আমাদের টেলিভিশন
বিলেত বাংলা যৌথ আয়োজনে আমাদের টেলিভিশন।
স্থান পরিবর্তন
-------------
ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ আউটার স্টেডিয়ামে (কাজীর দেউড়ি) অনুষ্ঠিত হইবে ইনশাআল্লাহ।
কারাগার থেকে হাসপাতালের কেবিনে হাজি সেলিম
গণকমিশনের বিরুদ্ধে ৩ দাবি নিয়ে দুদকে ইসলামিক ফোরাম
খালেদা জিয়া খুবই অসুস্থ
০২ জুলাই শনিবার দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন.. বিস্তারিত আসছে
আপনার চোখের যত্ন নিন।
================
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,দেবিদ্বার, কুমিল্লায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা।
দেবিদ্বারে চক্ষু সেবায় ‘কমিউনিটি ভিশন সেন্টার’ চক্ষু চিকিৎসা সেবা চক্ষু চিকিৎসা সেবা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। শুধু দেবিদ্বার নয় আশেপাশের
উপজেলার লোকজনও সেবা নিচ্ছে।
#সময়মত চক্ষু চিকিৎসা সেবা নিন এবং অকাল অন্ধত্ব প্রতিরোধ করুন।
#চক্ষু সেবায় প্রতিশ্রুতিবদ্ধ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,দেবিদ্বার, কুমিল্লা।
প্রসঙ্গত,কমিউনিটি ভিশন সেন্টার - সরকারী ব্যবস্থাপনায় সম্পুর্ন বিনামূল্যে রোগীদের চক্ষু চিকিৎসা ও অপারেশন করা হয়। দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা এসে চক্ষু রোগের সব ধরনের সেবা গ্রহণ করছেন। এখানে রেটিনা, গ্লো-কামা, কর্ণিয়া, শিশু চক্ষু রোগ, ছানি অপারেশন, চোখের দৃষ্টিশক্তি পরীক্ষাসহ চোখের প্রায় সব ধরনের চিকিৎসা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্খাপিত ‘কমিউনিটি ভিশন সেন্টারে’ আধুনিক যন্ত্রপাতি বিশেষ করে চোখের পাওয়ার দেখার অটো রিফ্রাক্ট মিটার, চোখের ভেতরের সমস্যা দেখার স্লিট ল্যাম্প, চোখের প্রেসার মাপার গোল্ডম্যান এফলেনেশন, চোখের ছবি তোলার জন্য কান্ডাস ক্যামেরা, রেটিনা এবং অপ্টিক ডিস্ক, চোখের পরীক্ষা শেষে ল্যান্স ও চশমা দেয়ার যন্ত্র ট্রায়াল ফ্রেম ইত্যাদি সহ সকল ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। যে কােন উন্নত চক্ষু হাসপাতালের সমমর্যাদা সুবিধাদানে স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত‘কমিউনিটি ভিশন সেন্টারের কার্যক্রম চলছে। দেবিদ্বার ‘কমিউনিটি ভিশন সেন্টার’র সার্বিক দায়িত্বরত সিনিয়র ষ্টাফনার্স আসমা আক্তার ও নাজমা আক্তার বলেন, তারা রোগিদের সমস্যা শোনে পরীক্ষা- নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত সমস্ত তথ্যাদি অনলাইনে কুমিল্লা বেইজ সেন্টার থেকে বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক বিনামূল্যে উন্নত চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয় এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে রোগির ব্যবস্থাপত্র অনলাইনে চলে আসে।
বাকসার উচ্চ বিদ্যালয়ের বিদো্ৎসাহী সদস্য
আবুল বাশার মোহাম্মদ ইয়াহিয়া সরকারকে সংবর্ধনা
রাসেল ভুইয়া ।। বাকসার উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি বর্তমান বিদো্ৎসাহী সদস্য,গুনাইঘর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক,ঢাকাস্থ নিউ লাইফ হসপিটাল এর ব্যাবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আবুল বাশার মোহাম্মদ ইয়াহিয়া সরকারকে আজ ২১ মে, শনিবার বিদ্যালয়ের সভা কক্ষে সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় চলতি বছর দেবিদ্বার উপজেলার সেরা প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, স্কুল কমিটি সদস্যগণ ও ইউপি চেয়াররম্যান মোকবল হোসেন মুকুল কে সংবর্ধনা দেওয়া হয়।
বাকসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে সিনিয়র শিক্ষক মো. এরশাদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অর্থ উপ-মন্ত্রী এ.এফ এম ফখরুল ইসলাম মুন্সী।
এর আগে 'শিক্ষার মান উন্নয়ন' শীর্ষক এক সভা আজ ২১ মে, শনিবার উপজেলার বাকসার উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দিন,বাকসার উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো.শাহআলম খান,গুনাইঘর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান রাসেল,ইউপি সদস্য ইসমাইল হোসেন, বাকসার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মো.আবদুর রাজ্জাক,বাকসার উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো.আবদুর রব, শ্রী রিপন চন্দ্র সূত্রধর, মো.লুৎফুর রহমান জুয়েল, মো.শামীম ,তাছলিমা আক্তার,যুবলীগ নেতা মো রাসেল ভুইয়া,বাকসার উচ্চ বিদ্যালয়ের স্টুডেস্ট কেবিনেট সাবেক প্রতিনিধি মো. ইমরান হাসান শাকিল, বাকসার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি সাবেক অর্থ উপ-মন্ত্রী এ.এফ এম ফখরুল ইসলাম মুন্সী বলেন, একজন ভালো শিক্ষক বটতলায় দাঁড়িয়ে ক্লাস নিলেও তা শিক্ষার্থীদের মধ্যে আকর্ষণ সৃষ্টি করতে পারে। কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসেও কম যোগ্য শিক্ষকের ক্লাস আকর্ষণ তৈরি করবে না। তিনি আরও বলেন, কম যোগ্যতার যেসব শিক্ষক আছেন, এঁদের প্রশিক্ষণ দিয়ে যোগ্য করতে হবে।
