AaLok Tv 24
Take everyday as a chance to become a better muslim.
#বুয়েট পাস এমন একজনকে চিনি, যার বিবাহিত জীবনের ১৩টা বছর শুধু একটা বাচ্চা নেয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফলতা আছে কিন্তু পূর্ণতা নাই।
#ব্যাংকের এ,জি,এম এমন একজনকে চিনি, যার বউ দুইটা বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে। তার জীবনে সফলতা-পূর্ণতা সবই ছিলো, কিন্তু ভালোবাসাটা কপালে জুটেনি।
#আমাদের গ্রামের এক আত্মীয় আছে যিনি গরিব,দুঃখী,আত্মীয় স্বজন ঠকিয়ে এখন ১০০ বিগার উপরে জমি আর কোটি কোটি টাকার মালিক হয়েছেন, কিন্তু তার সন্তানদের মানুষ করতে পারেননি, ছেলেরা নেশাখোর, মেয়েটা এক বাটপার বিয়ে করেছেন। বউ দিনরাত অশান্তি করে এটাই পাপের ফল........আহ
#এম,বি,এ পাশ করা একজনকে চিনি, পড়ালেখা শেষ করে ভালো কিছু করার জন্যে চলে যান দেশের বাহিরে , তারপর বিবাহের প্রস্তাব দেন ১৪ বছরের ভালোবাসার মানুষটির পরিবারে। শুধুমাত্র ছেলে প্রবাসী বলে বিবাহ দেননি। ভালো চাকুরী মানেই কি সব কিছু??
#প্রেম করে পালিয়ে বিয়ে করা এক মেয়ের গল্পটা জানি, কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায় বিষ ঢেলে দিলো। ভালোবাসার জন্যে ঘর ছেড়েছিলো, সফলতা আসেনি কখনও।
#দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েটার গল্পটা জানি। শুধু গায়ের রঙটা কালো বলে প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকাপ করতে হয়েছিলো। সেরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গলায় ঝুলিয়েও সে সুখী হতে পারছে না।
#ক্যারিয়ার গঠনের জন্য যে মেয়ে, তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি, সে মেয়েটির শেষ পর্যন্ত বিয়েই হয়নি। টাকা পয়সা সব আছে কিন্তু স্বামী সংসার নেই।
#চাকুরী না পাওয়া তরুণের গল্পটাও করুণ। বেকার থাকার সময়ে প্রেমিকার বিয়ের আয়োজনটা থামাতে পারে নাই। চাকুরীটা হাতে পাওয়ার আগেই বাবা মারা গেলো। "সফলতা মানেই সুখ" বাক্যটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা।
#পুলিশের একজন এসপি-কে জানি, যিনি ভাগ্যের গেঁড়াকলে পড়ে; সন্তান হারিয়েছেন, স্ত্রীকে হারিয়েছেন, সংসার ও চাকুরি সব হারিয়ে, এখন ক্ষমতাহীন নিঃস্ব জীবন-যাপন করছেন। সফলতা তার জীবনে সুখ আনতে পারেনি।
#একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিলো। তিনি বলেছিলেন, "বিবাহের চার বছর পর থেকে স্বামী অসুস্থ। আজ বারো বছর হলো দুই সন্তান ও অসুস্থ স্বামী নিয়ে সংসার করছি। জীবনে কি পেলাম?" সবই ছিলো, ভালো চাকুরী, দুই সন্তান। শুধু অর্থই জীবনের সব কিছু, একথা তার কাছে হাস্যকর।
#এক পরিচিত বড় ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েও এখন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক।
#একজন এম এ(ফার্স্ট ক্লাস ১৬তম)এলএল বি পাশ করে ওকালতি প্রাকটিস ও কলেজের প্রভাষক পদ ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক!
আসলে জগতে কে সুখে আছে? টাকায় সুখ দিয়েছে কয়জনকে? জীবনে সফলতা মানেই কি সুখ? একটা জীবনে সুখী হয়ে মারা গেছে ক'জন!!
