Anower Hossain Shanto

Anower Hossain Shanto

i want to devote myself to the Service of the country and the people.

এমিরেটস এয়ারলাইন 08/12/2023

এমিরেটস এয়ারলাইন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থিত একটি সুপরিচিত বিমান সংস্থা...

#বিমান #এমিরেটস #এয়ারলাইন #এমিরেটসএয়ারলাইন #জানবো_শিখবো #জানবোশিখবো

এমিরেটস এয়ারলাইন এমিরেটস এয়ারলাইন ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তখন থেকে এটি বিশ্বের শীর্ষস্থানীয় বিমান সংস্থাগুলির মধ্যে ...

08/12/2023
30/11/2023
29/11/2023

কেউ খেলার মাঠ থেকে সরাসরি সংসদে আর কেউ লাল দালানের কোঠায়। কারণ শুধু মতের পার্থক্য।

আজকের দিনের খেলোয়াড়দের দেখি বয়সে বৃদ্ধ হয়ে গেলে কিংবা পারফরমেন্স শেষ হয়ে গেলেও অবসর নিতে চায় না, কারণ মোটা অঙ্কের বেতনের লোভ। সে ক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন বাংলাদেশে ফুটবলের সাবেক এই তারকা। ২০১১ সালে তিনি যখন অবসরের ঘোষণা দেন তখনও তার পারফরমেন্স ছিল বেশ ভালো। ফলে ২০১৪ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের প্রাথমিক পর্বে পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাকে অবসর পুনর্বিবেচনার অনুরোধ করেছিল। কিন্তু তিনি তার সিদ্ধান্তেই বহাল থাকেন। হ্যাঁ, এটাই সত্য, তিনি বাংলাদেশ ফুটবল দলের তারকা গোলকিপার, নাম আমিনুল হক।

তাকে এখনো বাংলাদেশের সেরা গোলকিপার হিসেবে মানা হয়।

তিনি ১৯৯৯ সালের ২২শে এপ্রিল, মাত্র ১৮ বছর ৬ মাস ১৮ দিন বয়সে, ভারতের বিরুদ্ধে ১৯৯৯ সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক করেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ১১৬ মিনিট পর, বাংলাদেশের জার্সি গায়ে প্রথম গোলটি হজম করেন।

২০১০ সালের ২০শে ফেব্রুয়ারি তারিখে আমিনুল ২৯ বছর বয়সে বাংলাদেশের তার ৫০তম ম্যাচ ও সর্বশেষ ম্যাচটি খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করেছিলেন। শ্রীলঙ্কার কলম্বোর সুগাথাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিরুদ্ধে উক্ত ম্যাচে বাংলাদেশ ৩–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল, ম্যাচটিতে তিনি পূর্ণ ৯০ মিনিট খেলেছেন।

আন্তর্জাতিক ফুটবলে, তার প্রায় ১১ বছরের খেলোয়াড়ি জীবনে তিনি সর্বমোট ৫০ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন।

এছাড়াও ২০০৩ সাফ ফুটবল শিরোপা জয়লাভ করেছিলেন।

সেই মহা তারকা আজ জেলের ঘানি টানছে। ২০১৭ সালের শেষের দিকে শাহবাগে একটি নাশকতার মামলায় তাকে প্রথম গ্রেফতার করা হয়। দেড়মাস পর জামিন হলেও পরবর্তীতে বিভিন্ন মেয়াদে তাকে গ্রেফতার করা হয়। সর্বশেষ গত ২ নভেম্বর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ তার জামিন শুনানি ছিল কিন্তু জামিন না দিয়ে তাকে জেলে পাঠানো হয়।

Photos from Anower Hossain Shanto's post 29/11/2023

ফজলুর রহমান খোকন নামের পাশে এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী #ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সফল সভাপতি!

পুলিশ যে কাউকে গ্রেফতার করতেই পারে কিন্তু এরা করা? গোটা ছাত্র সমাজ লাঞ্চিত!

ছাত্রলীগকে যারা সন্ত্রাসের লাইসেন্স দিয়েছেন তাদের মেরুদন্ডে আঘাত করা হবে তৈরি থাকবেন কথিত গডফাদার সাহেবগন!

