Voice of HSTU

Love your life...❤️

19/02/2024

এটা কি ছিলো....😂😂

18/02/2024

"আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত।এর পর কোন গুলি হলে তা ছাত্রকে না লেগে যেন আমার গায়ে লাগে।"
-শহীদ শামসুজ্জোহা স্যার।
শিক্ষক,রাজশাহী বিশ্ববিদ্যালয়

18/02/2024

Search Results for
poet and poem
Filters
Poet and Poem
Education · Always open · 285K followers
কবি মুহাম্মদ বেলাল প্রতিষ্ঠাতা,পরিচালক- Poet And Poem
10+ posts in the last 2 weeks
Poet and Poem
January 19 at 6:56 PM
·
আমি চিরতরে দূরে চলে যাব
- কাজী নজরুল ইসলাম
আমি চিরতরে দূরে চলে যাবো
তবু আমারে দিবোনা ভুলিতে,
আমি বাতাস হইয়া, জড়াইবো কেশ
বেনী যাবে যবে খুলিতে।
তোমার সুরের নেশায় যখন
ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন,
রোদন হইয়া আসিব তখন
তোমারো বক্ষে দুলিতে।
আসিবে তোমার পরম উৎসব
কত প্রিয়জন, কে জানে
মনে পড়ে যাবে কোন সেই ভিখারী
পাইনি ভিক্ষা এখানে।
তোমার কুঞ্জ পথে যেতে হায়
চমকে থামিয়া যাবে বেদনায়
দেখিব কে যেন মরে পড়ে আছে
তোমার পথের ধূলিতে।

