TopTen Learning Academy
A platform of an easy way to learn is TopTen Learning Academy. All contents are totally free.
Math, English, ICT, Bangla tutorials, All kinds of admission and exam preparation updates will be given step by step.
১২ সেপ্টেম্বর থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে_____শিক্ষামন্ত্রী দীপু মনি
করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি আছে। নতুন সিদ্ধান্তের ফলে ছুটি আর বাড়ছে না।
‘অটো পাস’ নয়, এবার চিন্তায় ভিন্ন কিছু
এসএসসি ও এইচএসসিতে অ্যাসাইনমেন্ট ও সংক্ষিপ্ত প্রশ্নের ভিত্তিতে মূল্যায়নের পাশাপাশি আরও কিছু বিষয় নিয়ে চিন্তাভাবনা চলছে।
দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি দিনে দিনে অবনতি হচ্ছে। সেই সঙ্গে বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি। এতে আগের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষা নেওয়ার সম্ভাবনা ফিকে হয়ে আসছে। এ অবস্থায় ‘অটো পাস’ না দিয়ে অন্য কোনো উপায়ে মূল্যায়নের পরিকল্পনা করছে সরকার। ‘জাতীয় মূল্যায়ন পরামর্শক কমিটি’ গঠন করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হচ্ছে।
প্রাথমিকভাবে কিছু বিকল্প পদ্ধতি নিয়েও আলোচনা চলছে। একেবারে সংক্ষিপ্ত প্রশ্নের ভিত্তিতে কোনো উপায়ে মূল্যায়ন করা যায় কি না, সেই ভাবনা যেমন আছে; তেমনি এইচএসসির ক্ষেত্রে জেএসসি ও এসএসসি এবং সমমানের ফলকে গণনায় নেওয়ার পাশাপাশি অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা এবং এসএসসির ক্ষেত্রে অ্যাসাইনমেন্টের পাশাপাশি জেএসসি পরীক্ষার ফলকে গণনায় নেওয়ার মতো কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। মোদ্দা কথা, এবার একেবারে ‘অটো পাস’ দিতে চায় না শিক্ষা বোর্ডগুলো।
বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা যায়গা! 🌸
নীলাদ্রি লেক পাড়, তাহিরপুর, সুনামগঞ্জ 📌
মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণির অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।
�https://images.assettype.com/prothomalo-bangla/2021-06/8cbb94a3-9e00-4b74-9642-8e64ce842eba/5b869d7b-64df-4069-9f56-ff743df2ce41.pdf
#এসএসসি_এইচএসসির অনিশ্চয়তা দীর্ঘ হচ্ছে
এসএসসির প্রশ্নপত্র ছাপা হয়েছে। এইচএসসির প্রশ্নপত্র প্রণয়ন করা হচ্ছে। পরীক্ষার জন্য অপেক্ষার পক্ষে বোর্ড। না পারলে বিকল্প মূল্যায়ন।
-এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা ১৫ মাস ধরে শ্রেণিকক্ষে ক্লাস করতে পারছে না।
-এসএসসির ফরম পূরণ শেষ পর্যায়ে, এইচএসসির শুরু হয়নি।
-বিকল্প মূল্যায়ন কি হতে পারে তা এখনো ঠিক হয়নি।
ঢাকায় এল চীনের ছয় লাখ টিকা।
তথ্যসূত্র: প্রথমআলো
এক বছর পরীক্ষা না দিলে জীবনের এমন কোনো বিরাট ক্ষতি হয়ে যাবে না। সুস্থ থাকতে হবে।
-শিক্ষামন্ত্রী
শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।🤨
নতুন কেন্দ্র স্থাপনের আবেদন শুরু, স্বাস্থ্যবিধি মেনে #এইচএসসি_পরীক্ষা
করোনার কারণে ১৫ মাসের বেশি সময় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এ পরিস্থিতিতে গত বছরের এইচএসসি, জেএসসি ও প্রাথমিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তবে স্বাস্থ্যবিধি মেনে সব কেন্দ্রে ২০২১ সালের এইচএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। ইতিমধ্যে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। এ পরীক্ষার নতুন কেন্দ্র স্থাপন ও কেন্দ্র পরিবর্তনের আবেদন গ্রহণ শুরু করেছে ঢাকা বোর্ড। ১ জুন থেকে শুরু হওয়া এ আবেদন চলবে ৩০ জুন পর্যন্ত। ঢাকা শিক্ষা বোর্ড বিজ্ঞপ্তিতে বলেছে, ২০২১ সালের এইচএসসি পরীক্ষা তালিকাভুক্ত সব কেন্দ্রকে কোভিড স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হবে।
#ষষ্ঠ থেকে #নবম শ্রেণির শিক্ষার্থীদের #ষষ্ঠ_সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে...
ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ সোমবার (৭ জুন) এ অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।
* ষষ্ঠ অ্যাসাইনমেন্ট দেখতে ছবিতে ক্লিক করুন ।
👉কমেন্টে অ্যাসাইনমেন্ট লিংক দেওয়া আছে।
#টপটেনলার্নিংএকাডেমি
https://drive.google.com/file/d/1qjmrui8bBh2jl_jsB1uNu9QK2ctsgAj3/view?usp=sharing
ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের এ্যাসাইনমেন্ট.pdf
বলুন তো-
বাংলাদেশের কোন জেলার বানান লিখতে, কার-চিন্হের প্রয়োগ হয় না❓
অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের টিসির আবেদন নেওয়া শুরু ।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
নবমে বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও তথ্য সংশোধনে সময় বাড়ল।
#স্কুল জীবনে শিক্ষার্থীদের ভুল ধারণাগুলো কী কী...
