Subrata Shovan

Sub-Inspector of Bangladesh Police ( 36th Cadet SI)
Department of IR, University of Dhaka. Govt Job

বাংলাদেশ পুলিশের একজন এসআই | ঢাবির আইআরে পড়াশুনা করেছি।এসআই-সার্জেন্ট প্রস্তুতির কোর্স করিয়ে থাকি।

04/01/2024

বাস্তবতা খুবই নির্মম! 🥲
৩০তম বিসিএস পুলিশ ব্যাচের সদস্য,
ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি জ্যোতির্ময় সরকার (তপু) কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছেন।

আমার দেখা অন্যতম সাহসী ও কর্মতৎপর অফিসার ছিলেন তিনি।
তেমন পরিচয় না থাকলেও স্যার অল্পতেই অনুজ প্রতীম স্নেহ বৎসল আচরণ করে আপন করে নিতেন।

স্যারের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।

04/01/2024

শায়লা
২৬তম সার্জেন্ট। আমার ছাত্রী।
আমার প্রিয় একজন মানুষ। প্রিয় মানুষ হবার পিছনে কিছু কারন আছে।ওর ছোট ছোট কিছুর প্রতি এত্ত শ্রদ্ধা আর ডেডিকেশন যা দেখলে ভালো লাগে। যখন আমার ছাত্রী ছিলো যখন যা বলছি অন্ধভাবে শুনেছে। পড়ছে। যখন চাকরি পেলো নিজে কোনো ক্রেডিট নিলো না।বরং কৃতজ্ঞতাবোধে ছিলো ভরপুর। কোথায় পোস্টিং হয়েছে, কোথায় যাচ্ছে, কবে ট্রেনিং হবে সব সময় জানাতো। খুব ভালো লেগেছিলো যখন ওর বেতনটা ঢুকলো, সেটাও বললো," ভাইয়া আমার বেতনটা আজ ঢুকছে।আমার জন্য দোয়া করবেন।" আমি সত্যি তখন গর্ব অনুভব করছিলাম। আমাকে তো এটা নাও বলতে পারতো।
আমার এমন অনেক ছাত্রছাত্রী আছে যাদের জন্য আমি খুব আহামরি কিছু করি নি। কিন্তু ওদের কৃতজ্ঞতাবোধ, ছোট ছোট বিষয়ে প্রাপ্তির যে সন্তুষ্টি, তা আমাকে বিমোহিত করে।
শায়লা ফায়ারিংয়ে অনেক ভালো করছে। জানি, সবকিছুর মতো ও পুলিশিংটাও ভালো করবে। কারন ওর কোনো কিছু নিয়ে হতাশা নাই। অপ্রাপ্তি নাই। আছে সন্তুষ্টি। শায়লা সহ ২৬ তম সার্জেন্ট ও ৪০তম এসআইদের প্রতি সব সময় শুভ কামনা থাকবে। ♥♥

03/01/2024

"সরকারি চাকরী বলেন আর ক্যারিয়ার বলেন, যাদের সংসারে পিছুটান আছে তাদের জন্য অনেক কঠিন সময় ও পথ পাড়ি দেয়া লাগে।অনার্স পাশের পর আমাদের চাইতেও শত মেধাবী ছেলেকে দেখেছি দু মুঠো ভাতের আশায় কোন প্রাইভেট কোম্পানিতে ঢুকে যেতে,যাকে মনে হইছিল নিশ্চিত পুলিশ ক্যাডার বা এডমিন ক্যাডার,তাকে দেখেছি বেসিক নিডস ফিল করার মত সাপোর্ট এর অভাবে জাহাজের লেবারদের ফোরম্যান হইতে।তাদের যদি ২ টা বছর সাপোর্ট দেয়ার মত কেউ থাকতো,তারা আজ ভিন্ন পরিচয়ে বাচতো।
এখন যারা গভ জব পায়,ম্যাক্সিমাম এর ফ্যামেলির ফাইনান্সিয়াল স্টাবিলিটি আছে।আমিও প্রিভিলেইজড গ্রুপের একজন। আমরা বিশেষ সুবিধা পাওয়া গোষ্ঠী।আরেকজনের চাল,তেল, নুনের অভাবের সুযোগ আমরা নিয়েছি। প্রিপারেশন ফেইজে কোন কিছুর অভাব করি নাই,মা বাবা ৫ বছর সব কিছুর যোগান দিছে।এই বৈষম্য নিজেকে পীড়া দেয়,এই বৈষম্য না থাকলে হয়তো সার্ভিসে আমাদের চাইতে শতগুন মেধাবীরা আসার সুযোগ থাকতো।
লড়াইটা হয়ে গেছে অসম।আপনাকে শুধু মেধাবী হলে হবে না,আপনাকে ৩-৪ বছর ফাইনান্সিয়াল সাপোর্ট দেয়ার ও লোক লাগবে।৪ টা টিউশনি করে এসে যে ছেলেটা প্রিপারেশন নিচ্ছে,আর থালা সাজনো অবস্থায় যে প্রিপারেশন নিচ্ছে এই লড়াইটা সব সময়ই অসমই হচ্ছে,হবে।শিক্ষার ব্যয় বাড়ছে,কমছে মানুষের.."

