Kabaddi Lover Bangladesh
Nearby gyms & sports facilities
Wari
Rankin Street
Box Culvert Road
Wari
Kabaddi lover Bangladesh
Today's Final.
Fixture.
4th Bangabandhu Cup.
চতুর্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক টুর্নামেন্ট উপলক্ষে সাংবাদিক সম্মেলন।
Here's the 14 members squad of Team Kenya 🇰🇪 for the
Team is having 5 Players who have experience of PKL 🔥 that could be the advantage for the side
Follow for more updates
SRI LANKA 🇱🇰SQAUD 4 BQGABANDHU CUP 2024 BANGLADESH 🇧🇩
Experience player MIlinda chathuranga lead team
চতুর্থ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট
Get Ready to Watching
🫡
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা 2024
কাবাডি খেলার ইতিহাস
লেখক: জনাব আব্দুল হক
কাবাডি এশিয়া মহাদেশের গ্রীষ্মমন্ডলীয় দেশসমূহের একটি জনপ্রিয় খেলা। বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এটি একটি প্রাচীন খেলা। এই উপমহাদেশে অঞ্চলভিত্তিক বিভিন্ন নামে খেলাটি অনুষ্ঠিত হয়।যেহেতু আঞ্চলিক খেলা তাই ধারাবাহিক কোন নিয়ম কানুন ছিল না। গ্রামাঞ্চলে এই হা ডু ডু খেলাই ছিল বিনোদনের একমাত্র উৎস। হা ডু ডু খেলার বিজয়ী দলকে পুরষ্কার স্বরুপ ষাঁড়, খাসি, পিতলের কলসি কিংবা সোনা রুপার মেডেল উপহার দেওয়া হতো। বাংলাদেশে ঐতিহ্যবাহী হা ডু ডু খেলার পোশাকি নাম কাবাডি।
এই খেলা ভারত ও পাকিস্তানে কাবাডি।
বাংলাদেশে হা ডু ডু।
নেপালে ডু ডু।
শ্রীলংকায় গুডু গুডু।
থাইল্যান্ডে থিকাব
মালয়েশিয়ায় ছি গুডু গুডু নামে প্রচলিত ছিল।
একই নিয়মে খেলাটি প্রচলনের লক্ষ্যে ১৯৫০ সালে ভারতে জাতীয় কাবাডি ফেডারেশন গঠিত হয়। ১৯৫৩ সালে এই ফেডারেশন কাবাডি খেলার নিয়মকানুন প্রণয়ন করেন। সেই নিয়ম অনুসারে ১৯৫৩ সাল থেকে ভারতে জাতীয় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে। কয়েক বছর পর বিচার বিশ্লেষণ করে ১৯৬০ সালে কিছু নিয়মকানুন সংশোধন ও সংযোজন করা হয়।
স্বাধীনতা লাভের পর বাংলাদেশের খেলাধুলার গতি
সঞ্চারের লক্ষ্যে বিভিন্ন ফেডারেশন পুর্নগঠন করা হয়। ১৯৭৩ সাল পশ্চিম বাংলার আসানসোল ভারতের জাতীয় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতা পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ থেকে
জনাব কাজী আনিসুর রহমান ও জনাব এম. এ. হামজা আসানসোলে যান। আসানসোল থেকে ফিরে এসে বাংলাদেশ ভারত প্রচলিত কাবাডি খেলার নিয়ম অনুসরণ করা হয়। ১৯৭৩ সাল থেকে বাংলাদেশে জাতীয় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে কাবাডিকে বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে ঘোষণা করেন।
