Kitabul islam kitab

Kitabul islam kitab

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kitabul islam kitab, Book shop, Dinajpur, ghoraghat, Dinajpur.

07/02/2024

GI_পণ্য এর সর্বশেষ আপডেট —

☞ সর্বশেষ জি আই পণ্য: টাঙ্গাইল শাড়ি।
☞ স্বীকৃতি পায়: ০৬ ফেব্রুয়ারি, ২০২৪।
☞ বর্তমানে জি আই পণ্যের সংখ্যা: ২৩টি।

07/07/2023

বাংলাদেশের ৮ টি বিভাগের জেলাগুলোর নাম মনে রাখার সহজ উপায়ঃ

বরিশাল বিভাগ:
সূত্রঃ পপির বর ঝাল ভালোবাসে।
১) প=পটুয়াখালী
২) পি=পিরোজপুর
৩) বর= বরিশাল
৪) বর= বরগুনা
৫) ঝাল= ঝালকাঠি
৬) ভালোবাসে= ভোলা

ঢাকা বিভাগঃ
সূত্রঃ কিগো শরিফের মামু রানা গাজীর টাকা তো ঢাকার সিন্ধুকে।
১) কি= কিশোরগঞ্জ
২) গো= গোপালগঞ্জ
৩) শরি= শরিয়াতপুর
৪) ফের= ফরিদপুর
৫) মা= মাদারীপুর
৬) মা= মানিকগঞ্জ
৭) মু= মুন্সিগঞ্জ
৮) রা= রাজবাড়ি
৯) না= নারায়ণগঞ্জ
১০) গাজীর= গাজীপুর
১১) টাকা= টাঙ্গাইল
১২) ঢাকার = ঢাকা
১৩) সিন্ধুকে= নরসিংদী

চট্টগ্রাম বিভাগঃ
সূত্রঃ কুমিল্লার ব্রাহ্মন লক্ষীকে চাঁদে নেয়, ফেরনী চকবার
আইসক্রীম খায়।
১) কুমিল্লার= কুমিল্লা
২) ব্রাহ্মন = ব্রাহ্মনবাড়িয়া
৩) লক্ষীকে= লক্ষীপুর
৪) চাঁদে= চাঁদপুর
৫) নেয়= নোয়াখালী
৬) ফেরনী= ফেনী
৭) চ= চট্টগ্রাম
৮) ক= কক্সবাজার
৯) বা= বান্দরবন
১০) র= রাঙ্গামাটি
১১) খায়= খাগড়াছড়ি

রাজশাহী বিভাগঃ
সূত্রঃ চাঁপাবাজ নাসির।
১) চাঁ= চাঁপাই নবাবগঞ্জ
২) পা= পাবনা
৩) বা= বগুড়া
৪) জ= জয়পুরহাট
৫) না= নাটোর
৬) না= নওগা
৭) সি= সিরাজগঞ্জ
৮) র= রাজশাহী

খুলনা বিভাগঃ
সূত্রঃ মা মেয়ে ঝিয়ে সাত বাঘ খুন করে নড়াইয়া যশোরের ডাঙ্গায় ফেলল।
১) মা= মাগুরা
২) মেয়ে= মেহেরপুর
৩) ঝিয়ে= ঝিনাইদহ
৪) সাত= সাতক্ষীরা
৫) বাঘ= বাঘেরহাট
৬) খুন= খুলনা
৭) করে= কুষ্টিয়া
৮) নড়াইয়া= নড়াইল
৯) যশোরের= যশোর
১০) ডাঙ্গায়= চুয়াডাঙ্গা।

রংপুর বিভাগঃ
সূত্রঃ পঞ্চ ঠাকুর লাল নীল রংয়ের কুড়িটি গাই দিল।
১) পঞ্চ= পঞ্চগড়
২) ঠাকুর= ঠাকুরগাও
৩) লাল= লালমণীরহাট
৪) নীল= নীলফামারী
৫) রংয়ের= রংপুর
৬) কুড়িটি= কুড়িগ্রাম
৭) গাই= গাইবান্ধা
৮) দিল= দিনাজপুর।
সিলেট বিভাগঃ
সূত্রঃ হবিগঞ্জের মৌলভীর সুনাম ছিল।
১) হবিগঞ্জের= হবিগঞ্জ
২) মৌলভীর= মৌলভীবাজার
৩) সুনাম= সুনামগঞ্জ
৪) ছিল= সিলেট।

