Atozbpc.com

Atozbpc.com

You may also like

Shop bd.com
Shop bd.com

'AtoZBpc.Com ' Online Shopping mart.
“Your one-stop shop for the latest trends and unbeatable deals! 🛒✨ Shop smart, live better.”

21/09/2024

পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করা ২৩৮ টি সেনাবাহিনীর ক্যাম্প পুনরায় স্থাপন করা হোক। পাহাড়ে সেনাবাহিনী ছিলো, আছে, থাকবে।।
loud and clear
স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোন আপোষ নেই

20/08/2024

অর্থবিত্ত হওয়া সত্ত্বেও আমি আমার একমাত্র ছেলেকে কখনো দশ টাকার বেশি টিফিন খরচ দেইনি। সে বরাবরই তার বন্ধুদের দেখিয়ে বলে বাবা দেখো আজ সে কতো ব্রাণ্ডেড ঘড়িটা পরে এসেছে। বাবা দেখো তার স্কুল ব্যাগটা ইম্পোর্টেট। সুন্দর না বাবা!
আমি মাথা নাড়িয়ে শুধু সম্মতি জানাই।
আমার ছেলের সাহস কিন্তু হয়নি কখনো সেম জিনিসটা চাওয়ার। একদিন তার পায়ে সামান্য ব্যথা। স্কুল যাওয়ার সময় বললো বাবা আমাকে তোমার সাথে অফিসের গাড়িতে নিয়ে স্কুলে নামিয়ে দেবে?
আমি তার সমস্যার কথা বিবেচনা করে বললাম ঠিক আছে। এরপর প্রায় এক সপ্তাহ সে আমার সাথেই গেলো। আমি চুপচাপ তাকে নামিয়ে দিতাম। আমার ছেলের এখন দেখছি হেঁটে যেতে ইচ্ছে করছেনা। পরেরদিন সকালে আমাকে বলার আগে আমিই বলে দিলাম অফিসিয়াল জিনিস ব্যক্তিগত ব্যবহারের জন্য নিষিদ্ধ। বাড়ি থেকে স্কুল দশ মিনিটের পথ নির্দিষ্ট সময়ের আরোও কিছুক্ষণ আগে বের হবে হেঁটে যেতে পারবে। ছেলে আমার প্রচন্ড মন খারাপ করে বসে রইলো।
এদিকে আমার স্ত্রীও মন খারাপ করেছে। কেনো করি এমন! এর উত্তর জানা নেই।
আজ সন্ধ্যায় ছেলে আমার বাড়িতে এসেই বলেছে জানো আমার বন্ধু শহরের সবচেয়ে সেরা স্কুলে ভর্তি হয়েছে। আমিও ………
বলার আগেই আমি তাকে থামিয়ে জানতে চাইলাম বাবা প্রতিষ্ঠান সেরা হয় নাকি ছাত্র? ধরো আমি তোমায় সে স্কুলে দিলাম কিন্তু তুমি ফেল করলে কোনো সাবজেক্টে তাহলে আমি কি বলবো তুমি ফেল নাকি স্কুল?
ছেলে বললো বুঝেছি বাবা।
আমি তার মাথায় হাত দিয়ে বললাম এই পর্যন্ত তোমার ক্লাসের কোনো ছেলেই তোমাকে টপকে যেতে পারেনি। তুমিই ফার্স্ট বয়। সুতরাং তুমি যেখানে সেরাটা দেবে সেই স্থানই সেরা তোমার মতো।
এরপর সে আর এরকম কোনো কথা বলেনি।
আজ বিকেলে ছেলে বলছে বাবা একজন এক্সট্রা টিউটর দরকার। আমার ম্যাথ ইংলিশে একটু সমস্যা হচ্ছে। আমি ছেলেকে বললাম বাবা একটু কষ্ট করতে হবে। আমি যখন রাত করে বাড়িতে ফিরবো ন'টা কিংবা দশটায় আমার কাছেই তোমাকে ম্যাথ আর ইংলিশ করতে হবে।
বাবা তুমি পরিশ্রম করে বাড়ি আসো তাই না?
আমি হেসে বললাম, না বাবা। আমার কাছে এতো সামর্থ্য নেই তোমাকে এক্সট্রা টিউটর দেওয়ার। আমি বরং একটু কষ্ট করি। কি বলো?
ছেলে আমাকে জড়িয়ে ধরে বললো ঠিক আছে বাবা।
স্ত্রী রাতেরবেলা জিজ্ঞেস করলেন তুমি এরকম দশটা টিউটর রাখতে পারো কিন্তু!
কিন্তু আমি চাই আমার সন্তান বুঝুক আরাম করে কিছু পাওয়া যায় না। মানুষের জীবনে অভাব আসলে তা কিভাবে মোকাবিলা করতে হয় সে বুঝুক ও সে শিখুক। কোনো কিছুই মন্দ নয় সে বুঝুক।
আমার স্ত্রী চুপ হয়ে গেলেন।