Poet and Poem
1d
·
একবার বাংলা একাডেমিতে তরুণ লেখক প্রকল্পে আল মাহমুদকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে ২০-৩০জন তরুণ লেখক তোলপাড় শুরু করে দেন, আল মাহমুদকে বাংলা একাডেমিতে ঢুকতে দেওয়া হবে না। তার কারণ— আল মাহমুদ ধর্মান্ধ। কট্টর ইসলামপন্থি, জামায়াত শুভাকাঙ্ক্ষী। বাংলা একাডেমির তৎকালীন প্রকল্প-পরিচালক মুহম্মদ নুরুল হুদা তখন সবাইকে শান্ত হতে বললেন এবং অনুরোধ করেন তাঁরা যেন আল মাহমুদের সাথে লেখকসুলভ আচরণ করেন। প্রয়োজনে তাঁর মতাদর্শ নিয়ে তাঁর সামনেই প্রশ্ন করে লেখকের সাথে লেখকের তর্কে বিষয়টি উত্থাপিত করতে অনুরোধ করেন পরিচালক। এবং এ-ও বলেন ‘তোমরা কি রাজনৈতিক কর্মী? লেখকের মতো করে তাকে মোকাবেলা করো।’
কিন্তু না, আন্দোলনকারীরা একাট্টা, কিছুতেই ঢুকতে দেওয়া হবে না আল মাহমুদকে। এরকম একটি অবস্থার মধ্যে আল মাহমুদ এলেন বাংলা একাডেমিতে। হট্টগোলের মধ্যে দিয়ে তিনি ঢুকলেন। সবার-পূর্ব প্রস্তুতি ছিল যে, তাঁকে বাক্যবাণে জর্জরিত করা হবে। কিন্তু তিনি আসার পর যখন বক্তৃতা শুরু করলেন, ১০ মিনিটের মধ্যেই সবাই শান্ত হয়ে গেল। মন্ত্রমুগ্ধের মতো সবাই শুনতে লাগলেন এই কবির কথা। এমনকি বক্তৃতা শেষ হওয়ার পর যাঁরা তাঁকে আসতে দেবেন না বলে ঘোষণা দিয়েছিলেন, তাঁরাই কাছে গিয়ে ফোন নম্বর, অটোগ্রাফ এবং বাসার ঠিকানা নিতে শুরু করলেন।
এই ঘটনা বলার কারণ হলো, স্বাধীনতা-পরবর্তী সময় ধরে সাহিত্য অঙ্গনে আল মাহমুদকে নিয়ে এক ধরনের ঘৃণার চর্চা হচ্ছে। তা হলো— আল মাহমুদ ধর্মান্ধ, কট্টর জামায়াত শুভাকাঙ্ক্ষী। এসব বলে তাঁর ব্যক্তিজীবন নিয়ে সেকুলার পাড়ায় যতখানি আলোচনা সমালোচনা হয় সেটার বিপরীতে বিন্দু পরিমাণ সাহিত্যকর্ম নিয়ে আলোচনা হয় না।
আল মাহমুদ বাংলা সাহিত্যে যে অবদান রেখে গেছেন, তার জন্য তাকে একটিমাত্র লেখায় বর্ণনা করা একেবারেই অসম্ভব। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের জাতীয় আত্মপরিচয় গড়ে তোলার একেবারে নেপথ্যে যারা ছিলেন তাঁদের মধ্যে আল মাহমুদ একজন। আর বায়ান্নর ভাষাশহীদদের স্মরণে তাঁর লেখা বিখ্যাত কবিতার মতো গভীর ডেফিনেশন কবিতা দ্বিতীয় কেউ লিখতে পারেনি এবং ভবিষ্যতে পারবে কি না তা হয়তো ভবিষ্যত-ই বলে দেবে!
হুমায়ূন আহমেদ যদি আধুনিক বাংলা গদ্যসাহিত্যের রাজা বলা যায়, তাহলে আল মাহমুদ নিঃসন্দেহে কবিতার জগতে একচ্ছত্র সম্রাট।
তবে বলতে হয় কবি যতটা সম্মানের প্রাপ্য তা আমরা তাঁকে দিতে পারিনি। তার প্রাপ্য সম্মানটুকু যে তিনি পাননি; তা কবিরও ধারণা ছিল একরকম। তাঁর প্রবন্ধ সঙ্কলন ‘সাহসের সমাচার’ গ্রন্থে তিনি এ কথাটি-ই বলেছেন এভাবে-
‘তোমরা আমাকে বোঝোনি। আমি বলি না বুঝবে না, বুঝবে। তবে তখন আমি আর থাকব না। তবে এটা মনে রেখো, বাংলা সাহিত্যে যারা কিছু করতে চাও, আমাকে তোমার পাঠ করতেই হবে। এটা আমার আত্মবিশ্বাস।’
কষ্ট করে নিজেই নিজের জায়গা তৈরি করেছেন। তার জন্য নানা ঘাত-প্রতিঘাত মোকাবেলা করতে হয়েছে। একবার এক সাক্ষাৎকারে কবি অভিমানের সুরে বলেছিলেন, ‘আমার কাঁধে বিরাট সংসার। আমার রোজগার দিয়ে ছেলেমেয়েদের বড় করতে হয়েছে। ভালো কোনো চাকরি আমাকে কেউ দেয়নি। প্রচুর শ্রম দিতে হয়েছে। নানা ধরনের গদ্য লিখতে চেয়েছিলাম। কিন্তু করতে পারলাম না। বন্ধুদের, কবিদের দেয়া মানসিক চাপ উপেক্ষা করে সমাজে জায়গা করে নিতে হয়েছে আমাকে। কেউ কোনো স্পেস আমাকে দিতে চায়নি। অনেক ধাক্কা খেয়েছি, মুক্তিযুদ্ধ করেছি, জেলও খেটেছি। আমাকে বলো, একজন কবি আর কী কী করতে পারে? আমাকে স্বাধীনতা পদক দেয়া হয়নি। এখন কোনো কিছুতেই আমার আর আফসোস নেই।’
শেষের সময়ে এসে তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে নানা জনের নানান মত ও বিতর্ক ছিল। এসব বিতর্কের ঊর্ধ্বে আল মাহমুদের কবিসত্তা! কারণ, তাঁর বড় পরিচয় তাঁর কবিতা। তিনি কবি এবং কবি।
খোদার কাছে কবির পরম ইচ্ছে ছিল, শুক্রবারে কোনো এক সময় যেন মৃত্যুর ডাক আসে! ‘স্মৃতির মেঘলাভোরে’ কবিতায় কবি বলেছিলেন-
‘কোনো এক ভোরবেলা, রাত্রি শেষে শুভ শুক্রবারে
মৃত্যুর ফেরেশতা এসে যদি দেয় যাওয়ার তাকিদ
অপ্রস্তুত এলোমেলো এ গৃহের আলো অন্ধকারে
ভালো-মন্দ যা ঘটুক মেনে নেবো এ আমার ঈদ।’
কোনো এক শুক্রবার যদি মৃত্যু এসে ‘যাওয়ার তাকিদ’ দেয় তাহলে সেই মৃত্যুকে তিনি ‘ঈদ’ হিসেবে সানন্দে গ্রহণ করবেন। তাই তো খোদা তার আরজি কবুল করেছেন, মৃত্যুর ফেরেশতা শুক্রবারেই তাঁকে নিয়েছেন।