একজন শিক্ষার্থী তার শিক্ষাজীবনের একটি বড় সময় অতিবাহিত করে বিদ্যালয়ে। কলেজ কিংবা উচ্চশিক্ষায় প্রবেশের ভিত্তি বলা যায় এই স্কুলজীবনকে। জন্মের পর প্রথম শিক্ষাজীবন শুরু হয় স্কুল থেকে। সহপাঠীদের কোলাহল ও ছাত্র–শিক্ষক মধুর সম্পর্কে ভরে ওঠে বিদ্যালয়ের আঙিনাগুলো। বিদ্যালয়জীবনের কিছু ভুল নিয়ে আজকের লেখাটি।
১. আমাকে ভালো স্কুলে পড়তে হবে:
বিশেষ করে অভিভাবকদের মধ্যে এটি বেশি দেখা যায়। প্রত্যেক মা–বাবা চান তাঁর সন্তান যেন ভালো স্কুলে পড়ার সুযোগ পান। তাই অল্প বয়সে শিক্ষার্থীদের নামতে হয় বিদ্যালয়ে ভর্তিযুদ্ধে। ভালো বিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে অনেক শিক্ষার্থী ছোটবেলায় হতাশ হয়ে পড়ে। অনুশোচনা করতে থাকে, যা পরবর্তী সময়ে পড়াশোনার ওপর প্রভাব ফেলে। শিক্ষার্থী ও অভিভাবক উভয়কেই বিষয়টি থেকে বের হয়ে আসতে হবে। কোনো বিদ্যালয় আসলে খারাপ নয়। কোনোটাতে সুযোগ–সুবিধা বেশি আর কোনোটাতে কম। এটাই পার্থক্য শুধু।
২. বিদ্যালয়ের ক্লাস না করলেও চলবে:
অনেক শিক্ষার্থী মনে করে বিদ্যালয় ক্লাস না করলেও চলবে। অনেকে আবার দাবি করেন বিদ্যালয় ক্লাসগুলো মানসম্মত নয়। তাই শিক্ষার্থীরা বিভিন্ন প্রাইভেট ও কোচিং সেন্টারের প্রতি ধাবিত হচ্ছে। দিনের অনেকটা সময় তারা ব্যয় করছে কোচিং সেন্টারগুলোতে। এ জন্য তারা বিদ্যালয় অনেক সময় অনুপস্থিত থাকছে। এটা আসলে ভুল ধারণা। বিদ্যালয়ের বেশির ভাগ ক্লাস মানসম্মত। শিক্ষকেরা যথেষ্ট আগ্রহ নিয়ে সেখানে পড়ান। কিন্তু শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণে ব্যর্থ হওয়ার জন্যই হয়তো কোচিং সেন্টার বা প্রাইভেটগুলো তাদের কার্যক্রম চালাতে সক্ষম হচ্ছে।
৩. একাডেমিক বইয়ের চেয়ে গাইড বই বেশি ভালো:
এটা অন্যতম একটি ভুল। বোর্ডের একাডেমিক বইগুলো হলো মূল। আর এই বইগুলো যাতে সহজে বুঝতে পারা যায়, সে জন্য তৈরি করা হয় বিভিন্ন গাইড বা সহায়ক বই। শিক্ষার্থীদের আকর্ষণ করা হয় বিভিন্ন নোট বা গাইড বইয়ের ওপর। এটা আসলে একধরনের ব্যবসায়িক উদ্দেশ্য। মূল বই বুঝতে পারলে এবং নিয়মিত চর্চা করলে কোনো সহায়ক বইয়ের দরকার হবে না। প্রয়োজনে নিজের মতো করে নোট তৈরি করা যেতে পারে। কোনো টপিক না বুঝলে তা সমাধানে বিদ্যালয়ের শিক্ষকদের সাহায্য নিতে হবে। এ ক্ষেত্রে বিদ্যালয় শিক্ষকদের আরও বেশি আন্তরিক হতে হবে।
৪. আমার কোনো সহপাঠীর প্রয়োজন হয় না:
বিদ্যালয়ে অনেক শিক্ষার্থী একত্রে পড়াশোনা করে, যাদের আমরা সহপাঠী বলে থাকি। তারা একে অপরের বিপদে এগিয়ে আসে এবং বিভিন্ন বিষয়ে একে অপরকে সাহায্য–সহযোগিতা করে। প্রত্যেক শিক্ষার্থীর কিছু ভালো বন্ধু থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ভালো বন্ধু নির্বাচনে বেশি গুরুত্ব দিতে হবে। তবে বিদ্যালয়জীবনে ভালো বন্ধু থাকা অত্যাবশ্যক।
৫. আমার রোল নম্বর অনেক খারাপ:
এটা দুঃখজনক হলেও সত্য, বিদ্যালয়জীবনে একজন ভালো ও খারাপ শিক্ষার্থী নির্ধারণ করা হয়ে থাকে তার রোল নম্বরের ভিত্তিতে। অনেকে তাদের খারাপ ছাত্র বা ব্যাকবেঞ্চার উপাধি দেয়। অনেক শিক্ষকেরা তাদের খারাপ চোখে দেখেন। অনেক শিক্ষার্থী হতাশ হয়ে পড়ে। আসলে কেউ খারাপ শিক্ষার্থী নয়। কেউ ভালো আবার কেউ একটু বেশি ভালো। তাই রোল নম্বর দিয়ে নিজেকে যাচাই করা হবে অন্যতম একটি ভুল। এই সমস্যা সমাধানে শিক্ষা মন্ত্রণালয় রোলের পরিবর্তে আইডি নম্বর দেওয়ার পরিকল্পনা করেছে। তাই সামনে হয়তো কেউ আর কাউকে রোল নম্বর দিয়ে খোঁটা দিতে পারবে না।
৬. আমার কোনো দক্ষতা নেই:
বিদ্যালয়জীবনে অনেক সহশিক্ষা কার্যক্রম হয়ে থাকে। সেখানে অনেক সহপাঠীকে দেখা যায় যারা অংশগ্রহণ করে ভালো ফল করছে সেখানে। তার মানে এই নয় যে তোমার মধ্যে সেই স্কিল নেই। কে কী বলবে, এটা ভেবে প্রতিযোগিতায় অংশগ্রহণ না করে চুপ করে বসে থাকা হবে অন্যতম একটি ভুল। তাই বিদ্যালয়জীবনে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা উচিত।
৭. শিক্ষকেরা ইচ্ছা করে পরীক্ষায় কম নম্বর দেন:
আমাদের প্রত্যেক মানুষের জীবনে একটি লক্ষ্য থাকে এবং সেই লক্ষ্য পূরণ করতে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন। শিক্ষকেরা ইচ্ছা করে পরীক্ষায় কম নম্বর দেন, এটা আসলে ভুল ধারণা। পরীক্ষার ফলাফলের পর অনেকেই এমন অভিযোগ করে। কৌশলগত পড়াশোনার অভাবে কেউ বেশি নম্বর পায় আবার কেউ কম নম্বর পায়। তাই খারাপ ফলাফল করলে হতাশ হওয়ার কিছু নেই। সামনে ভবিষ্যতের ফলাফলটি যাতে ভালো হয়, সে জন্য ব্যর্থ হওয়ার পরপরই লড়াই করতে হবে। মানসিকভাবে আরও দৃঢ় হতে হবে।
কবি বলেছেন, ‘বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র।’ শিক্ষাজীবনের কোনো শেষ নেই। প্রতিটি সময় ও স্থান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। জীবনের একটি সময় বিদ্যালয়জীবনের কথাগুলো আমাদের সবার মনে পড়বে এবং আমাদের ভুল ধারণাগুলো ভেঙে যাবে।
লেখক: সাদমান সাদিক শোভন
This is our page branding video. Stay with us. Happy Learning with .