ময়মনসিংহ বিভাগঃ
সূত্রঃ নেত্রকোনার জাম সেরা।
১) নেত্রকোনার= নেত্রকোনা
২) জা= জামালপুর
৩) ম= ময়মনসিংহ
৪) সেরা= শেরপুর

03/07/2023

*******আন্তর্জাতিক আদালত ****

১। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর- দি হেগ, নেদারল্যান্ড।
২। আন্তর্জাতিক আদালত ভবনের নাম- শান্তি প্রাসাদ।
৩। আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা- ১৫ জন।
৪। আন্তর্জাতিক আদালতের বিচারকগণ নির্বাচিত হন- ৯ বছরের জন্য।
৫। আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল- ৩ বছর।

27/06/2023

বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার পদের বর্তমান সংখ্যা ২৬ টি।২৬ টি ক্যাডার পদের নাম নিম্নরুপঃ যেমনঃ-
১।বিসিএস (প্রশাসন)
২।বিসিএস (খাদ্য)
৩।বিসিএস (কৃষি)
৪।বিসিএস (বন)
৫।বিসিএস (মৎস্য)
৬।বিসিএস (পশুপালন)
৭।বিসিএস (সাধারণ শিক্ষা)
৮।বিসিএস (কারিগরী শিক্ষা)
৯।বিসিএস (বাণিজ্য)
১০।বিসিএস (পরিসংখ্যান)
১১।বিসিএস (গণপূর্ত)
১২।বিসিএস (জনস্বাস্থ্য ও প্রকৌশল)
১৩।বিসিএস (সড়ক ও জনপথ)
১৪।বিসিএস (নিরীক্ষা ও হিসাব)
১৫।বিসিএস (আবগারি ও শুল্ক )
১৬।বিসিএস (কর)
১৭।বিসিএস (পররাষ্ট্র বিষয়ক)
১৮।বিসিএস (স্বাস্থ্য)
১৯।বিসিএস (পরিবার পরিকল্পনা)
২০।বিসিএস (তথ্য)
২১।বিসিএস (ডাক)
২২।বিসিএস (পুলিশ)
২৩।বিসিএস (আনছার)
২৪।বিসিএস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক)
২৫।বিসিএস (রেলওয়ে প্রকৌশল)
২৬।বিসিএস (সমবায়)।
collected

