Bangladesh Fokir Lal

Bangladesh Fokir Lal

@awamileague.1949 দেশদরদী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের লক্ষ্য।

ন্যায়ের পথে সত্যের মশাল জালিয়ে বঙ্গবন্ধুর আদর্শ কথা বাস্তবে রুপান্তরিত করার লক্ষ্য।

19/12/2023
Photos from Bangladesh Fokir Lal's post 12/09/2023

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রবিবার (১০ সেপ্টেম্বর ২০২৩) দিল্লির ভারত মন্ডপম কনভেনশন সেন্টারে জি২০-র শীর্ষ সম্মেলনের দ্বিপাক্ষিক সভা কক্ষে সৌদি যুবরাজ প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

এসময় ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ)-এর থিম্যাটিক অ্যাম্বাসেডর এবং অটিজম এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ পুতুল উপস্থিত ছিলেন।

09/09/2023

জি-২০ সম্মেলন উপলক্ষে নয়া দিল্লিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Photos from Bangladesh Fokir Lal's post 09/09/2023

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি'র বাসভবনে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত।

06/09/2023

‘স্বপ্নে সংযোগে অগ্রযাত্রা’ এই প্রতিপাদ্য নিয়ে যাত্রা শুরু করল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এর মাধ্যমেই বাংলাদেশ এলিভেটেড এক্সপ্রেসওয়ের জগতে প্রবেশ করল। যা বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রায় আরেকটি মাইলফলক। এর মাধ্যমে রাজধানীর সড়ক যোগাযোগ ব্যবস্থায় উন্মোচিত হলো নতুন দিগন্ত।

#এলিভেটেডএক্সপ্রেসওয়ে #বাংলাদেশ #শেখহাসিনা #মেগাপ্রজেক্ট

Photos from Bangladesh Fokir Lal's post 05/07/2023

মমতাময়ী

29/06/2023

ঈদ মোবারক
——————

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা

ঈদুল আজহা শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষায় উজ্জীবিত হই সবাই।

#ঈদমোবারক #ঈদুলআজহা
#বাংলাদেশ #আওয়ামীলীগ

06/06/2023

দেশনেত্রী শেখ হাসিনার হাতেই সুরক্ষিত বাংলাদেশ।

04/06/2023

সবকিছু মিলিয়ে আল্লাহর পরিক্ষা।

Photos from Bangladesh Fokir Lal's post 23/05/2023

কাতার ইকোনমিক ফোরামের উদ্বোধনী
অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
----------
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে দোহায় তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন।
ফোরামটি ২৩-২৫ মে লুসাইল শহরের ফেয়ারমন্ট এবং র‌্যাফেলস হোটেলে অনুষ্ঠিত হচ্ছে।
শেখ হাসিনা কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে ফোরামে যোগ দিতে সোমবার এখানে আসেন।
এই ফোরামের মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী চলমান বহুমুখী চ্যালেঞ্জ ও সংকট এবং এর ফলে উদ্ভূত বিরূপ অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সমাধান খুঁজে বের করা।
মঙ্গলবার দিনের শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহায় কাতার বিশ্ববিদ্যালয়র শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেবেন, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল থানি, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে, কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সা’দ বিন শেরিদা আল কাবি এবং সৌদি বিনিয়োগ মন্ত্রী খালিদ এ. আল-ফালিহ’র সঙ্গে পৃথক বৈঠক করবেন।
এছাড়া প্রধানমন্ত্রী কাতার ইকোনমিক ফোরামের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দেবেন।

22/05/2023

গুলি করে গ্রেনেড ছুড়ে শত হত্যাচেষ্টা ব্যার্থ হয়েছে, আমি এতিম, আল্লাহ তায়ালা সহায় জনগণের ভালোবাসা ও দোয়া আমাকে বাচিয়ে রেখেছে ' আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনা।

_____ শেখ হাসিনা

16/05/2023

জননেত্রী শেখ হাসিনা যার প্রত্যাবর্তনে তৈরি হয় নতুন ইতিহাস,
পুনরুদ্ধার হয় গণতন্ত্র গড়ে ওঠে মধ্যম আয়ের সমৃদ্ধ ডিজিটাল রাষ্ট্র।