🙄সুখী দেখেছিলাম আমার এলাকার নসু পাগলাকে, সে এক বেলা পেট ভরে খেয়ে কি আয়েশী হাসিটাই না হেসেছিলো!! শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে তার চেয়ে সুখী আর কেও নাই!! আমরা যারা মানুষ, তাদের মন ভরে সুখ কখনো আসে না। আমরা কখনো পরিপূর্ণভাবে সুখী হতে পারি না। বাস্তবতা বড় ফ্যাকাশে, স্বপ্নের মতো রঙিন হয় না।
🌴একটু সুখের জন্যে অনেক কিছুর দরকার নেই। চলুন, আমরা মনটাকে একটু ভালো করি; ক্ষমতা ও অর্থের দম্ভ থেকে সরে আসি; হিংসা, লোভ, স্বার্থপরতা ত্যাগ করি; সৃষ্টিকর্তার তরে নিজেকে সপে দিই; আর কাউকে না ঠকাই।
আমাদের জীবন সুখের হবে।
ইন্নালিল্লাহ..
হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ কলরব মাহফিলে যাওয়ার পথে হঠাৎ হার্ট অ্যাটাক করেছেন।
আল্লাহ যেন সুস্থ করে দেন🤲🤲
রাতে আম্মুর হাতে রান্না করা খাবার খুব মজা করে খেয়ে রাত ১০টাই ঘুমিয়ে গেলাম । সকাল গেলো ঘুম থেকে উঠলাম না। আরামে ঘুমাবো বলে, আম্মু ডাকলো না। দুপুর হয়ে গেলো ঘুম থেকে উঠলাম না । এবার আম্মু অনেক ডাকলো আমি উঠলাম না। আম্মু চলে গেলো। একটু পর আবার আসলো, আবার আসলো। এবার অনেক ডাকার পরেও না উঠায়, আম্মু অনেক বকলো আমি তাও উঠলাম না। এইবার আম্মু একটা থাপ্পড় দিলো, তাও উঠলাম না।এবার আম্মু হাত ধরে টান দিলো কিন্তু আমার হাত পুরো শরীর নিয়ে নড়ে উঠলো। শরীর আমার পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে । আম্মু কিছু না বলে চুপ করে রুম থেকে বেরিয়ে আব্বুকে ডেকে নিয়ে আসলো। কিন্তু আব্বুও অনেক ডাকার পরও আমি উঠলাম না। এইবার আব্বু চোখের জল ফেলে বলছে, উঠে আয় তোকে আর কোন দিন কিছু বলবো না। যেমন করে থাকতে চাস থাক, তাও উঠে আয় তোকে আজকেই বাইক কিনে দিবো।আমি অবাক হয়ে দেখছি আব্বু এতো করুণা করে কোনোদিন আমাকে বলেনা অথচ আজ বলছে। আমি উঠে আসতে চাচ্ছি কিন্তু কিছুতেই উঠতে পারছিনা। এদিকে আব্বু নানান রকম লোভ দেখিয়ে বলছে উঠে আসতে । একটু পর আমার বাড়িতে অনেক মানুষ চলে আসলো।
ওদিকে আম্মু কাঁদছে কেউ আম্মুকে সান্ত্বনা দিচ্ছে কেউবা আব্বুকে কেউ ভাই বোনকে নানান কথা বলে বুঝাচ্ছে। একটু পরেই কয়েকজন এসে আমাকে খুব যত্ন করে বিছানা থেকে নামিয়ে লোহার শক্ত খাটিয়াই শুইয়ে দিলো।
আমি কাঁদছি আর বলছি আমার পিঠে খুব ব্যাথা লাগছে নামাও এখান থেকে। কেউ আমার কথা শুনল না । একটু পর ঐ মানুষ গুলো গরম পানি নিয়ে এসে আমার শরীরে কিছুটা পানি ডেলে দিলো। ইস আমার শরীর পুড়ে গেলো বলে চিৎকার করছি কেউ কথা
