Jannat Boutique

নিলাঞ্জনা / নিল

20/02/2023

Thank you,,,, 💞💞💞🥰

Photos from Ms.tamanna akther shima's post 12/02/2023

- মা'শা আল্লাহ ! এক ভাইয়ের ক্ষুদ্র প্রচেষ্টা আপনারও নিজ নিজ এলাকায় সোচ্চার হতে পারেন !

- ১৪ই ফেব্রুয়ারি হোক ফিতনা মুক্ত, সবাই খুঁজে পাক তার রবের প্রকৃত ভালোবাসা, আমীন !

06/02/2023
Photos from Rainforests Cafe's post 04/07/2021
Photos from Rainforests Cafe's post 17/04/2021

Apnara sobai amontrito...

15/02/2021

বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা
কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে
মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই
মরমে উঠিল বাজি; বসন্ত এসে গেছে
থাক তব ভুবনের ধুলিমাখা চরণে
মথা নত করে রব, বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে।🌻🌻🌻

04/01/2021

✨🌹প্রেম করার মানুষ তো অলিতে গলিতে পাবা, রাস্তার মোড়ে মোড়ে পাবা। কিন্তু এমন একটা মানুষ পাবা না যে মানুষটা তোমার ব্যাক্তিগত, যাকে কোন রকম সংকোচ ছাড়াই দাবি করা যাবে এইটা আমার মানুষ, আমার একান্ত ব্যাক্তিগত মানুষ🤗🥰
সারাদিনের মন খারাপ, ভালো লাগা, ভালো থাকা সব এক নিঃশ্বাসে কোনো সংকোচ ছাড়াই বলে একটা লম্বা শান্তির শ্বাস নেয়া যাবে😌✨
যে মানুষটা পাশে থাকুক অথবা না থাকুক অন্তত ভরসা দিবে 'আমি আছি, হ্যাঁ আমি আছি‼️💕

'ভালোবাসা আর ভালো থাকার জন্য এমন একটা মানুষ সবার প্রয়োজন🤗 আর এমন না থাকলে ভাই একাই থাকা শ্রেয় ‼️🙂

03/01/2021

অভিশাপ না দিলেও "রুহের হায়" বলে একটা কথা আছে, যাকে “Revenge of Nature” বলে। কোরআন-এর ভাষায় যেটা “কিফারাহ্”। এ সম্পর্কে বেশ কয়েক বার বলা আছে কোরআনে। যেটা আমাদের বিশ্বাস করতেই হবে।

সবসময় হয়তো আমরা বুঝে উঠতে পারি না, সঠিক কোন কাজের শাস্তি পাচ্ছি৷ কাউকে কষ্ট দিয়ে, কাউকে কাঁদিয়ে, কাউকে কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা, কিন্তু প্রকৃতি ভুলে না, প্রকৃতি ক্ষমা করে না।

এমনকি এই মুহূর্তে আপনি যার সাথে অন্যায় করে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবেনা, কিন্তু তার ওই কষ্ট থেকে আসা রুহের হায় আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নিবে। কারণ সৃষ্টিকর্তা কাউকে ঠকান না, তিনি কারোর একার না।

*Duas are never wasted-Call upon your lord humbly & in secret*...(Al Quran 7:55)

26/12/2020

একটা মেয়ে একটা ছেলেকে কতটুকু ভালোবাসে,তার বহিঃপ্রকাশ ঘটে মেয়েটার আবেগে,♥

আর একটা ছেলের সেই মেয়ের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে তার ধৈয্যে,♥

ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখতে ধৈয্য ও আবেগ দুটোই প্রয়োজন।।আবেগপোবণ একটি ছেলে কখনোই তার সম্ পর্ক এগিয়ে নিতে পারে না,কারন বাস্তবতার কাছে তার আবেগ মূল্যহীন।। যেসব মেয়ে চাপা ধরনের,তারা তাদের আবেগকে লুকিয়ে রাখে আপনজনের কাছ থেকে।।যার ফলে ভুল বোঝাবুঝির মাত্রাও নিয়ন্ত্রনের বাইরে চলে যায়।। ছেলেদের বাস্তববাদী মনোভাবের কাছে মেয়েদের আবেগ,কান্নার জল হার মানে বলেই তারা তাদের সম্পর্কে এগিয়ে নিয়ে যেতে পারে,যেখানে তাদের ভবিষ্যত তাদের অপেক্ষায়....