25/11/2023

আমরা সারা জীবন ভালো সময়ের অপেক্ষায় কা'টি'য়ে দিই! অথচ আমরা জানিনা, এইযে কে'টে যাচ্ছে এটাই আমাদের ভালো সময় ! 🌸

14/11/2023

কি অপরাধ??? এতটুকুই যিনি তাহার স্ত্রী, তার ভাই বি,এন,পি করে, এর জন্য জেল হাজতে যাওয়া লেগেছে
ইনশাল্লাহ এর হিসাব আপনাদের একদিন দিতে হবে 😡😡😡

10/11/2023

দেশের ৬৮ টি কারাগারে বন্দী ধারণ ক্ষমতা ৪২,৬৮৮ জন !!

বর্তমানে বন্দীর সংখ্যা ৮৭,৮১২জন !!
সুত্র: প্রথম আলো

09/11/2023

বাবা বাজারে গিয়ে দ্রব্যমূল্যেরদাম দেখে আড়ালে কাঁদে! আর ছেলে টানেল এর পোস্ট দিয়ে উন্নয়ন উন্নয়ন বলে চিল্লায়!!

28/10/2023

আগামীকাল সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকলো বিএনপি

28/10/2023
সন্ধ্যায় নয়াপল্টন এলাকার চিত্র | BNP | Naya Paltan | Police | News | Desh TV 27/10/2023

সন্ধ্যায় নয়াপল্টন এলাকার চিত্র | BNP | Naya Paltan | Police | News | Desh TV সন্ধ্যায় নয়াপল্টন এলাকার চিত্র | BNP | Naya Paltan | Police | News | Desh TVWelcome to the Offic...

27/10/2023

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে নেমে আসুন ✊✊✊

২৮ অক্টোবর বিএনপি, আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচী নিয়ে উদ্বেগ কেন? 27/10/2023

২৮ অক্টোবর বিএনপি, আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচী নিয়ে উদ্বেগ কেন? ঢাকায় ২৮শে অক্টোবর পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি। বিএনপির মহাসমাবেশের দিনে আওয়ামী লী.....

25/10/2023

২৬শে আগস্ট ১৯৮০ জাতিসংঘে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 'এর ঐতিহাসিক ভাষণ। #জিয়া #বিএনপি #বাংলাদেশ

10/10/2023
09/10/2023

শৈশবের স্মৃতি ☺️☺️

অনেক খেলতাম এই খেলাটি
হয়তো আমাদের জেনারেশনই শেষ,
যারা এই খেলাটি খেলেছে😇😇😇

এখনকার বাচ্চাদের এসব খেলতে দেখাই যায় না🙂

Photos from Anower Hossain Shanto's post 04/10/2023

তারেক রহমান

19/09/2023
18/09/2023

স্বাস্থ্যের অবনতি হওয়ায় কেবিন থেকে সিসিইউতে খালেদা জিয়া...

13/09/2023
13/09/2023
13/09/2023

১৪ টি নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা পাড়ি দিয়ে পাসপোর্ট ও বোর্ডিং পাস ছাড়াই শিশুটি বিমানে! 😄

13/09/2023

আমি আওয়ামী লীগ দলের মত মিথ্যা আশ্বাস দিতে পারি না, আমরা যা পারবো সেটাই বলবো -দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

২৮ মে ২০১১ ভয়েস অফ আমেরিকাতে দেওয়া বিশেষ সাক্ষাতকার দেওয়া বক্ত্যব্যের একটি অংশ।

#খালেদাজিয়া #দেশনেত্রী #বিএনপি #বাংলাদেশ #বাংলাদেশেররাজনীতি #রাজনীতি

Voice of America তে দেওয়া বিশেষ সাক্ষাতকার দেওয়া বক্ত্যব্যের একটি অংশ। #খালেদাজিয়া #KhaledaZia 13/09/2023

Voice of America তে দেওয়া বিশেষ সাক্ষাতকার দেওয়া বক্ত্যব্যের একটি অংশ। #খালেদাজিয়া #KhaledaZia আমি আওয়ামী লীগ দলের মত মিথ্যা আশ্বাস দিতে পারি না, আমরা যা পারবো সেটাই বলবো।- দেশনেত্রী বেগম খালেদা জিয়া।২৮ মে ২০১.....

