Doctorcare cupping clinic
Hijama or cupping therapy clinic for women & children
আপু,আপনি ডাক্তার হয়েও হিজামার উপর দীর্ঘদিনের পড়াশুনা চালিয়ে যাচ্ছেন কিন্তু নিজের নামের পাশে হিজামা স্পেশালিস্ট,হিজামা বিশেষজ্ঞ... ... এগুলা লাগান না কেনো?
: আমি এখনও নিজেকে অনেক ক্ষুদ্র ভাবি, সুন্নাহ এর বৈজ্ঞানিক ব্যাখ্যার যেই বিশালতা আমি তাতে মাত্র একটু ডুব দিয়েছি! পথ এখনও অনেক বাকি!
🔥ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ শাবান মাসের সুন্নাহ ডেট। রামাদানের জন্য শরিরকে প্রস্তুত করতে এখনই হিজামা সেশন নিন।
রামাদান মাস ইবাদাত করার মাস। মুসলিমদের জন্য অনেক কাংখিত মাস "রামাদান"।
এক নিষ্ঠ মনে রবকে ডাকার জন্য প্রয়োজন মজবুত ঈমান এবং এর পাশাপাশি শারিরিক সুস্থতা এবং ফিটনেস৷
তাই রামাদানের আগে নিজের শরিরকে ইবাদাতের জন্য প্রস্তুত করতে এখন থেকে হিজামা করতে পারেন ইন শা আল্লাহ।
ফেব্রুয়ারি মাসের শেষের কিছুদিনের জন্য এপয়েন্টমেন্ট নেয়া হচ্ছে। পেজ এর ইনবক্সে যোগাযোগ করুন।
একজন ফার্মেসীম্যান আপনাকে দেখে বুঝবে না আপনার কাশির কারন টা কি-
🔹ফ্যারেঞ্জাইটিস
🔹ল্যারেঞ্জাইটিস
🔹ব্রনকিয়েক্টেসিস
🔹ব্রনকিউলাইটিস
🔹ব্রনকাইটিস
🔹এজমা
🔹সিওপিডি
🔹টিবি
এবং অন্যান্য শ্বাসতন্ত্রের জটিল অসুখ একজিন ফার্মাসিম্যান জানবেন না এটাই স্বাভাবিক। উনি সর্দি,কাশি,জ্বর দেখে আপনাকে কিছু ওষুধ দিয়ে দিবে যার মাঝে এন্টিবায়োটিক, এন্টিহিস্টামিন, কাফ সিরাপ মেইন।
কাশি হয়েছে আপনি গেলেন ফার্মেসিতে, উনার দেয়া ওষুধ এবং এন্টিবায়োটিক এ কিছুদিন ভালো থাকলেন এবং এরপর আবার কাশি! এভাবে ক্রনিকালি চলতেই থাকে এবং শেষতক দেখা যায় পেশেন্টরা আমাদের কাছে উপস্থিত হোন যখন অসুখটি আরও জটিল পর্যায় পৌছে। যায়।
যখন আপনার সর্দি,কাশি কিছুদিন পর পর হবে তখন ফার্মেসী ম্যান থেকে ওষুধ না নিয়ে একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিন এবং ডাক্তারকে আপনার রোগের সঠিক ডায়াগ্নোসিস এর জন্য সাহায্য করুন৷
মনে রাখবেন সমস্ত জটিল অসুখ এর একটি অবহেলিত প্রাথমিক পর্যায় ছিল।
হিজামাতে কি অনেক ব্যাথা হয়?
ডিজিজ পারপাসে করালে ব্যাথা যা লাগে তা হাতে হালকা আচঁড় লাগার চেয়েও নগন্য।
তাহলে কখন ব্যাথা লাগে?
কোন কোন রুকইয়ার পেশেন্টরা ব্যাথা ফিল করেন। অথবা আইন হাসাদ,সিহিরের গিটের জায়গায় হিজামা করালে ব্যাথা অনুভূত হয়।
হিজামা করানোর পর আপনার অনুভূতি কেমন ছিল?
পোস্টদাতা বলছে,"একটি হারিয়ে যাওয়া সুন্নাহ পালন করতে পেরে আল্লাহর শুকরিয়া আদায়ের অনুভূতি যেমন"...
