Communication Hub
SOL-BD is a local Internet Service Provider based in Golapgonj & Dhakadokshin. We provide high-speed
জরুরী নিয়োগ,জরুরী নিয়োগ,জরুরী নিয়োগ
===============================
ইন্টারনেট সেবাদান প্রতিষ্ঠানে চাকুরী করতে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন।
জরুরী ভিত্তিতে SOL-BD POP গোলাপগঞ্জ প্রতিষ্ঠানের জন্য অভিজ্ঞ এবং নতুন টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে!
#কাজের ধরনঃ
• সাপোর্ট টিম এর সাথে কাজ করা।
• এছাড়া প্রয়োজন অনুসারে অফিস কতৃক প্রদত্ত অন্যান্য কাজ করা,
•মাঠ পর্যায়ে নেটওয়ার্ক কেবল / ফাইবার এর সকল ধরনের কাজ করতে হবে।
•বেতন ও অন্যান্য সুবিধা যোগ্যতা অনুযায়ী আলোচনা সাপেক্ষে নির্ধারিত করা হবে।
•কাজের এরিয়া-গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ,ভাদেশর,চৌধুরী বাজার !!
যোগ্যতাঃ
•৮ম শ্রেনী পাশ
• কঠোর পরিশ্রমী।
• কাস্টমারদের সাথে যোগাযোগ দক্ষতা।
• কাস্টমারদের সার্বক্ষণিক সেবা দেওয়ার মানুষিকতা।
যোগাযোগঃ
:
Golapgonj Office: Siddik Brothers
01754218188,01324442762
01324442761
বন্যার অবস্থা ভয়াবহ, বিদ্যুৎ নেই, যেকোন সময় সার্ভিস বন্ধ করে দেওয়া হবে।
এক দেশ এক রেট
সম্প্রতি সরকার কর্তৃক দেশের ইন্টারনেটের মূল্য বিষয়ে "একদেশ এক রেট" বিষয়টি বেশ আলোচনায় এসেছে।
যেমন . বিটিআরসি ৫ mbps শেয়ার্ড একটি ইন্টারনেট সংযোগ সর্বোচ্চ ৫০০ টাকা মূল্য বেঁধে দিয়েছে। বিষয়টা নিয়ে গ্রাহক পর্যায়ে বেশ কিছু ভুল বোঝাবুঝি তৈরী হয়েছে। একটি জাতীয় দৈনিকে অনিচ্ছাকৃত ভুলও এর জন্য অনেকটা দায়ী। তাই এ প্রসঙ্গে কিছু বিষয় তুলে ধরতে চাচ্ছি।
প্রথমত
পুরো বিশ্বে গ্রাহক পর্যায়ে এখনো ইন্টারনেট স্পীড বা ব্যন্ডউইথ বিক্রি হয় mbps ( mega bit per second). এই mbps লিখতে গিয়ে যদি আমরা ইচ্ছাকৃত বা ভুলক্রমে MBps লিখি, তখন সেটা হয়ে যায় (mega byte per second. সামান্য একটা ভুল হয়তো, যা একদেশ এক রেট নিয়ে সংবাদ পরিবেশন করতে গিয়ে একটি জাতীয় দৈনিক করেছিল। কিন্তু তফাতটা ৮ গুন! কারন
1 byte = 8 bit.
অর্থাৎ 5 MBps প্রায় 40 mbps এর সমান।
আসলে 5 mbps মানে 625 KBps
ডিজিটাল সিস্টেমে ইংরেজি ক্যাপিটাল অক্ষরে MB বা KB বলতে মেগা বাইট বা কিলোবাইট বোঝানো হয় এবং mb বা kb বলতে মেগা বিট এবং কিলোবিট বোঝানো হয়। সুতরাং 5mbps স্পীডের একটি সংযোগে যদি আপনি 625 KBps স্পীড পান যা আপনার ডাউনলোড ম্যানেজার দেখায়, বুঝতে হবে আপনি ফুল স্পীড পাচ্ছেন।
দ্বিতীয়ত
এই ৫mbps সংযোগ কিন্তু ডেডিকেটেড নয়, যে দিনরাত সবসমসয় আপনি একই স্পীড পাবেন। এটি শেয়ারড কানেশন। যার অর্থ আইএসপির কাছে পর্যাপ্ত ব্যান্ডউইথ থাকলে কিংবা যখন কম সংখ্যক গ্রাহক অনলাইন থাকবে তখন আপনি সর্বোচ্চ ৫ mbps স্পীড পাবেন, তার বেশী নয়। অপরদিকে যখন অধিকাংশ গ্রাহক অনলাইন থাকবে, যাকে আমরা পিকটাইম বলি যেমন সন্ধ্যা থেকে মাঝরাত, তখন স্পীড অনেক কম থাকা স্বাভাবিক।
পিকটাইমে তাহলে সর্বনিম্ন কত স্পীড থাকতে পারবে?
বলা হয়েছে ৫ mbps সংযোগের শেয়ার রেশিও ১ঃ৮। এই শেয়ার রেশিও যা নেটওয়ার্কিং এর ভাষায় concentration ratio বলা হয় সহজ কথায় তার মানে হলো, একই সময়ে কোন নির্দিষ্ট পরিমান ব্যান্ডউইথ (যা আমরা স্পীড হিসেবে জানি) এক বা একাধিক গ্রাহকের সঙ্গে শেয়ার করা। ফলে ১ঃ৮ শেয়ার রেশিও মানে হলো ১ mbps স্পীড সর্বোচ্চ ৮ জনের সঙ্গে শেয়ার করা যাবে। অর্থাৎ ৫mbps ব্যন্ডউইথ যদি ৮ জনের সঙ্গে শেয়ার করা বা ভাগাভাগি করা হয়, তাহলে সর্বনিম্ন স্পীড হবে ৬৪০ kbps(KBps নয় কিন্ত!) অর্থাৎ প্রায় ½ mbps। সুতরাং সরকারী নির্দেশনা অনুযায়ী দিনের কোন সময় ৫ mbps এবং বাকি সময় ½ mbps স্পীড থাকলেই আপনার আইএসপি আপনাকে ঠকাচ্ছে না এবং আপনার স্পীড সংক্রান্ত অভিযোগ বিটিআরসি গ্রহণ করবে না।
https://bangla.bdnews24.com/tech/article1851886.bdnews
৩০ জানুয়ারি রাতে ইন্টারনেটের গতি হবে ধীর আগামী ৩০ জানুয়ারি রাতে বাংলাদেশে ইন্টারনেটের গতি কমতে পারে; কারণ তখন দ্বিতীয় সাবমেরিন কেবল লাইন রক্ষণাবেক্ষণ চল....
সল বিডি এখন গোলাপগঞ্জ, ঢাকাদক্ষিন এলাকাতে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Dhakadakshin
3100
9C, Fayenaz Appartment, 37/2, Purana Paltan, Dhaka
Dhakadakshin, 1000
Dhakadakshin, Golapgonj, Sylhet
Dhakadakshin
আমরা নাম মাত্র টাকায় বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইন করি।
Dhakadakshin College Road, Mostab Mansion
Dhakadakshin
We sell Mobile Phones, Servicing and Repairs. Top Ups also available
Dhakadakshin. Sylhet
Dhakadakshin, 3161
Computer Sales & Service Point