Tutun's Paw Care

We love & care as much as you care for your little furry paw friends. Foster for Cats and Birds only.

05/11/2023

Shout out to my newest followers! Excited to have you onboard! Morshed Alam, Mosarof Sikdar, ণীল আকাশ পরী

01/11/2023

ফেলিক্স বাবা, তোর কষ্ট শেষ। যেখানে আছিস ভালো থাকবি। 😭💔

31/10/2023

রাত সাড়ে ১১। ৩ টে ছানা প্রাণ নিয়ে যুদ্ধ করছে, ১৪ জন নিয়মিত ওষুধ পাচ্ছে ২ বেলা। ভোর এ আলো ফুটলেই খুব ঝুঁকি নিয়ে বাড্ডা যেতে হবে বসিলা থেকে, কারন ওদের খাবার এখানে শেষের পথে, আর মিনিও লেবার এ যাবে যে কোন দিন। অর্ডার রেডি করে রেখে আসা লাগবে, ডেলিভারি চালু হলেই দেয়া লাগবে কারন টাকা নেই ওদের জন্যে পর্যাপ্ত। এর পর রাত গভীর হলে সেই ঝুঁকি নিয়েই সে দিনই ফেরা লাগবে এই বাসায় কারন যদি ওরা কালকের সূর্য দেখে যেতে পারে, রাতে আবার চলবে ইঞ্জেকশন - স্যালাইন। দুয়া প্রার্থী, দুয়া। টেবিলের যা তা অবস্থা কারন কিছু কিনে এনেছি আর বাকি বাসা থেকে যা এনেছি সব জড়ো করেছি কারন মোট ১৭ জন চিকিৎসাধীন।
📌 ওদের খরচের জন্যে সাময়িক অনুদান চাইছি, এ নিয়ে বিস্তারিত কেও আলাপ করতে চাইলে কল দিতে পারেন 01613-884575 নম্বরে।
🙏🏻 01754011681 bKash/Nagad 01613884575 | Ref: Fund

Photos from Tutun's Paw Care's post 30/10/2023

দুজন বাচ্চা ই অসুস্থ। প্রথম ছবিটি ২ রাত আগের। কতই না নিষ্পাপ এরা। দ্বিতীয় ছবিতে ফেলিক্স মৃত্যুর সাথে পঞ্জা লড়ছে। আজই বুঝি তার শেষ সময়। সময় ফুরিয়ে এসেছে।

Photos from Tutun's Paw Care's post 30/10/2023

A little glimps of Tutun's Paw Care . We serve our best to satisfy the needs of your cats.
Happy Fostering. ☺️

Photos from Tutun's Paw Care's post 21/10/2023

তিন ভাই বোন ছিল। একজনের জন্য নতুন ঘর পেয়েছি। একজন হারিয়ে গেছে আর ওর জন্য নতুন ঘর খুঁজে পেয়েছি। দুদিন পর চলে যাবে বাচ্চাটা। তোর নতুন বাড়িতে ভালো থাকিস বাবা। জাযাকাল্লাহ খাইরান।

Photos from Nadiyyah, the cat mommy's post 16/10/2023
30/09/2023

When Imam Bukhari was 3 years of age, he lost his eyesight.
His mother promised herself that she would pray salah until Allah restores her son's eyesight back.

And that's exactly what she did. She prayed tahajjud every night until one night in a dream she saw Ibrahim (as) give her the good news that Imam Bukhari's eyesight had been restored. She ran to her son and when he awoke, he found himself with vision again.

Lessons for me: This mother didn't go into a state of helplessness after her young child lost his eyesight. Being a single mother, she didn't lose hope and become disheartened with the difficulty she would have to face with bringing up a son with a disability. She knew very well the power of dua. She knew the beauty that lies in praying tahajjud salah. She knew Allah comes down to the lowest heaven asking his servants to make dua to Him at this time. Her taqwa, her conviction in the Might of Allah is what led her to consistently pray. To pray tahajjud salah means you sacrifice your sleep. But she did it without fail. It wasn't a "sacrifice" on her behalf but a most needed task.

When we read about the life of Imam Bukhari or know what his contribution to Islamic history and education is, how can we not look back at the household he grew up in. The mother that raised him. The mother that made dua for him in the darkness of the night.
A widow, a single mother. But she had a wealth many of us fail to embrace. She devoted herself as a slave.

These women are our role models. These women are who we look up to. Not because we know how pretty or amazing they were in looks. But because in the face of tests, they remained close to Allah. With a history filled with women who brought up men like Imam Bukhari and others, how can we feel demotivated when it comes to our own children.

