CEMIX Chemicals LTD.
A unique concrete Admixture Company which started business in 2013 and first time ISO certified fr
যেদিন থেকে আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না, সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে। #আলহামদুলিল্লাহ!
সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দী ভাবিনি, কারও ভালো দেখে আমি কাতর হইনি। জীবনে যা যা পাইনি তার কোনটাই আমার রিজিকে ছিলোনা বিশ্বাস করেছি এবং সেজন্য আফসোস হয়নি আর কোনদিন।আমি একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি।
নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই। আমার বা আপনার ভাগেরটুকু কেও নিতে পারবেনা, এই আওকাত আল্লাহ তায়ালা কাউকে দেননি। "রিজিকের ফায়সালা আসমানে হয়, জমিনে না"
্যাঁ
শুধু খাদ্যদ্রব্যই কিন্তু রিজিক নয়!
টাকা পয়সা, পেশাজীবনের সফলতা, নেক জীবনসঙ্গী, নেক সন্তান, উত্তম আখলাক, নেককার বন্ধুও রিজিকের অন্তর্ভুক্ত।
সারাদেশে ডিলার ও উদ্যোক্তা আবশ্যক!!!
আপনি কি রড ,সিমেন্টের ব্যবসা করছেন?
আপনি কি নতুন উদ্যোক্তা হতে চান ?
তাহলে আজই ডিলারশিপ পার্টনার হতে আগ্রহী ব্যাক্তিগন যোগাযোগ করুন:
মোবাইলঃ ০১৭৯৯-০৭০০৩৭
বি.এস.টি.আই হইতে বিল্ডিং কন্সট্রাকশন কেমিক্যালস উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে সর্বপ্রথম আই.এস.ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান।
"CEMIX CHEMICALS LTD.
(ISO: 9001: 2015 Certified)
Web:- http://www.cemixchemicals.com/
বি.এস.টি.আই হইতে বিল্ডিং কন্সট্রাকশন কেমিক্যালস উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে সর্বপ্রথম আই.এস.ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান। "CEMIX CHEMICALS LTD. (ISO: 9001: 2015 Certified)
সিমিক্স কেমিক্যালস এ রয়েছে পলিমিক্স যা আপনার বাড়ির ফ্লোর, বেইজমেন্ট, ছাদ এবং দেয়াল কে পানি থেকে রাখবে নিরাপদ।
কংক্রিটের শক্তি কয়েকগুণ বৃদ্ধি করতে ব্যবহার করুন, প্লাস্টোমিক্স।
নোনা এবং ড্র্যাম্প থেকে আপনার বাড়ি কে স্থায়ীভাবে সুরক্ষিত রাখতে ব্যবহার করুন, মিক্স সল্ট গার্ড।
কক্সবাজার সদর, চকরিয়া, মহেশখালী, টেকনাফ, বাঁশখালী, সিতাকুন্ডু, মিরসরাই, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া
ফেণী জেলা, লক্ষীপুর জেলা, ও চান্দপুর জেলায় ডিলার আবশ্যক!!
ডিলারশিপ পার্টনার হতে আগ্রহী ব্যাক্তিগন যোগাযোগ করুন:
মোবাইলঃ ০১৩২১-২০০৪৬১
০১৭৯৯-০৭০০৩৭
Web:- http://www.cemixchemicals.com/
বি.এস.টি.আই. হইতে বিল্ডিং কনস্ট্রাকশন কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে সর্বপ্রথম আই.এস.ও. সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান CEMIX CHEMICALS LTD.
সিমিক্স কেমিক্যাল ব্যবহার করুন, আপনার স্বপ্নের স্থাপনাকে দীর্ঘস্থায়ী ও সুরক্ষিত রাখুন।
( ডিপো ও ডিলার নিয়োগ চলছে।)
বিস্তারিত জানতে যোগাযোগ করুন।
মোবাইল:- ০১৭৮৩৮৭০৪২৩, ০১৭৯৯০৭০০৩৭.