মুন্সী আরো বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরির্বতন এনেছেন। বিশেষ করে বছরের শুরুতে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। এছাড়াও প্রতিটি বাজেটে শিক্ষার জন্য অধিক বরাদ্দ দেশের হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো নির্মাণ এবং অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করেছে।
মাঙ্কিপক্স আক্রান্ত দেশ থেকে বাংলাদেশে না আসার পরামর্শ
ডেস্ক রিপোর্ট: মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, মাঙ্কিপক্স রোগটি নতুন। এ রোগ নিয়ে গবেষণা চলছে। গবেষণার ফলাফল না আসা পর্যন্ত কোন মন্তব্য করা যাবে না। তবে যেসব দেশে এ রোগটি ছড়িয়েছে সেসব দেশে এখন পর্যন্ত কোন মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।
ভয় না পেয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে অধ্যাপক আব্দুল্লাহ বলেন, যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়েছে। সন্দেহভাজন এবং নিশ্চিত হওয়া মাঙ্কিপক্সের নমুনাগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে ফ্রান্স, ইতালি এবং সুইডেনে নতুন করে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র, স্পেন ও পর্তুগালেও কয়েকজন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে।
মেডিসিন বিশেষজ্ঞ বলেন, ওইসব দেশে বসবাসরত যেসব বাংলাদেশী রয়েছেন, তাদের মধ্যে যদি জ্বর কাশিসহ মাঙ্কি পক্সের লক্ষণ থাকে, তবে তাদেরকে আপাতত দেশে না আসার পরামর্শ দিয়েছেন তিনি।
যারা ইতোমধ্যে আফ্রিকাসহ আক্রান্ত দেশ থেকে বাংলাদেশে এসেছেন, তাদেরকেও তিনি সতর্কতা অবলম্বন করতে বলেছেন। কারণ মাঙ্কিপক্স একটি বিরল ভাইরাল সংক্রমণ। রোগটি সাধারণত মৃদু উপসর্গ দেখা দেয় এবং বেশিরভাগ মানুষ কয়েক সপ্তাহের মধ্যে সেরে ওঠেন। তবে ভাইরাসটি মানুষের মধ্যে সহজে ছড়ায় না এবং ব্যাপক জনসাধারণের মধ্যে ছড়ানোর ঝুঁকি খুব কম। বাংলাদেশে এখনো এই রোগ পাওয়া যায়নি।
অধ্যাপক আব্দুল্লাহ আরো বলেন, মাঙ্কিপক্স একটি ভাইরাসজনিত মৃদু রোগ। এটি প্রাণীবাহিত। এর উপসর্গের মধ্যে রয়েছে জ্বর ও ফুসকুড়ি। তবে পরিসংখ্যানে দেখা গেছে, স্মলপক্সের টিকা মাঙ্কিপক্সের বিরুদ্ধে ৮৫ শতাংশ কার্যকর।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন
আগামী নির্বাচন পর্যন্ত এ সরকার টিকে থাকতে পারবে না
ইভিএম’র ভুল ধরতে পারলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার-নির্বাচন কমিশনার আনিছুর রহমান ।
তীব্র গতিতে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স
ডেস্ক রিপোর্ট : ইউরোপ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াতে হু হু করে ছড়িয়ে যেতে শুরু করেছে রোগ। বর্তমানে এই মাঙ্কিপক্সের প্রথম কেসটি ধরা পড়েছে ৭ মে। সেটি ইউকেতে ধরা পড়ার পর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই রোগের আক্রান্তের খবর আসে।
বিশ্বের বিভিন্ন দেশে দুর্বাল গতিতে ছড়িয়ে পড়তে শুরু করে দিয়েছে মাঙ্কিপক্স। পশুপ্রাণী থেকে সংক্রমিত এই রোগ যৌন নেটওয়ার্কের পথে ছড়িয়ে পড়ছে বলে বিশ্বস্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে। ফলে কোনও ধরনের অস্বাভাবিক ব়্যাশ বিশেষত তা যদি যৌনাঙ্গের চারপাশে হয়ে থাকে, তাহলে সতর্ক হওয়ার বার্তা দিচ্ছে হু।
কীভাবে ছড়াচ্ছে রোগ:
ইউরোপ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াতে হু হু করে ছড়িয়ে যেতে শুরু করেছে রোগ। বর্তমানে এই মাঙ্কিপক্সের প্রথম কেসটি ধরা পড়েছে ৭ মে। সেটি ইউকেতে ধরা পড়ার পর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই রোগের আক্রান্তের খবর আসে। প্রাথমিকভাবে এই রোগ আফ্রিকায় দেখা গেলেও তা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া নিয়ে ফের করোনার মতোই ত্রাসের সঞ্চার করছে। এই রোগ সম্পর্কে এইচটির তরফে মুম্বইয়ের মাসিনা হাসপাতালের ডক্টর সুলেমান লাধানির সঙ্গে কথা বলা হয়। তাঁর কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল যে এই মাঙ্কিপক্সের সঙ্গে স্মল পক্সের কতটা মিল রয়েছে। ওজন কমাতে গরমে দই খাওয়ার আগে এই কাজটি করে নিলেই কেল্লাফতে! সহজ উপায় দেখে নিন
মাঙ্কিপক্স ও চিকেন পক্সের মিল:
চিকিৎসক সুলেমান লাধানি বলছেন, স্মল পক্সের সঙ্গে মাঙ্কিপক্সের মিল রয়েছে। দুটি রোগই অর্থপক্স ভাইরাস থেকে ছড়িয়ে যাচ্ছে। তবে মানুষকে দুর্বল করার ক্ষেত্রে স্মলপক্সের ক্ষমতা মাঙ্কিপক্সের থেকে খানিকটা বেশি। মূলত এই পক্সের ভাইরাস আফ্রিকায় পাওয়া যায়। বিশেষত আফ্রিকার বৃষ্টি অরণ্যে এই ভাইরাস পাওয়া যায়। স্মলপক্সে যে কষ্ট হয় তা মাঙ্কিপক্সে আক্রান্তের তুলনায় অনেকটাই বেশি। তবে স্মলপক্সের মতোই মাঙ্কিপক্সের উপসর্গগুলি। ব়্যাশ, জ্বর, মাথার যন্ত্রণা। তবে মাঙ্কিপক্স থেকে সেরে উঠতে ৩ সপ্তাহই লাগে। ১৪ জুন পর্যন্ত মান-যশ, প্রেম, অর্থে জোয়ার আসবে এঁদের ভাগ্যে! 'লাকি' রাশি কারা?