If we want good for our children, and see them grow up to be good slaves, we need to take the necessary steps to become a good slave too.

This reminder about this mother's dua came at such a perfect and apt time for me. A time when I've become extremely worried about my children. This reminded me that dua is no small thing.

29/09/2023
29/08/2023

Update: She has been found.
On behalf post. Please help us find "Patches".

17/08/2023

This is me when my cat is in a hunting mode! Pointing out the target and be a good wingman.😁🤣

Photos from Tutun's Paw Care's post 18/07/2023

Help post
On behalf post
যাত্রাবাড়ীর এক ছেলে (কলেজ পড়ুয়া) একটি মেল ৮-৯ মাসের বিড়াল অ্যাডপসনে নিয়ে যায়। যাওয়ার পরে শুধু একদিন বলেছে যে বিড়াল খাচ্ছেনা। তারপর থেকে তাকে ফোন দিলে পাওয়া যায়না। বিড়ালের ছবি চাইলেও সে দেয়না। নানান অজুহাত- বাহিরে আছি, বাসায় গিয়ে দিচ্ছি, ব্যাস্ত ছিলাম e.t.c তাকে বিড়াল দেওয়ার আগে তার মা ও ফোন এ কথা বলে আস্থা দেয় যে উনি বিড়াল কে নিয়ে ভাক্সিন দিয়ে নিবে। তারা নাকি অনেকদিন বিড়াল পালার জন্য খুজতেছিল। ওই মহিলার কথায় ভরসা করে তাদের কাছে অ্যাডপসনে দেওয়া। সন্দেহ হলে তাকে চাপ দেওয়ায় সে বলে বিড়াল তার এক আত্মীয় নিয়েছে তারা বিড়াল দিবেনা। পরে সে দোসারোপ শুরু করে- বিড়াল নেওয়ার সময় নাকি ঝামেলা করেছে বিড়াল। তখন নাকি ফোন ধরিনি। কিন্তু ঘটনা পুরোই মিথ্যা। নেওয়ার সময় ঝামেলা হয় জেনে আমরা বলেছিলাম- বিড়াল দিয়ে যান কিছুদিন পরে আমরাই বিড়াল আপনার বাসায় দিয়ে আসবো। কিন্তু সে নিয়ে যায়।
এখন যাত্রাবাড়ীর যারা আছে তারা দয়া করে বিড়াল খুজতে সহায়তা করুন।
নাম- তুতুন। ৮-৯ মাস। ছেলে বিড়াল। সাদা কালো। ওর পিঠে প্রজাপতির মত কালো স্পট আছে।
Please help us find our boy. না জানি কোথায় আছে ? কেমন আছে? বেশি করে শেয়ার করবেন যেন খুজে পাওয়া যায়।
ওই ছেলের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়া হবে শিঘ্রই ইনশাআল্লাহ।

15/07/2023

UPDATE: ADOPTED
1 male 1 female for adoption.
White one is female and the one with spots is male.
Age- 1 month, newly potty trained.
Location- Mohammadpur.
Adoption নেওয়ার সর্ত ঃ
১। শখের বশে নিয়ে ফেলে দেওয়া যাবেনা।
২। সময় হলে ভাক্সিন , স্পে, নিউটার করাতে হবে।
৩। বাসার পারমিসন থাকতে হবে। বাসা ক্যাট প্রুফ হতে হবে/ করে নিতে হবে।
৪। রেগুলার আপডেট দিতে হবে।
৫। Adoption form ফিল আপ করে নিতে হবে।
যারা সারাজিবন দায়িত্ব নিয়ে পালতে পারবেন তারাই নক দিবেন।
বিড়াল কোন খেলার বস্তু বা পণ্য নয়। দায়িত্ববান মনে হলে তাকেই দেওয়া হবে।

12/07/2023

Tutun's Paw Care এর অভিজ্ঞতা নিন - যেখানে বিড়ালছানারা ভালবাসা এবং যত্নের সাথে উন্নতি লাভ করে।
Tutun's Paw Care-এ, আমরা বিড়ালছানাদের প্রতি অতুলনীয় ভালবাসা, মনোযোগ এবং বিশেষ যত্ন প্রদান করি। আরামদায়ক স্থান এবং খেলনা থেকে শুরু করে চব্বিশ ঘন্টা লালন-পালন, আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করি। আমরা কিটেনদের মানুষ মিশুক হতে অভ্যস্ত করার চেষ্টা করি যাতে তাদের দত্তক গ্রহণের পরে সহযোগী হয়, আমরা তাদের সুখী, সুস্থ ভবিষ্যতের জন্য নিবেদিত। আমাদের মিশনে যোগ দিন এবং এই অবলা নিষ্পাপ ছানাদের তাদের প্রাপ্য ভালোবাসা পাওয়ার সুযোগ দিন!
আজই Tutun's Paw Care-এ আপনার নিজের/রেস্কিউ কিটেন রেখে নিশ্চিন্তে থাকুন।