শেষ কবে হিজামা করিয়েছিলেন❓
❝Abortion❞ নাকি ❝ভ্রুণ হত্যা❗❞
খুব সহজেই চেম্বারে রোগীরা এসে বলে আমি আসলে এখন চাচ্ছি না মা হতে❗এদের মধ্যে কেউ বিবাহিত,কেউবা অবিবাহিত, কেউবা অলরেডী বাচ্চার মা!
অপরদিকে প্রচুর পেশেন্ট আমার আছে যারা ইনফার্টিলিটিতে ভুগছেন। একয়াতা বাচ্চার জন্য কত হাহাকার❗❗
আচ্ছা এই ভ্রুণকে কি মনে হয় আপনাদের কাছে? একটা রক্তপিন্ড নাকি আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমত এবং অনুগ্রহ!
এত সহজেই কি বলা যায়,"আমি জাস্ট চাচ্ছিনা এখন!"
পেশেন্টরা আসেন এবং বলেন যে উনার বাচ্চা বড় ক্লাসে পরে, বয়স ৪০+ কিন্তু তিনি কিছুতেই বাচ্চা চাচ্ছেন না! মাসিক বন্ধের কথা বলে বলে ফেলেন এখন মাসিক কিভাবে হবে? না পারতে পরে ডিরেক্ট বলেই দেন বাচ্চা চাই না!
আমার অবিবাহিত মেয়েরা বলে মাসিক বন্ধ ম্যাডাম,মাসিক হওয়ার ওষুধ দেন!
খুব ভদ্রভাবে তাদের বলতে হয় ❝আমার পক্ষে এটার জন্য কোন ওষুধ লিখা সম্ভব না,আপনি এখন আসতে পারেন❞৷
উনাদের যাওয়ার পর শুধু আমার একটা দীর্ঘশ্বাস পড়ে। সন্তানের হাহাকার কি শুধু সেই মা-ই জানে যে দীর্ঘদিন সন্তানের জন্য অপেক্ষায় আছে।
মিসেস ফার্নিয়া রহমান,১০/১৫ দিন পর পর পিরিয়ড শুরু হয়ে যায়। এমনিতে ব্রেস্ট ফিডিং বেবি তারওপর ঘন ঘন পিরিয়ড,বেশ দূর্বল হয়ে গেছেন তিনি।
ওষুধের পাশাপাশি কাপিং থেরাপি খুব ভাল কাজ করে এ সমস্যায়।
জানতেন কি?
পিরিয়ড জনিত আপনার সমস্যা গুলো শেয়ার করতে পারেন আমাদের সাথে।
শীত প্রায় টাটা বাই বাই জানাচ্ছে বলে,আর অন্যদিকে ওয়েলকাম করছে অসুখ বিসুখ!
এই সময়ে শরিরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো একটা আবশ্যিক কাজ। আর তাতে সহায়ক হতে পারে প্রতিদিন হলুদ দুধ এবং খাটি মধু।
🛡️ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হিজামা কিন্তু দারুন কাজ করে। তাই মাসে অন্তত একবার ইমিউনিটি বুস্টাপ এর জন্য হিজামা করুন। শীতের সাথে রোগ জীবানুও আপনার শরিরকে টাটা বাই বাই জানাবে ইন শা আল্লাহ।
সুন্নাহ ডেট এ হিজামা চলছে। খুব অল্প কিছু পেশেন্ট নেই এখন হিজামার জন্য৷ মাঝে মাঝে অবাক হই আমার পেশেন্টরা এত আন্তরিক কিভাবে!
মাশাল্লাহ ওয়ালাকুওয়াতা ইল্লা বিল্লাহ।
আমার পেশেন্টদের জন্য দুয়া করবেন। আল্লাহ যেন তাদের সুস্থতা দিক।
আজ মাগরিবের পর থেকে শুরু হচ্ছে হিজামার সুন্নাহ ডেট। সুন্নাহ ডেট এর অল্প কিছু স্লট খালি আছে এখনও। শুধু একজনই পাবেন শিডিউল।
আচ্ছা আপনারা হিজামা কেন করতে চান?
।
।
💦সুন্নাহর প্রতি ভালবাসা (শুধু)
💦সুন্নাহ এবং বৈজ্ঞানিকভাবে প্রমানিত সুস্থতার চিকিতসা।
❓❓❓
ওষুধ খেতে কার ভালো লাগে! আর যদি বাচ্চাদের ওষুধ খাওয়ানোর ব্যাপার হয় তাহলে তো সে মহা-যুদ্ধ❗
তারপরেও কেন বাচ্চার মায়েরা খালি বাচ্চার জন্য ওষুধ চায়! মানে আমার অল্প সময়ে ঝানেলার নিষ্পত্তি চাই?
