Ena Transport Safe Driving Training Program
Ena Transport has arranged continuous "Special Safe Driving Training Program" by own instractor for a
আজ ২১/১২/২০২৩ এনা ট্রান্সপোর্ট (প্রাঃ) লিঃ এর জি পি এস ও হট লাইনে কর্মরত সকলকে নিয়ে মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং এ বিভিন্ন সমস্যা শুনে সমাধান করা হয় ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।
এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের পরিচালক খন্দকার এনায়েত উল্লাহ স্যারের পক্ষ থেকে শ্রীমঙ্গলে গরিব দুঃখীর মাঝে শীত বস্ত্র বিতরণ।
বিজ্ঞপ্তি
এনা ট্রান্সপোর্ট (প্রাঃ) লিঃ এর সকল চালক, সুপারভাইজার ও স্টাফদের জানান যাচ্ছে যে।
বর্তমানে দেশে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজমান, যার কারণে বিশেষ করে মাঝ রাত থেকে সকাল অবদী ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে। যা চালকদের দৃষ্টি সিমা ছোট হয়ে দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে দেয়। তাই যাত্রা পথে সামনের গাড়ী থেকে দূরত্ব বাড়িয়ে রাখতে হবে ও গাড়ী অতিক্রম করার সময় অবশ্যই সাবধান হতে হবে।
বিঃ দ্রঃ চলন্ত অবস্থায় সুপারভাইজার ও স্টাফ চালকের সহযোগিতায় থাকবে।
আদেশ ক্রমে
এনা ট্রান্সপোর্ট (প্রাঃ) লিঃ
জি এম ও ট্রেইনার
এনা ট্রান্সপোর্ট (প্রাঃ) লিঃ এর সকল রুটের চালকদের অবগতির জন্য । বর্তমানে সারা দেশে অধিক হারে মটর সাইকেল ব্যবহার হচ্ছে। যা বড় গাড়ীর জন্য বিপদ জনক। তাই সকল কে সাবধানে গাড়ী চালনার জন্য বলা হল। শহর এলাকায় ঘন ঘন লেইন পরিবর্তন না করে গতি কমিয়ে গাড়ী চালনার জন্য বলা হল।
এনা ট্রান্সপোর্ট (প্রাঃ) লিঃ এর সকল রুটের ম্যনাজার ও টিকিট বিক্রয় প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বৈরি আবহাওয়া বৈইছে। তাই গাড়ী ছাড়ার সময় অবশ্যই সকল চালকদের সতর্ক করবেন। তারা সবাই প্রশিক্ষণ অনুযায়ী আত্মরক্ষা মূলক গাড়ী চালাবেন।
এনা ট্রান্সপোর্ট প্রাঃ লিঃ এর, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পুনরায় নির্দেশ না দেয়া পর্যন্ত সকল রুটের চালক নিয়োগ বন্ধ থাকবে। ট্রেইনার মোঃ মিজানুর রহমান। ০১৯৫৮১৩৫২৯০
গত ১৮ নভেম্বর ২০২৩ ইং রোজ শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির প্রধান কার্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্য্যকরী সভাপতি মরহুম রুস্তম আলী খান এর বিদায়ী আত্মার মাগফেরাত কামনার্থে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জনাব মশিউর রহমান রাঙ্গা।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব জনাব খন্দকার এনায়েত উল্যাহ
এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনা ট্রান্সপোর্ট এর সম্মানিত জিএম সৈয়দ আতিক স্যার চলমান হরতাল অবরোধে যাত্রী সেবার বিষয়ে সকল রুটের নির্দেশনা অনুযায়ী আজ খুলনা রুটে যাত্রীদের হ্যান্ড ব্যাগ চেক করা হয় ও যাত্রা পথে নিরাপদ রাখতে এনা ট্রান্সপোর্ট ও পুলিশ প্রশাসন যৌথ ভাবে যাত্রীদের দিক নির্দেশনা প্রদান করে । সকল যাত্রী আমাদের এই কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে। এনা ট্রান্সপোর্ট সর্বদা যাত্রী কল্যানে নিয়োজিত।
বিশেষ বিজ্ঞপ্তি! সম্মানিত যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি!