Yeasin Shuvo

31/12/2023

আপনাদের কোনো আপডেট দিতে আমি ভয় পাই।মধু দা যেহেতু দিয়েছে, হালকা ভরসা পেতে পারেন।তাই যারা প্রস্তুতি নিতে চান, সময় নষ্ট না করে আমার চলমান কোর্সে ভর্তি হয়ে নিন। ভর্তি হবার জন্য WhatsApp 01741-750143

29/12/2023

বাংলাদেশ পুলিশ বিশেষ শাখার বিশেষ ইতিহাস।

21/12/2023

বড়বেলায় আসলে ঐভাবে বন্ধু হয়না!

শত্রু হয়, খুব সহজে!

আপনার একটা ছোট কথা, একটা খুব মামুলি ডিজএগ্রিমেন্ট, একটা ছোট তর্ক, হাসতে হাসতে দেয়া একটা নির্দোষ ছোট খোঁচা, শত্রুতার জন্ম দেয়!

এই যুগে তো আর যুদ্ধ নাই!
খুন নাই।

রাষ্ট্র আছে। আইন আছে। জেল আছে। খুব সূক্ষ্ণ সুতায় বাধা সমাজ আছে!

এ যুগে, প্রস্থর যুগের মতন, শত্রুতা অত এক্সট্রিমে যায়না।
মাস্কড থাকে!

আপনার সাথে, ডিজএগ্রিমেন্ট হওয়া মানুষটা,
আপনাকে নিয়ে নানা জায়গায়, যতটা পারে বলতে থাকবে!

আপনাকে যত ভাবে নীচু করা যায় চেষ্টা করবে!

আপনার জন্য তার মনে তৈরি হওয়া আনহ্যাপিনেস দূর করার জন্য, সে প্রতিশোধের মতন ব্লান্ট, সাইকোলজিক্যাল রিপেয়ার সিস্টেমকে আকড়ে ধরবে!

আপনাকে নীচু হতে দেখে সে আরাম পাবে!
আপনাকে ছুড়ে ফেলতে পারলে তার উপসম হবে!

বেসিক্যালি,
কোথাও আপনার একটা তর্ক,
একটা আদর্শ
একটা বিবাদ,

এরকম প্রতিশোধ পরায়ণ অজস্র সামাজিক মাস্কড শত্রুর জন্ম দেয়!

সেসবকে আপনি কি করে হ্যান্ডল করেন, কতটা এংজাইটিতে আক্রান্ত হন, তার উপর নির্ভর করতেছে আপনি সামাজিক ভাবে কতটা সুখি হবেন!

শত্রু মানেই স্ট্রেস।
যত ক্ষমা, যত ইগনোরেন্স, মনে না নেয়া, আঘাত না করা, মেনে নেয়া, তত কম শত্রু!

তত কম স্ট্রেস।
তত বেশি হ্যাপিনেস!
তত সরল জীবন!

বড়বেলার এই সামাজিক জীবন অতি জটিল। সমাজ বেসিক্যালি শত্রু আর আন হ্যাপিনেস উৎপাদনের কারখানা!

আপনি এতে গা মেলে দিলে, স্পিরিচুয়ালি ফেস না করলে, নিজের আত্নাকে হ্যাপিনেসের ট্রেইনিং না দিলে দিনে দিনে অসুখি হয়ে উঠবেন!

