চা বিছানায় প্রসাব করে এর জন্য আর মা, বাবাদের রাত জাগতে হবে না। 🌿 বাচ্চাটি বিছানায় যখন প্রসাব করবে প্রস্রাব সেন্সর স্পর্শের সাথে সাথে এলার্ম বেজে উঠবে। 🌿 সেন্সর টি ঠিক আছে কিনা তা জানার জন্য হাতে একটু পানি দিয়ে সেন্সরটি চেক করুন। 🌿 বাচ্চা যেখান দিয়ে মুত্র ত্যাগ করবে এর কাছাকাছি সেন্সর টি রাখুন। কাঁথার নিচে রেখে দিলে হবে। 🌿 সেন্সরটি বিশেষত্ব হচ্ছে তরল জাতীয় যে কোন পর্দাথ স্পর্শ করলে সাথে সাথে এলার্ম বেজে উঠবে। 🌿প্রস্রাব মুছে দিলে এলার্ম বন্ধ হয়ে যাবে। 🌿 এই প্রোডাক্টটি সম্পূর্ণ বাংলাদেশের তৈরী। 🌿 বাবু বেশি সময় ভিজে অবস্থায় থাকলে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে, সেই টেনশন থেকে মুক্তি পেলে ব্যবহার করুন ইউরিন এলার্ম। 🌿২ টি পেন্সিল ব্যাটারি কিনে, এডজাস্ট করে নিতে হবে। ✔️✔️ নবজাতক থেক