Orthe's Poem
I love poem � and I shared my fellings and this things that I very much liked �
এর জন্যই এখন আর পাওয়া না পাওয়া নিয়ে আক্ষেপ করি না। শুধু একটা দোয়াই করি, আল্লাহ যাতে এমন কাউকে পছন্দ করিয়ে না দেন যাকে আমি কখনো পাবো না❤️
এ দেশে ব্যাংক থেকে ৪কোটি টাকার চো*রের বিচার হয় না😑
কিন্তু খুধার জা*লায় ৪টাকার রুটি চো*রের বিচার হয়🙂
Collected
-তুমি ভরা পেটে চকলেট না খেয়ে 🙂
-ক্ষু*ধার্ত মানুষের পেটে একটু ভাত দাও!❤
গরীবের পেটে লা*থি দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। আপনার কাছে হয়তো ২০০-৩০০ টাকার খাবার হতে পারে, কিন্তু সে এগুলো বি*ক্রয় করেয় তার পরিবার চালান। ক্ষ*মতা পেয়েছেন তার সঠিক ব্যবহার করতে শিখুন। 🙏
মনে রাখবেন- "ক্ষ*মতা চির*কাল থাকে না"✊
তাজমহল রোড
হাইস্কুলের ছেলে-মেয়েদের আখড়া বললেই চলে। ক্লাস এইট থেকে এস.এস.সি পযর্ন্ত MPHSS, DRMC, HOLY CROSS, VNC, S.T JOSEPH, মোহাম্মদপুর, গার্লস - বয়েস কিংবা কিশলয় থেকে আসা রঙিন সপ্ন দেখা এক ঝাঁক কিশোর - কিশোরী সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত তাজমহল রোড, নুরজাহান রোড কিংবা সলিমুল্লাহ রোডের অলিগলি মাতিয়ে রাখে। কলেজ, কোচিং, আড্ডা, ট্রীট, প্রেম, পলিটিক্স, মারামারি সবই যেন তাজমহল রোড কেন্দ্রিক। কেওবা মিঠু স্যার, মুস্তাফিজ স্যার, সাবেরা মিস, প্রদীপ স্যার, শামীম স্যার , আনোয়ার স্যার সোহরাওয়াদী স্যার, sks, শিক্ষাসোপান, উদ্ভাস কিংবা বিভিন্ন কোচিং সেন্টারে নিজেদের ক্যারিয়ারের ভিত গড়তে ব্যস্ত। কেওবা ব্যস্ত তাজমহল রোডের অলিতে গলিতে প্রিয়তমার হাত ধরে সপ্ন গোছাতে । আবার কেও বা ব্যস্ত BFC তে বন্ধুত্বের দাবি মেটাতে । ক্লাস এইট টু টুয়েলভ । ৫ বছর। সময় টা খুব একটা বেশি না । তবে সারা জীবন মনে রাখার মত কিছু স্মৃতি তৈরি করতে যথেষ্ট । আর তাইত ARABIAN NIGHT, FUN MUNCH, HAMZA, আড্ডা খানা, সাকুরা, cupers, AMERICAN BURGER, SHWARMA PALACE, কিশলয় স্কুলের সামনে পানিপুরি, মিঠু স্যারের গলি, মুস্তাফিজ স্যারের কোচিং, অথবা DRMC গেইট খুব যত্ন করে মস্তিষ্কে আলাদা স্থান করে নেয় । ইন্টার লাইফ পেরিয়েও জীবনের জটিলতায় ডুবে যাওয়ার পরেও এ জায়গাগুলোতে হুট করে আসলে স্মৃতি গুলো নস্টালজিয়া করে দেয়। দেখতে দেখতে কত বড় হয়ে গেছি। এখন আর কোচিং করতে তাজমহল রোড বা সলিমুল্লাহ রোড ঘুরা হয় না। কিন্তু কিছু কিছু বন্ধন নাকি কখনই ছিন্ন হওয়ার মত না। হয়ত শত ব্যস্ততার মাঝেও একদিন সবাই মিলে স্মৃতি রোমন্থন করতে আসব। আর সেদিন মান্না দের গাওয়া গানের লাইন মনে পড়বে " কত জন এলো গেল, কত জন আসবে কফি হাউজ টাই শুধু থেকে যায় "
লেখা:মেহনাজ আফরিন
এই দৃশ্যের কোনো বর্ননা নেই, শুধু একটাই শব্দ ''মধ্যবিত্ত'' 🙂
আমাকে কেউ ভালবাসে না ।
এই কথাটা একদম মিথ্যা কথা ।আমাকে সবাই ভালবাসতে চায় । আমার জীবনে কেউনা কেউ আসতে চায় । কিন্তু আমি একজনকে প্রচন্ড ভালবাসি তাই কাউকে আমার জীবনে আসতে দেইনা । কিন্তু সে মানুষটা আমাকে বুঝেও বোঝে না ।
অথবা , আমাকে এমন ভাবে ভেঁঙ্গচূড়ে গুড়িয়ে দেওয়া হইছে ভালবাসার অভিনয় করে ,যে আমার জীবনে আমি কাউকেই আসতে দেই না ।
প্রতিটা একা থাকা মানুষের গল্প গুলো ঠিক এমন করেই শুরু হয় ।
অথচ ভিতরে লুকানো থাকে কাউকে গভীর ভাবে ভালবাসার কথামালা ।
~মাসুমা ইসলাম নদী ।
ছবিঃ সংগ্রহিত ।
Type @ প্রথম ব্যক্তি আপনাকে মনে মনে ভালো বাসে কিন্তু বলে না😁
তবুও কিছু মানুষ রূপের অহংকার করবে🙂
ছবি: সংগৃহীত
just halka fun😁
পুরুষ মানুষ বোধহয় এমনই হয় ❤️
Voice : Abida Tahsin Orthe ( Orthe's Poem)
লেখা: তিসান তাসরিন
New video
coming soon in my page❤️
Orthe's Poem
আমি কখনোই কারো প্রেমিকা হতে পারিনি
Voice : Abida Tahsin Orthe ( Orthe's Poem)
লেখা: তিসান তাসরিন
একটা ছেলো তখনই কাঁদে
যখন একটা মেয়েকে সে সত্যিকারের ভালোবাসে❤️
- জফুরুল ইসলান সুকান
ছবি: সংগৃহীত
যে মেয়ে নিজের ফ্যামিলি প্রবলেম দেখার পরেও এখনো টিকে আছে তাকে ধৈর্য শেখাতে এসো না🙂
মানুষ কল্পনাতে বেশি খুশি💫🌼
একটা সময় পর, কাউকেই আর মনের কথা বলতে ইচ্ছে করে না🙂
কাউকে মনে পড়ছে?ফোন করো।কাউকে দেখতে ইচ্ছে ইচ্ছে হচ্ছে জানাও। আগামী পাঁচ মিনিট বেঁচে থাকবে কিনা জানো না।অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই।
- হুমায়ুন আহমেদ🖤।
হুমায়ুন আহমেদের কোন চরিত্রটি বেশি প্রিয়?🖤
Just feel
পুর্ণেন্দু পৈত্রী'র লেখা কবিতা "কথোপকথন ১১"🖤
কণ্ঠে : আবিদা তাহসিন অর্থী & জহির ইসলাম
স্মরণে রবীন্দ্রনাথ 🖤
কণ্ঠে : অর্থী
Click here to claim your Sponsored Listing.