মাঝেমাঝে আমার ছেলেকে নিয়ে আমি ফুটপাতে হাঁটি। পথশিশু থেকে শুরু করে বিভিন্ন মানুষের সম্পর্কে জানাই। সে জানুক পৃথিবী শুধু চিন্তায় সুন্দর। বাস্তবে খুব কঠিন।
আমি চাওয়া মাত্রই তাকে কিছু দেইনি। একদিন সে বলেছিলো বাবা তুমি এরকম কেনো?
তাকে বলেছিলাম সময় হলে বুঝবে।
দুই তিন আগে সে ইলিশ ও মাংস পোলাও খাবে।
তাকে বললাম টাকাতো কম। তোমার কাছে কিছু আছে? থাকলে ইলিশ আনা যাবে। ছেলে আমার পঞ্চাশটি দশ টাকার নোট বের করে দিল। আমি অবাক হয়ে বললাম তুমি খরচ করোনি?
সে মুচকি হাসি দিয়ে বললো, না বাবা। জমিয়েছি। আমার পরিচিত এক বন্ধু স্কুলে না খেয়েই আসে। কোনো টাকাও নেই তার কাছে। আসলে সে খুব অসহায় বাবা। আমি মাঝে তাকে ক্ষুধার্ত দেখে বুঝতে পারি সেদিনই তার সাথে খাই কারন তখন সে না করে না। অন্যান্য দিনগুলো টাকা খরচ করিনা। জমিয়ে রাখি কারন বাড়ি থেকে মা যা দেয় তাতো যথেষ্ট কারন কিছু মানুষ সামান্যটুকুও পায় না।
আমি ছেলের দিকে তাকিয়ে আছি।
সেই গুছানো টাকা নিয়ে আরোও টাকা মিলিয়ে ইলিশ এনে ছেলেকে ইলিশ মাংস পোলাও খাওয়ালাম। ইচ্ছে করেই অভাব অনুভব করাই যাতে সে বুঝুক জীবনটা কঠিন। অনেক কঠিন।
পূজোর বাজারে গিয়ে তাকে বলেছি সাধ্যের মধ্যে নিতে। সে একটা প্যান্ট নিয়েছে শুধু। জানতে চাইলে বলে তোমার জন্য পাঞ্জাবি আর মায়ের জন্য শাড়ি নিয়েছি।
আমি হাসলাম।
সে বুঝতে শিখেছে টাকা কিভাবে খরচ করতে হয়।
একদিন বসে বসে বলছে বাবা সায়নটা আর মানুষ হলো না অথচ আংকেল তার জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন। যা চেয়েছে সে, তার সবটাই তাকে দিয়েছেন। আমি ছেলেকে বললাম আমি কি তোমাকে কিছু দিতে পারিনি?
ছেলে আমার কোলে মাথা রেখে বললো প্রতিটা চাহিদা পূরন করে শিখিয়েছ অভাবে যেন স্বভাব নষ্ট না হয়। তুমি জীবনের যে শিক্ষা দিয়েছ বাবা তা সব কিছুর উর্ধে। তুমি শিখিয়েছ অভাবকে কিভাবে ভালবাসতে হয়। আমি এখনো জানি আমার বাবার আমি ছাড়া কিছু নাই। বাকীটা আমাকে করে নিতে হবে। সবকিছু ইউটিলাইজ করতে হবে। আমি সাধারণ জামাকাপড়েও হীনমন্যতায় ভুগি না বাবা। কারন আমি জানি আমি কে!
তোমার দেয়া শিক্ষা আমি সারাজীবন ধরে রাখবো বাবা। চাওয়া মাত্রই পেয়ে গেলে আমি কখনো জানতামই না পঞ্চাশ দিন না খেয়ে টিফিন মানি জমালে পাঁচশো টাকা জমা হয়। তুমি আছো বলেই সম্ভব। আমি মানুষকে মানুষের চোখে দেখি। আমি বুঝি জীবন কতো কঠিন।
আমার স্ত্রী নিজের থেকেই আজ খুব খুশি। বুঝতে পেরেছেন আমার উদ্দেশ্যটা।
প্রায় দশ বছর পর ছেলে প্রাইভেট কার কিনেছে নিজের রোজগারে। হাসতে হাসতে বলে বিগত পাঁচ বছরে টিফিনের টাকা আর বোনাসের টাকা জমিয়ে এটা কিনেছি।
বুঝতে পেরেছিলাম ছেলে আমার সঞ্চয়ী হয়েছে। সাথে হয়েছে মানুষও।
সপ্তাহখানিক পর যাবতীয় সম্পত্তি তার নামে লিখে দিয়ে বললাম সামলে রেখো। ছেলে দলিল আমার হাতে দিয়ে বললো তোমরা সাথে থেকো। আর কিছু লাগবে না।
আজ তাকে বুকে জড়িয়ে ধরে আমার স্ত্রী নীলিমাকে বললাম দেখেছো আমি ভুল করিনি। আমি আমার সন্তানকে মানুষ করতে গিয়ে জীবনের শ্রেষ্ঠ শিক্ষাটাই দিয়েছি যেমনটা আমার বাবা দিয়েছিলেন আমাকে। আমি অভাবে সন্তানকে লজ্জিত হওয়া নয় বরং দৃঢ় থাকতে শিখিয়েছি।
©