গত ১৫/২/২০২৪ কবির মৃত্যুবার্ষিকী ছিলো।
আল্লাহ তা’য়ালা যেনো তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
সৌজন্য এবং লিখা কৃতজ্ঞতা -জনাব ফরিদ উদ্দীন রনি।
ছবির কপিরাইট - এসএম সাইফুল ইসলাম।

17/02/2024

মানুষ যখন আশাহত হয়, ভীষণভাবে ভেঙে পড়ে, তখন বদ্ধ পুকুরের জলের মত নিরব হয়ে পড়ে। যে কান্না গভীর, যে বেদনা অতল, তার কষ্ট কেউ দেখে না। অল্প শোকের মাতম বেশি, অল্প সুখের উচ্ছ্বাস বেশি। যে দুঃখ অধিক, যে সুখ গভীর, তার কোনো শব্দ থাকে না। অধিক দুঃখী শব্দ করার শক্তি পায় না। অধিক সুখী সুখের সর্বোচ্চ উপভোগের জন্যই নিরবতা ধারণ করে। পৃথিবীতে তারাই সৌভাগ্যবান, যাদের এই নিরবতার ভাষা পড়তে পারার মত সুন্দর মানুষ থাকে, হোক সেটা শোকের কিংবা সুখের।

✍️টুকি

16/02/2024

প্রথম ৭০-৮০ টা বছর মাত্র😴🥹

11/02/2024

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অফিসে যারা বলেন "লাঞ্চের পরে আসেন" সেসব কর্তা ব্যাক্তিদের জি.আই পন্য হিসেবে স্বীকৃতি দেওয়া হোক।
©️

11/02/2024

Caption কমেন্ট করে জানান?

08/02/2024

দিনাজপুরের #আলুর_ডাল কে GI পন্য করা যায়না?
🫥🫥🫥

08/02/2024

এই প্রথম দেখলাম কেউ চুরি করে ধন্যবাদ পাচ্ছে!

08/02/2024

Voice of HSTU পেইজের এর এডমিন প্যানেল কর্তৃক রচিত কিছু জগৎবিখ্যাত বই:

Voice ও HSTU
আরো Voice ও আরো HSTU
আবারো Voice ও আবারো HSTU
তবুও Voice ও তবুও HSTU
যখন Voice তখন HSTU
যেরকম Voice সেরকম HSTU
যেটুকু Voice সেটুকু HSTU
আহা Voice উহু HSTU
এবং
ওগো Voice কিগো HSTU

07/02/2024

Rose day, chocolate day, kiss day, Taddy day বলতে কিছু নাই। হাবিপ্রবিয়ানদের জন্য প্রতিদিনই CT day, Assignment day, Presentation day, Semester day, Pera day!