১৯৭৪ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম কাবাডি টেষ্ট বাংলাদেশে অনুষ্ঠিত হয়। ভারতীয় কাবাডি দল ৫ টি টেস্টে ভারতীয় দল পরাজিত করে বাংলাদেশ কে। ফিরতি টেস্ট খেলার জন্য বাংলাদেশ কাবাডি দল ১৯৭৯ সালে ভারতে যায়।
১৯৭৮ সালে ভারতের লৌহ নগরী নামে খ্যাত মধ্য প্রদেশের ভিলাই স্টিল মিলের গেষ্ট হাউজে অনুষ্ঠিত বৈঠকে ভারত, বাংলাদেশ ও নেপালের প্রতিনিধিবৃন্দ যোগদান করেন।
বাংলাদেশ থেকে কাবাডি ফেডারেশনের সভাপতি জনাব আবুল হাসানাত, সাধারণ সম্পাদক এম. এ হামজা ও কোষাধ্যক্ষ আবু মুহাম্মদ।
ভারতের এস. এন সালভি, কোষাধ্যক্ষ এ.কে. সাহা।
নেপালের মিঃ রাম ভট্টরাই বীরেন্দ্র বিক্রম শাহদেব অংশগ্রহণ করেন।
ঐ বৈঠকেই এশিয়ান কাবাডি ফেডারেশন গঠিত হয়। এরই সুত্র ধরে ১৯৮০ সালে ১ম এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশীপ কলকাতায় অনুষ্ঠিত হয়।
এই প্রতিযোগিতায় ভারত বাংলাদেশ ও নেপালের জাতীয় কাবাডি দল অংশগ্রহন করে।
ভারত চ্যাম্পিয়ন বাংলাদেশ রানার্স আপ হয়।
বাংলাদেশের খেলাধুলা উন্নয়নের লক্ষ্যে ১৯৭৩ সালে ভারত সরকারের সাথে বাংলাদেশ সরকারের চুক্তি স্বাক্ষরিত হয়।
ঐ চুক্তির আওতায় বাংলাদেশ থেকে ১৯৮০ সালে কাবাডির উপর প্রশিক্ষণের জন্য বাংলাদেশ সরকার জনাব আব্দুল হককে ভারতের ব্যাঙ্গালোর এনআইএস (ন্যাশনাল ইনস্টিটিউট অব স্পোর্টস) প্রেরণ করেন।
উনি এক বছর প্রশিক্ষণ শেষ করে ফিরে এসে কাবাডি খেলার কলাকৌশল ও নিয়ম কানুনের আমূল পরিবর্তন করেন। মূলত তখন থেকেই বর্তমান নিয়মে কাবাডি খেলা প্রচলিত হয়। এই ধারাবাহিকতায় পরবর্তীতে সর্বজনাব সুবিমল চন্দ্র দাস
হামিদুর রহমান আব্দুল হাকিম মিয়া ও আব্দুল জলিল কাবাডির উপর ভারতের এনআইএস থেকে প্রশিক্ষণ গ্রহন করেন।
এবং বাংলাদেশে কাবাডি খেলার প্রসার ও উন্নয়নে অবদান রেখে চলেছেন।
১৯৮০ সালে কলকাতায় অনুষ্ঠিত এশিয়ান কাবাডি ফেডারেশনের বৈঠকে বাংলাদেশের আবুল হাসনাত সাহেবের প্রচেষ্ঠায় "অসফল দম " নিয়ম চালু হয়।
তিন বছর পর ১৯৮৩ সালে এই নিয়ম বাতিল করা হয়। কাবাডি খেলার আকর্ষণ বাড়ানোর জন্য ২০১৬ সালে অনুষ্ঠিত হয় বিশ্বকাপ কাবাডি।ঐ সময় উক্ত নিয়ম সংশোধন করে ডু অর ডাই রেইড নাম দিয়ে পুনরায় চালু করেছে।
সিটিং ব্লক তুলে দিয়ে অন্য দলের মরা খেলোয়াড়গণ অফিসিয়ালদের সাথে বসার নিয়ম চালু করেছে।
বাংলাদেশ ও ভারতের প্রচেষ্টায় ১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ গেমসে কাবাডি খেলা নিয়মিত ইভেন্ট হিসাবে অন্তর্ভুক্ত হয়। তখন থেকে কাবাডি খেলা আন্তর্জাতিক অঙ্গনে পা রাখে। ভারতের কাবাডি ফেডারেশনের সভাপতি মিষ্টার জনার্দ্বন সিং গ্যালট ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের তৎকালীন মহাসচিব ক্যাপ্টেন সিদ্দিক আহম্মেদ (বি. এন)এর অক্লান্ত প্রচেষ্টায় কাবাডি খেলা ১৯৯০ সালে বেজিং এ অনুষ্ঠিত এশিয়ান গেমসে অন্তর্ভুক্ত হয়। তখন থেকে আমাদের এই খেলা আন্তর্জাতিক মর্যাদায় উন্নীত হয়। এর পর থেকে কাবাডি খেলা নিয়মিত ইভেন্ট হিসাবে এশিয়ান গেমসে অনুষ্ঠিত হয়ে আসছে।
