Bus Lover BD

Bus Lover BD

বাস লাভিং আমাদের পেশা নয়,
বাস লাভিং আম? Bus Lovers Of Bangladesh

30/11/2023

ডিসেম্বরের শহরে ❤️🌸

Elevate Your Personal Style with Sakzal - Discover the Latest Trends 26/11/2023

Website updated 2.0 !

https://sakzal.mydurable.com/

Elevate Your Personal Style with Sakzal - Discover the Latest Trends Shop now for the perfect statement pieces and transform your personal style with Sakzal. Find top-notch services and personalized solutions in Dhaka, C.

Elevate Your Personal Style with Sakzal - Discover the Latest Trends 25/11/2023

Successfully created my own website!
Visit now!

Elevate Your Personal Style with Sakzal - Discover the Latest Trends Shop now for the perfect statement pieces and transform your personal style with Sakzal. Find top-notch services and personalized solutions in Dhaka, C.

12/11/2023

Copy & Paste will not make you Popular ! 😑

Yes; You are listening the right truth!
So don't do these. It will be harmful for your Future!
@highlight

Photos from Bus Lover BD's post 20/10/2023

#পারবেতুমিও


Big hopes for Bangladesh 🇧🇩.

Follow : Vlogger Sakzal Official
@highlight

17/09/2023

That's was a huge problem to our page guys.
Please forgive us. ❤️

Photos from BD BUS LOVER's post 28/06/2023
24/05/2023

Cinematic Video - Mombati.
Mombati Cover ❤️.

22/03/2023

SR ❤️‍🔥

Photos from Bus Lover BD's post 25/02/2023

🔥🔥🔥 কড়া!!!

24/02/2023

New B.Class Shift

17/02/2023

Desh Travels 🔥

15/02/2023

Sarth Ok Das ©
National Travels By-Excel Business Class!!!

13/02/2023

দুই রাজা একসাথে ফুড ভিলেজে 🔥💥⚡

13/02/2023

WE ARE BACK!!!!Stay with us!!!

31/12/2021

Let's change
the change for only our lord Allah Almighty,
May Almighty Allah show us the path of welfare
Be our guidance for success ya Allah. 🤲✨

27/12/2021

🌠🌠 রাতের ঢাকা নগরী মানেই ব্যস্ততায় ভরা ঢাকা নগরী। সারাদিনের কর্মক্ষেত্রের ক্লান্তিতে সবারই তাড়া থাকে দ্রুত বাসায় ফেরার। অনেকে আবার সেই ক্লান্তির ভারে বাসেই ঘুমিয়ে পড়ে। রাস্তার পাশে ফুটপাত হকারদের হাক ডাক। তাদের জন্য দিনের এই সময়টাই বিক্রির সেরা সময়। পথচারীরা দ্রুত পায়ে বাসার উদ্দেশ্যে হেটে চলেছে, কেউবা চায়ের দোকানে এক পশলা দাঁড়িয়ে একটু খানি চা পানে ব্যস্ত।

♠️রাত আস্তে আস্তে গভীর হয়, ব্যক্তিগত গাড়ি এবং রিকশার সংখ্যা কমে যেতে থাকে। আস্তে আস্তে শহরের বুকে প্রবেশ করতে থাকে ট্রাক। ততক্ষণে ঢাকা কেন্দ্রিক বাস গুলোও অন্যান্য জেলার উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছে। এরকম সময় ঢাকার অন্যান্য অংশে তুলনামূলক জ্যাম কম থাকলেও ঢাকায় প্রবেশের পথ গুলোতে বেশ জ্যাম থাকে।

🧩গাবতলি বাস টার্মিনাল, মূলত দক্ষিন বঙ্গের সব ধরনের বাসই এখান থেকে ছেড়ে যায়, ছেড়ে যায় উত্তর বঙ্গেরও অনেক বাস। ফলে, টেকনিক্যাল মোড়, কল্যানপুর এলাকায় এই সময় জ্যাম নিয়মিত ঘটনা।

🍁দেশের নামি-দামি সব অপারেটর তাদের গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলে। তাদের ছুটে চলায় এই জ্যাম খানিকটা বিঘ্ন ঘটায় বটে। কিন্তু রাতের ঢাকায় এরকম দৃশ্য একজন বাস প্রেমিক এর নিকট যেনো হাতে চাঁদ পাওয়ার সমতুল্য।

🛡️ছবিতে আছে হানিফ, সাকুরা, পুর্বাশা, আগমনী, গ্রামীন,কমফোর্ট লাইন, ঢাকা এক্সপ্রেস, গোল্ডেন লাইন, এস আই এন্টারপ্রাইজ সহ আরো সব নামি-দামি অপারেটর।

📸 অসাধারণ ছবিটি ক্যামেরায় ধারন করেছেন জনাব Salehin Khan Durjoy.