Collect

20/12/2023

সম্ভবত বাংলাদেশ বিশ্বের একমাত্র দেশ, যেখানে আপনার কাছে কোনো বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে তাকে শুধু 'না' বলা যথেষ্ট নয়। আপনার ব্যক্তিগত আর পারিবারিক হাজারটা সমস্যা খুলে বলে সেই বন্ধু বা আত্মীয়কে বোঝাতে হবে- আপনি নিজেই আসলে অর্থকষ্টে আছেন।
বাংলাদেশ বিশ্বের একমাত্র দেশ, যেখানে কাউকে একবার টাকা ধার দিলে, সেই টাকাটা ফেরত চাওয়ার সময় দেনাদারের হাতে-পায়ে ধরে বোঝাতে হবে- টাকাটা আপনার কেনো দরকার।
বাংলাদেশই বিশ্বের একমাত্র দেশ, যেখানে ১ মাসের জন্য টাকা ধার দিয়ে ২ বছর পর দেনাদারের সঙ্গে আলোচনায় বসতে হয়, টাকাটা কি আসলেই 'ধার' ছিলো, নাকি 'অনুদান'?

নিজের টাকা ধার দিয়ে নিজে ছেচড়া হয়ে যাওয়ার চেয়ে টাকা ধার না দেওয়াই ভালো। টাকা ধার দিলে বন্ধুত্ব নষ্ট হয় বেশী, না দিলে নষ্ট হতে পারে কিন্তু মনে পচন ধরবে না।

সংগৃহীত

19/12/2023

আপনারা কে কে কনস্টেবল সার্কুলারের জন্য ওয়েট করছেন? কে কে প্রস্তুতি নিচ্ছেন?

18/12/2023

পুলিশের কত্ত রূপ! আমার
৩৬তম এসআই ব্যাচমেট, বন্ধু কাফি!

18/12/2023

কি থেকে কি হয়ে গেলো। ক্যানসার ধরা পড়ার মাত্র এক মাসের ব্যবধানে সদ্য পদোন্নতি পাওয়া ইন্সপেক্টর শিবেন ঢালী স্যারের জীবন কেড়ে নিলো।সৃষ্টিকর্তা তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন।
উল্লেখ্য , শিবেন্দ্র স্যার নলিয়ান নৌ থানার অফিসার ইন চার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে তার দায়িত্বাধীন এলাকা শোকে মোহ্যমান।তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া থানার ভেন্নাবাড়ি গ্রামে। তাঁর আত্মার শান্তি কামনা করি।

16/12/2023

ওরা দুজন নেপালের মানুষ। আনিস আর সুনীল।নেপালি ওদের ভাষা। বাংলাদেশে মেডিকেলে পড়ে। অথচ কি সুন্দর করে ওরা বাংলা গান গায়। বাংলা গান ভালো বাসে। আমি এই গানের অর্থ, সুর কিছুটা ধরিয়ে এবং ঝালিয়ে দেবার চেষ্টা করলাম। আর এই তিনজনে মিলে গুরু আবদুল করিমের বিখ্যাত গান "বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে! " গাইলাম। আজকের এই বিজয়ের দিনে বাংলা গানের গাইবার এরকম চেষ্টা করাটা একটা অন্য রকম ব্যাপার।
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

13/12/2023

এসআই - সার্জেন্ট
প্রিপারেশন
সুব্রত শোভন
বিষয় : সাধারণ জ্ঞান

পূর্ণমান : ৫০
সময় : ১ ঘন্টা ৩০ মিনিট

১)বিশ্লেষণ মূলোক প্রশ্ন ১০*২ = ২০ নম্বর
ক) আরব-ইসরাইলের মধ্যে সংগঠিত যুদ্ধ গুলির নাম এবং সাল উল্লেখ করুন। (৪ নম্বর)
বর্তমান আরব ইসরাইলের যুদ্ধ প্রেক্ষাপট আলোচনা করো।(৬ নম্বর)
খ) মিয়ানমারের গৃহযুদ্ধের প্রেক্ষাপট কি? (২ নম্বর) তুমি কি মনে করো মিয়ানমার ভেঙ্গে যাবে? পক্ষে কিংবা বিপক্ষে যুক্তি দেখাও। (৪ নম্বর)
এই গৃহযুদ্ধে বাংলাদেশের ভূরানৈতিক প্রভাব কি হতে পারে? (৪ নম্বর)
২) টিকা লিখো ৫ টি (৫*২)= ১০ নম্বর
কোয়াড, SDG, ইন্টারপোল, জলবায়ু শরনার্থী, Chat GPT

৩) পূর্ণরূপ লিখো 10*1= ১০ নম্বর

BIMSTEC, ICDDRB, NASA, ASEAN,WIPO, UNHCR, UNICEF BIRDEM,CIRDAP, CTTC

৪) সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও(১০*১=১০)

