Goynar Mahal

Goynar Mahal

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Goynar Mahal, Jewelry/Watches, Dhaka.

11/10/2021

Classy treendy necklace
White kundon and pearls deya

21/09/2021

এভাবে ঠকানোর মানে কি?

লোকাল শপে গেলাম, ব্র্যান্ডের একটি প্রডাক্ট আমার বেশ ভালো লাগলো।গায়ে মূল্য দেখলাম। আচ্ছা সমস্যা নেই। ব্র্যান্ডের জিনিস দাম বেশি হবে এটাই স্বাভাবিক।

এই পর্যন্ত ঠিক ছিলো!
যখনি Vat এর দিকে নজর গেলো মাথা নষ্ট 🙄

এতো % ভ্যাট🤔 হায় হায় ।
পরে সেই প্রডাক্ট না নিয়েই বাসায় ফিরলাম।

এটা একটা রুপক গল্প ছিলো।

এবার আসল কথায় আসি।

আপনি একজন কে নক করলেন,একটা শাড়ি আপনার বেশ মনে ধরেছে। দাম সম্পর্কে আইডিয়া নেই আপনার।উনি যে দাম বললেন সেই দামেই আপনি কিনতে রাজি হলেন।

ডেলিভারি প্রসেস জানতে চাইলেন, টোটাল বিল কতো সেটা বললেন।

পণ্যের দাম -২০০০টাকা+১৫০ টাকা ডেলিভারি+ বিকাশ খরচ

এবার এসে গেলো আপনার মাথা ঘুরে।
কেননা আপনি জানেন ডেলিভারি চার্জ ১০০ টাকা উনি চাচ্ছেন ১৫০ এটা চাওয়ার মানে কি? বিকাশ খরচ না হয় নিতেই পারে কিন্তু ৫০ টাকা বাড়তি নেয়ার মানে কি?

আপনি বিক্রেতাকে জিজ্ঞেস করলেন ৫০ টাকা বেশি কেনো?
-আপু বাসা থেকে কুরিয়ারের দুরত্ব অনেক তাই এই খরচ বাবদ ৫০ টাকা নিয়েছি।

কাস্টমার মনে মনে ভাবছে বাসা থেকে কুরিয়ারে যেতে যে খরচ লাগে সেটা কেনো আমার থেকে নেবেন উনি?
এই ৫০ টাকা কম বেশির জন্য তার মনে খটকা লাগা শুরু হবে আপনি হয়তো শাড়ির মূল্য তার থেকে বেশি নিচ্ছেন।

তিনি ২ হাজার টাকার শাড়ি কিনতে কিন্তু এক কথায় রাজি হয়েছেন, ৫০ টাকার জন্য এসে বাধ সাধলেন কেনো? এটাই হিউম্যান সাইকোলজি!

ঐ যে শুরুতে বললাম অনেক দামি একটা প্রডাক্ট পছন্দ হওয়ার পরেও Vat বেশি হওয়াতে নেইনি।অথচ পণ্যে তারা কতো প্রফিট করলেন বা সেটির অরিজিনাল মূল্য কতো সেটা কিন্তু আমার জানা ছিলোনা 🙂

কাস্টমারের এই সাইকোলজি আমাদের বুঝতে হবে।

তারা যদি ভ্যাট কমিয়ে পণ্যের দামের সাথে এড করে দিতো,তাহলে কিন্তু আমার আপত্তি ছিলোনা নিতে।খুশি খুশি নিয়ে নিয়াম।

অন্যদিকে আপনি ঐ ৫০ টাকা শাড়ির লাভাংশের মধ্যে ফেলে চার্জ যদি ১০০ টাকাই বলতেন ক্রেতা সন্তুষ্ট থাকতো।

এটাই বিজনেস টেকনিক!

