Zenith Admission Coast
Nearby schools & colleges
Nilkhet Dhaka
Toronto, Ramna
Narayanganj 1414
Of Dhaka
Nilkhet
University of Dhaka
Nilkhet
Nilkhet
Nilkhet Road
You may also like
An Intensive Care Unit for Admission Test.
শুধুমাত্র মানবিক শাখ?
প্রথম আলো থেকে নেওয়া।
নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে থাকুন।
পরিবেশ সুরক্ষা সূচকে বাংলাদেশের অবস্থান ১৮০ টি দেশের মধ্যে ১৭৭।
♦️♦️ College Ambassador Recruitment ♦️♦️
HSC-2022,তোমাদের সার্বিক সহযোগিতার জন্য HSC-2022(Suggestion+Exam) গ্রুপের মাধ্যমে কার্যক্রম শুরু করেছে।
📣📣📣📣কোন কোর্স ফী নেই।সম্পূর্ণ ফ্রী।
তোমাদের জন্য আমাদের পরিকল্পনাঃ
🔴প্রতিটি বিষয়ের জন্য দক্ষ শিক্ষক দ্বারা প্রনয়ণকৃত সাজেশন।(কমন পড়ার মতো)
🔴HSC এর পাশাপাশি Admission test কে গুরুত্ব দিয়ে পড়ানো।
🔴সপ্তাহে ২টি পরীক্ষা + ক্লাস।
🔴মেসেঞ্জার গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে সকলকে নিবিড় পরিচর্যা করা।
🔴দেশ সেরা ৫০+ কলেজের ২০০০+ স্টুডেন্টদের মধ্যে নিজেকে যাচাই করা।
♦️যারা উক্ত প্রোগ্রামে যুক্ত হতে চাও তারা আমাদের পেজে নক দাও♦️
যেকোনো প্রয়োজনেঃ ০১৩০৯-২২২৭৭৯( WhatsApp)
[যে যে কলেজ এম্বাসেডর হতে চাও তাদের নিচের ছবিতে দেওয়া প্রক্রিয়া সম্পন্ন করতে হবে]
(কলেজ এম্বাসেডরদের জন্য থাকবে বিশেষ পুরস্কারের ব্যাবস্থা)
লালসালু উপন্যাস থেকে ১০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
🎴লালসালু ( MCQ কমন ৯০% প্রায় )
১। সৈয়দ ওয়ালিউল্লাহ জন্মগ্রহন করেন- চট্রগ্রামে।
২। সৈয়দ ওয়াল্লিউল্লাহর উপন্যাসটি ফরাসি ও ইংরেজী ভাষায় অনুদিত হয়- লালসালু ।
৩। সাংবাদিক হিসেবে- কর্মজীবন শুরু করেন সৈয়দ ওয়ালিউল্লাহ
৪। সৈয়দ ওয়ালীউল্লাহ মৃত্যুবরণ করেন- ১৯৭১ খ্রিষ্ট্রাব্দ।
৫।বাংলাদেশের কথাসাহিত্যকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পথিকৃৎ ছিলেন- সৈয়দ ওয়ালীউল্লাহ।
৬। ‘কাঁদো নদী কাঁদো’ উপন্যাসটি প্রকাশিত হয়- ১৯৬৮ সালে।
৭। ‘নয়নচতারা’ গল্পগ্রন্থটি প্রকাশিত হয়- ১৯৪৬ সালে।
৮।‘লালসালু’ উপন্যাস অনুযায়ী কী না হলে বিদেশে এক পাও চলে না- বদনা।
৯। নোয়াখালি অঞ্চলে শস্যের চেয়ে বেশি- টুপি।
১০। ‘কিন্তু দেশটা কেমন মরার দেশ’ – বলা হয়েছে- শস্যহীন বলে।
১১।মজিদের শারীরিক গড়ন-শীর্ণকায়।
১২। মোদাচ্ছের পীরের কবর আবিষ্কার করায় মজিদ উম্মোচিত হয়েছে- মিথ্যাচার চরিত্রে।
১৩। বিভিন্ন গ্রাম থেকে মহব্বতনগরে মানেুষ আসতে লাগে- মাজারে মানত করতে।
১৪। মজিদ ভয় দেখেছে- রহিমার চোখে।
১৫। দুদু মিঞার মুখে লজ্জার হাসি আসে –কলমা জানে না তাই।
১৬। মজিদের শক্তির মূল উৎস- মাজার।
১৭। মজিদের সঙ্গে গ্রামবাসীর যোগসূত্রকারী চরিত্র হিসেবে সাদৃশ্যপূর্ণ হল- রহিমার্ চরিত্রটি |
১৮। ঢেঙা বুড়োর হাতে মার খেয়ে হাসুনির মা গিয়েছিল- মজিদের বাড়িতে।
১৯। ঝড় এলে হাসুনির মায়ের অভ্যাস ছিল- হৈ চৈ করা।
২০। মজিদ হাসুনির মার কাছ থেকে চেয়েছিল- তামাক।
২১। মহিদ হাসুনির মাকে শাড়ি কিনে দিয়েছিল- বেগুনি রঙ্গের।
২২। মজিদের গড়া মাজারে লোকজনের আসা কমে যায়- অন্য পীরদের আধিপত্য।
২৩।‘পাথর এবার হঠাৎ নড়ে’।– পাথর বলতে বোঝানো হয়েছে- মজিদকে।
২৪। আমেনা বিবি তার স্বামীকে পানিপড়া আনতে বলেছিল – মা হওয়ার আশায়।
২৫। মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা ছিল- নাটকীয়।
২৬। জমিলা আমাদের সমাজব্যবস্থার যে অসংগতির শিকার- বাল্যবিবাহ।
২৭। খোদার অন্যায়ের বিরুদ্ধে মাজারে খ্যাংটা বুড়ি নালিশ করেছিল- ছেলের মৃত্যুতে।
২৮।‘লালসালু’ উপন্যাসে যে পাড়ার উৎসবের কথা বর্ণিত আছে-ডোমপাড়া।
২৯। যার বিলাপ শুনে জমিলার মন খারাপ হয়েছিল- খ্যাংটা বুড়ির।
৩০।মজিদের বাড়িতে জিকিরের জন্য যে শিরনি রান্না চলছিল তার তদারকির দায়িত্ব ছিল- রহিমা ও জমিলার |
৩১। জিকির করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছিল- আমেনা বিবি।
৩২। এশার নামাজ পড়ে মজিদ মাজারে কিসের আওয়াজ শুনেছিল বলে প্রকাশ করে- সিংহের।
৩৩। মজিদের মুখে থুথু ফেলেছিল- জমিলা।
৩৪। ‘লালসালু’ উপন্যাসে চৌকাঠে বসলে ঘরে কী আসে বলে উল্লেখ্য রয়েছে- বালা।
৩৫। সহজ প্রাণধর্মের উজ্জ্বল প্রতীক -জমিলা।
৩৬। গ্রামবাসীর অন্তর জর্জরিত হয়ে ওঠে - অনুশোচনায়।
৩৭। মজিদের শক্তি প্রতিফলিত হয়- গ্রামবাসীর ওপর।
৩৮। বুড়ো, হাসুনির মাকে বেধড়ক প্রহার করে- ঘরের কথা মজিদকে বলায়।
৩৯। মজিদকে শিকড়গাড়া বৃক্ষ করতে সক্রিয় ছিল- ধর্ম।
৪০। মজিদ মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে ছিল- মতিগঞ্জের সড়কের ওপর ।
৪১। আমেনা বিবির প্রতি মজিদের যে দৃষ্টিভঙ্গির প্রকাশ পেয়েছে- লালসা।
৪২। খালেক ব্যাপারীর সামনে বসে কথা বলতে অস্বস্তি বোধ করে- ধলা মিঞা।
৪৩। শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতোই সতর্ক হয়ে ওঠে – জমিলার চোখ ।
৪৪। ‘লালসালু’ উপন্যাসে মজিদের মুখে জমিলার থুথু নিক্ষেপে প্রকাশ পেয়েছে- ক্রোধ।
৪৫। মজিদ পূর্বে যেখানে বাস করত- গারো পাহাড়ে।
৪৬। মজিদের দুদু মিয়াকে শাসনের মধ্যে নিহিত- আধিপত্য বিস্তার।
৪৭। রহিমার কাছে নিজের মৃত্যু কামনা করে- জমিলা।
৪৮। প্রথম যৌবনে মজিদ যেমন বৌ এর স্বপ্ন দেখতো-জমিলার মতো।
৪৯। ঢেঙ্গা বুড়োর বিচারে মজিদ যে সূরা পাঠ করেছিল- সূরা আন-নূর।
৫০। ‘ বতর’ শব্দের অর্থ- ফসল কাটার উপযুক্ত সময়।
৫১। ‘ওনারে কইবেন, আমার যেন মওত হয়।’ আর্জিটি করেছিল- হাসুনির মা।
৫২। মাঠের ধান নষ্ট হয়ে যায়- শিলা বৃষ্টি হলে।
৫৩। ‘শস্যের চেয়ে টুটি বেশি, ধর্মের আগাছা বেশি’ বলতে বোঝানো হয়েছে- ধর্মীয় গোঁড়ামী।
৫৪। গ্রামের লোকেরা যেন রহিমারই- অন্য সংস্করণ।
৫৫। বিশ্বাসের পাথরে যেন- খোদাই করা চোখ।
৫৬। ঘরের ম্লান আলোয় কবরের সেই অনাবৃত অংশটা - মৃত মানুষের খোলা চোখের মতো দেখায়।
৫৭। আমেনা বিবির বিয়ে হয়েছিল – ১৩ বছর বয়সে।
৫৮। মোনাজাত শেষে মজিদ পা ফেলছিল – উত্তর দিকে।
৫৯। আমেনা বিবি ও রহিমার মধ্যে মিল রয়েছে – নিঃসন্তানের দিকটা।
৬০। ঘুমকাতুরে- জমিলা।
৬১। খালেক ব্যাপারীর মতে আক্কাস দাড়ি রাখেনি- ইংরেজি পড়েছে বলে।
৬২। গ্রামে হিড়িত পড়েছে- মসজিদ স্থাপনের।
৬৩। আমেনা বিবির আনন্দ আর সুখের নিশানা- থোতা মুখের তালগাছ।
৬৪। আওয়ালপুরের পীরের মধ্যে প্রকাশ পেয়েছে- ধর্মব্যবসা।
৬৫।আওয়ালপুরের পীর আছরের সময় যে নামাজ পেয়েছে- জোহর।
