DHOOM
Nearby public figures
Uttara
Sector/1
Dhaka
‘Democracy is a Government of the people, bythe people and for the people’ গণতান্?
Welcome home, Champions
বাঘীনীদের এশিয়া জয়
champion ( Bangladesh woman football tim) well come home champion ( Bangladesh woman football tim) (well come home) (we are proudly)
ওরা লড়তে জানে, জিততেও জানে৷ নতুন ইতিহাস খোদাই করে লিখেছে বাংলাদেশ নারী ফুটবল দল৷ প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের মুকুট বাংলাদেশের মেয়েদের মাথায়৷ অভিনন্দন বাংলাদেশ!
বিয়ে পড়ানো সময়
জামদানী শাড়ির দাম লাখ টাকা হলেও সেটা পড়া হয় খুব জোর দু'চারটে অনুষ্ঠানে, সবসময় না। সবসময় পড়ার জন্য মানুষ দিনশেষে কোন সাত শো টাকার সুতির শাড়ীকেই বেছে নেয়।
লাখ টাকা দিয়ে আইফোন কেনার পর দেখবেন কথা বলার জন্য মানুষ হাজার টাকার একটা বাটন ফোন ব্যবহার করছে।
ব্যাপারটা আসলে 'দামী জিনিস বেশি ব্যবহার করলে দ্রুত নষ্ট হয়ে হয়ে যাবে' এরকম কিছু না। ব্যাপার টা কমফোর্টেবল এর।
লাইফে সুখী হতে চাইলে গ্লামার আর সৌন্দর্যের চাইতে অনেক ক্ষেত্রে এই কমফোর্ট ফিল টাই বেশি প্রয়োজন।
গ্লামার আর সৌন্দর্য কিছু মুহুর্তের সুখ এনে দিতে পারে, সারাজীবনের না। সারাজীবন সুখে থাকার জন্য আপনাকে এমন একজন মানুষকে বেছে নিতে হবে যার কাছে থাকলে কমফোর্ট ফিল পাওয়া যায়।
এমন একজন মানুষ, যাকে গভীর রাতেও ঘুম ভাঙিয়ে নির্দ্বিধায় বলা যায়- আমি ভালো নেই৷ তুমি আমার মন ভালো করে দাও
Armchaired & Dangerous LIVE: Bill Gates — Armchair Expert Armchaired & Dangerous Live from Seattle at the Paramount Theater. February 2nd, 2022. Today’s episode: Bill Gates
আলহামদুলিল্লাহ।
সৌদি প্রবাসী বাবুর দেওয়া তথ্য অনুযায়ী একটি পরিবার বাবু কে তাদের হারিয়ে যাওয়া সদস্য দাবী করেছেন।
সোর্সের সাথে বিস্তারিত যোগাযোগঃ মি জলিল (অফিসিয়াল ভলিন্টিয়ার) ও মিস রেজিনা পারভীন (আন অফিসিয়াল ভলিন্টিয়ার)
এছারাও তথ্য সংগ্রহ করেছেনঃ মি আরিফ (অফিসিয়াল) সহ আন অফিসিয়াল ভলিন্টিয়ার মি রোকনুজ্জামান।
প্রাথমিক তথ্য যাচাইঃ মি মহিউদ্দিন (অফিস নির্বাহী)।
বরাবরের মতো আপডেট ভিডিও তে দাবীকৃত পরিবার অতিথি র সামনে উপস্থিত হলে কেবল বাবু ই সিদ্ধান্ত নিবেন এটা তার পরিবার কিনা। এ বিষয়ে অতিথি র সিদ্ধান্তই ফাইনাল । স্টুডিও অব ক্রিয়েটিভ আর্টস লিমিটেড এ বিষয়ে কোন সিদ্ধান্ত দেয়না। আমাদের কাজ অসম্পূর্ণ বা আংশিক তথ্যের আলোকে শুধু পরিবার খোজ করা। যদি কেউ অতিথি কে তার পরিবারের সদস্য দাবী করেন সেক্ষেত্রে আমরা দুই পক্ষকেই উৎসাহ দেই ডি এন এ টেষ্ট করা সহ নিকটস্থ থানায় গিয়ে বিষয়টি অবহিত করতে। নিরেপক্ষতা ও সততার প্রশ্নে ডি এন এ টেষ্ট বিষয়ক কোন পদক্ষেপ স্টুডিও অব ক্রিয়েটিভ আর্টস লিমিটেড নিজে থেকে গ্রহন করে না। আমরা প্রায় শতভাগ প্রাপ্ত বয়স্কদের নিয়ে কাজ করি এবং তারা সেচ্ছায় এই অনুষ্ঠানের মাধ্যে নিজেদের জন্ম পরিবার খুজতে আসেন।
বিঃদ্রঃ পরিবার খুজতে আসা কোন অতিথিকে কিংবা অতিথিকে দাবী করা কোন পরিবার, দুইপক্ষের কাউকেই আমাদের অফিসকে কোন প্রকার অর্থ দিতে হয়না। এটা সম্পুর্ন ফ্রী। সাথে যেকোন ধরনের গিফট ও নিষিদ্ধ। সুতারাং সতর্ক থাকুন। প্রতারিত হবেন না।
ধন্যবাদ।
আমরা কি দেশের দূরনিতী বন্ধ করতে পারি না??