Photos from Tutun's Paw Care's post 06/07/2023

Meet "Patches" the spirited cat with orange patters, a feisty one.🐯 Choosing to foster a cat, her owner found comfort in Tutun's Paw Care, a service dedicated to exceptional feline care.
In Tutun's Paw Care, Patches' owner knew her beloved pet would be in good hands. With a small amount of time, Patches quickly settled into her temporary home.
Patches' owner couldn't be happier with the experience. Tutun's Paw Care commitment to foster cats' well-being highlights their vital work and the profound impact they have on animals in need.
Thanks to Tutun's Paw Care, Patches and other furry companions receive the care, love, and support they truly deserve, creating a lifeline and fostering happiness within families like Patches' owner.☺️

05/07/2023

ঈদ অফার শেষ। এখন থেকে আগের চার্জ এ কিটেন / বিড়াল ফস্টার করা হবে।
(০-২) মাস- ২০০ টাকা প্রতি কিটেন। মালিককে দুধ এবং ফিডার সরবরাহ করতে হবে বা আমাদের পে করতে পারেন।
(৩-৪) মাস- ২৫০ টাকা প্রতি কিটেন।
(৫-প্রাপ্তবয়স্ক)- ৩৫০ টাকা প্রতি বিড়াল।
বিশেষ যত্ন (spayed/neutered after care) বিড়াল - প্রতিদিন ৪০০ টাকা। ঔষধ ফি অতিরিক্ত খরচ হবে।

বিঃ দ্রঃ বিশেষ কারণ ছাড়া ফস্টার এর বিড়ালদের সেফটি ইসুর জন্য (sick/injured) কিটেন/ বিড়াল নেওয়া হচ্ছেনা।

(0-2) month- 200 BDT per kitten. Owner to supply milk and feeder or can pay us.
(3-4) months- 250 BDT per kitten.
(5-Adult)- 350 BDT per cat.
Special care (spayed/neutered after care) cats - Tk 400 per day. Medicine fees will cost extra.

Note: Foster's does not accept kittens/cats for safety issues (sick/injured) except for special reasons.

02/07/2023

৪ টি ২ সপ্তাহের কিটেন এসেছে ফস্টার এর জন্য। নিজে খাওয়া শিখলে ওদের অ্যাডপশন দেওয়া হবে। ওদের ফরেভার হোম পাওয়ার জন্য আপনাদের দোয়া একান্ত কাম্য।

22/06/2023

ঈদ এ আদরের বিড়াল কে রেখে যাওয়ার জন্য আমরা আছি Tutun' Paw Care. হোমলি পরিবেশে সার্বক্ষণিক তত্ত্বাবধায়নে রাখা হয়। আর অল্প কিছু বিড়াল নেওয়া হবে। লোকেশন-রোড ৮,বসিলা সিটি ডেভেলপার্স, মোহাম্মাদপুর, ঢাকা।

Photos from Tutun's Paw Care's post 17/06/2023

Foster Service
আমাদের একটি ছোট অভিজ্ঞতা শেয়ার করছি।
হটাৎ আমাদের পেজ এ একটি মেসেজ আসে।
একজন আপু একটি নিউ বর্ন কিটেন রেসকিউ করেছিল কিন্তু বাচ্চা টি আঘাত পেয়েছে। আপু ওকে ভেট দেখিয়ে আমাদের কাছে ফস্টার এর জন্যে রাখতে চায়। আমরাও নিয়ে নেই।
তাকে ঠিক সময় মতো দুধ ও ওষুধ খাওয়ানো। আপু কিটেন মিল্ক রিপ্লেসার ও ওষুধ সব প্রোভাইড করেছিলেন। আমরা যত্ন করেছি আল্লাহ্ ওকে সুস্থ করেছেন। আলহামদুলিল্লাহ।
সে অল্প চিকেন খাওয়া শিখেছিল। তার লেজ এ আঘাত ছিল লেজ টি পরে যায়। তবুও তাকে সুস্থ দেখে মন এ সান্তনা ছিল।
আলহামদুলিল্লাহ তার এডপসন হয়ে যায়। সে চলে যায় তাই ফর এভার হোম এ।

আমরা আমাদের ডেডিকেশন দিয়ে আপনাদের ফস্টার সার্ভিস দিয়ে থাকি।
ফস্টার সার্ভিস পেতে আমাদের পেজ এ ইনবক্স করুন।
ছবি: ব্রুজার

