Nithi's Calligraphy

Nithi's Calligraphy

স্বাগতম Nithi's Calligraphy পেইজে..আপনারা নিজেদের

Photos from Nithi's Calligraphy's post 29/09/2024

নাহ
কারো চুল না এগুলো।
এটি কালির দোয়াতের ভেতরের অংশ🤦‍♀️

28/09/2024

আল্লাহুস-সামাদ ক্যালিগ্রাফি কম্পোজিশন।

আল্লাহ হচ্ছেন আস-সামাদ। আস-সামাদ এমন এক সত্তা, যাঁর কাউকে দরকার নেই, যিনি অমুখাপেক্ষী, যাঁর কোনো ত্রুটি নেই, যাঁর ওপর আর কেউ নেই
#

27/09/2024

حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ

উচ্চারণ : হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল

অর্থ : "আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট"
এই আয়াতের কম্পোজিশন নিজের মন মতো করেছি

Photos from Nithi's Calligraphy's post 26/09/2024

গরমে তুলির গায়েও ঘামাচি বেরিয়েছে🙄
সাথে কালো ও হয়েছে🙂
কিছুদিন আগেই নিলাম
আর এই অবস্থা

Photos from Nithi's Calligraphy's post 25/09/2024

আলহামদুলিল্লাহ আমি এখন নিজেই আরবী ক্যালিগ্রাফি কম্পোজিশন করতে পারছি।
🥰
সেগুলো একে একে শেয়ার করবো
ইনশাল্লাহ

Photos from Nithi's Calligraphy's post 24/09/2024

১২/১৬ইঞ্চি

23/09/2024

21/09/2024

হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল

অর্থ: আল্লাহই আমাদের জন্য যথেষ্ট
কি সুন্দর আয়াত!!
ইবনে আব্বাস (রা.) বলেন,
যখন ইব্রাহিম (আ.)–কে আগুনের কুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন—হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। ফলে তিনি রক্ষা পেয়েছিলেন। সেই জ্বলন্ত আগুন তাঁর জন্য শীতল হয়ে পড়েছিল।


এই আয়াতের কম্পোজিশন চলছে
শেষ হলে শেয়ার করবো
ইনশাল্লাহ

Photos from Nithi's Calligraphy's post 20/09/2024

কম্পোজিশন ক্যালিগ্রাফির খুবই গুরুত্বপূর্ণ অংশ।
কম্পোজিশনের মাধ্যমেই ক্যালিগ্রাফার হওয়া সম্ভব।
যিনি যত সুন্দর কম্পোজিশন করেন তিনি তত বড় মাপের ক্যালিগ্রাফার।

ক্যালিগ্রাফারদের কাজ একটি আয়াতকে সুন্দর ভাবে ডিজাইন করে সেটিকে ফুটিয়ে তোলা।
একটি ছোট আয়াতের কম্পোজিশন করতে নিম্নে প্রায় ৫/৬ ঘন্টা লেগে যায়।
একটি হরফ কে কোন হরফের উপর কোন শেপে রাখলে ভালো লাগবে,এই চিন্তাটাই কম্পোজিশনের অংশ।

খুবই ধৈর্য্যের সাথে করতে হয়।
ইনশাল্লাহ এরপর একটু একটু করে কম্পোজিশন করার চেষ্টা করবো।

ক্যানভাস পেপারে আলহামদুলিল্লাহ ক্যালিগ্রাফি।
এটা আমার কম্পোজিশন না।

19/09/2024

17/09/2024

বাঁশ কলম।
বাঁশ কলমে ক্যালিগ্রাফি না শিখলে হয়?
ক্যালিগ্রাফির আসল মজা এই বাঁশ কলমের মাধ্যমেই।
আগে তো আর এত এত তুলি পাওয়া যেতো না।
তখনকার ক্যালিগ্রাফার এই কলম আর কালি দিয়েই সুন্দর সুন্দর কাজ করতেন।