✍️টুকি (এগ্রি)

06/02/2024

-- আমরা এমন কিছু শিক্ষকের কাছে পড়াশোনা করি,যারা ধর্ষককেও শেল্টার দেয়!যাদের কাছে ধর্ষন একটা মামুলি ব্যপার। উনারা হয়তো মনে করেছে কোনো একটা গার্মেন্টস কর্মীকে তো রেইপ করায় যায়,এটা আর কী এমন! তাদের মুখের সামনে বলে আসলাম, স্যার আপনাদের ক্লাস আর করবো না।আপনারা শিক্ষকতা করার নৈতিক যোগ্যতা হারিয়েছেন।
যদিও তারা মুখে বলেছে ধর্ষকদের গ্রেফতারে থানা-পুলিশকে তারা সকল ধরনের সহযোগিতা করবেন।

-- তারপর হলের কিছু গরুর পাল আছে, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই কেইসটাকে ভ্যালিডিফাই করার চেষ্টা করছিল।এই ভেবে লজ্জা লাগছে যে তাদের সাথে আমাদের ক্লাস করতে হয়,উঠতে-বসতে হয়।

-- লম্বা,সুন্দর কিছু পলিটিক্যাল অছাত্র আছে,যারা ক্যাম্পাসের অনেক মেয়ের হার্টথ্রোব।দেখতে সুন্দর হলেও,এরা ভিতর ভিতর একেকটা রেপিস্ট।সো সাবধান!

----আহসান লাবিব
(জাবিতে ঘটে যাওয়া ধর্ষ*ণ সম্পর্কে লেখা)

06/02/2024

টাকা আর ক্ষমতা থাকলে কাজের মেয়েকে বেলকনি থেকে ফেলে মা*রা যায়।
তাও আবার It’s 3rd time.

06/02/2024

#আত্মপলোব্ধি

১. ভর্তি পরীক্ষায় পছন্দের ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার চেয়ে আসলে পছন্দের চাকরি পাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। পছন্দের জায়গায় আমরা লেখাপড়া করি সর্বোচ্চ ৫/৬ বছর কিন্তু চাকরি টা করতে হয় মোর অর লেস ৩০ বছর।

২. প্রচণ্ড অহংকারী মানুষ মাত্রই প্রচণ্ড হিংসুটে মানুষ।
( আল্লাহ তায়ালা অহংকারী কে ঘৃণা করেন; চরিত্রের এই ভয়ংকর দুর্বলতা থেকে আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুক...)

৩. যার যতটুকু যোগ্যতা আছে, আল্লাহ তায়ালা তাকে ততটুকুই দেন। তিনি কাউকেই সাধ্যের অতিরিক্ত বোঝা চাপান না। আল্লাহ তায়ালার ফয়সালায় আমাদের সবসময়ই সন্তুষ্ট থাকা উচিত কারণ এটার মধ্যেই আমাদের জন্য সর্বোচ্চ কল্যাণ নিহিত আছে।

৪. সাময়িক ব্যার্থতা কখনোই একজন মানুষকে সামগ্রিকভাবে ডিফাইন করে না। যার মেধা আছে, একসময় না একসময় সে উঠে দাঁড়াবেই।

📩
টুকি(এগ্রি)

02/02/2024

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের সময়সূচি ২০২৪
মোটামুটি সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম থাকলেও হাবিপ্রবি নেই ব্যাপারটা কতটুকু ব্যাথিত করে?🥲
#১৭পৃষ্টা

02/02/2024

ভাষার মাসে ইংলিশ মিডিয়াম স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল করা হোক।

02/02/2024

না আছে সেমিস্টার ব্রেক, না আছে প্রিপারেটরি লিভ।
সারাবছর সারাক্ষণ ক্লাস চলে।
তারপরও সেশন জটের কবলে পরি আমরা।
আমরা কি তবে বেশি শিখি? 🤔

01/02/2024

ইউনেস্কোর 'দ্যা ওয়ার্ল্ড একাডেমী অব সাইন্সেস' এর হোমপেজে হাবিপ্রবি।
বিস্তারিত কমেন্টে👇👇

01/02/2024

উদ্ভাবন হয়েছে এই দুটি জাতের মিষ্টি কুমড়া।
#১৭পৃষ্টা

31/01/2024

আসলেই তো!!

