হরেক রকম

হরেক রকম অনলাইন শপ যেখানে প্রয়োজনীয় সব জিনিস সুলভ মুল্যে পাওয়া যায়।

16/09/2024

-আজ ১২ই রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী।
-মহানবী হযরত মুহাম্মদ (সা:)এর জন্মদিন।
-সবাইকে পবিত্র ঈদে মিলাদুন্নবী’র শুভেচ্ছা।🌙❤️

25/08/2024

বন্যার সময় পানির বিশুদ্ধতা নিশ্চিত করা খুবই জরুরি, কারণ বন্যার পানি দূষিত হতে পারে। পানির বিশুদ্ধতা নিশ্চিত করার কয়েকটি পদ্ধতি নিচে দেওয়া হলো:

# # # ১. ফুটিয়ে নেওয়া:
- **পানির ফোটানো:** বন্যার পানি কমপক্ষে ৫-১০ মিনিট ধরে ফুটিয়ে নিন। এতে অধিকাংশ জীবাণু মরে যাবে এবং পানি নিরাপদ হবে।
- **শীতল করা:** ফুটানোর পর পানি শীতল হতে দিন, তারপর তা পান করুন বা সংরক্ষণ করুন।

# # # ২. ক্লোরিন ট্যাবলেট:
- **ক্লোরিন ট্যাবলেট:** ক্লোরিন ট্যাবলেট বন্যার পানি বিশুদ্ধ করার জন্য ব্যবহৃত হতে পারে। প্রতিটি ট্যাবলেটের সাথে নির্দেশিকা দেওয়া থাকে, সেটি অনুসারে নির্দিষ্ট পরিমাণ ট্যাবলেট পানিতে মিশিয়ে নিন এবং নির্দিষ্ট সময় অপেক্ষা করুন (সাধারণত ৩০ মিনিট)।

# # # ৩. আয়োডিন ট্যাবলেট বা দ্রবণ:
- **আয়োডিন:** আয়োডিন ট্যাবলেট বা দ্রবণ পানিতে মিশিয়ে তা বিশুদ্ধ করা যায়। এক্ষেত্রে পানির প্রতি লিটার জন্য নির্দিষ্ট পরিমাণ আয়োডিন ব্যবহার করুন এবং পানির মধ্যে ভালোভাবে মিশিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন।

# # # ৪. পানি ফিল্টার:
- **পোর্টেবল পানি ফিল্টার:** বাজারে পাওয়া যায় এমন পোর্টেবল পানি ফিল্টার ব্যবহার করতে পারেন। এই ফিল্টারগুলো ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এবং কিছু ভাইরাস ছেঁকে ফেলতে পারে।

# # # ৫. রোদে রাখার পদ্ধতি (SODIS):
- **প্লাস্টিক বোতলে পানি রেখে রোদে রাখুন:** পরিষ্কার প্লাস্টিকের বোতলে পানি রেখে সূর্যালোকের তাপে ৬ ঘণ্টা (মেঘলা দিনে ২ দিন) ধরে রেখে দিন। সূর্যালোকের UV রশ্মি জীবাণু ধ্বংস করতে সাহায্য করে।

# # # ৬. ব্লিচ (ক্লোরিন বেসড):
- **ব্লিচ ব্যবহার:** যদি অন্যান্য কোনো উপায় না থাকে, তবে ঘরের ব্লিচ ব্যবহার করতে পারেন। প্রতি লিটার পানির জন্য ২-৪ ফোঁটা ব্লিচ মিশিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। তবে, এই পদ্ধতি সবসময় ব্যবহার না করাই ভালো এবং ব্যবহার করলে সতর্কতা অবলম্বন করতে হবে।

উপরের পদ্ধতিগুলো মেনে চললে বন্যার পানিকে নিরাপদ করে পান করা সম্ভব। যদি সম্ভব হয়, বিশুদ্ধ পানি সংগ্রহের চেষ্টা করুন এবং অপ্রয়োজনে বন্যার পানি পান এড়িয়ে চলুন।

