LAW in 5 Minutes

For any Legal Advice. Contact: 01933-861331 (WhatsApp)
01304-286652 (WhatsApp)

23/06/2024

জমির দলিল বৈধ কি না কিভাবে বুঝবেন?

জমি কেনা বা বিক্রি একটি গুরুত্বপূর্ণ লেনদেন, এবং এর সাথে জড়িত আইনি প্রক্রিয়াগুলি বোঝা জরুরি। জমির দলিল হলো একটি গুরুত্বপূর্ণ নথি যা মালিকানার অধিকার প্রমাণ করে। তাই, জমি কেনার আগে দলিলটি সঠিকভাবে যাচাই করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জমি কেনা একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ, এবং আইনি জটিলতা এড়াতে জমির দলিলের বৈধতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একটি জমির দলিল বৈধ কিনা তা নির্ধারণ করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।

১. দলিলের মূল কপি পরীক্ষা করুন:

👉নিশ্চিত করুন যে দলিলটি সঠিকভাবে সাব-রেজিস্ট্রারের দ্বারা স্বাক্ষরিত এবং সিল করা আছে।
👉দলিলের মূল কপিতে থাকা ছবি এবং মালিকের বর্তমান ছবি মিলে যাচ্ছে কিনা তা পরীক্ষা করুন।
👉দলিলের সকল পাতায় সঠিকভাবে স্ট্যাম্প লাগানো আছে কিনা তা নিশ্চিত করুন।

২. দলিলের তথ্য যাচাই করুন:

👉দলিলে উল্লেখিত মালিকের নাম, ঠিকানা, জমির পরিমাণ, খতিয়ান নম্বর, দাগ নম্বর ইত্যাদি তথ্য সঠিক কিনা তা খতিয়ান, দাগ খতিয়ান, এবং সরকারি রেকর্ডের সাথে মিলিয়ে দেখুন।
👉দলিলে উল্লেখিত সাক্ষীদের নাম এবং ঠিকানা সঠিক কিনা তা যাচাই করুন।

৩. আইনি পরামর্শ নিন:

👉একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া জমির দলিলের বৈধতা নিশ্চিত করার সবচেয়ে নিরাপদ উপায়।
👉আইনজীবী দলিলের সকল দিক বিশ্লেষণ করে আপনাকে দলিলটি বৈধ কিনা তা জানাতে পারবেন।

৪. অনলাইন মাধ্যম ব্যবহার করুন:
👉সরকারের ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে জমির দলিলের তথ্য অনলাইনে যাচাই করতে পারেন।
👉কিছু বেসরকারি প্রতিষ্ঠানও জমির দলিলের বৈধতা যাচাই করার সার্ভিস প্রদান করে।

৫. সতর্কতা অবলম্বন করুন:

👉দলিলের বৈধতা সম্পর্কে কোন সন্দেহ থাকলে দলিলটি ক্রয় করা থেকে বিরত থাকুন।
অসৎ ব্যক্তিদের প্রতারণার শিকার হতে সাবধান থাকুন।
👉জমি কেনার আগে জমির দলিলের বৈধতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপরে উল্লেখিত পদক্ষেপগুলি অনুসরণ করে আপনি একটি জমির দলিল বৈধ কিনা তা নির্ধারণ করতে পারবেন।

জমির দলিল বৈধ কিনা তা বোঝার জন্য কিছু প্রশ্ন ও উত্তর

১) দলিলে কি সকল প্রয়োজনীয় তথ্য আছে?

দলিলে জমির মালিকের নাম, ঠিকানা, জমির পরিমাণ, খতিয়ান নম্বর, দাগ নম্বর, মৌজা, উপজেলা, জেলা স্পষ্টভাবে উল্লেখ আছে কিনা?
,👉দলিলের সাক্ষীদের নাম, ঠিকানা স্পষ্টভাবে উল্লেখ আছে কিনা?
👉দলিলের স্বাক্ষর ও তারিখ স্পষ্টভাবে আছে কিনা?

২) দলিলের স্ট্যাম্প ও রেজিস্ট্রেশন

👉দলিলে সরকার নির্ধারিত স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে কিনা?
👉দলিলটি সঠিকভাবে রেজিস্ট্রি করা হয়েছে কিনা?
রেজিস্ট্রারের স্বাক্ষর ও তারিখ স্পষ্টভাবে আছে কিনা?