ক) ন্যাটোর সদর দপ্তরের নাম কি? সদস্য সংখ্যা কয়টি?
খ) রাশিয়া ইউক্রেন যুদ্ধ কখন শুরু হয়?
গ) হামাস কয়তারিখে ইসরাইল আক্রমণ করে?
ঘ) UN নিরাপত্তা পরিষদের সদস্য কয়টি?
ঙ) জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? কত্ততম? কোন দেশের বাসিন্দা?
চ) ASEAN এর সদস্য কয়টি? কি কি?
ছ) USA পররাষ্ট্রমন্ত্রীর নাম কি?
জ) Open AI এর প্রতিষ্ঠাতার নাম কি?
ঝ) বাংলাদেশ পুলিশ সর্বপ্রথম কখন UN শান্তিরক্ষা মিশনে যায়? তার নাম কি ছিলো?
ঝ) ব্রিকস এর সদস্য সংখ্যা কয়টি? কিকি?

এমন করেই যা পড়া দেই তার উপর মডেল টেস্ট নিচ্ছি। যা পড়া দেই, তার উপর ক্লাসও নিচ্ছি। নিয়মিত পড়াশুনা করা, ক্লাস করা, পরীক্ষা দেয়া ওভার অল ৫ টি বিষয়ে প্রস্তুতি নিতে, কোর্সে ভর্তি হতে WhatsApp 01741750143
আজকের সাধারণ জ্ঞানের পড়ার উপর পরীক্ষা পাবলিক করলাম।
সবাইকে ধন্যবাদ।

Photos from Subrata Shovan's post 11/12/2023

ডিএমপির ব্যাচমেট বন্ধু মনিরের সাথে পথিমধ্যে দেখা|

06/12/2023

গ্রাম বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী এমপি মমতা স্যারের সাথে সেল্ফি হাতছাড়া করলাম না। "বন্ধু যখন বৌ নিয়া, আমার বাড়ির সামনে দিয়ে, রঙ্গ কইরা হাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়! " গান শুনে এই শিল্পীর প্রেমে পরা। বলা যায় আমার কৈশোরের প্রেম | কৈশোরের নায়িকা।
সংগ্রামশীল এই মানুষটির প্রতি শুভ কামনা!!

Photos from Subrata Shovan's post 03/12/2023

একসময় হেলিকপ্টার/প্লেন উড়ে গেলে দৌড়ে গিয়ে যেখান থেকে দেখা যায় সেখানে গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতাম আর ভাবতাম যদি আরো নিচ দিয়ে যেতো। তাহলে আরো বড় করে দেখতে পারতাম। আর ছুঁয়ে দেখা বা প্লেনে চড়া তো স্বপ্নের চেয়ে বেশি কিছু ছিলো। পুলিশ হয়ে ডিউটির বদৌলতে প্রায় সব স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে।
*এয়ারপোর্ট ডিউটি!

02/12/2023

Bangladesh Police Academy ❤️🔥
দৌড়ে চল!
-তৌহিদ

30/11/2023

প্রত্যন্ত এলাকা এবং দরিদ্র হয়ে জন্ম নেয়ার একটা চরম সুবিধা হল জীবনে ছোট ছোট বিষয়ে অনেক স্বাদ পাওয়া যায়। বড় লোকদের সুখী হতে বড় বড় বিষয় লাগে। আর আমরা অল্পতেই খুশি হয়ে যাই। এই দরিদ্রতাকে এখন বেশ উপভোগ করি। অন্তপক্ষে কিছু খেতে পারছি। শীতে কষ্ট হচ্ছে না। দরিদ্রতার জন্য অনেক বিড়ম্বনা ও অসন্মানিত হলেও; ঈশ্বরকে অনেক ধন্যবাদ কারন তিনি আমাকে বড় লোক বাবা মা আর শহুরে ঘরে জন্ম দেন নি। তাহলে জীবনের অনেক স্বাদ থেকেই বঞ্চিত হতাম বৈকি। তাইতো কবির ভাষায় বলতে হয়,
"হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান।
তুমি মোরে দানিয়াছ খ্রীষ্টের সন্মান"
সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।