Photos from Atozbpc.com's post 23/11/2023

Winter hoodie💥💥💥
STOCK ALWAYS AVAILABLE.💥
✅All are real pictures
✅Quality is top notched 💯
✅ 100% Export quality.

Inbox us to place your order ❤️
Contac us: 01324894797

13/11/2023

রিযিকের জন্য চরিত্র নোংরা করার চেয়ে পরিশ্রম করে পোশাক নোংরা করা অনেক উত্তম ।

11/10/2023

সবকিছু তৈরি হয় চীনে..
কিন্তু বীর পুরুষ তৈরি হয় ফিলিস্তিনে।💙🇵🇸

#আকসা_আমাদের

10/10/2023

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, ফিলিস্তিনের সহায়তার জন্য দ্রুত বাংলাদেশ থেকে মেডিকেল টিম পাঠানোর ব্যবস্হা করুন।

25/09/2023

ঠকতে ঠকতে একসময় বোকা মানুষটিও জেনে যায় যে, তাকে কতোটা ঠকানো হয়েছিল !

15/09/2023

আমরা সবাই পাপী; আপন পাপের বাটখারা দিয়ে; অন্যের পাপ মাপি!
– কাজী নজরুল ইসলাম.

14/09/2023

🤔আর্থিকভাবে স্বচ্ছল*তা না থাকলে রক্তের সম্প*র্কের আত্মীয় স্বজ*নরাও🥴আপনাকে তার আত্মীয় বলতে লজ্জা বোধ করে🫢

Photos from Atozbpc.com's post 07/08/2023

🔥ℕ𝕖𝕨 ℙ𝕣𝕚𝕟𝕥 𝗣𝗿𝗲𝗺𝗶𝘂𝗺 𝗕𝗮𝘀𝗶𝗰 𝘀𝗵𝗶𝗿𝘁🔥
🌼 Oxford cotton shart 🌼
🎁 New Print Collection are Available Now

👔↘️ Shart price...

👉 pics 550 /-BDT

✅Available Size : M / L / XL /
✅ Cotton Fabrics 210+Gsm
✅ Export Quality..

Mobile : 01767941444

📝 অর্ডার কনফার্ম করতে আপনার নাম,
ঠিকানা এবং মোবাইল নাম্বার ইনবক্স করুন।

ঢাকার মধ্যে হোম ডেলিভারি চার্জ ৮০ টাকা।(২/৩দিন)

ঢাকার বাইরে হোম ডেলিভারি চার্জ ১৫০ টাকা।(৩/৪দিন)

🚖 সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি

Photos from Atozbpc.com's post 07/08/2023

✨Men’s Panjabi Collection.✨

আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন পাঞ্জাবি কালেকশন।🔥

যেকোনো উৎসবেই আমাদের দেশে ছেলেদের প্রধান পোশাক পাঞ্জাবি।✨😍

✅পাঞ্জাবির বিবরণঃ
🟢ফেব্রিক্সঃ টেনসিল কটন, সফট কাপড়।
🟢সাইজঃ M/L/XL. 40/42/44.
🟢সেলাইঃ এক্সপোর্ট কোয়ালিটি।
🟢প্যাটার্নঃ স্লিম ফিট।

অর্ডার কনফার্ম করতে, নাম, ঠিকানা, ফোন নাম্বার, সাইজ ইনবক্স করুন।📥

বিঃদ্রঃ প্রোডাক্ট নেওয়ার সময় দেখে চেক করে নিবেন, পরবর্তীতে কোনো অভিযোগ গ্রহনযোগ্য হবে না।🔴

আমরা সারাদেশে হোম ডেলিভারি দেই, ঢাকার ভিতরে ৮০ টাকা এবং ঢাকার বাইরে ১৫০ টাকা।🚚

যোগাযোগঃ 01767941444 📞

Photos from Atozbpc.com's post 06/08/2023

🔥𝗣𝗿𝗲𝗺𝗶𝘂𝗺 𝗕𝗮𝘀𝗶𝗰 𝗣𝗼𝗹𝗼𝘀 𝘀𝗵𝗶𝗿𝘁🔥
🌼 Oxford cotton shart 🌼

✅Available Size : M / L / XL /
✅ Cotton Fabrics 210+Gsm
✅ Export Quality..