10/09/2023

সঠিক উপস্থাপনা 😎

10/09/2023

বিসিএস লিখিতের শর্ট প্রশ্ন থেকে ৯৩টি গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন।
-
১। ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়? [১০, ২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৪ এপ্রিল ১৯৪৯ সালে। সদর দফতরঃ-ব্রাসেলস, বেলজিয়াম।

২। INF চুক্তি বলতে কী বোঝায়? [১০ ম বিসিএস লিখিত]
উত্তরঃ মাঝারি পাল্লার আণবিক শান্তি চুক্তি।

৩। বিশ্ব ব্যাংকের বর্তমান সভাপতির নাম কী [১০, ১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জিম ইয়ং কিম। (দক্ষিণ কোরিয়া)

৪। এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান সভাপতির নাম কী? [১০, ১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ তাকেহিকো নাকায়ও (জাপান)।

৫। পপুলার ফর দ্য লিবারেশন অব প্যালেস্টান (পিএফএলপি) এর প্রতিষ্ঠাতা কে? [১০ ম বিসিএস লিখিত]
উত্তরঃ জর্জ হাবাস।

৬। জাপানের প্রধান চারটি দ্বীপের নাম কী? [১০ ম বিসিএস লিখিত]
উত্তরঃ শিকুকু, কিউসু, হনসু ও হোক্কাইডু।

৭। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্টের নাম কী? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মাইক পেন্স। (তার আগে ছিলেন জো বাইডেন)।

৮। আরব বিশ্ব বহির্ভূত চারটি ওপেক সদস্য রাষ্ট্রের নাম কী কী? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইকুয়েডর, নাইজেরিয়া, ভেনিজুয়েলা ও ইরান।

৯। ব্রিটন উডস কোথায় অবস্থিত? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পসায়ারে। বিশ্ব ব্যাংক ও আইএমএফ গঠনের সিদ্ধান্ত এখান থেকে নেয়া হয়।

১০। নরডিক পরিষদের দেশগুলো কী কী? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আসুডেফিন= আইসল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিন্ডল্যান্ড ও নরওয়ে।

১১। OIC এর বর্তমান মহাসচিবের নাম কী? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইউসুফ বিন আহমেদ আল ওয়াতাইমিন।

১২। ‘UNCTAD’ এর পূর্ণরূপ কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ United Nations Conference on Trade and Development.

১৩। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বেঞ্জামিন নেতানিয়াহু। প্রেসিডেন্ট : লিউভেন রিভলিন।

১৪। ’’ফ্লিপ স্ট্রিট ‘’ কিসের সাথে সম্পর্কিত? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সংবাদপত্র প্রকাশনার সাথে সম্পর্কিত। লন্ডনে অবস্থিত।

১৫। ’’ওয়াল স্ট্রিট’’ কিসের জন্য বিখ্যাত? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শেয়ার বাজারের জন্য বিখ্যাত। এটি নিউইয়র্কে অবস্থিত।

১৬। ইনোসিস কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ গ্রীসের সাথে সাইপ্রাসের সংযুক্তির পক্ষে একটি সংগঠন।

১৭। শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম এশীয় কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ লি ডাক থো। তিনি ভিয়েতনামের নাগরিক।

১৮। দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মুন জায়ে ইন।

১৯। উত্তর কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কিম জং উন।

২০। গাম্বিয়ার রাজধানীর নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বানজুল।

২১। জাম্বিয়ার রাজধারীর নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ লুসাকা।

২২। লোকসংখ্যায় জাতিসংঘের ক্ষুদ্রতম দেশ কোনটি? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নাউরু। এর রাজধানীর নাম ইয়েরেন। এটি ওশেনিয়া মহাদেশে অবস্থিত।

২৩। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কোন তারিখে পার্ল হারবার আক্রমন করেন? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৪১ সালের ৭ ডিসেম্বর। এটি প্রশান্ত মহাসাগরে হাওয়াই দ্বীপে অবস্থিত মার্কিন নৌঘাঁটি।

২৪। কমনওয়েলথের বর্তমান মহাসচিব কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ প্যাটরিসিয়া স্কটল্যান্ড। (দেশ : যুক্তরাজ্য)।

২৫। আফ্রিকান ইউনিয়নের সদর দফতর কোথায়? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
Sh Sakil

২৭। উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদর দফতর কোথায়? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রিয়াদ, সৌদি আরব।

২৮। শ্রীলংকার ভাষার নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সিংহলি।

২৯। ফিলিপাইনের ভাষার নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ফিলিপিনো।

৩০। ‘’UNIFEM’’ এর পূর্ণরূপ কী?[১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ United Nations Development Fund for Women.