21/06/2023

✅গুরুত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দ ✅

Attested:-সত্যায়িত/প্রত্যয়িত(৪০তম)
Hand out:-জ্ঞাপন পত্র(৩৯তম)
Null and void:-বাতিল(৩৮তম)
Custom:-প্রথা(৩৭তম)
Null and void:-বাতিল(৩৬তম)
Consumer good:-ভোগ্যপন্য(৩৫তম)
Excise duty:-আবগারি শুল্ক(৩৩তম)
Subconscious:-অবচেতন(৩২তম)
Quarterly:- ত্রৈমাসিক(৩১তম)
Anatomy:- শরীরবিদ্যা(৩০তম)
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা পারিভাষিক শব্দসমূহ :
Annex:- পরিশিষ্ট
Annexe:- ক্রোড়পত্র
Civil:- দেওয়ানি
Campaign:- প্রচারভিযান
Quota:- যথাংশ
Monitoring:- পরিবীক্ষণ
Chancellor:- আচার্য
Epic:- মহাকাব্য
Subconscious:- অব-চেতন
Blue print:- প্রতিচিত্র
Aboriginal:- আদিবাসী
Amplitude:- বিস্তার
Amplification:- পরিবর্ধন
Attested:- প্রত্যায়িত
Blocade:- অবরোধ
Bribe:- উৎকোচ
Civil society:- সুশীল সমাজ
Climax:- মহামুহুর্ত
Executive:- নির্বাহী
Excise duty:- আবগারী শুল্ক
Epicurism:- ভোগবাদ
Housing:- আবাসন
Horizontal:- অনুভূমিক
Hierarchy:- আধিপত্য পরস্পরা
Hybrid:- উচ্চফলনশীল
Microbiology:- অনুজীব বিজ্ঞান
Mass education:- গণশিক্ষা
Modernism:- আধুনিকতাবাদ
Nebula:- নীহারিকা
Quack:- হাতুড়ে
Sponsor:- পৃষ্ঠপোষক
Treasurer:- কোষাধ্যক্ষ
Unstamped:- সিলমোহরবিহ
Anonymous:- অনামা
Allegory:- রূপক
By turns:- পালাবদল
Biography:- কচড়া
Curtail:- সংক্ষিপ্ত করা
Coventant:- চুক্তিপত্র
Circulation:- প্রচারণা ও প্রচার
Coup:- অভ্যুত্থান
Cartoon:- ব্যঙ্গচিত্র
Deadlock:- অচলাবস্থা
Equation:- সমীকরণ
Eradication:- উচ্ছেদ
Manager:- ব্যবস্থাপক
Mince:- কীমা করা
Meteor:- উল্কা
Key-note:- মূলভাব
Task to task:- তিরস্কার করা
Neutral:- নিরপেক্ষ
Oxygen:- অম্লজান
Overrule:- বাতিল করা
Odds and ends:- মাঝে মাঝে
Postgraduate:- স্নাতকোত্তর
Periodical:- সাময়িকী
Prominent:- উল্লেখযোগ্য
Provoke:- উস্কানি দেওয়া
Parole:- সাময়িক মুক্তি
Play truant:- স্কুল থেকে পালানো
Publication:- প্রকাশনা
Pensive:- বিষন্ন
Radio:- বেতার
Relevant:- প্রাসঙ্গিক
Scarcity:- সল্পতা
Final:- সমাপ্তি
File:- নথি
Flora:- উদ্ভিদকূল
General manager:- মহাব্যবস্থাপক
Graduate:- স্নাতক
Glossary:- টীকাপঞ্জি
Hydrogen:- উদযান
Handy:- ব্যাবহারে সুবিধাজনক
Intellectual:- বুদ্ধিজীবী
In abeyance:- স্থগিত করা

collected

19/06/2023

জ্যামিতির মহা এপিসোডঃ
এক নজরে জ্যামিতির সকল সংজ্ঞা।
❑ সূক্ষ্মকোণ (Acute angle) : এক সমকোণ (৯০°) অপেক্ষা ছোট কোণকে সূক্ষকোণ বলে।
❑ সমকোণ (Right angle) : একটি সরল রেখার উপর অন্য একটি লম্ব টানলে এবং লম্বের দু’পাশে অবস্থিত ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হলে, প্রতিটি কোণকে সমকোণ বলে। এক সমকোণ= ৯০°
❑ স্থূলকোণ (Obtuse angle) : এক সমকোণ অপেক্ষা বড় বিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে সথূলকোণ বলে।
❑ প্রবৃদ্ধ কোণ (Reflex angle) : দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ
অপেক্ষা ছোট কোণকে প্রবদ্ধ কোণ বলে। অর্থাৎ ৩৬০° > x ১৮০° হলে x একটি প্রবৃদ্ধ কোণ।
❑ সরল কোণ (Straight angle) : দু’টি সরল রেখাপরস্পর সম্পর্ণ বিপরীত দিকে গমন করলে রেখাটির দু’পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে সরলকোণ বলে। সরলকোণ দুই সমকোণের সমান বা ১৮০°।
❑ বিপ্রতীপ কোণ (Vertically Opposite angle ) : দু’টি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় এদের যে কোন একটিকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলে।
❑ সম্পূরক কোণ(Supplementary angle ) : দু’টি কোণের সমষ্টি ১৮০° বা দুই সমকোণ হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
❑ পূরককোণ (Complementary angle) : দু’টি কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।
❑ একান্তর কোণ : দু’টি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীত পাশে সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে তাকে একান্তর কোণ বলে। একান্তর কোণগুলো পরস্পর সমান হয়।
❑ অনুরূপকোণ: দু’টি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে ছেদকের একই পাশে যে কোণ উৎপন্ন হয় তকে অনুরূপ কোণ বলে। অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়।
❑ সন্নিহিতকোণ: যদি দু’টি কোণের একটি সাধারণ বাহু থাকে তবে একটি কোণের অপর কোণের সন্নিহিত কোণ বলে।
❑ ত্রিভূজ (Triangle): তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভূজ বলে।
❑ সুক্ষ্মকোণী ত্রিভূজ (Acute angle triangle ) : যে ত্রিভূজের তিনটি কোণই এক সমকোণ(৯০° ) এর ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভূজ বলে।
❑ স্থূলকোণী ত্রিভূজ (Obtuse angled triangle) : যে ত্রিভূজের একটি কোণ স্থূলকোণ বা এক সমকোণ অপেক্ষা বড় তাকে স্থূলকোণী ত্রিভূজ বলে। কোন ত্রিভূজের একের অধিক স্থূলকোণ থাকতে পারে না।

