ELSA
আসসালামু আলাইকুম সবাই 😊
আমার ছোট্ট শখের দুনিয়ায় আপনাকে স্বাগতম 💚
আমার পেইজ টার সাথেই থাকবেন 💙
জবাব দিবে না জেনেও বিড়ালকে এটা ওটা জিজ্ঞেস করা আমি 🥹💝
মনুষ্যত্ব থাকলেই আপনি মানুষ 🌸😇
যখনি রাস্তায় কোনো বিড়াল দেখি আমি - 🌸
The Messenger of Allah ﷺ said: 'They (cats) are not impure, they are of those who go around among you.'"
Grade: Sahih _ Sunan Ibn Majah 367
অতিরিক্ত পশুপ্রেমি হওয়ার ফলে মানুষ রুপের পশুকেও ভালোবেসেছিলাম 😇
এই যে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে !
এটা দেখতেই আমার কষ্ট হচ্ছে 🥹😭
পাঁচ টাকার একটা ড্রাইকেকের লোভে
টলটল চোখে তাকিয়ে থাকা কুকুরের পা
যারা ভেঙে দিতে পারে, আর
মাছের কাঁটা দেখে কাছে ঘেঁষা বিড়ালটার গায়ে
যারা গরম পানি ঢেলে দিতে পারে।
এমন অমানুষ থেকে দুরত্ব বজায় রাখুন,
ওরা দেড়শো টাকার জন্য আপনাকে মে-রে ফেলতে
তিনবার ভাববে না।
পৃথিবী শুধু মানুষের জন্য না 😊
#বিড়ালের এটো খাবার খাওয়া যাবে কি?
উত্তর: হ্যাঁ, যাবে। কেননা বিড়ালের উচ্ছিষ্ট অপবিত্র নয়; বরং তা পবিত্র। কিন্তু কারো রুচি না হলে খাওয়া দরকার নেই।।
তাবেয়ি দাউদ ইবনুস সালিহ (রহ.) তার মা থেকে বর্ণনা করেন যে, তার মায়ের মুক্তিদানকারিণী মনিব একবার তাকে কিছু ‘হারিসা’ নিয়ে আয়েশা (রা.)-এর নিকট পাঠান। তখন তিনি তাকে নামাজরত অবস্থায় পান। আর তিনি আমাকে ইশারা করে খাবারটি রেখে যেতে বললেন। এসময় একটি বিড়াল আসল এবং তা থেকে কিছু খেয়ে ফেলল। নামাজ শেষে আয়েশা (রা.) বিড়ালের খাওয়া স্থান হতেই কিছু খাবার খেলেন এবং বললেন, আল্লাহ রাসুল (সা.) বলেছেন, ‘বিড়াল নাপাক নয়। তা তোমাদের পাশে অধিক বিচরণকারী একটি জন্তু। আর আমি রাসুল (সা.)-কে তার উচ্ছিষ্ট পানি দিয়ে অজু করতে দেখেছি। (আবু দাউদ, হাদিস : ৭৬; মিশকাত, হাদিস : ৪৮৩)
আগে জানতাম বেশি ভালোবাসা পেলে মানুষের সহ্য হয়না এখন ত দেখি সেটা বিড়ালের ও 🙂
Elsa with her Mota Khala 🥰
হাজার মন খারাপেও এই একটা প্রাণীই পারে মন কে ভালো করতে 😇
Elsa be like - চাইয়া রইসস কেন কি কবি ক ........ 😆
কই গেলি রে হুমায়ুন😁
আপনি একটা বিড়ালের বাচ্চা পালা শুরু করবেন। আপনার খাবার প্লেট থেকে একটুখানি মাছ একটুখানি রুটি কিংবা আপনার মুখের চিবানো একটু মাংশ তাকে খাইতে দিবেন। সে মজা করে খাবে। আপনি ঘুমাতে গেলে আপনার সাথে এসে শুবে। বসে থাকলে কোলে এসে বসবে। আপনি আদর দিবেন। সপ্তাহে একদিন তাকে আপনি আদর করে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করাবেন।
আপনি পছন্দসই একটা নাম রাখবেন। নাম ধরে ডাকলে সে দৌড়ে আসবে। আপনি তার সাথে ছবি তুলবেন,স্টোরি দিবেন। মাঝে মাঝে সে আপনাকে বিরক্ত করবে, জিনিসপাতি ভেঙে ফেলবে ছিড়ে ফেলবে। আপনি রাগ হয়ে দুইটা থাপ্পড় দিবেন,কিছুক্ষণ পর আবার আপনিই কোলে নিয়ে আদর দিবেন।