উল্লেখ্য, হু এর তরফ থেকে ইতিমধ্যেই এই রোগ ছড়িয়ে পড়ার উৎস খোঁজা শুরু হয়েছে। বলা হচ্ছে, কাঠবেড়ালী, ইঁদুর জাতীয় প্রাণীর থেকে দূরে থাকতে। এমনকি এদের রক্ত থেকেও এই রোগ ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জ্বর বেশি দিন থাকলে ও তার সঙ্গে ব়্যা থাকলেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হচ্ছে। হিন্দুস্থান টাইমস
সংকট নিরসনে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মডেল’ অনুসরন করতে পারে শ্রীলঙ্কা
বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর
মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
সভাপতির বক্তব্য রাখেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর
মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।
অতীতের যেকোনো সময়ের তুলনায় কঠিন সময় পার করছে সংবাদশিল্প
৪০ টাকার নিচে সবজি নেই বাজারে
ভূমি সংস্কার আইন- ২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন
৬০ বিঘার অতিরিক্ত জমি থাকলে বাজেয়াপ্ত
সিলেটের বন্যা পরিস্থিতির আরও অবনতি, চরম দুর্ভোগে মানুষ
জুমার নামাজের যেসব প্রস্তুতি গুরুত্বপূর্ণ আমল
ইসলাম ডেস্ক: আল্লাহ তাআলা বলেন, ‘হে ঈমানদারগণ! জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং কেনা-বেচা ত্যাগ কর, এটাই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা জানতে।’ কিন্তু জুমার নামাজে যাওয়ার আগে রয়েছে বিশেষ কিছু প্রস্তুতি। এ প্রস্তুতিগুলো আবার জুমার দিনের ফজিলতপূর্ণ আমলও বটে। এতেও মিলবে সওয়াব এবং উপকারিতা। নামাজের যাওয়ার আগের সেসব প্রস্তুতি ও ফজিলতগুলো কী?
জুমার নামাজ পড়তে যাওয়ার আগে প্রস্তুতি নেওয়া সুন্নাত ও সওয়াবের কাজ। জুমা পড়তে যাওয়ার আগে এ প্রস্তুতিগুলো নেওয়ার ব্যাপারে জোর দিকনির্দেশনা দিয়েছেন স্বয়ং নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখার কারণ হলো, নামাজের আজান বা সময় হওয়ার সঙ্গে সঙ্গে যেন মসজিদে গিয়ে উপস্থিত হওয়া যায়। জুমার দিনের প্রস্তুতিগুলো হলো-
১. পরিষ্কার-পরিচ্ছন্নতা
জুমার দিন নামাজের যাওয়ার আগে শারীরিক পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়া জরুরি। চুল, নখ, গোঁফ এবং অযাচিত পশম পরিষ্কার-পরিচ্ছন্ন করা। হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোসলের আগে সাধ্যমতো পরিষ্কার-পরিচ্ছন্ন ও পবিত্র হতে বলেছেন।
২. দাঁত ও মুখ পরিষ্কারে মেসওয়াক করা
গোসলের আগে মুখের দুর্গণ্ধ দূর করতে দাঁত ব্রাশ করা বা মাজন ব্যবহার করা। জুমার নামাজসহ সব নামাজ ও অজুর আগে মেসওয়াক করার কথাও বলেছেন বিশ্বনবি। এটি জুমার আগের একটি আবশ্যক কাজ। হাদিসে এসেছে-
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘‘প্রত্যেক সাবালকের জন্য জুমার দিন গোসল করা, মেসওয়াক করা এবং যথাসাধ্য সুগন্ধি ব্যবহার করা কর্তব্য।’ (মুসলিম)
৩. উত্তমভাবে গোসল করা
জুমার নামাজের উদ্দেশ্যে পবিত্রতা অর্জনের জন্য উত্তমরূপে গোসল করাও ইবাদতের অন্তর্ভূক্ত। জুমার দিন গোসল করার ব্যাপারে রয়েছে জোর দিকনির্দেশনা। হাদিসের একাধিক বর্ণনায় তা প্রমাণিত-
> রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিনে (নামাজের আগে পবিত্রতার অর্জনের উদ্দেশ্যে) গোসল করবে; এ গোসল (তার জন্য) উত্তম।’ (তিরমিজি)
> হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ জুমুআর নামাজে আসলে সে যেন গোসল করে।’ (বুখারি)
> হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে আরও বর্ণিত আছে, ‘ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জুমুআর দিন দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। এমন সময় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রথম যুগের একজন মুহাজির সাহাবি (মসজিদে) আসলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তাঁকে ডেকে বললেন, এখন সময় কত? তিনি বললেন, আমি ব্যস্ত ছিলাম, তাই ঘরে ফিরে আসতে পারিনি। এমন সময় আজান শুনে শুধু অজু করে নিলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কেবল অজুই? অথচ আপনি জানেন যে, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (জুমার নামাজ পড়ার জন্য) গোসলের নির্দেশ দিতেন।’ (বুখারি)
> হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, জুমুআর দিনে প্রত্যেক সাবালক তথা প্রাপ্ত বয়স্কদের জন্য গোসল করা ওয়াজিব বা আবশ্যক।’ (বুখারি)
৪. সুগন্ধি ও তেল ব্যবহার করা
জুমার নামাজের জন্য প্রস্তুতিস্বরুপ দেহের দুর্গন্ধ দূর করা, সে জন্য গোসল করা এরপর তেল ও সুগন্ধি তথা আতর ব্যবহার করা। হাদিসে এসেছে-
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন গোসল করবে, যথাসাধ্য পবিত্রতা অর্জন করবে, তেল ব্যবহার করবে, অথবা নিজ পরিবারের সুগন্ধি নিয়ে ব্যবহার করবে, এরপর (জুমার জন্য) বের হয়ে (মসজিদে) দুই নামাজির মাঝে ফাঁক সৃষ্টি করবে না (কাতার চিরবে না), এরপর ভাগ্যে যা লিখা ছিল সে পরিমাণ নামাজ পড়বে; তারপর ইমাম খুতবা দিলে চুপ থাকবে, সে ব্যক্তির ওই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত কৃত পাপ মাফ হয়ে যাবে।’ (বুখারি, মিশকাত)