11/05/2023
Photos from Kitabul islam kitab's post 28/02/2023

বানান মনে রাখার টেকনিক।

Photos from Kitabul islam kitab's post 14/02/2023
26/01/2023

★২৫ বছর পূর্তি পালন করাকে বলে– রজত জয়ন্তী।
★৪০ বছর পূর্তি পালন করাকে বলে –রুবি জয়ন্তী।
★৫০ বছর পূর্তি পালন করাকে বলে –সুবর্ণ জয়ন্তী।
★৬০ বছর পূর্তি পালন করাকে বলে –হীরক জয়ন্তী।
★৭৫ বছর পূর্তি পালন করাকে বলে -প্লাটিনাম জয়ন্তী।
★১০০ বছর পূর্তি পালন করাকে বলে — শতবর্ষ।
★১৫০ বছর পূর্তি পালন করাকে বলে –সার্ধশত বর্ষ।
★২০০ বছর পূর্তি পালন করাকে বলে — দ্বিশত বর্ষ।
collected

24/01/2023

⭕এশিয়া মহাদেশের দেশগুলোর নাম, রাজধানী এবং মুদ্রার নাম সমূহ⭕

নং - দেশের নাম ➖ রাজধানী ➖ মুদ্রার নাম
১। বাংলাদেশ ➖ ঢাকা ➖টাকা
২। ভারত -➖ নয়াদিল্লী ➖ রুপি
৩। পাকিস্তান ➖ ইসলামাবাদ ➖রুপি
৪।শ্রীলংকা➖শ্রী জয়বর্ধনপুরকোট(কলম্বো)➖রুপি
৫। নেপাল➖- কাঠমুন্ডু-➖ রুপি
৬। ভুটান ➖-- থিম্পু --➖ গুলড্রাম
৭। মালদ্বীপ➖- মালে- ➖রুপিয়া
৮। মায়ানমার➖- নাইপিদো- ➖কিয়াত
৯। আফগানিস্তান-➖- কাবুল-➖- আফগানি
১০। ইন্দোনেশিয়া-➖ জাকার্তা➖- রুপিয়া
১১। মালেশিয়া➖- কুয়ালালামপুর-➖ রিঙ্গিত
১২। সিঙ্গাপুর-➖ সিঙ্গাপুর সিটি➖- ডলার
১৩। থাইল্যান্ড- ➖ব্যাংকক➖- বাথ
১৪। ভিয়েতনাম➖- হ্যানয়- ➖ডং
১৫। লাওস ভিয়েন- ➖-তিয়েন-➖- কিপ
১৬। কম্বোডিয়া- নমপেন- রিয়েল
১৭। ব্রুনাই- বন্দর সেরী- ডলার
১৮। পূর্ব তিমুর- ➖দিলি➖- রুপাইয়া
১৯। ফিলিপাইন-➖ ম্যানিলা- ➖পেসো
২০। কাজাকিস্তান- আলমাআতা টেঙোর- টেঙ্গে
২১। কিরগিজিস্তান- বিশবেক- ➖সোম
২২। তাজিকিস্তান➖- দুশানবে- রুবল
২৩। তুর্কমেনিস্তান- আশাখাবাদ- মানাত
২৪। উজবেকিস্তান- তাশখন্দ- সোম
২৫। আজারবাইজান- বাকু- মানাত
২৬। চীন- বেইজিং- উয়ান
২৭। জাপান- টোকিও- ইয়েন
২৮। উত্তর কোরিয়া- পিয়ংইয়ং- ওয়োন
২৯। দক্ষিণ কোরিয়া- সিউল- ওয়োন
৩০। তাইওয়ান- তাইপে- তাইওয়ান ডলার
৩১। মঙ্গোলিয়া- উলান বাটর- তুঘরিক
৩২। বাহরাইন- মানামা- দিনার
৩৩। ইরান- তেহরান- রিয়াল
৩৪। ইরাক- বাগদাদ- দিনার
৩৫। ইসরাইল- জেরুজালেম- শেকেল
৩৬। জর্ডান- আম্মান- দিনার
৩৭। কুয়েত - কুয়েত সিটি - দিনার
৩৮। লেবানন - বৈরুত - পাউন্ড
৩৯। ওমান - মাসকট - ওমানি রিয়াল
৪০। কাতার - দোহা - রিয়াল
৪১। সৌদি আরব - রিয়াদ - রিয়াল
৪২। সিরিয়া -➖ দামেস্ক - ➖পাউন্ড
৪৩। ইয়েমেন➖ - সানা ➖- রিয়াল
৪৪। সংযুক্ত আরব আমিরাত➖আবুধাবি➖দিরহাম
৪৫। তুরস্ক - ➖আঙ্কারা➖ - লিরা
৪৬। ফিলিস্তিন - ➖রামাল্লা➖ - দিনার