10/12/2020

নির্বোধেরা সবকিছুর অর্ধেকটা জানে আর বোকারা পুরোটা জানার চেষ্টা করে। এ কারণে জ্ঞানীরা নিজেদের বোকা ভাবতে পছন্দ করেন।
_ডেভিড জেরোল্ড

10/12/2020

ধন্যবাদ,
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ❤️

05/12/2020

গল্পটা অসাধারন ছিল,,,😡💔😍❤️

30/11/2020

জানো, আজ কাল আর আকাশ দেখি না।
ভাবছো হয়তো খুব ব্যস্ত তাই সময় পাই না?
উহু!
আকাশটাকে যে আর আগের মত ভালোই লাগে না।

মুঠোফোনের ঐ প্রান্তে তোমার কন্ঠ,
তোমার নিঃশ্বাসের মাতাল করা শব্দ
এপ্রান্তে আমার চোখ জোড়া ঐ সুদূর দিগন্তে নিবদ্ধ,
আমি তো আকাশ দেখা বলতে এটুকুই বুঝতাম!
এমন আকাশ দেখার জন্যই আমি উন্মুখ হয়ে থাকতাম।

মুঠোফোনের ঐ প্রান্তটা আজ একদম শূন্য,
তোমার আদুরে কন্ঠ কিংবা অভিমানী আলাপ,
কিংবা নিতান্তই অবুঝ কিছু খুনসুটি -
কিছুই তো আর নেই বাকি,
একলা আমি বল তো আর কেমনে ঐ আকাশ দেখি!

আজ কাল আর আমি আকাশ দেখি না,
বিচ্ছিরি লাগে অমন রঙহীন,ধূসর আকাশ।
যেখানে তাকালেই চোখজোড়া শুধু ঝাপসে ওঠে,
মনটা অকারণেই বিষাদে যায় ছেয়ে।

