Videos by Adure - আদুরে in Dhaka. Largest product search engine, maximum categorized online shopping mall, and quickest home delivery
Beautiful Leheriya Printed sarees for Indain wedding wear partywear sarees with Mirror work saree Gota patti sarees 🌈
Beautiful Leheriya Printed sarees for Indain wedding wear partywear sarees with Mirror work saree Gota patti sarees 🌈
PROPOSE DAY SPECIAL 💕 প্রপোজ-ডে প্যাকেজ 💕
PROPOSE DAY SPECIAL
💕 প্রপোজ-ডে প্যাকেজ 💕
ভালোবাসার সুন্দর গল্পগুলো মানসিক শান্তি বয়ে আনুক সবার জন্য। দিনরাত যারা আমাদের জন্য নিরলস পরিশ্রম করে যায় ,স্পেশাল দিনগুলোতে তাদেরকে ছোট্ট একটা উপহারের মাধ্যমে আরও একটু বেশি স্পেশাল ফিল করাতেই পারি ...।
আপনার সাধ্যের ভিতরে প্রিয় মানুষকে খুশি করাতে 'আদুরে'ই হয়ে উঠতে পারে সবচেয়ে বিশ্বস্ত নাম। আপনার পছন্দের শাড়ির প্যাকেজটি বেছে নিতে পারেন 'আদুরে' থেকে।
প্যাকেজ ডিটেইলসঃ
▪️আড়ং কটন নকশী পাইর শাড়ি
▪️নেকপিস
▪️নথ ১টা
▪️ঝুমকা
▪️ ফিঙ্গার রিং ১ টা
▪️ মাথার ফুলের গাজরা ১ টা
▪️রেশমি চুরি লাল/নীল ৪ ডজন
▪️ কিটক্যাট থ্রি ফিঙ্গার ২টা
▪️ কিটক্যাট ছোট ২ টা
▪️ ডেইরি মিল্ক সিল্ক ১টা
▪️ লাভ চকলেট বক্স ১টা
▪️ স্নিকার চকলেট ২ টা
▪️ ললিপপ ক্যান্ডি ১টা
#adureshop #combopack #sareecombo #couple #adure #love #Falgun #saree #necklace #mehedi #Jhumka
#pohelafalgun #churi #bangaliana #blue #newcollection #trending #offer #cutwork #lilaboti #mayaboti #proposeday #valentineday #trendysaree
মেয়েরা মায়ের জাত, এরা যতটা ভালোবাসতে জানে - এরা নিজেরাও জানে না যে তারা কতটা স্পেশাল ❤️
আমি এমন প্রেমিকা দেখেছি যে প্রেমিক অপেক্ষা করছে বলে সেই মোহাম্মদপুর থেকে যানজটের কারণে শাড়ি পরা অবস্থায় দৌড়ে দৌড়ে শাহবাগ পর্যন্ত গিয়েছে। আর সেই প্রেমিক বলেছিলো এতটুকুই তো রাস্তা দৌড়ে এসেছো অথচ মেয়েটা হয়তো অন্য কোন কথা শুনবে আশা করেছিলো।
এরপর এমন ও প্রেমিকা দেখেছি যে ১৬ ফেব্রুয়ারী ভার্সিটির প্রথম বর্ষের পরীক্ষা রেখে প্রেমিককে ভালোবাসা দিবসে একটা বার দেখার আশায় আর সারপ্রাইজ দিতে ঢাকা থেকে অন্য জেলায় গিয়েছে। অথচ প্রেমিক দেখা করার পরদিন সকালে প্রেমিকাকে বাসে তুলে দিতেও যায়নি।