23/01/2023

Right form of verbs Short Note:-

Right form of verbs এর চারটি সহজ
সূত্র:
মাত্র ৫ মিনিট মন দিয়ে পোষ্টটি পড়ে
নিচের চারটি সূত্র পারলেই খুব সহজে
Right form of verbs এ চোখ বন্ধ
করে ৫ এ ৫ পাওয়া যাবে।
Article, peroposition, Right form of verbs, connectors, special words এই পাঁচটা টপিক একদম সহজ
এই ২৫ নাম্বারের মধ্যে ২৫
পেতেই হবে। এখন আসি Right form
of verbs এর চারটি সহজ সূত্র নিয়ে:
আমরা জানি, verb এর রুপসূমহ:
1.Base form(V1)-Eat, go
2.Past form(V2)-ate,went
3.Past pa(V3)-eaten,gone
4.S/es form(V1+s/es)-eats,goes..
5.Gerund form-(v+ing)-eating,
going..
6.Infinite form-(to+V1)-to eat,to go..
এবার,
*To Be verb সূমহ:Am,is,are,
was,were,shall be/will be,have
been,has been,shall have been/will
have been.
*To Have Verb সূমহ:Have,has,h
ad,shall have,will have
*To Do verb:Do,Does,Did.
*Model&Semi Model সূমহ:Shall,shou
ld, will,would, can, could,
may,might,must,meed dare,used
to,ought to,am to,are to,is to,was
to,were to,have to,has to,had to
ইত্যাদি।
এতক্ষণ যা দিয়েছি এগুলা একটা ক্লাস
এইটের বাচ্ছাও জানে। তাও তোমাদের
আবার মনে করিয়ে দেওয়ার জন্য
দিয়েছি।এবার আসি মাত্র চার টা সূত্রতে :
সুত্র-১: (Modal Related) অর্থাৎ
প্রশ্নে Modal থাকলেই চোখ বন্ধ
করে উত্তর দিয়ে দিবে।
1.Modal+V1
2.Modal+be+V3
3.Modal+have+V3
উদাহরণ :
1.She might have(hear) the name of
SRK
=heard হবে।
খেয়াল করো,উপরের সূত্রতে বলা
হয়েছে Modal+Have থাকলেই V3
হবে। এজন্য Hear এর জায়গায় Heard
হয়েছে। কারন Might হচ্ছে Modal
আর Might এর পরে Have আছে।
2.It can easily be(solve) within
seconds.
=Solved হবে।এটাও সহজ। উপরে
লেখাই আছে। Modal+be verb
থাকলেই V3 হবে।
Can হচ্ছে Modal,এর সাথে be
আছে এজন্য Solve এর জায়গায়
Solved.
3. They must (following) the rules of
behave..
=follow হবে।কারন উপরে বলাই
আছে শুধু Modal থাকলে V1 হয়।
সূত্র-২:(Do,Does,Did সংক্রান্ত)
1.To Do verb+V1
2.TO Have Verb+V3 হবে।
উদাহরণ দেখলেই বুঝা যাবে।
1. She did not (phoned) me last
night.
= phone হবে, কারন উপরে বলাই
আছে Do verb থাকলেই V1 হয়। Do
verb কোনগুলা একদম সবার উপরে
দেওয়া আছে। আর Do verb
কোনগুলা এটা একটা বাচ্ছাও জানে।
Do,Does,Did ই হচ্ছে Do
verb..ক্লিয়ার?
2.Have yo