সরকারি মেডিকেলে ভর্তি চলছে, বেসরকারিতে আবেদন ১৫ জুন পর্যন্ত
সরকারি মেডিকেল কলেজগুলোতে গত ২১ মে থেকে শুরু হয়েছে এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম। এ ভর্তি প্রক্রিয়া চলবে ৭ জুন পর্যন্ত। এর মাঝে ১ জুন থেকে অধিকাংশ বেসরকারি মেডিকেল কলেজগুলো তাদের ভর্তি কার্যক্রম শুরু করে দিয়েছে। বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তি আবেদনপত্র সংগ্রহের তারিখ জানিয়েছে। বেসরকারি কলেজগুলোয় ভর্তির তারিখ আগামী ১ থেকে ১৫ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
#ঢাবিতে চূড়ান্ত পরীক্ষা ১ জুলাই থেকে
আগামী ১ জুলাই থেকে সশরীরে বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষাগুলো নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু সে ক্ষেত্রে আবাসিক হলগুলো বন্ধই থাকবে। তবে করোনা পরিস্থিতির অবনতি হলে, অর্থাৎ সশরীরে পরীক্ষা নেওয়া সম্ভব না হলে আগামী ১ জুলাই থেকে ব্যবহারিক পরীক্ষা বাদে সব চূড়ান্ত পরীক্ষা অনলাইনে নেওয়া শুরু হবে৷
#জাবির অধিকাংশ শিক্ষার্থী টিকা নিয়েছেন, #বিশ্ববিদ্যালয় খুলতে বাধা কোথায়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার–সংলগ্ন সড়কে এ মানববন্ধন হয়। এ সময় শিগগিরই বিশ্ববিদ্যালয় না খুললে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তাঁরা।
তিন দাবিতে ারি_কলেজের শিক্ষার্থীদের নীলক্ষেতে #কর্মসূচি পালন
অবিলম্বে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার রোডম্যাপ ঘোষণাসহ তিন দাবিতে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা।
#টিকা দিতে #জগন্নাথ_বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ শুরু
করোনাভাইরাসের টিকা দিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ শুরু করেছে কর্তৃপক্ষ। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য চাওয়া হয়েছে।
১০ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্ধারিত অনলাইন ফরমে তথ্য প্রদানের জন্য শিক্ষার্থীদের বলা হয়েছে।
-প্রথম আলো
#দাখিল_শিক্ষার্থীদের #প্রথম_সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ
২০২২ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বাংলা ও গণিত বিষয়ের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। বুধবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. জিয়াউল আহসান স্বাক্ষরিত অফিস আদেশে অ্যাসাইনমেন্টের কথা জানানো হয়।
করোনার কারণে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানের সরাসরি শ্রেণি কার্যক্রমে এখনো সম্পৃক্ত করা যায়নি। ইতিমধ্যে ২০২২ সালের দাখিল পরীক্ষার পাঠ্যসূচি এনসিটিবি কর্তৃক পুনর্বিন্যাস করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির ভিত্তিতে এ বছরের দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক মূল্যায়ন অ্যাসাইনমেন্ট অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, প্রথম পর্যায়ে আটটি বিষয়ে (বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ব্যবসায় উদ্যোগ) মূল্যায়ন অ্যাসাইনমেন্ট ও সপ্তাহভিত্তিক অ্যাসাইনমেন্ট অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা গেল।
তথ্যসূত্র: প্রথমঅলো
#অনলাইন_ক্লাসে শিক্ষার্থীদের যুক্ত করতে ৩ নির্দেশনা #মাধ্যমিক ও #উচ্চশিক্ষা অধিদপ্তরের
অধিদপ্তরের দেওয়া তিন দফা নির্দেশনায় বলা হয়েছে, জেলা পর্যায়ের অনলাইন ক্লাসে উপজেলা পর্যায়ের শিক্ষার্থীদের যুক্ত করা ব্যবস্থা করা, স্কুল কর্তৃপক্ষ পরিচালিত অনলাইন ক্লাসগুলোকে জুম বা গুগল মিট বা মাইক্রোসফট টিম বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করে মিথস্ক্রিয়া বা ইন্টার্যাক্টিভ করা এবং সংসদ টিভির ক্লাস, স্কুলের অনলাইন ক্লাস ও জেলা ও উপজেলা পর্যায়ের অনলাইন ক্লাসগুলো অগ্রাধিকার দিয়ে শ্রেণি রুটিন প্রস্তুত করা।
মাধ্যমিকের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে...
ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি। রোববার (৩০ মে) এ অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়। সরকারের বিধিনিষেধের কারণে এক মাস বন্ধ থাকার পর গত সপ্তাহে আবারও শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছে ।
* ৫ম অ্যাসাইনমেন্ট দেখতে ছবিতে ক্লিক করুন ।
👉কমেন্টে অ্যাসাইনমেন্ট লিংক দেওয়া আছে।
#টপটেনলার্নিংএকাডেমি
ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট 2021.pdf
#৫ম শ্রেণির ✏️ #গণিতের ১১০ টি সূত্র ও সংজ্ঞা :
[শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন]
১। গুণফল = গুণ্য × গুণক
২। গুণক = গুণফল ÷ গুণ্য
৩। গুণ্য = গুণফল ÷ গুণক
নিংশেষে বিভাজ্য হলে
৪। ভাগফল = ভাজ্য ÷ ভাজক
৫। ভাজক =ভাজ্য ÷ ভাগফল।
৬। ভাজ্য = ভাজক × ভাগফল।
নিংশেষে বিভাজ্য না হলে
৭। ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ।
৮। ভাজক = (ভাজ্য – ভাগশেষ) ÷
ভাগফল।
৯। ভাগফল = ( ভাজ্য – ভাগশেষ)
÷ ভাজক।
১০। গড় = রাশিগুলোর যোগফল ÷
রাশিগুলোর সংখ্যা।
১১। লাভ = বিক্রয়মূল্য – ক্রয়মূল্য।
১২। ক্ষতি = ক্রয়মূল্য – বিক্রয়মূল্য।
১৬। ১০ কুইন্টাল = ১ মেট্রিক টন।
১৭। ১ কুইন্টাল ১০০ কিলোগ্রাম (কেজি)
১৮। ১ মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম (কেজি)।
১৯। ১ এয়র = ১০০ বর্গমিটার।
২০। ১ হেক্টর = ১০০০০ বর্গ মিটার।
২১। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ।
২২। সামান্তরিকের ক্ষেত্রফল = ভুমি × উচ্চতা।
২৩। ত্রিভুজের ক্ষেত্রফল = (ভুমি × উচ্চতা) ÷ ২
২৪। দৈর্ঘ্য = ক্ষেত্রফল ÷ প্রস্থ।
২৫। প্রস্থ = ক্ষেত্রফল ÷ দৈর্ঘ্য।
২৬। ভুমি = (ক্ষেত্রফল × ২) ÷ উচ্চতা।
২৭। উচ্চতা = (ক্ষেত্রফল × ২) ÷ ভুমি।
২৮। পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ)।
২৯। জনসংখ্যার ঘনত্ব = জনসংখ্যা ÷ আয়তন।
৩০। আয়তন = জনসংখ্যা ÷ ঘনত্ব।
৩১। ঘনত্ব = জনসংখ্যা ÷ আয়তন।
৩২। জনসংখ্যা = ঘনত্ব × আয়তন।
৩৩। ভাগ কী?