24/08/2024

"বন্যার খবর আসার সাথে সাথে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে ৩৫০ মেট্রিক টন খাবারের অর্ডার দিয়ে ফেলেছিলাম। আমাদের ফান্ডে তখন এক টাকাও নাই। এইটুক বিশ্বাস ছিল আল্লাহ আমাদের ফিরাবেন না।

আলহামদুলিল্লাহ, ৩৫০ মেট্রিক টনের জায়গায় এখন ৭০০ মেট্রিক টনের খাবারের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন।"

শায়খ আহমদ উল্লাহ,
চেয়ারম্যান
আস-সুন্নাহ ফাউন্ডেশন

10/08/2024

আজকের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বন্দুক না এখন ছাতা হাতে।
কতটা আপেক্ষিক পৃথিবী! 😊

09/08/2024

চাকুরী হলো দাসত্ব,
বিশ্বে মাথা উচু করে দাড়াঁতে হলে, হতে হবে উদ্যোক্তা।।
----ড: মুহাম্মদ ইউনুস।

09/08/2024

আসসালামু আলাইকুম
জুম্মা মোবারক

08/08/2024
Photos from হরেক রকম's post 07/08/2024

দেশ সংস্কারের কাজ করছেন ছাত্র ভাইয়েরা 🥰🥰

দেখে কি যে ভালো লাগছে

26/07/2024

ইউরোপের একটি দেশ যেখানে এই দৃশ্য অহরহ দেখতে পাবেন ।

একটি রেস্তোরা। ঐ রেস্তোরার ক্যাশ কাউন্টারে এক ভদ্রমহিলা এলেন আর বললেন ৫ টা কফি আর একটা সাসপেনশন। তারপর উনি পাঁচটি কফির বিল মেটালেন আর চার কাপ কফি নিয়ে চলে গেলেন।
কিছুক্ষণ পরে এক ভদ্রলোক এলেন আর অর্ডার করলেন দুটো লাঞ্চ প্যাক করুন আর দুটো সাসপেনশন রাখুন। উনি চারটে লাঞ্চের বিল মেটালেন আর দুটো লাঞ্চ প্যাকেট নিয়ে চলে গেলেন।
তার কিছুক্ষণ পর আরো একজন এলেন। অর্ডার করলেন দশটা কফি ছটা সাসপেনশন। উনি দশটা কফির পেমেন্ট করলেন আর চারটে কফি নিয়ে গেলেন।
এভাবেই একের পর এক চলতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে একজন বৃদ্ধ ব্যক্তি জর্জর অবস্থায় কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলেন কোনো সাসপেনশন কফি আছে ?
কাউন্টার থেকে জানানো হলো অবশ্যই আছে এবং এক কাপ গরম কফি ওনাকে দেওয়া হলো।
তারও অল্প কিছুক্ষণ পরে এক দাড়িওয়ালা ভদ্রলোক ভিতরে এসে জিজ্ঞাসা করলেন আজ কি কোনো লাঞ্চ সাসপেনশনে রাখা আছে ? কাউন্টার থেকে যথারীতি সম্মতি জানিয়ে তাকে গরম খাবারের একটি পার্সেল আর এক বোতল জল দেওয়া হলো।
এই ব্যাপারটা সারাদিন চলছে তো চলছেই। কিছু মানুষ নিজেদের পকেট থেকে নিজেদের অর্জিত রোজগার থেকে কিছু অজানা মানুষের খাওয়ার জন্যে পেমেন্ট করছেন আর কিছু গরীব দুস্থ মানুষ বিনা পেমেন্টে নিশ্চিন্তে খাওয়া দাওয়া করছেন। দিনভর চলছে এই কান্ড।

অথচ কেউ জানেনা কারোরই পরিচয়। না দাতা জানে গ্রহীতার পরিচয় না গ্রহীতা জানে দাতার পরিচয়।

প্রয়োজন নেই পরিচয় জানার,
প্রয়োজন নেই নিজের নাম জাহির করার।
কিন্ত প্রয়োজন আছে কিছু অভুক্ত মানুষের মুখে অন্ন তুলে দেবার এবং সেটা একেবারেই গোপনে।

মানবিকতার এই চরম শিখরে পৌঁছনো দেশটির নাম "নরওয়ে", এবং নরওয়ের দেখাদেখি এই পরম্পরা ছড়িয়ে পড়ছে ইউরোপের অন্যান্য দেশেও!!