23/01/2023

বাংলাদেশের সকল দিবস সমূহ জেনে রাখুন।
-
০১। জাতীয় শিক্ষক দিবস- ১৯ জানুয়ারী
০২। জাতীয় পতাকা দিবস - ২ মার্চ
০৩। বিশ্ব নারী দিবস- ৮ মার্চ
০৪। শিশু দিবস- ১৭ মার্চ
০৫। বিশ্ব আবহাওয়া দিবস- ২৩ মার্চ
০৬। স্বাধীনতা দিবস- ২৬ মার্চ
০৭। বিশ্ব স্বাস্থ্য দিবস- ৭ এপ্রিল
০৮। মুজিবনগর দিবস- ১৭ এপ্রিল
০৯। বিশ্ব মেধা সম্পদ দিবস- ২৬ এপ্রিল
১০। মহান মে দিবস- ১ মে
১১। আন্তর্জাতিক শিশু দিবস- ৪ মে
১২। বিশ্ব মা দিবস- ১৩ মে
১৩। বিশ্ব পরিবার দিবস- ১৫ মে
১৪। বিশ্ব টেলিযোগাযোগ দিবস- ১৭ মে
১৫। নিরাপদ মাতৃত্ব দিবস- ২৮ মে
১৬। বিশ্ব তামাকমুক্ত দিবস- ৩১ মে
১৭। বিশ্ব পরিবেশ দিবস- ৫ জুন
১৮। ছয় দফা দিবস- ৭ জুন
১৯। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস- ১২ জুন
২০। পলাশী দিবস- ২৩ জুন
২১। বিশ্ব সংগীত দিবস- ২১ জুন
২২। জন্ম নিবন্ধন দিবস- ৩ জুলাই
২৩। বিশ্ব সমবায় দিবস- ৭ জুলাই
২৪। মুসক দিবস- ১০ জুলাই
২৫। বিশ্ব জন সংখ্যা দিবস- ১১ জুলাই
২৬। ম্যান্ডেলা দিবস- ১৮ জুলাই
২৭। বিশ্ব বাঘ দিবস- ২৯ জুলাই
২৮। হিরোশিমা দিবস- ৬ আগস্ট
২৯। বিশ্ব যুব দিবস- ১২ আগস্ট
৩০। জাতীয় শোক দিবস- ১৫ আগস্ট
৩১। বিশ্ব স্বাক্ষরতা/ নিরক্ষরতা দিবস- ৮ সেপ্টেম্বর
৩২। জাতীয় আয়কর দিবস- ১৫ সেপ্টেম্বর
৩৩। মহান শিক্ষা দিবস- ১৭ সেপ্টেম্বর
৩৪। শিক্ষক দিবস- ৫ অক্টোবর
৩৫। বিশ্ব ডাক দিবস- ৯ অক্টোবর
৩৬। বিশ্ব খাদ্য দিবস- ১৬ অক্টোবর
৩৭। জাতীয় সড়ক নিরাপদ দিবস- ২২ অক্টোবর
৩৮। জেলহত্যা দিবস- ৩ নভেম্বর
৩৯। সংবিধান দিবস- ৪ নভেম্বর
৪০। সশস্ত্রবাহিনী দিবস- ২১ নভেম্বর
৪১। মুক্তিযুদ্ধা দিবস/ বিশ্ব এইডস দিবস- ১ ডিসেম্বর
৪২। রোকেয়া দিবস- ৯ ডিসেম্বর
৪৩। বিশ্ব মানবাধিকার দিবস- ১০ ডিসেম্বর
৪৪। শহীদ বুদ্ধিজীবী দিবস- ১৪ ডিসেম্বর
৪৫। বিজয় দিবস- ১৬ ডিসেম্বর
৪৬। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২১ ফেব্রুয়ারি
৪৭। সুন্দরবন দিবস - ১৪ ফেব্রুয়ারি
৪৮। জাতীয় আয়কর দিবস- ৩০ নভেম্বর
৪৯। মূসক দিবস- ১০ ডিসেম্বর।