শুনছে না আমার। আমাকে পরম যত্নে গরম পানি দিয়ে খুব সুন্দর করে ডলে ডলে ধুইছে।
আমি কাঁদছি আর বলছি আমাকে আর গরম পানি দিয়ো না, শরীর পুড়ে যাচ্ছে। আমায় আর ডলা দিয়ো না, খুব ব্যাথা লাগছে কেউ শুনল না । অনেক সময় নিয়ে গোসল করিয়ে আমার শরীর ভালো করে মুছে নিয়ে আসলো আমার বসার জায়গাতে। আমি খুব খুশি হলাম ভাবলাম আমাকে এইবার এখানে বসাবে ।
কিন্তু ওরা আমাকে না বসিয়ে কাঠের শক্ত একটা খাটে শুইয়ে দিলো। একটাচাদরও নিচে দিলনা। একটু পরে আব্বু, ভাই আরো কয়জন মিলে আমাকে একটা সাদা কাপড় পড়ালো। আব্বু অনেক আদর করে আমার মুখে হাত বুলাচ্ছে আর কাঁদছে। এতো আদর কোনোদিন করেনি আব্বু আমাকে।
আমি অনেক করে বল্লাম কান্না থামাতে কিন্তু কিছুতেই কান্না থামাচ্ছে না। আমি এতো করে বলছি কেঁদো না। আম্মু কিন্তু কিছুতেই শুনছে না আমার কথা । একটু পর কয়েক জন এসে আমার পা আর মাথাটা বেঁধে দিলো কত বললাম একটু খুলে দাও বাঁধন, কেউ শুনল না।
আব্বুকে সরিয়ে দিয়ে আমাকে নিয়ে যেতে লাগলো। আম্মু কিছুতেই নিতে দিচ্ছে না আমাকে। ভাই বোন সব চুপ হয়ে কাঁদছে আর কিছু বলছে না। কত করে বলছি ডিস্টার্ব করিস না আমাকে, একজনও শুনলো না, কেদেই চলেছে। একটু বেশি ঘুমালে আব্বু বকা দিতো কিন্তু এখন আব্বু চুপ করে দাড়িয়ে চোখের পানি মুছতেছে, একটা বকাও দিলো না আমাকে।
আম্মুকে জোর করে সরিয়ে দিয়ে কয়েক জন আমাকে নিয়ে অনেক মানুষের সামনে শুইয়ে দিলো একটা ছায়ায়।তার পরেই জানাজা পড়লো আমার। জানাজা শেষেই নিয়ে গেলো আমায়। একটু দূরেই একটা মাটির গর্ত করে রাখছে। আব্বু আর ভাই, ২ জন মিলে মাটির গর্তে নেমে আমাকে কোলে তুলে নিয়ে ঐ ছোট মাটির গর্তে শুইয়ে দিলো।
একটা বালিশ, চাঁদর কিছু দিলো না। একটা লাইটও দিলো না। আমার পা আর মাথার কাছের বাঁধন গুলো খুলে দিয়ে আমার উপর খুব তাড়াহুড়া করে কিছু কাচা বাঁশ দিয়ে ঢেকে দিলো। তার উপর আরো কি কি দিলো আমি কিছুই দেখতে পাচ্ছি না। যতই সময় যাচ্ছে মাটির গর্তটা অন্ধকার হয়ে যাচ্ছে।
আমি চিৎকার করছি আর বলছি এখান থেকে আমাকে বের করো, আমার খুব ভয় করছে। কিছু দেখতে পাচ্ছি না। একটু পরেই আমার উপর মাটি চাপা দিয়ে সবাই চলে যাচ্ছে, আমি ডাকছি আর বলছি আমাকে একা রেখে যেওনা। না, কেউ শুনল না। স্বার্থপরের মত সবাই চলে গেলো.!
