রংমশাল
�পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন��?
আপনার জীবনের কঠিন সময়গুলোতে যে বন্ধুটা আপনাকে একটা ম্যাসেজ দিয়ে বলেছিলো, "চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে!"
কঠিন সময়কে কাটিয়ে উঠার পর সেই বন্ধুকে ম্যাসেজ দিয়ে একটা 'ধন্যবাদ' দিতে ভুলবেন না যেন!
~আরিফ আজাদ।
আজ "Boyfriend Day" তে একটা বফ না থাকায় আফসোস করতে করতে শে'ষ হয়ে যাওয়া আমি! 🙂
সবশেষে তোমারে যে পাইলো সে যেনো ফুল ভালোবাসে; সে যেনো তোমারে সামলায় ঠান্ডা মেজাজে। সবশেষে তোমারে যে পাইলো সে যেনো যত্ন কইরা ভালোবাসে তোমারে!...🖤🌸
#রংমশাল
রাসুলে কারীম (সা:) বলেছেন,
"যে ব্যক্তি আমার সুন্নত কে ভালোবাসলো সে যেনো আমাকেই ভালোবাসলো। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে।"
[বুখারী,মুসলিম,মিশকাত ৩০]
সময় বদলাতে বাধ্য!
আজ যার কাছে নিজের মনের কথা বলতে না পারলে অস্থির লাগে, একদিন দারুণ সব সুসংবাদেও তার কথা আর মনে পর্যন্ত পড়বে না। এমনকি দুঃ'খ সময়ে কাতর হয়েও তার চৌকাঠ আর মাড়ানো হবে না।
কোনো প্রিয় জিনিস বেশিদিন প্রিয় এর তালিকায় থাকে না, তার জায়গা দখল করে নেয় নতুনে। তি'ক্ত হলে এটাই সত্য যে আজকে যাকে প্রিয় মানুষ বলে ভালোবাসার দাবি নিয়ে সুখে ভরিয়ে দিচ্ছেন। ঠিক কিছু বছর তার জন্য আর এমন অনুভূতিটা থাকবে না। হাওয়াই মিঠাইয়ের মতোন শূন্যে মিলিয়ে যাবে।
দুঃ'খগুলো য'ন্ত্র'ণাদায়ক হলেও অস্থায়ী। দুঃ'খকে চিরজীবনের সঙ্গী ভেবে তাকে বুক পেতে দেওয়ার কোনো মানেই হয় না। সুখ যেমন পালা করে আসে দুঃ'খগুলোও প্রয়োজনে আসে আবার প্রিয়জন পেলে ফুরিয়ে যায়।
সময়ের এই দারুণ রঙ বদলে কাল কি হবে আমরা কিচ্ছুটি জানি না। তাই কালকের ভাবনায় বিভোর না থেকে আজকে যেটুকু সুখ হাতের নাগালে পাওয়া যায়, তাকে উড়িয়ে না দিয়ে উপভোগ করা উচিত। নয়তো শেষ সময়ে সুখের স্মৃতিতে বিচরণ করার মতোন কোনো সুযোগ থাকবে না।
_ নাবিলা তাসনিম
কেউ আপনার অকল্যাণ চায় সেটা বুঝতে পেরেও তার সাথে হাসিমুখে কথা বলা, তার বিপদে এগিয়ে যাওয়া, তার সাথে সম্পর্ক রক্ষা করে চলা—এসব খুব উঁচু স্তরের ধৈর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার খুব সালেহিন বান্দা না হলে ধৈর্যের এমন স্তরে পৌঁছানো যায় না।
—আরিফ আজাদ♥
এখন অক্টোবর মাস। একবার ভেবে দেখুন তো এই বছরের গত জানুয়ারিতে আপনি যার কাছে প্রিয় ছিলেন-এখনও কি সেইভাবে প্রিয় আছেন? মাত্র দশ মাসের ব্যবধানে তার কাছে প্রিয় থেকে অপ্রিয় হয়ে উঠেছেন, অথচ সে কথা দিয়েছিল সারাজীবন পাশে থাকবে!😊🖤
যতবার মানুষের সাথে মিশতে চেয়েছি; ততবার বুঝিয়ে দিয়েছে একা থাকাই ভালো!যতবার মানুষের সাথে মিশতে চেয়েছি; ততবার বুঝিয়ে দিয়েছে একা থাকাই ভালো!