🤗অফার প্রাইজে পাচ্ছেন মাত্র :- ৪৬০ টাকা

To order : atozbpc.Com
Mobile : 01767941444

📝 অর্ডার কনফার্ম করতে আপনার নাম,
ঠিকানা এবং মোবাইল নাম্বার ইনবক্স করুন।

ঢাকার মধ্যে হোম ডেলিভারি চার্জ ৮০ টাকা।(২/৩দিন)

ঢাকার বাইরে হোম ডেলিভারি চার্জ ১৫০ টাকা।(৩/৪দিন)
👉অগ্রিম ডেলিভারি চার্জ দিতে হবে
🚖 সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি।

16/07/2023

দ্রু'ত ওজ'ন বাড়া'তে বাদাম শেক জনপ্রি'য়তা দি'ন দি'ন বেড়ে'ই চলে'ছে।
বি'স্তারিত জা,নতে মে'সেজ অ.পশনে ক্লি'ক করুন✅
অ'থ'বা স'রা'স''রি যো'গা'যো'গ ক'রু'ন এই না''ম্বা'রে 01767941444 📞

14/07/2023

আলহামদুলিল্লাহ কাস্টমার রিভিউ🥰

14/07/2023

দ্রু'ত ওজ'ন বাড়া'তে মি'ল্ক শেক জনপ্রি'য়তা দি'ন দি'ন বেড়ে'ই চলে'ছে।
বি'স্তারিত জা,নতে মে'সেজ অ.পশনে ক্লি'ক করুন✅
অ'থ'বা স'রা'স''রি যো'গা'যো'গ ক'রু'ন এই না''ম্বা'রে 01767941444 📞

Photos from Atozbpc.com's post 13/07/2023

অতিরিক্ত শু'*কনো শ:রীর এবং খা"বারে রু:চি বা*ড়াতে একমাত্র আস্থা এখন ★ বাদাম সেইক এবং মিল্ক সেইক ★ 🥰

✅ এটি বাংলাদেশ সা'ইন্স ল্যা'ব কতৃক পরিক্ষিত এবং সম্পূর্ণ সাই'ড ই'ফেক্ট মুক্ত মাশাল্লাহ।
✅এটি না'রী ও পু'রুষ উভয়ের
জন্যই সমান কার্য'করী।

বিস্তারিত জানতে ---
কলঃ 01767-941444
————অথবা-------
সেন্ড ম্যাসেজ অপশনে ক্লিক করুন।
ধন্যবাদ!

13/07/2023

অতিরিক্ত শু'*কনো শ:রীর এবং খা"বারে রু:চি বা*ড়াতে একমাত্র আস্থা এখন ★ বাদাম সেইক এবং মিল্ক সেইক ★ 🥰

✅ এটি বাংলাদেশ সা'ইন্স ল্যা'ব কতৃক পরিক্ষিত এবং সম্পূর্ণ সাই'ড ই'ফেক্ট মুক্ত মাশাল্লাহ।
✅এটি না'রী ও পু'রুষ উভয়ের
জন্যই সমান কার্য'করী।

বিস্তারিত জানতে ---
কলঃ 01767-941444
————অথবা-------
সেন্ড ম্যাসেজ অপশনে ক্লিক করুন।
ধন্যবাদ!

12/07/2023

অতিরিক্ত শু'*কনো শ:রীর এবং খা"বারে রু:চি বা*ড়াতে একমাত্র আস্থা এখন ★ বাদাম সেইক এবং মিল্ক সেইক ★ 🥰

✅ এটি বাংলাদেশ সা'ইন্স ল্যা'ব কতৃক পরিক্ষিত এবং সম্পূর্ণ সাই'ড ই'ফেক্ট মুক্ত মাশাল্লাহ।
✅এটি না'রী ও পু'রুষ উভয়ের
জন্যই সমান কার্য'করী।

বিস্তারিত জানতে ---
কলঃ 01767941444
————অথবা-------
সেন্ড ম্যাসেজ অপশনে ক্লিক করুন।
ধন্যবাদ!