৬৬। মজিদ হাসপাতালে গিয়েছিল- সমবেদনা প্রকাশ করতে।
৬৭। আওয়ালপুরের পীরের প্রতি আমেনার প্রকাশ পেয়েছে- অন্ধবিশ্বাস।
৬৮। খালেক ব্যাপারি সঙ্গে ধলা মিয়ার সম্পর্ক ছিল- শ্যালক।
৬৯। ধলা মিয়াকে ব্যাপারী আওয়ালপুরে যেতে বলেছিল- পানিপড়া আনতে।
৭০। ধলা মিয়ার দেবংশি তেঁতুল গাছকে ভয় পাওয়ার মধ্যে প্রকাশ পেয়েছে - কুসংস্কার বিশ্বাস।
৭১। মজিদ বারবার ধলা মিয়াকে আওয়ালপুরে যেতে বলায় প্রকাশ পেয়েছে- দৃঢ়তা।
৭২। আওয়ালপুরের পীরকে মজিদ আখ্যা দিয়েছে - ইবলিশ।
৭৩। খালেক ব্যাপারী মজিদকে ভায় পায় -ধর্মভীতির কারণে।
৭৪। ‘আমেনা’ ক্ষেত্রে প্রযোজ্য- নিঃসন্তান।
৭৫। ঢেঙ্গা বুড়োর স্ত্রীর জানাজা পাড়ানোর কথা ছিল- মোল্লা শেখের।
৭৬। “তানি যে খোদার মানুষ” উক্তিটি হল - রহিমার।
৭৭। উঠানোর পথটুকু পাড়ি দিতে আমেনা বিবি পরিপ্রান্ত বোধ করে- অসুস্থাতায়।
৭৮। আমেনা বিবি মজিদের কাছে চড়ে গিয়েছিল- পালকি।
৭৯। আমেনা বিবিকে পালকি থেকে নামিয়ে মজিদ যেতে বলেছিলেন- মাজারে।
৮০। মজিদ বার বার আমেনা বিবির দিকে আড়চোখে তাকাচ্ছিল- রূপের মোহে।
৮১। মজিদের সামনে খালেক ব্যাপারী অসহায় – ধর্মভীতির কারণে।
৮২। আমেনা বিবি মাজারে পাক শুরু করেছিল- ডান দিক থেকে।
৮৩। রহিমা মাজারে আমেনা বিবির দৃশ্যগুলো দেখেছিল- বেড়ার ফুটো দিয়ে।
৮৪। আমেনা বিবি মাজারের মধ্যে মূর্ছা গিয়েছিল- শারীরিক দুর্বলতায়।
৮৫। খালেক ব্যাপারীর গলায় শিশুর ভাব আসে- সন্দেহে।
৮৬। আমেনা বিবির ক্ষেত্রে প্রজোয্য- স্বামীভীরু।
৮৭। যে গাছ দেখে আমেনা বিবি বুঝত যে স্বামীর বাড়িতে পৌছেছে- তালগাছ।
৮৮।মোদাব্বের মিয়ার ছেলের নাম- আক্কাস।
৮৯। মজিদ আক্কাসকে দমাতে চাওয়ায় তার চরিত্রে উম্মোচিত হয়েছে- শোষণ।
৯০। ‘পুলক’ শব্দের অর্থ- আনন্দ।
৯১।“বেত্তমিজের মতো কথা কইস না” উক্তিটি যার সম্পর্কে করা হয়েছিল- আক্কাস।
৯২।মহব্বতনগর গ্রামের বড় মসজিদ নির্মাণে বারো আনা ব্যয় বহন করতে চেয়েছিল - খালেক ব্যাপারী।
৯৩। মহব্বতনগর গ্রামে মসজিদ নির্মাণে তদারকিতে ছিল- মজিদ।
৯৪। সচ্ছলতায় শিকড়গাড়া বৃক্ষ ছিল- মজিদ।
৯৫। মজিদের যশ, খ্যাতির উৎস –পুরনো কবরটি।
৯৬। মজিদের নিঃসঙ্গবোধের কারণ- নিঃসন্তান হওয়ায়।
৯৭। যার বিলাপে জমিলার মন খারাপ হয়েছিল- খ্যাংটা বুড়ির।
৯৮। রহিমা পোষ্য রাখতে চায়- হাসুনিকে।
৯৯। “মজিদের মনে কিন্তু অন্য কথা ঘোরে” এখানে অন্য কথা বলতে বোঝানো হয়েছে- দ্বিতীয় বিয়ে।
১০০। ‘লালসালু’ উপন্যাসের মূল বিষয়বস্তু- গ্রামীণ জীবন, কুসংস্কার ও গোঁড়ামি
পড়া শেষ হলে Done / ok লিখে উৎসাহিত করেন❤️🧡
©️
ঢাবি খ ইউনিট প্রশ্ন।
২০২১-২২
খ ইউনিটের সীট প্ল্যান প্রকাশিত হয়েছে। কার কোথায় সীট পড়েছে কমেন্টে জানাও।
ইনশাআল্লাহ সবসময় পাশে থাকবে।প্রয়োজনে আমাদেরকে নক দেওয়ার অনুরোধ রইল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা পড়াশুনা করে ,রাজনীতি করে , প্রেমও করে ।😎
তারা একই সাথে রাজনৈতিক নেতাও হয় আবার ট্যালেন্টেড স্টুডেন্টও হয় ।😇🎓👑
রাতের বেলা আড্ডা দিয়ে সকাল বেলা পরীক্ষা দিতে যায় ।😜😜
এরা বাসের ভিড়ে দাঁড়িয়ে যেতেও অভ্যস্ত ,আবার গাড়ির সিটে ভাব নিয়ে বসতেও পটু ।