আমি প্রচন্ড অভিমানী হয়ে জন্মেছি। এজন্যে জীবনে অনেক কষ্টও পেয়েছি। আমার জীবনের অভিজ্ঞতা থেকেই বলছি। মানুষের চরিত্রে অভিমান যত কম থাকে, ততই ভালো। অভিমান মানুষকে বড় কষ্ট দেয়।
—হুমায়ূন আহমেদ
কাউকে গভীর ভাবে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলাটা একটা সমস্যা! তারে ছাড়া আর কারো সাথেই কথা বলতে ভাল্লাগেনা! তারে ছাড়া ভা'ল্লাগেনা! তার সাথেই সারাদিন কথা বলতে ইচ্ছে করে। তার আশেপাশে কাউকে সহ্য হয়না! সে একটু দেরি করে রিপ্লাই দিলে রা'গ উঠে,পাত্তা কম দিলে নিজেকে অ'সহায় লাগে!
আপনি কি এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন? অভিনন্দন আপনি গে'ছেন! শান্তি আর পাবেন না!🙂
- সংগৃহীত
~" যদি তোমার চেষ্টার দ্বারা আল্লাহ একটি লোককেও হেদায়াত দেন, তবে তা হবে তোমার জন্য একপাল লাল উটের চেয়ে উত্তম "।
আবু দাউদঃ ৩৬৬১
জীবন থেমে থাকার জিনিস নয়,
জীবন মানেই এগিয়ে যাওয়া।
সকল খারাপ সময়ের গল্প বাদ দিয়ে,
ভালো সময়ের দিকে এগিয়ে যাওয়ার
নামেই জীবন।
লেখাঃ মাহবুব সরদার সবুজ
এক ব্যক্তির বৌ হঠাৎ মারা গিয়েছে।তাকে কবরস্থানে নিয়ে যাওয়ার সময়ে লোকটা জোরে জোরে চিৎকার করে কাঁদছিলো।
---- ওগো তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলো গো,এখন কে আমাকে ফোন করে জানতে চাইবে আমি কেমন আছি,খেয়েছি কিনা?আর যে আপন বলতে কেউ রইলো না আমার।😭😭
পথে যেতে যেতে এই দৃশ্য দেখে একটা মেয়ে তার বন্ধবীকে বললো,
--- আহারে দেখ বেচারার কতো ভালোবাসা,আমি যদি একবার এর মোবাইল নম্বরটা পেতাম ঠিক এর সাথেই প্রেম করতাম।
এটা শুনে লোকটা আরোও জোরে চিৎকার দিয়ে কেঁদে উঠলো,
--- ওগো আমায় ছেড়ে কেনো চলে গেলে তুমি,এখন আমাকে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর টু ট্রিপল নাইন ডবল জিরো নম্বরে ফোন দিয়ে কে জিজ্ঞেস করবে আমি কেমন আছি,খেয়েছি কিনা।আমার যে আপন বলতে কেউ রইলো না।।😭
©️প্রদীপ চন্দ্র তিয়াশ
In Relationship : After breakup :
একটা টক্সিক,কষ্টদায়ক সম্পর্কে মন খারাপ করে থাকার চেয়ে ব্রেক-আপ করে হাসিখুশি থাকা অনেক ভালো!'❤️ ৩০ বছর কান্না করার চেয়ে ৩ মাস কান্না করে হাসিখুশি থাকা ভালো ❤️
একটাবার ভাবুন তো!