৩১। ‘’ওয়াটারগেট কেলেঙ্কারি’’’ কী? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৭২ সালে মার্কিন ডেমোক্রাট সদর দফতরে রিপাবলিকানদের গোপনে আড়িপাতার ঘটনা।

৩২। চীনের পার্লামেন্টের নাম কী? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ গণকংগ্রেস।

৩৩। জাপানের পার্লামেন্টের নাম কী? [১৫, ১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ডায়েট।

৩৪। যুক্তরাষ্ট্র কখন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৪ এপ্রিল ১৯৭২ সালে।

৩৫। বর্তমানে জাপানের প্রধানমন্ত্রী কে? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শিনজো এবে।

৩৬। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রেসিডেন্ট কে কে ছিলেন? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন রুজভেল্ট ও ট্রম্যান এবং যুক্তরাজ্যের উইনস্টন চার্চিল।

৩৭। ‘D-DAY’ এর পূর্ণরূপ কী? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ DAWN DAY. (ডি-ডে ৫ মে)

৩৮। ১৯১৮ সালে কে ‘চৌদ্দ দফা’ উত্থাপন করেন? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ উড্রো উইলসন।

৩৯। `ECO’এর পূর্ণরূপ কী? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Economic Cooperation Organization

৪০। হেবরন হত্যাকাণ্ড কে করেন? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ গোল্ড স্টেন বারুচ। ১৯৯৪ সালের ২৫ ফেব্রুয়ারি।

৪১। পূর্ব তিমুর কিসের জন্য বিখ্যাত? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ চন্দনকাঠ।

৪২। ‘মেইন ক্যাম্প’ কী? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ এডলফ হিটলারের আত্মজীবনী।

৪৩। খেমাররুজ কী? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কম্বোডিয়ার সবচেয়ে দুর্ধর্ষ বিদ্রোহী গেরিলা সংগঠন।

৪৪। জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) এর সদর দফতর কোথায়? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ন্যামের কোন সদর দফতর নেই। তবে যে দেশ থেকে এর চেয়ারম্যান হয় সে দেশে কার্য্ক্রম হয়।

৪৫। সেভেন সিস্টার্স বলতে কী বোঝায়? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সেভেন সিস্টার্স বলতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ৭ টি রাজ্যকে বোঝায়।এরা হল আমিত্রিমেঅনাম- আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, অরুনাচল, নাগাল্যান্ড ও মনিপুর।

৪৬। ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন নৌ-ঘাঁটির নাম কী? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ দিয়াগো গার্সিয়া।

৪৭। যুক্তরাজ্যের রক্ষণশীল দলের বর্তমান নেতার নাম কী ? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ থেসারা মে। ২০১৬ থেকে বর্তমান।

৪৮। ‘‘এক দেশে দুই নীতি ‘’ প্রচালিত আছে কোন দেশে? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ চীন।

৪৯। বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর সদর দফতর কোথায়? [১৮, ২২, ২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ এই দুই প্রতিষ্ঠানের সদর দফতর ওয়াসিংটন ডিসিতে।

৫০। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ হতে বাদ পড়েছে কোন দেশ? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ তাইওয়ান।

৫১। দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সিঙ্গাপুর। এর আয়তন মাত্র ৬৬০ বর্গ কি. মি।

৫২। একাধিক দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে কোন কোন নদী? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ গঙ্গা, নীলনদ ও আমাজন।

৫৩। ইরাক কখন কুয়েত আক্রমন করে? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৯০ সালের ২ আগস্ট।

৫৪। অর্থনীতিতে কখন নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৬৮ সালে প্রবর্তন হয় এবং ১৯৬৯ সালে প্রথম প্রদান করা হয়।

