Rakhi Akter Sova
The Page Is Rakhi Akter Sova.This Page Digital Creator.Fashion,Blogger,Makeup Artist,Video Diaries.
সুন্দর নাহ্😍
ফেসবুক চালাই মূলত - অপু, বুবলি, জায়েদ খান, পরি মনি, প্রিন্স মামুন আর লায়লার কাহিনী দেখার জন্য!🙂
জাতীয় পতাকা থীম কেক। মহান বিজয় মাসে জন্ম দিনের কেক!
ফুড ক্রাফটিং এর কাজ শেষ করলাম মাত্র 🥰
নারীর স্বপ্নে ঘেরা ফাউন্ডেশন ❤
wite bangla এর আয়োজনে ফেনীতে হয়ে গেল Bridal competition,
বিজয়ের শুভেচ্ছা ❤
মানুষের শেখার কোন শেষ নাই! জীবনে প্রতিদিন শিখছি।
O Allah you love always🤲
❤❤❤
কাচ্চি
হাঁস না চকলেট কোনটা আপনার পছন্দ??
Egg funny video 😂😂😂
মিষ্টি, লুচি, কেক, সুপ্য,মম আজকে লাইভ চলবে
আলহামদুলিল্লাহ্ মহান আল্লাহ্ পাক সবসময় আমাকে উনার রহমতের ছায়ায় রাখেন🤲
আলহামদুলিল্লাহ্
রেসিপি লাগবে?? ১০০ কমেন্ট ও শেয়ার হলে দিব
প্রতিদিনের খাবার ছেড়ে আজকে একটু বাহিরে চললাম খাবার খেতে
মেয়েদের জন্যে
এতদিন পর আমি সবার কাছে স্বীকার করতে বাধ্য হলাম যে আসলেই আমার ধৈয্যশক্তি কম😑। FoodAppi আর তার এক্স হাসবেন্ড রুহুল আমীন ভাইয়ার টানা ৩ ঘন্টার মুভিটা দেখেই আমার মাথা আউলায় গেছে।
RJ Kebria কেমনে সহ্য করলেন ভাই..??🤕
যাই হোক এবার তোমরা বলো, আসলেই দোষী কে..??
যুব মহিলাদের দক্ষতা উন্নয়ন ও আত্নকর্মসংস্থানের লক্ষ্যে " অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ "জুট ও পাট জাত পণ্যের প্রশিক্ষণের আজকের তৃতীয় দিনের ব্যস্ত শিক্ষার্থীদের কাজের আগ্রহ মাশাল্লাহ্ !
নারীর স্বপ্নে ঘেরা যুব মহিলা উন্নয়ন সমিতি (নারী উদ্যোক্তা)
নতুনদের জন্যে এই চকলেট কেক টি!
আর এই কেকটা করতে গিয়ে কত ঝামেলা পোহাতে হয়েছে। সব বলছি!
আমরা যারা এই ভিডিও গুলো নিয়ে ট্রল করছি। ইরোপ, আমেরিকার মতো দেশে বাচ্চাদের শিক্ষা কিন্তু এইটাই।
মুখে বলবেন বিদেশ ভালো, আর কাজে শুরু করলে বলবেন। বাদ দেন। কেন রে ভাই! আপনারা চান কি আগে সেটা ঠিক করেন।
এটা আজকের ক্লাশের কাজ।
জুট ও পাট পণ্যের ৭ ব্যাপী কর্মশালার আজকে প্রথম দিন।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন
Love at first sight❤
Barisha Haque আপু আমার অনেক পছন্দের একটা মানুষ! এক কথায় বলতেন পারেন আপুকে দেখে দেখে আমি এই বয়সে এসে আবার নতুন করে শিখছি।
আপুকে অনেক বেশী শ্রদ্ধা করি। আমার নম্রতা,ভদ্রতা জ্ঞান সব পরিবর্তন করেছেন বারিশ আপু। প্রতিদিন অনলাইনে এসে সবার প্রথম আপুর পেইজে ঘুরে আসি। পরে নিজের পেইজটাতে কাজ শুরু করি।
একজন নারী কিভাবে পারেন। কাজের দক্ষতা দিয়ে এগিয়ে যেতে আপুকে দেখে শিখছি।
আপু তুমি সবসময় হাসিখুশি থাকো। তোমার বার্থডে উস করতে পারিনি। আজকে শুভেচ্ছা জানাচ্ছি।
Belated happy birthday apu.