আকাশটা যে এখন আমার ভীষণ,ভীষণ বিচ্ছিরি লাগে।

___ 'আকাশ দেখা আর হয় না'
__© বুশরা হাবিবা

23/11/2020

©️নামাজ। কোনো বিকল্প নেই।
কাল হঠাৎ ইউটিউবে সার্চ দিলাম... "নামায কেনো পড়তেই হবে?"
"ওযুর জন্য পানি নেই, তায়াম্মুম করেন, তায়াম্মুমের ব্যবস্থা নেই, তায়াম্মুম ছাড়াই নামায পড়ুন।
কিবলামুখী হয়ে নামায পড়তে হয়, কিবলামুখী বুঝতে পারছেন না, যেকোনো দিক হয়েই নামায পড়ুন।
দাঁড়িয়ে নামায পড়তে পারছেন না? বসে পড়েন। বসে না পড়তে পারলে শুয়ে পড়েন।
পরিষ্কার কাপড় পড়ে নামায পড়তে হয়। পরিষ্কার কাপড় না থাকলে প্রসাব, পায়খানা লাগা কাপড় পড়েই নামায পড়েন, কোনো কাপড় না থাকলে উলংগ হয়ে নামায পড়েন।
ট্রেনের প্রচন্ড ভিরে ঝুলে আছেন, আযান দিচ্ছে সেই অবস্থাতেই নামায পড়ুন ।
নামায কি জিনিস, কি করে বুঝাই, এক আশ্চর্য ইবাদত যে ইবাদত কোনো অসুবিধা মানেনা।
আপনি অসুস্থ টাকা দিলেন সেই টাকায় হজ্জ করলো অন্যজন। আপনার সাওয়াব হবে।
আপনি অসুস্থ, ফকির কে খাওয়ালেন আপনি রোযার সাওয়াব পাবেন....
হজ্জের বিকল্প আছে, রোযার বিকল্প আছে। নামায এমন এক ইবাদত যার কোনো বিকল্প নেই।
নামায কি জিনিস কি করে বুঝাই?????"
আমার ভাই বোনেরা," নামায পড়ুন"
আপনার জীবনে যাই আসুক, "নামায পড়ুন।"
আপনার জীবনে যতোই খারাপ কাজ করেন না কেন, পরিমাণে যতই বেশি হোক না কেন, "নামায পড়ুন"।
কোন ছাড় নেই।
বোন বলছেন, "আপনি হিজাব পরেন না",
আমি আপনাকে বলছি "নামায পড়ুন"
বোন বলছেন, আমার কাপড় নামাযের উপযোগী নয়।আমি আপনাকে বলছি,"নামায পড়ুন"
ভাই বলছেন, "আমি মদ পান করি"
নামায পড়ুন
"আমি ড্রাগ বিক্রি করি"
নামায পড়ুন
"আমি ড্রাগ সেবন করি"
"নামায পড়ুন"
"আমার একটি মেয়ে বন্ধু আছে এবং আমি তার সাথে রাত্রি যাপন করি। "
"নামায পড়ুন"।
আপনার জীবনে যাই আসুক না কেনো নামায পড়ুন
"ভাই আমি কিভাবে পাপ কাজ করার পাশাপাশি নামায পড়বো? এটি নামাযের প্রতি অসম্মান জনক ও আমার ভন্ডতা প্রকাশ পায়"
আমি বলছিনা এজন্যই আমরা নামায পড়ি কারণ আমরা ভালো না, আমি পাপী, আমরা ভুল করছি।
আপনি তবুও নামায পড়ুন।
আল্লাহ বলেছেন, "নামায অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে।"
"নামায পড়ুন"
কিছু মানুষ বলে আমাকে ভালোপথে আসতে দাও। ইন শা আল্লাহ আমি নামায পড়া শুরু করে দিবো।
বন্ধুরা নামায ব্যতীত আপনি ভালো পথে আসতে পারবেন না। এজন্যই আমরা নামায পড়ি যাতে ভালোপথে আসতে পারি।
আপনার জীবনে যাই আসুক না কেন, আপনি যেখানেই থাকেন না কেন,
নামাজ পড়ুন।
© Collected

21/11/2020

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন ।
😭😭😭
শ্রদ্ধাভাজন মুফাসসিরে কোরআন
মাওলানা গোলাম সারোয়ার সাঈদী সাহেব
ভোর ৫টায় ইন্তেকাল করেছেন।

আল্লাহ তায়ালা তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুক।

14/11/2020

বাসায় একের পর এক ভালো ভালো সম্বন্ধ ফিরিয়ে দিয়ে আমি বেকার আপনার হাতে হাত রেখে বলেছিলাম, আপনি প্রতিষ্ঠিত হতে যদি আরও এক যুগ সময় লাগে আমি অপেক্ষা করবো তবুও অন্য কারো সাথে ঘর বাঁধবো না।
অথচ আপনি প্রতিষ্ঠিত হওয়ার পর সংকোচ ছাড়াই বলে দিলেন, আমাকে আপনার বাসায় মেনে নিবে না।
অতঃপর আমার স্থান হলো ব্লকলিস্টে।
আপনাকে ভুলে থাকতে পারতাম না। যাকে সবটা দিয়ে ভালোবাসতাম তাকে কীভাবে ভুলে যাই বলুন? তাইতো ফেইক আইডি দিয়ে আপনার খোঁজ রাখতাম। একদিন আপনার একটা পোস্ট দেখে আমার স্পন্দন যেন থেমে যায়। আপনি ব্যঙ্গ করে লিখলেন -- সম্পর্ক থাকা কালীন প্রাক্তনের প্রতিদিন বিয়ের জন্য লোক আসতো। আজ সাত বছর হয়ে গেলো এখনো প্রাক্তনের বিয়েই হলো না।
জানেন প্রিয়,
বিচ্ছেদে যতটা না ব্যথিত হয়েছি তার থেকেও বেশি আপনার এই কথায় আহত হয়েছি।
- সবাইকে না না বলতে বলতে কাউকে আর হ্যা বলা হয়ে উঠেনি। আপনার প্রস্থানে দেহের সাথে সাথে ভেতরের রঙটাও ফ্যাকাসে হয়ে গিয়েছে! তাইতো আর কারো নীড়ে বসা হয়নি। একলা একাই কাটিয়ে দিয়েছি বিষাদে ঘেরা সময়গুলো।

