ASM Chemical Industries Ltd
All About Chemicals
গভীর ভাবে শোকাহত!
চলে গেলেন সর্বজন শ্রদ্বেয়
জনাব আজিজুল হক চৌধুরী।
আজ ভোর অনুমানিক ১০.২ মিনিটে ঢাকার মগবাজার নিজ বাসভবণ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহ ওয়াইন্নাইলাইহে রাজিউন)।
আজ সন্ধ্যা ৭.১৫ মিনিটে মগবাজার রেললাইন সংলগ্ন মসজিদ প্রংগনে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ঢাকাস্হ সকল আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খীদের অংশ গ্রহনের জন্য অনুরোধ রইল।
দ্বিতীয় নামাজে জানাজা "শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত হবার জন্য নির্ধারত হয়েছে, আগামীকাল সকাল ১০.০০টায়।
জনাব আজিজুল হক চৌধুরী, চেয়ারম্যান আজিজ গ্রুপ। সাবেক সভাপতি চট্টগ্রাম সমিতি-ঢাকা। মানব কল্যাণে যার ভূমিকা ছিলো অপরিসীম। ঢাকায় বসবাসরত চট্টগ্রামবাসীর রাষ্ট্রিয় ও আঞ্চলিক পরিমন্ডলে সুনাম রক্ষায় যার ভূমিকা ছিলো অতুলনীয়। ঢাকায় বসবাসরত চট্টগ্রামবাসীর কাছে যার একবাক্য পরিচয় ছিলো চট্টগ্রামের মুরুব্বি। তিনি আজ আমাদের মাঝ থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন। রেখে গেলেন তার দীর্ঘ কর্মযঙ্ঘ।
আল্লাহ্ মরহুমের সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
1208