30/11/2023

এসবি-সিআইডি-জেলা পুলিশ! ব্যাচমেটদের সাথে আনন্দঘন সময়।

Photos from Subrata Shovan's post 29/11/2023

গ্রাম বলতে যা বুঝায় সেইসব বিষয়গুলি সবই ছিলো আমাদের গ্রামে। শাপলা -বিল- মাছ- শাপ- নৌকা- কেরোসিনের আলো- বের, কুয়া, আমন ধান, ঘাস আরো কত্ত কিছু।আর এর জন্য সারা জীবন বিলের মানুষ হিসেবে কত্ত খোটা খেয়েছি তার ইয়ত্তা নাই। কিন্তু এই গ্রাম এখন রাস্তাঘাট হয়েছে। বিদ্যুৎ এসেছে। যেই বিল একসময় বছরের ৮ মাস জলের নিচে থাকতো;নৌকা ছাড়া যাতায়াতের কোনো উপায় ছিলো না। এমনকি মাঝে মাঝে তো না চলতো নৌকা না চলতো পা। কারেন্ট তো দূরের কথা। সেই গ্রাম এখন ভূস্বামীদের নজরে পরেছে। হুহু করে সব কিনে নিচ্ছে। তৈরি হচ্ছে বড় বড় পুকুর - বাড়ি। ঘাস হারিয়ে যাচ্ছে। ধানের জমি পুকুর হচ্ছে। নিভৃত পল্লী এখন আস্তে আস্তে রুক্ষ ও সতেজ হয়ে উঠছে। প্রকৃতির কি অদ্ভুদ নিয়ম।আহা! ছবিতে যত্তটুকু দেখছেন এখন ততটুকু প্রকৃতিও নাই। পরে আর কিছুই থাকবে বলে মনে হয় না। তখনকার আমাদের জীবনটা সুখ দুঃখে প্রকৃতিতে পরিপূর্ণ ছিলো। বিলের গন্ধ, প্রকৃতির স্বাদ,মানুষের কষ্ট, শামুক টোকানো, মাছ ধরা, পেটকি ধরা, জীবনের সংগ্রাম সবই পেয়েছিলাম। বিলের কষ্টগুলি তখন বেদনা দিলেও সেই বেদনার ঐশ্বর্য এত্ত বেশি ছিলো তা এখন অনুধাবন করতে পারি। তাইতো বলি শখি হারিয়ে ফেলে ঐশ্বর্য যেনো বোঝা না লাগে।

Photos from Subrata Shovan's post 28/11/2023

সংসদ ভবন ডিউটি।

24/11/2023

ফায়ারিং অনুশীলনের আগে!

23/11/2023

পুলিশের সাথে উকিলের সম্পর্কটা ঠিক শ্বশুরবাড়ির মতো। দুজনে দুজনার দোষ গুণ ধরায় ঠিকই ব্যস্ত থাকে কিন্তু সম্পর্কটা না আপনি কখনোই মানসিক শান্তি পাবেন না!

ছবিতে আমার জীবনে গুরত্বপূর্ণ একজন উকিল কিশোর কুমার দাদা।

22/11/2023

Permanent friendship বলতে আসলে কিছুই হয় না।যতই গভীর বন্ধুত্ব হোক না কেন,একটা পর্যায়ে গিয়ে না চাইতেই বন্ধুত্বটা হারিয়ে যায়!একসময় আপনি যার সাথে খুব close ছিলেন এখন তাদের সাথে সম্পর্ক টা টিকে আছে কিন্তু ওই আগের মতো closeness টা নেই। যাকে নিজের Best friend দাবি করতেন একসময় দেখবেন সে আর ওই যায়গায় নেই!
সারাটা জীবন আপনার বন্ধু থাকবে.. কেউ না কেউ নিশ্চয়ই থাকবে। কিন্তু permanent বলতে কাউকেই পাবেন না। বন্ধু পরিবর্তন হবে.. পুরনো বন্ধুর প্রতি আবেগ, টান থাকবে কিন্তু বন্ধুত্বের ধরন পাল্টে যাবে..!
--অন্তরীণ

22/11/2023

স্মার্ট বাংলাদেশ |
স্মার্ট লেডি পুলিশ |
স্বপ্ন দেখুন, স্বপ্ন সমান কর্ম করুন। আপনার স্বপ্ন পূরণে আছি আমি | এসআই সার্জেন্ট প্রিপারেশন |

Photos from Subrata Shovan's post 21/11/2023

ডিউটির বদৌলতে দেশের সীমান্তের পরিবেশ দেখার জন্য পুরো বাংলাদেশ-ভারত সীমান্ত ঘুড়ে আসলাম |
ধন্যবাদ বাংলাদেশ বিজিবির পাইলট টিমকে|

20/11/2023

বাংলাদেশের কোন বাহিনীর অফিসার থেকে ভালোবাসার প্রস্তাব পেতে চান?
১) পুলিশ
২) সেনাবাহিনী
৩)বিমানবাহিনী
৪)নৌবাহিনী
বা অন্য কিছু?