Photos from Tutun's Paw Care's post 17/06/2023

Foster Service
আমাদের ক্লায়েন্ট পিকু।
খুবই শান্ত আর মায়াবী একটি বিড়াল। এসেছিল অল্প কিছু দিনের জন্য। এই অল্প সময়েই খুব মায়া হয়ে গিয়েছে। সে একজন আমাদের রেগুলার ক্লাইন্ট।
Quality service, Happy Client.😊
Happy Pet keeping with Tutun's Paw Care. 🐾 🐾 🐾
আল্লাহুম্মা বারিক।

08/05/2023

Here is our OFFER RATE till next EID-UL-ADHA.

(0-1) month- 100 tk per day. Owner have to provide milk & feeder or can pay us.
(2-6) months- 220 tk per day.
(7-adult)- 270 tk per day.
Special care kitten/cat - 300 tk per day. Medication fee will cost extra.

আগামী ঈদ-উল-আধহা পর্যন্ত আমাদের অফার রেট।

(০-১) মাস- প্রতিদিন 100 টাকা। মালিককে দুধ এবং ফিডার সরবরাহ করতে হবে বা আমাদের অর্থ প্রদান করতে পারেন।
(২-৬) মাস- প্রতিদিন 220 টাকা।
(৭-প্রাপ্তবয়স্ক)- প্রতিদিন 270 টাকা।
বিশেষ যত্ন (Injured/sick) কিটেন/বিড়াল - প্রতিদিন 300 টাকা। ঔষধ ফি অতিরিক্ত খরচ হবে।

07/05/2023

আপনাদের সবার বিড়াল ফস্টার নিয়ে চিন্তা কমাতে আমরা আছি Tutun's Paw Care আপনাদের পাশে।
বেড়াতে যাবেন নিশ্চিন্তে আপনাদের বিড়াল আমাদের কাছে রেখে যান। এখানে ওরা ঘরোয়া পরিবেশে উন্মুক্ত ভাবে থাকে।
সার্বক্ষণিক মনিটর এর জন্য ২৪ ঘণ্টা ওদের পাশে থাকা হয় ।
রেস্কিউ বিড়াল/ নিউ বর্ণ কিটেন অ্যাডপসন হওয়া অব্দি ফস্টার করা হয়।
আপনাদের সহযোগিতার উদ্দেশে ঈদ-উল-ফিতর এর অফার প্রাইস আগামি ঈদ-উল-আযহা অব্দি একই থাকবে ইনশাআল্লাহ।
আমাদের লোকেশন- রোড ৮,বসিলা সিটি ডেভেলপার্স, মোহাম্মদপুর।

03/04/2023

বিড়ালের মালিক হিসাবে, ঈদের ছুটিতে বেড়াতে যাওয়া উদ্বেগ এবং চাপের কারণ হতে পারে।
আপনার প্রিয় বিড়ালদের পিছনে ফেলে রাখা আপনাকে দোষী বোধ করতে পারে কারণ আপনি তাদের সাথে নিতে পারবেন না।
এই ধরনের পরিস্থিতিতে, আপনার একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত বিড়াল ফস্টার কেয়ার প্রয়োজন, এবং Tutun's Paw Care হল আপনার জন্য নিখুঁত সমাধান।
Tutun's Paw Care হল একটি বিড়াল ফস্টার কেয়ার যা আপনি দূরে থাকাকালীন আপনার বিড়ালদের যত্ন নেয়।
আমরা বুঝতে পারি যে আপনার বিড়ালগুলি আপনার পরিবারের মতো এবং তাদের সাথে একই যত্ন এবং ভালবাসার সাথে আচরণ করি।
আমরা আপনার বিড়ালদের জন্য একটি পরিষ্কার, নিরাপদ এবং স্বাস্থ্যকর পরিবেশ প্রদান করি।
Tutun's Paw Care এ আপনার বিড়াল বুকিং করা সহজ।
আপনি আমাদের ওয়েবসাইট এ বুকিং করতে পারেন বা আমাদের পেজে মেসেজ দিতে পারেন, এবং আমরা আপনার বুকিং কনফার্ম করব।
আমরা আপনার ভ্রমণের সময় আপনার বিড়ালদের ছবি এবং ভিডিওগুলির সাথে আপডেট রাখি, যাতে আপনি তাদের সাথে সংযুক্ত থাকতে পারেন।
আপনি যখন আপনার ঈদ ভ্রমণে দূরে থাকেন তখন আপনার বিড়ালদের জন্য Tutun's Paw Care উপযুক্ত জায়গা।
আপনার বিড়াল নিরাপদ হাতে আছে জেনে আপনি মনের শান্তি নিয়ে ভ্রমণ করতে পারবেন।
তাই,Tutun's Paw Care এ আপনার বিড়ালদের বুক করুন এবং কোনো উদ্বেগ ছাড়াই আপনার ঈদ ভ্রমণ উপভোগ করুন।
Tutun's Paw Careএ খুব বেশি বিড়াল নেওয়া হয়না। তাই দেড়ি না করে আজ ই ঈদ এর বুকিং করে ফেলুন।

