Islamic Touch

Decorate your life with the touch of Islamic books

Islamic Touch একটি ব্র্যান্ড যেটি সবসময় কাজ করে যাচ্ছে ইসলামী বই নিয়ে এবং সেই ধারা অব্যাহত রেখে আমরা কাস্টমারদের কাছে পৌঁছে গিয়েছি বিশ্বস্ততার সাথে। আমরা প্রতিযোগিতা মূলক মূল্য নির্ধারণ করে কাস্টমারদের বাজেটকে মূল্যায়ন করে থাকি। সততা, দক্ষতা, জবাবদিহিতা নিয়ে দীর্ঘদিন যাবত সুনামের সাথে সার্ভিস প্রদান করে আসছি।
ক্রেতাদের চাহিদা অনুযায়ী মানসম্মত ইসলামী বই সরবরাহে সকল প্রকাশন রয়েছে এক ধাপ এগিয়ে। আমরা

22/08/2024

মসজিদের মাইকে ঘোষণা হচ্ছে সবাই সবাইকে ক্ষমা করে দিবেন.!🥺💔
- ফেনী!
হে আল্লাহ। তুমি রহম করো 🥺
সবাই বন্নায় আক্রান্ত সবাকে হেফাজত করো।
সবাই স্টার দিয়ে সাহায্য করুন। বন্যা বাসীর পাশে দাঁড়ায়।একসাথে ত্রান-সাহায্য নিয়ে যাব ইনশাআল্লাহ

17/08/2024

মানুষ তার কর্মের ফল ভোগ করে।

15/08/2024

উত্তম আচরণের ফলে অল্প আমলের প্রভাবও অনেক বেড়ে যায়। আর মন্দ আচরণের ফলে প্রচুর আমলও হয়ে যায় নিতান্ত প্রভাবহীন। হাদিসে আছে, “সিরকা যেভাবে মধু নষ্ট করে দেয়, মন্দ আচরণও সেভাবে আমল নষ্ট করে দেয়।”
(মুসনাদ 'আব্দ ইবনে হুমাইদ: ৭৯৯)

বই: সবুজ পাতার বন ২

15/08/2024

ঘুনে ধরা রাষ্ট্রকে তরুণদের কাছে এক সপ্তাহে চকচকে করার প্রত্যাশা বোকামি। পুরোদমে কাজ করলেও কত বছর সময় দেয়া উচিত মনে করেন?

15/08/2024

🌲🌲🌲 এলার্জি ! এলার্জি!!এলার্জি!!! 🌲🌲🌲
👉👉👉 এটি একটি বহু পরীক্ষিত ঔষধ 👈👈👈
💐💐 এলার্জি রোগ একটি কঠিন রোগ,যাদের এলার্জি রোগটি একবার দেখা দিয়েছে তাঁরাই বুঝতে পারে কি কষ্ট। এলার্জি রোগটি কয়েক ধরনের হতে পারে।
⏩শরীরের বিভিন্ন স্থানে ফুলে যায়,
⏩চুলকায়,
⏩লাল রংয়ের দাগ দেখা
⏩ রক্ত এলার্জি
⏩ গোল্ড এলার্জি ঠান্ডা জনিত

যায়,ইত্যাদি। আর এই ধরনের আলামত দেখতে পাই আমরা বিশেষ করে নিম্নে বর্নিত খাবার খেলে।
⏩যেমন:- গরুর গোশত,মোরগের গোশত(পল্টি), হাঁসের ডিম,হাঁসের গোশত,চিংড়ি মাছ,বোয়াল মাছ,পুঁটি মাছ,বেগুন,ইত্যাদি।

এই ধরনের রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ্ তায়ালার নিয়ামত গাছ গাছালি থেকে নিয়ে এসেছে বিসমিল্লাহ চিকিৎসালয় এক মহা ওষুধ

এলার্জি বিনাশ
যাহা সেবনে আপনার এলার্জি হবে বিদায় 🥰🥰ইনশাআল্লাহ

প্রয়োজনে যোগাযোগ করুন
হাকিম মুফতি হামিদুর রহমান
(01610702557)

15/08/2024

১৯৭৫ সালের ১৫ই আগষ্টে ধানমন্ডি ৩২-এর বাসভবনের সিড়িতে শরীরে রঙ মেখে শুয়ে নাটক করছে শেমু!

কী মেজাজ খারাপ হয়ে গেল?