আল্লাহ আমাদের তুমি তোমার নেক্কার বান্দা হিসাবে কবুল করে নাও.. "আমীন"
Ekjon boka alem tini jini sultaner kache chute jan. Ekjon buddhiman sultan tini jini alemer kache jan
Hazrat Muhammad sw
Ameen
আসুন এ রমাদানে দানের হাতকে প্রশস্ত করি। মিজানুর রহমান আজহারি Byizanur rahman al azhari live
Youtube: https://www.youtube.com/channel/UCfoc4czWRzxICQgO94y-xSw
Mizanur rahman al azhari new video live from Malyshia kualalampur 2021
আসুন এ রমাদানে দানের হাতকে প্রশস্ত করি। মিজানুর রহমান আজহারি
mizanur rahman al azhari live
খবরদার ইফতারের আগে যে কাজটি করা যাবে না। Mizanur rahman al azhari 2021
#নতুন_ওয়াজ_২০২০
#বাংলা_ওয়াজ
#শেখ ্লাহ_নতুন_ওয়াজ_২০২১, Sheikh Ahmad Ullah New Waz,শেখ আহমদ উল্লাহ,Ahmad Ullah, Ahmad Ullah New Waz 2021,
ahmed ullah,
ahmed ullah waz,
ahmadullah waz,
ahmed ullah bayan,
sheikh ahmed ullah bayan,
sheikh ahmadullah bangladesh,
maulana ahmad ullah bangladesh,
dr ahmed ullah,
ahmadullah hujur,
ahmadullah huzoor,
ahmadullah huzoor waz,
ahmadullah hujur waz,
,
m***i ahmed ullah,
maulana ahmed ullah,
m***i ahmed ullah official,
ahmed ullah qureshi,
shaikh ahmad ullah question,
m***i ahmad ullah qasmi,
shaikh ahmad ullah,
shaikh ahmad ullah waz,
shaykh ahmadullah,
ahmadullah waz 2021,
shaikh ahmad ullah notun waz,
যে রোগটি আমাদের তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে | Sheikh Ahmad Ullah New Waz 2021 আসসালামু আলাইকুম, প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা ইসলাম প্রচারের উদ্দেশ্যে দেশের শ্রেষ্ঠ আলেমদের বয়ান সকল মানুষের কা....
দুটো ছবির মধ্যে প্রায় ৮০০ বছরের পার্থক্য
প্রথমটি হচ্ছে ন্যাশনেল জিওগ্রাফি চ্যানেলের আর দ্বিতীয়টি হচ্ছে ইমাম আবু আব্দুল্লাহ_বিন জাকারিয়া বিন মুহাম্মাদ আল কোযয়িনী ( জন্ম ৬০৫ হিজরী, মৃত্যু ৬৮২ হিজরী) এর লিখিত কিতাব " আজাইবুল মাখলুকাত " থেকে সংগৃহীত করা হয়েছে
যাহাতে উনি এমন এক পাখির কথা উল্লেখ করেছেন যা কুমিরের দাঁতেরর মধ্যে খুঁটে খুঁটে নিজের রিজিক (খাবার) বের করে থাকে আর কুমিরেরও এতে প্রশান্তি লাভ হয়।
আল্লাহ তায়ালা সবকিছুর উপর ক্ষমতা রাখেন ।
প্রায় আটশো বছর আগেও জ্ঞান বিজ্ঞানে অনেক এগিয়ে ছিলেন মুসলিমরা । 🥰🥰🥰🥰
😍😍😍 কলিজা ঠান্ডা হয়ে গেল এটি দেখে
একটি ভুল প্রচারের নিরসনঃ-
গিরিশ চন্দ্র সেন বাংলা ভাষায় কুরআন মাজিদের অনুবাদক নয়❗
