Sathi Akther

Sathi Akther

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sathi Akther, Digital creator, Dinajpur.

Photos from Sathi Akther's post 15/06/2022

বর্ষা আসে এ বসুন্ধরায় অনাবিল শুভকামনা নিয়ে! একগুচ্ছ কদম ফুলের শুভ বারতায় ধরণী জাগবে আবার নতুন করে!!❤️

©Md Najmul Islam
📸ইয়ানুর হোসেন

12/06/2022

-সবাই তো চুড়ি নেয় তুমি না হয় ফুলের বালা নিও প্রিয়🥰🙂🥀

11/06/2022

মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ

তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ...!

শুভ সকাল 🌼

ছবিঃ .tanvir178

05/06/2022
30/05/2022

ভুল মানুষের পাল্লায় পড়ে জীবন শেষ করে দেয়ার থেকে,সারাজীবন নিঃসঙ্গ থাকা ঢের ভালো!
আমি কখনোই বিচ্ছেদের পক্ষে নই।কিন্তু তাই বলে যে ভুল মানুষের কাছেই সারাজীবন কাটিয়ে দিতে হবে,এমনটাও বলছি না!

সঠিক মানুষ আর ভুল মানুষের মধ্যে পার্থক্যটা ঠিক বুঝার উপায় নেই, তবে একটা মানুষের সাথে থাকতে থাকতে যখন প্রমাণ হয়েই যায় যে মানুষটা ভুল;তখনও তার কাছে থেকে যাওয়ার কোনো মানেই হয় না!

ভুল মানুষকে শত চেষ্টা করেও সঠিক মানুষে রুপান্তরিত করা যায় না কখনোই। স্বভাবে যার মিথ্যা,প্রতারণা এবং উদাসীন মনোভাব লুকিয়ে থাকে তাকে মানুষ করতে গিয়ে বরং আপনি নিজেই অমানুষে পরিণত হয়ে যাবেন;তবে তাকে আর মানুষ বানাতে পারবেন না!

শত অবহেলা,শত কষ্ট বুকে চেপে দিনের পর দিন একতরফা স্যাক্রিফাইজ করে যাবেন;কিন্তু যে মানুষটা নিতান্তই ভুল,সেই মানুষটা কখনোই আপনার কথা ভেবে বিন্দুমাত্র স্যাক্রিফাইজ করবে না,করার কথাও না!
কেননা সে নিজেও জানে আপনার প্রতি তার আচরণ কেমন,কিন্তু তারপরও আপনি তাকে ছাড়বেন না,ছাড়তে পারবেন না।

সংসার কয়েক মাস কিংবা ১ যুগের জন্য নয়। দু'জন পাশাপাশি থেকে সকল সুখ-দুঃখ,হাসি-কান্না,অভাব-অনটন এর মধ্যে দিয়ে পরস্পরের স্যাক্রিফাইজ,সহমর্মিতা,দায়িত্ববোধ,বোঝাপড়া,ভালোবাসা-যত্ন দিয়ে আগলে রেখে আমৃত্যু পরস্পরের জীবন পার করে দেয়ার নামই সংসার!

ভুল মানুষ নিয়ে অন্তত সংসার করা যায় না!
আমি আবার বলছি;একদমই যায় না!

এদের ঠিক তাদের মতো করে ছেড়ে দিতে হয়,যেন তারা নিজেরাও ঠিক তাদের মতোই কাউকে খুঁজে নিতে পারে।তারপর দেখবেন,একদিন ঠিক আপনার জন্য আফসোস করবে।যখন দেখবে আপনার মতো করে আর কেউ একতরফা স্যাক্রিফাইজ করে না,করতে চায় না।

জীবন একটাই,আর এ জীবন কেউ রঙ্গিন করে সাজিয়ে দিবে না বরং নিজেকেই সাজাতে হবে।ভুল মানুষকে আঁকড়ে ধরে সারাজীবন মানসিক যন্ত্রণা পেয়ে তীলে তীলে মরে যাওয়ার থেকে,সঠিক সময়ে তার কাছ থেকে সরে আসাই উত্তম!জীবনকে সহজ করতে জীবন থেকে ভুল মানুষকে সরিয়ে ফেলুন,দেখবেন জীবন কত সুন্দর!

লেখাঃ Md. Fahad Mia🌼
📸Zee Photography.

30/05/2022

মাঝে মধ্যে তর্ক করা ভালো।
সব জায়গায় মানিয়ে না নিয়ে, নিজের অধিকারের কথা কোথাও কোথাও মনে করিয়ে দেওয়া ভালো।
কখনো কখনো স্বার্থপর হওয়া ভালো,,কখনো কখনো মুখের উপর না বলতে শেখা ভালো।
ঝুকে থাকা সেখানে বন্ধুত্ব নয় বরং আপনার বন্ধুত্বের প্রতীক হয়ে দাঁড়ায়,সেখানে মাথা উঁচু রাখাই ভালো।
যদি কেউ ভাবে আপনার মাথায় হাত বুলিয়ে কাজ করিয়ে নেওয়া যাবে, তার ভুল ধারণা ভেঙে দেওয়া ভালো।
সহজ থাকা ভালো, সরল থাকা ভালো, কিন্তু
জায়গা বুজে, মানুষ বুজে। ভুল জায়গায় বা ভুল মানুষের কাছে সহজ সরল থাকলে,নিজের জীবনটাই জটিল হয়ে যায়। আত্মসম্মানবোধ বলতে কিছু থাকে না।
তাই আপনার আশেপাশের মানুষ গুলো কে চিনতে শিখুন।
নিজেকে ভালবাসুন, নিজেকে ভালো রাখুন।
ধন্যবাদ,,

Want your business to be the top-listed Media Company in Dinajpur?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Dinajpur