উঃ ভাগ হলো পুনঃ পুনঃ বিয়োগ।
৩৪। খোলা বাক্য কাকে বলে?
উঃ যখন কোনো বাক্যের সত্য, মিথ্যা যাচাই করা যায় না, তাকে খোলা বাক্য বলে।
৩৫। গাণিতিক বাক্য কাকে বলে?
উঃ যখন কোনো বাক্যের সত্য না মিথ্যা যাচাই করা যায়, তাকে গাণিতিক বাক্য বলে?
৩৬। অক্ষর প্রতীক কী?
উঃ অজানা সংখ্যা নির্দেশ করতে যে বিশেষ প্রতীক বা অক্ষর ব্যবহার করা হয় তাকে অক্ষর প্রতীক বলে।
৩৭। গাণিতিক প্রতিক কী?
উঃ গণিতে যে প্রতীক ব্যবহার করা হয় তাই গাণিতিক প্রতীক।
৩৮। সংখ্যা প্রতীক কয়টি ও কী কী?
উঃ সংখ্যা প্রতীক ১০ টি। যথা – ০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯।
৩৯। প্রক্রিয়া প্রতীক কয়টি ও কী কী?
উঃ ৪টি যথাঃ ➕, ➖, ✖, ➗
৪০। সম্পর্ক প্রতীক কয়টি ও কী কী?
উঃ সম্পর্ক প্রতীক অনেক আছে। তবে প্রাথমিকে ব্যবহৃত সম্পর্ক প্রতীক ৪ টি যথাঃ >, ≥ = ≠
৪১। গুণিতক কাকে বলে?
উঃ কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা যে সকল সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়, সেই সকল সংখ্যার প্রত্যেককে ঐ নির্দিষ্ট সংখ্যার গুণিতক বলে।
৪২। ল.সা.গু. কাকে বলে?
উঃ দুই বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে বলে ল.সা.গু.।
৪৩। গ.সা.গু. কাকে বলে?
উঃ একাধিক সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক হলো গ.সা.গু.।
৪৪। গুণনীয়ক কাকে বলে?
উঃ কোনো সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা বিভাজ্য, সেই সকল সংখ্যাকে গুণনীয়ক বলে।
৪৫। মৌলিক সংখ্যা কাকে বলে?
উঃ কোনো সংখ্যার গুণনীয়ক যদি ১ এবং ঐ সংখ্যা (শুধু দুইটি) হয় তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে।
৪৬। সংখ্যা রাশি কী?
উঃ কতিপয় সংখ্যাকে প্রক্রিয়া চিহ্ন এবং প্রয়োজনে বন্ধনী দ্বারা যুক্ত করলে একটি সংখ্যা রাশি তৈরি হয়।
যেমনঃ (৩৬ ÷৪) × ৫ -৭
৪৭। ভগ্নাংশ কাকে বলে?
উঃ কোনো বস্তু বা পরিমানের অংশ নির্দেশ করতে যে সংখ্যা ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে।
৪৮। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে?
উঃ যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে।
৪৯। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে?
উঃ যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে।
৫০। সমহর বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে?
যেসব ভগ্নাংশের হর একই তাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে।
৫১। মিশ্র ভগ্নাংশ কাকে বলে?
উঃ যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়ে থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে।
৫২। গড় কাকে বলে?
উঃ রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাই গড়।
৫৩। শতকরা কী?
উঃ শতকরা হলো এমন একটি অনুপাত যা ১০০ এর ভগ্নাংশ রুপে প্রকাশ করা হয়।
৫৪। আসল কী?
উঃ বিনিয়োগকৃত টাকাকে আসল বলে।
৫৫। বৃত্ত কী?
উঃ বৃত্ত হলো একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেক বিন্দু ভিতরের একটি বিন্দু থেকে সমান দুরে থাকে।
৫৬। পরিধি কী?
উঃ যে বক্ররেখাটি বৃত্তকে আবদ্ধ করে রেখেছে তাকে বলে পরিধি।
৫৭। জ্যা কী?
উঃ জ্যা হলো একটি বৃত্তচাপের শেষ প্রান্ত বিন্দু দুইটির সংযোজক রেখাংশ।
৫৮। ব্যাসার্ধ কী?
উঃ কেন্দ্র থেকে পরিধির দুরুত্বই হলো ব্যাসার্ধ।
৫৯। কর্ন কাকে বলে?
উঃ বিপরীত শীর্ষ বিন্দুর সংযোগকারী রেখাকে কর্ণ বলে।
৬০। রম্বস কাকে বলে?
উঃ যে চতুর্ভূজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে।
৬১। আয়ত কাকে বলে?
উঃ যে চতুর্ভূজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল তাকে আয়ত বলে।
৬২। বর্গ কাকে বলে?
যে আয়তের চারটি বাহু সমান ও কোনগুলো সমান তাকে বর্গ বলে।
৬৩। চতুর্ভূজ কাকে বলে?
উঃ চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চুতুর্ভূজ বলে।
৬৪। অধিবর্ষ কী?
উঃ চার দ্বারা বিভাজ্য বছরকে অধিবর্ষ বলে।
৬৫। ১ শতাব্দি কী?
উঃ ধারাবাহিক ১০০ বছর সময় কালকে ১ শতাব্দি বলে।
৬৬। যুগ কী?
উঃ ধারাবাহিক ভাবে ১২ বছর সময় কালকে ১ যুগ বলে।
৬৭। ১ দশক কী?
উঃ ধারাবাহিক ভাবে ১০ বছর সময় কাল হয় ১দশক।
৬৮। উপাত্ত কাকে বলে?
উঃ প্রাপ্ত তথ্য সমূহকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে উপাত্ত বলে।
৬৯। উপাত্ত কত প্রকার ও কী কী?