30/01/2024

আজ বিশ্ব অটোপাশ দিবস,
২০২১ সালের এই দিনে এইচএসসি ২০২০ ইতিহাসে প্রথম অটোপাশ পেয়েছিল।
সকল অটোপাশ প্রাপ্ত শিক্ষার্থীদের এই দিনের শুভেচ্ছা। :)
©️

30/01/2024

জাতীয় বিশ্ববিদ্যালয় ২৭ লক্ষ শিক্ষার্থী নিয়েও ২য় বারের মতো সমাবর্তন আয়োজন করতেছে,
আর আমরা ১০ হাজার স্টুডেন্ট নিয়েও করতে পারিনা।
😐😐😐

29/01/2024

সব ব্যাচেই এক বা একাধিক শরীফা থাকে,
যারা সবসময় মেয়েদের পিছনে পিছনে ঘুরে।
😬😬

29/01/2024

সাধু সাবধান!!

নিউরোসায়েন্সেস হাসপাতালের আউটডোরে রোগী দেখছি। বেশ চাপ। মাথাব্যথা নিয়েই বেশিরভাগ রোগী আসেন। বেলা ১২টার দিকে ২৪-২৫ বছরের একটা ছেলে আসে। আমি বসতে বললাম।
বসার পর জিজ্ঞেস করলাম, সমস্যা কি? মাথাব্যথা?
ছেলেটা নির্মোহ গলায় বলল, আমি এইডসে আক্রান্ত।
ছেলেটার মধ্যে কোন ভাবান্তর দেখলাম না। ওর এইডস হয়েছে শুনে আমিই ভয়ে কুকড়ে গেলাম। কারণ আমার ১৪-১৫ বছরের চিকিৎসক জীবনে এ-ই প্রথম এইডস আক্রান্ত কোন রোগী দেখলাম। তাছাড়া ছেলেটার বয়স কম। ওর ভবিষ্যৎ চিন্তা করেও আমি মনে মনে খুব বিচলিত হয়েছিলাম।
আমি বললাম, এটা তো নিউরোলজিকাল হাসপাতাল। আপনাকে যেতে হবে মহাখালী।
ছেলেটা বলল, আমি বিএসএমএমইউ-তে দেখিয়েছি। তারা কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছে। ওখানে টাকা অনেক বেশি লাগে তাই সরকারি হাসপাতালে এসেছি।
পরীক্ষাগুলো লিখে ছেলেটাকে বিদায় দিলেই পারতাম। কিন্তু ছোটবেলা থেকেই আমার মানুষের জীবনের ঘটনা জানার আগ্রহ খুব।
আমি জিজ্ঞেস করলাম, এইডস হয়েছে জানলেন কিভাবে? পরীক্ষায় ভুল আসে নি তো?
ছেলেটা বলল, কিছুদিন আগে তার সিফিলিস ধরা পড়ে। চিকিৎসায় ভালো হয়। এ-র মাস ছয়েক পর কি মনে করে আশার আলো নামক এক এনজিও-তে গিয়ে পরীক্ষা করতে গিয়ে প্রথমে ধরা পড়ে তার এইডস। পরে বিএসএমএমইউ -তে আরোও পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়েছে।
কেন ছেলেটা এইডস আক্রান্ত হয়েছে তা জানার জন্য আমি বললাম, শরীরে কখনো রক্ত দিতে হয়েছে?
এত নিষ্পাপ একটা চেহারা খারাপ কিছু মাথায় আসছিলো না।
সে খুব নির্মোহ ভাবে বলল, আমি হোমোসেক্সুয়াল।
আমি দ্বিতীয় বারের মত ধাক্কা খেলাম।
তার সাথে কথা বলে যা জানলাম তাহলো সে ছোটবেলা থেকেই একটু অন্যরকম ছিলো। ছেলে হলেও সে মেয়েদের প্রতি আকর্ষণ অনুভব করত না। এভাবেই বড় হচ্ছিলো। পরে উত্তরবঙ্গের হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার জন্য ভর্তি হয়। মেসে থেকে লেখাপড়া করত। মেসের পাশে পায়ের দোকানে একদিন পরিচয় হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের এক শিক্ষকের সাথে। সে শিক্ষক খুব স্মার্ট, আধুনিক মানসিকতার। কথাবার্তায়ও বেশ।