৫. সুন্দর ও উত্তম পোষাক পরা
জুমার নামাজের জন্য সাধ্যমত উত্তম পোশাক পরে মসজিদে আসা। যদি নতুন পোশাক না থাকে তবে যে পোশাক আছে তা জুমার নামাজের জন্য ধুয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখা। হাদিসে এসেছে-
‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'তোমাদের কেউ যদি জুমার দিনে তার কর্মক্ষেত্রে ব্যবহৃত দু'টি কাপড় ব্যতিত অন্য দু'টি (উত্তম) কাপড় ব্যবহার করতে সক্ষম হয় তাহলে সে যেন তা ব্যবহার করে।’ (আবু দাউদ, মিশকাত)
৬. হেঁটে হেঁটে মসজিদে যাওয়া
জুমার নামাজের জন্য আজান শোনার সঙ্গে সঙ্গে দেরি না করে মসজিদের দিকে পায়ে হেঁটে রওয়ানা হওয়া। হাদিসে এসেছে-
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন (মাথা) ধৌত করে ও যথা নিয়মে গোসল করে, সকাল-সকাল ও আগে-আগে (মসজিদে যাওয়ার জন্য) প্রস্তুত হয়, (যানবাহনে) না ওঠে পায়ে হেঁটে (মসজিদে) যায়, ইমামের কাছাকাছি বসে মনোযোগ সহকারে (খুতবা) শুনে এবং কোনো অসার ক্রিয়া-কলাপ করে না, সে ব্যক্তির প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বৎসরের নেক আমল ও তার (সারা বছরের) রোজা ও নামাজের সওয়াব লাভ হয়!’ (মুসনাদে আহমাদ, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ ও ইবনে মাজাহ)
জুমার দিন নামাজের যাওয়ার আগে এসব প্রস্তুতিগুলো সুন্নাত আমল ও সওয়াবের ফজিলতপূর্ণ কাজ। এছাড়াও এ দিনের বিশেষ কিছু স্বতন্ত্র আমল রয়েছে। তাহলো-
বিশেষ আমল
জুমার দিন তথা বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত মুমিন মুসলমানের জন্য রয়েছে বিশেষ ৩ আমল। তাহলো-
১. সুরা কাহফ তেলাওয়াত করা
হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন সুরা কাহফ তেলাওয়াত করবে তার জন্য দুই জুমার মধ্যবর্তীকাল জ্যোতির্ময় হবে।’ (নাসাঈ, বাইহাকি, মুস্তাদরাকে হাকেম)
সুরা কাহফের আরও ফজিলত ও বৈশিষ্ট্য
- অন্য বর্ণনায় আছে, ‘যে ব্যক্তি জুমার দিন সুরা কাহফ তেলাওয়াত করবে তার জন্য তার ও কাবা শরীফের মধ্যবর্তী জ্যোতির্ময় হবে।’ (বাইহাকি)
- যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ তেলাওয়াত করবে, সে আটদিন পর্যন্ত সর্বপ্রকার ফেতনা থেকে মুক্ত থাকবে। যদি দাজ্জাল বের হয় তবে সে দাজ্জালের ফেতনা থেকেও মুক্ত থাকবে।
- এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত তার সব (কবিরা গোনাহ ব্যতিত) গোনাহ মাফ হয়ে যাবে।
২. বেশি বেশি দরূদের আমল করা
জুমার দিনে বেশি বেশি দরূদ পড়া উত্তম ও ফজিলতপূর্ণ। যদি কোনো ব্যক্তি একবার দরূদ পড়ে তবে তার প্রতি ১০টি রহমত নাজিল হয়। আর যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর ৮০ বার এ দরুদ পড়বে, তার ৮০ বছরের গোনাহ্ মাফ হবে এবং ৮০ বছর ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। হাদিসে পাকে এসেছে-
> ‘তোমাদের সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিনে তোমরা আমার প্রতি দরূদ পাঠ কর। যেহেতু তোমাদের দরূদ আমার কাছে পেশ করা হয়ে থাকে।’ (আবু দাউদ)
> তিনি আরও বলেন, ‘জুমার রাত ও দিনে তোমরা আমার উপর বেশি বেশি দরূদ পড়। আর যে ব্যক্তি আমার উপর একবার দরূদ পড়বে; সে ব্যক্তির উপর আল্লাহ ১০ বার রহমত বর্ষণ করবেন।’ (বাইহাকি)
৩. জুমার দিন বিশেষ মুহূর্ত ও দোয়া
জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত সময় নামাজে অতিবাহিত করা উত্তম। কিন্তু এ নামাজের অতিবাহিত করার অর্থ হলো- আসর নামাজ আদায় করে মাগরিব পড়ার নিয়তে বাকি সময় মসজিদে অবস্থান করে তাসবিহ-তাহলিলে অতিবাহিত করা। দরূদ পড়া। বেশি বেশি ইসতেগফার করা। আর তাতেই নামাজে অতিবাহিত করার সাওয়াব মিলবে। হাদিসের একাধিক বর্ণনায় এসেছে-
> হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিনের আলোচনা করতে গিয়ে বলেন, ‘এতে (এ দিনে) কিছু সময় আছে এমন, যখন কোনো মুসলিম বান্দা দাঁড়িয়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে কিছু চাইলে তিনি তাকে তা অবশ্যই দেবেন। তিনি হাতের ইশারায় দেখিয়ে দেন যে, ওই সময়টি (খুবই) অল্প।’ (বুখারি)
> হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, জুমার দিন একটি সময় আছে যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে কোনো কল্যাণ চাইলে, তিনি তাকে তা অবশ্যই দেবেন। আর সেটি হলো আসরের পর।’ (বুখারি, মুসনাদে আহমাদ)
> হজরত জাবির ইবনু আব্দিল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, জুমার দিন ১২ ঘণ্টা সময়; এর মধ্যে একটি সময় আছে এমন, যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে কিছু চাইলে, তিনি তাকে তা অবশ্যই দেবেন। সুতরাং তোমরা আসরের পর শেষ সময়টুকুতে তা অনুসন্ধান কর।’ (আবু দাউদ)
> হজরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহুর ছেলে হজরত আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে বলেন, তুমি কি তোমার পিতাকে জুমার দিনের (বিশেষ) সময়ের মর্যাদা সম্পর্কে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো হাদিস বর্ণনা করতে শুনেছ?
