আম.কম

আম.কম

১০০% কেমিক্যাল মুক্ত দিনাজপুরের আম্র?

19/06/2022

আম.কম এর পক্ষ থেকে ২০২২ সালে আমের সিজনে স্বাগতম। আমাদের আম সাপ্লাই শুরু হয়েছে। এখন পাওয়া যাচ্ছে রংপুরের ঐতিহ্য "হাঁড়িভাঙা" আম। ক্যামিকেলমুক্ত আমের জন্য দ্রুত অর্ডার করতে যোগাযোগ করুন- মোহাম্মদ ইমরান ইউসুফ
01773257322 (এই নাম্বারেই whats app)

Photos from আম.কম's post 05/07/2021

আম.কম এর আম্রপালি আমের কথা সবার জানা আছে। এ বছর করোনা ও লকডাউনের কারণে বেশ কিছুদিন আম সাপ্লাই বন্ধ আছে। অনেক বন্ধু, শুভাকাঙ্খী খোঁজ নিচ্ছেন আম কবে পাঠাবো। এই লকডাউনে আমের চেয়ে ভালো নাস্তা আর কি হতে পারে। বাড়িতে বসে কিছু করার না থাকলেও আমের আটি চোষাটাও নাকি একটা কাজ। যাহোক, আম্প্রপালি আম যদি কেউ খেতে চান, তাহলে বৃহস্পতিবার অর্থ্যাৎ ৮ জুলাই পর্যন্ত আমের অর্ডার নেয়া হবে। নূন্যতম অর্ডার ২০ কেজি। সকল খরচসহ প্যাকেজ ২,০০০/- (আম+ক্যারেট+কুরিয়ার চার্জ+লোকাল ট্রান্সপোর্টেশন+প্যাকেজিং+বিকাশ চার্জ) ঢাকায় যদি কেউ হোম ডেলিভারি সার্ভিস চান, তাহলে অতিরিক্ত ৫০০/- টাকা যুক্ত হবে। সকল আম এসএ পরিবহনে পাঠানো হবে। ১০ জুলাই আম কুরিয়ার করা হবে।

বি.দ্র: আপনার ঠিকানা, মোবাইল নম্বর ইনবক্স করুন। এবং অর্ডার কনফার্ম করতে আগেই টাকা পরিশোধ করতে হবে। ১০ তারিখের পর আর কোনো আম ডেলিভারি করা হবে না। তাই দ্রুত যোগাযোগ করুন ইনবক্সে অথবা হোয়াটস্ এ্যাপ: 01717013766

Photos from আম.কম's post 17/06/2021

আপাতত মিসরিভোগ আম ৫ দিনের জন্য অর্ডার নেয়া বন্ধ আছে। এখন অর্ডার নিচ্ছি রংপুর বদরগঞ্জের বিখ্যাত হাড়িভাঙা আমের। নূন্যতম অর্ডার ১ ক্যারেট (২০ কেজি)
যারা হাড়িভাঙা আম খেতে পছন্দ করেন, তারা আর দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন। প্যাকেজ পূর্বের ন্যায়, ২০০০/- (সকল খরচ মিলে)

13/06/2021

আর কিছুদিনের মধ্যে দিনাজপুর জেলার অন্যতম লোভনীয় আম মিসরীভোগ শেষ হয়ে যাবে। যারা এখনও এই আমের স্বাদ যারা নেন নি, তারা দ্রুত অর্ডার করুন।
ঢাকার মধ্যে প্যাকেজ ২০ কেজি ২০০০/- টাকা (সকল খরচ সহ)
ঢাকার বাহিরে সারাদেশে ২,১০০/- টাকা (সকল খরচ সহ)
১০০% কেমিক্যাল মুক্ত আম পেতে আমাদের সাথেই থাকুন।
মুঠোফোন ও হোয়াটসঅ্যাপঃ 01717013766

12/06/2021

এমন রিভিউ পেতে কার না ভালো লাগে?