উঃ উপাত্ত ২ প্রকার। বিন্যস্ত উপাত্ত ও অবিন্যস্ত উপাত্ত।
৭০। বিন্যস্ত উপাত্ত কাকে বলে?
উঃ যে উপাত্ত গুলো কোনো বৈশিষ্ট অনুযায়ী সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে।
৭১। অবিন্যস্ত উপাত্ত কাকে বলে?
উঃ যে উপাত্ত গুলো কোনো বৈশিষ্ট অনুযায়ী সাজানো থাকে না তাকে অবিন্যস্ত উপাত্ত বলে।
৭২। লেখ চিত্র কাকে বলে?
উঃ চাক্ষুষ প্রদর্শনের জন্য রেখার সাহায্যে আঁকাচিত্র হলো লেখচিত্র।
৭৩। শ্রেনি ব্যবধান কী?
উঃ শ্রেণির উর্ধ্বসীমা ও নিম্নসীমার মধ্যে পার্থক্যই হলো শ্রেণি ব্যবধান।
৭৪। ঘটন সংখ্যার অপর নাম কী?
উঃ গণসংখ্যা
৭৫। জনসংখ্যার ঘনত্ব কী?
উঃ প্রতি বর্গ কিলোমিটারে বসবাসরত লোক সংখ্য হলো জনসংখ্যার ঘনত্ব।
৭৬। ক্যালকুলেটর কী?
উঃ ক্যালকুলেটর হলো একটি সাধারণ গণনার জন্য হস্তচালিত একটি ইলেকট্রনিক যন্ত্র, যা একটি বৈদুতিক ব্যটারি দ্বারা চলে।
৭৭। মাধ্যমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কী ক্যালকুলেটর ব্যবহৃত হয়?
উঃ বৈজ্ঞানিক ক্যালকুলেটর।
৭৮। কম্পিউটার কী?
উঃ কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র যা ক্যালকুলেটর অপেক্ষা বড় গণনা করতে পারে।
৭৯। রাশিগুলোর যোগফল = গড় × রাশিগুলোর সংখ্যা।
৮০। যৌগিক সংখ্যা কাকে বলে?ৎ
উঃ যে সংখ্যার গুণনীয়ক ১ এবং ঐ সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাকে যৌগিক সংখ্যা বলে।
৮১। পরিসর = (সর্ব্বোচ্চ -সর্বনিম্ন ) + ১
৮২। গুণ্য কাকে বলে?
উঃ যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে।
৮৩। গুণক কাকে বলে?
উঃ যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে।
৮৪। গুণফল কাকে বলে?
উঃ গুণ্যকে গুণক দ্বারা গুন করার পর যে মান পাওয়া যায় তাকে গুণফল বলে।
৮৫। ভাজ্য কাকে বলে?
উঃ যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে।
৮৬। ভাজক কাকে বলে?
উঃ যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে।
৮৭। ভাগশেষ কাকে বলে?
উঃ ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করে যদি কোনো অবশেষ সংখ্যা থেকে যায় তবে তাকে ভাগশেষ বলে।
জেএসসির ১০০% কমন সাজেশন
৮৮। ভাগফল কাকে বলে?
উঃ ভাগফল কাকে বলে?
উঃ ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করার পর যে মান পাওয়া যায় তাকে ভাগফল বলে।
৮৯। সমলব ভগ্নাংশ কাকে বলে?
উঃ যে ভগ্নাংশগুলোর লব সমান তাদেরকে সমলব বিশিষ্ট ভগ্নাংশ বলে।
৯০। ঐকিক নিয়ম কাকে বলে?
উঃ হিসাবের সুবিধার্তে প্রথমে একটির দাম বের করে সমস্য সমাধানের পদ্ধতিকে ঐকিক নিয়ক বলে।
৯১। ১ জোড়া = ২টি।
৯২। ১ হালি = ৪টি।
৯৩। ১ ডজন = ১২ টি।
৯৪। ১ কুড়ি = ২০ টি।
৯৫। ১ দিস্তা = ২৪ তা।
৯৬। ১ রীম = ২০ দিস্তা।
৯৭। ১ সপ্তাহ = ৭ দিন।
৯৮। ১ মাস = ৩০ দিন।
৯৯। ১ বছর = ১২ মাস = ৩৬৫ দিন।
১০০। মৌলিক সংখ্যার অপর নাম কী?
উঃ উৎপাদাক
১০১। দশমিক ভগ্নাংশ কী?
উঃ ভগ্নাংশ প্রকাশের একটি বিশেষ পদ্ধতি হলো দশমিক ভগ্নাংশ।
১০২। বিপরীত ভগ্নাংশ কাকে বলে?
উঃ কোনো ভগ্নাংশের লবকে হর এবং হরকে লব করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে বিপরীত ভগ্নাংশ বলে।
১০৩। শতকরাকে কী বলা হয়?
