DR.Rajibul Hoque, Dhaka Videos

Videos by DR.Rajibul Hoque in Dhaka. হেপাটোবিলিয়ারী সার্জন চেম্বার-SIBL হাসপাতাল, পান্থপথ মোড়,ঢাকা সময়- রবি,মঙ্গল,বৃহস্পতি সন্ধ্যা: ৬-৯ টা

আমার পরিচিত অনেকেই এবং সম্মানিত রোগীদের মধ্যে প্রায় সবাই আমার কাছে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে পিত্তথলির অপারেশন কিভাবে করা হয় সেটি জানার আগ্রহ প্রকাশ করেন। তাদের জন্যই নীচের এই ভিডিওটি প্রকাশ করা হলো।

এই পদ্ধতির সুবিধা হলো এতে রোগীর রক্তক্ষরণ প্রায় হয়না বললেই চলে এবং খুব অল্প সময়ের মধ্যেই এই অপারেশনটি সম্পন্ন করা যায় বলে রোগীকে বেশীক্ষণ এ্যানেসথেসিয়া দিয়ে রাখতে হয়না। ফলে দ্রুততম সময়ে রোগী সুস্থ হয়ে উঠে আর হাসপাতালেও বেশী সময় ভর্তি থাকতে হয়না।

তাই আমাদের জনপ্রিয় স্লোগান হলো-

" আজ ওটি, কাল ছুটি "

ভিডিওতে যে লাল অংশটুকু দেখছেন সেটি হলো লিভার আর এর নীচে যটিকে মেশিনের মাধ্যমে ছাড়ানো হচ্ছে সেটিই হলো পিত্তথলি।

লক্ষ করবেন মাত্র কয়েক মিনিটের মধ্যেই অপারেশনটি সম্পন্ন হয়েছে।

পিত্তথলির কন্ডিশন ভালো হলে খুব স্বল্প সময়েই এটি করে ফেলা যায়। তাই যাদের পিত্তথল

Click to enable sound Next

Other DR.Rajibul Hoque videos

আমার পরিচিত অনেকেই এবং সম্মানিত রোগীদের মধ্যে প্রায় সবাই আমার কাছে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে পিত্তথলির অপারেশন কিভাবে করা হয় সেটি জানার আগ্রহ প্রকাশ করেন। তাদের জন্যই নীচের এই ভিডিওটি প্রকাশ করা হলো। এই পদ্ধতির সুবিধা হলো এতে রোগীর রক্তক্ষরণ প্রায় হয়না বললেই চলে এবং খুব অল্প সময়ের মধ্যেই এই অপারেশনটি সম্পন্ন করা যায় বলে রোগীকে বেশীক্ষণ এ্যানেসথেসিয়া দিয়ে রাখতে হয়না। ফলে দ্রুততম সময়ে রোগী সুস্থ হয়ে উঠে আর হাসপাতালেও বেশী সময় ভর্তি থাকতে হয়না। তাই আমাদের জনপ্রিয় স্লোগান হলো- " আজ ওটি, কাল ছুটি " ভিডিওতে যে লাল অংশটুকু দেখছেন সেটি হলো লিভার আর এর নীচে যটিকে মেশিনের মাধ্যমে ছাড়ানো হচ্ছে সেটিই হলো পিত্তথলি। লক্ষ করবেন মাত্র কয়েক মিনিটের মধ্যেই অপারেশনটি সম্পন্ন হয়েছে। পিত্তথলির কন্ডিশন ভালো হলে খুব স্বল্প সময়েই এটি করে ফেলা যায়। তাই যাদের পিত্তথল

কাটা ছেঁড়া ছাড়াই আধুনিক ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপসারণ। ডাঃ রাজিবুল হক এমবিবিএস, এফসিপিএস ( সার্জারি) ফেলো- ল্যাপারোস্কোপিক সার্জারি ( ইন্ডিয়া) সহকারী অধ্যাপক ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল।।

পিত্তথলি ফেলে দিলে কোন সমস্যা হবে কি?? ডাঃ রাজিবুল হক এমবিবিএস, এফসিপিএস (সার্জারি) ফেলো- ল্যাপারোস্কপিক সার্জারি ( ইন্ডিয়া) সহকারী অধ্যাপক ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল মোবাইলঃ০১৭১১১৭২২৩৫, ০১৫৭৫৩০৩৫৫৪