৩) দলিলের মালিকানার ধরণ।

👉দলিলের মাধ্যমে মালিকানা কিভাবে অর্জিত হয়েছে (উত্তরাধিকার, ক্রয়, বিনিময়, দান ইত্যাদি)?
👉মালিকানার ধরণ কি (মালিকানা, দখল, ভাগচাষ ইত্যাদি)?
👉মালিকানার কোনো শর্ত বা বাধা আছে কিনা?

৪) জমির অবস্থা

👉জমি কি বাস্তবে বিদ্যমান?
👉জমির মালিকানা বিতর্কমুক্ত কিনা?
👉জমির উপর কোনো ঋণ বা বন্ধক আছে কিনা?

৫) আইনি পরামর্শ
জমির দলিল বৈধ কিনা তা নিশ্চিত করার জন্য একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত।

৬. দলিলের বয়স:
প্রশ্ন: কত বছরের পুরোনো দলিল বৈধ?
উত্তর: দলিলের বয়সের কোন নির্দিষ্ট সীমা নেই। তবে, 1976 সালের আগের দলিলগুলো "পুরাতন দলিল" হিসেবে বিবেচিত হয় এবং বৈধতা যাচাইয়ের জন্য অতিরিক্ত যাচাই-বাছাই প্রয়োজন হতে পারে।

৭. দলিলের ধরন:
প্রশ্ন: কত ধরণের জমির দলিল আছে?
উত্তর: বাংলাদেশে 4 ধরণের জমির দলিল আছে:
°দাগ নম্বর খতিয়ান
°মৌজা খতিয়ান
°সিএস খতিয়ান
°আরএস খতিয়ান

৮. দলিলের মালিকানা:

প্রশ্ন: দলিলে একাধিক মালিকের নাম থাকলে কী করবেন?
উত্তর: সকল মালিকের সম্মতি ছাড়া জমি বিক্রি করা যাবে না। মালিকানা পরিবর্তনের জন্য সকলের স্বাক্ষর এবং সম্মতি প্রয়োজন।

৯. দলিলের মিউটেশন:

প্রশ্ন: মিউটেশন কী?
উত্তর: মিউটেশন হলো জমির মালিকানা পরিবর্তনের নথিভুক্তি প্রক্রিয়া। নতুন মালিকের নাম খতিয়ানে অন্তর্ভুক্ত করার জন্য মিউটেশন করা আবশ্যক।

১০. দলিলের জালিয়াতি:
প্রশ্ন: জাল দলিলের বৈশিষ্ট্যগুলো কী কী?
উত্তর: জাল দলিলে ভুল বানান, অস্পষ্ট তথ্য, মিথ্যা স্বাক্ষর, এবং অসঙ্গতিপূর্ণ তথ্য থাকতে পারে।

১১. দলিল যাচাই:
প্রশ্ন: জমির দলিল যাচাই করার সর্বোত্তম উপায় কী?
উত্তর: সাব-রেজিস্ট্রার অফিস: আপনি যেখানে জমি অবস্থিত সেখানকার সাব-রেজিস্ট্রার অফিসে গিয়ে দলিলের মূল কপি এবং খতিয়ানের সাথে মিলিয়ে দেখতে পারেন।

ভূমি অফিস: আপনি যেখানে জমি অবস্থিত সেখানকার ভূমি অফিসে গিয়ে দলিলের তথ্য অনলাইনে যাচাই করতে পারেন।
আইনজীবীর পরামর্শ: একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া জমির দলিলের বৈধতা যাচাই করার সবচেয়ে নির্ভরযোগ্য উপায়।

১২. দলিল সংক্রান্ত আইনি জটিলতা:

প্রশ্ন: জমির দলিল সংক্রান্ত আইনি জটিলতা সমাধানের জন্য কী করবেন?
উত্তর: জমির দলিল সংক্রান্ত আইনি জটিলতা সমাধানের জন্য একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করা উচিত।

উল্লেখ্য: এই তথ্যগুলো শুধুমাত্র সাধারণ ধারণার জন্য। জমির দলিলের বৈধতা যাচাই করার।
©