আমি বলি, ‘হ্যাঁ’, আমি তাকে বলতে শুনেছি, আমি (আবু মুসা আশআরি) আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি- সেটি হলো ইমামের (বৈঠকে) বসা থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত মাঝখানের সময়টুকু।’ (মুসলিম)
আল্লামা ইবনুল কায়্যিম ও অন্যান্য ইসলামিক স্কলারগণ যে মতটি দিয়েছেন, তাহলো- জুমার দিন দোয়া কবুলের সেই সময়টি হলো আসরের পর। (যাদুল মাআদ)
আল্লামা ইবনুল কায়্যিম বলেন, আমার মতে নামাজের সময়টি মূলত এমন এক সময়, যখন দোয়া কবুলের আশা করা যায়। (সাধারণত নামাজের সময় ও আসরের পর-) উভয়টি হলো দোয়া কবুলের সময়; যদিও বিশেষ এ সময়টি হলো আসরের পর। এটি নির্দিষ্ট। আগে পরে হওয়ারও কোনো সুযোগ নেই। তবে ‘নামাজের সময়’ কথাটি নামাজের আগের ও পরের উভয় সময়কেই বোঝায়।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জুমার দিন আগাম প্রস্তুতি গ্রহণ করে আগে আগে মসজিদে যাওয়ার তাওফিক দান করুন। বিশেষ আমলে জুমার দিন অতিবাহিত করার তাওফিক দান করুন। আমিন।
ভোটদানে বাধা দিলে প্রতিবাদ করতে বললেন সিইসির
জাতীয় ঐক্য প্রক্রিয়া চূড়ান্ত, যুগপৎ আন্দোলনের প্রস্তুতিতে বিএনপি
গাফ্ফার চৌধুরীর দাফন হবে বনানীতে, স্ত্রীর পাশে
প্রধানমন্ত্রী ধন্যবাদ প্রাপ্য
পদ্মা সেতুর জন্য
এটা নিয়ে রাজনীতি নয়।
চাঁদ দেখা সাপেক্ষে
৮ জুলাই পবিত্র হজ
অসিয়ত অনুযায়ী আবদুল গাফফার চৌধুরীর দাফন হবে বাংলাদেশে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন
খালেদাকে পদ্মা সেতুতে নিয়ে টুস করে নদীতে ফেলে দেয়া উচিত
ডেস্ক রিপোর্ট : পাকিস্তানিদের পদলেহনকারীর দল এখনো বাংলাদেশে জীবিত আছে, এটা সব থেকে দুঃখজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখনো তারা বাংলাদেশের ভালো কিছু হলে ভালো চোখে দেখে না। বাংলাদেশ এগিয়ে গেলে তাদের ভালো লাগে না। ঢাকা পোস্ট
শেখ হাসিনা বলেন, আজকে যে বঙ্গবন্ধু স্যাটালাইট উৎক্ষেপন করেছি সেটা নিয়েও সমালোচনা, এত টাকা দিয়ে স্যাটালাইট করে কী হবে? এই প্রশ্নও কিন্তু তুলেছে তারা। অর্থাৎ বাংলাদেশের জন্য ভালো কিছু করলে তাদের গায়ে লাগে। কেন? তাহলে তারা কি এখনো সেই পাকিস্তানি সামরিক জান্তাদের পদলেহনকারী, খোশামদী, তোষামদির দল? গালিটালি দিই না, দেওয়ার রুচিও নাই। তবে একটু না বলে পারি না। পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে বাংলাদেশের মেয়েদের ওপর অত্যাচার করেছে, গণহত্যা চালিয়েছে, অগ্নিসংযোগ করেছে, পোড়ামাটি নীতি নিয়ে বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল; সেই পাকিস্তানিদের পদলেহনকারীর দল এখনো বাংলাদেশে জীবিত আছে, এটা সব থেকে দুঃখজনক।
বুধবার (১৮ মে) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাগোনিউজ ২৪
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কানফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, পদ্মা সেতুর অর্থ বন্ধ করালো ড. ইউনুস। কেন? গ্রামীণ ব্যাংকের একটা এমডির পদে তাকে থাকতে হবে। তাকে আমরা প্রস্তাব দিয়েছিলাম গ্রামীণ ব্যাংকের উপদেষ্টা হতে। একটা উপদেষ্টা হিসেবে থাকার জন্য আরও উচ্চ মানের। সেটা সে ছাড়বে না তার এমডিই থাকতে হবে। কিন্তু তার বয়সে কুলায় না। ড. ইউনুস কিন্তু আমাদের সরকারের বিরুদ্ধে মামলাও করেছিল। কিন্তু কোর্ট আর যাই পারুক, তার বয়স তো কমিয়ে দিতে পারে না ১০ বছর। কারণ গ্রামীণ ব্যাংকের আইনে আছে ৬০ বছর পর্যন্ত থাকতে পারে। তখন তার বয়স ৭১ বছর। এই বয়সটা কমাবে কীভাবে? সেই মামলায় সে হেরে যায়। কিন্তু প্রতিহিংসা নেয়।
তিনি বলেন, ড. ইউনুস এবং যেটা আমরা শুনেছি মাহফুজ আনাম, তারা আমেরিকায় চলে যায়। স্টেট ডিপার্টমেন্টে যায়। হিলারির কাছে ইমেইল পাঠায়। ওয়ার্ল্ড ব্যাংকের মি. জোলি যিনি প্রেসিডেন্ট ছিলেন তার শেষ কর্মদিবসে কোনো বোর্ড সভায় পদ্মা সেতুর টাকা বন্ধ করে দেয়। যাক, একদিকে সাপে বর হয়েছে। কেন হয়েছে? বাংলাদেশ যে নিজের অর্থায়নে পদ্মা সেতু করতে পারে সেটা আজকে আমরা প্রমাণ করেছি। কিন্তু আমাদের এখানের একজন জ্ঞানী লোক বলে ফেললেন যে পদ্মা সেতুতে যে রেল লাইন হচ্ছে ৪০ হাজার কোটি টাকার খরচ হচ্ছে। ৪০ হাজার কোটি টাকা তো ঋণ নিয়ে করা হচ্ছে। এই ঋণ শোধ হবে কীভাবে? দক্ষিণবঙ্গের কোনো মানুষ তো রেলে চড়বে না। তারা তো লঞ্চে যাতায়াত করে। তারা রেলে চড়তে যাবে কেন? এই রেল ভায়াএবল হবে না।
সরকার প্রধান বলেন, সেতুর কাজ হয়ে গেছে এখন সেতু নিয়ে কথা বলে পারছে না। এখন রেলের কাজ চলছে, এখন রেলের কাজ নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। আমার মনে হয় আমাদের সবার ওনাকে চিনে রাখা উচিত। রেল গাড়ি যখন চালু হবে তখন ওনাকে নিয়ে রেলে চড়ানো উচিত। আর খালেদা জিয়া বলেছিল, জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে। কারণ বিভিন্ন স্প্যানগুলো যে বসাচ্ছে ওটা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া। বলেছিল, জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, ওখানে চড়া যাবে না, চড়লে ভেঙে পড়বে। তার সঙ্গে তার কিছু দোসররাও। এখন তাদের কী করা উচিত?
