Alok Kumar Sarkar
Truth is Beauty and Beauty is Truth
তীব্র গরমের কারণে ২৭শে এপ্রিল পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ ঘোষণা।
- Ministry of Education, Bangladesh
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার ও বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাস শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
(ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু)
মহান সৃষ্টিকর্তার নিকট তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা।
শুভ নববর্ষ - ১৪৩১
যারা বলেন, রাজনীতি খারাপ তাই বুয়েটের মতো প্রতিষ্ঠানে রাজনীতি বন্ধ থাকা উচিত।
এইসব মহামানবদের কাছে ছোট্ট দু'একটি প্রশ্নঃ
* বুয়েটেতো ৪ বছর রাজনীতি বন্ধ। এই চার বছরে বুয়েটের ছাত্ররা কি সব ফেরেশতা বা মহামানব হয়ে গেছেন?
* এই চার বছর বুয়েট থেকে যারা পাশ করে বেরিয়ে কর্মক্ষেত্রে প্রবেশ করেছেন তারা সকলেই কি তাদের স্ব স্ব কর্মক্ষেত্রে ফেরেশতাদের মতো সহিভাবে দায়িত্ব পালন করছেন?
* এই চার বছরে বিশ্বসভ্যতায় বুয়েটের ছাত্ররা উল্লেখ করার মতো কি কি অবদান রেখেছেন ?
* যখন বুয়েটে রাজনীতি চলমান ছিলো তখন কি কাউকে রাজনীতি করতে বাধ্য করা হতো?
* যখন বুয়েটে রাজনীতি চলমান ছিলো তখন কি বুয়েটে মেধাবীরা ভর্তি হতে পারতোনা?
সে সময় যারা বুয়েটে পড়তেন তারা কি মেধাশূন্য ছিলেন?
এই কয়েকটি ছোট্ট প্রশ্নের উত্তর রাজনীতিবিরোধী মহামানবরা দিলে কৃতার্থ হবো।
বিঃদ্রঃ সৎ অসৎ হওয়ার জন্য রাজনীতি দায়ী নয় আমাদের নিজেদের মানসিকতা দায়ী।
জীবন টা একটা রেলস্টেশনের মত,
ভিড় অনেক, কিন্তু কেউ আমাদের নয়!!
“ওরা আসবে চুপিচুপি, যারা এ দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ! সবক'টা জানালা খুলে দাও না।।”
২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।🖤🖤🖤
শহীদ বুদ্ধিজীবীর স্বীকৃতি পেলেন মধুর ক্যান্টিনের মধুদা।
পুরো নাম মধুসূদন দে। 💚🇧🇩
“পৃথিবীতে অসংখ্য পরিমাণ প্রয়োজনীয় বস্তু রয়েছে, যা সবাই দেখতে বা অর্জন করতে পারে না। ”
------------- শার্লক হোমস্
সময় বদলালে, প্রতিশ্রুতিও বদলে যায়!!
নির্বোধের সঙ্গে কখনোই তর্কে জড়ানো উচিৎ না!!
ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখতে নেই।
হয়নি যাবারও বেলা...............!!
বিদেহী আত্মার শান্তি কামনা করছি প্রিয় কণ্ঠশিল্পী খালিদ। ❤️
“যতকাল রবে পদ্মা যমুনা
গৌরী মেঘনা বহমান
ততকাল রবে কীর্তি তোমার
শেখ মুজিবুর রহমান।”
শুভ জন্মদিন
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।।
❤️
“ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য ও স্বার্থের ঊর্ধ্বে উঠিয়া জনগণের সমষ্টিগত স্বার্থ ও কল্যাণ তথা জাতীয় স্বার্থের কাজে পরিপূর্ণভাবে আত্মনিয়োগ করুন।”
১২ মার্চ ১৯৭৩, বঙ্গবন্ধু নবনির্বাচিত আওয়ামী লীগ দলীয় জাতীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে।।
দূরদর্শিতা ও মেধার ভিত্তিতে রাজনীতি হওয়া উচিত!
পরিবারতন্ত্রের রাজনীতি সমাজের স্বার্থে কাজ করতে পারে না।।
বিনয়ীদের যারা দুর্বল ভাবে,,
তারা বাজপাখি আর চিতা বাঘের পার্থক্য বোঝেনা।
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর
অমর কবিতাখানি :
"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।"
আপা ❤️
ভেজালের ভীড়ে এ যেন সত্যিকারের এক খাঁটি সোনা!!