collected

23/01/2023

মুক্তিযুদ্ধ নিয়ে 20 টি প্রশ্ন
১. প্রশ্ন : কোন বীরশ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি?
উত্তর : বীরশ্রেষ্ঠ রুহুল আমীনের।
২. প্রশ্ন : কোন বীরশ্রেষ্ঠের কোনো খেতাবি কবর নেই?
উত্তর : বীরশ্রেষ্ঠ রুহুল আমীনের।
৩. প্রশ্ন : কোন বীরশ্রেষ্ঠের কবর পাকিস্তান থেকে দেশে এনে সমাহিত করা হয়েছে?
উত্তর : বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের।
৪. প্রশ্ন : বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর কোথায় ছিল?
উত্তর : পাকিস্তানের করাচির মাশরুর বিমান ঘাঁটিতে।
৫. প্রশ্ন : কোন বীরশ্রেষ্ঠের কবর বাংলাদেশে ছিল না?
উত্তর : বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের।
৬. প্রশ্ন : বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর কোথায় ছিল?
উত্তর : ভারতের আমবাসা এলাকায়।
৭. প্রশ্ন : দু’জন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম কী?
উত্তর : ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি।
৮. প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত ইতালির নাগরিকের নাম কী?
উত্তর : মাদার মারিও ভেরেনজি ( ইতালির নাগরিক )
৯. প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি কে?
উত্তর : হোসাইল হেমার ওয়াডার, অষ্ট্রেলিয়া।
১০. প্রশ্ন : বাংলাদেশে সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা কে?
উত্তর : শহীদুল ইসলাম লালু বীর প্রতীক।
১১. প্রশ্ন : ভারত-বাংলাদেশ যৌথবাহিনী গঠন করা হয় কবে?
উত্তর : ২১ নভেম্বর ১৯৭১।
১২. প্রশ্ন : ভারত-বাংলাদেশ যৌথবাহিনী কবে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে?
উত্তর : ৬ ডিসেম্বর ১৯৭১।
১৩. প্রশ্ন : ভারত-বাংলাদেশ যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ কে ছিলেন?
উত্তর : জেনারেল জগজিৎ সিং অরোরা।
১৪. প্রশ্ন : মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তর : রেসকোর্স ময়দানে।
১৫. প্রশ্ন : জেনারেল এ কে নিয়াজী কার কাছে আত্মসমর্পণ করে?
উত্তর : জেনারেল জগজিৎ সিং অরোরার।
১৬. প্রশ্ন : জেনারেল নিয়াজী আত্মসমর্পণের
সময় পাকিস্তানের সৈন্যবাহিনীর সংখ্যা কত ছিল?
উত্তর : ৯৩ হাজার।
১৭. প্রশ্ন : কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের
জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন?
উত্তর : আবদুস সাত্তার।
১৮. প্রশ্ন : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্র নামক কথিকা কে পাঠ করতেন?
উত্তর : এম আর আখতার মুকুল।
১৯. প্রশ্ন : বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম মৃত্যুবরণ করেন কে?
উত্তর : আব্দুর রউফ , ৮ এপ্রিল ১৯৭১।
২০. প্রশ্ন : বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষে মৃত্যুবরণ করেন কে?
উত্তর : মহিউদ্দিন জাহাঙ্গীর, ১৪ ডিসেম্বর ১৯৭১
co