17/03/2023

একটি অসুস্থ বিড়ালের যত্ন নেওয়ার জন্য অনেক মনোযোগ, ধৈর্য এবং যত্ন প্রয়োজন।
আপনার বিড়াল বন্ধু যখন ভাল না থাকে তখন কীভাবে তার যত্ন নেওয়া যায় সে সম্পর্কে এখানে কিছু টিপস রয়েছে:

১। তাদের হাইড্রেটেড রাখুন: নিশ্চিত করুন যে আপনার বিড়াল সর্বদা পরিষ্কার পানির অ্যাক্সেস রয়েছে, বিশেষত যখন তারা অসুস্থ থাকে।
যদি আপনার বিড়াল পর্যাপ্ত পানি পান না করে তবে তাদের আরও পান করতে উৎসাহিত করতে তাদের খাবারে কিছু ঝোল বা পানি যোগ করার চেষ্টা করুন।

২। তাদের খাদ্য গ্রহণের নিরীক্ষণ করুন: অসুস্থ বিড়ালগুলি খেতে পছন্দ করতে পারে না, তাই তাদের সারা দিন ছোট, ঘন ঘন খাবার দেওয়া গুরুত্বপূর্ণ।
যদি আপনার বিড়াল একেবারেই খায় না, তবে আপনার পশু- চিকিৎসক এর সাথে বিকল্প খাওয়ানোর বিকল্পগুলি সম্পর্কে কথা বলুন।

৩। তাদের আরামদায়ক রাখুন: আপনার বিড়ালের বিশ্রাম এবং পুনরুদ্ধারের জন্য একটি আরামদায়ক জায়গা তৈরি করুন, যেমন নরম বিছানা সহ একটি উষ্ণ এবং শান্ত ঘর।
তাপমাত্রা আরামদায়ক রাখুন এবং কাছাকাছি একটি লিটার বাক্সে তাদের অ্যাক্সেস আছে তা নিশ্চিত করুন।

৪। ওষুধ পরিচালনা করুন: যদি আপনার বিড়ালকে ওষুধ দেওয়া হয় তবে নিশ্চিত করুন যে আপনি ডোজ নির্দেশাবলী সাবধানে অনুসরণ করুন।
আপনাকে দিনে একাধিকবার আপনার বিড়ালের ওষুধ দিতে হতে পারে, তাই আপনি একটি ডোজ মিস করবেন না তা নিশ্চিত করার জন্য অ্যালার্ম সেট করুন।

৫। পরিবর্তনের জন্য দেখুন: আপনার বিড়ালের আচরণ এবং লক্ষণগুলির উপর নজর রাখুন।
আপনি যদি কোন পরিবর্তন লক্ষ্য করেন, অবিলম্বে আপনার পশু-চিকিৎসক এর সাথে যোগাযোগ করুন।

মনে রাখবেন, একটি অসুস্থ বিড়ালের যত্ন নেওয়া চাপযুক্ত হতে পারে, তবে ধৈর্য এবং যত্ন সহ, আপনার বিড়াল বন্ধুটি সম্পূর্ণ পুনরুদ্ধার করতে পারে।

15/03/2023

আপনার যদি একটি অনাথ বিড়ালছানা থাকে তবে আপনি ভাবছেন যে বিড়ালের মিল্ক রিপ্লেসার এর বিকল্প হিসাবে এটিকে কী খাওয়াবেন?
যদিও মিল্ক রিপ্লেসার হল অল্প বয়স্ক বিড়ালছানাদের জন্য আদর্শ খাবার, সেখানে অন্যান্য বিকল্প রয়েছে যা একটি ক্রমবর্ধমান বিড়ালছানার জন্য প্রয়োজনীয় পুষ্টি এবং শক্তি সরবরাহ করতে পারে।