Web-www.cemixchemicals.com
আপনার প্রিয় বাড়ী নির্মানে তাপ ও ড্যাম্প নিরোধক এর জন্য ব্যবহার করুন "Etha mix" ,a product of Cemix Chemicals ltd.(First time ISO certified by BSTI on Quality management system as a Admixture Company)
যোগাযোগ:01783870421
মিক্স সল্ট গার্ড: [অ্যাক্টিভেটর মিশ্রণে লবণাক্ততা]
বর্তমানে লবণাক্ততা ভবনের জন্য খুবই ক্ষতিকর উপাদান যা ভবনের আয়ু কমিয়ে দেয় কারণ লবণাক্ততা কার্বনেশন প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে ভবনটিকে ক্ষতিগ্রস্ত করে। এই কারনে মিক্স সল্ট গার্ড একটি কার্যকর রাসায়নিক পণ্য যা স্থায়ীভাবে কার্বনেশন প্রক্রিয়া বাতিল করে লবণাক্ততার প্রভাব থেকে ভবন কে রক্ষা করে। ফলস্বরূপ, এই রাসায়নিক ইটের প্রাচীর, প্লাস্টার পৃষ্ঠ, কংক্রিট পৃষ্ঠকে লবনের প্রভাব থেকে রক্ষা করতে পারে। যেহেতু এটি স্বয়ংক্রিয় নিরাময় হিসাবে কাজ করে, এটি সহজেই প্লাস্টারের ফাটল কমাতে পারে।
ব্যবহারের ক্ষেত্র: ইট বা কংক্রিটের কাজ, প্লাস্টার মর্টার, সংস্কার কাজ ইত্যাদির উপরিভাগে সিমেন্ট গ্রাউট ব্যবহার করা হয়।
ডোজ: 250 - 500 মিলি প্রতি ব্যাগ সিমেন্ট এবং 2 লিটার প্রতি ব্যাগ সিমেন্ট গ্রাউটের জন্য।
বি.এস.টি.আই. হইতে বিল্ডিং কনস্ট্রাকশন কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে সর্বপ্রথম ISO (9001:2015) সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান CEMIX CHEMICALS LTD. এ ডিপো ও ডিলার নিয়োগ চলছে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন।
মোবাইল:- ০১৭৮৩৮৭০৪২৩
স্বনামধন্য CEMIX CHEMICALS LTD. (কনস্ট্রাকশন এডমিক্সার ) সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক ডিলার ও উদ্যোক্তা নিয়োগ দিচ্ছে।
আপনি কি রড সিমেন্টের ব্যবসার সাথে জড়িত?
কনস্ট্রাকশন সাইডে ব্যবসা চলছে?
অথবা আপনি কি একজন সফল উদ্যোক্তা হতে আগ্ৰহী?
তাহলে আমরা দিচ্ছি আপনার জন্য নতুন এক ব্যবসার সুযোগ।
CEMIX CHEMICALS LTD. বাংলাদেশে সর্বপ্রথম Construction Chemical উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসাবে BSTI হতে ISO সনদপ্রাপ্ত এবং ISO 9001:2015 Certified.
Construction এর ধরন অনুযায়ী রয়েছে ভিন্ন ভিন্ন প্রোডাক্ট।
আমাদের প্রোডাক্ট সমূহ:
mix mix Salt Guard Mix Shield.
ব্যবহারের ক্ষেত্র সমূহ:
*পাইলিং, বেজমেন্ট,পানির ট্যাংকি
*রিটেইনিং ওয়াল,বিম,কলাম,স্লাব,সুইমিং পুল।
উপকারিতা সমূহ:
√Construction এর শক্তি বৃদ্ধিতে সহায়তা করে।
√রডকে মরিচা থেকে সুরক্ষা রাখে।
√Corrosion free concrete তৈরিতে সহায়তা করে।
√তাপশোষন ক্ষমতা কমাতে সহায়তা করে।
√Crack ও Leakage প্রতিরোধে সহায়তা করে।
√Water Cement Ratio কমাতে সহায়তা করে।
√লোনা ও ড্যাম্প হতে রক্ষা করে।
যোগাযোগ:
হটলাইন:+8801783870421
অফিস: Road no-02, House no-05, Block-B, Abtabnagar, Dhaka.
Website:www.cemixchemicals.com
সবাই কে ঈদুল আজহার শুভেচ্ছা ।
নির্মান শিল্পে অনবদ্য নাম CEMIX Chemicals Ltd.
আপনার ভবনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ব্যবহার করুন সিমিক্স কেমিক্যালের এডমিক্সার।
The success of a salesperson depends on the happiness of his customer.