_______________
সর্বপ্রথম ১৮০৮ সালে বাংলা ভাষায় কুরআন মজিদের আংশিক অনুবাদ করেন মাওলানা আমীরুদ্দীন বসুনিয়া।
এরপর বাংলা ভাষায় কুরআন মজিদের পূর্ণাঙ্গ অনুবাদ করেন মৌলভী নাঈমুদ্দীন ১৮৩৬ সালে।
গিরিশ চন্দ্র সেন শুধু উক্ত অনুবাদকে পুস্তক আকারে সন্নিবেশ করেছেন, গিরিশ চন্দ্র হচ্ছেন প্রকাশক। তাও অনেক পরে, ১৮৮৬ সালে।
সুতরাং কুরআন মজিদের প্রথম বাংলা অনুবাদক গিরিশ চন্দ্র নন, বরং মৌলভী নাঈমুদ্দীনই পূর্ণাঙ্গ কুরআন মজিদের প্রথম বাংলা অনুবাদক।
আর মাওলানা আমীরুদ্দীন বসুনিয়া হলেন বাংলা ভাষায় প্রথম কুরআন মাজীদের আংশিক অনুবাদক।
গিরিশ চন্দ্র সেনের জন্ম ১৮৩৫ সালে এবং মৃত্যু ১৯১০ সালে। গিরিশ চন্দ্রের জন্মেরও আগে অর্থাৎ ১৮০৮ সালে কুরআন মাজীদের বাংলায় অনুবাদের কাজ শুরু করেন মাওলানা আমীর উদ্দীন বসুনিয়া।
এরপর গিরিশ চন্দ্র সেনের জন্মের একবছর পরই অর্থাৎ ১৮৩৬ সনে মৌলভী নাঈমুদ্দীন পূর্ণাঙ্গ কুরআন মাজীদের বাংলা অনুবাদ সম্পন্ন করেন।
আরবি জানেন না, আরবি ব্যাকরণ জানেন না-
এমন ব্যাক্তি কুরআন অনুবাদ করেছে এমন প্রচার মুর্খতা।
বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত আছে যে, ভাই গিরীশ চন্দ্র সেন আল কুরআনের প্রথম বাংলা অনুবাদক। এ প্রচারণার কিছু কারণ ছিল। বৃটিশ আমলে এদেশে ব্রাহ্মধর্মের একটা জোয়ার এসেছিল।
গোঁড়া হিন্দু গিরীশ চন্দ্র সেন এক সময় হিন্দু ধর্ম ত্যাগ করে ব্রাহ্মধর্ম গ্রহণ করেন। ব্রাহ্মধর্ম এ দেশে ছিল একটি নতুন ধর্মমত।
তাই এ ধর্মমত আপামর জনসাধারণের মধ্যে প্রচারের জন্য গিরীশ চন্দ্র নিজে উদ্যোগী হলেন।
কিন্তু অর্থকড়ির তো প্রয়োজন। সেটা আসবে কোথা থেকে! তিনি ফারসী ভাষায় পন্ডিত ছিলেন।
মুসলমানদের পকেট থেকে টাকা বের করার জন্য বেশকিছু ইসলামী বই রচনা করলেন এবং সেই সাথে পবিত্র আল কুরআনের প্রকাশ করলেন প্রকাশক হয়ে। মুসলমানরা এ বই কিনলোও প্রচুর। ফলে বাংলা ভাষাভাষী যারাই কুরআন মাজীদের বঙ্গানুবাদ হাতে পেতে চাইলো তাদের হাতে পৌঁছে গেল তার প্রকাশিত কুরআন মাজীদ।
এ ব্যাপারে তাঁকে ব্রাহ্মসমাজ হিন্দু ব্যক্তিবর্গ এমন কি বৃটিশরাও যথেষ্ট সহযোগিতা করেছে। ফলে মানুষ মনে করেছে পবিত্র কুরআন মাজীদের প্রথম বঙ্গানুবাদকারী হচ্ছেন গিরীশ চন্দ্র সেন।
আসলে পবিত্র কুরআনের প্রথম বঙ্গানুবাদকারী যে মৌলভী মোহাম্মদ নঈমউদ্দীন সে কথা অল্প কিছু লোক জানলেও ব্যাপকভাবে প্রচার করার সুযোগ আসেনি।
গিরীশ চন্দ্র কুরআনের অনুবাদ বিক্রি করে যে অর্থ লাভ করতেন তা ব্যয় করতেন ব্রাহ্মধর্ম প্রচার কাজে। ফলে ব্রাহ্মধর্ম প্রচারের মিশনের সাথে কুরআন বিক্রয়ের একটা গভীর সম্পর্ক ছিল।