সবাই বলে প্রেমিকারা নাকি স্বার্থপর হয়। অথচ আমার দেখা অনেক প্রেমিকাদের একজনকে দেখেছি টিউশনির প্রথম টাকাটা দিয়ে প্রেমিকের জন্যে পাঞ্জাবী কিনে পাঠাতে।প্রেমিকের ফোন নষ্ট দেখে নতুন ফোন কিনে দেবে বলে টিউশনিতে হেঁটে গিয়ে যাতায়াতের টাকাটা জমিয়েছে। ও হ্যাঁ, সেই প্রেমিক আজ অন্য ক
ফ্রি ডেলিভারী 😍
আপনার ট্যাগলিস্টের প্রথম মানুষটি আপনাকে এই ড্রেসটা গিফট করবে কারন আদুরেতে চলছে ফ্রি ডেলিভারী 😍
ভালোবাসা খুঁজতে শেখার আগে বাঁচতে শেখা উচিত। ❤️
যে স্বামীরা তাদের বৌকে কিংবা ছোট বোনকে নিয়ে ছুটির দিন বাইরে ঘুরতে নিয়ে যায় না , তাদের উচিত একটা শাড়ির সাথে একটা ফুল দিয়ে পরের সপ্তাহে ফুসকা খেতে নিয়ে যাওয়া।
- অরিন।
Mention @1st person যে আপনাকে লাস্ট বলছিলো যে , তোমাকে নিয়ে একদিন বাইরে যাবো .. কিন্তু আজ পর্যন্ত নিয়ে যায়নি।
এই রাতের শহর, খোলা আকাশ, মেঘ, বৃষ্টিভেজা কৃষ্ণচূড়া, ল্যাম্পপোস্টের আলো কিংবা ধুলোমাখা পথ মিলিয়ে -আমরা কখনো গন্তব্য খুঁজিনি। অথবা এক ছাদের নিচে থাকলে যাকে তোমরা সংসার বলো; আমি তাও বলিনি। বলিনি তুমি আমার আকাশ হও কিংবা ছায়া। তুমি প্রেমিক হয়ে সামনে না দাঁড়ালেও; আমি বুঝে নিই আমার এলাকার বাতাস তোমার এলাকায় গিয়ে ঝড় তোলে। আমি বুঝে নিই এক ঘর আমাদের না হলেও এক আমাদের শহর। এই শহরের দেয়ালে দেয়ালে বড় অক্ষরে যে স্লোগান লেখা থাকে, একদিন সেখানেও লিখে যাব- তুমি এলেই বসন্ত ফিরে আসে... "বসন্ত ফিরে আসে" - Ismot Ara priya প্রিয় মানুষকে উপহারের জন্য বিশেষ দিন লাগে না, সেই মানুষটা আপনার জীবনে আছে এটাই উপহার। প্রিয় মানুষকে তাই পছন্দের শাড়ির সাথে একটা ফুল দিতে কখনোই ভুলে যাবেন না। শাড়ি - প্লাস পাইর। সাড়ে তের হাত। নরম সুতার শাড়ি সাথে - ম্যাচিং কানের দুলসহ নেকপিস। টিপ, চুঁড়ি, আর অনেকগুলো চকলেট।
যে আপনার ওপর অভিমান করে আছে তার রাগ ভাঙাতে নীল রঙের রূপা শাড়ি আর গহনা পাঠিয়ে দিন । "কোনো-কোনো দিন তরঙ্গিনী স্টোর থেকে টেলিফোন করে বলি - রুপা, তুমি কি এক্ষুনি নীল রঙের একটা শাড়ি পরে তোমাদের ছাদে উঠে কার্নিশ ধরে নিচের দিকে তাকাবে? তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। একটুখানি দাড়াও। আমি তোমাদের বাসার সামনের রাস্তা দিয়ে হেটে চলে যাব। "আমি