আমি আমার অনেক পোস্ট এ উল্লেখ করেছি পণ্য ক্রেতা অবধি পৌঁছাইতে যে যে খরচ গুলো হবে সেগুলো পণ্যের দামের সাথে যুক্ত হবে।

👉আপনি নিশ্চয়ই আপনার ক্রেতার থেকে মেমোর দাম চান না?

👉আপনি নিশ্চই প্যাকেজিং এ যে ব্যাগ ব্যবহার করেন তার দাম আলাদা করে চান না?

👉পণ্য আনতে যে খরচ হয়েছে সেটা আলাদা করে বলেন ক্রেতাকে?

তাহলে এক্সা ৫০ টাকা বাসা থেকে কুরিয়ার অবধি যেতে লাগলো সেটা কেনো শুনবে ক্রেতা?

বাকি খরচের মতোই সেই খরচটাকেও দামের মধ্যে ইনক্লুড করতে হবে।

আপনি যতো ভাবেই ক্রেতাকে বুঝাতে চান আপনি আপনার জায়গায় ঠিক কিন্তু ঐ যে খটকা লাগলো ৫০ টাকা বেশি নিয়েছেন। সেটাই তার মাথায় ঘুরপাক খেতে থাকবে।কেননা তিনি জানেন ডেলিভারি খরচ সম্পর্কে।

তাই দাম সেট করার সময় সার্বিক বিষয় গুলোকে লক্ষ্য রাখতে হবে।

একজন প্রফেশনাল মানুষ হতে হলে জানার অনেক বাকি,শেখার অনেক বাকি।

আমরা প্রতিদিনি অল্প অল্প করে শিখছি ❤️
Copied

10/09/2021

স্বামী ব্যাংকে জব করে স্যালারি পায় ৪০ হাজার।

স্ত্রী ঘরে বসে অনলাইনে সেল করে ড্রেস মাসে ইনকাম ৭০ হাজার।।😛

লাইক আ বস।। 😎 🤞

স্বামী আগে খোটা দিত।।

টাকাত তুমি দাওনা। ওইটাত আমারেই আনতে হয়।।

আজকাল বউ উল্টা বলে, টাকা লাগলে আমাকে বইল।। 😉

লাইক আ বস।। 😎🤞

বাবা ব্যাবসা করে মাসে ইনকাম ৫০ হাজার।

মেয়েকে আগে দিনে ৫০ টাকা হাত খরচ দিত, মেয়ে এখন রেস্টুরেন্টে ৬ ঘন্টা ডিউটি করে।

মাসে ইনকাম ১০ হাজার।। ওইদিন বাপে তো বলেই ফেলল -

" কি ব্যাপার তুই আজকাল টাকা টুকা নিস না।।" 😐

মেয়ে হাসে 😉 - লাইক আ বস।। 😎🤞

প্রেমিক অলস বেকার ঘুরে, আগে জিএফ কে খোটা দিত।।

তোমার কারণে রেস্টুরেন্টের বিল দিতে দিতে আমি শেষ!! 😫

আজকাল জিএফ নিজেই হাতে বানানো অর্নামেন্টসের পেজ চালায়।। টুকিটাকি দিয়ে বানানো অর্নামেন্টস সেল করে তার ইনকাম মাসে ৮-১০ হাজার।।