চটি জুতায় বছর পার করে ,আবার স্নিকার্স পড়ে কুল হ্যান্ডসাম ডিউড সাজতেও এদের জুড়ি মেলা ভার ।
হলের পচা খাবার খেয়েও অভ্যস্ত । আবার দামী রেস্টুরেন্টের ফাস্টফুডও পেটে হজম হয় ।🍴😋
এখানকার হলে/ মেসে প্রতি রাতে গল্প তৈরি হয় ।😍😍
অনুপ্রেরনার গল্প , সম্ভাবনার গল্প , রিলেশন ব্রেকাপ হওয়ার গল্প । পরিবার ছেড়ে দুরে থাকার গল্প । সবাই মিলে একসাথে মুড়ি মাখা খাওয়ার গল্প । রাত জেগে তাস পেটানোর গল্প ।
অসাধারন বন্ধুত্ব আর অপরিসীম শত্রুতা দুইটাই পাবেন এখানে ।
মেট্রিক ইন্টারে ডবল এ প্লাস পেয়ে ক্যাম্পাসে এসে ইয়ার লস খাওয়া ছেলে যেমন পাবেন একই ভাবে দুইটা এ মাইনাস পেয়ে ক্যাম্পাসে এসে একবারে প্রতিটা সেমিস্টার পাস করা ছেলেও পাবেন । সেমিস্টারে ভালো মার্কস পেয়েও বেকার গ্রাজুয়েট যেমন পাবেন ,আবার কম টেনেটুনে গ্রেস মার্ক নিয়ে সেমিস্টার পাশ করে শাইন করা ছেলেমমেয়েও পাবেন ।
এখানে এক রাত পড়াশুনা করে টেনেটুনে পাশ করা ছেলে যেমন আছে , একইভাবে সারা বছর পড়াশুনা করে অনার্স মার্ক পাওয়া স্টুডেন্টও আছে ।😎😎
মেকাপের আস্তরনে ঢাকা পটের বিবিও যেমন আছে ,একই সাথে ঘামে ভেজা সংগ্রামী মেয়েও পাবেন ।😎🙋🙋
এইটা বিশ্ববিদ্যালয় ।😍
এখানে প্রতিটা ছেলে মেয়ে একেকটা ক্রিয়েটর ।😎😎
এখানে স্বপ্ন তৈরি হয় না । এখানে স্বপ্নের স্রষ্টা তৈরি হয় 😍😍😇😇 প্রতিটা স্টুডেন্ট তার জায়গা থেকে একেকজন বড় মাপের ড্রিমার ।😇
কারন এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।"🥰
(সংগৃহীত)
সবাই নিজ নিজ জায়গা থেকে পরিশ্রম করো ইনশাআল্লাহ জয় এসে ধরা দেবেই💓💓
#রাজশাহী_বিশ্ববিদ্যালয়
★প্রাথমিক আবেদন সংক্রান্ত সকল তথ্যঃ
★যে বিষয় গুলো জানতে হবেঃ
★আজকে দুপুর ১২.০০টায় থেকে রাবির প্রাথমিক আবেদন শুরু হবে এবং শেষ হবে ৯ জুন রাত ১২.০০ টা পর্যন্ত , ২০২২
#যারা_প্রাথমিক_আবেদন_করতে_পারবেঃ
★এইচএসসি মানবিক বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি ৩.০০ করে মোট ৭.০০।
★এইচএসসি বাণিজ্য বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি ৩.৫০ করে মোট ৭.৫০।
★এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি ৩.৫০ করে মোট ৮.০০।
মানে যাদের এসএসসি ও এইচএসসি তে ন্যুনতম
জিপিএ থাকবে তারা সবাই প্রাথমিক আবেদন
করতে পারবে।
#ফলাফল ও চুড়ান্ত আবেদন কবেঃ
নির্ধারিত আবেদনের তারিখ মানে ৯ জুন শেষে
২/৩ দিন অর্থ্যাৎ ১১/১২ তারিখে তোমার নির্ধারিত
মোবাইল নাম্বারে ম্যাসেজ যাবে(তুমি যদি ৭২
হাজারে সিলেক্ট হও তাহলে ম্যাসেজ যাবে)
★তারপর ১৫ তারিখ থেকে তোমার চুড়ান্ত ইউনিটে
আবেদন করতে পারবে তখন প্রতি ইউনিটে
১১০০ টাকা করে লাগবে।
াথে কয়টি ইউনিটে আবেদন করা যাবে
★এক সাথে তিন ইউনিটে অর্থ্যাৎ এ,বি,সি ইউনিটে
আবেদন করতে পারবে।
তবে আমার মনে হয় প্রস্তুতি ছাড়া অন্য ইউনিটে
আবেদন না করাই উত্তম।
#প্রাথমিক/চুড়ান্ত আবেদনের ফলাফল কত বার দিবেঃ
★প্রাথমিক আবেদনের ফলাফল ৩ বার দিবে।
মানে প্রথম বার চুড়ান্ত আবেদনে সিলেক্ট হয়ে যদি
কেউ চুড়ান্ত আবেদন না করে তাহলে পরবর্তী
মেধাক্রম অনুযায়ী আবার চুড়ান্ত আবেদনের সুযোগ পাবে। এভাবে তিনবার আবেদনের সুযোগ থাকছে।
#রাবির আবেদন করতে কী কী লাগবে???