কেয়ামতের দিন সকলের ভীড়ে আপনি দাঁড়িয়ে ভয়ে থরথর করে কাঁপছেন এমন সময় পিছন থেকে আপনার নাম ধরে মধুর কন্ঠে ডাক দিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) বললেন, আমার সঙ্গে জান্নাতে এসো, তুমি আমার উম্মতের একজন 💜
ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে!♡
"অবশ্যই তুমি পাবে,যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম কিছু!" 🌸
[সূরা_আনফাল :- ৭০]❤️
কখনো ভুলে যেওনা আল্লাহ তোমার পাশে আছেন।
একজন মা তার সন্তানকে যতটা না ভালোবাসেন তিনি তার চেয়ে বেশি তোমাকে ভালোবাসেন। সুতরাং তার কাছে তোমার হৃদয় ঢেলে কাঁদতে লজ্জা পেওনা।
—ড. বিলাল ফিলিপস।
মানুষটা বোকা বলে তাকে চালাক হওয়ার জন্য যা তা বলেন।
অথচ আপনি জানেন না একটা চালাক মানুষের চাইতে একটা বোকা সাদামাটা সহজ সরল মানুষ ঢের বেশি ভালো।
কারণ বোকারা কখনো চালাকি করে জায়গা বদলায় না।
কিন্তু চালাক মানুষ কখন চালাকি করে আপনার জায়গাটা বদলে দিবে আপনি বুঝতেও পারবেন না।
~ সিরাজাম মুনিরা
বিজ্ঞজনেরা বলে কখনও কাউকে ভালবাসলে তাকে বিয়ে করো না । ভালবাসা হল বেনারসী শাড়ির মত, ন্যাপথালিন দিয়ে যত্ন করে আলমারিতে তুলে রাখতে হয়, তাকে আটপৌরে ব্যবহার করলেই সব শেষ।
- সমরেশ মজুমদার (সাতকাহন)
আজ ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার
১২ রবিউল আউয়াল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) এর জন্মদিন ❤️
সকল ঈদের সেরা ঈদ ইদে মিলাদুন নবী (সাঃ)।
যে নবী না আসলে আমরা কোন দিন আসতে পারতাম না। এই নবি মরুভূমির বুকে জন্ম নিয়েছেন
সবাইকে পবিত্র ইদে-মিলাদুন-নবী (সাঃ) এর শুভেচ্ছা।
(আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসুলাল্লাহ)
আমি অনেক কিছুই ভেবেছি কিন্তু কিছুই করতে পারিনি। জীবনের ব্যস্ততা কোথায় আমি খুজে পাচ্ছি না। নিজেকে চিনতে অনেক চেষ্টা করেছি বাট সেটা পারছি না। কোথায় আমার কষ্ট কোথায় আমার দুঃখ সেটা উপলব্ধি করতে পারছি না। আমি আসলে কি ভাবছি কি চিন্তা করছি কোন কিছুরই উত্তর খুঁজে পাচ্ছি না। এর নামই কি যন্ত্রনা না কষ্ট?
চাকরির চমৎকার এক ইন্টারভিউ ~
বোর্ড-- আপনার দক্ষতা কী?
প্রার্থী-- আমি ভাল বিরিয়ানি বানাতে পারি।
বোর্ড- কোন জিনিসের প্রতি আপনি দুর্বল?
প্রার্থী- এক প্লেট বিরিয়ানি!
বোর্ড- আপনার পূর্বের চাকরির জটিলতা কী ছিল? এবং সেটা কিভাবে মোকাবেলা করতেন?
প্রার্থী- বেতন দেরীতে পেতাম, তাই অনেক সময় বিরিয়ানি খেতে পারতাম না! কখনো কখনো ধার করে বিরিয়ানি খেতে হতো!
বোর্ড- আপনার সহকর্মীদের কিভাবে সাহায্য করতেন?
প্রার্থী- আমার সহকর্মীরা যখন নার্ভাস হয়ে পড়ত তখন তাদের বিরিয়ানির দোকানে নিয়ে যেতাম এবং খেতে উৎসাহিত করতাম।
বোর্ড- আপনার স্মরণীয় ঘটনা কী?
প্রার্থী- অফিস থেকে বাড়ি ফিরে যেদিন দেখতাম ডিনারে বিরিয়ানি!
বোর্ড- আগামী দশ বছরে আপনার পরিকল্পনা কী?
প্রার্থী- পর্যাপ্ত অর্থ উপার্জন করা এবং একজন নিজস্ব বাবুর্চি রাখা, যে কিনা মাখ্খন বিরিয়ানি পাকাতে পারে।
বোর্ড- আপনি কখন ব্যাথিত হন?
প্রার্থী- যখন বিরিয়ানির ভরা প্লেটটা খালি হয়ে যায়!
বোর্ড- পূর্বের চাকরির সেরা সুবিধা কী ছিল?
প্রার্থী- সেখানে লাঞ্চে বিরিয়ানির ব্যবস্থা ছিল।
বোর্ড- চাকরিটা ছাড়লেন কেন?
প্রার্থী- লাঞ্চে বিরিয়ানি বন্ধ করে দিয়েছিল!
বোর্ড- এখানে আপনার চাওয়া পাওয়া কী?
প্রার্থী- প্রতিদিন বিরিয়ানি খেতে পারি- সেই পরিমাণ বেতন। বছরে আকর্ষণীয় বোনাস- যাতে পরিবার ও বন্ধুদের বিরিয়ানি খাওয়াতে পারি!