তিনি বলেন, পদ্মা সেতুতে নিয়ে গিয়ে ওখান থেকে টুস করে নদীতে ফেলে দেওয়া উচিত। আর যিনি আমাদের একটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে তাকেও আবার পদ্মা নদীতে নিয়ে দুইটা চুবানি দিয়ে উঠাইয়া নেওয়া উচিত। মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে দুইটা চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। তাহলে যদি এদের শিক্ষা হয়। বড় বড় অর্থনীতিবিদ, জ্ঞানী-গুণি এই ধরনের অর্বাচিনের মতো কথা বলে কীভাবে? সেটাই আমার প্রশ্ন। মেগা প্রজেক্টগুলো করে না কী খুব ভুল করছি। তারা আয়েশে বসে থাকে আর আমার তৈরি করা সব টেলিভিশনে গিয়ে কথা বলে। বিদ্যুৎ সরবরাহ করি। সেই বিদ্যুৎ ব্যবহার করছে।
সরকার প্রধান বলেন, আজকের বাংলাদেশে আমরা ২০০৯-এর পরে যে সরকার গঠন করেছি তার পরেও আমাদের কম ঝামেলা পোহাতে হয়নি। অগ্নি সন্ত্রাস করে বিএনপি জীবন্ত মানুষগুলোকে পুড়িয়ে পুড়িয়ে মারে। পেট্রোল বোমা মারে। আমরা রাস্তাঘাট বানাই, তারা রাস্তাঘাট কাটে। আমরা বৃক্ষরোপণ করি তারা গাছ কাটে। এভাবে দেশকে তারা বার বার ধ্বংসের দিকে নেওয়ার চেষ্টা করেছে। সরকার উৎখাত করার উদ্যোগ নিয়েছে তারা। আমরা জনগণের ভোটে নির্বাচিত। তাদের ডাকে তো জনগণ সাড়া দেয়নি।
তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। ওই দশ ট্রাক অস্ত্র মামলায় এবং একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় সাজাপ্রাপ্ত আসামি তারেক জিয়া। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের কাছে মুচলেকা দিয়েছিল জীবনে কোনো দিন রাজনীতি করবে না। এ মুচলেকা দিয়েই কিন্তু দেশ ছেড়ে চলে যায়। কিন্তু এই মামলায় বিচারের রায়ে সে সাজাপ্রাপ্ত। এতিমের অর্থ আত্মসাতের মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া। কারাগার থেকে এখন বাসায় থাকার সুযোগ দিয়েছি, অসুস্থ সে জন্য। এইটুকু মানবিকতা দেখিয়েছি, যে আমাকে হত্যার চেষ্টা করেছে বার বার, তাকেই আমি এই করুণা ভিক্ষা দিয়েছি যে সে এখন বাসায় থাকতে পারে। সাজাপ্রাপ্ত আসামিও এখন বাসায় থাকতে পারে- এটা নির্বাহী আদেশেই দেয়া হয়েছে।
সরকার প্রধান বলেন, আমার এখানে একটা প্রশ্ন, আজকে বিএনপি নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে। বিএনপির আমলে নির্বাচনের ইতিহাস এতই কলুষিত যে তাদের তো এ নিয়ে কথা বলার অধিকারই নেই। কোন মুখে তারা বলে? ঢাকা-১০ এ ফালু ইলেকশন করেছিল সেই ইলেকশনের চিত্র নিশ্চয়ই সবার মনে আছে। মাগুরা ইলেকশন, যে ইলেকশন নিয়ে আমরা আন্দোলন করে খালেদা জিয়াকে উৎখাত করলাম। মিরপুর ইলেকশন, প্রত্যেকটা সময় তো আমরা দেখেছি তাদের ইলেকশনের চিত্র। আর এমনিতে সেই ৭৭-এর হ্যাঁ/না, ৭৮-এর রাষ্ট্রপতি, ৭৯-র সাধারণ নির্বাচন, ৮১-র নির্বাচন। প্রত্যেক নির্বাচনই তো আমাদের দেখা। ১৫ ফেব্রুয়ারি নির্বাচন। যাদের নির্বাচনের এত কলুষিত হওয়ার রেকর্ড, তাদের মুখে এখন নির্বাচনের প্রশ্ন।
তিনি বলেন, আজকে নির্বাচনের যতটুকু উন্নতি আমরা করেছি সেগুলো আমাদেরই সিদ্ধান্ত, আমাদেরই চিন্তা। ছবিসহ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স, ইভিএম- একটা আধুনিক প্রযুক্তি দিয়ে এর সব কিছু তো আমরা করেছি। নির্বাচনে যাতে মানুষ ভোট দেওয়ার অধিকার পায়, সে অধিকারটাই তো সব থেকে বড়। সেটাই আমরা করতে চেয়েছি। এটা নিয়ে তো তাদের প্রশ্ন তোলার কোনো অর্থই হয় না। কারণ আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত। আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিয়েছে। গণতান্ত্রিক অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিয়েছে। এটাই হচ্ছে সব চেয়ে বড় শক্তি। সেই শক্তিটা আছে বলেই এবং জনগণের শক্তিতে আমরা ক্ষমতায় আছি বলেই জনগণের কল্যাণে কাজ করতে পেরেছি।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, আজকের বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। এর ভেতরে আমাদের কিছু আতেল আবার জুটেছে। একজন অর্থনীতিবিদ বলেই দিলো আমরা যে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছি এটা না কী অর্থনৈতিকভাবে ভীষণ ক্ষতিকর। আমার প্রশ্ন হচ্ছে যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র- এটা হচ্ছে সব থেকে পরিবেশবান্ধব। গ্যাস তো চিরদিন থাকে না। একেকটা কূপ খনন করে তার একটা নির্দিষ্ট সময় থাকে। তেল ভিত্তিক, গ্যাস ভিত্তিক বিদ্যুৎ আমরা করি। অনেক খরচেরও ব্যাপার। যদি কোনো দিন এমন হয় যে আমাদের গ্যাস ফুরিয়ে যাচ্ছে তখন আমাদের এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টই তো আমাদের বিদ্যুৎ দেবে। এটা সব থেকে পরিবেশ বান্ধব একটা বিদ্যুৎ কেন্দ্র। এখানে বিনিয়োগটা বড় করে দেখা যায়। কিন্তু এর বিদ্যুৎ যখন উৎপাদন হবে। আর এই বিদ্যুৎ যখন মানুষ ব্যবহার করবে আমাদের অর্থনীতিতে অনেক অবদান রাখবে।