মৌলভী মোহাম্মদ নঈমউদ্দীন ছিলেন একজন মুসলমান। তিনি স্বত:প্রণোদিত হয়ে আল কুরআনের বঙ্গানুবাদ করেছিলেন। তা প্রচারের জন্য গিরীশ চন্দ্র সেনের মতো কোনো মিশন ছিল না। যার কারণে তার প্রচার প্রসার ছিল সীমিত।
এমনি করেই আল কুরআনের প্রথম বঙ্গানুবাদকারী হয়েও মৌলভী মোহাম্মদ নঈমউদ্দীন গিরীশ চন্দ্র সেনের মতো প্রচার পেতে পারেন নি॥
[ যত পরিমানে সম্ভব পোস্ট টি কপি করুন বা শেয়ার করুন অনেকেই ভুলের মধ্যে ডুবে আছে তাদের কে জানার সুযোগ করে দিন] #দ্বীনের_স্বার্থে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এসিস্ট্যান্ট প্রফেসর রিটু কুন্ডু ম্যাডাম হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।😊 আলহামদুলিল্লাহ
অঝোরে কাঁদলেন আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ
কেন কাঁদলেন দেখুন
,
,
নিশ্চয়ই সকল আমাল (এর প্রতিদান) নির্ভর করে নিয়াতের উপর, প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে, যা সে নিয়াত করে। (১:১ বুখারিঃ তাওহীদ পাবলিকেশন)"
আল্লাহ আমাকে এবং সবাইকে এই পবিত্র নগরি দেখার তৌফিক দান করুন
❤❤AMIN❤❤
Yes
😘🥰😍 প্রিও রাসুলকে ভালোবাসেন কে কে? 🥰🥰🥰
আমরা সবাই যেন এই সুন্নাত ঠিকমত আদায় করতে পারি সেই তৌফিক দান করুন আল্লাহ
আজ ১৭ নভেম্বর আজকের এদিনেই চীনের হুবেই প্রদেশ এর উহান এ প্রথম করোনা ভাইরাস সনাক্ত করা হয়।
এই মহামারীর ১ বছর পূরণ হলো আজ।
এই বোনটি সুতি কাপড়ের উপর সোনালি সুতা দিয়ে ৩০ পারা কুরআন লিখেছেন।
#সুবহানআল্লাহ
মালায়শিয়া থেকে সরাসরি লাইভ চলছে
আজকের বিষয়: কোরবানি
Please Share
হাজারও ব্যাথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে
দ্বীনের আলো তুমি ছড়িয়ে দিতে
চলে গেলে মদীনায় মক্কা ছেড়ে
হে রাসূল....
তোমাকে ভুলি আমি কেমন করে ২
খেয়ে না খেয়ে দ্বীন প্রচারের কাজে
নিজেকে দিয়েছো বিলিয়ে
তায়েফের কাফেরেরা চিনলো না এ আলো
দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে ২
পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে
সারা শরীর থেকে রক্ত ঝরে
হে রাসূল....
তোমাকে ভুলি আমি কেমন করে ২
হেরার গুহায় তোমারই ধ্যান
আসমান থেকে নামে আল-কোরআন ২
ভাঙ্গল সবার ভুল তোমারই পরে
আসলো কোরআনের ছায়াতলে
খালিদ উমর আলী আবু বকর
ইসলামী ঝান্ডা নিল যে তুলে ২
আল-আমিন তুমি ছিলে যে সদা
সকল মানুষের তরে
হে রাসূল....
তোমাকে ভুলি আমি কেমন করে ২
হাজারও ব্যাথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে
দ্বীনের আলো তুমি ছড়িয়ে দিতে
চলে গেলে মদীনায় মক্কা ছেড়ে
হে রাসূল....