🌿🌿দেশের বিভিন্ন বাস সম্পর্কে যে কোনো তথ্য জানতে ও জানাতে অথবা সুন্দর সুন্দর ছবি পেতে আমাদের Bus Lover গ্রুপে যুক্ত হতে পারেন।
গ্রুপ লিংকঃ www.facebook.com/groups/buslover

24/12/2021

🕋জুম্মা মোবারক🕋

আজ শুক্রবার। সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ একটি দিন। মর্যাদাপূর্ণ এই দিনের অনেক আমল হাদিস শরিফে বর্ণিত হয়েছে। তন্মধ্যে কিছু আমল ধারাবাহিক উল্লেখ করা হচ্ছে।

১. গোসল করা। ২. উত্তম পোশাক পরিধান করা। ৩. সুগন্ধি ব্যবহার করা। ৪. মনোযোগের সঙ্গে খুতবা শোনা।

এই চারটি আমলের কথা একসঙ্গে একটি হাদিসে বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম পোশাক পরিধান করবে এবং সুগন্ধি ব্যবহার করবে, যদি তার নিকট থাকে। তারপর জুমার নামাজে আসে এবং অন্য মুসল্লিদের গায়ের ওপর দিয়ে টপকে সামনের দিকে না যায়। নির্ধারিত নামাজ আদায় করে। তারপর ইমাম খুতবার জন্য বের হওয়ার পর থেকে সালাম পর্যন্ত চুপ করে থাকে। তাহলে তার এই আমল পূর্ববর্তী জুমার দিন থেকে পরের জুমা পর্যন্ত সমস্ত সগিরা গুনাহর জন্য কাফ্ফারা হবে। (আবু দাউদ, হাদিস : ৩৪৩)

৫. যথাসম্ভব দ্রুত মসজিদে যাওয়া। এই দিনের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে দ্রুত মসজিদে যাওয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘হে মুমিনগণ! জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো।’ (সুরা জুমআ, আয়াত : ৯)

রাসুল (সা.) বলেছেন, জুমার দিন মসজিদের দরজায় ফেরেশতারা অবস্থান করেন এবং ক্রমানুসারে আগে আগমনকারীদের নাম লিখতে থাকেন। যে সবার আগে আসে সে ওই ব্যক্তির ন্যায় যে একটি মোটাতাজা উট কোরবানি করে। এরপর যে আসে সে ওই ব্যক্তি যে একটি গাভী কোরবানি করে। এরপর আগমনকারী ব্যক্তি মুরগী গি দানকারীর ন্যায়। তারপর ইমাম যখন বের হন তখন ফেরেশতাগণ তাদের লেখা বন্ধ করে দেন এবং মনোযোগ সহকারে খুতবা শুনতে থাকেন। (বুখারি, হাদিস : ৯২৯)

৬. সুরা কাহফ তিলওয়াত করা

মর্যাদপূর্ণ এই দিনের বিশেষ একটি আমল হচ্ছে সুরা কাহফ তিলওয়াত করা। আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি জুমার দিন সুরা কাহফ পাঠ করবে তার জন্য দুই জুমা পর্যন্ত নূর উজ্জ্বল করা হবে। (আমালুল ইয়াওমী ওয়াল লাইল, হাদিস : ৯৫২)

৭. বেশি বেশি দরুদ পাঠ করা
এই দিনের আরেকটি আমল হচ্ছে নবীজির ওপর বেশি বেশি দরুদ পাঠ করা। এই মর্মে রাসুল (সা.) বলেন, দিনসমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম।

📷ছবিসত্ব - G M Shimanto

Photos from BUS Lover's post 24/12/2021
16/12/2021

Vappy Victory Day Bangladesh,
Vappy Birthday Bangladesh.

