Shaikh Ahmadullah TV
shaikh Ahmadullah TV Dhaka Bangladesh
নারী কিসে আটকায়..?
শায়েখ আহমাদউল্লাহ
পাত্র পাত্রী দেখার আগে কথা গুলো শুনা আবশ্যক।
শায়েখ আহমাদুল্লাহ
নিশ্পাপ হওয়ার ৩ টি আমল।
শায়েখ আহমাদুল্লাহ
সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ
যেই গুনাহ আল্লাহ তায়ালা কখনো ক্ষমা করবেননা।
আস্সুন্নাহ ফাউন্ডেশনের কার্যক্রম।
সুন্দর আলোচনা।
ফেইসবুক ইউটিউবের ভদ্রতা!
আলহামদু লিল্লাহ, স্বাবলম্বীকরণ প্রকল্প ২০২৩-এর আওতায় দরিদ্র রিকশা-চালকদের মধ্যে রিকশা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ধাপে ময়মনসিংহ জেলার ১২টি থানার ৬১ জন রিকশা-চালককে — যারা এতদিন ভাড়ায় রিকশা চালাতেন — রিকশা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশের ২ হাজার রিকশা-চালককে রিকশা প্রদান করা হবে ইন-শা-আল্লাহ।
দরিদ্র রিকশা-চালকদের উপার্জনের অনেকাংশ দিয়ে দিতে হয় রিকশার মালিককে। ফাউন্ডেশন থেকে রিকশা পাওয়ার ফলে উপার্জনের পুরোটাই নিজের ও পরিবারের ভরণ-পোষণ এবং সন্তানদের পড়াশোনায় ব্যয় করতে পারবেন।
রিকশা প্রদানের ক্ষেত্রে আমরা টেকসই হওয়ার বিষয়টা বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি। এজন্য আমরা লোহার বডি বানিয়েছি।
উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় ইমাম ও খতীবদের সহযোগিতা নেওয়া হয়েছে। ইমাম-খতীবদের পাঠানো তথ্য ফাউন্ডেশনের নিজস্ব কর্মী ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে যাচাই-বাছাইপূর্বক অধিকতর উপযোগীদেরকে রিকশা প্রদানের জন্য নির্বাচন করা হয়।
অসচ্ছল মানুষকে স্বাবলম্বী করা, দারিদ্র্য দূরীকরণ, বেকারত্ব হ্রাস, দক্ষ জনশক্তি গড়ে তোলা ও কর্মসংস্থান সৃষ্টি আস-সুন্নাহ ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে ফাউন্ডেশন প্রতিষ্ঠাকাল থেকে নিরন্তর নানা কর্মসূচি পালন করে আসছে। এরই অংশ হিসেবে ১০২ জন অসহায় নারীকে ব্লক-বাটিক প্রশিক্ষণপূর্বক উপকরণ কিনে দেওয়া হয়েছে। এছাড়া স্বাবলম্বীকরণ প্রকল্প ২০২২-এর আওতায় এ যাবৎ ১ হাজার ৭৭ জন কর্মক্ষম গরিব মানুষকে উপার্জন-উপকরণ যেমন: রিকশা, ভ্যান, সেলাই মেশিন, মুদিমাল, গরু-ছাগল, হাঁস-মুরগী ইত্যাদি প্রদান করা হয়।
স্ত্রীর দেনমহরের আলোচনা। শায়েখ আহমাদুল্লাহ।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Address
Dhaka
1000
Kha 11/1, Shahajadpur Bus Stand(3rd Floor), Progoti Sharoni, Gulshan
Dhaka, 1212
আসুন প্রয়োজনিয় সময় ব্যায় করি।
ঠিকানা নীলথামারী
Dhaka, 4466
আসসালামু আলাইকুম! আপনেরা সমস্যা কি? প্রেমে ব্যর্থতা.স্বামী স্ত্রী আমিন. শনি. রাহু . যাদু. টানা. বান. পাওনা টাকা আদায় . লটারি বিজয়ী. বিদেশে যাও বাধা. ব্যবসায় লোকসান. মামলা মোথাদ...
1/2 Shere Bangla Nogor, Aagargaon
Dhaka, 1207
DEN Bangla television is a most popular TV station of Bangladesh. As a mixed channel we on aired Mov
223, Medial Bashabo. Shobujbagh
Dhaka
DNews is one of the leading online news portals of Bangladesh. We are dedicated to serve you the lat