সংগৃহীত

10/06/2024

আপনার হাজব্যান্ড যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, তাহলে চুলায় পানি বসান,,গরম করতে থাকুন,,ফুটতে থাকুক পানি।
যখন দেখবেন, হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছে। আর দেরি করবেন না।উঠে গিয়ে পানিটা এনে সরাসরি ঢেলে দিন একটা কাপে।ছেড়ে দিন একটা টি-ব্যাগ। আদা-লেবু দিয়ে এক কাপ চা বানিয়ে খান।
চা স্ট্রেস কমায়,কান্নাও কমায়।🙃😊😊😊

বই:-ভাবনার চিরকুট
লেখক: মাহিন মাহমুদ

____সব সময় নে‌গে‌টিভ চিন্তা ক‌রেন কেন? আপনারা ভাব‌ছি‌লের গরম পা‌নি সরাস‌রি সোয়া‌মির গা‌য়ের ওপর ঢালার কথা বল‌বো?

আ‌রে না! এতটা পাথ্থর দ্বী‌ল আ‌মার না!!

04/06/2024

তাইতো

Photos from হরেক রকম's post 02/06/2024

#দিনাজপুরের_লিচু

সারা বাংলাদেশ থেকে অর্ডার নেয়া হচ্ছে।
দিনাজপুরের রসালো,সুস্বাদু লিচু পেতে চাইলে যোগাযোগ করুন

পেইজঃ হরেক রকম

07/05/2024

জীবনে কিছু করতে চাইলে লেগে থাকার বিকল্প নেই। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়...! নতুন অভিজ্ঞতা অর্জন ✨

07/05/2024

প্রিমিয়াম লোন কালেকশন

14/04/2024

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা
অগ্নি স্নানে শুচি
হোক ধরা...

শুভ নববর্ষ

10/04/2024

ঈদের শুভেচ্ছা সবাইকে

27/03/2024

কিছু প্রয়োজনীয় টিপস জেনে নিন -

(১) এক কাপড়ের রং যাতে অন্য কাপড়ে না লাগে এজন্য কাপড় ভেজানো পানিতে লবন ছড়িয়ে দিন এক কাপড়ের রং অন্য কাপড়ে আর লাগবে না।

(২) আয়না চকচকে করতে ভেজা আয়না শুকনো পত্রিকার পাতা দিয়ে হালকা করে ঘষে নিন দেখুন গ্লাস ক্লিনার লাগবে না। চকচক করবে আয়না।

(৩) বাসনের বসে যাওয়া দাগ দূর করতে টুথপেস্ট ব্যবহার করুন আর ম্যাজিক দেখুন।

(৪) ঘরে ফ্রিজ নেই অথচ পেয়াজঁ দীর্ঘদিন সংরক্ষন করতে হবে? তবে চিন্তা নেই পেয়াজেঁর খোসা ছাড়িয়ে পত্রিকা দিয়ে মুড়ে রাখুন ভালো থাকবে।

(৫) আলু আর পেয়াজঁ এক সাথে স্টোর করবেন না, আলু দ্রুত নষ্ট হয়ে যাবে।

(৬) রান্না করার সময় তরকারিতে লবন বেশি হয়ে গেলে, এক টুকরো আলু ছেড়ে দিন আলু অতিরিক্ত লবন চুষে নেবে।

(৭) তরকারিতে বেশি হলুদ হয়ে গেলে সুপারি ছেড়ে দিন হলুদ ভাব কমে যাবে।

(৮) তরকারিতে বেশি তেল ঢেলে দিয়েছেন? সমস্যা নেই! কয়েক টুকরো বরফ ঠান্ডা তরকারিতে ছেড়ে দিন। বরফ তেল চুষে নিবে। সাথে সাথে বরফ গুলো উঠিয়ে ফেলে দিন।