ছেলেটার সে শিক্ষককে ভালো লাগে। তাদের সাথে ফোনালাপ চলতে থাকে। একসময় তাদের মধ্যে ভাব-ভালবাসা হয়। তা পরিনত হয় শারীরিক সম্পর্কে। প্রায় ৫ বছর চলে সে সম্পর্ক।
চারুকলার সে শিক্ষক পরিবার এতটাই আধুনিক যে, ছেলেটাকে তার বাসায় নিয়ে যায়।বাবা-মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। তারা একসাথে থাকবে বলে ঠিকও করে। ছেলেটা পড়াশুনা শেষ করে ঢাকায় চলে আসে। বেশ ভালোই চলছিলো দিনগুলো।
মাস ছয়েক আগে হঠাৎ করে ছেলেটা সিফিলিসে আক্রান্ত হয়। চিকিৎসা করানোর পাশাপাশি সেই শিক্ষককে জানান। এটা জানার পর থেকে সে শিক্ষক তাকে এড়িয়ে চলা শুরু করে। চিকিৎসায় সিফিলিস ভালো হলেও আগের সম্পর্ক আর ভালো হয় না। বেশ কয়েকবার ও-ই শিক্ষকের সাথে দেখা করার চেষ্টা করেও ব্যর্থ হয় সে। এমনকি তাকে মেরে বাসা থেকে বের করে দেয়া হয় কয়েকবার।
ছেলেটা একা, অসহায় হয়ে পরে। এখন সে জানতে পারে সে এইডসে আক্রান্ত। কিভাবে চিকিৎসা করাবে তা নিয়ে চিন্তিত।
এখন তার উপলব্ধি কি জানতে চাইলে ছেলেটা জানায়, আমি মারাত্মক ভুল করেছি। আমার জীবনটা শেষ হয়ে গেল। আমি ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম। স্মার্ট, সমাজের চোখে আলোকিত ও আধুনিক মানসিকতার মানুষের ভেতরটা যে কতটা অন্ধকার তা এখন হারে হারে টের পাচ্ছি। কুৎসিত মানসিকতার মানুষটি দ্বারা আজ আমি এইডসে আক্রান্ত।
কিভাবে নিশ্চিত হলেন আপনি তার দ্বারাই আক্রান্ত?
ছেলেটা বলে, আমি অন্য কারোও সাথে কখনই জড়িত হয় নাই। ও-ই শিক্ষক পিএইচডি করার জন্য চয়নায় ছিলো কিছু দিন। আমার মনে হয় সেখানেই সে আক্রান্ত হয়েছে। উনি আসলে জানেন উনি এইডসে আক্রান্ত। না হলে আমার সিফিলিস হয়েছে শোনার পর কেন আমাকে ছুড়ে ফেলে দিলেন?
এ বিকৃত সমাজের লোকদের ব্যবহার শুরুতে অত্যন্ত অমায়িক, ফেরেশতাদের মত হলেও এদের ভেতরটা অত্যন্ত জঘন্য, কুৎসিত।
তার কাছে জানতে চাই সমাজে এমন বিকৃত মানসিকতার মানুষের হার কেমন?
ছেলেটা জানায়, এ হার কিন্তু কম নয়। তবে বেশিরভাগই বিকৃত যৌনাচারের জন্য এমন করে।
এলজিবিটিকিউ আন্দোলন নিয়ে জানতে চাইলে ছেলেটা জানায়, আমি এ ধরনের মিটিং সিটিং এ খুব কমই গেছি। তারা আসলে যা চায় তা অবাধ যৌনাচারের স্বাধীনতা।
ছেলেটাকে একটা অনুরোধ করলাম, প্লিজ কাউকে সংক্রমিত করবেন না।
ছেলেটা মাথা নেড়ে সায় জানিয়ে চলে গেলো। আমি নিরবে দীর্ঘশ্বাস ছাড়লাম শুধু।
-ডা.হুমায়ুন কবির হিমু