্রাভেলস
#সিতারা_রাব্বানী_ট্রাভেলস
উত্তরবঙ্গের সুনামধন্য একটি অপারেটর এস.আর. ট্রাভেলস।শুরু থেকেই উন্নতমানের সার্ভিসের মাধ্যমে তাদের সুনামটা আঁকড়ে ধরে আছে তারা।শুরুতে নন এসি বাস দিয়েই সার্ভিস দিতো,ধীরে ধীরে এসি বাসও নামায় এবং বর্তমানে এসি বাস সেক্টরেই তাদের পদক্ষেপ বেশি।ফ্লিটে বেশ কিছু সিবিইউ হুন্দাই বিজনেস ক্লাস এসিবাস রয়েছে।এছাড়া ইসুজু ব্র‍্যান্ডের ৫ ইউনিট এসি বাসও তাদের বহরে রয়েছে।

উত্তরবঙ্গের যেসব জেলা ধরে এস.আর. ট্রাভেলসের পথচলা সেগুলো হলোঃ

ঢাকা-বগুড়া-নওগাঁ
ঢাকা-জয়পুরহাট-হিলি
ঢাকা-গাইবান্ধা
ঢাকা-রংপুর-সৈয়দপুর
ঢাকা-লালমনিরহাট
ঢাকা-দিনাজপুর

যাত্রীদের সুবিধার্থে ঢাকার মহাখালী ও গাবতলী উভয় জায়গা থেকেই তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

📸ছবি কৃতজ্ঞতাঃ Rahat Hassan Ruddro

বাস সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে,বাস নিয়ে আপনার আগ্রহ প্রকাশ করতে এবং বাসের বিভিন্ন আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের গ্রুপঃ https://www.facebook.com/groups/789066704842804/

09/12/2021

শুভ সকাল!
#সেঁজুতি_ট্রাভেলস

২০১৯ সালে ঢাকা-কক্সবাজার রুটে আগমন হয় সেঁজুতি ট্রাভেলস এর।শুরুতে "শ্যামলী প্লাস-সেঁজুতি ট্রাভেলস" নামে সার্ভিস শুরু করে তারা।পরে আসল শ্যামলী ও তাদের মধ্যে অনেকে দ্বিধাগ্রস্ত হওয়ার কারণে আসল শ্যামলী পরিবহনের চাপে পড়ে "শ্যামলী প্লাস" লেখাটুকু সরাতে তারা বাধ্য হয়।এরপর থেকে তারা সেঁজুতি ট্রাভেলস নামেই সার্ভিস দিয়ে যাচ্ছে।বাংলাদেশের সর্বপ্রথম হাইগার এসি বাস নেওয়া অপারেটর তারাই।এছাড়া হিনো একে ১জে ও অশোক লেল্যান্ড এসি/নন এসি বাস দিয়েও তারা তাদের সার্ভিস পরিচালনা করে।
সম্প্রতি তারা স্লিপার বাস দিয়ে সার্ভিস প্রদানের উদ্দেশ্যে তাদের ফ্লিটে এক ইউনিট বুলেট শেপ স্লিপার বাস যুক্ত করেছে,যা ছবিতে বিদ্যমান।চলুন জেনে নেই বাসটির খুঁটিনাটি।

অপারেটরঃ সেঁজুতি ট্রাভেলস
চেসিসঃ অশোক লেল্যান্ড ১২এমএফই সিআর(২২১ এইচপি ভ্যারিয়েন্ট)
বাসের পরিমাণঃ ০১ ইউনিট
বডিঃ গাউছিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস
সিট সংখ্যাঃ ৩০টি(স্লিপার সিট,২ঃ১ বিন্যাস,আপার ও লোয়ার বেড)
রুটঃ ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ

অশোক লেল্যান্ডের এই চেসিসটি ফুল এয়ারসাস সমৃদ্ধ।আশা করা যায় ভালো সার্ভিস নিশ্চিত করতে পারলে সেঁজুতির এই স্লিপার বাসটি স্লিপার কোচ যাত্রীদের জন্য ভরসার একটা নাম হবে।

ছবিঃ মোহাম্মদ আসিফ।

বাস সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে,বাস নিয়ে আপনার আগ্রহ প্রকাশ করতে এবং বাসের বিভিন্ন আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের গ্রুপঃ https://www.facebook.com/groups/789066704842804/