আমরা চাই এমন একটি রাষ্ট্র, যে রাষ্ট্রে দারিদ্র্য থাকবে না, আইন কারো গোলামি করবে না, এবং জনগনের কাছে সরকারের দায় থাকতে হবে।
ধানের ন্যায়মূল্য না পেয়ে কৃষকরা যখন ধানক্ষেতে আগুন ধরিয়ে দিয়েছিল; ঠিক তখনই ভারত থেকে আমদানিকৃত ট্রাকবোঝাই চালের দৃশ্য দেখতে হয়েছিল!
কোরবানীর পশুর চামড়ার ন্যায়মূল্য না পেয়ে যখন দেশের মানুষ চামড়া মাটিতে পুঁতে দিলো; ঠিক তখনই পানির দরে কেনা কাঁচা চামড়া রফতানির ঘোষনা দেয়া হলো!
যেমন করে ধান পুড়িঁয়ে ভারতের চাল খেতে হয়েছে! ঠিক তেমনি করেই চামড়াশিল্প ধ্বংস করে পানির দরে কেনা কাঁচা চামড়া ভারতে রফতানি করতে হচ্ছে!
ঠকছে কৃষক; ঠকছে এতিম-গরীব-মিসকীন!
জিতছে লুটেরা; জিতছে সিন্ডিকেট আর তাদের বন্ধুপ্রতীম!!
আর কত দিন এভাবে মরব আমরা????????? আর কত ভাবে ধবংস হলে আমরা জাগ্রত হবে আমাদের বিবেক, আর কত দিন মূর্খদের দিয়ে দেশ চালাবেন, আর এ ভাবে মরবেন??????????????? ধানেরর ন্যায়মূল্য না পেয়ে কৃষকরা যখন ধানক্ষেতে আগুন ধরিয়ে দিয়েছিল; ঠিক তখনই ভারত থেকে আমদানিকৃত ট্রাকবোঝাই চালের দৃশ্য দেখতে হয়েছিল!
কোরবানীর পশুর চামড়ার ন্যায়মূল্য না পেয়ে যখন দেশের মানুষ চামড়া মাটিতে পুঁতে দিলো; ঠিক তখনই পানির দরে কেনা কাঁচা চামড়া রফতানির ঘোষনা দেয়া হলো!
যেমন করে ধান পুড়িঁয়ে ভারতের চাল খেতে হয়েছে! ঠিক তেমনি করেই চামড়াশিল্প ধ্বংস করে পানির দরে কেনা কাঁচা চামড়া ভারতে রফতানি করতে হচ্ছে!
ঠকছে কৃষক; ঠকছে এতিম-গরীব-মিসকীন!
জিতছে লুটেরা; জিতছে সিন্ডিকেট আর তাদের বন্ধুপ্রতীম!!
জবাবদিহিতা কি বাংলাদেশ আছে??
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Website
Address
Dhaka
1230
Dhaka
যদি তুমি নীচের মন্ত্রটি ফাকা জায়গায় দাড়িয়ে রাতের অন্ধকারে তিন বার জপ করো তাহলে লুসিফার জাগ্রত হবে
East Kadamtoli
Dhaka, 1362
Assalamu alaikum. I am KHORSHED ALAM KHOKON (Former member of no. 7 ward) and counselor candidate of
Chandni Chawk Shopping Complex
Dhaka, 1205
সত্য, ন্যায় ও জবাবদিহিতা উন্নয়নের ধারাবাহিকতা এটাই নিজাম মনির পরিষদের মূল কথা।
Kalukhali
Dhaka
❝ উচ্চ আদর্শ ও সাদামাটা জীবনযাপন, এই হোক তোমাদের জীবন আদর্শ।❞ — দেশরত্ন শেখ হাসিনা
Mohammadpur
Dhaka, 1207
"You don't have to hold a position in order to be a leader". - Anthony J.
Gulshan
Dhaka
I'm a political candidate.. There's always political news, conference published.
Dhaka
"জয় বাংলা, জয় বঙ্গবন্ধু"