৫৫। SAPTA কী? [২০, ২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ SAARC Preferential Trading Arrangement. একটি বাণিজ্যিক চুক্তি। চুক্তি সই ১৯৯৩ সালে।

৫৬। SAFTA কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ South Asian Free Trade Area. এটিও একটি বাণিজ্যিক চুক্তি। চুক্তি সই ২০০৪ সালে।

৫৭। White Hall কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইংল্যান্ডে অবস্থিত ব্রিটিশ সরকারের কার্যালয়। এটি ব্রিটিশ রানীর সাবেক বাসভবনও।

৫৮। Kremlin কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মস্কোতে অবস্থিত বর্তমান রাশিয়ান সরকারের সচিবালয়।

৫৯। ডুরান্ড লাইন কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ পাকিস্থান ও আফগানিস্থানের মধ্যে সীমানারেখা।

৬০। ম্যাকমোহন লাইন কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ভারত ও চীনের সীমারেখা।

৬১। ইউরো কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইউরোপিয়ান ইউনিয়নভু্ক্ত দেশসমূহের একক মুদ্রা। এর জনক রবার্ট মুন্ডেল। ১৯৯৯ সালে চালু হয়।

৬২। পার্বত্য শান্তিচুক্তি কখন সাক্ষরিত হয়? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ২ ডিসেম্বর ১৯৯৭ সালে।

৬৩। Indemnity অর্থ কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ক্ষতি বা শাস্তি এড়ানোর আইনী ব্যবস্থা।

৬৪। নিরাপত্তা পরিষদের মোট সদস্য কতটি দেশ ?[২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৫ টি দেশ।

৬৫। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারক কতজন? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৫ জন।

৬৬। তিয়েন আনমেন স্কয়ার কোথায় অবস্থিত? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত।

৬৭। জতিসংঘে বর্তমানে কয়টি ভাষায় দাফতরিক কাজকর্ম চলে? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৬ টি ভাষায়।

৬৮। ফারাক্কার পানি বণ্টন চুক্তি কখন সাক্ষরিত হয়? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৭৫ সালের ১৮ ই এপ্রিল।

৬৯। ৩৮ তম অক্ষরেখা কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ এই রেখা উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে।

৭০। ম্যাজিনো লাইন কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জার্মানি ও ফ্রান্সের মধ্যকার সীমারেখা।

৭১। Third Reich কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ হিটলারের শাসনকালকে অর্থাৎ ১৯৩৩ থেকে ১৯৪৫ এই শাসনকারকে Third Reich বলে।

৭২। Second Track Diplomacy কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বিভিন্ন বিবাদ মেটাতে সরকারের পাশাপাশি সুশীল সমাজের উদ্যোগ।

৭৩। অবাঞ্ছিত ব্যাক্তি কাকে বলে? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কোনো কূটনৈতিককে যে দেশে প্রেরণ করা হয় সে দেশের সরকার কর্তৃক তাকে অগ্রহনযোগ্য হিসেবে বিবেচনা করা হলে সে অবাঞ্ছিত ব্যাক্তি।

৭৪। ডেটন চুক্তি কেন হয়েছিলো? [২১, ২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বসনিয়া সংকট নিরসনের জন্য।

৭৫। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্টরাল কলেজে কতজন নির্বাচক থাকেন? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৫৩৮।

৭৬। বাংলাদেশ ও ভারতের মধ্যে কতসালে গঙ্গার পানি বণ্টন চুক্তি হয়? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১২ ডিসেম্বর ১৯৯৬ সালে।

৭৭। SAIC কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ SAARC Agricultural Information Centre. এটি ঢাকার ফার্মগেটে অবস্থিত।

৭৮। বাংলাদেশ কত সালে সিটিবিটি চুক্তি স্বাক্ষর করে? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ২৪ অক্টবর ১৯৯৬ সালে।

৭৯। UNHCR কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ United Nations High Commissioner for Refugees. এর সদর জেনেভায়।

৮০। আল-কুদ্স কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ও. আই. সি. গঠনের সময়ের একটি কমিটি।

৮১। আল আকসা ইন্তিফাদা কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইহুদি রাষ্ট্র ইসরাইলের অধিকার হতে আল আকসা মসজিদ মুক্ত করার গণআন্দোলন।