এর মধ্যে ৪ হাজার আলাদা করে জিএফ প্রেমিক কে বলে' -

" এইটা হইল আমাদের মাসিক প্রেম খরচ।।" 😉

প্রেমিক হা!! 🙄
প্রেমিকা - লাইক আ বস।। 😎🤞

স্বামী বিসিএস ক্যাডার

আগে বউকে খোটা দিত, -

" আমি ক্যাডার বলেই তোমার বাপ আমার কাছে বিয়ে দিছে।। " 😜

স্ত্রী পলিটিক্সে যোগ দিয়ে আজকে বড় যুবনেত্রী।।

মানুষ স্বামীকে দেখলে উল্টা বলে, _

" আরে অমুক আপার হাজব্যান্ড না এইটা।। " 😉😎

এইখানেও বউ - লাইক আ বস।। 😎🤞

তাই বলি_

এখন মেয়েদের আটকায় রাখবা কেমনে ??? 😉

বাংলাদেশী মেয়েরা এখন ছেলেদের চাইতে বেশী এক্টিভ।। দিস ইজ আ ফ্যাক্ট।। 😊🤞

প্রত্যেক টা মেয়ের কিছু না কিছু করা উচিত কারন Boss ফিলিংস টা সত্যিই অসাধারণ।।
©

09/09/2021

পৃথিবীতে আসার আগেই প্রত্যেকটি মানুষের আয়ু আল্লাহ তালা নির্ধারণ করে দেন। এমনকি কতটুকু রিযিক তার থাকবে, প্রতিটি দানা, প্রতিফোটা পানি, প্রতিটি নিশ্বাসের ও বরাদ্দ আল্লাহ তালা করে দেন।
তাই এখানে না গেলে লোকটা বেচে থাকতো, অমুক না হইলে লোকটা মারা যাইতো না, এগুলো আসলে ঠিক না।
শুধু মাত্র আত্মহত্যা ছাড়া আল্লাহ তালা সবার মৃত্যু নির্ধারণ করে রেখেছেন।এই জন্যই আত্মহত্যা মহা পাপ, যেটার কোনো মাফ নেই।
যার যেখানে যেভাবে মৃত্যু লেখা আছে, আল্লাহ তালা তাকে সেভাবেই সে অবস্থায় নিয়ে যাবেন।
এই জন্যই আল্লাহ তালা বেশি বেশি করে দুয়া করতে বলেছেন৷ কারন একমাত্র দুয়ার অসিলায় আল্লাহ তালা মানুষের ভাগ্য পরিবর্তন করে দেন, নেক হায়াত দারাজ করেন, রিযিকে খায়ের বরকত বাড়িয়ে দেন।
সুবহানাল্লাহ।
আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি ইবাদত, আমল করার তৌফিক দিন।
আমাদের নড়বড় ঈমানকে শক্তিশালী করে দিন।
তার প্রিয় বান্দা/বান্দি হওয়ার তৌফিক দিন।
আমিন।

Photos from Goynar Mahal's post 07/09/2021
Photos from Goynar Mahal's post 02/09/2021

Most Demanding 😊

24/08/2021
24/08/2021

আসসালামু আলাইকুম
নিজেকে ভালবাসুন, নিজের দক্ষতার উপর ভরশা রাখুন।।নিজেকে ভালবাসতে পারলে দেখবেন চারপাশ অন্য রকম সুন্দর লাগছে।কে কি বল্লো তাতে কোন কিছু যায় আসেনা।

23/08/2021

জীবন অনেকটা নাগরদোলনার মতো। ক্রমান্বয়ে উপরে ওঠে, আবার একইভাবে নিচে নেমে আসে।
জীবন অনেকটা জোয়ার-ভাটার মতো। কখনো অভাব, কখনো আবার প্রাচুর্যের সমারোহ।
জীবন অনেকটা হৃদস্পন্দনের মতো। নিজে থেকেই সংকোচিত হত, আবার আপনা আপনিই প্রসারিত হয়।
জীবন অনেকটা আবহাওয়ার মতো। কখনো প্রতিকূলতা, আবার কখনো বা অনুকূলের প্রশান্তি।
জীবন অনেকটা দিবা-রাত্রির মতো। এখানে আলোকিত সাফল্যের পর ছায়াযুক্ত কষ্ট কিংবা আঁধার সদৃশ ব্যর্থতার পর স্পষ্ট বিজয় আসে।..
আসলে সবই আপেক্ষিক আর না হয় লীলাখেলা। আর এর মধ্যমণি হলাম আমরা নিজেরাই।

07/08/2021

দৈনন্দিন দোয়া
share করে রাখবেন নিজের wall এ।

21/07/2021

Eid mubarak

Want your business to be the top-listed Jewelery/watch Store in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Dhaka