জ্বি, ঠিক উপরের লেখাটা পরার পর আপনার যেমন লাগছে ঠিক আমাদেরও তেমন লেগেছিল যখন আপনি আপনারা বলেছিলেন, "২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে মাদ্রাসার ছাত্ররা রং মেখে শুয়ে ছিল।"

15/08/2024

ধার্মিক তরুণদের আয়না ঘরে নিয়ে জঙ্গি নাটক সাজানোর লোমহর্ষক ঘটনাগুলো একের পর এক সামনে আসতে শুরু করেছে।

যারা বিগত দিনগুলোতে প্রশাসনের জঙ্গি নাটকে বিভ্রান্ত হয়ে ইসলামপন্থীদের জঙ্গি বলে গালি দিয়েছেন, আপনাদের এখন লজ্জিত ও অনুতপ্ত হওয়া উচিত।

14/08/2024

স্টাইলিশ ও ব্যবহারিক গিফট সেট!

আপনার প্রিয়জনকে কিছু বিশেষ উপহার দিতে চান? তাহলে এই স্টেইনলেস স্টিল ভ্যাকুয়াম ফ্লাস্ক সেটই হতে পারে আপনার সেরা পছন্দ!
এই সেটে রয়েছে:
* একটি স্টাইলিশ ভ্যাকুয়াম ফ্লাস্ক
* দুটি ম্যাচিং মগ
* একটি ফ্যাশনেবল মোবাইল ফোন কেস
* একটি ক্লাসিক পেন
কেন এই সেটটি বিশেষ?
* দীর্ঘস্থায়ী: গরম ও ঠান্ডা পানীয় দীর্ঘক্ষণ ধরে গরম ও ঠান্ডা রাখে।
* বহনযোগ্য: অফিস, কলেজ, ভ্রমণ যেখানেই যান, সহজে বহন করতে পারবেন।
* উপহারের জন্য আদর্শ: যে কাউকে উপহার দিন না কেন, সবাই পছন্দ করবে।
* বিভিন্ন রঙে উপলব্ধ: আপনার পছন্দমতো রঙ বেছে নিন।
দাম: সুলভ।
#ভ্যাকুয়ামফ্লাস্ক #গিফটসেট #স্টেইনলেসস্টিল #উপহার #মগ #মোবাইলফোনকেস #পেন

14/08/2024

প্রশ্ন
গতকাল মাগরিবের নামাযের সুন্নত পড়ছিলাম। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়ি। দ্বিতীয় রাকাতেও ভুলে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়ে ফেলি। এভাবেই নামায শেষ করি। জানতে চাই, আমার এ নামায কি আদায় হয়েছে, নাকি আমার ওপর সাহু সিজদা ওয়াজিব হয়েছিল?

উত্তর
আপনার উক্ত নামায আদায় হয়ে গেছে। সাহু সিজদা ওয়াজিব হয়নি। তাই সাহু সিজদা না করা ঠিকই হয়েছে। কেননা নামাযের দুই রাকাতেই একই সূরা পড়লে সাহু সিজদা ওয়াজিব হয় না। তবে ফরয নামাযে ইচ্ছাকৃত এমনটি করা অনুত্তম।

-সুনানে আবু দাউদ, হাদীস ৮১২; আলমুহীতুল বুরহানী ২/৪৮; খুলাসাতুল ফাতাওয়া ১/৯৪; আননাহরুল ফায়েক ১/২৩৭; হালবাতুল মুজাল্লী ২/২৮১; রদ্দুল মুহতার ১/৫৪৬

05/08/2024

আলহামদুলিল্লাহ।
মিস্টির দোকানের দামটা বলেন তো!

27/02/2024

রুটি মদ ফুরিয়ে যাবে
প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে।
বই, সেতো অনন্ত যৌবনা।“
-ওমর খৈয়াম

18/02/2024

" অল্প কথা বলা জ্ঞানীদের লক্ষণ , অল্প আহারা করা স্বাস্থ্য সহায়ক "

( হযরত আলী রাঃ )

17/02/2024

" যে তোমাকে কস্ট দেয় তার জন্যও দু’আ করো "
🤲
( হযরত আবু বকর (রাঃ) )

12/02/2024

"ফা ইন্না মা আল উসরি ইউসরা"
- "নিশ্চয়'ই কষ্টের সাথে স্বস্তি আছে!" 🌸

10/02/2024

"মুমিন পুরুষদেরকে বলো, তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হিফাযত করবে। এটাই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয় তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত।" (সূরা নূর : ৩০)

07/02/2024

আমার ধারণা, দুইটা কারণে মানুষের জীবন থেকে আল্লাহর নিয়ামত আর বারাকাহ হারিয়ে যায়।

১.