আগামী ৫ই নভেম্বর ২০২৩ই থেকে কোনো প্রকার হরতাল, অবরোধে আপনাদের মূল্যবান সময়কে প্রাধান্য দিয়ে গন্তব্যে পৌঁছে দিতে "এনা ট্রান্সপোর্ট প্রাঃ লিঃ" প্রতিটি গাড়ী চলমান রাখতে যাচ্ছে।
যাত্রীসেবা চালিয়ে রাখতে "ইন শা আল্লাহ" প্রতিদিনের চলমান সিডিউলের প্রতিটি গাড়ী আমাদের বিভিন্ন রুটে চলাচল করবে।
আপনারা কাউন্টার নম্বরগুলোতে যোগাযোগ করে গাড়ীর সময় ও টিকেট মূল্য জানতে পারবেন।
★গুজবে কান দেবেন না;
★টিকিট ক্রয়ের সময় তারিখ ও ছাড়ার সময় ভাল করে দেখে বুঝে নিন;
★যানযটের ক্ষেত্রে কর্তৃপক্ষ দায়ী নয়;
আপনার যাত্রা শুভ হোক,
এনা ট্রান্সপোর্ট (প্রাঃ) লিঃ এর গাজীপুর জোনের সড়ক নিরাপত্তা ও যাত্রী সেবা নিয়ে চালকদের দুই দিনের প্রশিক্ষণ শেষ হল। প্রশিক্ষক মোঃ মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন উক্ত জোনের ম্যানেজার মোঃ সোহেল চৌঃ ।
এনা ট্রান্সপোর্ট (প্রাঃ) লিঃ এর গাবতলী সকল রুটে যাত্রী সেবা নির্চিত করার লক্ষে কাউন্টার মাষ্টারদের দুই দিনের প্রশিক্ষণ এর আয়োজন করা হয়। প্রশিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম।
গাড়ি কেবল পরিবহনের একটি মাধ্যম নয়, এটি পথ চলার একটি উপায়। ট্রেইনার মোঃ মিজানুর রহমান।
সোজা রাস্তাগুলি দ্রুত ছুটে চলা গাড়িগুলির জন্য সেরা, তবে রাস্তার বাঁকগুলির জন্য যেকোনো গাড়ির ক্ষেত্রেই একজন দক্ষ চালক জরুরী। ট্রেইনার মোঃ মিজানুর রহমান।
এনা ট্রান্সপোর্ট (প্রাঃ) লি, এর ঢাকা হতে রংপুর রুটের যাত্রীদের যাত্রা কালীন সময়ে খোজ খবর নেয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের পক্ষথেকে শুভেচ্ছা জানানো হয়।
আমাদের সব রুটের গাইডদের একটা নিয়োমের মধ্যে আনা দরকার।
একজন যাত্রীর অভিজ্ঞতা।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka
1200
Dhaka, 1200
DHAKA-BENAPOLE-KOLKATA (ঢাকা-বেনাপোল-কোলকাতা) � Dhaka-Benapole : 500/= Dhaka-Kolkata : 850/= AC DHAKA- BENAPOL : 1000/= (1:2 SEAT)
27/Ka, Pisciculture Housing Society, Shyamoli, Mohammadpur
Dhaka, 1207
Shyamoli Paribahan is Bangladesh's second largest private bus transport company.
Icon Centre, Progoti Sharoni, Bashundhara. Ghulshan Dhaka
Dhaka, 1229
Mr. Coaster Limited Daily Office Staff Pick & Drop Service in Dhaka Capital City. We are providing
House No-04, Road No-21, Sector-04 Uttara
Dhaka, 1230
To implement fast, affordable, safe, comfortable, environment friendly, universally accessible, high
Dhaka Commerce College
Dhaka, 1216
ঢাকা (রাইনখোলা)- বরিশাল, বরগুনা, কুয়াকাটা [বিঃ দ্রঃ পদ্মা সেতু]