Photos from Ms.tamanna akther shima's post 06/11/2020

বাঙালি নারি শাড়িতে-😎
দ্বীনদার নারি হিজাবেই..😍
'
কিছু সৌন্দর্য লুকানো থাক
পর্দার আড়ালে-
কিছু বিষন্নতা উড়ে যাক
মেঘেদের দলে-

31/10/2020

❤️
❤️
❤️



#ফ্রান্স_পন্য_বর্জন_করুন

18/10/2020

,😍😍😍

11/10/2020

জীবে প্রেম করে যেই জন
সেই জন সেবিছে ঈশ্বর।
____স্বামী বিবেকানন্দ

ছবি:- Fatematuz Zohra Ema

02/10/2020

লেখিকা,, (কবিতা)

30/09/2020

নদীতে স্রোত আছে তাই নদী বেগবান, জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময়।

__টমাস মুর

26/09/2020

Caption: অন্ধকারে তাদের বসবাস!
device: canon 750D'
location: মানিকগঞ্জ,

26/09/2020

“রিকশায় চড়ায় একটা রাজকীয় ব্যাপার আছে। মাথা সামান্য উচু করলেই আকাশ দেখতে দেখতে যাওয়া যায়।”
―হুমায়ূন আহমেদ (কবি)

Photos from Ms.tamanna akther shima's post 19/09/2020

“শঙ্কিত আমি ”

নিকষ কালো, অন্ধকারাচ্ছন্ন রাত,
চাঁদ ও অনুপস্থিত, নেই আকাশে ।
মিটি মিটি জ্বলচ্ছে দু-চারটে তাঁরা ,
চাঁদের অভাব পুরনের ন্যুনতম প্রয়াসে ।।

অবাক বিস্ময়ে ভাবি আপন মনে,
মাত্র এইক‘টি তাঁরা জগৎ জুড়ে ।
পারবে কি করতে আলোকিত,
এই অন্ধকারাচ্ছন্ন ভূবন ভরে ।।

হঠাৎ একটি তাঁরা পড়লো ঝড়ে,
তারপর একটি, আরোও একটি ।
এবার শঙ্কিত আমি, যখন
রাহুগ্রাসে পড়লো আরোও একটি ।।

শঙ্কিত হই, আধার না হয়ে যায়,
সমগ্র বিশ্বচরাচর ।
যেমন ছিল আধার যুগের,
বেদুইন – গুহাবাসী বর্বর ।।

কি হবে আগামী পৃথিবীর, যদি
এমনি করে ঝড়তে থাকে তারা ।
গহীন আধারে ডুবে যাবে সবই,
মানবতা হবে বিলিন, হবে সাড়া ।।

জেগে দেখি নিঃথর আমি ,
ভীতির ঘামে ভেজা দেহ ।
নীলাভ হয়েছে মুখাবয়ব ,
ভেতর থেকে কাপাচ্ছে কেহ ।।

হে মহান, এ জগতের স্রষ্টা,
ঐ মৃদু আলোয় পথ চলতে চাই ।
অবশিষ্ট তারাগুলো রেখো সমুন্নত,
এ আলো যেন চিরদিন পাই ।।

তারায় তারায় ভরে উঠুক আকাশ,
আকাশ হোক তারার মেলা-হে মহান ।
উজ্জল-উদ্ভাসিত হয়ে উঠুক,
এ তারার আলোয় সমগ্র বিশ্ব-জাহান ।।

18/09/2020

হেফাজত আমির আল্লামা আহমদ শফী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার সন্ধ্যায় তিনি রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন

18/09/2020

❤️❤️❤️

17/09/2020

– যে মানুষ বাতাসের বিপরীতে ঘুড়ি উড়িয়ে পার করে দেয় তার সোনালী সাঝবেলা!
- সে মানুষ কখনো কারোর পোষ মানে না।

- ⛽So®®y____তেল মারা একদম পছন্দ নয়____

17/09/2020

- বাবু খাইছো বাবু খাইছো"