নিয়ামত বা বারাকাহ প্রাপ্তির পর মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঠিক সেভাবে কৃতজ্ঞ হয় না যেভাবে তাঁর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। এবং, যে বা যাকে উসিলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনে বারাকাহ দেন, সেই উসিলার প্রতিও অকৃতজ্ঞ থাকা।

২.

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়ামত আর বারাকাহকে নিজের যোগ্যতার ফল মনে করা। নিজের অহংকারের আয়নায় দুনিয়ার বাকি সবকিছুকে তুচ্ছ আর ক্ষুদ্র মনে করা।

06/02/2024

নিয়মিত নামাজ মানুষের রিজিক বৃদ্ধি করে।

06/02/2024

📖- "নামাজ" হলো এমন একটি ইবাদত.!
যা মানুষের আত্মা এবং শরীর দুইটাকে'ই সুস্থ রাখে।

"আলহামদুলিল্লাহ"

05/02/2024

_ক'ব'রের প্রথম চাপ, দুনিয়ার সব ক'ষ্ট'কে হার মানাবে.!

হযরত মুহাম্মদ (সাঃ)

05/02/2024

"কিছু পেলে শুকরিয়া আর না পেলে সবর"
এটাই প্রকৃত মুমিনের পরিচয়!💖

আলহামদুলিল্লাহ!

05/02/2024

■ স্বামী-স্ত্রীর মধ্যকার সম্পর্ক কেমন হলে সংসারে সুখ-শান্তি প্রতিষ্ঠিত হতে পারে? দাম্পত্য জীবন হতে পারে মধুর!

ক. স্বামী-স্ত্রী একে অপরের জন্য শোভাস্বরূপ। একে অপরের মুখাপেক্ষী। একান্তই মুখাপেক্ষী। এটা শুধু দৈহিক প্রয়োজন পূরণের জন্যেই নয়। সাহায্য-সহযোগিতার প্রয়োজনে স্ত্রী তার স্বামীর, আর স্বামী তার স্ত্রীর মুখাপেক্ষী হয়। স্বামী অসুস্থ হলে স্ত্রীর চেয়ে বেশী খেদমত কেউ করতে পারে না। তাই তো আশি বছরের বুড়োও স্ত্রী মারা গেলে আবার বিয়ে করতে চায়।

খ. স্বামীকে আনন্দিত ও প্রফুল্ল রাখার দায়িত্ব তার স্ত্রীর। স্বামী বেচারা বাহিরের কাজ করে ঘরে আসে স্ত্রীর কাছে প্রশান্তি লাভের জন্য। তাই প্রিয়তম স্বামীর মেজায বুঝে ঘরে প্রবেশের পুর্বেই স্ত্রী প্রয়োজনীয় সব প্রস্তুত করে রাখবে। ঘরের কোনো কাজ অসম্পূর্ণ না রাখা। যতক্ষণ স্বামী ঘরে থাকবেন, ছায়ার মতো তাকে সঙ্গ দেওয়া। যাবতীয় প্রয়োজনে এগিয়ে আসা।

গ. স্বামীকে ছাড়া একাকী বাপের বাড়িতে আনন্দ করতে অভ্যস্ত না হওয়া। আবার স্বামীর সুবিধা মতো চলে আসতে আপত্তি না তোলা। একান্তই মাতা-পিতাকে দেখতে মন চাইলে দু’জনেই যাবে। স্বামী ছাড়া স্ত্রীর আনন্দ তো পূর্ণ হওয়ার মতো নয়।

ঘ. স্বামীর ইশারায় কাজে অভ্যস্ত হওয়া। তাহলে স্বামীও মন উজাড় করে প্রিয়তমাকে মুহাব্বত করবে, ভালবাসবে। আসলে স্ত্রীর গুণেই সংসার সুখের হয়। অনেক সময় স্ত্রীই সংসার ধ্বংসের কারণ হয়।

ঙ. স্বামীর সম্পদে স্ত্রীর মিতব্যয়ী হওয়া উচিত। তার অনুমতি ছাড়া সম্পদে হাত না দেওয়া। পর্দার ব্যাপারে যত্নবান হওয়া।

চ. স্বামীর সাথে কথায় কথায় ঝগড়া করবে না। বর্তমান সময়ের বহু মেয়ে বড় নির্লজ্জ ও বেহায়া। স্বামীর সাথে কথায় কথায় ঝগড়া করে। মুখের উপর তর্ক করে। স্বামী রেগে কিছু বকা-ঝকা করলেও তো তার চুপ থাকা উচিত। মেজায ঠান্ডা হলে প্রকৃত ব্যাপারটি স্পষ্ট করবে।