16/09/2024

ঈদ এ মিলাদুন্নবী কম্পোজিশন

15/09/2024

হেক্সা ক্যানভাস

14/09/2024

এতোদিন
পেন্সিল,কলম, রং তুলিতে আমার ক্যালিগ্রাফি দেখেছেন।
এবার ক্যালিগ্রাফির প্রাচীনতম ও ঐতিহ্যবাহী পদ্ধতিতে আরবী হরফগুলোর ব্যবহার দেখাবো।
এছাড়াও এরপরে ধারাবাহিকভাবে খত্ত্বে উয়িসাম /সুম্বুলি পদ্ধতির ক্যালিগ্রাফি এবং গ্রাফিতির কিছু কাজ নিয়েও হাজির হবো

ইনশাল্লাহ।
উয়িসাম/সুম্বুলি স্টাইলে ক্যালিগ্রাফি কী যে সুন্দর!
মাশাল্লাহ।
এই স্টাইল আরবী গ্রাফিতির কাজগুলোকে অসাধারণভাবে ফুটিয়ে তোলে।
বর্তমানে বাংলাদেশে আরবী গ্রাফিতি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে,সেই সাথে আমার এই কাজের প্রতি আগ্রহ ও বেড়ে গিয়েছে।
তাই আমি চেষ্টা করছি গ্রাফিতি নিয়েও যতটা সম্ভব জ্ঞান অর্জন করার।

14/09/2024

এইবার ট্রেডিশনাল স্টাইলে ক্যালিগ্রাফি নিয়ে হাজির হবো।
ইনশাল্লাহ😇

Photos from Nithi's Calligraphy's post 13/09/2024

Alhamdulillah calligraphy

11/09/2024

মানুষ কোনো বিষয়ে দৃঢ়তার সঙ্গে সাধনা করলে মহান আল্লাহ তাদের তা দিয়ে দেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আর এই যে, মানুষ তাই পায়, যা সে চেষ্টা করে।

’ (সুরা : আন নাজম, আয়াত : ৩৯)

10/09/2024

আল্লাহু ক্যালিগ্রাফি

08/09/2024

ওয়া লাছাওফা ইউ‘তীকা রাব্বুকা ফাতারদা-

"অচিরেই তোমার রব তোমাকে এরূপ দান করবেন যাতে তুমি সন্তুষ্ট হবে।"
( সূরাঃ আদ-দুহা, আয়াতঃ ৫ )

ছবি পোস্ট করার পর লক্ষ্য করেছি
ত এর মাথা শেষ করিনি🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
এইভাবেই পোস্ট করার পর নিজের কাজের ভুল বের করি🙂

07/09/2024

রাসুল (সা.)-এর কাছে জিবরাইল (আ.) ওহি নিয়ে আসতেন। তিনি তার সঙ্গে ওহি পড়া ও মুখস্ত করার চেষ্টা করতেন, যা তার জন্য অনেক ক্ষেত্রে কষ্টকর ছিল।

তখন এ আয়াত নাজিল হয় এবং রাসুল (সা.)-এর কষ্টও কিছুটা লাঘব হয়। তিনি ওহি আয়ত্ত করতে প্রশান্তি লাভ করেন।

"রাব্বি জিদনি ইলমা"
অর্থ— হে আমার পালনকর্তা! আমার জ্ঞান বৃদ্ধি করুন।

06/09/2024

Name Calligraphy

06/09/2024

জুম্মা মুবারাক❤️

04/09/2024

আমার নিজের করা প্রথম কম্পোজিশন।
এই দিনের অপেক্ষায় ছিলাম।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
নেম ক্যালিগ্রাফি।
"নাবিহা, মানহা"
খুব শীঘ্রই কালার সহ নিজের ক্যালিগ্রাফি কম্পোজিশন শুরু করবো।
ইনশাল্লাহ

03/09/2024

কাপল নেম ক্যালিগ্রাফি
মুহাম্মদ+খাদিজা
প্রিয় রাসূল (সা) এবং তাঁর প্রিয় স্ত্রীর নাম ❤️

21/03/2022

ভালোবাসার জায়গায় 🥰

Videos (show all)

#acrylicpainting #arabic #calligraphy #handpainted #canvaspainting "Sabr "Allah has the most amazing plan for you

Telephone

Website