দিনাজপুর কোরিয়ান ল্যাংগুয়েজ ট্রেইনিং সেন্টার-Dkltc

এখানে কোরিয়ান ভাষা শেখানো হয়। কোরিয়া যাওয়ার সকল তথ্য ও সেবা প্রদান করা হয়।

24/05/2024

অনেক অনেক সাধুবাদ বোয়েসেলকে
এতে করে ছাত্ররা আরো বেশি নাম্বার তুলতে পারবে

03/04/2024

২০২৪ সালের ২য় পর্বে ইপিএস এমপ্লয়মেন্ট পারমিট ইস্যুর বিস্তারিত

মোট কোটাঃ ৪২,০৮০ জন

ম্যানুফ্যাকচারিং খাত ২৫,৯০৬ জন
শিপবিল্ডিং ১,৮২৪ জন

মালিকরা আবেদন করবেন ২২শে এপ্রিল থেকে ৩রা মে পর্যন্ত

মালিকদের আবেদনের ফলাফল ঘোষণাঃ ২১শে মে
এমপ্লয়মেন্ট পারমিট ইস্যুঃ ২২শে মে টু ২৮ শে মে
অতিরিক্ত ইস্যুঃ ৭ই জুন থেকে ১০ই জুন

উপরোক্ত কোটা ইপিএসের আওতাধীন ১৬টি দেশের জন্য। কোন দেশ থেকে কত জন নিবে তা মালিকদের চাহিদার উপর নির্ভর করবে। রোস্টারভুক্তদের জন্য শুভকামনা রইলো।
(সূত্র কপি আসাদ ভাই)

02/04/2024

ব্রেকিংঃ
পরবর্তী ইপিএস এমপ্লয়মেন্ট পারমিট ইস্যুর তারিখ ২২মে থেকে ২৮শে মে পর্যন্ত।
বাংলাদেশ সহ ১৬টি দেশ থেকে ম্যানুফ্যাকচারিং কোটা ২৫,৯০৬ জন,শিপবিল্ডিং কোটা ১,৮২৪ জন

কোন দেশ থেকে কতজন নিবে তা মালিকের চাহিদার উপর নির্ভর করবে।
(কপি পোস্ট আসাদ ভাই)

30/03/2024

চলমান UBT পরিক্ষায়
রিফাত হোসাইন
রাজবাটী,দিনাজপুর
মৎস্য খাতে ১২৫ নাম্বার পেয়েছে।

02/03/2024

eps.boesl.gov

20/02/2024

ভাষা জানা অনেক শিক্ষার্থী আবেদন করতে পারেনি, আবার অনেক নতুন শিক্ষার্থীরা আবেদন করেছে!

সার্কুলার যেহেতু ভাষা পারদর্শীদের জন্য সুতরাং যারা আসলেই পারদর্শী তারা ছাড়া নতুনরা যেন আবেদন করতে না পারে, সেইজন্য আবেদনের সীমাবদ্ধতা বা নিষেধাজ্ঞা দরকার ছিলো।

যারা ইতিমধ্যে ভাষা শিখে রেখেছে তারা আবেদনের সুযোগ পেলে, আমরাও ভাষাগত দিক থেকে অন্যান্য দেশের মত এগিয়ে যেতে পারবো।

16/02/2024

আজ কালকের মধ্যে কোরিয়ার সার্কুলার আসছে।
লটারী ও ভাষা পারদর্শী একত্রে আবেদন হতে পারে। এই দুই ধাপের যে কোন এক ধাপে আবেদন করতে হবে।
কপি:আসাদ ভাই

06/02/2024

আলহামদুলিল্লাহ ২০২৪-এ ইপিএস কর্মী গ্রহণের বার্ষিক কোটা ১০৭০৫ জন (শিল্পখাতে ৭৪৬৫, মৎস্য খাতে ১৮৭৭, কনস্ট্রাকশন খাতে ১০৫৯ এবং জাহাজ নির্মাণ শিল্পে ৩০৪)। ইপিএস-এ প্রার্থী নির্বাচন প্রক্রিয়া ও রোস্টারে সময় লাগে ন্যূনতম ৬-৯ মাস বিধায় ২০২৪ নির্বাচন কার্যক্রম শিঘ্রই শুরু হবে। উক্ত কার্যক্রমের প্রস্তুতি চলছে। প্রস্তুতি শেষে বোয়েসেল এর ওয়েবসাইট ও এ পেইজে বিজ্ঞাপন প্রচার করা হবে। সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত থাকার পরামর্শ দেয়া হলো।

14/10/2023

আলহামদুলিল্লাহ সন্ধ্যার ব্যাচের স্টুডেন্টদের হাতে টেক্সট বুক তুলে দেওয়া হলো।
সবাই দোয়া করবেন।

27/09/2023

ইনশাআল্লাহ আশা করাই যায় সামনে সুদিন আসতেছে 🇰🇷

22/09/2023

সদ্য এইচ এস সি পরীক্ষা দেয়া স্টুডেন্টেগণ এই অবসরে কোরিয়ান ভাষাটা শিখে রাখুন ভবিষ্যৎ গড়তে সময়কে কাজে লাগান।

22/09/2023

সদ্য এইচ এস সি পরীক্ষা দেয়া স্টুডেন্টেগণ এই অবসরে কোরিয়ান ভাষাটা শিখে রাখুন ভবিষ্যৎ গড়তে সময়কে কাজে লাগান।

দিনাজপুর কোরিয়ান ল্যাংগুয়েজ ট্রেইনিং সেন্টার।
কালিতলা সদর দিনাজপুর।
ফোন-০১৩২৯০৫৩২৪৪

01/09/2023

ব্রেকিং
ইপিএস এমপ্লয়মেন্ট পারমিট ইস্যুর তারিখ ঘোষণা!!