21/06/2024

প্রথম আয়কর রিটার্ন প্রস্তুত করতে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে। Income Tax Planing.
সারা বাংলাদেশের যে কোন জেলা থেকে আয়কর রিটার্ন প্ল্যানিং, রিটার্ন প্রস্তুত, জমা এবং রিটার্ন সম্পর্কিত যে কোন তথ্য পরামর্শের জন্য যোগাযোগ করুন। 01933-861331 (WhatsApp)

20/06/2024

অনলাইনে প্রথমবার জমির খাজনা দিতে কী কী ডকুমেন্টস লাগে?
☆☆খাজনা দেয়ার জন‍্য নিম্নলিখিত পেপার এর প্রয়োজন হবেঃ
1. সর্বশেষ রেকর্ড/খারিজ খতিয়ানের কপি।
2. পূর্ববর্তী দাখিলার কপি।
3. জাতীয় পরিচয়পত্র।
4. একটি স্মার্টফোন/কম্পিটার ও ইন্টারনেট কানেকশন।
5. মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড।
6. জমির অবস্থান অনুযায়ী-বিভাগ,জেলা, উপজেলা, মৌজার তথ্য, খতিয়ান নং ও হোল্ডিং নং।

N.B: বকেয়ার সাল চার এর অধিক হলে এবং পূর্ববর্তী খাজনার রশিদ আপনার নিকট থাকলে (যা অনলাইন নয়) প্রথম বার ইউনিয়ন ভূমি অফিস থেকে খাজনা দিন।

◆ অনলাইনে খাজনা দেয়ার ধাপ সমূহঃ
☆ ধাপ ১: ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করুন (ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://ldtax.gov.bd )
☆ ধাপ ২: নাগরিক নিবন্ধন করুন ( মোবাইল নং, জন্ম তারিখ, আইডি নং দেয়ার পর ওটিপি নং পাবেন)
☆ ধাপ ৩: প্রোফাইল সেটিং করুন ( প্রফাইলের তথ‍্যগুলি পুরন করুন।)।
☆ ধাপ-৪: জমির খতিয়ান যুক্ত করুন
☆ ধাপ-৫: হোল্ডিং ও ভূমি উন্নয়ন করের তথ্য পূরণ করুন।
☆ ধাপ-৬: পেমেন্ট অপশন সিলেক্ট করুন।
☆ ধাপ-৭: ই-পেমেন্ট করুন।
☆ ধাপ-৮: খাজনা রশিদ ডাউনলোড করুন।

◆ খতিয়ানে নাম থাকা যে কোন একজন খাজনা দিতে পারবেন।
◆ ওয়ারিশান হলে ওয়ারিশ সনদ সংযুক্ত করে খাজনা দেয়া যাবে।
◆ যাদের আইডি কার্ড নেই তারা প্রতিনিধির মাধ‍্যমে খাজনা দিতে পারবেন।
◆ খতিয়ানে থাকা সব জমির খাজনা দিতে হবে। আংশিক খাজনা দেয়ার নিয়ম নেই।

👉গুরুত্বপূর্ণ এই পোস্টটি শেয়ার করে রেখে দিন যাদের জানা নেই উপকারে আসবে।।
©

14/06/2024

TRP নিয়োগে বাধা কাটল।

13/06/2024

স্বাধীনতার আগে মারা যাওয়া ৫ ব্যক্তির নামে ২০১৫ সালে ঋণ দিয়েছে কৃষি ব্যাংক।

08/06/2024

অতিরিক্ত কর চাপ।

07/06/2024

তালাক প্রদান করতে হলে কোথায় যেতে হবে?
কোর্ট, কাজী অফিস নাকি ঘরে বসেই স্বামী বা স্ত্রীকে তালাক প্রদান করা যাবে। জেনে নিন তালাকের বিস্তারিত প্রক্রিয়া। #লইনফাইভমিনিট #ডিভোর্স।