17/11/2021

🌞🌞🌞 শুভ মধ্যাহ্ন 🌞🌞🌞

🌀আমাদের দেশে আসা সর্বশেষ প্যাকেট হুন্দাই এর একটি স্থিরচিত্র। এবার আগের বারের থেকে সম্পুর্ন ভিন্ন এবং নতুন পেইন্ট স্কিম নিয়ে তারা দেশে এসেছে।

📌চট্রগ্রাম বন্দরে মোট ৮'ইউনিট হুন্দাইয়ের আগমন হয়েছিলো কয়েক মাস পূর্বেই । আজ চট্রগ্রাম বন্দর হতে ইন্সপেকশনে বের হয়েছিলো তারা। আশা করা যাচ্ছে আজই তারা ঢাকার উদ্দেশ্যে রউনা হবে!

আপাতত, শ্যামলী এন-আর ট্রাভেলসের বহরে ৪'ইউনিট প্রবেশ করছে। এটা নিশ্চিত তথ্য। বাকি ৪'ইউনিট কোন ব্যানারের বহরে যুক্ত হবে এটা এখনো শিউরলি বলা যাচ্ছে না।।

বিঃদ্রঃ এই ৪'ইউনিট হ্যুন্দাই যুক্ত হলেই দেশের প্রাইভেট অপারেটরের ক্ষেত্রে সর্বোচ্চ হুন্দাইয়ের খেতাব'টা দেশ ট্রাভেলস থেকে শ্যামলীর নামে এসে পরবে।👑👑

অসাধারণ ছবি এবং সম্পুর্ন আপডেটটি দিয়েছেন জনাব Fardin Alam Turjo.

✅☑️দেশের বিভিন্ন অঞ্চলের বাস সম্পর্কে যে কোনো তথ্য জানতে ও জানাতে অথবা সুন্দর সুন্দর ছবি পেতে আমাদের Bus Lover গ্রুপে যুক্ত হতে পারেন।

গ্রুপ লিংকঃ www.facebook.com/groups/buslover

Photos from BUS Lover's post 02/11/2021

Finally!

25/10/2021

রাজার বেশে আপন গতিতে এগিয়ে চলেছে

🔮সোহাগ পরিবহন🔮

🔸🔹🔸বাংলাদেশ এর পরিবহন জগৎ এর যদি অতি প্রবীন কয়েকটি অপারেটর থাকে, তাহলে সোহাগ পরিবহন তার মাঝে অন্যতম। ৭০ এর দশক থেকে যাত্রীদের সেবা প্রদান করে আসছে তারা। দক্ষিনবঙ্গের যদি আপনার পদধূলি পরে, তাহলে সোহাগ পরিবহন এর চলাচল আপনার চোখে পরতে বাধ্য। দুর্দান্ত সার্ভিস প্রদানের কারনে দক্ষিনবঙ্গের সার্ভিস মাস্টার হিসাবেও তার বেশ পরিচিতি। অবশ্য এই জশ-খ্যাতি একদিনেই হয় নি, এজন্য তাদের দিতে হয়েছে মানসম্মত এবং যাত্রীদের চাহিদা অনুযায়ী যাত্রীসেবা। ফলে যাত্রীদের নিকট হয়ে উঠেছে ভরসার এক নাম।

🔰🔰সোহাগ পরিবহন সব সময় চেস্টা করেছে এবং করছে যাত্রীদের বিলাশবহুল এবং আরামদায়ক সেবা প্রদান করতে। ফলশ্রুতিতে বর্তমানে তাদের বহরে রয়েছে
স্ক্যানিয়া কে-৪১০ মাল্টি এক্সেল মডেলের ১০ ইউনিট এসি কোচ, স্ক্যানিয়া কে-৩৮০ মডেলের ২৪ ইউনিট এসি কোচ, স্ক্যানিয়া কে-৩৬০ মডেলের ৮ ইউনিট এসি কোচ এবং ১২০ ইউনিট এর অধিক নন এসি কোচ, যার মাধ্যমে সেবা প্রদান করে যাত্রীদের মন জয় করে নিতে সক্ষম হয়েছে তারা। এমন কি দেশের এক মাত্র স্ক্যানিয়া এফ-৩১০ নন এসি বাস টি ও রয়েছে তাদের বহরে। তাদের আশাব্যঞ্জক সেবা প্রদান এর মাধ্যমেই আজ তাদের এই অবস্থান। এভাবেই সামনের দিন গুলোতে তাদের অবস্থান ধরে রাখবে এও প্রত্যাশা।

📷তপ্ত রোদ গায়ে মেখে তাদের ছুটে চলার অসাধারণ ছবিটি আমাদের উপহার দিয়েছেন জনাব Toushik Hasan.