তিনি বলেন, আজকে আমরা বিদ্যুৎ উৎপাদন করেছি বলেই সারা বাংলাদেশে প্রত্যেক ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে পেরেছি। আমরা যখন শুরু করলাম রেন্টাল পাওয়ার প্ল্যান্ট নিয়ে তখন সেটা নিয়েও অনেক কথা বলে গেছে। আজকে যে বিদ্যুৎ উৎপাদন আমরা করছি, সেই বিদ্যুৎ ব্যবহার করেই আমাদের বিরুদ্ধে কথা বলে। ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিলাম। সেই ঘোষণা নিয়ে ব্যঙ্গ করে। আজকে সেই ডিজিটাল মাধ্যম ব্যবহার করেই আমাদের বিরুদ্ধে কথা বলে। এটা বোধহয় ভুলে যায় তারা যে কথা বলার সুযোগ পাচ্ছে সেটা কিন্তু আমরা দিচ্ছি।
আওয়ামী লীগ সভাপতি বলেন, খালেদা জিয়ার আমলে, জিয়ার আমলে, এরশাদের আমলে তাদের কী কথা বলার কোনো সুযোগ ছিল? কতটুকু অধিকার ভোগ করতো তারা? বেসরকারি টেলিভিশন এত দিয়ে দিয়েছি যে সারা দিন রাত টকশো করে। আমি মাঝে মাঝে বলি এত টক টক কথা না বলে একটু মিষ্টি মিষ্টি কথা বলেন। কত আর টক টক কথা বলবেন। টকশো তারা করে যাচ্ছে। কেউ তো তাদের গলা চিপে ধরে নাই। মুখ চেপেও ধরি না। কথা বলেই যাচ্ছে। তবে হ্যাঁ, সব কথা বলার শেষে বলে কথা বলতে দেওয়া হয় না।
তিনি বলেন, আমাদের বিএনপির এক নেতা তো সারা দিন মুখে মাইক লাগিয়েই আছে। সারাক্ষণ কথা বলেই যাচ্ছে। একবার কথা বলতে বলতে গলায় অসুখও হলো। যাক, চিকিৎসা করে এসে আবার কথা বলছে। তার কথা তো কেউ বন্ধ করছে না। তাদের আন্দোলনে যদি জনগণ সাড়া না দেয়, সে দোষটা কাদের?।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে অর্থনীতিবিদ কথা বলছেন তাকে আমি বলবো তিনি কি এটা প্রকৃততথ্য জেনেই বলছেন না জেনে? আমি তার জ্ঞান নিয়ে কোনো প্রশ্ন তুলবো না, তারা অনেক ভালো লেখাপড়া জানেন। কিন্তু একটা বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পেয়ে মানুষের একটা জাতির যে কতটুকু উন্নতি হতে পারে সেটা আজকের বাংলাদেশ। বাংলাদেশের উন্নয়নটা বাইরের লোকও দেখে কিন্তু তারা দেখে না।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
নিবন্ধন করে হজে যেতে না পারা ব্যক্তিদের টাকা তুলে নেওয়ার নির্দেশ
স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আমি যাদের বিশ্বাস করেছিলাম, তারাই বিশ্বাস ঘাতকতা করেছে
বিদ্যুতের দাম ৫৮ শতাংশ বাড়ানোর প্রস্তাব
সুস্থ আছেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক
রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল
পুনর্গঠিত হচ্ছে হেফাজত, রুদ্ধদ্বার বৈঠকে শীর্ষ নেতারা
দেশের ৮ বিভাগে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
প্রধানমন্ত্রী ও তার পরিবারের নামে প্রতারণার চেষ্টা করলে ফোন করে জানানোর পরামর্শ
ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু পরিবারের কোন সদস্যের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা করা হলে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাসস
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে তথ্য মন্ত্রণালয় সোমবার জানায়, ‘সাম্প্রতিককালে লক্ষ্য করা যাচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তাদের সন্তানদের নাম ব্যবহার করে অবৈধভাবে সরকারি কাজ বা অন্যরূপ সুবিধা পাওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের নাম অবৈধভাবে ব্যবহার করে অনেকে অবৈধ অর্থ লেনদেনের সাথে যুক্ত হচ্ছেন।’
‘সকলের অবগতির জন্য জানানো হয় যে, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু পরিবারের কোন সদস্য কোন প্রকার ব্যবসা বা অন্যরূপ কোন তদবিরের সাথে সম্পৃক্ত নয়। এ ধরণের কোন অনুরোধ বা তদবির অথবা অবৈধ সুবিধাভোগের প্রচেষ্টা দৃষ্টিগোচর হলে, প্রতারকের সম্পর্কে নিম্নেবর্ণিত কর্মকর্তাদের কাছে তথ্য প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।’
কর্মকর্তারা হলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন টেলিফোন নম্বর ৫৫০২৯৪৪০ (অফিস), ০১৮৩৩৩৩৩৩৩৭ (মোবাইল), প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মনিরা বেগম, ৫৫০২৯৪১৭ (অফিস), ০১৭১১-৮৮৮১৯০ (মোবাইল), প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ইসমাত মাহমুদা ৫৫০২৯৪৪২ (অফিস), ০১৭১০ ৮২৫৯৮৩ (মোবাইল)।
ধান-চালের দামে আগুন