শতকোটি প্রণাম স্যার🙏
২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।
যখন সমাজসেবায় একুশে পদক পাওয়ার সংবাদ পান জিয়াউল হক, তখনও তিনি ফেরি করে দই বিক্রি করছিলেন। নিজের হাতে বানানো দই। এরপর গ্রামের পর গ্রাম ঘুরে সেই দই বিক্রির টাকায় চলে সংসার।
শুধুই কি নিজের সংসার- একজন গরীব মানুষ চাপাইনবাবগঞ্জের হাজার মানুষের কাছে হয়ে উঠেছিলেন পরম নির্ভরতার ঠিকানা। স্বামী পরিত্যক্তা, বিধবা, অসহায় নারীদের কাছে আসন পেয়েছেন বাবার। ঝরেপড়া শিক্ষার্থীদের কাছে একজন আদর্শ শিক্ষক। বই পড়ুয়া তরুণ-তরুণীদের কাছে আলোর মশাল।
অথচ একদিন সংসার চালানোর মত টাকাও উদ্বৃত্ত থাকে না তার। ৯০ বছর বয়সেও মাথায় দইয়ের ডালা নিয়ে ঘুরে বেড়ান গ্রামের পর গ্রাম। দু মুঠো খাবার জোগাতে বিশ্রাম নেই জীবনের।
বলিউড কিংবা তামিল ছবিতে এমন কাহিনীর উপর ভিত্তি করে অসংখ্য মুভি থাকলেও বাংলাদেশে রয়েছেন জলজ্যান্ত উদাহারণ।
মাত্র পঞ্চম শ্রেণি পাশ জিয়াউল। দেড় টাকার জন্যে ক্লাস সিক্সে ভর্তি হতে পারেন নি। এরপর বাবার সঙ্গে নেমে যান দই তৈরিতে। শুরু করেন গ্রামে ঘুরে দই বিক্রি। কিন্তু মনের মধ্যে সুপ্ত ছিল একটা অমিমাংসিত অভিমান, নিজের উপর ক্ষোভ। টাকার জন্যে পড়াশোনা করতে না পারার আক্ষেপ।
সেই আক্ষেপ পরিণত করেন উদাহরণে। দই বিক্রির টাকা দেদার ঢালতে থাকেন ঝরেপড়া শিক্ষার্থীদের বই কিনতে। স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের গরীব শিক্ষার্থীদেরও বই কিনে দেন জিয়াউল। বিধবা, তালাকপ্রাপ্তা অসহায় নারীদের পাশে দাঁড়ান বাবার মতো ঢাল হয়ে। বাড়ি করে দেওয়ার পাশাপাশি ছোট কর্মসংস্থানের ব্যবস্থা করেন। বিশুদ্ধ পানির জন্যে স্থাপন করেছেন অসংখ্য গভীর নলকূপ। ঈদ, পূজা-পার্বণে অসহায় পরিবারের জন্যে রাতের আধাঁরে নিয়ে যান নতুন পোশাক।
নিভৃত পাড়াগাঁয়ে ১৯৬৯ সালে নিজের বাড়িতে প্রতিষ্ঠা করেন ‘জিয়াউল হক সাধারণ পাঠাগার’। এ পাঠাগারে এখন বইয়ের সংখ্যা ১৪ হাজার।
জিয়াউল হকের জন্যে অতল শ্রদ্ধা। হাজার হাজার জিয়াউলের সম্মিলন ঘটুক বাংলাদেশে। সেইসঙ্গে অনেক ভুল মানুষকে পদক দেওয়া সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ একজন রত্ন খুঁজে বের করায়।
"ভুটানের তরুণী কারমা দেমা (২৩)। ক্যানসারে নাকে পচন ধরেছিল তার। ভারতের টাটা মেমোরিয়ালে দুবার অস্ত্রোপচার করেও সুফল পাননি। শেষ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ নাক ফিরে পেলেন বাংলাদেশে এসে। সম্প্রতি তার নাক রিকনস্ট্রাকশন সার্জারি সফল হয়েছে।"
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।।
Today's Best Photo
❤️❤️❤️❤️❤️❤️❤️
Congratulations ❤️Md Abdus Sabur MP, Bhai
“রক্ত দিয়ে কেনা, আমার বর্ণমালা ”
ভাষার মাসে শহীদদের প্রতি শ্রদ্ধা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে আগামী পাঁচ বছরের জন্য নিয়োগ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এ নিয়োগ কার্যকর হবে।
গত বছরের ১ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ডব্লিউএইচওর আঞ্চলিক সম্মেলনে সায়মা ওয়াজেদ পুতুল সংস্থাটির দক্ষিণ–পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন।
এর আগে বাংলাদেশ সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদকে মনোনীত করে।
সায়মা ওয়াজেদ বর্তমানে ব্যারি ইউনিভার্সিটিতে (মার্কিন যুক্তরাষ্ট্র) অর্গানাইজেশনাল লিডারশিপে ডক্টরেট সম্পন্ন করছেন।
তিনি ২০১৯ সাল থেকে ডব্লিউএইচওর এর মহাপরিচালকের মানসিক স্বাস্থ্য এবং অটিজম বিষয়ক উপদেষ্টা এবং সংস্থাটির মানসিক স্বাস্থ্য বিভাগে বিশেষজ্ঞ উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে ২০১৪ সাল থেকে দায়িত্ব পালন করছেন।
#সায়মাওয়াজেদ #বিশ্বস্বাস্থ্যসংস্থা #বাংলাদেশ #অটিজম #মানসিকস্বাস্থ্য
আজ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার মিশন শুরু।
অভিনন্দন বাংলাদেশ ✌
অভিনন্দন ও মুজিবীয় শুভেচ্ছা!
নব-নির্বাচিত মন্ত্রিসভার মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয় গণ।
জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।।
জয়তু দেশরত্ন শেখ হাসিনা।।
Click here to claim your Sponsored Listing.