The Rainy Season Campaign Gift Handover To Highest Buyer Customers 💐💐💐💐
Mix Salt Guard: [Salinity in Activator Admixture]
Now a days salinity is very harmful element for buildings that shorten the life of building works because salinity damages the building gradually by the carbonation process. In this arena, Mix Salt Guard is an effective chemical product that protects the construction works from salinity effect by abolishing permanently the carbonation process. As a result, this chemical can protect the brick wall, plaster surface, concrete surface from salient effect. Since this acts as partial auto curing, it can easily reduce hair crack of plaster.
Area of uses: With cement grout used on surface of brick or concrete works, plaster mortar, renovation works, etc.
Dosages: 200 – 500 ml Per Bag of Cement & 2 Ltrs for Per Bag Cement grout.
ঈদ মোবারক🎉🎉🎉
আপনাকে এবং আপনার পরিবারের সকল সদস্যকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।
শ্রমজীবী মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন -
১লা মে দিবস-২০২২ উপলক্ষে সিমিক্স কেমিক্যাল লিমিটেডের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি💐💐💐
শ্রমিক কারো দয়া চায় না
চাই অধিকার ও প্রাপ্য সম্মান
মহান মে দিবস অমর হোক✊✊✊
যাদের শ্রম-ঘামে আমরা বিলাসী, যাদের চেষ্টায় জাতির সমৃদ্ধি; সেই খাঁটি মানুষগুলোকে জানাই সালাম শ্রদ্ধা আর অফুরান ভালোবাসা❤️❤️❤️
আন্তর্জাতিক ১লা মে দিবস-২০২২ সফল হউক💐💐💐
নতুন বছর আসুক নিয়ে নতুন নতুন আশা, পৃথিবীতে ছড়িয়ে দিক শুধুই ভালোবাসা, নির্মানে সুরক্ষা নিয়ে আমরা আছি সবসময় আপনাদের পাশে।
শুভ নববর্ষ ১৪২৯
Cemix Chemicals Build The Nation With Quality
একটি ভালো ও নিরাপদ বাড়ীর চেয়ে গুরুত্বপূর্ণ
আর কিছুই নেই। - রসালিন কাটার
আপনার বাড়ির সুরক্ষায় ব্যবহার করুন সিমিক্সের পন্য
আপনার বাড়ির সুরক্ষায় আমরা আছি আপনার পাশে সবসময়, যেকোন প্রয়োজনে কল দিন নিশ্চিন্তে 👇 নিচের যেকোন নাম্বারে
Chittagong Metro Wearhouse
নির্মাণ শিল্পে নিশ্চিন্তে ব্যবহার করুন Cemix chemicals ltd এর Admixture.
মিক্স সল্ট গার্ড
একটি নোনা প্রতিরোধে কার্যকর এ্যাডমিক্সার।যোগাযোগ:01783870421
# খাদ্য অপচয় রোধ করি,
রাসুলের সুন্নত অনুসরণ করি।
# Cemix Chamicals Limited
# Six tips this Ramadan
# Cemix Chemicals Ltd
পলি মিক্স (ওয়াটার প্রফিং এ্যাডমিক্সার)
------------*---------*--------------*--------------
ব্যবহারের ক্ষেত্র সমূহঃ বেজমেন্ট ফ্লোর ও দেওয়াল, পানির ট্যাংক, ছাদের ঢালাই, সংস্কার কাজ, সুইমিং পুল ও সুপার স্ট্রাকচারাল ইত্যাদি কাজে ব্যবহার করা যায়।
যোগাযোগ:01783870421
প্রথম রোজার ফজিলত 🌴🌴🌴
--------------------------------
নুরনবী হযরত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) এরশাদ করেন→
“যে ব্যক্তি রজব মাসের ১লা তারিখে রোজা রাখে,
সেই রোজা পালনকারী ব্যক্তি থেকে জাহান্নাম
এত দুরত্বে সরে যায় যে, যেমন আসমান থেকে জমি দুরে আছে” ---সুবহানাল্লাহ
নির্মাণ শিল্পে প্রকৌশলীদের প্রথম পছন্দ "সিমিক্স কেমিক্যালস্ লি:" এর Admixtures
Click here to claim your Sponsored Listing.
We are ISO:9001:2015 Certified company
Tuch with Cemix Chemicals Ltd.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka