Md. Akbor Ali
বঙ্গবন্ধু জাতীয় পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকবর আলী। 🙋♂️
দেশব্যাপী বিএনপি জামাতের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে
শান্তি সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখার
নেতৃবৃন্দ।
আজ সকাল ১১ টায় দিনাজপুর বাসুনিয়াপট্টি দলীয় কার্যালয়ের সামনে
আওয়ামী লীগের শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি
বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ
সম্পাদক আলতাফুজ্জামান মিতা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য
জাকিয়া তাবাসসুম জুঁই, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি
সুলতানা বুলবুল, সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন, শহর আওয়ামী
লীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম
উল্ল্যাহ জেমীসহ অন্যান্যরা।
এসময় তারা বিএনপি জামাতের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ড রুখে দিয়ে
আগামী নির্বাচনে পুনরায় নৌকার বিজয় নিশ্চিত করে শেখ হাসিনাকে
প্রধানমন্ত্রী করতে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে আহবান জানান।
শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের অঙ্গ ও সহযোগি
সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে দিনাজপুর জেলার আমরা সকলে।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে দিনাজপুর জেলা থেকে সম্মেলনে উদ্দেশ্যে রওনা দিলাম এবং সম্মেলন সফল হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু।🤲🤲🤲
শেখ হাসিনা সরকার বারবার দরকার ভয় করিনা বুলেট বোমা আমরা হলে সেনা দিয়েছে তো রক্ত আরো দেবো রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। 🤲🤲🤲
বঙ্গবন্ধু জাতীয় পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকবর আলী। 🙋♂️
বার বার দরকার শেখ হাসিনার সরকার। 🇧🇩🇧🇩💖
জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সকল মেহনতী মানুষের।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু
নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এম.পি আগামী ২২-২৪ জুলাই দিনাজপুরের বিরল ও বোচাগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক প্রোগ্রামে উপস্থিত থাকবেন।
২২.০৭.২২ শুক্রবার বিকাল ৪.০০ বড়সুলতানপুর উচ্চ বিদ্যালয় মাঠ, বোচাগঞ্জ,দিনাজপুর। ছোটসুলতানপুর উচ্চবিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন
বড়সুলতানপুর উচ্চবিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও সুধী সমাবেশ।
২৩.০৭.২২ শনিবার বিকাল ৪.০০ জগতপুর, ১০ নং রানিপুকুর ইউনিয়ন। বিরল, দিনাজপুর। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীন উত্তর গোবিন্দপুর, বিরল-২ ৩৩/১১ কেভি ২০/২৮ এমভিএ ইনডোর উপকেন্দ্রের উদ্বোধন।
২৩.০৭.২২ শনিবার বিকাল ৫.০০ বিরল সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, দিনাজপুর। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ।
২৪.০৭.২২ রবিবার সকাল ৯.৩০ বিরল উপজেলা পরিষদ মিলনায়তন, দিনাজপুর।
জামতলী হতে তারগাঁও ইউপি হেডকোয়াটার (বগদইড় হাট) ভায়া উত্তর গোবিন্দপুর পর্যন্ত রাস্তার উদ্বোধন।
ধামইর ইউপি হেড কোয়াটার হতে তারগাঁও ইউপি হেড কোয়াটার পর্যন্ত রাস্তার উদ্বোধন।
রামপুর হতে নেহাগ্রাম কুবের দোকান পর্যন্ত রাস্তার শুভ উদ্বোধন।
কাশিডাঙ্গা সিজি হতে মঙ্গলপুর জিসি ভায়া মিলডাঙ্গা বাজার পর্যন্ত রাস্তার উদ্বোধন।
ধামইর ইউপি অফিস হতে কাশিডাঙ্গা জিসি পর্যন্ত রাস্তার উদ্বোধন।
রামপুর হতে নেহাগ্রাম কুবের দোকান পর্যন্ত রাস্তার শুভ উদ্বোধন।
কাশিডাঙ্গা সিজি হতে মঙ্গলপুর জিসি ভায়া মিলডাঙ্গা বাজার পর্যন্ত রাস্তার উদ্বোধন।
ধামইর ইউপি অফিস হতে কাশিডাঙ্গা জিসি পর্যন্ত রাস্তার উদ্বোধন।
২৪.০৭.২২ রবিবার সকাল ১০.০০ বিরল, দিনাজপুর। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এরউদ্বোধন ও মুলুকদান পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ।
২৪.০৭.২২ রবিবার সকাল ১১.০০ বুনিয়াদপুর, দিনাজপুর। বন বিভাগ কর্তৃক তুলাই নদীর ধারে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন।
২৪.০৭.২২ রবিবার সকাল ১১.৩০ বিরল, দিনাজপুর। বুনিয়াদপুর সিনিয়র মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন।
২৪.০৭.২২ রবিবার বিকাল ৩.৩০ বোচাগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ, দিনাজপুর। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ।
মাননীয় প্রধানমন্ত্রী’র কার্যালয়ের আওতাধীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান এবং ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ।
২৪.০৭.২২ রবিবার বিকাল ৪.০০ বোচাগঞ্জ উপজেলা পরিষদ, দিনাজপুর। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর শুভ উদ্বোধন ও মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা।
তথ্য সূত্র:
মো. জাহাঙ্গীর আলম খান
সিনিয়র তথ্য অফিসার
নৌপরিবহন মন্ত্রণালয়
০১৭১১-৪২৫৩৬৪
"একদিন আমি অনেক জিদ ধরলাম নানার কাছে, তাঁর পাইপে আমি একবার হলেও ফুঁ দিতে চাই। আমার নাছোড়বান্দা মনোভাব দেখে নানাও এক সময় বাধ্য হলেন। এরপর যা ঘটলো তার জন্য আমি আসলে ঐ ছোট বয়সে প্রস্তুত ছিলাম না। ফুঁ দেওয়ার সাথে সাথেই অনবরত কাশি দিতেই থাকলাম, যেন নিশ্বাস নিতে গেলেই কাশি চলে আসছে। আর সেই অবস্থা দেখে নানী প্রচন্ড রেগে গেলেন দুই জনের উপর! তিনি আরও রেগে গেলেন অন্যদিকে নানার সেই চিরাচরিত মুখভরা হাসি দেখে, সে হাসি যেন তার থামছেই না।"
_ সজীব ওয়াজেদ
ছবি : নানা বঙ্গবন্ধুর সাথে সজীব ওয়াজেদ
(মুখে নানার পাইপ) ও সায়মা ওয়াজেদ।🇧🇩🇧🇩🇧🇩💖💖
বঙ্গবন্ধুকন্যা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তাঁর দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে টুঙ্গিপাড়া যাওয়ার পথে স্বপ্নের পদ্মা সেতুতে ছবি তুললেন।
পূণ্যবান এর পূর্ণ স্পর্শে ধন্য হলো পদ্মা সেতু ।
নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এম.পি ১ জুলাই ২০২২ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
Dinajpur
SADAR-5200
Dinajpur
Hello friends We work on Facebook Likes. You can work with us in faith. E.g., I like page, group follow. Thanks
Dinajpur, 5200
অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্নে, বাংলাদেশের হিন্দুদের সুখে দুখে, আনন্দে আন্দোলনে সর্বদা সর্বাগ্রে
Dinajpur
Dinajpur, 5281
Hi there This is a Social Service. We are provide Facebook Marketing. Youtube Marketing and others.
Setabganj
Dinajpur, 5216
I am a social media account professional of any kind I make it perfectly and your accounts
Talpukur, Bhiail, Chirirbandar
Dinajpur, 5240
The Best And Big Social Networking Platform .