এ ছাড়া প্রোকাবাডি বিশ্বকাপ কাবাডি, এশিয়ান বিচ কাবাডি ইনডোর কাবাডি প্রতিযোগিতা সমূহ অনুষ্ঠিত হচ্ছে।
বর্তমান ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল,ভুটান, জাপান, থাইল্যান্ড, ইরান,মালয়েশিয়া ও কোরিয়া কাবাডি খেলা জনপ্রিয় হয়ে উঠেছে।
এসব দেশের ফেডারেশনগুলো কাবাডি খেলার উন্নতি ও প্রসারের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
জার্মানি, আফ্রিকা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ওয়েষ্ট ইন্ডিস,কানাডা, আফগানিস্তানে কাবাডি খেলা শুরু হয়েছে। এশিয়ান অলিম্পিক কাউন্সিল এই খেলাটিকে নিয়মিত ইভেন্ট হিসেবে অনুমোদন দিয়েছে। আমরা আশা করবো এই খেলাটি অচিরেই কমনওয়েলথ গেমস ও অলিম্পিকে অন্তর্ভুক্ত হবে।খেলাটি অচিরেই কমনওয়েলথ গেমস ও অলিম্পিকে অন্তর্ভুক্ত হবে।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,না ফেরার দেশে চলে গেল বাংলাদেশ জাতীয় দল ও বিজিবির কাবাডি খেলোয়ার মোঃ জাকির হোসেন Kabaddi Zakir Hossan । মহান রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমিন
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,না ফেরার দেশে চলে গেল বাংলাদেশ জাতীয় দল ও বিজিবির কাবাডি খেলোয়ার মোঃ জাকির হোসেন। মহান রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমিন
আলহামদুলিল্লাহ
Bogura Kabaddi Academy Vs Uttar Banggo Kabaddi Club| Match Highlights|High Voltage Match 2023|| Bogura Kabaddi Academy Vs Uttar Banggo Kabaddi Club| Match Highlights|High Voltage Match| 2nd Division Kabaddi League 2023. ...
First Bangladeshi Player to sold in PKL Season 10 Auction goes to Bengaluru bulls
Kabaddi360
Kabaddi Bangladesh
Bangladesh Kabaddi Woman's Squad.
Bangladesh Kabaddi Men's Squad.
এশিয়ান গেমস ট্রেনিং সিডিউল।
Total 8 Players From Neighbouring Country Bangladesh will be part of PKL Player Auction of Season 10
14 .09. 2023.
MATCH
আজকের খেলা।
Bangladesh Kabaddi Federation
www.bangladeshkabaddi.com
Official page of Bangladesh Kabaddi Federation
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Address
Dhaka
1100
BFF House, Holding No. 14/B Toyenbee Circular Road, Motijheel C/A
Dhaka, 1000
Welcome to the Official page of Bangladesh Football Federation
Adabor
Dhaka, 1207
we're supply all type of join tape for sports filed and landscaping installation
Tejgaon, Bijoyshoroni, Eleanbari
Dhaka, 1215
What's up Everyone. This page only Live football and Cricket match.
Dhaka
কিছুই চাই না, শুধু এই পেইজে লাইক করে পাশে থাকুন,আর বেশি বেশি (Seaport) করুন �