Valuable BD
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Valuable BD, Jewelry/Watches, 95/3, b distrilary Road, Dhaka.
✅Olevs Diamond cut premium couple watch 😍
অর্ডার করতে নাম ,ঠিকানা এবং মোবাইল নাম্বার দিন। অথবা,
☎️ফোনে অর্ডার করতে কল করুনঃ- 01612507611
✅✅কেনো আমাদের ঘড়ি পড়া উচিৎ
➡️অনেকেই মনে করেন সেলফোন কাছে আছে সময় দেখার কাজ চলে যায়, তাহলে হাতে ঘড়ির দরকারটা কি? দরকার আছে , আর দরকার আছে বলেই এই আপডেট যুগেও ঘরির ব্যবহার ও ঘরির বাজার বন্ধ হচ্ছে না। একটি হাতঘড়ি অনেক দিক থেকেই আপনার ব্যক্তিত্ব ও ফ্যাশনে ভূমিকা রাখে। চলুন, জেনে নিই কেন একটি হাতঘড়ি আপনার হাতে রাখা দরকার।
১। সেলফোনে সময় দেখা গেলেও সেটা আপনাকে পাংকচুয়াল থাকতে কিন্তু সাহায্য করে না। বারবার ফোন বের করে সময় দেখার ব্যাপারটা মোটেও স্মার্ট এর কিছু নয়। অন্যদিকে হাতে একটি ঘড়ি সর্বদা আপনাকে সময় বলে দেয়। পকেট থেকে ফোন বের করে সময় দেখতে হয় না সেলফোনের মত। সহজেই সময় জানা যায়। ঘড়ির ব্যবহারে সময়ের সাথে সখ্যতা গড়ে ওঠে।
২। অনেক স্থানেই ফোন বের করে সময় দেখা এটা বিব্রতকর ও বিরক্তিকর অভ্যাস। যেমন ধরুন ক্লাসে বা কোন ইন্টারভিউয়ের সময়ে আপনি বারবার সেলফোন বের করে সময় দেখছেন, এটি মোটেও ভাল প্রভাব ফেলে না।
৩। ঘড়ি সহজে বন্ধ হয় না, এর কখনো চার্জ শেষ হয়ে যাবার ভয় থাকে না, যে কোন অবস্থায় ঘড়ি আপনার সময় বলে দিবে।
৪। সেলফোনের চাইতে ঘড়ি ব্যবহার সহজ এবং এটি সুলভমূল্য। সল্প মূল্যে আপনি একটি ঘড়ি ক্রয় করতে পারবেন ।
৫। ঘড়ি মানুষের সচেতনতা সম্পর্কেও অনেক কিছু জানিয়ে দেয়। ঘড়ি একজন ব্যক্তিত্ববান মানুষের পরিচায়ক।
৬। নিজের জন্য সঠিক ঘড়িটি বেছে নিতে পারলে তা আপনাকে আরও স্টাইলিশ করে তুলবে। ফোন এর চাইতে ঘড়ির মধ্যদিয়ে মানুষ নিজেকে আরও বেশি স্মার্ট করে তুলতে পারে।
৭। ঘড়িতে প্রকাশ পায় আপনার রুচি বোধ। একজন মানুষের রুচি তার পোশাক বা জুতো থেকে বুঝে নেয়া সম্ভব, ঠিক তেমনি ঘড়ি থেকেই অন্যরা বুঝতে পারবে আপনার রুচি সম্পর্কে। চমৎকার একটি ঘড়ি অন্যের চোখে আপনার সম্পর্কে ভাল চিএ তুলে ধরবে।
৮। হাতে ঘড়ি ছাড়া অন্য কোন কিছু থাকলে মানুষ অনেক সময় অনেক কথা বলে ফেলে। কিন্তু একটি ভাল ঘড়ি হাতে থাকলে আর বলার কিছু থাকে না ঘড়ির প্রশংসা ছাড়া ।
৯। হাতে একটি ঘড়ি থাকলে মানুষ আপনাকে পজিটিভ ভাবে নিবে, আর বার বার ফোন বের করে সময় দেখলে মানুষ তা পজিটিভ ভাবে নেয় না ।
✅সময়ের সাথে চলতে গেলে সময়কে দাম দিতে হয়, আর এই সময়কে বুঝতে হলে একটি ঘড়ির প্রয়োজন। ঘড়ি আপনার স্মার্টনেছ এর অন্যতম উদাহরন ।
ঘড়ি হলো এমন এক ধরণের যন্ত্র যেটা আমাদের সঠিক সময় দেখিয়ে থাকে।
এমনিতে ঘড়ি অনেক ধরণের হতে পারে, যেমন –
Analog Watch.