একটি বিকল্প হল বিড়ালছানাকে এমন একটি ঘরোয়া ফর্মুলা খাওয়ানো যা সাধারণত বেশিরভাগ রান্নাঘরে পাওয়া যায়।
ঘরে তৈরি ফর্মুলা তৈরি করতে, এক অংশ বাচ্চাদের গুড়ো দুধের সাথে দুই অংশ জল মিশিয়ে নিন।
এক চিমটি লবণ, একটি ডিমের কুসুম এবং এক টেবিল চামচ কর্ন সিরাপ বা মধু যোগ করুন।
বিড়ালছানাকে খাওয়ানোর আগে সবকিছু একসাথে ভালভাবে মিশ্রিত করুন এবং ঘরের তাপমাত্রায় উষ্ণ করুন।

আরেকটি বিকল্প হল ছাগলের দুধ বিড়ালের মিল্ক রিপ্লেসার এর বিকল্প হিসাবে ব্যবহার করা।
ছাগলের দুধ পুষ্টিগুণে সমৃদ্ধ এবং গরুর দুধের চেয়ে বিড়ালছানাদের হজম করা সহজ।
আপনি বেশিরভাগ মুদি দোকানে ছাগলের দুধ খুঁজে পেতে পারেন, অথবা আপনি এটি স্থানীয় কৃষক বা পোষা প্রাণীর দোকান থেকে কিনতে পারেন।

একটি অনাথ বিড়ালছানা খাওয়ানোর সময়, এটি সারা দিন এ অল্প, ঘন ঘন খাবার খাওয়ানো গুরুত্বপূর্ণ।
বিড়ালছানাকে খাওয়ানোর জন্য একটি ফিডার বা একটি সিরিঞ্জ সহ একটি ছোট বোতল ব্যবহার করুন এবং গ্যাস বা বদহজম প্রতিরোধের জন্য প্রতিটি খাওয়ানোর পরে বিড়ালছানাটিকে সামান্য আলতোভাবে ঝাকাতে ভুলবেন না।

উপসংহারে, যদিও বিড়ালছানা মিল্ক রিপ্লেসার সদ্য নবজাত বিড়ালছানাদের জন্য আদর্শ খাদ্য, সেখানে অন্যান্য বিকল্প রয়েছে যা একটি ক্রমবর্ধমান বিড়ালছানার প্রয়োজনীয় পুষ্টি এবং শক্তি সরবরাহ করতে পারে।
আপনি একটি বাড়িতে তৈরি ফর্মুলা, ছাগলের দুধ, বা একটি বাণিজ্যিক বিড়ালছানা খাদ্য ব্র্যান্ড ব্যবহার করতে চান না কেন, আপনার এতিম বিড়ালছানাকে একটি সুষম এবং পুষ্টিকর খাদ্য প্রদান করা গুরুত্বপূর্ণ।

15/03/2023

আহত বিড়ালের যত্ন :
আহত বিড়ালের যত্ন নেওয়ার জন্য ধৈর্য, ​​সহানুভূতি এবং জ্ঞান প্রয়োজন। যদি আপনি একটি আহত বিড়াল খুঁজে পেয়ে থাকেন বা আপনার পোষা বিড়াল যদি আহত হয়, তাহলে আপনার প্রথমে যা করা উচিত তা হল ধীরে ধীরে এবং শান্তভাবে বিড়ালের কাছে যাওয়া, হঠাৎ চলাফেরা এড়িয়ে যাওয়া, যা তাকে ভয় পেতে পারে। যদি সম্ভব হয়, বিড়ালটিকে আলতো করে একটি তোয়ালে বা কম্বলে মুড়ে তাকে আটকানোর চেষ্টা করুন যাতে এটি নিজের বা অন্যদের আরও আঘাত না করে।

এর পরে, বিড়ালের আঘাতগুলি সাবধানে পরীক্ষা করুন। যদি বিড়ালের কোনো ক্ষত থাকে, তবে সেগুলিকে উষ্ণ পানি এবং হালকা সাবান দিয়ে পরিষ্কার করুন, সতর্কতা অবলম্বন করুন যে কোনও অ্যান্টিসেপটিক বা মলম ব্যবহার করবেন না যা বিশেষভাবে বিড়ালের ব্যবহারের জন্য তৈরি করা হয়নি। বিড়ালের রক্তপাত হলে, রক্তপাত বন্ধ না হওয়া পর্যন্ত পরিষ্কার তোয়ালে বা গজ প্যাড দিয়ে ক্ষতস্থানে চাপ দিন।

যদি বিড়ালটি ব্যথা বা অস্বস্তি অনুভব করে তবে আপনি এটিকে ব্যথা উপশমকারী বা প্রদাহ বিরোধী ওষুধ দেওয়ার কথা বিবেচনা করতে পারেন।
যাইহোক, এটি লক্ষ করা গুরুত্বপূর্ণ যে মানুষের জন্য নিরাপদ অনেক ওষুধ বিড়ালদের জন্য বিষাক্ত হতে পারে, তাই কোনও ওষুধ পরিচালনার আগে একজন পশু- চিকিৎসক এর সাথে পরামর্শ করা আবশ্যক।