20/11/2023

একটা ফাইনাল ম্যাচ খারাপ খেলে হেরে রানার্সআপ হওয়াতে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে সেমিফাইনাল পর্যন্ত ভারতের ডমিন্যান্ট করে প্রতিটি ম্যাচ জয় করার গল্পগুলি আজকে রাতের পর থেকে ম্লান হয়ে গেছে।
স্লান হয়ে গেছে কোহলির সর্বোচ্চ রানের রেকর্ড, মোহাম্মদ সামির ফিরে এসে দানবীয় সর্বোচ্চ উইকেট শিকার অথবা নিজের কথা ভুলে টিমম্যান হয়ে রোহিত শর্মার এট্যাকিং পাওয়ারপ্লে ব্যাটিং!
আজকে চারদিকে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ভারত বধ করে চ্যাম্পিয়ন হওয়ার গল্প! প্যাট কামিন্স, ট্রাভিস হেডদের গ্রুপ পর্বে স্ট্রাগল করে ভারতের মাটিতে সফল হওয়ার গল্পে বিভোর সবাই!

আমাদের জীবনটাও ঠিক এমনই। সারাজীবন কঠোর পরিশ্রম করে "সফলতা" নামক সোনার হরিনটি না পেলে আপনার সেই পরিশ্রমের গল্প কেও শুনবে না অথবা মনে রাখবে না, কারন আপনি ব্যর্থ।
অথচ একটু পিছিয়েও দিনশেষে আপনি সফল হলে আপনার সেই সফলতার গল্প শোনার লোকের অভাব হবে না! সেই সফলতায় ক্রেডিট নেয়ার লোকের অভাব হবে না!

দিনশেষে "সফলতা" ই এই দুনিয়ায় সবথেকে বড় সত্যি, সবার অর্জন! আর ব্যর্থতার দ্বায়ভার শুধুমাত্র এবং শুধুমাত্র আপনার।

©মেহেদী হাসান শান্ত

20/11/2023

পুলিশে যোগদান করেছেন বিদ্যা সিনহা মিম! ♥♥
আপনিও নিজে যোগদান করতে চাইলে এসআই-সার্জেন্ট রার্নিং কোর্সে ভর্তি হয়ে নিন!

19/11/2023

ঈদ মোবারক!
বিয়েটা শেষমেষ করতেই হচ্ছে।ধন্যবাদ অস্ট্রেলিয়াকে আজীবন ব্যাচেলর থাকার হাত থেকে রক্ষার জন্য!

19/11/2023

খেলা যার যার,
অস্ট্রেলিয়া জিতলে উৎসব সবার 🤣🤣
বিয়েটা সামনে করতেই হবে!

19/11/2023

প্রত্যাশার চাপে ভারত ভেঙ্গে পরবে।অস্ট্রেলিয়া হেক্সামিশন কমপ্লিট করবে আর আমি বিয়ার মিশন!জয় হোক অস্ট্রেলিয়ার!

19/11/2023

অস্ট্রেলিয়া জিতলে বিয়ে করবো তা না হলে আজীবন প্রেমিক পুরুষ হিসেবে থেকে যাবো!

19/11/2023

যোগ্যতা হচ্ছে এমন একটা জিনিস যেটা তৈরি হইলে মানুষই আপনাকে কাছে টানবে । আপনাকে মানুষের কাছে যেতে হবে না । জীবনেও আপনাকে বন্ধু বলে পরিচয় দিতো না এমন একটা ছেলেও আপনাকে ""ভাই "" বলে পরিচয় করিয়ে দেবে যদি আপনি একটা পজিশনে থাকেন । যে শিক্ষক আপনাকে ""ছাত্র "" হিসাবে পরিচয় দিতে লজ্জাবোধ করতো তিনিও আপনাকে বুকে টেনে নেবেন যদি আপনি প্রতিষ্ঠিত হইতে পারেন । সবাইকে দেখিয়ে বলবে এই ছেলেটা আমার ছাত্র ছিল । শুধুমাত্র Establishment ,পজিশন ,
যোগ্যতা এই ব্যাপারগুলোই রাতকে দিন আর দিনকে রাত করতে পারে । পৃথিবীতে সবাই সফল মানুষের সঙ্গী হতে চায় । একজন অসফল মানুষের সাথে কেউ থাকে না । আপনি কিছু করতে না পারলে আপনার বাবা মা ও আপনাকে ব্লেইম করবে ।
ইয়াপ ...আগে পজিশন নিন । এরপর যা ইচ্ছা তাই করুন । কেউ কিছু বলবে না । কারন পৃথিবীর মানুষগুলো সফল মানুষের প্রতি খুবই বিনীত। এটাই বাস্তবিকতা।।
©