Digital Watch.
Automatic Watch.
Chronograph Watch.
Diving Watch.
Dress Watch.
Quartz Watch.
Mechanical Watch
যেই ধরণেরই ঘড়ি হোক না কেন, এর মূল উদ্দেশ্য এবং কাজ হলো আমাদের সঠিক সময় দেখানো।
এমনিতে আমরা ঘড়ি বলতে সরাসরি হাতঘড়িকেই (Wrist Watch) মনের মধ্যে চিত্রাঙ্কন করে থাকি।
যদি হাতঘড়ির কথা বলা হয়, তাহলে এটা মূলত একটি পোর্টেবল ডিভাইস (Portable Device) যেটাকে বহন করা এবং ব্যবহার করা অনেক সোজা।
এই ধরণের ঘড়ি গুলোকে আমরা আমাদের হাতের মধ্যে পরে থাকি।
কিছু কিছু লোকেরা রয়েছেন যারা আবার পকেট ওয়াচ (pocket watch) পছন্দ করে থাকেন। আজ থেকে কিছু বছর আগে পর্যন্ত পকেট ওয়াচ গুলোর চাহিদা প্রচুর ছিল বলে বলা যেতে পারে।
মোবাইল এবং স্মার্টফোনের চল চলে আসার পর থেকে পকেট ঘড়ির চাহিদা এবং ব্যবহার অবশই কোমে এসেছে।
তবে যাই বলিনা কেন, সেই পুরোনো সময়ে কিন্তু পকেট ওয়াচ এর গুরুত্ব এবং চাহিদা সাংঘাতিক ছিল।
পকেট ওয়াচ গুলোকে মূলত প্যান্ট এর পকেটে রেখে বহন করা হতো, যখনি সময় দেখার প্রয়োজন মনে হতো সেই ঘড়ি পকেট থেকে বের করে তারপর সময় দেখা হতো।
হাতঘড়ি (Wrist Watch) এক প্রকারের ছোট এনালগ ঘড়ি যেটার মধ্যে এমন এক রশির মতো বানানো থাকে, যেটার ব্যবহার করে আমরা ঘড়িটি হাতে বাঁধতে পারি।
ঘড়ির মধ্যে থাকা এই রশি মূলত প্লাষ্টিক, লেদার, রেকসিন বা স্টিল দিয়ে তৈরি করা হয়।
যদি ঘড়িটি সম্পূর্ণ ম্যাটেল (metal) দিয়ে তৈরি, তাহলে ঘড়িটি হাতে পরার পর ব্রেসলেট এর মতোই দেখাবে।
ঘড়ি হাতে বাধার জন্যে হাত ঘড়ির মধ্যে যেই রশির মতো অংশ রয়েছে, সেটাকে স্ট্রেপ বলে বলা হয়।
এই স্ট্রেপ, হাতের চারপাশে ঘুরিয়ে বাধা হয় এবং একটি কোনায় বা শেষে লক করে দেওয়া হয়।
তাই, এই ধরণের এনালগ ঘড়ি গুলোকে মূলত হাতে পরার জন্যেই ডিজাইন এবং তৈরি করা হয়েছে।
এখন স্মার্ট ওয়াচের চাহিদা দিন দিন বেড়েই চলেছে।এটি দেখতে ও অনেক সুন্দর যা সব বয়সের সাথেই মানানসই।
✅ঘড়ির ইতিহাস
➡️পিটার হেনলেইন সেই ব্যক্তি যিনি প্রথম ক্লক ওয়াচ (clock watch) আবিষ্কার করেছিলেন।
➡️এই পিটার দ্বারা তৈরি সময় দেখার যন্ত্রটিকে clock watch এর নাম দেওয়া হয় এবং এই ওয়াচ একেবারে সঠিক সময় দেখাতে পারতো।
➡️ঘড়িটি এই প্রযুক্তির ব্যবহার করে পরে গিয়ে আরো উন্নত এবং অ্যাডভান্সড ঘড়ি বানানো হয় যেগুলো অধিক ছোট এবং বেশি ভালো ছিল।
➡️এখন যদি আপনারা ভাবছেন যে, পিটার এর করা ঘড়ির আবিষ্কার এর আগে লোকেরা সময় দেখতে পারতেননা, তাহলে আপনি ভুল।
➡️এমনিতে বেশিরভাগ লোকেরা সূর্যের অভিমুখ দেখে সময়ের অনুমান লাগাতেন, এবং একেবারে সঠিক সময় জানার জন্যেও লোকেদের কাছে উপায় অবশই ছিল।
✅ঘড়ির আবিষ্কার কখন হয় ?