১৯৮১ সালের ১৭ই মে, মা-বাবা-ভাই হারিয়ে এক বিষাদগ্রস্ত মন, অশ্রুভেজা চোখ, নিদারুণ কষ্ট বুকে নিয়ে দেশে ফিরেছিলেন বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা।

তিনি দেশে ফিরেছিলেন বলেই আজ আমরা স্বাধীনতার ফল ভোগ করতে পারছি। হিংসার রাজনীতি দূরীভূত হয়ে আজ আমরা সচ্ছল হয়ে উঠেছি, শান্তির নিঃশ্বাস নিতে পারছি একটি সুজলা-সুফলা শ্যামল বাংলাদেশে।

গ্রাম থেকে গ্রামান্তরে, শহর-উপশহর-মফস্বলের প্রতিটি স্তরের মানুষের জীবনমান পরিবর্তনে বৈপ্লবিক কর্মযজ্ঞ সম্পন্ন করেছে আওয়ামী লীগ সরকার। এমনকি তথ্যপ্রযুক্তিসহ শিক্ষাখাতের যে আধুনিকায়ন করা হয়েছে, তার মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদের মানবিক ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার সুযোগ পাচ্ছে। বঙ্গবন্ধুকন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনায় স্মার্ট প্রজন্মের হাত ধরে ক্রমেই গড়ে উঠছে স্মার্ট বাংলাদেশ।

The Return of Sheikh Hasina began a new era in Bangladesh
---
On May 17, 1981, Sheikh Hasina, the daughter of Bangabandhu, returned to the country with a sad heart, tearful eyes, and deep sorrow after losing her parents and siblings.

Today we can enjoy the fruits of freedom because she returned to the country. With the elimination of the politics of violence, today we have become wealthy, and we can breathe a sigh of peace in a clean and green Bangladesh.

The Awami League government has completed revolutionary work in changing people's living standards from village to village, city-suburb-downtowns. Even through the modernization of the education sector with information technology, the new generation is getting the opportunity to develop themselves as humane and smart citizens. With the visionary plan of Bangabandhu and Honorable Prime Minister Sheikh Hasina, Smart Bangladesh is gradually being developed by the hands of the smart generation.

#স্বদেশপ্রত্যাবর্তন #শেখ_হাসিনা
#১৭মে #বাংলাদেশ #গণতন্ত্র #ডিজিটাল_বাংলাদেশ #স্মার্ট_বাংলাদেশ

10/05/2023

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সুদৃষ্টিতে মুজিবনগর বাংলাদেশের অন্যতম পর্যটন নগরীতে পরিণত হয়েছে প্রতি বছর প্রায় দশ লাখ দেশী বিদেশী পর্যটকদের সমাগম হয়।

#মুজিবনগর #পর্যটন #শেখহাসিনা

10/05/2023

নিঃসন্দেহে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।

09/05/2023

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে শেখ হাসিনা সরকারের সাফল্য

৬ লক্ষ ৩৯ হাজার ৪৭০টি মাদক বিরোধী অভিযান পরিচালনা

২০০৯ সাল হতে এ ৬ লক্ষ ৩৯ হাজার ৪৭০টি অভিযান পরিচালনা করে ১ লক্ষ ৭৩ হাজার ৫৮৪টি মামলায় ১ লক্ষ ৮৬ হাজার ৮৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এগুলোর মধ্যে মোবাইল কোর্ট আইন, ২০০৯- এর অধীন ৯১ হাজার ১৮১টি মামলায় ৯৩ হাজার ২৫৩ জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

07/05/2023

দেশনেত্রী

03/05/2023

'দুর্নীতি ও অদক্ষতার সুযোগ দূর করে ডিজিটাল সেবা'