বাচ্চা খায় না, রুচি নাই ম্যাডাম ওষুধ দেন!
মন চায় কিছু কঠিন লেকচার দেই। নিজেকে কন্ট্রোল করে সুন্দর করে বুঝায় বলি। ওষুধের দরকার নাই! বাচ্চার খুধা লাগলে এমনি খাবে। খেলাধুলা, দৌড়াদৌড়ি করতে দেন।
বাচ্চা রাতে বিছানায় প্রস্রাব করে,ওষুধ দেন। ওষুধ দরকার নাই, যা নিয়ম বলছি মেনে চলুন। এর পর না হয় ওষুধ!
বাচ্চার মায়েরা বিরক্ত প্রায় ওষুধ না দেয়াতে! কিন্তু বলতে মন চায় আমার দুই বাচ্চা এভাবেই বড় করেছি বোন! অযথা ওষুধ কেন খাওয়াবেন বাচ্চাকে!
🦠🧫Fun Gus 🧫🦠
Fun gus এর মত funny guy একবার আপনার জীবনে প্রবেশ করলে সে এতই ভালোবাসা দিয়ে ভরিয়ে দিবে, এতই সখ্যতা তৈরি করবে যে আপনাকে ছেড়ে অন্য কোথাও যেতেই চাবে না।
তার উপর আমরা জাতিগতভাবে স্পাইস পছন্দ করা জাতি, তাই সব কিছুতে আমাদের স্পাইস ঢালতে হয়। সেরকম অসুখের ক্ষেত্রেও আমরা স্পাইস ঢালতে থাকি। কিরকম❓
🌀আপনার হলো দাউদ, ডাক্তার দেখালেন ওষুধ দিলো বেশ কয়েকটা। পাশের বাসার ভাবির ভাইয়ের শ্যালকের সমন্ধি আপনাকে বলল
❝আরে ভাই এত কিছু লাগে না ***ডাক্তার ব্যাটা কমিশন খায় তাই এত্তগুলা ওষুধ লেখছে, অমুক মলম দিয়ে আমার দুই দিনে দাউদ ভাল হয়ে গেছে, আপনিও লাগান ভাই ভাল হয়ে যাবে। ❞ এরপর শহরের নামি দামি ডাক্তার সব দেখানো শেষ কিন্তু দাউদ নামক জীবন সংগি ছাড়ে ডিলেট হয় না!
🌀মাথায় খুশকির যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে আপনি পেরেশান, আপনার পেরেশানি কমাতে অনলাইন থেকে কিনে নিলেন ম্যাজিক হেয়ার ওয়েল। নিয়মিত ব্যাবহারে খুশকি যাওয়ার চেয়ে বেড়ে গেলো আগের চেয়ে দ্বিগুন।
🌀আরেক রকম স্পাইস আছে। মনে করেন আপনাকে একটা ইনিশিয়াল ট্রিটমেন্ট দিয়ে সাথে প্রয়োজনিয় টেস্ট দিয়ে বলা হলো দুই সপ্তাহ/এক সপ্তাহ পর দেখা করবেন। উদ্দেশ্য হলো আপনার শরির ওষুধে কিরকম রেস্পন্স করছে এটা চেক করা। কিন্তু ওইযে একবার আপনি বের হলেন চেম্বার থেকে আর আপনার ছায়ারও দেখা নাই। পরিনতিতে আপনারই অসুখ সারতে ঝামেলা হলো।
🌀এরকম আরোও অনেক স্পাইসি বানায় যখন অসুখের অবস্থা নাজেহাল হয় তখন ওষুধ হার মানে মাঝে মাঝে।
🌿সুস্থতার জন্য চিকিতসার পাশাপাশি প্রয়োজন সবর। সবর করে চিকিতসকের পরামর্শ মত এগিয়ে চললে সুস্থতা পাওয়া খুবই সহজ।
🌿 ফাংগাল ইনফেকশন এ ওষুধ হার মানে কিন্তু সুন্নাহ চিকিতসা হার মানে না। ওষুধের পাশাপাশি হিজামা করলে দ্রুত সুস্থতা পাওয়া যায় ইন শা আল্লাহ৷
©Doctorcare Cupping Clinic -where science meet Sunnah
❝সাদা স্রাব❞ excessive white discharge
বেশীরভাগ নারীই এই সমস্যায় ভুগেন। কিন্তু ডাক্তারের স্মরনাপন্ন হওয়ার প্রয়োজন বোধ করেন না। ঘরোয়া টোটকা অবলম্বন করেন।
যার ফলে ইনফেকশন আরও বেশী ছড়িয়ে যায়।
তাই অবহেলা না করে দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করুন।
বলেছিলাম আমাদের পেজটা নতুন ভাবে সাজবে।
💥এখন থেকে হিজামা এবং কাপিং থেরাপির জন্য শুধুমাত্র শুক্রবার এবং শনিবার এপয়েন্টমেন্ট নেয়া হবে।
💥অনলাইন ডাক্তার এপয়েন্টমেন্ট রবিবার-বৃহস্পতিবার সকাল ৮-১০ টা এবং বিকাল ৫ টা -রাত ১০ টা পর্যন্ত নেয়া হচ্ছে।
💥এপয়েন্টমেন্ট এর জন্য যোগাযোগ করুন পেজ এর ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে।
"Doctorcare cupping clinic-where science meet the sunnah"
Asthma রোগীদের জন্য শীতকাল প্রচন্ড কষ্টের। হিজামার ফলে এজমার একিউট এটাক অনেকটাই কমে যায়। রোগীরা একটু নিয়ম মেনে চললে সুস্থভাবে জীবনযাপন করতে পারে৷ আর এই পথ চলাকে সহজ করতে হিজামা অন্যতম সহায়ক ভূমিকা পালন করে।
"Scabies" খোস-পাঁচড়া
বর্তমানে প্রচুর সংক্রমন হচ্ছে এই রোগের৷ সাধারনত চুলকানি এবং দানা দানা গোটার মত উঠে। এটি ছোঁয়াচে রোগ তাই নিয়ম না মেনে চললে সংক্রমন বৃদ্ধি পাবে।
শরিরে চুলকানি হলে আপনার নিকটস্থ MBBS ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিতসা গ্রহন করুন৷ ফার্মাসি দোকানে যেয়ে চিকিতসা নিলে,সাময়িক চুলকানি কমলেও দীর্ঘমেয়াদী সংক্রমনের সম্ভাবনা বিস্তর।
তাই অবহেলা না করে ডাক্তারের পরামর্শ গ্রহন করুন। আমাদের আছে অনলাইন এবং অফলাইন ডাক্তার চেম্বার।
🧩অফলাইন চেম্বার এর ঠিকানা:
⭕ ৬১,টিপু সুলতান রোড,ওয়ারি,ঢাকা
⭕খান ফার্মা,মোহাম্মাদিয়া হাউজিং লিমিটেড (মোহাম্মদপুর শিয়া মসজিদের নিকটে), মোহাম্মদপুর,ঢাকা
⭕ফারাজ ফার্মা, নবোদয় হাউজিং,মোহাম্মদপুর, ঢাকা।
🧩এপয়েন্টমেন্ট নাম্বার: 01684183389
(Pic collected from net)
"Psoriasis" স্কিনের এমনই এক অসুখ যা দিন দিন স্কিন ছাড়াও শরিরের অন্যান্য অর্গানকে আক্রান্ত করে ফেলে৷ দীর্ঘদিন স্টেরয়েড এবং নানাবিধ ওষুধ খেতে খেতে পেশেন্টরা আশাহত হয়ে যায়।
সোরিয়েসিসের পেশেন্ট দের জন্য কিছুটা সু সংবাদ হচ্ছে "হিজামা"র মাধ্যমে সোরিয়াসিসের প্রকোপ অনেক কমে আসে। ওষুধ এবং হিজামার কম্বিনেশনে পেশেন্টরা লম্বা সময় সুস্থ থাকেন।
পেশেন্টের কমপ্লেইন, ❝ঘাড় মাইড়া নেয়❞
🪩
🪩
অত:পর তাকে হিজামা এবং ওষুধপত্র দিয়ে সুস্থতার পথে এগিয়ে নিয়ে যাওয়া।
জানুয়ারি মাসের এপয়েন্টমেন্ট নেয়া হচ্ছে। এপয়েন্টমেন্ট এর জন্য যোগাযোগ করুন পেজ এর ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে।
মীনা: আম্মা এখন আমার বিয়া হইছে,কয়দিন বাদে বাচ্চা কাচ্চা হইব, আমারে অহন থাইকা বেশি বেশি ডিম খাইতে হইবো!