বিড়ালকে বিশ্রাম এবং পুনরুদ্ধারের জন্য একটি আরামদায়ক এবং শান্ত স্থান প্রদান করুন।
ফ্রেশ পানি এবং অল্প পরিমাণে খাবার অফার করুন, তবে বিড়ালকে খুব বেশি খাবার বা পানি দেওয়া এড়িয়ে চলুন, কারণ এটি হজমের বিপর্যয়ের কারণ হতে পারে।

বিড়ালের আচরণ এবং স্বাস্থ্যের উপর ঘনিষ্ঠ নজর রাখুন এবং জ্বর, সংক্রমণ বা আঘাতের অবনতির মতো জটিলতার লক্ষণগুলি দেখুন।
আপনি যদি এই লক্ষণগুলির মধ্যে কোনটি লক্ষ্য করেন তবে অবিলম্বে একজন পশু- চিকিৎসক এর সাথে যোগাযোগ করুন।

সামগ্রিকভাবে, আহত বিড়ালের যত্ন নেওয়ার জন্য সমবেদনা, জ্ঞান এবং ধৈর্যের সংমিশ্রণ প্রয়োজন। সঠিক যত্ন এবং মনোযোগ দিয়ে, আপনি একটি আহত বিড়ালকে পুনরুদ্ধার করতে এবং তার স্বাস্থ্য এবং সুখ ফিরে পেতে সহায়তা করতে পারেন।

11/03/2023

Tutun's Paw Care হল একটি বিড়াল ফস্টার কেয়ার যা বিড়ালদের জন্য একটি যত্নশীল এবং ঘরোয়া পরিবেশ প্রদান করে। আমাদের ফস্টার কেয়ার বিড়ালদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল যাদের অস্থায়ী যত্নের প্রয়োজন এবং আমরা আমাদের যত্নের প্রতিটি বিড়ালকে ব্যতিক্রমী যত্ন এবং মনোযোগ প্রদান করি।

আমাদের ফস্টার কেয়ার বিড়ালদের জন্য একটি আরামদায়ক এবং চাপমুক্ত পরিবেশ প্রদান করি । ব্যবসায়িক ফস্টার কেয়ার এর মত আমরা খাঁচায় বিড়াল রাখি না। পরিবর্তে, আমরা আমাদের বিড়ালগুলিকে আমাদের বাড়িতে অবাধে চলাফেরা করার অনুমতি দিই, তাদের উন্নতির জন্য প্রয়োজনীয় স্থান এবং স্বাধীনতা প্রদান করে।
আমাদের ফস্টার কেয়ার এ প্রতিটি বিড়ালের জন্য ব্যক্তিগতকৃত যত্ন প্রদানের জন্য নিবেদিত।

Tutun's Paw Care-এ, আমরা বিশ্বাস করি যে প্রতিটি বিড়াল একটি সুখী এবং স্বাস্থ্যকর পরিবেশ পাওয়ার যোগ্য।
আপনি যদি আপনার বিড়ালের জন্য একটি বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ফস্টার কেয়ার খুঁজছেন, তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার বিড়ালকে আমাদের বাড়িতে স্বাগত জানাতে পেরে আমরা সম্মানিত হব।

Photos from Tutun's Paw Care's post 09/03/2023

Client no- 012

আমাদের নতুন ক্লাইন্ট (পিহু)। খুবি লাজুক, লক্ষি একটা বাচ্চা। সে জানালায় বসে প্রকৃতি আর পাখি দেখতে খুব ভালবাসে। অনেক অল্প সময়ে ফ্রি হয়ে মিশে গিয়েছে।
আলহামদুলিল্লাহ্‌। পিহু আর ওর মাম্মাম Arpita আপু দুজন ই আমাদের সার্ভিস এ সন্তুষ্ট।
দিন শেষে ক্লাইন্ট এর মাম্মাম এর মুখে হাসিটা আমাদের উপর সন্তুষ্টির প্রমান।

08/02/2023

Inspurrrrational Poetry

08/02/2023

Good Morning Cat People!