বোর্ড- আমরা যদি আপনাকে বাতিল করি?
প্রার্থী- প্রথমত কষ্ট পাবো, দ্বিতীয়ত নিজেকে motivate করতে দুই প্লেট বিরিয়ানি খাব।
বোর্ড- আপনি সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, আপনাকে নিচ্ছি আমরা।
প্রার্থী- চলুন, বিরিয়ানি খেয়ে আসি!
বোর্ড- Desert-এ কী খাবেন?
প্রার্থী- ছোট বাটিতে করে বিরিয়ানি খাব।
Collected
নারীকে কখনো ধরে বেঁধে ভালোবাসা আদায় করা যায়না। সিংহ ভাগ পুরুষ নারীকে দখল করতে চায়। নারীতো দখল করার জিনিস না। তাকে অর্জন করতে হয়।
সব পুরুষ নারীর আল্হাদ বুঝেনা৷ নারীর ছোটছোট আবদার বুঝেনা। কোটি টাকা লাগেনা। খুব অল্পতেই তারা খুশি হয়ে যায়। অথচ এই অল্পটুকু দিতেই আমরা কার্পন্য করি।
জানি পুরুষ সারাদিন কাজ করে। সংসারের জন্য নিজেকে সেক্রিফাইজ করে। কিন্তু একটা নারী বিসর্জন দেয় সোজা হৃদপিণ্ড।
পুরুষ একটু বুঝলেই নারীকে ভালোবাসার ভালোবাসার চাদরে ঢেকে রাখতে পারে আমৃত্যু।
সুখ কাকে বলে? কিভাবে আপনি সুখকে ডিফাইন করবেন? সুখতো টাকায় কেনা যায় না। সুখ আছে নিজের মানুষটাকে নিয়ে অল্প খেয়েও, অল্প পরেও তাকে নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার মাঝে।
|| মুগ্ধ মাহমুদ ||
যে কোন সম্পর্ক টিকে থাকে, আলাপে, কথায়, ভাষায়। কিন্তু কেউ যখন সব কথার উত্তর হিসেবে শুধুই “নীরবতা” আঁকড়ে ধরে, তখন বুঝে নিতে হবে , যা কিছু তাদের মধ্যে ছিল, তার পুরোটাই শেষ হয়ে গেছে ।
যে কোন আলাপের প্রতি উত্তরে, সব চেয়ে স্পষ্ট, শক্তিশালী এবং ভয়ানক জবাব হল “নীরবতা”।
যেদিন থেকে কেউ তার অভিযোগ, অনুযোগ, রাগ, ক্ষোভ, তর্ক, যুক্তি, অভিমান, শাসন, বারণ, ছেড়ে শুধুমাত্র চুপ থাকাটাকে বেঁছে নেবে, সেদিন থেকে সেই সম্পর্কের আর কিছু অবশিষ্ট থাকে না ।
প্রতিটা সম্পর্ক শেষ হবার পরেও "একটা কিছু" থাকে। হয়ত তার নাম অভিমান , রাগ ক্ষোভ, ঘৃণা...... কিন্তু নীরবতাকে বেঁছে নিলে সেই “একটা কিছুও” আর থাকে না।
কেউ নীরব হয়ে গেলে বুঝে নিতে হবে। পরিচয়ের আগে যে অপরিচিত দুটো মানুষ ছিল , চুপ হয়ে যাওয়া মানুষটি আবার সেখানেই ফিরে গেছে । সে আজ শুধুই অপরিচিত।
লেখা-Foring camelia
"ভেঙ্গে পড়োনা, নিরাশ হয়োনা, সাহায্য আসবেই,এটা আল্লাহর ওয়াদা,জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটে" 🌸
[সূরা বাকারা, আয়াত: ২১৪]
—মানুষ জীবনে একবার হলেও ভয়াবহ ভাবে
কারো প্রেমে পড়ে!
আর এই প্রেমের মোহ জীবনেও কাটেনা!