উঃ শতকারাকে শতাংশ বলা হয়।
১০৪। ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি।
১০৫। ১ মেট্রিক টন = ১০ কুইন্টাল = ১০০০ কেজি।
১০৬। ১ লিটার = ১০০০ মিলিলিটার = ১০০০ ঘন সেন্টিমিটার।
১০৭। ১ ঘনমিটার = ১০০০০ লিটার।
১০৮। ১ কুইন্টাল = ১০০ কেজি।
১০৯। ১০০০ গ্রাম = ১ কেজি।
১১০। ১ পক্ষ = ১৫দিন।
#এসএসসি, #এইচএসসি ও #জেএসসি পরীক্ষা যেভাবে:
গত বছরের এইচএসসি পরীক্ষার মতো আর পরীক্ষা ছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল্যায়ন হবে না। সংক্ষিপ্ত পাঠ্যসূচির ভিত্তিতে শ্রেণিকক্ষে ক্লাস করিয়েই এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে। একইভাবে আগামী বছরের (২০২২ সালের) এসএসসি ও এইচএসসি পরীক্ষাও হবে সংক্ষিপ্ত পাঠ্যসূচির ভিত্তিতে।
অন্যদিকে এ বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হলো, যদি পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি হয় তাহলে পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে। অন্যথায় অ্যাসাইনমেন্টের ভিত্তিতে এই পরীক্ষার মূল্যায়ন হবে।
সমন্বিত #ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকারস সিলেকশন কমিটির সদস্যভুক্ত সাতটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার পদের নিয়োগ হবে সমন্বিত পরীক্ষার মাধ্যমে। এই নিয়োগ পরীক্ষার পদ্ধতি ও প্রস্তুতি নিয়ে নিজেদের অভিজ্ঞতার আলোকে প্রস্তুতিমূলক পরামর্শ দিয়েছেন জনতা ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার মো. আলমগীর মাহমুদ পলাশ ও রূপালী ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার মাহফুজ জামি। লিখেছেন এম এম মুজাহিদ উদ্দীন
যেভাবে পরীক্ষা
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার পদের সমন্বিত নিয়োগ পরীক্ষা হবে তিন ধাপে। প্রথম ধাপে প্রিলিমিনারি পরীক্ষা হবে ১০০ নম্বরে (এমসিকিউ পদ্ধতিতে)। দ্বিতীয় ধাপে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং সব শেষে ২৫ নম্বরের ভাইভা (মৌখিক পরীক্ষা)। প্রিলিমিনারি বা বাছাই পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও কম্পিউটারের ওপর মোট ১০০ নম্বরের প্রশ্ন হয়। এ ক্ষেত্রে গণিতে ৩০, ইংরেজিতে ২৫, বাংলায় ২০, সাধারণ জ্ঞানে ১৫ এবং কম্পিউটার ও তথ্য-প্রযুক্তিতে থাকবে ১০ নম্বর।
প্রিলির বিষয়ভিত্তিক প্রস্তুতি
♦ বাংলার প্রস্তুতি যেভাবে : সাধারণত বাংলা ব্যাকরণ ও সাহিত্যের ওপর প্রশ্ন করা হয়। তবে সবচেয়ে বেশি প্রশ্ন হয় ব্যাকরণের ওপর। ব্যাকরণের প্রস্তুতির জন্য নবম-দশম শ্রেণির বোর্ড ব্যাকরণ বইয়ের ওপর দখল থাকা জরুরি। এই প্রস্তুতি অন্যান্য চাকরির পরীক্ষায়ও কাজে দেবে। ভাষা, ধ্বনি, বর্ণ, সমাস, কারক ও বিভক্তি, সন্ধিবিচ্ছেদ, বচন, শব্দের প্রকারভেদ, লিঙ্গান্তর, বাক্য, বাগধারা, এককথায় প্রকাশ ইত্যাদির ওপর প্রশ্ন বেশি থাকে। তাই এই বিষয়গুলোয় বেশি মনোযোগ দিতে হবে। তবে কিছু কিছু বিষয় আছে, যেগুলো শুধু নবম-দশম শ্রেণির ব্যাকরণ বইয়ের ওপর সীমাবদ্ধ থাকলে চলবে না, আরো বিস্তর পড়তে হবে। এ ক্ষেত্রে ড. হায়াৎ মামুদের ভাষা শিক্ষা বইটি পড়া যেতে পারে—সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, বানান, শব্দের প্রয়োগ-অপপ্রয়োগ, এককথায় প্রকাশ, প্রবাদ প্রবচন প্রভৃতি। ব্যাকরণ ও সাহিত্যের কিছু বিষয় মনে থাকে না। সেগুলোর কৌশলে বা ছন্দ আকারে মনে রাখার জন্য এম এম মহিউদ্দীনের লেখা ‘শর্ট টেকনিক’ বইটি পড়া যেতে পারে। সাহিত্য অংশে প্রস্তুতির জন্য বাজারের ভালো মানের একটি গাইড বই অনুসরণ করা যেতে পারে। সাহিত্য অংশে বিগত সালের বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়লে সাধারণত কমন পাওয়া যায়। কবি-সাহিত্যিকদের জীবনী, সাহিত্যকর্ম, তাঁদের বিভিন্ন কবিতা ও উপন্যাস, উক্তি, বিখ্যাত পত্রিকার সম্পাদকদের নাম ও প্রকাশের সাল, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধভিত্তিক নাটক, উপন্যাস প্রভৃতি সম্পর্কে প্রশ্ন হতে পারে।
♦ ইংরেজিতে জোর দিন : অন্যান্য চাকরি পরীক্ষার ইংরেজি বিষয়ের প্রশ্নের সঙ্গে ব্যাংকের ইংরেজি প্রশ্নের কিছুটা ব্যতিক্রম লক্ষ করা যায়। এ জন্য বুঝে-শুনে প্রস্তুতি নিতে হবে। ব্যাংকে ইংরেজি অংশে মূলত দুই ধরনের প্রশ্ন হয়—1. Vocabulary Based,
2. Grammar Based
আবার Vocabulary-তেও দুই ধরনের প্রশ্ন হয়, যেমন—1. General Vocabulary, 2. Contextual Vocabulary.
যে ধরনের প্রশ্নই হোক না কেন, মূলত কিছু কমন টাইপ প্রশ্নই করা হয়। Vocabulary-নির্ভর টপিকগুলো হলো—Synonyms & Antonyms, One word Substitution, Replacing underlined word, Analogy, Odd man out, Spelling, Sentence Completion Group verb, Appropriate preposition, Idioms & Phrase.