28/01/2024

আপনার ডিপার্টমেন্ট এর কোন স্যার এমন মারধোর না করলেও বিহ্যাব,পরীক্ষার রুমে, ভাইবায় কঠোর ? ছদ্মনামে বুঝিয়ে দেন !!🤦‍♂️
#১৭পৃষ্টা

28/01/2024

আজ একটা গার্লফ্রেন্ড নেই বলে শিশির ভেজা সকালে ঘন কুয়াশার মধ‍্যে Morning Work করতে পারি না।🥺
#নিশাচর

27/01/2024

From the roof of Academic Building- 4

Voice of HSTU x Sad Abdullah Alam Sazib

27/01/2024

প্রশান্তি...❤️​

27/01/2024

Focus on Education🫡

From:
Student of HSTU
Session 2019-20

27/01/2024

🤷‍♂️

Want your school to be the top-listed School/college in Dinajpur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

এটা কি ছিলো....😂😂
From the roof of Academic Building- 4Voice of HSTU x Sad Abdullah Alam Sazib
প্রশান্তি...❤️​#studmuffin
Focus on Education🫡From: Student of HSTUSession 2019-20
কারার ওই  লৌহ কপাট...
23 batch to 22 batch!😶
এভাবে #Practical_Class করা থেকে বিরত থাকুন।বলা তো যায়না, কখন কি হয়ে যায়।পরে আবার বলিয়েননা সতর্ক করা হয়নি।🫥🫥
HSTU..........................The winter heaven!Let's celebrate from under the blanket.🥶
বিয়ে করাই দেন....🥺🥺
একটি সফল স্টাডি ট্যুরের পেছনের গল্প।Faculty of Fisheries (13th Batch)HSTU-17#Repost
'ভাই আগুন লাগসে আপনি বের হোন।আমার স্ত্রী মারা গেছে সন্তান মারা গেছে আমি বেঁচে কি করবো?'আজ রাত নয়টায় বেনাপোল এক্সপ্রেস এ ...
ববিতা তুমি কার😕Performance: Md. Tasnimul Hasan Plabon #studmuffin

Website

Address

Dhaka-Dinajpur Highway
Dinajpur
DINAJPUR-5200

Other Colleges & Universities in Dinajpur (show all)
Nunais Darul Ulum Qaumi Madrasa Nunais Darul Ulum Qaumi Madrasa
Dinajpur, 1

Alhamdulillah

Fariya akhter mim Fariya akhter mim
Dinajpur

��Hart teaching Love��

Royal Star Royal Star
Dinajpur

Man is mortal bro.. @Royal Family

মাওলানা মাসুম বিল্লাহ মাওলানা মাসুম বিল্লাহ
বরিশাল
Dinajpur, 01742143403

নামাজ ছেড়ে দিওনা বন্ধু এপারের জীবনের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর 🙏

Study Anytime Study Anytime
Dinajpur

এই পেজে বাউবির বিএ/বিএসএস কোর্সের সাজ?

Alif Mahmud Fans Alif Mahmud Fans
Dinajpur

পায়ে হেঁটে হজ্জ পথযাত্রী

Setabgonj Govt. Pilot Model High School Setabgonj Govt. Pilot Model High School
Setabgonj, Bochagonj
Dinajpur, 5216

Setabgonj Govt. Pilot Model High School

Allah büyüktür Allah büyüktür
Dinajpur

Allah is Great

Md Limon khan Md Limon khan
Dinajpur

All time Support paben But support korle

Mxfb parvej Mxfb parvej
Dinajpur