★আপনার SSC/সমমান এবং HSC/সমমান উভয় পরীক্ষার রোল, শিক্ষাবোর্ড ও পাশের বছর লাগবে।
★মোবাইল নম্বর/ইমেইল আইডি। মোবাইল নম্বর/ইমেইল অবশ্যই প্রার্থীর নিজের অথবা অভিভাবকের হতে হবে ।
★আবেদনকারীকে সদ্য তোলা একটি 300×400 পিক্সেল সাইজের স্পষ্ট (Studio quality) রঙ্গিন JPG ফরমেটের ছবি আপলোড করতে হবে। ছবির ফাইল সাইজ কোন মতেই ১০০ কিলোবাইটের বেশি হতে পারবে না। ছবির পেছনে এক রঙের হালকা ব্যাকগ্রাউন্ড থাকবে; ব্যাকগ্রাউন্ডে কোন গাছপালা, প্রাকৃতিক দৃশ্য ইত্যাদি গ্রহণযোগ্য হবে না। স্কুল/কলেজের ড্রেস পরিহিত ছবি ব্যবহার করা যাবে না।
#কোটার ক্ষেত্রে FFQ-এর আবেদনকারীকে অতিরিক্ত দুটি অপশন (পুত্র/কন্যা, নাতি/নাতনী) –এর একটি অবশ্যই সিলেক্ট করতে হবে। যে কোটায় আবেদন করতে ইচ্ছুক তার পাশে টিক চিহ্ন দিয়ে সংশ্লিষ্ট কাগজপত্রের স্ক্যান কপি (সর্বোচ্চ ২ মেগাবাইট) একটি মাত্র JPG/PDF ফাইলের মাধ্যমে আপলোড করতে হবে।
FFQ-এর ক্ষেত্রে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার সনদপত্র এবং প্রার্থীর সাথে সম্পর্ক প্রমানের প্রয়োজনীয় জন্মসনদ পত্র/পত্রসমূহ একটি ফাইল (PDF) –এর মাধ্যমে আপলোড করতে হবে। অন্যান্য কোটার ক্ষেত্রেও প্রয়োজনীয় প্রমাণপত্র আপলোড করতে হবে। সংগৃহীত সকল কাগজপত্র সংরক্ষণ করা হবে।
★প্রাথমিক আবেদন ফি ৫৫/- টাকা। আপনি ৫৫ টাকা দিয়ে একসাথে তিনটা ইউনিট আবেদন করতে পারবেন। তবে চূড়ান্ত আবেদন করার সময় প্রতিটি ইউনিটে আলাদা করে ১১০০ টাকা করে দিতে হবে।।
★আবেদন লিংক : admission.ru.ac.bd
#ফি_প্রদান পদ্ধতি ও আবেদন নিশ্চিতকরণ
স্লিপে প্রদত্ত Bill Number ব্যবহার করে রকেট এর মাধ্যমে প্রাথমিক আবেদনের ফি (সার্ভিস চার্জসহ ৫৫/- টাকা) নিম্নে উল্লেখিত পদ্ধতিতে প্রদান করার মাধ্যমে প্রাথমিক আবেদন নিশ্চিত (Confirm) করতে হবে।সংশ্লিষ্ট ফি প্রদান ব্যতিত আবেদন সম্পন্ন হবে না।
#রকেট এর মাধ্যমে ফি প্রদান পদ্ধতি
Step-1: *322 # ডায়াল করতে হবে।
Step-2: "1. Bill Pay" অপশন সিলেক্ট করতে হবে।
Step-3: "2. Other" অপশন সিলেক্ট করতে হবে।
Step-4: "Enter Payer Mobile No." এর স্থলে প্রার্থীর মোবাইল নম্বর দিতে হবে।
Step-5: "0. Other" অপশন সিলেক্ট করতে হবে।
Step-6: Enter Biller ID. এর স্থলে '377' টাইপ করতে হবে।
Step-7: Enter Bill Number এর স্থলে অবশ্যই স্লিপে প্রদত্ত Bill Number টি প্রদান করতে হবে।
Step-8: Enter Amount এর স্থলে স্লিপে প্রদত্ত সর্বমোট ফি এর পরিমাণ দিতে হবে।
Step-9: Enter PIN এর স্থলে Customer এর রকেট Account এর PIN নম্বর দিতে হবে।
Step-10: Payment Confirmation SMS আসবে। এই SMS থেকে Transaction ID (TxnID) সংরক্ষণ করতে হবে।
#পরিক্ষার ধরন
★নেগেটিভ মার্ক ০.২০(মোট নম্বর থেকে কাটা হবে)
★প্রতিটি প্রশ্নের মান ১.২৫।
★বিজ্ঞান বাদে মানবিক বাণিজ্যের আলাদা পাশ নেই।
★সবাই তিনটি ইউনিটেই পরীক্ষা দিতে পারবে।
★চার শিফটে পরীক্ষা হবে,চার শিফটের প্রশ্ন/ফলাফল ৷ সম্পূর্ণ আলাদা।
#ইউনিট ভিত্তিক তথ্য সমূহঃ
#মানবিকের জন্য এ ইউনিট
★মোট আসন সংখ্যা ২০১৯ টি
মানবন্টন
বাংলা ➖৩৫
ইংলিশ➖ ৩৫
জিকে ➖৩০
মোট ৮০ টি প্রশ্ন মান ১.২৫ করে মোট ১০০।
#বাণিজ্যের জন্য বি ইউনিট
★মোট আসন সংখ্যা ৫৬০ টি
মানবন্টন
বাংলা ➖১০
ইংলিশ ➖২৫
আইসিটি➖ ১৫
একাউন্টিং ➖২৫
ম্যানেজম্যান্ট➖ ২৫
মোট ৮০ টি প্রশ্ন মান ১.২৫ করে মোট ১০০।
#বিজ্ঞানের জন্য সি ইউনিট
★আসন সংখ্যা মোট ১৬১২ টি
মানবন্টন (আবশ্যিক)
পদার্থ ➖৩১.২৫
রসায়ন ➖৩১.২৫
আইসিটি➖ ৬.২৫
নিচের যেকোনো একটি বা উভয়ই
গণিত+জীববিজ্ঞান=গণিত/জীববিজ্ঞান ৩১.২৫
মোট ৮০ টি প্রশ্ন মান ১.২৫ করে মোট ১০০।
নিজে উপকৃত হলে পোস্টা শেয়ার করে, বন্ধুদের মেনশন করে দেখার সুযোগ করে দিব।
নতুন নতুন আপডেট পাইতে আইডিতে ফলো করে গ্রুপে সাথে থাকুন।
©নাজমুল হক
★★★ Most important Proverbs.
ইংরেজি প্রবাদ বাক্য (Proverbs)
A bad workman quarrels with his tools
= নাচতে না জানলে উঠান বাঁকা
A burnt child always fears fire.
= ন্যাড়া একবারই বেলতলায় যায়।/ ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় ।
A cat has nine lives.
= কই মাছের প্রাণ।
A cat loves fish but is loath to wet her feet.