06/06/2024

ট্যাক্স রিটার্ন ছাড়া করা যাবে না বিয়ের অনুষ্ঠান।

06/06/2024

পুলিশের এসআই পদে নিয়োগের মৌখিক পরীক্ষা নিচ্ছেন এসপি সাহেব।
শেষ প্রার্থীকে কয়েকটি প্রশ্ন করার পর এসপি জিজ্ঞেস করলেন, ‘বলুন তো গীতাঞ্জলি কে লিখেছে?’
লোকটি উত্তর দেয়ার আগেই এসপির ফোন বেজে উঠল। তিনি ফোন ধরে ‌’স্যার স্যার’ বলে সম্বোধন করলেন। তারপর বললেন, ‘স্যার আমি এখনই অ্যাকশন নিচ্ছি।’
ফোন রেখে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে এসে সামনে পেলেন এক ওসিকে। তাকে বললেন, ‘আমার রুমে একজনকে রেখে এসেছি, ওকে জিজ্ঞেস করবে গীতাঞ্জলি কে লিখেছে এবং উত্তরটা আমাকে জানাবে।’
ওসি বলল, ‘স্যার কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি জেনে নিচ্ছি।’
দুইঘন্টা পর এসপি ফিরে এসে তার রুমের ভেতর থেকে কান্নাকাটি, চিৎকার-চেঁচামেচি শুনতে পেলেন। অবাক হয়ে রুমে ঢুকে দেখেন চাকরিপ্রার্থী হাত-পা বাঁধা অবস্থায় মেঝেতে শুয়ে কাতরাচ্ছে, নাক-মুখ থেকে ঝরছে রক্ত।
এসপি বিস্মিত হয়ে ওসিকে বললেন, ‘আমি তোমাকে একটা প্রশ্নের উত্তর জানতে বলেছি, আর তুমি এর কী হাল করেছো!’
ওসি উত্তর দিল, ‘স্যার, এই ব্যাটা তো মহা বদমায়েশ। আমি বললাম গীতাঞ্জলি কে লিখেছে সত্যি করে বল। সে রবীন্দ্রনাথ ঠাকুর নামে একজনের নাম বলে। আমি তাকে সতর্ক করে বললাম, সত্য কথা বল নাহলে তোর খবর করে দেব। তাও সে কিছুতেই নিজের সম্পৃক্ততা স্বীকার করে না। পরে বললাম, তোর বাসায় তল্লাশি করলে কিন্তু মদের বোতল ও ইয়াবা পাওয়া যাবে, তাও শয়তানটা ভয় পায় না। বারবার ওই একই নাম বলে। আর কী করার থাকে স্যার বলুন, দিলাম থার্ড ডিগ্রি।
অবশেষে এইমাত্র ব্যাটা স্বীকার করছে যে, কোনো রবীন্দ্রনাথ না, ও নিজে গীতাঞ্জলি লিখেছে এবং ওর ছোটো ভাইও এর সাথে জড়িত ছিলো।
(সংগৃহীত)

04/06/2024

বাজেটে কালো টাকা সাদা করতে পারবে উচ্চবিত্তরা, বাড়তি করের চাপে পিষ্ট হবে মধ্যবিত্ত।

02/06/2024

বাজেট ২০২৪-২০২৫।

ব্যক্তি শ্রেণীর করদাতার করহারে নতুন একটি হার যুক্ত হতে যাচ্ছে এবং আসতে যাচ্ছে আরো কিছু পরিবর্তন।

02/06/2024

ব্যাংকটির চকবাজার শাখার প্রধান এ এম শফিকুল মাওলা চৌধুরী বলেন, ভুক্তভোগী গ্রাহকের অভিযোগটি অভ্যন্তরীণভাবে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, এ রকম কোনো ঘটনা ঘটে থাকলে ভুক্তভোগী গ্রাহক ইন্স্যুরেন্স কাভারেজ পেয়ে থাকেন। এক্ষেত্রে ছোট লকারের জন্য ১ লাখ টাকা, মাঝারি লকারের জন্য ২ লাখ টাকা ও বড় লকারের জন্য তিন লাখ টাকা পাবেন গ্রাহক। অর্থাৎ, ভুক্তভোগী রাবেয়া প্রায় দেড়শ ভরি স্বর্ণ খুইয়ে পাবেন মাত্র দুই লাখ টাকা। কারণ মাঝারি আকারের লকার ছিল তার।
( JamunaTv)