11/07/2023

দুই নাম্বার বা ডুপ্লিকেট প্রোডাক্ট থেকে বিরত থাকুন।
অরিজিনাল প্রোডাক্ট দেখে নিবেন (এলিট কর্পোরেশন)
এর।।

১০০-২০০ টাকার বেশি গেলেও ভালো প্রোডাক্ট-ই নিবেন।
(এলিট কর্পোরেশন) বিহিন অন্য কোম্পানি থেকে বিরত থাকুন সেইফ থাকুন।।
শরিরের ক্ষেত্রে কোন রিস্ক নেওয়া যাবে না!!
তাই ২০০-১০০ টাকা বেশি গেলেও ভালো প্রোডাক্ট টাই নিবেন।
আমাদের প্রোডাক্ট শতভাগ কার্যকরী এবং রিস্ক মুক্ত।
বাংলাদেশ সাইঞ্চ ল্যাব পরিক্ষিত এবং অনুমোদিত!!

তাই ধোকা খাওয়ার আগে সাবধান হয়ে যান!! ⚠️⚠️

11/07/2023

দ্রু'ত ওজ'ন বাড়া'তে মি'ল্ক শেক জনপ্রি'য়তা দি'ন দি'ন বেড়ে'ই চলে'ছে।
বি'স্তারিত জা,নতে মে'সেজ অ.পশনে ক্লি'ক করুন✅
অথবা কল করুন আমাদের এই নাম্বারে 01767941444

10/07/2023

✅️বিস্তারিত জানতে মেসেজ আসে না ক্লিক করুন অথবা সরাসরি যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে 01767941444☎️

Photos from Atozbpc.com's post 10/07/2023

দারুচিনির উপকারিতা ও খাওয়ার নিয়ম
পরিপাকতন্ত্রের অসুখ, দাঁত ও মাথাব্যথা, চর্মরোগ, মাসিকের সমস্যা দারুচিনি সেবনে সেরে যায়। এর সাথে ডায়রিয়া, যক্ষ্মা রোগেও এর ব্যবহার উপকারী। আপনি অবশ্যই জানেন যে দারুচিনি ব্যবহারের অনেক উপকারিতা রয়েছে, যাতে আপনি সময়মতো দারুচিনি ব্যবহার করার সুবিধা নিতে পারেন।

পিরিয়ডের ব্যথা কমানোর উপায়
এখানে দারুচিনির উপকারিতা, খাওয়ার নিয়ম এবং ব্যবহারের পরিমাণ:-

হেঁচকি সমস্যায় দারুচিনির উপকারিতাঃ হেঁচকি একটি খুব সাধারণ বিষয়, তবে এমন অনেক লোক আছেন যারা সবসময় হেঁচকির অভিযোগ করেন। এই ধরনের মানুষ দারুচিনি ব্যবহার করতে পারেন। 10-20 মিলি দারুচিনির ক্বাথ পান করুন। এটি স্বস্তি দেয়।

ক্ষুধা বাড়ানোর জন্য দারুচিনি খানঃ 500 মিলিগ্রাম শুঁথি পাউডার, 500 মিলিগ্রাম এলাচ এবং 500 মিলিগ্রাম দারুচিনি পিষে নিন। সকাল-সন্ধ্যা খাবার আগে খেলে ক্ষুধা বাড়ে।

বমি বন্ধ করতে দারুচিনির ব্যবহারঃ বমি বন্ধ করতেও দারুচিনি ব্যবহার করা হয়। দারুচিনি এবং লবঙ্গের একটি ক্বাথ তৈরি করুন। 10-20 মিলি পরিমাণে খেলে বমি বন্ধ হয়।

চোখের রোগে দারুচিনির ব্যবহারঃ অনেকে অভিযোগ করেন যে তাদের চোখ টলতে থাকে। চোখের ওপরে (চোখের পাতায়) দারুচিনির তেল লাগান। এতে চোখের পলক পড়া বন্ধ হয় এবং দৃষ্টিশক্তিও বৃদ্ধি পায়।

দাঁতের ব্যথার জন্য দারুচিনির ব্যবহারঃ যাঁরা দাঁতের ব্যথায় ভুগছেন, তাঁরা দারুচিনি খেতে পারেন। তুলো দিয়ে দাঁতে দারুচিনির তেল মাখুন। এটি স্বস্তি দেবে। দারুচিনির ৫-৬টি পাতা পিষে পেস্ট তৈরি করুন। এতে দাঁত পরিষ্কার ও চকচকে হয়।