- এর জ্বালায় ফেসবুকে ঢুকতে পারতেছি না😤

06/09/2020

- Facebook Friend : 1000+
- React : 5+

বাকি গুলা রিকশা চালায়,☺ বাসাবাড়িতে তে কাজ করে,😊 রেল স্টেশনে পিঠা বেচে,☺ ভিক্ষা করে,😉
- তাই react দিতে টাইম পায় না🙂🐸

Photos from Ms.tamanna akther shima's post 04/09/2020

নারায়ণগঞ্জ তল্লা সর্দার পাড়া বায়তুল সালাহ জামে মসজিদে এশার নামাজ চলাকালে এসি বিস্ফোরণ। প্রায় প্রতিটি এসি বিস্ফোরিত হয়েছে। বড় ধরনের হতাহতের সম্ভাবনা।আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে।

আল্লাহ সবাইকে হেফাজত করুক

11/08/2020

হাতে হাত রেখে,,
চলো এগিয়ে যাই,,,👬

09/08/2020

টেকনাফ থানার ওসি প্রদীপ দ্বাসের গত তিন বছরে অর্জিত সম্পত্তি ২০০০ কোটি ৮৬ লক্ষ ৭৩ হাজার টাকা 😀😀😀😀

08/08/2020

😍❤
😱

25/07/2020


😍😍😍

24/07/2020

সাহেদকে বোরকা পরা অবস্থায় পাওয়া যায়! আর সাবরিনা কারাগারে জায়নামাজ চায়! এদের মত দ্বীনদার ঈমানদার মানুষ কি আর আছে বাংলায়?

24/07/2020

😧😧😧

Want your business to be the top-listed Clothing Store in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

গল্পটা অসাধারন ছিল,,,😡💔😍❤️
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন ।😭😭😭শ্রদ্ধাভাজন মুফাসসিরে কোরআন মাওলানা গোলাম সারোয়ার সাঈদী সাহেবভোর ৫টায় ইন্তেকাল ...
হাতে হাত রেখে,,চলো এগিয়ে যাই,,,👬
#Smile❤😍😍😍
You are mine❤😍

Telephone

Website

Address


Middle Badda Alatunnessa School Road
Dhaka
1212

Other Women's clothes shops in Dhaka (show all)
NASR NASR
Dhaka, 1230

A name of trust.

Lilaboty Boutique Lilaboty Boutique
Plot#29, Road#13, Sector#11, Uttara
Dhaka, 1230

Original designer boutique based in Dhaka. Estd. 2010

Mansha Mansha
Takia Center, House: 39, Shonargaon Janapath Road, Sector: 07, Uttara
Dhaka, 1230

Official Page of Mansha

Virgo Virgo
Dhaka

Shahnaz Hamza (Lipi) established "Virgo" in 1991. The label specializes in ethnic and indo-western wear developed by an innovative blend of variety of fabrics and colours. "Virgo" ...

Purple - The Exclusive Collection by Sadia Purple - The Exclusive Collection by Sadia
Dhaka

PURPLE is an online boutique • an only pre-order basis • It's an online shop for designer collection

Peerless Bangladesh Intl. Peerless Bangladesh Intl.
Dhaka, 1212

♥ ♥ ♥ Fashion refers to the styles and customs prevalent at a given time. In its most common

Nagra Wala Nagra Wala
Mirpur
Dhaka, 1207

Handmade Nagra Jutti Lifestyle Introducing by "Nagra Wala" �.

Hawkeri Hawkeri
Dhaka, 1207

"Hawkeri" is a place where you will find some of unique eye caching product which developed with extensive care, love, and passion to maximize satisfaction of yours.

Blush Boutique Blush Boutique
নরসিংদী
Dhaka

Hi, please let us know how we can help you

SOMOY Fashion SOMOY Fashion
Modhubag, Konapara, Jatrabari
Dhaka, 1362

SOMOY Fashion Shop is a reputed online shop. all kinds of fashionable products are available here for you.

Sharee Centre Sharee Centre
Level_4, Block_c, Shop No_93-96, Bashundhara City Shopping Mall. Panthapath
Dhaka, 1215

Sharee Centre" for Everyday Every Occasion. Exclusive collection, inexpensive price and of course ex

Zannat express Zannat express
R-11
Dhaka, 1212

সন্মানিত স্যার-ম্যাডাম-আপনাদের আগমন শুফল হোক।