পিটার হেনলেইন দ্বারা ক্লক ওয়াচ আবিষ্কার করার আগেও কিন্তু লোকেরা এই ধরণের যন্ত্র ব্যবহার করতেন যার মাধ্যমে সঠিক সময় দেখা সম্ভব ছিল।
➡️তবে, যদি পিটার এর আবিষ্কারের কথা বলা হয়, তাহলে 1505 এ পিটার দ্বারা ক্লক ওয়াচ আবিষ্কার করা হয়।
পিটার হেনলেইন দ্বারা করা ক্লক ওয়াচ এর আবিষ্কারের পরেই 1577 সালে Switzerland এর জব বর্গী দ্বারা মিনিটের কাটা থাকা ঘড়ির আবিষ্কার করা হয়।
➡️এর পরে পরেই পকেট ওয়াচ (pocket watch) এর আবিষ্কার হয়ে থাকে এবং প্রায় 1650 সাল থেকেই লোকেরা নিজেদের পকেটে এই পকেট ঘড়ি নিয়ে ঘুরতেন।
➡️সব সময় পকেটে ঘড়ি নিয়ে ঘুরার এই সমস্যা থেকে বের হওয়ার জন্যে ব্লেজ প্যাস্কেল এই ঘড়ি একটি রশির সাহায্যে নিজের হাতে বেঁধে থাকেন। এভাবেই রিস্ট ওয়াচ (wrist watch) এর শুরু হয়ে থাকে।
✅এর পর, Steve Mann দ্বারা 1988 সালে প্রথম লিনাক্স স্মার্টওয়াচ আবিষ্কার করা হলো।
Welcome to our page....
We created this platform to give you a luxurious and authentic product.
Stay with us...
Thank you..
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka
1204
House/89, Road/13, Monsurabad, Dhaka/
Dhaka, 1207
Style is way to say who you are without having speak
26, 27 (1st Floor), Amir Complex, Uttara Model Town
Dhaka, 1230
The Most Trusted Gold Jewellery Brand www.facebook.com/alaminjewellers www.alaminjewellers.com
Asulia, Saver
Dhaka
This is a perfection usa pocket watch page. There are many types of pocket watch available. They are
House 20 Road 2 Block C
Dhaka
A real hub for jewelry. Get imported and local collections at the factory price. As you import direc
Dhaka
Dhaka, 1204
সব নারীর সাজঁকে পরিপূর্ণতা দিতে আপনার জন্য আমরা খুলেছি " আটকুঠুরির নয় দরজা" �
Jatrabari Dhaka
Dhaka, 1204
রিজেনেবল প্রাইজে অরিজিনাল অরনামেন্টস কালেকশন � https://www.facebook.com/01776600899kk9k
Farmgate
Dhaka, 1215
Handmade কাঠের গহনা customised করে বানিয়ে দেওয়া হয়। সারা দেশে COD & home delivery দেওয়া হয়।