মাথাব্যথা উপশমে দারুচিনির উপকারিতাঃ মাথা ব্যাথা হলে দারুচিনি খান। 8-10টি দারুচিনি পাতা পিষে একটি পেস্ট তৈরি করুন। দারুচিনির পেস্ট মাথায় লাগালে ঠাণ্ডা বা গরমে মাথাব্যথা থেকে আরাম পাওয়া যায়। উপশম পাওয়ার পরে, পেস্টটি ধুয়ে ফেলুন।দারুচিনি তেল দিয়ে আপনার মাথার ত্বকে ম্যাসাজ করুন। এটি ঠান্ডাজনিত মাথাব্যথা থেকে মুক্তি দেয়। সমান পরিমাণে দারুচিনি, তেজপাতা এবং চিনি মিশিয়ে নিন। চাল ধোয়া পানির সাথে পিষে একটি সূক্ষ্ম গুঁড়ো তৈরি করুন। নাক দিয়ে নিন। এরপর গরুর ঘিও নাক দিয়ে নিন। এটি মাথা ব্যাথা সংক্রান্ত রোগে উপশম দেয়।

স্নায়ুতন্ত্র সম্পর্কিত সমস্যার জন্য আপনি আপনার মাথার ত্বকে দারুচিনি তেল লাগাতে পারেন। এতে উপকার হয়।

সাধারণ সর্দি-কাশির জন্য দারুচিনির ব্যবহারঃ পানিতে দারুচিনি পিষে, গরম করে পেস্ট হিসেবে লাগান। এটি ঠান্ডায় উপকারী। দারুচিনির রস বের করে মাথায় লাগালেও উপকার পাওয়া যায়।

কাশি রোগে দারুচিনির ব্যবহারঃ কাশি নিরাময়ে দারুচিনি ব্যবহার উপকারী। কাশিতে আক্রান্ত ব্যক্তিদের সকাল-সন্ধ্যা আধা চা চামচ দারুচিনির গুঁড়া ২ চামচ মধুর সঙ্গে খেতে হবে। এটি কাশি থেকে মুক্তি দেয়। দারুচিনি পাতার একটি ক্বাথ তৈরি করুন। 10-20 মিলি খেলে কাশি সেরে যায়। এক চা চামচ মধুর সাথে এক চতুর্থাংশ দারুচিনি গুঁড়ো মিশিয়ে নিন। এটি দিনে তিনবার খেলে কাশি ও ডায়রিয়ায় উপশম হয়।নাকের রোগের চিকিৎসায় দারুচিনি এর উপকারিতাঃ 3½ গ্রাম দারুচিনি, 600 মিলিগ্রাম লবঙ্গ, 2 গ্রাম শুকনো আদা এক লিটার পানিতে ফুটিয়ে নিন। যখন এই পানি 250 মিলি থাকে তখন এটি ছেঁকে নিন। এটি দিনে তিনবার খেলে নাকের রোগে উপকার পাওয়া যায়। আপনাকে এটি 50 মিলি পরিমাণে নিতে হবে।

পেট ফাঁপাতে দারুচিনির উপকারিতাঃ পেট সংক্রান্ত অনেক রোগে দারুচিনি খুবই উপকারী। 5 গ্রাম দারুচিনির গুঁড়ার মধ্যে 1 চা চামচ মধু মিশিয়ে নিন। এটি দিনে 3 বার সেবন করুন। পেট ফাঁপা নিরাময় হয়।

কোলেস্টেরল বা ওজন কমানোর জন্য দারুচিনি পাউডারের ব্যবহারঃ যাদের শরীরের ওজন বাড়তি, তারা ওজন কমাতে নানা ব্যবস্থা নিয়ে থাকেন। আপনিও স্থূলতা কমাতে দারুচিনির ব্যবহার করতে পারেন। এক কাপ পানিতে দুই চামচ মধু এবং তিন চামচ দারুচিনির গুঁড়া (ওজন কমানোর জন্য দারুচিনি ও মধু) মিশিয়ে নিন। এটি প্রতিদিন 3 বার সেবন করুন। এটি কোলেস্টেরল কমায়।ডায়রিয়া বন্ধ করতে দারুচিনির ব্যবহারঃ 5 গ্রাম দারুচিনির গুঁড়ার মধ্যে 1 চা চামচ মধু মিশিয়ে নিন। এটি দিনে 3 বার সেবন করুন। এটি ডায়রিয়ায় উপকারী। 750 মিলিগ্রাম দারুচিনি পাউডারে 750 মিলিগ্রাম ক্যাচু পাউডার মেশান। দিনে তিনবার পানির সাথে পান করুন। এতে ডায়রিয়া বন্ধ হয়। একইভাবে 4 গ্রাম দারুচিনি, 10 গ্রাম ক্যাচু একসাথে পিষে নিন। এতে 250 মিলি ফুটন্ত জল দিন এবং এটি ঢেকে দিন। দুই ঘণ্টা পর ফিল্টার করে দুই ভাগ করে পান করুন। এতে ডায়রিয়া বন্ধ হয়।বেলগিরির শরবতে 2-5 গ্রাম দারুচিনি গুঁড়ো মিশিয়ে নিন। এটি সকালে ও সন্ধ্যায় পান করলে ডায়রিয়ার সমস্যায় উপকার পাওয়া যায়। 10-20 মিলি দারুচিনির ক্বাথ পান করলে পেট সংক্রান্ত রোগে উপকার পাওয়া যায়। দারুচিনির মূল এবং বাকলের একটি ক্বাথ তৈরি করুন। এটি 10-20 মিলি পরিমাণে পান করুন। এটি পেটের অসুখ, ডায়রিয়ায় উপকারী।