31/05/2024

বিয়ের কাবিননামা না থাকলে বিয়ে বৈধ নাকি অবৈধ? Marriage Without Registration Valid Or Not. #লইনফাইভমিনিট

31/05/2024

পৈত্রিক সম্পত্তি বা ওয়ারিশ মুলে প্রাপ্ত সম্পত্তি ক্রয়ের আগে ৩ টি ডকুমেন্টস দেখে ক্রয় করবেন।
এই ৩টি ডকুমেন্টস না কখনোই জমি কিনবেন না।
১. ওয়ারিশন সনদ
২. ওয়ারিশ মুলে প্রাপ্ত বাটোয়ারা দলিল
৩. খারিজ খতিয়ান।

20/05/2024

বর্তমানে মোবাইলে ১০০ টাকা রিচার্জে ৩৩ টাকা কাটা হয় কর। আসছে বাজেটে এটা বেড়ে ৩৯ টাকা হতে যাচ্ছে।

16/05/2024

প্রথম আয়কর ফাইলে গোল্ড দেখানোর নিয়ম।
Income Tax Return
#লইনফাইভমিনিট

08/05/2024

তালাকের পর স্বামীর বিরুদ্ধে স্ত্রী যে সকল আইনী পদক্ষেপ নিতে পারে। #লইনফাইভমিনিট

30/04/2024

আয় না থাকলেও যে কারণে রিটার্ন জমা দিতে হবে। Tax Return submit

25/08/2023

সময় মতো রিটার্ন দাখিল করুন

24/08/2023
23/08/2023

BDS রেকর্ড এর জন্য আপনার যা যা প্রয়োজন হবে-
১। দলিল ও রেকর্ডীয় খতিয়ান সংগ্রহে রাখুন।
২। নামজারী না থাকলে অতিদ্রুত জমির নামজারী সম্পূর্ণ করুন।
৩। খাজনা হালনাগাদ রাখুন।
৪। পর্চা ও নকশা অনুযায়ী জমি মেপে রাখুন।
৫। জমির সীমানা আইল নিধারন করে রাখুন।
৬। জমি দখলে রাখুন।
৭। ইজমালি ও পৈত্রিক সম্পত্তি হলে ওয়ারিশ সনদ সংগ্রহ করে রাখুন, প্রয়োজনে বন্টন নামা দলিল করুন, প্রয়োজনে এওয়াজ বদল করুন এবং নামজারী করে রাখুন।
৮। আগত জরিপে উক্ত জমির খাজনা দেওয়া না থাকলে জমি খাস হয়ে যাবে।
৯। যাদের জমির দলিল/কাগজ পত্র ও খাজনার দাখিলা নেই তারা জমি ছেড়ে দেওয়ার জন্য মন-মানসিকতা প্রস্তুত করুন।

21/08/2023

সাধুবাদ...

21/08/2023

সিন্ডিকেট সিদ্ধান্ত: ফুলপরী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত অন্তরা সহ পাঁচ শিক্ষার্থী স্থায়ীভাবে বহিষ্কার।

Photos from LAW in 5 Minutes's post 20/08/2023

বিচার বিভাগ এর নতুন অধ্যায় এর সূচনা।
এখন থেকে বিদেশে বসেও মামলায় হাজিরা দেওয়া বা সাক্ষ্য দেওয়া যাবে এবং একই সঙ্গে কারাগার ও হাসপাতাল থেকেও বিচারপ্রার্থী বা সাক্ষীরা ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থেকে শুনানিতে অংশগ্রহন করতে পারবেন।

20/08/2023

বাংলাদেশের এম পি হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতা সমূহ ।। এম পি হতে শিক্ষাগত যোগ্যতা লাগে কি না?

18/08/2023

বিধবা স্ত্রী অন্যত্র বিয়ে করলে তার মৃত স্বামীর সম্পত্তির ওয়ারিশ হবেন কি না?

16/08/2023

স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে গেলে সন্তান কে পাবে? সন্তানের ভরণপোষণ কে দিবে?

15/08/2023

বিদেশে থাকা স্বামীকে তালাক প্রদানের নিয়ম।
Procedure of Divorce in Bangladesh.