২০২৩ সালে ৪র্থ পর্বে ইপিএস এমপ্লয়মেন্ট পারমিট ইস্যু(ম্যানুফ্যাকচারিং ও শিপবিল্ডিং) ১৯শে অক্টোবর থেকে ২৭শে অক্টোবর।
মোট কোটাঃ ৩৫,০০৪ জন
ম্যানুফ্যাকচারিং ২০,৯১৯ জন
শিপবিল্ডিং ১,৫৭৭জন

বাংলাদেশ থেকে কত জন নিবে তা মালিকের চাহিদার উপর নির্ভর করবে।
সকলের জন্য শুভ কামনা রইলো।
দিনাজপুর কোরিয়ান ল্যাংগুয়েজ ট্রেনিং সেন্টার।
☎️01329053244
আজিজ মটরস এর পাশে কালিতলা, সদর, দিনাজপুর।

24/08/2023

ব্রেকিং!
আগামী বছর দক্ষিণ কোরিয়া ইপিএসের আওতাধীন বাংলাদেশ সহ ১৬টা দেশ থেকে কর্মী নিবে ১ লক্ষ ২০ হাজার জন।
সেই সাথে কোম্পানিতে বিদেশীদের কোটা বর্তমানের চেয়ে দ্বিগুন করা হবে। তার মানে আগামীবছর ইস্যুর পরিমাণ অসংখ্য বৃদ্ধি পাবে।

01/06/2023

দক্ষিণ কোরিয়ার লটারির সার্কুলার হয়েছে আপনারা যারা আবেদন করতে চান যোগাযোগ করেন

দিনাজপুর কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার।
কালিতলা,সদর,দিনাজপুর।
মোবাইল :০১৩২৯০৫৩২৪৪

30/05/2023

কোরিয়ান ভাষা পরীক্ষার UBT লটারি সার্কুলার (HRD ওয়েবসাইট এর তথ্য মতে))জুন মাসের প্রথম সপ্তাহে হবে।

প্রি-রেজিষ্ট্রেশন জুন মাসের ২য় সপ্তাহে হবে সম্ভাব্য তারিখ (০৮-০৬-২০২৩ইং ~ ১০-০৬-২০২৩ইং) ৩দিন নিচের তথ্য এরকমই দেখা যাচ্ছে।

BOESL এর চূড়ান্ত রেজিষ্ট্রেশন জুন মাসের ১৩-০৬-২০২৩ইং ~ ২৭-০৬-২০২৩ইং তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
লটারি উত্তীর্ণদের প্রার্থীদের UBT পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে জুলাই মাসের ০৭-০৭-২০২৩ইং।

ধারণা করা যাচ্ছে এবার ৭৫০০ কোটার লক্ষে ২৫,০০০ জন লটারি বিজয়ী হতে পারে।
বিস্তারিত জানতে:
কালিতলা,সদর,দিনাজপুর।
ফোন---০১৩২৯০৫৩২৪৪

27/02/2023

আলহামদুলিল্লাহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতায় সফলভাবে অদ্য (২৭ ফেব্রুয়ারি) ৫৪তম বিশেষ ফ্লাইটে ১১৫ জন ইপিএস কর্মীর দক্ষিণ কোরিয়া গমন কার্যক্রম চলমান আছে। ইনশাআল্লাহ উক্ত কর্মীগণ কিছুক্ষণের মধ্যে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন। উক্ত কার্যক্রমের ভিডিও ডকুমেন্টারী।

Photos from BOESL's post 27/02/2023

আলহামদুলিল্লাহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতায় সফলভাবে অদ্য (২৭ ফেব্রুয়ারি) ৫৪তম বিশেষ ফ্লাইটে ১১৫ জন ইপিএস কর্মীর দক্ষিণ কোরিয়া গমন কার্যক্রম চলমান আছে। ইনশাআল্লাহ উক্ত কর্মীগণ কিছুক্ষণের মধ্যে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন।

26/02/2023

ভর্তি চলছে............ভর্তি চলছে............ভর্তি চলছে.....
কোরিয়ান ভাষা শিক্ষা কোর্স এ ভর্তি চলছে...🇧🇩🇧🇩

21/02/2023
20/02/2023

আলহামদুলিল্লাহ্ এইচআরডি কোরিয়ার নির্ধারিত শিডিউল মোতাবেক, ২০২২ সালে লটারিতে উত্তীর্ণ প্রার্থীদের কোরীয় ভাষা পরীক্ষার কার্যক্রম স্বতঃস্ফূর্তভাবে চলছে। অদ্য (১৭-০২-২০২৩) কার্যক্রমের আংশিক ভিডিও ডকুমেন্টারি প্রচার করা হলো।

20/02/2023

বাংলাদেশ থেকে আরো বেশি কর্মী নিতে চায় কোরিয়া🇧🇩

20/02/2023

Alhamdulillah ❤️❤️❤️

Want your school to be the top-listed School/college in Dinajpur?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

কালিতলা, সদর, দিনাজপুর
Dinajpur
5200

Other Language schools in Dinajpur (show all)
Nirmal kugur Nirmal kugur
Dinajpur