(৯) ফ্রিজে বাজে গন্ধ লাগলে এক টুকরো লেবু কেটে ফ্রিজে রেখে দিন। বাজে গন্ধটা আর থাকবে না। লেবু ফ্রিজে ভালো গন্ধ ছড়াবে।

(১০) চাউলে যাতে পোকা না ধরে, এজন্য কয়েকটা নিম পাতা চালের পাত্রে রেখে দিন। পোকা ধরবে না।

08/03/2024

Happy women'sday to all

29/02/2024

Happy Leap Day 2024

25/02/2024

আল্লাহ তাআ'লা আপনি আমাদের সকালের নেক হায়াত দান করুন এবং সকলের আশা পূর্ণ করুন, আমিন

21/02/2024

আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি...

আজ অমর ২১ শে ফেব্রুয়ারী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

১৯৫২ সালে ভাষার জন্য শহীদদের রক্তের বিনিময়ে আমরা আজ মাতৃভাষা পেয়েছি।
যা আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নামে পরিচিত।

যাদের রক্তের বিনিময়ে আমরা মাতৃভাষা পেয়েছি তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

20/02/2024

সুবহানাল্লাহ

Want your business to be the top-listed Shop in Dinajpur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

#আম্রপালি#reelschallenge #reelsvideoシ #reelsfbシ #reelsfacebook #reelsviralシ
ঈদের শুভেচ্ছা সবাইকে
আর একটি হ্যান্ডপেইন্ট শাল রেডি🥰 #reelsvideo #reelschallenge #reelsviralシ #handpainted #shawlstyle
Swiss Lown
অবশেষে রেডি হ্যান্ড পেইন্টের শাল🥰
আচার প্রেমীদের জন্য জলপাইয়ে আচার রেডি🥰নিতে চাইলে ইনবক্স করুন
বেডশিটের কাজ চলছে
হ্যান্ড পেইন্টেড শাল
#shawlstyle #handpainted #painting #shawl
হ্যান্ডপেইন্ট শিউলি ফুলের শাল#handpainted #painting #shawl #shawlstyle
শখের কাজ#painting #handpainted #onepieces

Telephone

Website

Address

Dinajpur
5200

Other Shopping & Retail in Dinajpur (show all)
Zara Fasion Zara Fasion
Dinajpur, 5200

7/A UPOSHOHOR,DINAJPUR.BANGLADESH.

Fashion OBS Fashion OBS
Dinajpur, 5210

রংপুর ফ্যাশন হাউস রংপুর ফ্যাশন হাউস
Dinajpur, 5240

নিত্যনতুন কালেকশন জিন্স প্যান্ট, গ্য?

New Dorji Bari Fashion Design AVTI New Dorji Bari Fashion Design AVTI
Dinajpur
Dinajpur, 5200

This Page is Online Market Place for Women Cloth & Dress.

Misu's collections Misu's collections
Munshi Para
Dinajpur

Online shop Online shop
Dinajpur

please Help with likes my page

MD jakir Khan MD jakir Khan
Dinajpur

Inaya Fashion House Inaya Fashion House
মধ্য বালুবাড়ি জামে মসজিদ এর পাশে
Dinajpur, 5200

This page is the online form of our local outlet Inaaya Fashion House. Please inbox for orders and queries or pay a visit to our local outlet Inaaya Fashion House

M/S Biki Kini M/S Biki Kini
Ghashipara
Dinajpur, 5200

Art's Of Sreo Art's Of Sreo
Dinajpur

KITAB - কিতাব KITAB - কিতাব
Dinajpur

join here for unique dresses.i'll give you different and beautiful dresses.i'll do it by my own design.

Online MR Shop BD Online MR Shop BD
Dinajpur, Rangpur, Dhaka
Dinajpur, 5281

Buy good quality products and stay healthy.