তোমাকে ভুলি আমি কেমন করে ৩\
মালেশিয়া থেকেই আজহারির নিজ তত্তাবধায়নে সারাদেশে ৭১ লাখ টাকার ত্রান বিতরণ
Pleases share this video
ভিডিওটি বেশি বেশি সেয়ার করুন
https://youtu.be/0sPH56YoXN0
করোনা ঠেকাতে আমপাতার মাস্ক বানালেন কান্না চলে আসবে।। COVID-19 in Bangladesh Please Share this video No copyright অসহায় গরীবদের কান্না কে শুনবে করোনা ঠেকাতে আমপাতার মাস্ক বানালেন কান্না চলে আসবে ভিডিওটি দেখুন এ.....
শবে বরাত একটি মহিমান্বিত রজনী। এ রাতে আল্লাহতায়ালা তাঁর রহমতের দ্বার উন্মুক্ত করে দেন, পাপী-তাপী বান্দাদেরকে উদারচিত্তে ক্ষমা করেন, জাহান্নাম থেকে মুক্তি দেন- এ জন্য এ রাতকে শবে বরাত বলা হয়। হাদিস শরীফে এ রাতটিকে ‘নিসফে শাবান’ বলা হয়েছে। অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রজনী তথা ১৪ তারিখ দিবাগত রাত্রি। মুসলিম উম্মাহর কাছে এ রাতটি খুবই গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ।
শাবান মাস হলো বিশেষ মর্যাদাবান। মোবারক মাহে রমজানের আগমনী বার্তা নিয়ে আসে এ মাসটি। রমজানের প্রস্তুতির জন্য এ মাস খুবই গুরুত্বপূর্ণ। রাসূল (সা.) এ মাসে বেশি বেশি নফল ইবাদত করতেন। অন্যান্য মাসের চেয়ে এ মাসে নফল রোজা বেশি রাখতেন। হযরত আয়শা সিদ্দিকা (রা.) বলেছেন- ‘আমি রাসূল (সা.)-কে রমজান ব্যতীত অন্য কোনো মাসে পূর্ণ এক মাস রোজা রাখতে দেখিনি। কিন্তু তিনি শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছেন।’ (সহি মুসলিম)।
এ মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূল (সা.) বলেছেন- ‘রজব আল্লাহর মাস, শাবান আমার মাস এবং রমজান হলো উম্মতের মাস। রাসূল (সা.) রজব, শাবান মাসের অত্যধিক গুরুত্ব ও তাৎপর্যের প্রতি লক্ষ রেখে ‘আল্লাহুম্মা বারিক লানা ফী রাজাবা ওয়া শা’বান, ওয়া বাল্লিগনা রামাদান’- এ দোয়াটি বেশি বেশি পড়তেন এবং উম্মতকে পড়ার জন্য অনুপ্রাণিত করতেন। যার অর্থ হচ্ছে- ‘হে আল্লাহ! আমাদেরকে রজব ও শাবানের সকল বরকত দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছে দিন।’ এ মাসে রয়েছে বিশেষ ফজিলতময় শবে বরাত।
বিভিন্ন হাদিসে শবে বরাতের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। হযরত আয়শা (রা.) বর্ণনা করেন- কোনো এক শাবানের অর্ধরাতে রাসূল (সা.)-কে বিছানায় পাওয়া যাচ্ছিল না। খুঁজে দেখা গেল তিনি জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করছেন। (সহি মুসলিম)।
আরেক হাদিসে হযরত আলী (রা.) থেকে বর্ণিত রাসূল (সা.) বলেছেন, যখন অর্ধশাবানের রাত আসে তখন তোমরা রাত জেগে ইবাদত করো এবং পরের দিনটিতে রোজা রাখো। কেননা এ রাতে আল্লাহ তায়ালা সূর্যাস্তের সঙ্গে সঙ্গে পৃথিবীর আকাশে অবতরণ করেন এবং বলতে থাকেন, কোনো ক্ষমাপ্রার্থী আছে কি? আমি তাকে ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থী আছে কি? আমি তাকে রিজিক দান করব। কোনো বিপদগ্রস্ত আছে কি? আমি তাকে বিপদমুক্ত করব। আর সুবহে সাদিক পর্যন্ত এ ডাক অব্যাহত থাকে। (ইবনে মাজাহ)।