৮২। ওয়ার্ল্ড ব্যাংক এর সদর দফতর কোথায়? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ওয়াসিংটন ডিসিতে।

৮৩। CFC কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Chloro Fluro Carbon. এটি ওজোন স্থরের ফাটলের জন্য সবচেয়ে বেশি দায়ী।

৮৪। সুয়েজ খাল কোন কোন জলরাশিকে যুক্ত করেছে? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ভূমধ্যসাগর ও লোহিত সাগর।

৮৫। কোন শহরের নাম বিগ অ্যাপেল? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নিউইয়র্ক শহরের নাম বিগ অ্যাপেল।

৮৬। কোন রেখা উত্তর ও দক্ষিণ কোরিয়াকে দ্বি-খণ্ডিত করেছে? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৩৮ তম অক্ষ রেখা।

৮৭। Fifth Republic কী? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ফ্রান্সের একটি রাজনৈতিক ব্যবস্থা।

৮৮। ভেনিজুয়েলা প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ দক্ষিণ আমেরিকায়।

৮৯। গোবি মরুভূমি কোথায় অবস্থিত? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ এশিয়ার মঙ্গোলিয়ায়।

৯০। কোন সংস্থার পরিবর্তে WTO প্রতিষ্ঠিত হয়েছে? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ GATT

৯১। ‘বিশ্বগ্রাম’ ধারণার প্রবক্তা কে? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মার্শাল ম্যাকলুহান।

৯২। গণচীন কখন ম্যাকাও এর উপর সার্বভৌমত্ব ফিরে পায়? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর।

৯৩। জাতিসংঘের সনদ কেথায় স্বাক্ষরিত হয়? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৪৫ সালের ২৬ সে জুন সানফ্রান্সিকোতে ৫০ টি দেশ কর্তৃক স্বাক্ষরিত হয়।
পড়ার শেষে ডান লিখে উৎসাহিত করবেন আর পরবর্তী আপডেট ধারাবাহিক ভাবে পাওয়ার জন্য রিকোয়েস্ট বা ফলো করো।

collected

#বিসিএস #প্রশ্নউত্তর #সাধারণজ্ঞান #জ্ঞান #জানবোশিখবো #জানবো_শিখবো #সাধারণ_জ্ঞান

04/09/2023

অভিশাপ
- কাজী নজরুল ইসলাম---(দোলনচাঁপা কাব্যগ্রন্থ)

যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে-
বুঝবে সেদিন বুঝবে!
ছবি আমার বুকে বেঁধে
পাগল হ’লে কেঁদে কেঁদে
ফিরবে মর” কানন গিরি,
সাগর আকাশ বাতাস চিরি’
যেদিন আমায় খুঁজবে-
বুঝবে সেদিন বুঝবে!

স্বপন ভেঙে নিশুত্‌ রাতে জাগবে হঠাৎ চমকে,
কাহার যেন চেনা-ছোঁওয়ায় উঠবে ও-বুকে ছমকে,-
জাগবে হঠাৎ চমকে!
ভাববে বুঝি আমিই এসে
ব’সনু বুকের কোলটি ঘেঁষে,
ধরতে গিয়ে দেখবে যখন
শূন্য শয্যা! মিথ্যা স্বপন!
বেদ্‌নাতে চোখ বুঁজবে-
বুঝবে সেদিন বুজবে।
গাইতে ব’সে কন্ঠ ছিঁড়ে আস্‌বে যখন কান্না,
ব’লবে সবাই-“ সেই য পথিক তার শেখানো গান না?’’
আস্‌বে ভেঙে কান্না!
প’ড়বে মনে আমার সোহাগ,
কন্ঠে তোমার কাঁদবে বেহাগ!
প’ড়বে মনে অনেক ফাঁকি
অশ্র”-হারা কঠিন আঁখি
ঘন ঘন মুছবে-
বুঝ্‌বে সেদিন বুঝবে!