= ধরি মাছ না ছুঁই পানি
A drowning man catches at a straw
= ডুবন্ত মানুষ খড়কুটো পেলেও আঁকড়ে ধরে ।
A little learning is a dangerous thing
=অল্পবিদ্যা ভয়ঙ্করী ।
A stitch in time saves nine.
= সময়ের এক ফোড় অসময়ের দশ ফোড়
After cloud comes fair weather.
= দুঃখের পর সুখ আসে
After death comes the doctor
= চোর পালালে বুদ্ধি বাড়ে
After meat comes mustard
= নুন আনতে পান্তা ফুরায় ।
After sweetmeat comes sauce.
= যত হাসি তত কান্না।
All covet , all lost
= অতি লোভে তাঁতি নষ্ট ।
All that glitters is not gold
= চক্ চক্ করলেই সোনা হয় না ।
All's well that ends well.
= শেষ ভাল যার সব ভাল তার।
As is the evil , so is the remedy.
= যেমনি বুনো ওল তেমনি বাঘা তেঁতুল। / যেমন কুকুর তেমন মুগুর ।
As you sow, so shall you reap
= যেমন কর্ম তেমন ফল ।
Bachelor's wife and maid's children are always well taught.
= মাথা নেই তার মাথা ব্যাথা।
Barking dogs seldom bite
= যত গর্জে তত বর্ষে না ।
Before you marry , be sure of a house where in to tarry.
= বিয়ে করতে কড়ি আর ঘর বাধতে ছড়ি
Beggar may sing before a pick-pocket.
= ন্যাংটার নেই বাটপারের ভয়।
Beggars must not be choosers.
= ভিক্ষার চাল কাঁড়া আর আকাড়াঁ।
Better alone than in bad company.
= কু সঙ্গে থাকার চেয়ে একা থাকা ভাল।
Better an empty house than an ill tenant.
= দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল ভাল
Birds of a same feather flock together.
= চোরে চোরে মাসতুতো ভাই
Black will take no other hue
= কয়লা ধুলেও ময়লা যায় না ।
= Build castle in the air.
আকাশ কুসুম রচনা করা।
Carry coal to Newcastle.
= তেলে মাথায় তেল দেওয়া।
Cast pearls before swine.
= উলু বনে মুক্তা ছড়ানো।
Charity begins at home
= আগে ঘর , তবে তো পর ।
Cheap goods are dear in the long run
= সস্তার তিন অবস্থা
Cut off one's nose to spite one's face.
= নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা।
Cut your coat according to your cloth.
= আয় বুঝে ব্যয় কর।
Devil would not listen to the scripture. / You can't reform a rogue.
= চোরে না শুনে ধর্মের কাহিনী।
Diligence is the mother of good luck/ Industry is the mother of success.
= পরিশ্রমই সৌভাগ্যের মূল ।
Do or die / Risk all to win.
= মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।
Empty vessels sound much
= শুণ্য কলসী বাজে বেশী ।
Empty vessels sound much. / Too much talk ends nothing.
= অসারের তর্জন গর্জনই সার / শুন্য কলসী বাজে বেশি।
Every man is for himself.
= চাচা আপন প্রাণ বাঁচা।
Everybody's business is nobody's business.
= ভাগের মা গঙ্গায় পায় না।
Example is better than precept
= উপদেশের চেয়ে দৃষ্টান্ত ভাল ।
Familiarity breeds contempt.
= বেশি মাখামাখি করলে মান থাকে না।
Faults are thick where love is thin.
= যাকে দেখতে নারি , তার চলন বাঁকা
Fine words butter no parsnips.
= কথায় চিড়ে ভিজে না।
Fools rush in where angels fear to tread.
= হাতী ঘোড়া গেল তল , গাধা বলে কত জল / বিজ্ঞ যেথা ভয় পায় , অজ্ঞ সেথা আগে ধায়।
Give him an inch and he'll take an ell.
= লাই দিলে কুকুর মাথায় ওঠে / বসতে পেলে শুতে চায়।
Give me roast meat and beat with the spit.
= পেটে খেলে পিঠে সয়।
(ছবিতে রাতের কার্জন হল)
Our honourable teacher.
For details,Check the resume.
★★ শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন -রনিল বিক্রমাসিংহে
★★ তাকে শপথ বাক্য পাঠ করান- প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে
★★তার রাজনৈতিক দল- United National Party ( UNP)
★★তিনি শ্রীলঙ্কার প্রথম প্রধানমন্ত্রী হন- ১৯৯৩ সালে।
★★ এই নিয়ে তিনি ষষ্টবারের মতো শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হলেন -১৯৯৩,১৯৯৪,২০০১,২০০৪,২০১৫,২০২২
★★ Subjunctive★★
★★ সাধারণত আমরা জানি Subject যদি third person singular number হয় তাহলে verb এর সাথে s/es যুক্ত হয়। কিন্তু কিছু কিছু words আছে যেগুলো that এর আগে বসলে that এর পরের subject third person singular number হলেও verb এর base form বসবে s/es যোগ হবে না। আর এই words গুলোকে বলা হয় Subjunctive Words.
★★Subjunctive word এর পর সবসময় that দিয়ে শুরু হবে। That এর পরবর্তী অংশ Active হলে verb এর base form হবে আর passive হলে be + V3 হবে।
যেমন-
We demand that Shakib (solve) _____ it.
Ans : solve
It is recommanded that the ball (buy)_____.
