রাসেল

শুধুমাত্র আয়না সমানতালে ভালোবাসে,
আমি কাঁদলাম সেও কাঁদছে—
আবার আমি হাসলে, সেও ভীষণ হাসে।

❍───রাসেল

17/10/2023

ওড়না বিলুপ্তির যুগে এসেও,যেসব মে'য়েরা মাথায় এবং বুকে ওড়না রাখে তাদের Big Respect 💜

15/10/2023

চাইলেই বদলে যাওয়া যায় না!
বদলে যাওয়ার অভিনয় করা যায়—

──❍রাসেল

15/10/2023

হোক

06/10/2023

এতদিন পর, ওহ্! কতদিন পরে
পড়ছে না তোমায়, আমার মনে!
কতদিন আহা, হা, ভুলেছি তোমায়
ভুলেছি, বলেছি মিথ্যে আপনে।

──❍রাসেল

27/09/2023

আমাকে আক্রমণ করিওনা
করিওনা প্রণয়ী আঘাত,
আহত মন নিহত হবে,
ছেড়ে দাও যদি দু'হাত।

──❍রাসেল

27/09/2023

দুঃখের সুখ প্রয়োজন, সুখের প্রয়োজন আমায়—
আমার প্রয়োজন বেঁচে থাকা। এটাই বেশি ভাবায়।

───❍রাসেল

24/09/2023

আজ নয় কাল ভাবতে ভাবতে
এলোমেলো হলো হিসাব—
হুটহাট করে, অজান্তেই যাবো চলে
কীভাবে দেবো প্রভুর সঙ্গে জবাব!

──❍রাসেল

24/09/2023

•আপন হয় পর।

22/09/2023

•তুমি আমাকে ভুলে যাও

20/09/2023

মেঘবতী—
যদি ভুল করে বলি, তোমায় ভালোবাসি,
তবে হ্যাঁ! ভালোবাসুক বুকের বা'পাশ।
তুমি কী হাতে হাত রাখবে?
ভুল করে'ই কী ভালো বাসবে?
ছেড়ে না যাবার, দিবে কী আশ্বাস?

───❍রাসেল

20/08/2023

আপনাকে ভালোবেসে!
বহুদিন কাটিয়েছি আনন্দে উল্লাসে—
তয় আপনি চলে যাবার পরপরই
চোখের জলে বুক যায় ভেসে।

───❍রাসেল

18/08/2023

জুম্মা মোবারক
রাশেদুল ইসলাম রাসেল

13/08/2023

বৃষ্টিভেজা দিনে—বুক ভিজে নাই!
তয় ভিজেছে চোখের জ'লে,
পাপড়ি-ঝরা কদমের স্বভাব আমার
মৌসুমে সবাই ভালোবাসি বলে।

কেউ শুনেনি আত্মচিৎকা'রের দীর্ঘশ্বাস
রাসেল থাকে নিদারুণ বিষাদে!
আপনপর দ্বন্দ্বে, পালায় আপনাতে—
বুকের অনল নেভাতে, দু'চোখ কাঁদে।

──❍রাসেল

11/08/2023

ভালোবাসি বলার পরপর
অবহেলা টুকু বেড়ে যায়—
ভালো আছি বলতে গেলে
বিষাদ এসে সামনে দাঁড়ায়।

───❍রাসেল

11/08/2023

—হারাতে দেবেন একটু
—কোথায় হারাবেন?
—এই-যে! আপনার একজোড়া চোখে
—ইশ! সখ কত!
—আপনার চাহনিতে মন আহত হয় যত।

──❍রাসেল

30/07/2023

আমি পারিনি
সত্যিই পারিনি
ধরে রাখতে
শক্ত হাতে।

আমি রেখেছি
যত্নে এঁকেছি
বুকের বা পাশে
তোকে ভালোবেসে।

──❍রাসেল

28/07/2023

🌻

27/07/2023

অমুক তমুক যেমন তেমন
আপনি কেমন ভাবুন,
নিজের দিকে আঙুল রেখে
দোষগুণ একটু জানুন।

──❍রাসেল

17/07/2023

হয় কী স্মৃতিচারণ?

15/07/2023

💔🌻

09/07/2023

দু'বছর আগের লেখা🌼

08/07/2023

ঠকেছি তাতে কী হয়েছে
দোষী'তো করিনি কাউকে,
সঠিক পথে হেরেছিলাম
দোষ দেবো কী ভাগ্যকে?

❍───রাসেল

06/07/2023

বাবা-মা হওয়ার একটা অন্যতম সুবিধা হচ্ছে, সন্তানদের জীবন ন'ষ্ট করার জন্য তাদের কোনো শা'স্তি পেতে হয় না, কারো কাছে কৈ 'ফি'য়'ৎ দিতে হয় না, সমাজও তাদের দিকে কোনদিন আ'ঙু'ল তোলে না।

06/07/2023

Tamim Iqbal আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবে না; বিশ্বকাপের ঠিক আগ মুহুর্তে এই নিউজটা শোনার পর থেকে আমার ভিতরটা কেমন যেন করে উঠলো। এখনো স্বাভাবিক হতে পারছি না। কান্না পাওয়ার মতো অবস্থা!
তামিম ইকবালের ব্যাপারে আমি খুবই আবেগী—