ধীরে ধীরে ছোট অবলা প্রাণীটার প্রতি আপনার প্রচন্ড রকমের মায়া ভালোবাসা সৃষ্টি হবে যে মায়া হাজার টাকাও কেনা যায় না। একটা সময় একটু খোচাখুচি একটু আদর না দিলে আপনার ভালো লাগবে না। শুধু ওই বাচ্চাটার সাথেই অনেক সময় ব্যয় করবেন। ঠিক তখনই কোন রোগ ছাড়া, কারণ ছাড়া একদম হুদাই সে আপনার পাহাড় সমান মায়া ভালোবাসা আদর যত্ন সব ছেড়ে ম*রে যাবে।
আপনি নিজেকে স্বান্তনাও দিতে পারবেন না, কাঁদতেও পারবেন না। একটা চাপা যন্ত্রণা অনুভব করবেন শুধু।
কেউ হয়তো বলবে "আরে ছোট্ট একটা বিলাই-ই তো ম*রছে"। তাদের কথা আপনি মেনে নেন যে সে ছোট্ট একটা সামান্য বিলাই কিন্তু ওই ছোট্ট সামান্য বিলাইটার প্রতি আপনার স্মৃতিমাখা পাহাড়সমান দীর্ঘদিনের মায়া আপনাকে যন্ত্রণা দিয়ে যাবে বহুদিন বহুসময়। একটা সময় সব ভুলে গেলেও হঠাৎ মনে পড়লে বুকটা ছেত করে উঠবে,ওর ছবি দেখলে চোখে পানি এসে যাবে। ওইটার মতো মায়া আর কোনোটার প্রতি আনতে পারবেন না সিউর। যতই বলেন সামান্য ছোট একটা বিলাই। মায়া মানুষের মনে বইসা যায়। একদম মনের অতল গভীরে।
লেখা: ইরফান সামী
💔
আমার চুলের থেকে তোমার ঘুম গুরুত্বপূর্ণ, এতটুকু ভালোবাসি ❤️ 🥱🥴
m e n t i o n করো সেই বান্ধবীকে,
যে ইঞ্জেকশন দেখলে এভাবে লুকায় 💉😂
Mission Impossible 😁
আপনার বিলাইবাসাকে এসব শেখাচ্ছেন না কেনো? 😊
দাদা দাদীর সাথে তার ১ম নতুন বাসার ছাদ ঘুরাঘুরি ❤️
Miss you The Meme kings cheems😭 Rip🥀
জ্বালাইছ না তো😒
একটা বিড়াল আর কতগুলো মানু্ষের মুখে হাসি 🥰
তবু্ও কিছু মানুষ বলে, বিড়াল পালা ভালো না 🙂
কত্ত কষ্ট কইরা আমি ধইরা আনসিলাম 😭
ভাগোওওওওওওও 😂
সবার কাছে পৌঁছে দেওয়া উচিত এই তথ্য টা 😊
The cat was not ready to accept its owner is no more!
m e n t i o n তোমার বান্ধুবী😜
ভাবতেসে দোষ টা কার উপর দেয়া যায় 😂
ক্যাট বিশ্বকাপ😂
মাশাআল্লাহ🥰❤️
তুই বাইরে আয় খালি একবার
যারা প্রাণীদের যথাযথ যত্ন নেবে এবং সেবা করবে, তাদের জন্য রয়েছে গুনাহ মাফের ঘোষণা 🙂
ওরাও ভয় পায়, তাই সাহস যোগাতে পাশে থাকবেন 🥰
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Website
Address
Dhaka, 1216
Take a warm welcome from MH92 Budgies. I'm an animal lover and passionate breeder who explores the field of mutation of different breeds. This platform is a place where I share my ...
12 Aga Nawab Dewri , Chwalkbazar
Dhaka, 1211
BENGAL CAT - Tiger in your home We breed Bengal cats
Aziz Mohalla
Dhaka, 1207
Allah will give us the best result . Keep patience everyone 😊
Lalbag, 36 Islambag, Eid Gha Math
Dhaka, 1219
আসালামু আলাইকুম , আপনাদের সকলকে স্বাগ?