02/05/2023

বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল
---------

যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্রের গুরুত্বপূর্ণ সহযোগী। বাংলাদেশ দ্রুতই একটি জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিকে কিভাবে দেখছে যেখানে একটি দল নির্বাচনে অংশ নিতে চাইছে না। অথচ পরবর্তীতে বলতে পারে, নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়নি-সময় নিউজের ওয়াশিংটন প্রতিনিধি দস্তগীর জাহাঙ্গীরের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্র একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যেখানে বাংলাদেশি জনগণের মতামতের প্রতিফলন ঘটবে। তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে না।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী হবে উল্লেখ করে বেদান্ত প্যাটেল আরও বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ গত বছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্‌যাপন করেছে এবং সেই সম্পর্ক সামনে এগিয়ে নেয়ার ব্যাপারে আরও মনযোগী ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র আরও বলেন, আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতার ব্যাপক সুযোগ ও সম্ভাবনা রয়েছে। জলবায়ু বলেন, অর্থনীতি বলেন ও মানবিক সহায়তা বলেন প্রভৃতি ক্ষেত্রে একসঙ্গে কাজ করছে দুই দেশ।

©️সময় টিভি
#বাংলাদেশ #যুক্তরাষ্ট্র #রাজনীতি #আওয়ামীলীগ #বিএনপি

02/05/2023

বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের অংশীদারিত্বের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে, মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করলেন, "আমরা বিজয়ী জাতি, আমরা মাথা নিচু করতে শিখিনি।"

তিনি আরও জানালেন, "আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য, দুর্নীতি করে নিজেদের ভাগ্য গড়তে আসিনি, আমি এসেছি এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে।"

#শেখহাসিনা #বিশ্বব্যাংক #বাংলাদেশ

02/05/2023

(নির্বাচন)
যদি করতে হয় চোরাচালান ও মাদক নির্মুল তবে সীমান্তবর্ত্তী আসেন প্রার্থী হোক পরিবর্তন।

02/05/2023

কর্মীরা খুশি থাকলে নেতাদের বুকটান থাকে " রাজনীতি ও নেতৃত্বের মান বৃদ্ধি পায়।

02/05/2023

উপহার যখন উপযুক্ত জবাব...!

শেখের বেটি 🙏

01/05/2023

নির্বাচন কিভাবে হবে তা নির্ধারণ করবে জনগণ"

01/05/2023

বর্তমানে আওয়ামী লীগের কোন শত্রু নেই শত্রু নিজ দলের মধ্যে ঘোরাফেরা করছে।

30/04/2023

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দলের সদস্য পদ প্রথম নবায়নের মধ্য দিয়ে শনিবার থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রম শুরু হয়েছে।

#রংপুর #সজীবওয়াজেদ #আওয়ামীলীগ

24/04/2023

ঈদ মোবারক 🌙

Photos from Bangladesh Fokir Lal's post 24/04/2023

বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি জনাব মো. সাহাবুদ্দিনকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন
——

মো. সাহাবুদ্দিন ১৯৪৯ সালে পাবনা শহরের জুবিলি ট্যাঙ্কপাড়ার (শিবরামপুর) জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শরফুদ্দিন আনছারী ও মাতা খায়রুন্নেসা। তিনি ১৯৬৬ সালে পাবনার এডওয়ার্ড কলেজ থেকে এসএসসি, ১৯৬৮ সালে এইচএসসি পাস করেন ও ১৯৭১ সালে (অনুষ্ঠিত ১৯৭২ সালে) বিএসসি পাস করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালে মনোবিজ্ঞানে স্নাতকোত্তর এবং পাবনা শহিদ অ্যাডভোকেট আমিনুদ্দিন আইন কলেজ থেকে ১৯৭৫ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী মো. সাহাবুদ্দিন ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে যোগ দেন। বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২৫ বছর পর ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন।

২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পরপরই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠীর উপর হামলা হয়। যাতে হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনের ঘটনা ঘটে। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ওসব ঘটনার তদন্তে কমিশন’ গঠন করেন, যার প্রধান ছিলেন তিনি।