Ans: be bought
তবে Subjunctive এর ক্ষেত্রে সবচেয়ে ঝামেলার বিষয় Subjunctive words গুলো মনে রাখা। তবে এই শব্দগুলো টেকনিকে সহজেই মনে রাখা সম্ভব।
★★টেকনিকঃ
MODERN মেয়ে RUPA তার বাবার Command অমান্য করে একজন IS জঙ্গির সাথে পালিয়ে গেছে।
M= Mandatory, Move
O=Obligatory
D=Demand, Decree
E=Essential
R=Refer
N=Necessary
R=Require,Requirement, Request, Recommend
U=Urgent, Urge
P=Propose, Prefere, Preference
A=Ask, Advice( noun), Advise ( verb)
I=Insist, Imperative, Important
S=suggest, Stupulate
Command
(নিয়মিত গুরুত্বপূর্ণ টপিকের উপর পোস্ট পেতে আমাদের সাথে থকুন)
GK- গুরুত্বপূর্ণ টপিক।
নিয়মিত গুরুত্বপূর্ণ টপিকের উপর পোস্ট ও ক্লাস পেতে আমাদের সাথে থাকুন।
পড়ার শেষে সবাই DONE লিখবেন।
আর কোন কোন টপিকের উপর পোস্ট করলে ভালো হয় কমেন্টে জানিয়ে দিন।
০১ ) হট লাইন কোন দুই দেশের মধ্যে অবস্থিত ? ➫ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া ।
০২ ) হট লাইন কত ডিগ্রী অক্ষরেখা বরাবর অবস্থিত ? ➫ ৩৮ ডিগ্রী অক্ষরেখা ।
০৩ ) ভারত - পাকিস্তান এর মধ্যবর্তী লাইন কোনটি ? ➫ র্যাডক্লিপ লাইন ।
০৪ ) লাইন অব কন্টোল কোন দুই দেশের মধ্যে অবস্থিত ? ➫ ভারত - পাকিস্তান ।
০৫ ) পাকিস্তান - আফগানিস্তান এর মধ্যবর্তী লাইন কোনটি ? ➫ ডুরাল্ড লাইন ।
০৬ ) সনেরো লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত ? ➫ যুক্তরাষ্ট্র ও মেক্সিকো ।
০৭ ) ইসরাইল আরবের মধ্যে কোন লাইনটি অবস্থিত ? ➫ গ্রীন লাইন ।
০৮ ) ম্যাজিনো লাইন কোন দুই দেশের মধ্যে অবস্থিত ? ➫ জার্মানি - ফ্রান্স ।
০৯ ) ব্লু লাইন কোন দুই দেশের মধ্যে অবস্থিত ? ➫ ইসরাইল - লেবানন ।
১০ ) হট লাইন কি ? ➫ আকষ্মিক যুদ্ধ এড়ানোর জন্য ক্রেমলিন ও হোয়াইট হাউসের মধ্যে টেলিফোন সংযোগ ।
জাবির পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি।
কে কোন ইউনিটে পরীক্ষা দেবে কমেন্টে জানিয়ে দাও।
#মাউন্ট_এভারেস্ট
★★★পৃথিবীর ১ম ব্যাক্তি হিসাবে ২৬(সর্বোচ্চ) বার এভারেস্ট জয় করেন-কামি রিতা শেরপা।
★★★কামি রিতা শেরপা- নেপালী।
(তার বয়স ৫২ বছর)
★★★প্রথম এভারেস্ট জয় করেন-১৯৯৪ সালে।
(শেরপা-পর্বত আরোহী।সাধারণত যে সকল নেপালী মাউন্ট এভারেস্ট অভিযানে সাহায্য করে তাদের শেরপা বলা হয়)
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
সবাইকে ইদের সালাম ও শুভেচ্ছা।
ইদ তো হয়ে গেলো কিন্তু পরীক্ষার দিন ঘনিয়ে আসছে।এইসময়ে একজন ভর্তি পরিক্ষার্থী অনেক মানসিক চাপে থাকে।কিন্তু এসময় মানসিক চাপ কন্ট্রোল করতে হবে।
তোমাদের ভর্তি পরীক্ষার আগে ও পরীক্ষার হলে কিছু কিছু সমস্যা হবে যা তোমাদের আগে থেকে জানা দরকার।আগে থেকে জানলে সমস্যা গুলো নিজে থেকে সমাধান করতে পারবে।
তোমাদের কথা মাথায় রেখে আগামী ০৮-০৫-২০২২ তারিখ রাত ৮টায় ভর্তি পরীক্ষা বিষয়ক লাইভ আড্ডার ব্যাবস্থা করেছে।
যেখানে তোমাদের ভর্তি পরীক্ষার আগে ও পরীক্ষার হলে কী কী করা উচিৎ বা কী কী করা উচিৎ না সব জানতে পারবে ও সেভাবে নিজেকে তৈরী করতে পারবে।
আরো থাকছে তোমাদের জন্য অনুপ্রেরণামূলক কিছু কথা যা তোমাকে আরো মজবুত করে তুলবে।
সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো।
(লাইভটি আমাদের পেজে অনুষ্ঠিত হবে)
Hey ! guys
বেশি বেশি ইদ সালামি পেতে চাও??তাহলে অবশ্যই অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে😊😊
সুতরাং এখন থেকে পড়তে থাকো।
[ভার্সিটির সিনিয়ররা প্রচুর পরিমাণে ইদ সালামি দেয়]
(ঈদ কিন্তু ইদ)
এর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ২৮-০৪-২০২২ তারিখে কলেজ ক্যাম্পেইনের কিছু স্থির চিত্র।
স্থানঃসোনার বাংলা ডিগ্রি কলেজ,কলারোয়া,সাতক্ষীরা
১ম স্থান অধিকারীঃ সজীব
২য় স্থান অধিকারীঃলামিয়া আক্তার
৩য় স্থান অধিকারীঃফারিহা সুলতানা
বিশেষ পুরস্কারঃসজীব
সোনার বাংলা ডিগ্রি কলেজের সকলকে এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
ইনশাআল্লাহ সবসময় আমাদেরকে পাশে পাবে।
আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ 💓💓💓
ব্রেকিং রাবি Circular প্রকাশিত।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদনের বিজ্ঞপ্তি
১। (ক) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদনকারীকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.ru.ac.bd এ প্রকাশিত নিয়মাবলী অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে। ২৫.০৫.২০২২ তারিখ দুপুর ১২টা থেকে ০৯.০৬.২০২২ তারিখ রাত ১২টা পর্যন্ত প্রাথমিক আবেদন করা যাবে।
(খ) প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটে বিশেষ কোটাসহ সর্বোচ্চ ৭২,০০০(বায়াত্তর হাজার) আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। চূড়ান্ত আবেদনের সময়সীমা: ১৫.০৬.২০২২ তারিখ দুপুর ১২টা থেকে ২৮.০৬.২০২২ তারিখ রাত ১২টা পর্যন্ত।