বাংলাদেশের ক্রিকেট মানেই আমার কাছে তামিম ইকবাল। কোনো কারণ ছাড়াই তাকে আমার খুব পছন্দ। সে যখন অফ-ফর্মে থাকে তখন তাকে আমার যেমন পছন্দ; সে যখন ইন-ফর্মে থাকে তখনও তেমনই পছন্দ।

06/07/2023

একদিন সব ঠিক হয়ে যাবে।

03/07/2023

মার্টিনেজ যেহেতু একজন ফুটবলার তাকে স্বাগত জানানোর জন্য বাংলাদেশের ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া কে নিয়ে সকল ধরনের প্রোগ্রাম করা উচিৎ ছিলো, অথচ এসব তো দুরের কথা তাকে দেখা করতেই দেওয়া হয়নি মার্টিনেজের সঙ্গে! সুতরাং আর্জেন্টিনা গোলরক্ষক এমি মার্টিনেজের সাথে জামাল ভুইয়াকে দেখা করতে না দেওয়াটা লজ্জার! আর অন্যদিকে চাইলে নৌকা হাতে না দিয়ে, বাংলাদেশের একটা জার্সি আর একটা পতাকা দিতে পারতেন মার্টিনেজের হাতে। সব কিছুতে রাজনীতি টানা উচিৎ না। বাংলাদেশ আর আর্জেন্টিনার যে এক সম্পর্ক তৈরি হয়েছে, এটা শুধু মাত্র এই দেশের আর্জেন্টাইন সমর্থকের জন্য হয়েছে কোনো রাজনৈতিক নেতার অবদানে না।

28/06/2023

ঈদ মোবারক

রাসেল পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। মহিমান্বিত ঈদ উল আযহা আপনার জীবনে বয়ে আনুক কল্যাণ ও সম্প্রীতি।

আপনার কুরবানী করা পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা নিন। মনে রাখবেন, পশুর চামড়া দেশের রপ্তানি শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কুরবানীকৃত পশুর বর্জ্য দ্রুত এবং যথাযথ নিয়ম মেনে অপসারণ করুন। প্রয়োজনে পৌরসভা, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নিন।

আসুন আমরা সকলে পথশিশুদের পাশে দাড়াই। কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে নেই।

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের জীবন।

—রাসেল

27/06/2023

জীবন যে-নো থামে কোথা-ও
লুকিয়ে থাকে ব্যথার আবডালে,,
স্বার্থের শহরে কে- বা আপন,
হিসাব চুকায় ভাবনার অন্তরালে।

—নূরমিনা শাবনূর

25/06/2023

তবুও! দেখা হোক।

25/06/2023

এই-যে গভীর রাত–
যে সুরের জন্য অপেক্ষা!
আর কত'টা দূর,
মোয়াজ্জিনের আজানের সুর?
কখন শুনবো অপেক্ষাকৃত আওয়াজ
আসসালাতু খায়রুম মিনান নাউম
কখন তুলবো প্রভুর তরে দু'হাত—
❍───রাসেল

23/06/2023

জ্বলে'রে ব্যাপকভাবে জ্বলে
তয় প্রণয়নের অননে নয়
তোর দিকে কেউ তাকালে।
❍───রাসেল

Photos from রাসেল's post 23/06/2023

আসসালামু আলাইকুম
কেমন আছেন আপনারা?
সবাইকে জুম্মা মোবারক
সবার জন্য দোয়া রইল।

Want your public figure to be the top-listed Public Figure in Fulbaria?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

নামাজ জীবনের সেরা সম্পদ 💔

Category

Telephone

Address


Comilla Homna
Fulbaria

Other Writers in Fulbaria (show all)
আলোর খুঁজে পথিক আলোর খুঁজে পথিক
Fulbaria

আসসালামুওয়ালাইকুম

Md.Raisul Islam Md.Raisul Islam
Horirambari Tekir Bazaar
Fulbaria, MYMENSINGH

Subscribe- 👉 https://www.youtube.com/@Md.Raisul.Islam./ https://youtube.com/@Ear_PhonK

F r e e - ফ্রি F r e e - ফ্রি
CUMILLA
Fulbaria, 3500

ভাগ্য বলে কিছুই নেই, প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে উঠে॥

Srf Khan Srf Khan
Fulbaria

"Srf Khan" An independent traveler. An art of drawing poetry with scenes. Writer and composer of any kind of song. Open-minded Literary, Photographer and Videographer. Any kind...

Mdmiraj 2 Mdmiraj 2
Fulbaria

আসসালামু আলাইকুম আমাদের নতুন গ্রুপ আশা করি সবাই গ্রুপে এড হবেনhttps://facebook.com/events/s/mdmiraj2/

মায়াজাল মায়াজাল
Dhaka
Fulbaria

লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)

stutes Ikon stutes Ikon
Fulbaria

স্বপ্নের শহরে সবাই সুখী কিন্তু � -বাস্তবতা তার বিপরীতমুখী ��

Sayed Sayed
Fulbaria

Broken Mirror 🙃

A R Sujon Akondo A R Sujon Akondo
Fulbaria, Mymensingh
Fulbaria

যাকে ভয় করি তিনি আল্লাহ। যাকে ভালোবাসি তিনি রাসুল (সাঃ)। যা অনুসরণ করি তা কোরআন।

অধিকার বাস্তবায়ন কমিটি- অবাক অধিকার বাস্তবায়ন কমিটি- অবাক
Fulbaria, DHAKABANGLADESH�

আমরা উদার আমরা দুর্বার আমরা সবার