২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মো. সাহাবুদ্দিন দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৫ ও ১৯৯৬ সালে পরপর দুইবার বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব নির্বাচিত হন। পেশাগত জীবনে প্রথম দিকে সাংবাদিকতাও করেছেন। তিনি পাবনা প্রেসক্লাব ও অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির জীবন-সদস্য।

দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে বিশ্বব্যাংকের কথিত পদ্মাসেতু সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তে অন্যতম মুখ্য ভূমিকা পালন করা মো. সাহাবুদ্দিন অভিযোগটি মিথ্যা ও অন্তঃসারশূন্যতা প্রমাণে সমর্থ হন। তার দেওয়া তদন্ত প্রতিবেদন কানাডা কোর্ট কর্তৃক সমর্থিত হয়।

#রাষ্ট্রপতি #মো_সাহাবুদ্দিন #বাংলাদেশ

17/04/2023

আপনি কি চান...

আবারও পেট্রোল বোমা,গ্রেনেড হামলা,এতিমের টাকা আত্মসাৎ খাম্বা না বসিয়ে দেশকে আঁধারে ফিরিয়ে নিতে চান। আমরা জানি দশ ট্রাক অস্ত্র মজুদের পরিকল্পনাকারি সন্ত্রাসী সংগঠন বিএনপির পক্ষে নয় দেশের জনগণ।
সিদ্ধান্ত আপনাদের
Awami League

16/04/2023

দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয়
নেতাকর্মীদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
------
প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাঁর দলের নেতাদের আগামী জাতীয় নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করার আহবান জানান।

03/04/2023

অধিকাংশ মানুষ প্রশংসা করে লোভে!
সমালোচনা করে হিংসায়, আর
সম্পর্ক তৈরি করে স্বার্থে।
__ দেশনেত্রী শেখ হাসিনা।

29/03/2023

বাংলাদেশের মূল্যবান অক্ষর
মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষর✍️"
W R_______

23/03/2023

পবিত্রতার সুবাস ছড়িয়ে
এলো মাহে রমজান
প্রিয় দেশবাসী শুভেচ্ছা রইলো
রাখিও পবিত্রতার মান,
________ W R

17/03/2023

দেশনেত্রী।

07/03/2023

আজ পবিত্র শবে বরাত শাবান মাসের মধ্যবর্তী রজনী কয়েকটি নফল রোজা ও বেশি বেশি নফল নামাজ পড়ে পবিত্র রমজানের জন্য নিজেকে প্রস্তুত করি।
আল্লাহ পাক আমাদের সবাইকে সিয়াম পালনের তৌফিক দান করুক.. আমিন।

Want your public figure to be the top-listed Public Figure in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

জি-২০ সম্মেলন উপলক্ষে নয়া দিল্লিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘স্বপ্নে সংযোগে অগ্রযাত্রা’ এই প্রতিপাদ্য নিয়ে যাত্রা শুরু করল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এর মাধ্যমেই বাংলাদেশ  এলিভেটে...
জননেত্রী শেখ হাসিনা যার প্রত্যাবর্তনে তৈরি হয় নতুন ইতিহাস, পুনরুদ্ধার হয় গণতন্ত্র গড়ে ওঠে মধ্যম আয়ের সমৃদ্ধ ডিজিটাল রাষ্...
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে শেখ হাসিনা সরকারের সাফল্য৬ লক্ষ ৩৯ হাজার ৪৭০টি মাদক বিরোধী অভিযান পরিচালনা২০০৯ সাল হতে এ ...
দেশনেত্রী
'দুর্নীতি ও অদক্ষতার সুযোগ দূর করে ডিজিটাল সেবা'#sajeebwazed #usa #chamberofcommerce #somoytv
বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল---------যুক্তরাষ...
বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের অংশীদারিত্বের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে, মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘো...
আপনি কি চান... আবারও পেট্রোল বোমা,গ্রেনেড হামলা,এতিমের টাকা আত্মসাৎ খাম্বা না বসিয়ে দেশকে আঁধারে ফিরিয়ে নিতে চান। আমরা জ...
দেশনেত্রী।

Category

Address

Chuadanga
Dhaka
7200