☑️✅দেশের বিভিন্ন বাস সম্পর্কে যে কোনো তথ্য জানতে ও জানাতে অথবা সুন্দর সুন্দর ছবি পেতে আমাদের Bus Lover গ্রুপে যুক্ত হতে পারেন।

গ্রুপ লিংকঃ www.facebook.com/groups/buslover

25/10/2021

#মানিক_এক্সপ্রেস

বহরে খুব কম গাড়ি হলেও সার্ভিস এর দিক দিয়ে তারা মানুষের মন জয় করে নিয়েছে। তাদের বহরে ৫টি হুন্দাই এসিবাস সহ হিনো আর.এম.টু এবং হিনো ১জে বাস রয়েছে। তাদের রুট সমূহ হল ঢাকা থেকে বগুড়া,লালমনিরহাট,বুড়িমারী। তাদের বাসগুলো ঢাকার কল্যানপুর থেকে ছেড়ে যায়।

ছবিস্বত্বঃ জনাব. মোহাম্মদ আসিফ।
গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/789066704842804/?ref=share

24/09/2021

#ভিন্টেজ
#জেনারেশন'৯০
৯০দশকের নিয়মিত বডিশেপ ছিল ছবির এই ক্ল্যাসিক ভিন্টেজ। তবে ২০০০এর পর এই বডিশেপ আস্তে আস্তে কমতে শুরু করে এবং প্রায় হারিয়ে যাওয়ার পথে। শুধু গুগলে সার্চ করলে কিছু পুরনো ছবি পাওয়া যায়। আর এই ক্ল্যাসিক বাসগুলা অধিকাংশ বেডফোর্ড চ্যাসিস এবং কিছু টাটা চ্যাসিসের ছিল। আর ছোটবেলায় এই বাসগুলায় প্রচুর চড়া হয়েছিল এবং সেগুলার স্মৃতি অনেক মধুর। তবে এসব বাসের ছবি কারো সংগ্রহে এবং এসব নিয়ে স্মৃতি থাকলে আমাদের গ্রুপে শেয়ার করতে পারেন! :)
তবে এখনো এই ক্ল্যাসিকগুলো দুই একজায়গায় দেখতে পাওয়া যায়। বিভিন্ন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের স্টাফ বাসে এইসব ভিন্টেজ ব্যবহার হতো, হয়তো এখনো কোন জায়গায় স্টাফ বাস হিসেবে ব্যবহার হয় সেটাও দুই একটা। তারমধ্যে কমিউনিটি বেজড মেডিকেল কলেজের এই বাসটি এখনো সার্ভিসে আছে। এছাড়াও সরকারি দুই একটা রানিং ছিল তবে সেগুলা এখন বন্ধ বা ডাম্প করায় ফেলছে। আর মাঝে মধ্যে আশুলিয়া-জিরানী বাজার রোডে এরকম শেপের কিছু বাস দেখতে পাওয়া যায়, যেগুলো গার্মেন্টস কর্মীদের আনা নেওয়ার কাজে ব্যবহার হয়।
ছবিঃ হারুন উর রশীদ।
বাস সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে,বাস নিয়ে আপনার আগ্রহ প্রকাশ করতে এবং বাসের বিভিন্ন আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের গ্রুপঃ https://www.facebook.com/groups/789066704842804/

Photos from Bus Enthusiast's post 04/09/2021
Photos from Buses & Coaches's post 03/09/2021
17/08/2021