জানি রুপা আমার কথা বিশ্বাস করে না, তবুও যত্ন করে শাড়ি পরে, চুল বাঁধে। চোখে কাজলের ছোয়া লাগিয়ে কার্নিশ ধরে দাঁড়ায়। সে অপেক্ষা করে, আমি কখনো যাই না!" "আমি সারাদিন হাটি। আমার পথ শেষ হয় না. গন্তব্যহীন যে যাত্রা তার কোনো শেষ থাকার তো কথাও নয়" রূপা প্যাকেজ নীল শাড়ি একটা ভালোবাসার নাম!! কি যে সুন্দর শাড়িটার রং ডলার ধুপিয়ান শাড়ি [Premium] [প্রথম দশজন পাবেন আকর্ষনীয় নথ ও টিপ ফ্রি।] যারা নিবেন ইনবক্সে
কিছু সময় ছেলেরাও গিফট ডিজার্ভ করে , হয়তো মুখে বলে না কিন্তু আপনার পছন্দের শার্টটা যতবার ওয়ারড্রোবে দেখে ... কঠিন গরমেও সেই মোটা শার্ট পরে কিংবা শীতেও সেই পাতলা শার্ট। একটাই চাওয়া প্রিয় মানুষটার হাসিমূখ, যে মানুষটা আপনি ভালো থাকবেন বলে কষ্ট করে , ২৪/৭ অফিসের কীজ নিয়ে ডুবে থাকে ... সে আপনাকে অনেক ভালোবাসে ... দূরে না গিয়ে এই মানুষগুলোকে বেলাশেষে একটু জড়িয়ে ধরলে দেখবেন জীবনটা সহজ হয়ে গেছে ...। একজন স্ত্রী হতে পারে সেই মানুষটার পরের সকালের সবচেয়ে শক্তিশালী একটা অনুপ্রেরণা...। হয়তো একটু ভোরের চায়ের কাপের সাথে একটা গিফট বক্সের সাথে লিখলেন - তোমাকে মেরুন শার্টে দারুন লাগে .. ভালোবাসা বেঁচে থাকুক ...। Normalise gifting men...! Men can gift themselves aswell. All the best wishes for all working man , who thinks about his family in first place.
Jhumka Lovers ❤️
#ঝুমকা
ঝুমকা পছন্দ করে না এমন মেয়ে কমই আছে,ঝুমকা মানেই ভালোবাসা,ঝুমকা আপনার লুককে আরো বেশি গর্জিয়াস করে তোলে।
© Shafin Islam
বাংলাদেশে এমন কোনো মেয়ে নাই যে আজ পর্যন্ত শাড়ি উপহার পায়নি...। উপহারের শাড়ির আনন্দের অনুভূতি আরো বেড়ে যায় যদি সেটা প্রিয় কেউ দেয় আর নিজের টাকায় নিজেকেই শাড়ি গিফট করা মানুষগুলো নিজেদের পছন্দের জন্যে অপেক্ষা করে না। তবুও বেলাশেষে নিজেকে আয়নায় ঘুরিয়ে ফিরিয়ে দেখা মানুষগুলোর কপালে টিপ এঁকে দেয়া একটা ভালোবাসার মানুষের অপেক্ষা থেকেই যায়।
যে আপনার ওপর অভিমান করে আছে তার রাগ ভাঙাতে নীল রঙের রূপা শাড়ি আর গহনা পাঠিয়ে দিন। "কোনো-কোনো দিন তরঙ্গিনী স্টোর থেকে টেলিফোন করে বলি - রুপা, তুমি কি এক্ষুনি নীল রঙের একটা শাড়ি পরে তোমাদের ছাদে উঠে কার্নিশ ধরে নিচের দিকে তাকাবে? তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। একটুখানি দাড়াও। আমি তোমাদের বাসার সামনের রাস্তা দিয়ে হেটে চলে যাব।" "আমি জানি রুপা আমার কথা বিশ্বাস করে না, তবুও যত্ন করে শাড়ি পরে, চুল বাঁধে। চোখে কাজলের ছোঁয়া লাগিয়ে কার্নিশ ধরে দাঁড়ায়। সে অপেক্ষা করে, আমি কখনো যাই না!" "আমি সারাদিন হাটি। আমার পথ শেষ হয় না. গন্তব্যহীন যে যাত্রা তার কোনো শেষ থাকার তো কথাও নয়" রূপা শাড়ি নীল শাড়ি একটা ভালোবাসার নাম!!💙 কি যে সুন্দর শাড়িটার রং 💙 ১৪ হাত তাঁতের শাড়ি 💙 রানিং ব্লাউজ পিস 💙 [প্রথম দশজন পাবেন আকর্ষনীয় নথ ও টিপ ফ্রি।] যারা নিবেন ইনবক্সে নাম ঠি
নীল চুমকি শাড়ি, নীল রঙের এই শাড়িটা অনেক সুন্দর। কারো লাগলে এখনই ইনবক্স করুন। ©️ moonmoon ahmed অর্ডার করতে চাইলে দ্রুত অর্ডার কনফার্ম করুন। সারাদেশে ক্যাশ অন ডেলিভারীতে প্রোডাক্ট পাঠানো হয়। আমাদের বিকাশ মার্চেন্টে ১০০/- টাকা পেমেন্ট করে।যে কেউ আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন। ঢাকায় ৭০/- টাকায় (১-৩ দিন) ও ঢাকার বাইরে ১৫০/- টাকায় (২-৫ দিন) ডেলিভারী চার্জে দ্রুত পেয়ে যান ডেলিভারী। 🛍আদুরে থেকে দুই বা ততধিক শাড়ি কিনলে ডেলিভারী চার্জ একদম ফ্রি 🛍 বিঃদ্রঃ শাড়ির সাথে ব্লাউজপিস সবসময় কাটা থাকে না, সেক্ষেত্রে আলাদা করে কেটে নিতে হবে। আদুরের সাথেই থাকুন। আদুরে - Adure" শাড়ি বা গহনাসহ আপনার প্রিয় মানুষ বা আপনার জন্যে এনেছে কিছু সুন্দর প্যাকেজ। মূলত আদুরে মানুষের বিশেষ দিনগুলোতে তাদের হাসির কারন আর প্রিয় দিনগুলোকে আরো খানিকটা বাঙালীয়ানায় ভরিয়ে দিতে চায়। আমাদের সব পোস্ট দ
প্রিয় মানুষের থেকে পাওয়া ফুলও যে যত্নে রাখে.. তার জন্য একটা শাড়িও অনেক কিছু ❤️
💜 প্রতিদিন সকালে যদি তোমার চুলের গন্ধ ঘুম ভাঙতো কিংবা দেখা যেতো পুরো লেপটা একাই মুড়িয়ে ঘুমিয়ে আছো,
আমিও আদর করে তোমাকে বুকে নিয়ে ভাবতেই পারিঃ
"আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।"
💜 হয়তো তোমার নাকের সাথে আমার ঠান্ডা নাক ছুয়ে গালের দিকে নেমে নিয়ে নিতাম তোমার গন্ধ, নিতেই থাকতাম,
💜 তুমি শুধু ছোট্ট খুকীর মত ঘুমের ভান করে থেকো।
💜 পাশে বসে ভূতের মুভি দেখতে বসলে আমার হাতটা ধরে রেখো
। হাতটা ধরে রেখে রাস্তায় কিংবা রিকশায়, সবখানে..
অথবা মাঝেরাতে খুব এলোমেলো হলে ঘুমের ঘোরেও আমাকে ছেড়ো না।
💜 ঘর এলোমেলো করার দায়ে শাড়ির আঁচলে পেঁচিয়ে রেখো, তারপর নরম হাতে কানমলা দিলেও বলবোঃ
ভালোবাসি।
💜 যদি ভুল করে ফেলে যাই ওয়ালেট কিংবা প্রিয় ঘড়ি মনে করিয়ে দিয়ো।
💜 হয়তো জেনে যাবে একদিন,
হাজার মেয়ের সাথে গল্প করার অভ্যেস আমার যায় নি কিন্তু হাজার মেয়ের সাথে তোমাকে মেপো না, নিজেকে তাদের দলে ন
আসলে পৃথিবীতে কেউ শুধু একটা মানুষের জীবন নিয়ে আলাদা করে বলতে পারেনা। আমার একার জীবন বলে কিছু হয়না, অনেক টা ওই মাধবীলতার থোকার মতো এক সঙ্গে জড়িয়ে থাকে অনেকগুলো মানুষের গল্প; আমরা একলা আসি, একলা যাই শুধু একলা বেঁচে থাকতে পারিনা, আর তাই আমাদের জীবনে কিছু বন্ধু যেমন জরুরী, প্রিয় মানুষও জরুরী। বন্ধু বা প্রিয় কারো জন্যে এই গরমে সবুজ শাড়ির সাথে ম্যাচিং সবকিছুর সাথে একটা চিরকুট না হয় পৌছে যাক- "এই যে শুনছেন? আপনাকে অনেক ভালোবাসি..৷ আবার যেদিন দেখা হবে এই শাড়ির সাথে ম্যাচিং করে পরতে ভুলে গেলে চলবে না।" ভালোবাসা প্রকাশে দিন লাগে না, বিশেষ দিন ছাড়াই একদিন কিছু ফুল নিয়ে এক গাল হাসি নিয়ে মানুষগুলোকে মনে করিয়ে দিতে হয় - We do care about them, Maybe we don't show that, but they are important 🌺 বিঃদ্রঃ শাড়ির সাথে ব্লাউজপিস সবসময় কাটা থাকে না, সেক্ষেত্রে আলাদা করে কেটে নিতে হবে। আর ছবির থেকে শাড়ির রঙের সামান্য
ভালোবাসা সুন্দর 🎉
বাড়ির যে নারীরা আমাদের সব খেয়াল রাখে, আমরা তাদের ভালো লাগার খেয়াল রাখি তো ?
একটা ফোন পেয়েছিলাম আমরা ... আমার স্ত্রী মা হবে .. তার জন্য কি করবো ভেবে পাচ্ছিলাম না, আচ্ছা ওর জন্য তিনটা পছন্দ করেছি ...। কি যে করি - তিনটাই দিয়ে দেন। আর সুন্দর একটা চিঠি দিয়েন...। আর হ্যা ওর শাড়ি পরতে একটু কষ্ট হয় .. শাড়ি আটকানোর পিন দিবেন কষ্ট করে ...।
"কাউকে ভালোবাসলে তাকে বলে দেওয়া উচিত! তার জন্য মন থেকে যতটুকু করা যায় করা উচিত, জীবন খুবই ছোট, আজ আছেন কাল নাও থাকতে পারেন, তাকে বলে দিন, পৃথিবীতে সবচেয়ে সুন্দর শব্দটা! পুরো একটা জীবন একবুক আফসোস নিয়ে ম'রে যাওয়ার চেয়ে, আমি আপনাকে ভালোবাসি' বলে মরে যাওয়ায় ভালো! পান আর না পান তবুও বলে দিন,নয়তো কোনো এক ক্লান্তি বিকেলে গোধূলির আলো আধারে বেলকুনিতে বেতের চেয়ারে চায়ের চুমুকের পর একটা দীর্ঘনিঃশ্বাস ফেলে ভাবতে হবে, যদি সে দিন বলেই দিতাম 'ভালোবাসি', হয়তো আজ
প্রিয় শব্দটা আমার কাছে কেবল তোমার জন্যেই পূর্ণতা পায় ...
🔥🔥 ঈদ স্পেশাল ইরাবতী প্যাকেজ! 🔥🔥
মাঝে মাঝে শাড়ি পরা ভালো। শাড়ির যে ক্ষমতা আছে পৃথিবীর অন্য কোনো পোশাকের এই ক্ষমতা নেই। শাড়ি একটি মেয়ের পার্সোনালিটি বদলে দিতে পারে। বদলে দিতে পারে মন খারাপের সময়টা ...।
আজকে আসছে অনেকগুলো প্যাকেজ ... চোখ রাখুন আদুরেতে ..।
অর্ডার করতে চাইলে দ্রুত অর্ডার কনফার্ম করুন।
সারাদেশে ক্যাশ অন ডেলিভারীতে প্রোডাক্ট পাঠানো হয়।
আমাদের বিকাশ মার্চেন্টে ১০০/- টাকা পেমেন্ট করে।যে কেউ আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন। ঢাকায় ৭০/- টাকায় (১-৩ দিন) ও ঢাকার বাইরে ১৫০/- টাকায় (২-৫ দিন) ডেলিভারী চার্জে দ্রুত পেয়ে যান ডেলিভারী।
🛍আদুরে থেকে দুই বা ততধিক শাড়ি কিনলে ডেলিভারী চার্জ একদম ফ্রি 🛍
বিঃদ্রঃ শাড়ির সাথে ব্লাউজপিস সবসময় কাটা থাকে না, সেক্ষেত্রে আলাদা করে কেটে নিতে হবে।
আদুরের সাথেই থাকুন।
আদুরে - Adure" শাড়ি বা গহনাসহ আপনার প্রিয় মানুষ বা আপনার
তোমায় হৃদ মাঝারে রাখবো , ছেড়ে দিবো না ❤️
যোগাযোগ না হলেও কিছু মানুষ সবসময় প্রিয়'ই থাকে! 🖤
চমৎকার শাড়িটি পাবেন আমাদের কাছে।
📸 জেরিন খান
১০% ক্যাশ ব্যাক! ঈদ-উল-আজহা ২০২২ উপলক্ষে আদুরে শপের বিকাশ মার্চেন্ট নাম্বারে পেমেন্টে করলেই পাবেন ইনস্ট্যান্ট ১০% ক্যাশ ব্যাক। ☎+8801848-333096 ( bKash Merchent) অথবা, নিচের লিংকে ক্লিক করে পেমেন্ট করতে পারবেন। https://shop.bkash.com/adure-shop01848333096/paymentlink ✅ একজন কাস্টমার একদিনে সর্বোচ্চ ২০০ টাকা ক্যশব্যাক পাবেন এবং পুরো ক্যাম্পেইন সময়ব্যাপী ৩০০ টাকা ক্যাশব্যাক পাবেন। ক্যাম্পেইনের সময়সীমাঃ ২৬শে জুন থেকে ১১ জুলাই বিঃদ্রঃ ক্যাশ ব্যাক বিকাশ কোম্পানী দিবেন তাই যারা ক্যাশ অন ডেলিভারি নিবেন তাদের জন্য কোন ছাড় বা ডিসকাউন্ট প্রযোজ্য হবে না এবং ডেলিভারি চার্জ অবশ্যই অগ্রীম বিকাশ/নগদ পেমেন্ট করতে হবে। ☎ +8801848333096 (Bkash Marchant) ☎ +01685001051 (Personal) #আমাদের ফেসবুক পেজঃ www.facebook.com/adureshop ইন্সটাগ্রামঃ www.instagram.com/adure.shop
আমি যখন বিয়ে করবো, তখন আমার বরের সাথে আমার একটা সংসার হবে। সেই সংসারে আমরা একে অপরের পার্টনার হবো, কিন্তু বিজনেস পার্টনার না। সংসারে ইনভেস্টমেন্ট আমাদের দু'জনেরই থাকবে, কিন্তু সেটা ফিফটি ফিফটিই হতে হবে এমন কোনো কথা নেই! আমার যদি কখনো মনে হয় কাজ না করে দুইমাস ঘরে বসে সংসার সামলাবো এবং এটা যদি আমার বরের জন্য বার্ডেন হয়ে না যায়, তাহলে আমি অবশ্যই দুইমাসের ছুটি নিবো। একই ব্যাপার হবে আমার বরের ক্ষেত্রে। আমার যদি অতটুকু আর্থিক সামর্থ্য থাকে একা সংসার চালানোর। তাহলেও সেও ইচ্ছে করলে কাজ থেকে ছুটি নিতে পারবে। এই সময়টায় আমরা যদি কোথাও ট্যুরে যাই, তাহলে যার ইনকাম থাকবে তার টাকাতেই যাবো। যদি এক্সপেন্সিভ কোনো শপিং করতে ইচ্ছে করে, সামর্থ্য থাকলে তাও করবো। আবার, যখন দু'জনেরই ইনকাম থাকবে তখনও সংসার খরচ এবং ব্যক্তিগত খরচ দুটোই দু'জনের ইনকাম মিলিয়ে যা হয় তার থেকেই চলবে৷ হয়
তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না, আমি বুঝেছিলাম সময় চাইছো; তুমি বলেছিলে "আকাশে কী মেঘ করেছে দেখো?", আমি বুঝেছিলাম তোমার মন খারাপ। তুমি বলেছিলে "চুলে জট বেধেছে"; আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো। তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে; আমি বুঝেছিলাম সাক্ষাত চাও। তুমি বলেছিলে,অন্ধকারে আমার বড্ড ভয়; আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে; তুমি বলেছিলে সমুদ্রে যাবে; আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো। তুমি বলেছিলে নীল প্রিয় রঙ, আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে; তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে, আমি বুঝেছিলাম চুমু খেতে চাইছো; তুমি বলেছিলে অংক ভালো লাগেনা, আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো; তুমি বলেছিলে " আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে", তুমি বলেছিলে,এই হুটহাট দেখা করা,অসময়ে ফোন করা আর তোমার ভালোলাগছেনা; আমি বুঝে গিয়েছিলাম,বিচ্ছেদ চাইছো। তারপর অলি
মাঝেমধ্যে একটু থামতে হয়... যখন অতিরিক্ত ভালোবাসা প্রকাশ হয়ে যায় তখন একটু স্পেস দিতে হয়... নিজেকে ব্যস্ত রাখতে হয় যাতে অপর মানুষটা আপনাকে অনুভব করার সুযোগ পায়... সব সময় একইভাবে যদি আপনি আপনার ভালোবাসা প্রকাশ করে যান, তাহলে মানুষটা আপনার শূন্যতা অনুভুব করতে পারবে না !!☺ শাড়ির প্যাকেজ অর্ডার করতে এখনই আমাদেরকে মেসেজ করুন।
আদুরের ভালোবাসা পৌছে যাচ্ছে প্রিয় মানুষের ঠিকানায়... কেউ অভিমানী মানুষটার রাগ ভাঙাতে ... কেউ বা কারন ছাড়াই প্রিয় মানুষটাকে সারপ্রাইজ দিতে অর্ডার করে ফেলেছেন। সুন্দর করে সাজিয়ে দেয়া প্যাকেটগুলো পৌছে যাচ্ছে প্রিয় মানুষের কাছে ...। কেউ আবার সাথে চকলেট এড করে দিচ্ছেন। কেউবা নিজের কথার একটা চিঠি। আদুরে আপনার অর্ডার যে কোন গিফট প্যাকেজই চেষ্টা করছে সুন্দরভাবে আপনার প্রিয় মানুষের কাছে পৌছে দেয়ার। স্টক ফুরিয়ে যাওয়ার আগেই এই প্যাকেজটি অর্ডার করে রাখুন। ধন্যবাদ। আদুরে বিজনেস হোয়াটস এপ - সরাসরি এজেন্টের সাথে কথা বলতে - 01685001051 অথবা - এই লিংকে ক্লিক করলে সহজেই অর্ডার করুনঃ https://wa.me/message/UVOBPLGTHGFXC1 #adureshop #combopack #sareecombo #couple #adure #love #Falgun #Resonable #saree #tip #necklace #gajra #ayna #mehedi #payel #Jhumka #Choker #churi #bangaliana #clothing #newcollection #trending #offer