18/11/2023

পুলিশ যখন কবিতা আবৃত্তি করতে যায় | কিছু বক বক তখন হবেই | ডিউটি করার সময় কবিতার বিষয় নিয়ে কথা বলা, কবিতার গুণগান করা এবং শেষমেষ সুকান্ত ভট্টচার্যের প্রার্থী কবিতাটি আবৃত্তি করা| যদিও কবিতাটি শুনতে আপনাকে আমার ২ মিনিট বক বক শুনতে হবে আর তা না হলে ২ মিনিট টেনে দেখতে হবে |
শীত শুরু হলেই প্রার্থী কবিতাটি প্রাসঙ্গিক হয়ে উঠে। আশা করি আপনারা মন্তব্য করে যাবেন |
২০১৯ সালে করা ভিডিও।

18/11/2023

২০১৮ সালের সাদরার স্মৃতি
ভয়ঙ্কর ও আতঙ্কজনক ঘোড়া দৌড়ে সফল হবার পরে সারদার ছাদে ছবি তোলা। হেয়ার আই এম আনলাকি থার্টিন |

17/11/2023

এসআই-সার্জেন্ট ট্রেনিং শেষে আইজি স্যার সহ বাকি স্যারদের সাথে গ্রুপ ফটোটি সারদা জীবনের অন্যতম স্মৃতি হয়ে থাকে।
ছবিতে :
৩৯তম এসআই নাঈম

17/11/2023

এসআই সার্জেন্ট প্রস্তুতি নেবার কৌশল | যেভাবে প্রস্তুতি শুরু করবেন | এসআই-সার্জেন্ট লিখিত পরীক্ষায় কি কি পরিবর্তন এসেছে |পাশ কয়ভাবে করানো হয় | কত্ত নম্বর পেতে হয় | কিভাবে কোর্সে পড়ানো হবে। এসআই- সার্জেন্ট লিখিত পরীক্ষার সামগ্রিক কোর্সে ভর্তি হতে ম্যাসেজ করুন অথবা WhatsApp 01741750143



#সুব্রতশোভন
#এসআই
#সার্জেন্ট

15/11/2023

এমন করে বৌ নিয়ে বাইক রাইড করার শখ আছে |
নাকি নিজেই বরকে বাইকে ঘুড়াতে চান |স্বপ্ন পূরণে আপনাদের পাশে আছি|

Photos from Subrata Shovan's post 15/11/2023

"মাছের রাজা ইলিশ,
জামাইয়ের রাজা পুলিশ!"
আবারও বাস্তবপক্ষে এই প্রচলিত উক্তি প্রমাণিত হলো।পুলিশের প্রতি যত্ত অভিযোগই থাকুক, জামাই হিসেবে সে সঠিক!
"আপনি জীবন সঙ্গিনী হিসেবে পুলিশের কাউকে পছন্দ করেন কিনা কিংবা পুলিশের কাপল হতে চান কিনা।|"আমার এরকম একটি পোস্টে বেশির ভাগ মেয়ে পুলিশের বৌ হতে চেয়েছে | কিছু মেয়ে আছে পুলিশের সালী পর্যন্ত হতে প্রস্তুত|বর্তমান যুগের ছেলেরাও পিছিয়ে নাই | তারা নিজের বৌকে পুলিশ রূপে দেখতে চায় |
তবে কেউ কেউ আছে পুলিশের নাম শুনলেই তাঁদের জ্বলছে! যাদের জ্বলছে হয়তো তাদের কপালে দ্রুত কেউ পুলিশ হয়ে যাবে অথবা পুলিশের সাথে সম্পর্ক হবে| :p