বলুন তো এটা কিসের গোস্ত??
মানুষের নাটক, সিনেমা দেইখা তো কুল পাই নাহ্।
আবার টিভি কখন দেখব।
যারা সুখী মানুষ, তাদের কিছু অভ্যাস থাকে। চলুন জেনে নেওয়া যাক কোন অভ্যাসগুলো মানুষকে সুখ ও স্বাচ্ছন্দ্যে রাখে-
১. নিজেকে জাগিয়ে তুলুন
নিজেকে ভালো রাখার অভ্যাস সবচেয়ে জরুরি। সুখী মানুষেরা নিজেকে উজ্জীবিত রাখার জন্য সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যায়। নিজেকে উজ্জীবিত করার অনেক উপায় আছে এবং সেজন্য আপনাকে শিখতে হবে কোনটি আপনার জন্য সবচেয়ে ভালো কাজ করে। কেউ হয়তো স্পা কিংবা ম্যাসেজ উপভোগ করে। কেউ আবার একা সময় উপভোগ করতে পছন্দ করে। নিজের মতো করে সাপ্তাহিক ছুটি কাটানো, ক্যাম্পিং, হাইকিং এবং জার্নালিং ইত্যাদি অভ্যাস নিজেকে উজ্জীবিত করার জন্য ভালো উপায় হতে পারে।
২. কৃতজ্ঞতার চর্চা করুন
প্রতি রাতে কৃতজ্ঞতা জার্নাল লিখে রাখার অভ্যাস শুরু করুন। এতে আপনার সাফল্য এবং সুখ আকাশচুম্বী হবে। আপনার প্রতিটি দিনে ঘটে যাওয়া তিনটি জিনিস লিখে রাখুন, যার জন্য আপনি কৃতজ্ঞ। দিনটি সুখী অনুভব করার জন্য এটি কেবল একটি দুর্দান্ত উপায়ই নয়, এর মাধ্যমে ইতিবাচকতা এবং কৃতজ্ঞতার চোখে আপনার জীবন এবং দৈনন্দিন পরিস্থিতি দেখতেও শুরু করবেন। চারপাশের সবকিছু লক্ষ্য করে দেখবেন যে, আপনি ভাগ্যবান এবং সবকিছু আপনার কল্পনার চেয়েও ভালো হচ্ছে।
৩. সঠিক সময়ে কাজ শেষ করুন
সফল ব্যক্তিরা জানেন যে তাদের ক্যারিয়ার বা ব্যবসার চেয়েও জীবনে আরও অনেক মূল্যাবান কিছু রয়েছে। ল্যাপটপ কখন বন্ধ করতে হবে তা জানুন এবং বন্ধু, পরিবার, ভ্রমণ বা অন্যান্য আগ্রহের সঙ্গে সংযোগ করুন। জীবন উপভোগ করুন এবং আপনাকে খুশি করে এমন বিষয়গুলো বেছে নিন।
৪. হাসুন
কমেডি অভিনেতা স্টিভ হার্ভে তার সাফল্যের পেছনে হাসিকে মূল কারণ হিসাবে উল্লেখ করেন। তিনি বলেন, হাসি আনন্দকে ডেকে আনে এবং নেতিবাচকতাকে মুক্তি দেয়। এর রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতাও। মায়ো ক্লিনিকের মতে, হাসি মানসিক চাপ থেকে মুক্তি দেয়। এটি স্বাস্থ্যকর অক্সিজেন গ্রহণের প্ররোচনা দেয়, এন্ডোরফিন মুক্ত করে এবং উত্তেজনা প্রশমিত করে।
৫. বাইরে যান
প্রতিদিন সতেজ বাতাস এবং রোদের জন্য কিছু সময় রাখুন। প্রকৃতির মধ্যে দিনের কিছুটা সময় কাটানোর অনেকগুলো উপকারিতা রয়েছে। এই অভ্যাসের মাধ্যমে আপনি দৈনন্দিন উদ্বেগ, চাপ এবং ভয় থেকে দূরে থাকতে পারবেন। পাশাপাশি জীবনকে একটি নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে পারবেন।