🤩🤩🤩🤩

11/07/2021

গেমসও বাস লাভিং হয়।

05/07/2021
11/06/2021

আপনি কি জানেন জাহান্নাম এর স্তর কয়টি?
আপনার উত্তরটি হবে:কিরে ভাই,এটা আবার কেমন কথা?জাহান্নাম তো মাএ একঠিই।তবে আপনি তাহলে ভুল।
উত্তরটি হবে:জাহান্নাম এর স্তর দুটি।জি হ্যাঁ আপনি ঠিক শুনেছেন।
এবার আসা যাক স্তরগুলো কি কি?
উত্তর:একটি হচ্ছে যারা কখনো কালিমা-লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ-এই জিনিসটি পাঠ করিনি,তারা আজিবন জাহান্নামেই থাকবে।আরেকটি হচ্ছে যারা এই কালিমাটি পাঠ করেছেন।তবে এর মধ্যেও আবার দুটি স্তর রয়েছে।একটি যারা কালিমা পাঠ করেছে,কিন্তু নেক আমল করেনি,তারা শুধু তাদের এই গুনার জন্য জাহান্নাম এ শাস্তি ভোগ করবেন।তবে পরবর্তীতে তারা জান্নাত এ যাবেন।আরেকটি হলো যারা নেক আমলও করেছে ও কালিমাও পাঠ করেছেন,কিন্ত তার সাথে আবার পাপ কাজও করেছেন তারা জাবেন এই স্তরটিতে।তবে সমস্যা নাই,চিন্তা নাই আপনি একদিন জান্নাত এ জাবেনিই।
তাহলে এ থেকে আমরা বুজতে পারলাম যে,যারা মুসলিম বা যারা জীবনে একবার হলেও কালিমা পাঠ করেছে, তারা অবশ্যই একদিন জান্নাত লাভ করবেন।
তবে এখানে আরেকটি কথা আছে।সেটি হলো:আল্লাহ তায়ালা বলেছেন যে,বিনা পাপই সরাসরি জান্নাত লাভ করবেন,সেই শুধুমাত্র সফল।বাকি দুনিয়াতে যত কাজেই আপনি সফল হন না কেন,আপনাকে অবশ্যই বিনা কারনে জান্নাত লাভ করতে হবে,তাহলেই আপনি সফল।বাকিগুলো সব মিথ্যা।
আশা করি সবার আমার এই পোস্টটি ভালো লাগবে।সবার সুস্থ জীবন কামনা করি।

05/06/2021

Ar Rahman 🥵

04/06/2021

🥰🥰🥰

Want your business to be the top-listed Transport Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Dhaka

Other Bus stations in Dhaka (show all)
BD Job curkular BD Job curkular
�অফিস ঠিকানা: উত্তরা-হাউজ বিল্
Dhaka, 1230

🔰গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত-নিয়ন্ত্রিত, ***অ্যাক্টিভ সিকিউরিটি সার্ভিস লিমিটেড কোম্পানী.

Road Thrills Road Thrills
Dhaka-Gopalgonj Highway
Dhaka

Road Thrills - রোড থ্রিলস অফিসিয়াল পেইজে আপনাক

Serpur Bas Lavar Serpur Bas Lavar
Dhaka

md aizeoddin Islam

Dhaka Bus Rapid Transit Co. Ltd Dhaka Bus Rapid Transit Co. Ltd
House No-04, Road No-21, Sector-04 Uttara
Dhaka, 1230

To implement fast, affordable, safe, comfortable, environment friendly, universally accessible, high

Khilkhet Bus Stand Khilkhet Bus Stand
Airport Road
Dhaka, 1229

hear everybody got khilkhet bus stand details

BDBG BDBG
Dhaka, 1216

Believe in luxury

MD RUBEL ISLAM MD RUBEL ISLAM
শান্তি বাগ
Dhaka, RUBEL123

gym

BD job news BD job news
Uttara Dhaka
Dhaka, 1230

বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত অ্যাক্টিভ সিকিউরিটি সার্ভিস লিমিটেড

BD Job news BD Job news
�অফিস ঠিকানা: উত্তরা-হাউজ বিল্
Dhaka, 1230

🔰গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত-নিয়ন্ত্রিত, ***অ্যাক্টিভ সিকিউরিটি সার্ভিস লিমিটেড কোম্পানী.

Ahamed Paribahan Ahamed Paribahan
সায়েদাবাদ বাস টার্মিনাল ৩ নং প্ল্যাটফর্ম
Dhaka, 1100

সেবার সাথে আপনার পথে সরাসরি ঢাকা, সিলে

Bus Lover Sagor Bus Lover Sagor
Dhaka, 1990

Personal Job