পেটের সমস্যায় দারুচিনির ব্যবহারঃ দারুচিনি (দারুচিনি), এলাচ এবং তেজপাতা সমান পরিমাণে নিয়ে একটি ক্বাথ তৈরি করুন। এর সেবনে পেটের খিঁচুনি সেরে যায়। দারুচিনির 5-10 মিলি তেল 10 গ্রাম চিনির সাথে মিশিয়ে খেলে পেটের ব্যথা ও বমি উপশম হয়।

অন্ত্রের রোগে দারুচিনির উপকারিতাঃ অন্ত্র সুস্থ রাখতে দারুচিনি ব্যবহার করলেও ভালো ফল পাওয়া যায়। সিনামন (দারুচিনি) তেল পেটে মালিশ করলে অন্ত্রের চাপ দূর হয়।

গর্ভাবস্থার পরে দারুচিনির উপকারিতাঃ ত্রিকটু, পিপ্রমূল, দারুচিনি, এলাচ, তেজপাট এবং আকরকরা নিন। এর গুঁড়া ১-২ গ্রাম মধুর সাথে চেটে নিন। এর ফলে মা হওয়া মহিলাদের রোগ সেরে যায়।

চর্মরোগের সাথে লড়াইয়ে দারুচিনির উপকারিতাঃ চর্মরোগ সারাতে মধু ও দারুচিনি মিশিয়ে রোগাক্রান্ত অংশে লাগান। দেখবেন চুলকানি, এলার্জি, ফোঁড়া কয়েকদিনের মধ্যেই ভালো হতে শুরু করবে।

জ্বরে দারুচিনির উপকারিতাঃ ১ চা চামচ মধুতে ৫ গ্রাম দারুচিনি গুঁড়ো মিশিয়ে নিন। সকাল, বিকাল ও সন্ধ্যায় খেলে সর্দি-কাশির সঙ্গে আসা সংক্রামক জ্বর সেরে যায়।

বধিরতা সমস্যায় দারুচিনির উপকারিতাঃ বধিরতা এমন একটি রোগ যা জীবনকে কঠিন করে তোলে। বধিরতার চিকিৎসায়ও দারুচিনি উপকারী। এর জন্য কানে ২ ফোঁটা দারুচিনি তেল দিন। বধিরতায় উপকার আছে।

দারুচিনি ব্যবহার করে রক্তপাত বন্ধ করুনঃ ফুসফুস বা জরায়ু থেকে রক্তপাত হলে 10-20 মিলি দারুচিনির ক্বাথ পান করুন। সকালে, বিকেলে এবং সন্ধ্যায় ক্বাথ পান করতে হবে। এতে উপকার হয়। শরীরের কোন অংশ থেকে রক্তপাত হলে এক চা চামচ দারুচিনি গুঁড়ো এক কাপ পানির সাথে খান। এটি 2-3 বার খেতেসাইনাসের চিকিৎসায় দারুচিনির ব্যবহারঃ দারুচিনি, কালো দুধ এবং বারবেরি একটি পেস্ট তৈরি করুন। এটির একটি পেস্ট তৈরি করুন। নাকের ভিতরে সাইনাসে একটি ক্ষত তৈরি হয়, সেই ক্ষতের উপর লাগান। এটি দিয়ে ক্ষতটি পূরণ করুন। এটি সাইনাসে উপকারী।

টিবি রোগে দারুচিনির উপকারিতাঃ যক্ষ্মা একটি মারাত্মক রোগ যা সারা দেশে বহু মানুষকে আক্রান্ত করে। দারুচিনি টিবি চিকিৎসায় উপকারী। যক্ষ্মা রোগীকে অল্প পরিমাণে দারুচিনির তেল পান করতে হবে। এটি টিবির জীবাণুকে মেরে ফেলে।

আর্থ্রাইটিস চিকিৎসায় দারুচিনি এর উপকারিতাঃ 10-20 গ্রাম দারুচিনির গুঁড়ার সঙ্গে 20-30 গ্রাম মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। বেদনাদায়ক জায়গায় আলতো করে ম্যাসাজ করুন। এতে উপকার হবে। এর সাথে এক কাপ হালকা গরম পানিতে ১ চা চামচ মধু এবং ২ গ্রাম দারুচিনি গুঁড়ো মিশিয়ে নিন। এটি সকালে, বিকেলে এবং সন্ধ্যায় সেবন করুন। গাউটে উপকার দেয়। দারুচিনি পাতার তেল লাগালে আর্থ্রাইটিসেও আরাম পাওয়া যায়।

Want your business to be the top-listed Shop in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

দ্রু'ত ওজ'ন  বাড়া'তে  মি'ল্ক শেক  জনপ্রি'য়তা দি'ন দি'ন বেড়ে'ই চলে'ছে।বি'স্তারিত জা,নতে মে'সেজ অ.পশনে ক্লি'ক করুন✅অথবা ...
কম ওজন আর রোগা স্বাস্থ্য নিয়ে চিন্তা থেকে মুক্ত হোন। 😉বিদেশ থেকে ইম্পোর্টেড, বি এস টি আই অনুমোদিত১০০% অর্গানিক প্রোডাক্ট...
👉কোন কিছু সে"ব"ন করেই কোন ভাবেই "স্বা"স্থ্য" বৃ"দ্ধি করতে পারছেন না😔😴👉"স্বা"স্থ্য" বৃ"দ্ধি হবে এখন অনায়াসেই শুধুমাত্র মি...
দ্রু'ত ওজ'ন  বাড়া'তে  মি'ল্ক শেক  জনপ্রি'য়তা দি'ন দি'ন বেড়ে'ই চলে'ছে।বি'স্তারিত জা,নতে মে'সেজ অ.পশনে ক্লি'ক করুন✅অথবা ...
💪কেন মি'ল্ক শেখ ও'জন বাড়াবে??মি'ল্ক শেখ ৫৯ টি প্রাকৃ'তিক উপাদান দ্বা'রা তৈরি এবং বাংলাদেশ সাই'ন্স কর্তৃক পরী'ক্ষিত ও অনু...
আর নয় ও"জ"ন নিয়ে চিন্তিত ।এখন মিল্ক শেক আর বাদাম শেক খেয়ে ও"জ"ন বাড়ান খুব সহজে  ।বি'স্তা'রিত জানতে মেসেজ অপশনে ক্লিক...
Wireless Magnet Sports Earphone Earbuds ck-J12 Earphone Best Bass Sound Quality For All Android Bucataআমরা সারা বাংলাদেশ...

Telephone

Address

House#209/Ground Floor, Chata Mosque Rd, Sher E Bangla Road
Dhaka
1209

Other Dhaka shops (show all)
Lighting Stars Lighting Stars
02 New Baily Road, (4th Floor)
Dhaka

"Lighting Stars" is an online home based reliable source of all kind of imported Beauty & Cosmetics

Jamuna Future Park Jamuna Future Park
KA-244, Kuril, Progoti Shoroni, Baridhara
Dhaka, 1229

Welcome to Jamuna Future Park, Bangladesh's premier shopping and entertainment destination! Explore 4.1M Sqft. of luxury shopping, diverse dining options, and thrilling entertainme...

Princess Program Princess Program
Dhaka

This is a Fashion & Beauty base page created to give better services to the people across the world. Primary It is based on fashion/beauty. We provide followers daily requirements ...

Export & import (Bangladesh) Export & import (Bangladesh)
UTTARA-DHAKA
Dhaka, 1230

Export & import Bangladesh is 24 hours open online platform. Let us know your requirements...

Hurray Bangladesh Hurray Bangladesh
Dhaka, 1230

Shoppers Haven

Upoharbd.com Upoharbd.com
5/5, Block A, Lalmatia, (Behind Aarong & Close To Lalmatia Water Tank)
Dhaka, 1207

Visit www.upoharbd.com to order gift online for home delivery in Bangladesh.

CAREER CAREER
Dhaka

This page is for student, employee and employeer.

Smart Shop Smart Shop
East Ahmad Nagar, Mirpur-1, Dhaka, 1216
Dhaka

Smart Shop is a Online Shop. you can get lot of Unique product from Us. after your order we always tr

Blues Collection Blues Collection
Dhaka, 1212

hatch hatch
Shop No:/36, 2nd Floor, Rajuk Trade Center, Nikunja-02, Khilkhet
Dhaka, 1229

. . . . collecting designs from it's leaflevel user's.

BGfoods BGfoods
Shop/249, 2nd Floor, Lake City Concord Shopping Complex, Khilkhet/1229
Dhaka

আপনার পছন্দের পূন্য অর্ডার করুন BGfoods থেকে!

Elegant Dokan Elegant Dokan
House 68, Road 16, Block A, Banani
Dhaka, 1213

Online Shopping Site. You can explore More