—হুমায়ূন আহমেদ
কি লাভ গনিত বই পড়ে,
যেখানে তাড়াতাড়ি বিয়ে করার কোনো সূত্র নেই।🙃🙃
মেয়েরা সব সময় চায় তার লাইফ পার্টনারটা যেনো তার বাবার মতো হয়। শুধু তিনবেলা নিয়ম করে ভালোবাসি বললেই ভালো লাইফ পার্টনার হওয়া যায় না৷ যাকে তিনবেলা ভালোবাসি বলা লাগে তেমনি তিনবেলা নিয়ম করে তার যত্নও নিতে হয়। কারন ভালোবাসা ভালো থাকে যত্নে। প্রতিটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা। আপনি যদি সেই রাজকন্যাকে ভালোবাসেন তবে আপনাকে ঠিক তার বাবার মতো করেই তাকে আগলে রাখতে হবে। একটা মেয়ের প্রথম ভরসার জায়গা তার বাবা-মা। এরপর সে তার জীবনে এমন একটা মানুষকে চায় যাকে সে ঐ মানুষ গুলোর মতো করেই বিশ্বাস এবং ভরসা করতে পারবে। বাবা-মায়ের পরে জীবনে সত্যিই এমন একটা মানুষ থাকা দরকার। যে তোমার মুখ দেখলেই বুঝে যাবে আজ তোমার মন খারাপ। যার কাছে তুমি তোমার মনের সমস্ত কথা অনায়াসেই বলতে পারো। যার বুকে মাথা রেখে মন হালকা করার জন্য ইচ্ছে মতো কান্না করা যায়। যে খুব যত্নে আগলে রাখবে। ভুল করলে খুব বকবে। বকা দিয়ে আবার তোমার রাগও ভাঙ্গাবে। যে শাসন করবে আবার ভালোও বাসবে। রাস্তা পার হওয়ার সময় শক্ত করে হাত ধরে থাকবে। ঠিক যেমন ছোট্ট বেলায় তোমার বাবা তোমার হাত ধরে রাস্তা পার করাতো। ভালোবাসতে হলে কেবল ভালোবাসাই যথেষ্ট নয়। যত্ন, দায়িত্ব, ভরসা এবং বিশ্বাস সবটা মিলেই ভালোবাসা।
Zannatul Eva
তোমাকে ভুলতে চেয়ে আরো বেশি
ভালোবেসে ফেলি
তোমাকে ছাড়াতে গিয়ে আরো
বেশি গভীরে জড়াই,
যতোই তোমাকে ছেড়ে যেতে চাই
দূরে
ততোই তোমার হাতে বন্দি হয়ে পড়ি,
তোমাকে এড়াতে গেলে এভাবেই
আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে যাই
- তোমাকে ভুলতে চেয়ে আরো বেশি
© মহাদেব সাহা
..
হঠাৎ করেই একদিন আপনার দোয়া গুলাে কবুল হয়ে যাবে। যে দোয়া করতে গিয়ে আপনার কন্ঠ হয়েছিল কান্না বিজরিত, চোখ দিয়ে ঝরছিলাে অজস্র জল! ❤️
সেই দোয়া যখন হুট করে মহান রব্বুল আলামীন কবুল করে নিবেন, সেদিনও আপনার চোখজোড়া ভিজে উঠবে আনন্দের অশ্রুকণায়,ইনশাআল্লাহ।
সেদিন হয়তাে ফিসফিস করে বলে উঠবেন "হে আমার পালনকর্তা! আপনাকে ডেকে আমি কখনাে নিরাশ হইনি" ❤️
~( সুরা মারইয়াম ১৯ঃ৪)।
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে কারো জীবনে তোমার গুরুত্বটা বুঝতে পারা...
কেউ তোমাকে ভু'লে গেলো কেনো, খোঁজ নেয় না কেনো, জন্মদিনে খাওয়ালো না কেনো, হ্যাং'আউটে ইনভাইট করল না কেনো,
ই'গ্নোর করল কেনো, টেক্সটের রিপ্লাই দেরিতে দিল কেনো, কল করলো না কেনো – এসব বিষয়ে কখনো জানতে চাওয়া উচিত না..
