Vhaiya-ভাইয়া

Vhaiya-ভাইয়া

যৌবন কালে যতো পারো সিজদা করে নাও
কারন আমি অনেক বৃদ্ধ কে দেখেছি সিজদা ছাড়া নামাজ আদায় করতে....!

14/08/2023

😭😭ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন😭😭

আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী সাহেব আর আমাদের মাঝে নেই। কিছুক্ষন এগেই তিনি তার মাওলার ডাকে সারা দিয়ে এই বাংলার জমিন থেকে চিরবিদায় নিয়েছেন 😭

••→এই মজলুম মুসলিম উম্মাহকে আপনি ক্ষমা করে দিয়্যেন হযরত, আমরা আপনার জন্য কিছুই করিতে পারিনি, সব কিছুই রবের দরবারে ছেড়ে দিইলাম😭

আয় আল্লাহ!
তুমি এই কুরানের পাখি ❝আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী❞ রহমাতুল্লাহি আলাইহি কে জান্নাতের উচু মাকাম দান করেন।
এবং তার পরিবারস্থ সকলকে সবরে জামিল ইখতিয়ার করার তাউফিক দান করেন।
আমিন ছুম্মা আমিন 🤲

09/08/2023

প্রতিবাদ জানানো আমার জন্য বাধ্যতামূলক! প্রিয় নবী (স.) আল্লাহর শেষ নবী এবং শ্রেষ্ঠ মানুষ, সেটা প্রমান করতে আমাকে নিশ্চয়ই কোন রেফারেন্স ব্যবহার করার প্রয়োজন নেই। Asad Noor's Vlog পেজটি’র এই গুরুগম্ভীর ফাইজলামির প্রতিবাদ জানাই। আশা করছি আপনিও জানাবেন।

08/08/2023

চিনছো..? 🙂

©️ Niamul Bashar Rony

07/08/2023

আসাদ নূর ভাই। আল্লাহ তাকে হেদায়েত দিক নতুবা আবু লাহাব, উৎবা, শাইবার অবস্থা হোক।

আপনাদের জন্য কিছু দিক নির্দেশনা রয়েছে। আপনারা এটা ফলো করলে মন শান্তি পাবে। এসব কাজে নিজে অংশগ্রহণ করুন এবং অপরকে উৎসাহিত করুন। এতটুকু যথেষ্ট।

কাজের তথ্য উপাত্ত কমেন্ট বক্সে দেওয়া হয়েছে। সেখান থেকে কপি করে কাজটি কম্প্লিট করবেন এবং কমেন্ট একটি স্কিন শর্ট জমা দিবেন। এটা আপনার দায়িত্ব।

ইসলামিক সাইবার সিকিউরিটি

06/08/2023

⚠️⚠ সারদাগঞ্জ মডেল মাদরাসা র ২ জন ছাত্রকে গতকাল ছিনতাই কারীরা অস্ত্রের ভয় দেখিয়ে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। কোনাবাড়ি থেকে তাদের দুজনকে গতকাল রাতে উদ্ধার করা হয়।
আজকে তাদের হুশ ফিরে। তাদের ভাষ্য মতে। জোড় করে তাদেরকে কেক গাওয়ানো হয়। এরপর থেকেই তাদের মাথা ঘুরে। তারা চিল্লাতে চাইলে ছুড়ি দিয়ে তাদের গলা কেটে ফেলার ভয় দেখানো হয়। অতঃপর তাদের দুজনকে কোনাবারির একটা জায়গায় নিয়ে কিছু ড্রামের পিছনে লুকিয়ে রেখে মুখে মাস্ক পড়া একজন লোক তাদের পাহারা দিচ্ছিল এবং সম্ভবত গাড়ির জন্য অপেক্ষা করছিল। বাচ্চা ২পুরোপুরো সেন্সলেস হয়নি তখনো। সুযোগ বুঝে তারা দুজনে দোড়ে পালায় সেখান থেকে। দৌড়ে রাস্তায় উঠতেই একলোক তাদের দেখে বুঝতে পারে পারে যে বাচ্চা ২টি অস্বাভাবিক। সে ওখনকার একজন মুদি দোকানি। সাথে সাথে সে বাচ্চা ২টিকে সাথে করে দোকানে নিয়ে আসে এবং একজনের অভিভাবকের কাছে কল দিতে সক্ষম হয়। তৎক্ষনাৎ আমরা গিয়ে তাদের সেখন থেকে নিয়ে আসি। আজ তাদের হুশ ফিরেছে।