৬. নিয়মিত ব্যায়াম করুন
ব্যায়াম হলো সুখে থাকার আরেকটি অভ্যাস। হাসির মতো ব্যায়ামও এন্ডোরফিন মুক্ত করে আমাদের মেজাজ উন্নত করে। ব্যায়াম মানসিক চাপ কমাতে, উদ্বেগ বা বিষণ্নতার অনুভূতি এড়াতে এবং আত্মসম্মান বাড়াতে কাজ করে। দিনে মাত্র ২০ মিনিট হাঁটা উপকারী হতে পারে। সহকর্মীদের সঙ্গে হাঁটা, উইকএন্ড হাইক ম্যাপিং বা জিমে যাওয়ার অভ্যাস করুন।
৭. সুখী জীবন কল্পনা করুন
সুখী ব্যক্তিরা ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে কারণ এটি তাদের খুশি করে। প্রত্যাশা এবং কল্পনা সুখের জন্য দুর্দান্ত হাতিয়ার। আপনি যখন ছুটির পরিকল্পনা করেন তখন কি খুশি হন না? এটি আসলে ছুটিতে থাকার মতই আরামদায়ক। একটি সুখী ভবিষ্যত কল্পনা করতে ভুলবেন না। আপনি আপনার জীবনে যা অনুভব করতে চান তার স্বপ্ন দেখে আনন্দ অনুভব করতে শিখুন।
আলহামদুলিল্লাহ্ আমি 🤲🤲
আমার সব থেকে বেশী সেল হওয়া পানদান কেক✌🤲 আজকে রেসিপি দিয়ে দিলাম।
আর ভিডির কথা গুলো সবার জন্যে। মন দিয়ে শুনবেন।
এই কথা সত্যিই!
ভালো লাগে!! লাগে রে লাগে😍
কখনো আশা ছাড়বেন না! আল্লাহ্ পাক চাইলে আপনাকে কেউ কোন দিন ঠেকাতে পারবে না। শুধু আল্লাহ্ র উপর বিশ্বাস রেখে সামনে এগিয়ে যান। আর পরিশ্রম করে যান। আল্লাহ্ পাক আপনাকে বিজয়ের মুকুট পড়িয়ে একদিন এমন হাসি ফুটাবে।
আল্লাহ্ মহান🤲
দারুণ নাহ্😍🥰
আমি ফোটোগ্রাফার আজকে থেকে🥰
কখনও আশা হারাবেন না। কারণ আপনি জানেন না আপনার জীবনে আগামীকাল কি ঘটতে যাচ্ছে। হয়তো আপনি যা ভাবছেন তার থেকেও ভালো কিছু হতে পারে। ''ইনশাআল্লাহ"! ❤️🩹
যদি দেখেন আমি আপনার কথা শুনে মুচকি হেসে দিয়েছি/ চুপ আছি। তাহলে বুঝে নিবেন। আমি আপনার উদ্দেশ্য সম্পর্কে সব জেনে গেছি। তাই এই পরিবর্তন
Fish
চমৎকার একটি নাস্তা সবসময়ই তৈরি করতে পারেন।।
চিড়ার তৈরি মজাদার এই রেসিপি টি😋😋
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Address
Wari
Malitola , Golok Pal Lane, Dhaka
Wari, 1100
Basically, this is racer pigeons loft. We train pigeons for fun and happiness.we collect and adept fancy pigeons also.
Wari
Assalamuyalikum ❤️ It's me Sohan Mahamud 😎💜 instagram:-https://www.instagram.com/its_sohan_m/
Wari
☞Assalamualalikum, warahmatullah wabrakatu, ☞following page'islamic content Everyone support All❤️