আবার যেদিন শিউলি ফুটে ভ’রবে তোমার অঙ্গন,
তুলতে সে ফুল গাঁথতে মালা কাঁপবে তোমার কঙ্কণ-
কাঁদবে কুটীর-অঙ্গন!
শিউলি ঢাকা মোর সমাধি
প’ড়বে মনে, উঠবে কাঁদি’!
বুকের মালা ক’রবে জ্বালা
চোখের জলে সেদিন বালা
মুখের হাসি ঘুচবে-
বুঝবে সেদিন বুঝবে!
আসবে আবার আশিন-হাওয়া, শিশির-ছেঁচা রাত্রি,
থাকবে সবাই – থাকবে না এই মরণ-পথের যাত্রী!
আসবে শিশির-রাত্রি!
থাকবে পাশে বন্ধু স্বজন,
থাকবে রাতে বাহুর বাঁধন,
বঁধুর বুকের পরশনে
আমার পরশ আনবে মনে-
বিষিয়ে ও-বুক উঠবে-
বুঝবে সেদিন বুঝবে!

আসবে আবার শীতের রাতি, আসবে না ক আ সে-
তোমার সুখে প’ড়ত বাধা থাকলে যে-জন পার্শ্বে,
আসবে না ক’ আর সে!
প’ড়বে মনে, মোর বাহুতে
মাথা থুয়ে যে-দিন শুতে,
মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায়!
সেই স্মৃতি তো ঐ বিছানায়
কাঁটা হ’য়ে ফুটবে-
বুঝবে সেদিন বুঝবে!

আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরী রঙ্গে,
সেই তরীতে হয়ত কেহ থাকবে তোমার সঙ্গে-
দুলবে তরী রঙ্গে,
প’ড়বে মনে সে কোন্‌ রাতে
এক তরীতে ছিলেম সাথে,
এমনি গাঙ ছিল জোয়ার,
নদীর দু’ধার এমনি আঁধার
তেম্‌নি তরী ছুটবে-
বুঝবে সেদিন বুঝবে!
তোমার সখার আসবে যেদিন এমনি কারা-বন্ধ,
আমার মতন কেঁদে কেঁদে হয়ত হবে অন্ধ-
সখার কারা-বন্ধ!
বন্ধু তোমার হান্‌বে হেলা
ভাঙবে তোমার সুখের মেলা;
দীর্ঘ বেলা কাটবে না আর,
বইতে প্রাণের শান- এ ভার
মরণ-সনে বুঝ্‌বে-
বুঝবে সেদিন বুঝ্‌বে!

ফুট্‌বে আবার দোলন চাঁপা চৈতী-রাতের চাঁদনী,
আকাশ-ছাওয়া তারায় তারায় বাজবে আমার কাঁদ্‌নী-
চৈতী-রাতের চাঁদ্‌নী।
ঋতুর পরে ফির্‌বে ঋতু,
সেদিন-হে মোর সোহাগ-ভীতু!
চাইবে কেঁদে নীল নভো গা’য়,
আমার মতন চোখ ভ’রে চায়
যে-তারা তা’য় খুঁজবে-
বুঝ্‌বে সেদিন বুঝ্‌বে!

আস্‌বে ঝড়, নাচবে তুফান, টুটবে সকল বন্ধন,
কাঁপবে কুটীর সেদিন ত্রাসে, জাগবে বুকে ক্রন্দন-
টুটবে যবে বন্ধন!
পড়বে মনে, নেই সে সাথে
বাঁধবে বুকে দুঃখ-রাতে-
আপনি গালে যাচবে চুমা,
চাইবে আদর, মাগ্‌বে ছোঁওয়া,
আপনি যেচে চুমবে-
বুঝবে সেদিন বুঝবে।
আমার বুকের যে কাঁটা-ঘা তোমায় ব্যথা হান্‌ত,
সেই আঘাতই যাচবে আবার হয়ত হ’য়ে শ্রান–
আসবে তখন পান’।
হয়ত তখন আমার কোলে
সোহাগ-লোভে প’ড়বে ঢ’লে,
আপনি সেদিন সেধে কেঁদে
চাপ্‌বে বুকে বাহু বেঁধে,
চরণ চুমে পূজবে-
বুঝবে সেদিন বুঝবে!

Photos from Anower Hossain Shanto's post 04/09/2023

😀😀😀

03/09/2023

পুলিশ ছাড়া আওয়ামী লীগ " হিজড়া - হিজড়া "

Awami League transgender without police.