যেই টেবিলে কিনা তোমায় পাশ থেকে চেয়ার এনে বসতে হবে, সেই টেবিলে না বসাই ভালো..🤍
লেখাঃ সংগৃহীত
যেখানে তোমার কোন ভুল নেই সেখানে কখনোই মাথা নত করবে না। আর যেখানে সম্মান নেই সেখানে কখনোই অবস্থান করবে না।
ঈদে ফ্যামিলি প্রবলেম যাদের আছে তাদের জীবনে ঈদ হারিয়ে গেছে, 'শান্তি' হারিয়ে গেছে, একজন কে ভালোবেসে যারা বিলীন হয়ে গেছে, তাদের জীবনে ঈদ হারিয়ে গেছে। যাদের জীবনে বাবা নাই তাদের জীবন থেকে ঈদ হারিয়ে গেছে। বার বার কষ্ট পেয়ে কান্না করা মানুষ গুলোর ঈদ হারিয়ে গেছে। তবুও তারা ফিরে আসুক,তাদের মনে, তাদের জীবনে শান্তি আসুক। ঈদের আনন্দ উপভোগ করুক।
ঈদ মোবারক 🌙
যাকে তুমি অনেক বেশি ভালোবাসো তাকে তুমি তোমার ভালোবাসা বোঝাতে যেওনা। সে তোমার ভালোবাসাকে কখনো বুঝতে চাইবে না। অবহেলা করবে তখন তুমি কষ্ট পাবে।
যারা ex দের সাথে অন্যায় করছো তাদের কপালে-
এমন এক ব্যাডা আইসা জীবনে জুটবে দেখা যাবে সে বই পড়ে না,গান শুনে না,মুভি দেখে না,meme বুঝে না,চা খায় না,বৃষ্টি দেখলে বিরক্ত হয়,ছবি তুলতে গেলে রোবটের মতো খাড়ায়া থাকে এবং আমার কোন কর্মকাণ্ড ই তার কাছে সুবিধার লাগতেছে না।
সারাক্ষণ কপাল কুচকায়ে ভাববে যে "এ কই থেকে কি ধরে আনলাম!"😑
যারা আমাকে পেয়ে আনন্দিত আমি তাদেরকে পেয়ে আনন্দিত। যারা আমাকে পছন্দ করে আমি তাদেরকেই পছন্দ করি।
জীবনে কাউকে কষ্ট দিয়ে আঘাত করার আগে ভেবে দেখেন আপনি আঘাত পেলে কেমন লাগে। প্রকৃতি তার নিজস্ব নিয়মে আপনাকেও একদিন সেই আঘাত ফিরিয়ে দিবে।
একটা মানুষ সাতটা বছর আমার জন্য অপেক্ষা করেছে।
প্রতিষ্ঠিত হওয়ার পর বাবা আমার জন্য মেয়ে দেখা শুরু করে, অনেক বোঝালাম কিন্তু কোনো লাভ হয়নি।
সিদ্ধান্ত নিলাম বাসা থেকে বেরিয়ে যাবো, তখন বাবা বললেন,
আমি তোকে জন্ম দিয়েছি, ৩০ টা বছর খাইয়ে পরিয়ে বড় করেছি আর তুই একটা মেয়ের জন্য আমাদের ছেড়ে যাবি।
আমি নরম স্বরে বললাম, বাবা আমি তোমার একমাত্র সন্তান, তুমি বাবা হিসেবে এটা তোমার দায়িত্ব ছিলো, আমিও সন্তান হিসেবে আমার দায়িত্ব পালন করবো, কিন্তু যেই মানুষটা দীর্ঘ সাতটা বছর আমার জন্য অপেক্ষা করেছে, অনেক ভালো ভালো বিয়ের ঘর ফিরিয়ে দিয়েছে সেই মানুষটাকে আমি ফিরিয়ে দিতে পারবো না।
আমায় মাফ করে দিও।
আলহামদুলিল্লাহ আগামী মাসে আমার বিয়ে অপেক্ষায় থাকা মানুষটার সাথেই।
সিদ্ধান্ত আগে নিতে হয় তারপর ভালোবাসতে হয় তারপরেই দায়িত্ব নিতে হয়। যে মানুষটা কোন স্বার্থ ছাড়াই আপনার জন্য প্রহরের পর প্রহর অপেক্ষা করতে পারে তাকে ছেড়ে গিয়ে নয় পূর্ণতা দিয়ে কাছে রাখতে হয়।
~unknown
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
Dhaka
Nayapaltan
Dhaka
Regardless of Shaquie Ahmed's various contribution towards the music scenario of Bangladesh, he has brought before some amazing and soothing lyrics which has been instantly appreci...
Dhaka
The journey of being a RJ from 2007 to till 2016 will always amaze me. I will always cherish the mem
Dhaka
‘Hanif Sanket’ has been the popular name in every walk of life throughout the country
Dhaka
http://jobsdhaka.com [email protected] join JobsDhaka.com http://www.facebook.com/group.php?gid=105384333345