হযরত ইকরিমা (রা.)-সহ প্রমুখ তাফসিরবিদের মতে, আল কুরআনে সূরায়ে দোখানের প্রথম আয়াতগুলোতে শবে বরাতের ফজিলত বর্ণনা করা হয়েছে। কোনো
করোনা ভাইরাস এর সকল তথ্য দিলেন ফেইসবুক লাইভ এসে মিজানুর রহমান আল আজহারী। কিভাবে আসল,কিভাবে এটা থেকে বাঁচা যাবে ইত্যাদি সকল প্রশ্নের উত্তর দিলেন।
#মিজানুর_রহমান_আল_আজহারী
#করোনা_ভাইরাস
করোনা ভাইরাস থেকে মুক্তির শ্রেষ্ঠতম দোয়া। The best prayer to get rid of the corona virus. Corona Virus: Origin, Remedies and Precautions. Malaysia mizanur rahman azhari live
আসসালামু আলাইকুম,
প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা ইসলাম প্রচারের উদ্দেশ্যে দেশের শ্রেষ্ঠ আলেমদের বয়ান সকল মানুষের কাছে পৌঁছানোই আমাদের মূল লক্ষ্য । তাই দেড়ি না করে প্রতিদিন নতুন নতুন ইসলামিক ওয়াজ-মাহফিল, গজল সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আল্লাহ আমাদের সবাইকে ইসলাম প্রচার করার তৌফিক দান করুন। আমিন
#নতুন_ওয়াজ_২০২০
#বাংলা_ওয়াজ
best prayer to get rid of the corona virus. The best prayer to get rid of the corona virus. Corona Virus: Origin, Remedies and Precautions
মালয়েশিয়া কুয়ালালামপুর মিজানুর রহমান আল আজহারী ফুল ওয়াজ লাইভ।
malaysia mizanur rahman azhari live
করোনা ভাইরাস থেকে বাঁচার সম্পূর্ণ উপায়। করোনা ভাইরাস যেভাবে চীন এবং ইন্ডিয়াকে ধ্বংস করবে। সারাবিশ্বে এখনো ৭০টি দেশে এই করোনা ছড়িয়েছে। তাই সাবধান হন নিজে এবং অন্যকে সাবধান করুন এর জন্য ভিডিওটি সবাই শেয়ার করুন। ধন্যবাদ
hai muhammad saifullah new waz
_the_saifullah_1988
#আবদুল_হাই_মুহাম্মদ_সাইফুল্লাহ_জীবনী
আবদুল_হাই মুহাম্মদ সাইফুল্লাহ নতুন ওয়াজ ২০২০
new tafsir,bangla waz mahfil,
#সাইফুল্লাহ_1988
#করণা_ভাইরাস
#নিউ_ওয়াজ
#মিজানুর_রহমান_আল_আজহারী
Click here to claim your Sponsored Listing.
#Alhamdu TV
Our aim is to spread Islam through media. Stay with us & subscribe our YouTube channel to get more islamic lectures given by renowned scholars. Jajhakallah Khair.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
1216
Dhaka
Dhaka, 1214
Hi everyone! I'm just another person with a camera on my helmet and making videos, lol. I travel videos will also help to prepare yourself for your next tour ;-) So, stay and wat...
Dhaka
Hi Biker. It's BikerBro for Moto vlogger & video content. Follow fb.com/bikerbro.com.bd. Thanks.
Tea House
Dhaka, 1205
This page is basically for tea lovers......who are very much fond of tea....
Dhanmondi
Dhaka, 1217
বাংলাদেশ ও বাংলার ইতিহাস ও ঐতিহ্যকে নতুনপ্রজন্মের সামনে তুলে ধরতে বদ্ধ পরিকর।