বিভিন্ন মাদরাসা থেকে বাচ্চা হাড়ানোর সংবাদ পাওয়া যাচ্ছে। প্রতিষ্ঠান পরিচালকগন সতর্ক হোন। এবং অভিভাবকদের সচেতন করুন।

বাচ্চাদের জন্য সকলে দোয়া করবেন।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যেন কোরআনের পাখি গুলোকে হেফাজতে রাখেন
আমিন ©️

পোস্ট টা শেয়ার করে ছড়িয়ে দিন দরকার হয় কপি করে পোস্ট করোন সবাইকে সতর্ক করুন... ⚠️⚠️

02/08/2023

প্রিয় রাসূল (সাঃ) বলেন যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করলো সে যেন দশটি
নেকি লাভ করলো।

(তিরমিজি- ২৯১০)

02/08/2023

এটাই বাস্তবত 😥💔

02/08/2023

ভিডিও করতে যানলে সব কিছুই সুন্দর 😱😱

ভিডিও ক্লিক 👉 Niamul Bashar Rony

27/07/2023

মানুষ আল্লাহর কাছে লক্ষ, কোটি টাকা আশা করে অথচ আল্লাহর নামে কিছু দান করার সময় খুচরা টাকা খোঁজে!!

26/07/2023

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন-যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার মেহেমানের খাতির করে। -বুখারী ৬০১৮, মুসলিম ১৮২

23/07/2023

‘আবদুল্লাহ্‌ ইব্‌নু ‘উমর (রাঃ) থেকে বর্ণিত : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :

জামা’আতে সালাতের ফযীলত একাকী আদায়কৃত সালাতের থেকে সাতাশ গুণ বেশী।

রেফারেন্সঃ
সহিহ বুখারী ৬১৭
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ

21/07/2023

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (ﷺ)

18/07/2023

পথ হারা বান্দা আমি চাই যে আলোর দিশা মুছে দাও হে আল্লাহ সকল পাপের নিশা ক্ষমা ও ভালোবাসা তোমার অবদান তাইতো তোমার নাম রেখেছ রহিম রহমান

16/07/2023
16/07/2023

তোমাকে ডাকি যদি একবার আল্লাহ..!
আমাকে কাছে টানো বার বার ~💔

বাস্তব জীবনের সাথে মিল এই গজলটি, কথা গুলো হৃদয়ে আঘাত করে ..! 🥹💔

পেইজে ফলো করোন ভালো লাগলে ভিডিও টি শেয়ার করোন.. জাজাকাল্লাহ ❤️

15/07/2023

Niamul Bashar Rony

14/07/2023

- পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি ছিলো হযরত মুহাম্মদ (সাঃ)।~❤️🌺

জুমু'আ মোবারক ❤️🥰

14/07/2023

💔🥺

14/07/2023

Follow on Niamul Bashar Rony

13/07/2023

"আমার স্বামী আমাকে পর্দায় রাখতে চায়, কিন্তু সামর্থ নেই বিল্ডিং করবে। সে বস্তুা দিয়ে চারপাশে ঘেরাও দিয়ে, গেটের সামনে পোস্টারে লিখে দিয়েছেন যে, ১০ বছরের উপর সকল পুরুষ সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করুন।"

---ভাগ্যবতী এক বোন

এই লাইন কয়টা যা ভালো লেগেছে আমার বলে বোঝানোর মতো নয়। স্বামী যদি আপনাকে সাপোর্ট করে আপনি বিশ্ব জয় করতে পারবেন। দুনিয়ার কোনো কষ্ট আপনার কাছে কষ্ট মনে হবে না, সারাদিনের বেদনা ভুলে দেয়ার জন্য এইটুকু সাপোর্ট যথেষ্ট। লাখ টাকার বিছানায় শুয়েও এই সুখটুকু পাওয়া যায় না, যদি স্বামী এমন সাপোর্ট না করে।