আর গ্রামারের গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো—Error Finding, Sentence Correction, Correct Sentence Choice, Rearrange Sentence Parts, Grammar Based Fill in the blanks।
প্রিলিমিনারি বা বাছাই পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও কম্পিউটারের ওপর মোট ১০০ নম্বরের প্রশ্ন হয়। এ ক্ষেত্রে গণিতে ৩০, ইংরেজিতে ২৫, বাংলায় ২০, সাধারণ জ্ঞানে ১৫ এবং কম্পিউটার ও তথ্য-প্রযুক্তিতে থাকবে ১০ নম্বর
ভোকাবুলারির প্রস্তুতির জন্য প্রথমে মহিউদ্দীনের লেখা Mini Job Vocabulary বইটি থেকে সব ভোকাবুলারি মুখস্থ করতে পারেন। বইটা ছোট, তবে ভোকাবুলারির সবই গুরুত্বপূর্ণ। দেখবেন হয়তোবা অনেকগুলোই আপনি পারেন। এরপর Word Smart বই থেকেও ভোকাবুলারি দেখতে পারেন। গ্রামার অংশের জন্য Cliff’s toefl বই পুরোটা পড়ে ফেলুন। ইংরেজিতে লেখা হলেও বইটির ভাষা সহজ ও সাবলীল। ভালো করে পড়তে পারলে গ্রামারের কাজ অনেকটাই হয়ে যাবে। তা ছাড়া গ্রামারের বিগত সালের প্রশ্ন অনুশীলন করার জন্য বাজারের ভালো মানের একটা গাইড বই অনুসরণ করা যেতে পারে।
♦ চাকরির জন্য গণিত : ব্যাংকে চাকরি পাওয়ার জন্য গণিতে দক্ষ হওয়ার বিকল্প নেই। তাই গণিতকে হেলাফেলা না করে দুর্বলতা থাকলে তা কাটিয়ে ওঠার জন্য আজ থেকেই চেষ্টা করতে হবে। পাটিগণিত অংশে সময় ও কাজ, সময় ও দূরত্ব (নৌকা, ট্রেন), লাভ-ক্ষতি, বয়স, নল ও চৌবাচ্চা, অনুপাত-সমানুপাত, শতকরা, সুদকষা, পরিমাপ ও একক, গড়, অংশীদারিত্ব ও ভাজ্য, মিশ্র ও দ্রবণ, বিন্যাস-সমাবেশ প্রভৃতি। বীজগণিতের রাশিমালা, সূচক, সমীকরণ, লগারিদম, সেট, সিরিজ প্রভৃতি টপিক থেকে প্রশ্ন বেশি এসে থাকে। জ্যামিতির ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, স্থানাঙ্ক ও দূরত্ব প্রভৃতি। এ ছাড়া পরিমিতি ও ত্রিকোণমিতি থেকেও মাঝে মাঝে কিছু প্রশ্ন এসে থাকে। ব্যাংকের গণিতের প্রস্তুতির জন্য আগারওয়ালের Quantitative Aptitude for competitive Examinations বইটা দারুণ কাজে দেয়। যেসব টপিক থেকে প্রশ্ন বেশি আসে, শুধু সেসব টপিক থেকেই গণিত অনুশীলন করতে হবে। এ ছাড়া ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট থেকেও প্রস্তুতি নেওয়া যেতে পারে। আর যাঁদের গণিতের বেসিক বেশি ভালো না, তাঁদের সপ্তম, অষ্টম ও নবম-দশম শ্রেণির বোর্ড গণিত বই প্রথমে অনুশীলন করে গণিতের বেসিক ঝালাই করে নিতে হবে। এ ছাড়া বাজারের ভালো মানের অন্যান্য গণিত বইও অনুশীলন করা যেতে পারে। তবে ব্যাংকে যেহেতু গণিত ইংরেজি মাধ্যমে আসে তাই ইংরেজি মাধ্যমে গণিত অনুশীলন করলে পরীক্ষার হলে সহজে উত্তর দেওয়া যাবে।
♦ সাধারণ জ্ঞান অসাধারণ কিছু নয়
সাধারণ জ্ঞান বিষয়টা সাধারণই। তবে বিষয়টাকে হেলাফেলা করা যাবে না। সাধারণ জ্ঞানে দুই ধরনের প্রশ্ন হয়। এক ধরনের প্রশ্ন হয় সাম্প্রতিক বিষয়গুলো থেকে, আরেক ধরনের প্রশ্ন হয় স্থায়ী বিষয়গুলোকে নিয়ে। সাধারণ জ্ঞানের ক্ষেত্র বিশাল, তাই নির্দিষ্ট টপিক বলাটা কষ্টকর। তার পরও বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখা গেছে—কিছু বিষয় থেকে বেশি প্রশ্ন আসে। সেগুলো হলো—সমসাময়িক রাজনীতি, নারীনীতি, সমাজনীতি, পরিবেশনীতি, নির্বাচন, খেলাধুলা, পুরস্কার প্রভৃতি। এ ছাড়া বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষাবিষয়ক তথ্য, বিভিন্ন দেশের অর্থনীতিবিষয়ক তথ্য (জিডিপি, মাথাপিছু আয়, মুদ্রা), জাতীয় ব্যাংকের নাম, জাতিসংঘ ও বিশ্বব্যাংকসহ এদের সব অঙ্গসংগঠন, বিভিন্ন অর্থনৈতিক ও ব্যাবসায়িক চুক্তি এবং বাংলাদেশের ইতিহাস ১৯৪৭-১৯৭১ সাল পর্যন্ত। সাধারণ জ্ঞানে ভালো প্রস্তুতির জন্য দৈনিক পত্রিকার বাণিজ্য ও অর্থনৈতিক পাতা, আন্তর্জাতিক পাতা, উপসম্পাদকীয় পাতা ও খেলাধুলার পাতা নিয়মিত পড়তে হবে। গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত খাতায় নোট করে রাখা যেতে পারে। বিবিসি ও সিএনএনের খবর শুনতে পারলে ভালো কাজে দেবে। এ ছাড়া বাজারে প্রচলিত সাধারণ জ্ঞানের ভালো মানের একটি বই পড়া যেতে পারে।
♦ কম্পিউটার ও তথ্য-প্রযুক্তির প্রস্তুতি হোক জোরালো
কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি অংশে প্রস্তুতির জন্য মাধ্যমিকের কম্পিউটার বইটি পড়া যেতে পারে। তা ছাড়া উচ্চ মাধ্যমিকের তথ্য-প্রযুক্তি বইটা পড়তে পারলে ভালো হয়। আর গাইড বইয়ের ক্ষেত্রে ইজি কম্পিউটার বা বাজারের ভালো মানের যেকোনো বই পড়া যেতে পারে। কম্পিউটারের ইতিহাস, কম্পিউটারের প্রকারভেদ, ক্রমবিবর্তন, সংগঠন, সিস্টেম ইউনিট, আউটপুট ইউনিট, মেমোরি, স্টোরেড ডিভাইস, কম্পিউটার বাস, কম্পিউটার সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, ডাটাবেইস, ডিজিটাল লজিক, সেলুলার ফোন, কমিউটার নেটওয়ার্ক, ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেট, ই-মেইল, ই-কমার্স, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিলিটি প্রগ্রাম, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল প্রভৃতি টপিক থেকে প্রশ্ন এসে থাকে। বিগত সালে ব্যাংকসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নগুলো বেশি চর্চা করতে হবে। এ ছাড়া দৈনিক পত্রিকাগুলোর তথ্য-প্রযুক্তি পাতা পড়া যেতে পারে।
কোথায় কত পদ
সোনালী ব্যাংক-২৩৭টি, জনতা ব্যাংক-৪৪০টি, রূপালী ব্যাংক-৭৭টি, বাংলাদেশ কৃষি ব্যাংক-৯টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক-৩৪টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-৩২টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক-২৪টি ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন-১৫টি।
-দৈনিক কালের কণ্ঠ / চাকরি আছে
©এম এম মুজাহিদ উদ্দীন
#টপটেনলার্নিংএকাডেমি
আগামী ুন ২০২১ তারিখ হতে সকল ধরণের #শিক্ষা_প্রতিষ্ঠান খোলা।
#টপটেনলার্নিংএকাডেমি
হতাশ হবেন না, আল্লাহ যা কিছু কেড়ে নেন তার থেকে অধিক উত্তম জিনিস দান করেন।
রিজার্ভ থেকে শ্রীলংকাকে ২৫ কোটি ডলার ঋণ (কারেন্সি সোয়াপ) দিচ্ছে বাংলাদেশ।
১৩ জুন '২১ থেকে প্রাথমিক,মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত।
- শিক্ষামন্ত্রী
বাংলাদেশের মাথাপিছু আয় এখন ২২২৭ মার্কিন ডলার; ভারতের ১৯৪৭
আমরা এখন ভারতকে ছাড়িয়ে!😳😲
আগামী বছরের #এসএসসি ও #এইচএসসি পরীক্ষাও হবে সংক্ষিপ্ত পাঠ্যসূচির ভিত্তিতে।
এসএসসি জন্য ১৫০ দিন এবং এইচএসসি জন্য ১৮০ দিন ক্লাস করানোর জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি করা হয়েছে। এ ছাড়া আগামী জুন থেকে সপ্তাহে দুটি করে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে।
একটা বালটিতে ১৫ টি জীবিত মাছ
ছিলো। তার মধ্য ৭ টি মাছ মারা গেল।
---আপনার উত্তর দিতে হবে, ঐ
বালটিতে কয়টি মাছ আছে ??