14/08/2023

নানা/ নানির আগেই মা মারা গেলে নানা/নানির সম্পত্তির ওয়ারিশ হবেন কি না?

13/08/2023

‘আগামী ৩০ নভেম্বরের পরে আপনি চাইলেও আর আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিতে পারবেন না’-আয়কর আইন, ২০২৩ এ এই ধরনের কোনো প্রকার বিধানের অস্তিত্ব নেই। যেকোনো করদাতা যেকোনো সময় রিটার্ন দাখিল করতে পারবেন-এনবিআর

Want your practice to be the top-listed Law Practice in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

প্রথম আয়কর রিটার্ন প্রস্তুত করতে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে।  Income Tax Planing.সারা বাংলাদেশের যে কোন জেলা থেকে আয়কর...
তালাক প্রদান করতে হলে কোথায় যেতে হবে? কোর্ট, কাজী অফিস নাকি ঘরে বসেই স্বামী বা স্ত্রীকে তালাক প্রদান করা যাবে। জেনে নিন...
বিয়ের কাবিননামা না থাকলে বিয়ে বৈধ নাকি অবৈধ? Marriage Without Registration Valid Or Not.  #lawin5minutes #লইনফাইভমিনিট #...
প্রথম আয়কর ফাইলে গোল্ড দেখানোর নিয়ম। Income Tax Return #lawin5minutes #লইনফাইভমিনিট
তালাকের পর স্বামীর বিরুদ্ধে স্ত্রী যে সকল আইনী পদক্ষেপ নিতে পারে। #লইনফাইভমিনিট #Lawin5minutes
আয় না থাকলেও যে কারণে রিটার্ন জমা দিতে হবে

Category

Telephone

Website

Address

Dhaka

Other Legal Services in Dhaka (show all)
Prattasha Sen Prattasha Sen
Dhaka

"নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি"

Legal Lawbrella Legal Lawbrella
Flat No. G3, (lift 3), Building No. 285/2, Dom Inno Apartment, (Inner Extension Building At The Backside), Dhanmondi 15 No. West, , (The Road Beside Keari Plaza)
Dhaka, 1209

‘Legal Lawbrella’ is a full-service law firm. Its area of practice includes Foreign Investment &

TaxHelp & Legal Point Law Firm TaxHelp & Legal Point Law Firm
50/13-D, Matikata, Uddayan Tower, Dhaka Cantonment
Dhaka, 1206

Our services: Income Tax Return & Services VAT Return & Services

Hasibul Islam Hasibul Islam
Panthapath
Dhaka, DHAKA-1207

Here is Provide's Legal Aid and Legal Services.

The LAW Garden, Farid Uddin  Khan & Associates The LAW Garden, Farid Uddin Khan & Associates
Room No : 208, Supreme Court Bar Building
Dhaka

Advocate, Supreme Court of Bangladesh

Advocate Gazi And Associates Advocate Gazi And Associates
44/3, Chamelibagh (3rd Floor), Shantinagar
Dhaka, 1217

A House of Legal Services

Talent Sourcing & Corporate Solutions Talent Sourcing & Corporate Solutions
House # 10, (2nd Floor), Road #9, Section # 2, Mirpur
Dhaka, 1216

Talent Sourcing and Corporate Solutions are a full range of Legal and Human Resources Consultancy Firm in Bangladesh.

Ladies item Ladies item
Dhaka, 1000

F&S Ladies House

Juridical Academics Juridical Academics
Golden Nest, House-27(Ground Floor), Road-12, Block-F, Niketan, Gulshan/1
Dhaka, 1212,

We Provide legal training for law students, law graduates, lawyers and oher professionals.

Dispute Management Specialists "DMS" Dispute Management Specialists "DMS"
11/1, Shahid Abdul Matin Road, Kalabagan 1st Lane
Dhaka, 1205

Team DMS in Association with Dr. Khaled H. Chowdhury & Associates (Dispute Management Specialists) a

3SChambers 3SChambers
Dhaka, 1207

3S Chambers, a niche legal chamber with an experience of a decade, provides a high level of quality of services to its clients and strives to reach clients’ goals and business stra...

LAW & CARE LAW & CARE
Dhaka, 1212

Feel free to contact us for any legal queries.