যদি পর্দা নিয়ে যুদ্ধ করা বোনেরা এমন স্বামী পায়, তো তাঁরা আজীবন ক্লান্ত হবে না।

©

11/07/2023

আমিন

10/07/2023

“নিশ্চয়ই মু'মিনদের উপর নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা ফরয”...!💘🌹

[সূরা নিসা:১০৩]

10/07/2023

প্রিয় দ্বিনি ভাইয়েরা,

আপনি চাইলে সকল নারীরকে পর্দা করাতে পারবেন না কিন্তু আপনি চাইলে নিজের দৃষ্টিকে নিচু করে রাখতে পারবেন, 💔

আপনি চাইলে ব্যগানা নারীর দিকে তাকিয়ে( হোক বুর্কা হিজাব পরা আর বেপর্দা) হারাম স্বাদ নিতে পারবেন আবার চাইলে চোখ নিচু করে ইমানের স্বাদ নিতে পারবেন, সবি আপনার উপর, আপনি কোনটা নিবেন,

আল্লাহ তায়ালা সূরা আন নূর এর ৩০ নাম্বার আয়াতে বলেন

قُل لِلمُؤمِنينَ يَغُضّوا مِن أَبصارِهِم وَيَحفَظوا فُروجَهُم ذلِكَ أَزكى لَهُم إِنَّ اللَّهَ خَبيرٌ بِما يَصنَعونَ

মুমিন পুরুষদেরকে বল, তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হিফাযত করবে। এটাই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয় তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত।

তাই এখন থেকেই নিয়ত করুন যেখানেই বেগানা নারী থাকুক দৃষ্টি দেওয়া যাবেনা,
পারবেন তো ইনশাআল্লাহ..?

আল্লাহ সকল ভাইদের সঠিক বুঝ দান করোক আমিন

✍️post copy to 👉 Niamul Bashar Rony

10/07/2023

Page by Niamul Bashar Rony

10/07/2023

হে আমার রব, নিশ্চই আপনি আমার প্রতি যে অনুগ্রহই নাযিল করবেন, আমি তার মুক্ষাপেক্ষী। -সূরা আল-ক্বসাস, আয়াত ২৪

09/07/2023

যে ব্যক্তি নিয়মিত ফজরের সালাত আদায় করবে, সে কখনোই জাহান্নামে প্রবেশ করবে না।
(সহিহ মুসলিম: ৬৩৪)

পেইজে ফলো করে পাশে থাকুন ধন্যবাদ 🥀

07/07/2023

💔💔

07/07/2023

আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো।

(সূরা-মুমিন-আয়াত-৬০- এর-অংশ)

04/07/2023

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ

পৃথিবীতে সেই সবচেয়ে কৃপন ,
যে মুসলমান অন্য মুসলমানকে
সালাম দিতে কৃপনতা করে ।🌹🌹

02/07/2023

প্রতিদিন সকাল সন্ধ্যায় গুরুত্বপূর্ণ এই ছবিটি এমন করুন....!

- আনিসুর রহমান আশরাফী~❤️

আনিসুর রহমান আশরাফী অফিসিয়াল

02/07/2023

ইয়া আল্লাহ্ আমরা মরণের সময় মুখ দিয়ে যেনো বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 🌺সাঃ🌺

23/06/2023

পৃথিবিতে সব চাইতে কঠিন কাজ হল নিজে সংশোধন হওয়া আর সব চাইতে
সহজ কাজ হল অন্যের সমলোচনা করা.

.... (হযরত আলী রাঃ)

21/06/2023

বৃষ্টি দেখলে দুআ

اللّٰهُمَّ صَيِّباً نَافِعاً

হে আল্লাহ! মুষলধারায় উপকারী বৃষ্টি বর্ষণ করুন।

বুখারী, (ফাতহুল বারীসহ) ২/৫১৮, নং ১০৩২

21/06/2023

. সূরা আদ-দূহা...!! ❤️



Follow on Niamul Bashar Rony

20/06/2023

মানুষ যখন সেজদারত অবস্থায় কপাল মাটিতে মিশায় সেই অবস্থায় মানুষকে দেখতে আল্লাহ অধিক ভালবাসেন।

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

--💔

Category

Telephone

Address

A/63
Dhaka
ব্রাহ্মণবাড়িয়া