**এটা ঠিক পুলিশের স্ত্রী কিংবা স্বামী হওয়া কোনটাই সোজা নয়। অনেক আত্মত্যাগ করতে হয় | যথেষ্ট সময় না দেয়ার গ্লানি থাকে | তারপর "আমার স্বামী পুলিশ কিংবা আমার স্ত্রী পুলিশ" এই ভাবনাগুলি চিত্তকে আনন্দিত করে | "সেই প্রিয় পুলিশের সাথে একটা অন্তরঙ্গ ছবি" এটাই হয়ে দাঁড়ায় অনেক বড় প্রাপ্তি, বড় পাওয়া |
যাইহোক, সবার মনোবাসনা পূরণ হোক |

Want your organization to be the top-listed Government Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান ভাই পুলিশের সাব ইন্সপেক্টর ট্রেইনিং শেষে বাড়ি ফিরে তার পিতা ...
এসআই সার্জেন্ট কিভাবে প্রস্তুতি নিবেন | কি কি বিষয় দরকার|কোর্সে ভর্তি হবার জন্যম্যাসেজ করুন।কিংবা WhatsApp01741750143
মেয়ে ও ছেলেদের মেডিকেলে টেস্টে পার্থক্য কি |
মাথা ব্যাথার কারন মেডিকেল টেস্ট |
39 তম এসআই বের হচ্ছে | বিবাহযোগ্য সুন্দরী মেয়েরা কিংবা মেয়ের বাবা মায়েরা রেডি তো | বা কোনো ছেলে কি স্বপ্নে বিভোর পুলিশের...
মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি |
এসআই হতে গেলে মিনিমাম কি কি যোগ্যতা লাগে |এসআই-সার্জেন্ট দীর্ঘমেয়াদি প্রস্তুতি কোর্সে ভর্তি হতে নক করতে পারেন |
কিভাবে দীর্ঘদিন পড়াশুনা চালিয়ে যাওয়া যায়|
৪১তম এসআই ও ২৭তম সার্জেন্ট দীর্ঘমেয়াদি সামগ্রিক প্রস্তুতি কোর্সে ভর্তি হতে WhatsApp 01741-750143  করুন অথবা ম্যাসেজ।
আমরা কি সোশাল মিডিয়ার দাস হয়ে গেছি?আমরা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফাঁদে আটকে আছি |কিভাবে বাঁচতে পারি |
কেনো আমরা ঝগড়া করি|

Telephone

Website

Address

Dhaka
1209

Other Dhaka government services (show all)
Rampura Thana Rampura Thana
Rampura Thana
Dhaka, 1219

বিট নং- ০৩,  ভাটারা থানা, ডি এম পি বিট নং- ০৩, ভাটারা থানা, ডি এম পি
Vatara Police Station
Dhaka, 1212

মুজিব বর্ষের অংগীকার, পুলিশ হবে জনতার

A Mumin A Mumin
Dhaka

আয়কর সমস্যা ও সমাধান। যোগাযোগঃ- ০১৯১১৯০৭৯৮৬

Jahangir Hossen Bepari Jahangir Hossen Bepari
Bangladesh
Dhaka

Nawabgonj Thana Nawabgonj Thana
Nawabgonj
Dhaka, 1254

Cyber Crime Investigator Shibu Mandal Cyber Crime Investigator Shibu Mandal
36, Minto Road, DB Office
Dhaka, 1205

সাইবার ক্রাইম সংক্রান্ত সচেতনতা ও সহ?

RAB Forces Cyber and Social Media RAB Forces Cyber and Social Media
Rapid Action Battalion Forces Headquarters, , Cargo Admin Building. , Hazrat Shahjalal International Airport. , Kurmitola
Dhaka, 1229

Rapid Action Battalion or RAB, is an elite anti-crime and anti-terrorism unit of the Bangladesh Government.

PBI PBI
12/b# Road No 4, Dhaka , Bangladesh 1206
Dhaka

Police Bureau of Investigation (PBI)

MD Mobin MD Mobin
শেরে-বাংলা নগর ঢাকা
Dhaka, 1207

বিট নং - ৭ সিয়েম ৬৫ শেরেবাংলা নগর থানা ?

SWAT টীম SWAT টীম
Dhaka Mettropolition(DMP)
Dhaka, 207

Bangladesh police

বিট নং-২,  ভাটারা থানা, ডিএমপি, ঢাকা বিট নং-২, ভাটারা থানা, ডিএমপি, ঢাকা
Bashundhara Residential Area
Dhaka

বিট নং-২, ভাটারা থানা, ডিএমপি, ঢাকা, বসু?