23/01/2023

👉গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান।

-
১। সংসদে সাংবাদিকদের আসন কতটি ?
উত্তরঃ ৮০টি
২। ১৪৪ ধারা কি ?
উত্তরঃ মানুষ চলাচল এবং আচরণের কর্মকান্ডের নিষেধজ্ঞা
৩। তিতুমীর কে ছিলেন?
উত্তরঃ ইংরেজদের বিরুদ্ধে প্রথম শহীদ বাঙ্গালী বীর
৪। উয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত ?
উত্তরঃ নরসিংদী
৫। দেশের ১১তম শিক্ষা বোর্ড কোথায় হতে যাচ্ছে ?
উত্তরঃ ময়মনসিংহ
৬। বাংলাদেশের সরকারি নাম ইংরেজিতে লিখুন?
উত্তরঃThe people’s Republic of Bangladesh
৭। গ্রীনিচ থেকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ ৯০ ডিগ্রি পুর্ব দিকে।
৮। বাংলাদেশের কোন জেলায় মধুপুর ও ভাওয়াল গড় অবস্থিত?
উত্তরঃ টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর।
৯। বাংলাদেশের কোন জেলা সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত?
উত্তরঃ দিনাজপুর।
১০। ঢাকার প্রতিপাদ স্থান কোথায়?
উত্তরঃ চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে।
১১। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ কত?
উত্তরঃ ৭১১ কি.মি.
১২। সোয়াচ অব নো গ্রাউন্ড কি?
উত্তরঃ বঙ্গোপসাগরে অবস্থিত একটি খাত(প্রস্থ ১৪ কি মি)
১৩। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নামসহ উচ্চতা কত?
উত্তরঃ তাজিংডং বা বিজয়, ১২৩১ মিটার বা ৪০৩৯ ফুট।
১৪। আয়তনের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বে কত?
উত্তরঃ ৯৪তম (দক্ষিন এশিয়ার ৫ম)
১৫। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসিমা কত?
উত্তরঃ ১২ নটিক্যাল মাইল।
১৬। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তি জেলা কতটি?
উত্তরঃ ৩০টি
১৭। পার্বত্য চট্টগ্রামের জেলা কতটি?
উত্তরঃ ৩টি।
১৮। পার্বত্য চট্টগ্রামের কোন জেলার সাথে ভারতের সীমানা নেই?
উত্তরঃ বান্দরবান।
১৯। ঢাকার সাথে নদী পথে কোন জেলার সরাসরি যোগাযোগ নেই?
উত্তরঃ রাঙ্গামাটি।
২০। বরিশাল বিভাগের জেলার সংখ্যা কত?
উত্তরঃ ৬টি।
২১। বাংলাদেশের সর্বপূর্বে স্থানের নাম কি?
উত্তরঃ আখাইন্ঠং
২২। বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় থানা কোনটি?
উত্তরঃ শ্যামনগর (সাতক্ষিরা)
২৩। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ছিটমহল বিনিময় চুক্তি কার্যাকর হয় কবে?
উত্তরঃ ১ আগষ্ট, ২০১৫ইং
২৪। ছিটমহল বেষ্ঠিত জেলা বলা হয় কোন জেলা কে?
উত্তরঃ লালমনিরহাট
২৫। কোন পাহাড় হিন্দুদের তীর্থস্থানের জন্য বিখ্যাত?
উত্তরঃ চন্দ্রনাথ পাহাড়(সীতাকুন্ড, চট্টগ্রাম)
২৬। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপটির নাম কী এবং বর্তমানে মালিকানা কোন দেশের?
উত্তরঃ দক্ষিন তালপট্টি দ্বীপ, ভারত
২৭। নিঝুম দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত?
উত্তরঃ মেঘনা (নোয়াখালী)

Want your business to be the top-listed Shop in Dinajpur?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Dinajpur, Ghoraghat
Dinajpur