30 টি গুরুত্বপূর্ণ Word-meaning যা আমাদের দৈনন্দিন কাজে লাগে।
1.সত্যিই! = Really ! or, Truly ?
2.তাই নাকি? = Is it ?
3.হঠাৎ যে! = What a surprise !
4.কি বুদ্ধি! = What an idea !
5.কি সাহস! = How dare !
6.কি আপদ! = How nuisance !
7.কি মজার! = How funny !
8.কি মিষ্টি! = How sweet !
9.কি সুন্দর! = How lovely ! or,How beautiful !
10.খুশির খবর! = How joyfull !
11.আল্লাহর দয়ায়! = By the grace of Allah !
12.কি লজ্জার কথা! = What a shame !
13.কি ভয়ানক! = How terrible !
14.কি দুঃখজনক! = How tragic !
15.হায় আল্লাহ! = My goodness !
#টপটেনলার্নিংএকাডেমি
16.বাহ্ দারুণ তো! =Wow !
17.কথাটা সত্য! = That's true !
18.চুপ কর! = Shut up !
19.তাই বুঝি। = I see.
20.মনে হয় । = It seems.
21.ধ্যাৎতেরি! = Oh s**t !
22.একটুও না। = Not a bit.
23.প্রশ্নই ওঠে না। = Unquestionable.
24.যা-ই হোক। = Anyway.
25.এটা কোনো ব্যাপার না। = It doesn't matter.
26.আমার মনে হয়। = I guess.
27.চুলোয় যাক! = Damn it !
28.সেটাই ভালো। = That's good.
29.তুমি আবার এসেছ! = It's you again !
30.সাবাস! = Well done!
--এ রকম আরো পেতে চাইলে,
পড়া শেষে comment এ Done লিখুন।
➢ তোমাকে কেন আর দেখি না?
How come I never see you?
➢ অনেক দিন হয়ে গিয়েছে।
It’s been such a long time.
➢ অনেক দিন দেখা হয় না।
Long time no see.
#টপটেনলার্নিংএকাডেমি
➢ আপনি কোথায় লুকিয়ে আছেন?
Where have you been hiding?
➢ অনেক যুগ অতিক্রান্ত হয়েছে আপনার সাথে শেষ দেখা হওয়ার পর।
It’s been ages since we last met.
➢ এই আনন্দঘন ক্ষণে তোমাকে অভিনন্দন।
Congratulations on this happy event
সব চাইতে গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি বাক্যঃ-
★How Was – কেমন ছিলো?
★ Don’t Say – বল না।
★ Very Well – খুব ভালো।
★ That’s Why- এই কারনে।
★ For What- কি জন্য
★ Very handy – খুব শীগ্রই,
★ That means – তার মানে,
★ No mention – এ আর কি,
★ Oh sure – ও নিশ্চয়ই,
★ Oh s**t – ধ্যাত্তেরি,
★ Suppose – মনে করো,
★ Shut up! – চুপ কর!
★ Wow! – বাহ দারুণ তো!
#টপটেনলার্নিংএকাডেমি
★ It’s enough – যথেষ্ট হয়েছে,
★ That I know – তা তো জানি,
★ Well, let me see – আচ্ছা দেখি,
★ This way – এভাবে,
★ That way – সেভাবে,
★ By whom – কার দ্বারা?
★ To whom – কার কাছে?
★ For whom – কার জন্য?
★ With whom – কার সাথে?
★ About whom – কার সম্বন্ধে?
★ Before whom – কার আগে?
★ After whom – কার পরে?
★ Without whom – কাকে ছাড়া?
★ With what – কিসের দ্বারা?
★ For what – কি জন্য?
★ From what – কি থেকে?
★ About what – কি সম্বন্ধে?
★ After what – কিসের পরে?
★ Before what – কিসের আগে?
★ Without what – কি ছাড়া?
★ How many? – কতগুলো?
★ How much? – কি পরিমাণ?
★ How often? – কতদিন?
★ How far? – কতদূর?
★ How fare? – কত ভাড়া?
★ How long? – কতক্ষণ?
★ How fast? – কত দ্রুত?
★ How dare? – কোন সাহসে?
📚পড়ার শেষে Done লিখবেন 🔴
ইংরেজি সঠিক উচ্চারণ যা আমরা প্রায় সময় ভুল করি।
১ । ভুল উচ্চারণ: Biscuit -বিস্কুট
সঠিক উচ্চারণ: বিস্কিট
২ । ভুল উচ্চারণ: Ticket -টিকেট
সঠিক উচ্চারণ: টিকিট
৩ । ভুল উচ্চারণ: Example -এগজাম্পল
সঠিক উচ্চারণ: ইগজাম্পল
৪ । ভুল উচ্চারণ: They -দে
সঠিক উচ্চারণ: দেই
৫ । ভুল উচ্চারণ: Information -ইনফরমেশন
সঠিক উচ্চারণ: ইনফরমেইশন
৬ । ভুল উচ্চারণ: Nature-নেচার
সঠিক উচ্চারণ: নেইচার
৭ । ভুল উচ্চারণ: patient-পেশেন্ট
সঠিক উচ্চারণ: পেইশেন্ট
৮ । ভুল উচ্চারণ: May- মে
সঠিক উচ্চারণ: মেই
৯ । ভুল উচ্চারণ: Baby - বেবি
সঠিক উচ্চারণ: বেইবি
১০ । ভুল উচ্চারণ: Said--সেইড
সঠিক উচ্চারণ: সেড
পড়া শেষে অবশ্যই Done লিখতে ভুলবেন না!
#টপটেনলার্নিংএকাডেমি
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Address
Dhaka
1214