আম্মা: কেন? এখন থাইকা তোরে বেশী ডিম খাইতে হইবো কেন? বিয়া হইছে, অহন বেশী ডিম খাইলে মোটা হইয়া যাইবি।
মীনা: আম্মা ডিম খাইলে মোটা হয় না। ডিমে ভাল কোলেস্টেরল থাকে। ডিম খাইলে আমার শরিলে ভাল কোলেস্টেরল হইব আর বাচ্চা হয়নের লেইগা এই ভাল কোলেস্টেরল খুব দরকারি। তাইলে আমার বাচ্চাও হৃষ্টপুষ্ট হইবো আম্মা। আমাগো ডাক্তার আফায় কইছে এখন থাইকা বেশি বেশি ডিম খাইতে। ডাক্তার আফা আরও কইছে যাদের সিস্ট আছে, মাসিকের সমস্যা আছে তাদের জন্যও ডিম খাওয়া ভাল।
আম্মা: আহারে আমাগো সময় যদি এমন ডাক্তার আফাগো পাইতাম তাইলে আমার লিগা কতই না সহজ হইত। আচ্ছা এহন থেইকা রাজুর লগে লগে তোরেও দুইটা কইরা ডিম খাইতে দিমু প্রতিদিন। তোর বাচ্চা সুস্থ হওয়া মানে আমার নাতি নাতকুর ভাল হইব,সুস্থ হৃষ্টপুষ্ট হইবো।
💖মীনা স্বাস্থ্য সচেতন,আপনিও মীনার মতো স্বাস্থ্য সচেতন হোন। ওমেগা 3 সম্পন্ন খাবার খান।
হাইপারটেনশন, ডায়াবেটিস, পিসিওএস ইত্যাদি পেশেন্টদের ফার্স্টলাইন ট্রিটমেন্ট হচ্ছে
❝লাইফস্টাইল মডিফিকেশন ❞
আর পেশেন্টদের মধ্যে সবচেয়ে কম গুরুত্ব পাওয়া ব্যাপার হচ্ছে ❝লাইফস্টাইল মডিফিকেশন ❞।
ব্যাথায় কষ্ট পাবেন কিন্তু ঘরে বসে বসে ❝নাপা❞ খেয়ে ব্যাথা দমিয়ে রাখবেন। কেন বলেন তো❓
🪩ঘাড় ব্যাথা করলেই ভাববেন ❝প্রেসারের সমস্যা❞ কেন বলেন তো❓
🪩কোমড় ব্যাথায় কাতরাবেন আর পেইন কিলার খাবেন তাও একটু ডাক্তার দেখাবেন না
এরপর যখন ডাক্তার দেখাবেন ততক্ষণে অনেক দেরী৷ পার্মানেন্ট কোন ক্ষতি ততদিনে হয়ে গেছে।
তাই বলছি বোনেরা এবার একটু সতর্ক হোন। ডিস্ক বালজ,প্রট্রুশন থাকতেই ডাক্তার দেখান এবং চিকিতসার পাশাপাশি হিজামা গ্রহন করু।
নাহ! তেমন কিছু না। একটু দৌড়ের উপর আছি।
।
।
নতুন বছরে নতুন আংগিকে জীবনকে আল্লাহ সাজাচ্ছেন। ইন শা আল্লাহ আপনাদের ভালোবাসার এই পেজটিও নতুন রঙে সাজবে।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Contact the practice
Telephone
Address
183, Haque Villa, Taltala, West Kafrul
Dhaka, 1207
Dr. Shaheed Nasim is a Homeopathic Consultant of Divine Homoeo Care&Health Center.
Suvastu Ittehad Square (Level 4), House 11, Road 5, Dhanmondi
Dhaka, 1205
The Most Technologically Advanced Private Hospital In Thailand!
Modhubag, Mogbazar
Dhaka, 1217
Reiki, Homoeopathy, Ayurveda, Acutherapy, Yog, Magnet Therapy, Naturopathy, Unani, Siddha & Sowa-Rigpa.