জামিয়া ইব্রাহীমিয়া কারীমিয়া দেবিদ্বারে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার দেবিদ্বারে জামিয়া ইব্রাহীমিয়া কারীমিয়া দেবিদ্বারে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রথম পাঠদান সবক প্রদানও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার ১৬ মে ২০২২,২জ্যৈষ্ঠ১৪২৯ বঙ্গাব্দে জামিয়া জামিয়া ইব্রাহীমিয়া কারীমিয়া দেবিদ্বারের সভাপতি এবং আমাদের দেবিদ্বার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম এর সভাপতিত্বে শিক্ষা পরিচালক সিনিয়র শিক্ষক হাফেজ আল-আমীন এর সঞ্চালনায় ২০২২-২০২৩ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের প্রথম পাঠদান হিসাবে সবক প্রদান করা। এ সময় শ্রেণিতে মেধাস্থান অর্জন করা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে সবক প্রদান করেন, শাইখুল হাদিস আল্লামা মাওলানা ইমরান দা:বা:,দোয়া পরিচালনা করেন,শাইখুল হাদিস আল্লামা মাওলানা আবদুল কুদ্দুস দা:বা:। এ সময় উপস্থিত ছিলেন ওই মাদরাসার শিক্ষকসহ বিভিন্ন মাদরাসা থেকে আগত মুফতি ও হাফেজগণ।
চোরদের হাতে ক্ষমতা দেওয়ার চেয়ে পারমাণবিক বোমা ফেলা ভাল: ইমরান
লালমনিরহাট থেকে কেঁদে ফিরে গেলেন জার্মানির জামাই প্যাট্রিক
লালমনিরহাট প্রতিনিধি: ঈদ আনন্দ উপভোগ করতে সুদূর জার্মান থেকে শ্বশুরবাড়ি লালমনিরহাটে ছুটে আসা জামাতা প্যাট্রিক জার্মানে ফিরে গেছেন। শ্বশুরবাড়িসহ আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়িয়ে ১৫দিনের মাথায় গত ১২মে জার্মানে ফিরে গেলেন জামাতা প্যাট্রিক ও মেয়ে ইভা।
প্রথমবার শ্বশুরবাড়িতে ঈদ উদযাপন করে খুশি প্যাট্রিক ও ইভা দম্পতি। এ দম্পতি এখন ফেসবুকে ভাইরাল।
জানা গেছে, ২০১৬ সালে উচ্চ শিক্ষার জন্য জার্মানে যায় ইভা। সেখানে গিয়ে ইভা পড়াশুনার পাশাপাশি একটি রেস্টুরেন্টে চাকরি নেয়। ওই সময় রেস্টুরেন্টে আসা-যাওয়া ছিল অর্থনীতিতে পিএইচডি করা ড. প্যাট্রিক মুলারের। এক পর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব অতঃপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ইভা বিয়ে করেন প্যাট্রিককে। বিয়ের এক বছর পর পুত্রসন্তানের মা হয় ইভা।
এদিকে চার বছরের সংসার জীবনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের রূপ দেখে মুগ্ধ হয় প্যাট্রিক। পরে ইভার পরিবারকে নিয়ে ঈদ করার ইচ্ছা পোষণ করেন। বিষয়টি ইভা তার পরিবারকে জানায়। পরে ২৯ এপ্রিল জার্মান জামাই শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন।
এদিকে প্রথমবার বিদেশি জামাই আসায় শ্বশুরবাড়িতে রান্না করা হয় চাইনিজ খাবার। কিন্তু জার্মান জামাইয়ের আবদার তিনি বাঙালি খাবারের স্বাদ নেবেন। পরে জামাইয়ের আবদার মেটাতে মাছ-মাংসসহ নানা ধরনের খাবার রান্না করা হয়। জার্মান জামাইও চামচ ব্যবহার না করে হাত দিয়ে খাবারের স্বাদ নেন। আর এসব দেখে মুগ্ধ হয় ইভার পরিবারের লোকজন।
এদিকে, ঈদের পরের দিন জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায় প্যাট্রিক। সেখানে তিনি গ্রামের মানুষদের সঙ্গে সানন্দে ধান কাটেন ও মাড়াই করেন। এছাড়াও পুকুরে জাল ফেলে মাছ ধরার পাশাপাশি বাইসাইকেল চালায় এবং গ্রাম বাংলার ঐতিহ্য পানও খেয়েছেন সে।
এভাবে বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়ে ১৫ দিনের মাথায় লালমনিরহাট থেকে জার্মানে ফিরে যান প্যাট্রিক-ইভা দম্পতি। তাদের বিদায়বেলা সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। এ সময় কেঁদেছেন প্যাট্রিক, কাঁদিয়েছেন শ্বশুরবাড়ির
লোকজনসহ এলাকাবাসীকে।
মৌসুমি আক্তার ইভা বলেন, প্যাট্রিক একজন ভালো মনের মানুষ। তাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি খুশি।
গ্রামগঞ্জ ঘুরে প্যাট্রিক বলেন, ফেসবুক ইউটিউবের কল্যাণে বাংলাদেশের গ্রামের রূপ দেখেছি। বাস্তবে এত সুন্দর হবে ভাবতে পারিনি। এ দেশের মানুষ অনেক ভদ্র।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Website
Address
Kha 11/1, Shahajadpur Bus Stand(3rd Floor), Progoti Sharoni, Gulshan
Dhaka, 1212
আসুন প্রয়োজনিয় সময় ব্যায় করি।
ঠিকানা নীলথামারী
Dhaka, 4466
আসসালামু আলাইকুম! আপনেরা সমস্যা কি? প্রেমে ব্যর্থতা.স্বামী স্ত্রী আমিন. শনি. রাহু . যাদু. টানা. বান. পাওনা টাকা আদায় . লটারি বিজয়ী. বিদেশে যাও বাধা. ব্যবসায় লোকসান. মামলা মোথাদ...
1/2 Shere Bangla Nogor, Aagargaon
Dhaka, 1207
DEN Bangla television is a most popular TV station of Bangladesh. As a mixed channel we on aired Mov
223, Medial Bashabo. Shobujbagh
Dhaka
DNews is one of the leading online news portals of Bangladesh. We are dedicated to serve you the lat