#বিএনপি #বাংলাদেশ #আওয়ামীলীগ #ছাত্রলীগ #বাংলাদেশেররাজনীতি #পুলিশ #রাজনীতি

02/09/2023

ডালপালায় রবীন্দ্রনাথ 🍀

01/09/2023

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৫-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তথ্যচিত্র গৌরব ও আত্মত্যাগের ৪৫ বছর।

#প্রতিষ্ঠাবার্ষিকী #বিএনপি #বাংলাদেশ #বাংলাদেশেররাজনীতি #রাজনীতি #সংগ্রাম #গৌরভ

29/08/2023

সংগ্রামী অভিনন্দন নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতৃবৃন্দদের।

Photos from Anower Hossain Shanto's post 29/08/2023

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সেচ্ছাসেবকদলের নবনির্বাচিত কমিটির সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।

29/08/2023

শিবা শানু--বাংলা চলচিত্রের খলনায়ক।
বাংলা চলচিত্রের খলনায়ক হলেও গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের লড়াই সংগ্রামে অংশগ্রহণ করায় তিনি এখন জনতার চোখে নায়ক!!

আর অন্য দিকে বাংলা চলচিত্রের নায়ক ফেরদৌস,রিয়াজরা বাকশাল সরকারের পক্ষে অবস্থান নেওয়ায় তারা এখন জনতার চোখে খলনায়ক।দেশের মানুষ তাদেরকে এখন প্রতিনিয়ত গালি দিচ্ছে!!

খলনায়ক শিবা শানু জনতার কাছে নায়ক হওয়ার প্রমাণ-বিএনপির কালো পতাকা মিছিলে শিবা শানু অংশ গ্রহন করেছিলেন।শিবা শানুর একটি ভিড়িও ঘন্টায় দুই কুটি ভিউ হয়েছে।লাখো কমেন্ট পড়েছে, সেখানে সবাই শিবা শানুর জন্য শুভ কামনা জানাচ্ছেন।

অন্য দিকে রিয়াজ আর ফেরদৌস গিয়ে বাকশাল সরকারের পক্ষে কথা বলা সেই ভিডিওটি আজো ট্রল হচ্ছে!!

Want your public figure to be the top-listed Public Figure in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

বিজয় সন্নিকটে, বিজয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ।প্রিয় দেশবাসী, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই। স্বাধীনতা ঘোষকের একজন সৈনিক বা...
২৬শে আগস্ট ১৯৮০ জাতিসংঘে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 'এর ঐতিহাসিক ভাষণ। #জিয়া #বিএনপি #বাংলাদেশরাজনীতি #রাজনীতি #TakeB...
২৬শে আগস্ট ১৯৮০ জাতিসংঘে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 'এর ঐতিহাসিক ভাষণ। #জিয়া #বিএনপি #বাংলাদেশ
অন্যের দোষ না খুঁজে নিজের দোষ খুঁজুন
আমি আওয়ামী লীগ দলের মত মিথ্যা আশ্বাস দিতে পারি না, আমরা যা পারবো সেটাই বলবো -দেশনেত্রী বেগম খালেদা জিয়া।২৮ মে ২০১১ ভয়েস ...
ভয়ে আছেন আওয়ামী লীগের নেতারা😄#বিএনপি #BNP #viralreels  #বাংলাদেশ #আওয়ামীলীগ #ছাত্রলীগ #বাংলাদেশেররাজনীতি  #Bangladesh #প...
পুলিশ ছাড়া আওয়ামী লীগ " হিজড়া - হিজড়া " Awami League transgender without police.#বিএনপি #BNP #viralreels  #বাংলাদেশ #...
সাহস থাকলে পুলিশ প্রশাসন বাদে মাঠে আসো👍 #বিএনপি #BNP #বাংলাদেশ #viralreels  #বাংলাদেশ #Bangladesh #fbreelsvideo #fbviral...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৫-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তথ্যচিত্র গৌরব ও আত্মত্যাগের ৪৫ বছর।#প্রতিষ্ঠাবার্ষিকী...
আসেন খেলা দেখি, শামিম ওসমান বনাম আইভী 🤣
#Politics
"ওসি প্রদীপের নিয়মবহির্ভূত তথ্য সংগ্রহ করায় খুন হন মেজর সিনহা"#EXCLUSIVE | #Sinha#SKSinha

Category

Telephone

Address

Dhaka