31/01/2023

বিড়ালছানাদের যত্ন নেওয়া (0-6 মাস)

আবাসন: বিড়ালছানাকে ঘুমাতে এবং খেলার জন্য একটি উষ্ণ, নিরাপদ এবং আরামদায়ক এলাকা প্রদান করুন। একটি নরম কম্বল বা বিছানা ব্যবহার করুন।

খাদ্য: বিড়ালছানা-নির্দিষ্ট শুকনো বা ভেজা খাবার ছোট অংশে দিনে 3-4 বার খাওয়ান। বিড়ালছানা বড় হওয়ার সাথে সাথে প্রতিদিন দুবার খাওয়ানোর জন্য ধীরে ধীরে রূপান্তর করুন।

জল: সব সময় পরিস্কার পানির একটি উৎস রাখুন।

লিটার বক্স: বিড়ালছানাকে ব্যবহার করার জন্য একটি লিটার বক্স সরবরাহ করুন এবং এটি প্রতিদিন পরিষ্কার করুন।

গ্রুমিং: নিয়মিত গ্রুমিং বিড়ালছানার কোট এবং ত্বক বজায় রাখতে সাহায্য করে। নিয়মিত পশম ব্রাশ করুন এবং তাদের নখ ট্রিম করুন।

ব্যায়াম: শারীরিক ক্রিয়াকলাপকে উৎসাহিত করতে এবং একঘেয়েমি রোধ করতে খেলনা এবং খেলার সময় সরবরাহ করুন।

স্বাস্থ্য: চেক-আপ এবং টিকা দেওয়ার জন্য নিয়মিত পশু -চিকিৎসক পরিদর্শনের সময় নির্ধারণ করুন।

বিড়ালছানাদের জন্য ডায়েট প্ল্যান (০-৬ মাস)

প্রোটিন: বিড়ালছানাদের বৃদ্ধি এবং বিকাশের জন্য উচ্চ মানের প্রোটিন প্রয়োজন।

চর্বি: চর্বি শক্তির জন্য অপরিহার্য এবং স্বাস্থ্যকর ত্বক ও পশমকে সমর্থন করে।

ক্যালসিয়াম: শক্ত হাড় এবং দাঁতের জন্য ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ।

ভিটামিন: ভিটামিন এ এবং ডি সামগ্রিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য।

টরিন: টাউরিন হৃৎপিণ্ড এবং চোখের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি অ্যামিনো অ্যাসিড।

বিড়ালছানাকে গরুর দুধ খাওয়ানো এড়িয়ে চলুন কারণ এটি তাদের পরিপাকতন্ত্রকে বিপর্যস্ত করতে পারে। জল বা বিড়ালছানা-নির্দিষ্ট দুধ প্রতিস্থাপনকারী অফার করুন।

বিড়ালছানাদের তাদের বৃদ্ধি এবং বিকাশের জন্য একটি সুষম খাদ্য খাওয়ানো গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট খাদ্যতালিকাগত প্রয়োজনের জন্য এবং আপনার বিড়ালছানার জন্য সঠিক প্রকার এবং খাবারের পরিমাণ নির্ধারণ করতে একজন পশু চিকিৎসক এর সাথে পরামর্শ করুন।

Want your business to be the top-listed Pet Store/pet Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

বেচেঁ থাকার লড়াই এ হার  না মেনে যুদ্ধ করছে ফেলিক্স। সবার দুআ কামনা করছি যেনো ও সুস্থ হয়ে ঘর খুঁজে পায়।

Category

Telephone

Website

Address

Mohammadpur
Dhaka
1217

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Other Pet Services in Dhaka (show all)
The Pet Nation The Pet Nation
Dhaka, 1207

This pet food store is a retail and wholesale business which sells different kinds of animal foods to the pet lovers

My Pet Bird My Pet Bird
Khilkhet
Dhaka, 1229

Animal Lover....���

Nahide  aviary Nahide aviary
Gulshan Natun Bazar Vatara Dhaka
Dhaka, 1212

Fiona's Cat House Fiona's Cat House
Cnb, Kolma, Savar
Dhaka

Welcome To Our Page

Amarpet.com Amarpet.com
Ka-218, Zakir Complex (9th Floor), Kuril Chowrasta
Dhaka, 1229

Amarpet.com is the largest online store for pet food and accessories in Bangladesh.

ST Birds Aviary ST Birds Aviary
Sanarpar, Demra
Dhaka, 1430

It's about our favourate pets���� Whom we love unconditionally ���

Pet Park Pet Park
Dhaka

We find forever homes for our various furry friends

Cat Food Shop Cat Food Shop
Mugda
Dhaka, 1214

SAUDI ALL VPN SAUDI ALL VPN
DHAKA
Dhaka, 1200

saudi,Qtar dubai all vpn market

PABNA PET PLAZA PABNA PET PLAZA
Dhaka . . .
Dhaka, 6600

My hobby is bird breeding..........//

The Birds Heaven The Birds Heaven
Bazar Road, Savar
Dhaka