(গ) আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষা ২৫, ২৬ ও ২৭ জুলাই ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার রুটিন যথাসময়ে প্রকাশিত হবে। চার শিফ্টে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে : (১) সকাল ৯:০০ থেকে ১০:০০ টা পর্যন্ত, (২) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত, (৩) দুপুর ১:০০টা থেকে ২:০০ টা পর্যন্ত এবং (৪) বিকেল ৩:৩০ টা থেকে ৪:৩০ টা পর্যন্ত।
২। ভর্তি আবেদনের যোগ্যতা:
(I) ২০২০ ও ২০২১ সালের এইচএসসি/সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভকেশনাল), A লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় [এইচএসসি সমমান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদন সাপেক্ষে] উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। সনাতন পদ্ধতিতে ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন করতে পারবে না। কেবল বিএফএ (প্রাক) ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল এখনও সনাতন পদ্ধতিতে হওয়ায় তাদের আবেদন গ্রহণযোগ্য হবে, তবে তাদের মার্কশিট/সার্টিফিকেট থাকতে হবে।
কারিগরী শিক্ষা বোর্ডের অধীন কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবে তবে তাদের প্রাপ্ত জিপিএ ৫.০০ স্কেলে নির্ধারিত হবে।
(II)
মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে।
বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ পেতে হবে।
বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে।
সবার জন্য শুভকামনা রইল।
আমাদের এর ফলাফল।
সাধারণত আমরা একটা ব্যাচে ৩০ জনের বেশি স্টুডেন্ট ভর্তি করায় না কিন্তু zenith final course এ ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীরা এত বেশি আগ্রহ প্রকাশ করেছে যে তাদের অনুরোধে আমরা আমাদের আসন সংখ্যা বৃদ্ধি করতে বাধ্য হয়েছি।
এখানে যারা যার ০৯ এর কম মার্ক পেয়েছো তারা এখন থেকে সচেতন হও।৯+ আশাকরি সেফ জোন।
ধন্যবাদ সকলকে❣️
বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি।
আঠারো বছর বয়সের নেই ভয়
পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা!
আলহামদুলিল্লাহ! সকল বাঁধা বিপত্তি উপেক্ষা করে আজ আমরা পূর্বের তুলনায় অনেক ভালো অবস্থানে আসতে পেরেছি।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কোন ব্রিটিশ শাসক ভূমিকা রাখেন?
ক। লর্ড কর্নওয়ালিস
খ। লর্ড হার্ডিঞ্জ
গ। লর্ড কার্জন
ঘ। লর্ড মাউন্টব্যাটেন
হ্যালো,
HSC Batch-2022,
সোনার বাংলা ডিগ্রি কলেজ,কলারোয়া,সাতক্ষীরা।
তোমাদের জন্য প্রস্তুত,তোমরা প্রস্তুত তো??
তোমাদের প্রশ্ন + পুরস্কার প্রস্তুত। এখন শুধু সময়ের অপেক্ষা।সবাই এখন থেকে প্রস্তুতি নিতে থাকো।ইনশাআল্লাহ দেখা হবে ২৮ এপ্রিল সকাল ১০টায়।
কে কে গিফট পেতে চাও কমেন্ট করো😊
কমেন্টে নিজের উপস্থিতি জানিয়ে দাও।
পাশে আছি,পাশে থাকবো ইনশাআল্লাহ।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the school
Telephone
Website
Address
Dhaka
Dhaka, 1217
I am working as an Associate Professor of Marketing at the University of Dhaka, Bangladesh. Besides that I am an edupreneur, multipotentialite and work as a digital transformationi...
Sector-6, Uttara Model Town
Dhaka, 1230
RAJUK Uttara Model College(RUMC) is a co-educational Bangladeshi High school(Grade VI-XII) situated in Uttara, Dhaka about a Kilometre north from Shahjalal International Airport.
Dhaka, 1212
The idea of establishing a private university to provide quality education at an affordable cost in
College Campus (Science Faculty) 44 Gareeb-e-Newaz Avenue & Plot# 43, Road # 01 Sector # 11
Dhaka, 1230
Central Office: 48/1, South Mugdapara
Dhaka, 1214
অনুসন্ধিৎসু চক্র (Science Seekers Group)
Chiriakhana Road, Rainkhola, Mirpur, Dahaka-1216
Dhaka, 880
Dhaka Commerce College (Bengali: ঢাকা কমার্স কলেজ) is a graduate college in Mirpur, Dhaka city, Bangladesh. Established in 1989, this was the first college
64 Ga, Gha, Umo West Tejturi Bazar, 2nd Floor (Opposite Of Jahanara Garden) Green Road, Farmgate
Dhaka, 1205
Siraj Academy was established in 1989, the first defense coaching center in the country.
BAF Base Bashar, Tejgaon
Dhaka, 1206
A non official forum page of the Shaheens, Present & Ex. Share your thoughts, reach each other !
78, Green Road (3rd Floor), Farmgate
Dhaka, 1205
Welcome to the official page of Udvash Academic & Admission Care