আগেকার মহিলাগণ গরীব ও কম শিক্ষিত হলেও আদব কায়েদা যথেষ্ট ছিল। ঝগড়া-ফাসাদ তো দূরের কথা, প্রসঙ্গক্রমেও স্বামীর নাম ধরে ডাকতে ইতস্তত করত। নিরবে অশ্রু বিসর্জন দিতো, সহ্য করত কিন্তু স্বামীর নামে অভিযোগ করাই বুঝতো না। করার প্রয়োজনও মনে করতো না।

ছ. স্বামীর কাছে অযথা অথবা অসঙ্গত বাহানা না করা। এটা দাও, ওটা দাও। এখানে নিয়ে যাও, ঐখানে নিয়ে যাও ইত্যাদি বাহানা। এসব অসঙ্গত অবুঝের।

জ. অপরদিকে স্বামী স্ত্রীর প্রতি জুলুম করবে না। সুযোগ হলে, সম্ভব হলে স্ত্রীর সকল বৈধ আবদার পুরো করবে। কোনো পুরুষই অন্তর থেকে এটা চায় না যে, তার স্ত্রী-সন্তান কষ্ট করুক।

04/02/2024

জীবন তো মাগরিবের সালাতের আযান আর ইকামাতের মধ্যকার সময়ের মতোই— সংক্ষিপ্ত।

04/02/2024

একটি ভুল মাসআলা !! গায়রে মাহরামের সাথে কথা বললে কি অযু নষ্ট হয়ে যায় কি?

অনেকের ধারণা গায়রে মাহরামের (মাহরাম নয় এমন , বেগানা মেয়ের) সাথে কথা বললে অযু নষ্ট হয়ে যায়। এ ধারণা ঠিক নয়।
তবে বিনা প্রয়োজনে গায়রে মাহরামের সাথে কথা বলাও জায়েয নয়। এমনকি প্রয়োজনে কথা বললেও তা যেন কোমল স্বরে না হয় সে ব্যাপারেও আলকুরআনুল কারীমে সতর্ক করা হয়েছে। (সূরা আহযাব : ৩২)

মোবাইলে কথা বলার ক্ষেত্রেও এ বিষয়টি লক্ষ্যণীয়।

28/01/2024

আলহামদুলিল্লাহ
আগামীকাল থেকে সরোয়ার স্যারের সকল ক্লাস পুনরায় বহাল থাকবে।
-আইইউবি অথোরিটি।

27/01/2024

এগুলো বর্তমান বই এর শিক্ষা!! সমাজের শিক্ষা ব্যাবস্থা কই গেছে তাহলে চিন্তা করেন। সবাই হা হা দিয়ে প্রতিবাদ জানান

Want your business to be the top-listed Shop in Maghbazar?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

মসজিদের মাইকে ঘোষণা হচ্ছে সবাই সবাইকে ক্ষমা করে দিবেন.!🥺💔- ফেনী!হে আল্লাহ। তুমি রহম করো 🥺সবাই বন্নায় আক্রান্ত সবাকে হেফা...
#IslamicInspiration #QuranQuotes #IslamicTeachings #MuslimUnity #ProphetMuhammad #HalalLifestyle #IslamicWisdom #Ramadan...
#IslamicInspirationv#QuranQuotes #IslamicTeachings #MuslimUnity #ProphetMuhammad #HalalLifestyle #IslamicWisdom #Ramadan...
#IslamicWisdom#AllahsGuidance#QuranQuotes#IslamicReflections#ProphetMuhammad#FaithInAllah#IslamicTeachings#MuslimUnity#J...
#IslamicWisdom#QuranReflections#IslamicTeachings#IslamicInspiration#FaithJourney#ProphetMuhammad#PrayerLife#HalalLiving#...
নেককার স্ত্রীর চারটি গুণ
নেককার স্ত্রীর চারটি গুণ
নেককার স্ত্রীর চারটি গুণ
নেককার স্ত্রীর চারটি গুণ
তিনি আর আমাদের মাঝে নেই😢❤️#viral #viralreels #viralpost #viralvideo #viralpage #reelsfypシ #reels #islamic #islamicpost
আমাদের ছাদ বাগান।❤️পেয়ারা গাছ, ড্রাগন ফল,  মরিচ, লাউ, শষা, আদা।

Category

Telephone

Address


Maghbazar

Other Book Stores in Maghbazar (show all)
Ahsan.com.bd Ahsan.com.bd
Banglabazar, Dhaka
Maghbazar, 1217

largest Islamic Super Shop in Bangladesh www.ahsan.com.bd