Photos from আম.কম's post 09/06/2021

আম.কম এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে ১০০% কেমিক্যালমুক্ত গোপালভোগ ও মিসরিভোগের অর্ডার নেয়া শুরু হয়েছে। আপনারা যারা আম.কম এর আম পছন্দ করেন, তারা দ্রুত অর্ডার কনফার্ম করতে পারেন। দিনাজপুরের বাহিরে যারা আম নেবেন, তাদের জন্য রয়েছে আকর্ষণীয় প্যাকেজ। প্রতি ২০ কেজি আমের কেরেটঃ ২০০০/- (কুরিয়ার চার্জ, কেরেট, প্যাকেজিং, লোকাল ট্রান্সপোর্ট ও মোবাইল ব্যাংকিং চার্জ সহ)
আর দিনাজপুরে যারা সরাসরি আম কিনতে চান, তাদের জন্য মাত্র ৮০/- কেজিতে এই আম পাবেন। (নূন্যতম ৫ কেজি)
অনেকেই মনে করতে পারেন, বাজারে তো আম সস্তা। জি হ্যাঁ, সস্তা। কিন্তু কতটুকু স্বাস্থ্যকর, তা বিবেচনার দায়িত্ব আপনাদের। আমরা যেভাবে বেছে বেছে আম সংগ্রহ করি, তাতে আমাদের আমের দাম একটু বেশি পড়ে। যাহোক, এই করোনায় বিষমুক্ত ফল খেয়ে পরিবারের সকলে সুস্থ থাকুক, সে কামনাই করি।
বি.দ্রঃ টাকা পরিশোধ হলেই অর্ডার কনফার্ম করা হয়।

Photos from আম.কম's post 26/05/2021

আম.কম এর পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা নিন। ক্যামিকেল মুক্ত আমের যুদ্ধে নেমেছিলাম ২০২০ সালে। আলহামদুলিল্লাহ্, সারা দেশে প্রায় ৫ টন ক্যামিকেল মুক্ত আম্রপালি আম সরবরাহ করতে পেরেছিলাম। গত বছর অনেকেই আমের মধ্যে একটু ভিন্নতা খুঁজছিলেন। তাই এবছর প্রথম থেকেই ধাপে ধাপে ১০০% ক্যামিকেলমুক্ত বিভিন্ন জাতের আম সরবরাহের সিদ্ধান্ত নিয়েছি। প্রথম ধাপে পাচ্ছেন দিনাজপুরের সুমিষ্ট গোপালভোগ আম। দ্বিতীয় ধাপে পাবেন দিনাজপুরের নামকরা মিসরিভোগ আম। তৃতীয় ধাপে পাবেন আম্রপালি আম এবং চতুর্থ ধাপে পাবেন বারি-৪ আম। গতবছর সারাদেশ থেকে যে সাড়া পেয়েছি, তাতে আমি কৃতজ্ঞ।
নিচের ছবিতে দেখছেন দিনাজপুরের গোপালভোগ আম। জেলার মধ্যে নিলে ৭০/- টাকা কেজি। আর বাহিরে নিলে প্যাকেজ। ২০ কেজি ২০০০/- টাকা (২০ কেজি আম+১টি প্লাস্টিক ক্যারেট+কুরিয়ার চার্জ+বিকাশ ক্যাশ আউট চার্জ+প্যাকেজিং+লোকাল ট্রান্সপোর্টেশন ও মজুরী)
বি.দ্রঃ ছবিতে যা আছে ঠিক তেমনি আম পাবেন

04/05/2021

গুরুত্বপূর্ণ, পারলে পোস্ট সেভ করে রাখুন। আম পাকার সময় ও স্থান-
🏵️গোবিন্দভোগ ১৫ মে থেকে ৩০ মে পর্যন্ত -সাতক্ষীরা
🏵️গোপালভোগ ২৫ মে থেকে ১০ জুন পর্যন্ত - চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, দিনাজপুর ও সাতক্ষীরা
🏵️ রানিপছন্দ ১ থেকে ১৫ জুনের মধ্যে -চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী
🏵️ ক্ষীরসাপাতি ৭ থেকে ৩০ জুন পর্যন্ত - চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ, দিনাজপুর ও সাতক্ষীরা
🏵️ নাক ফজলি ৮ থেকে ২৫ জুন -চাঁপাইনবাবগঞ্জ
🏵️ বোগলাগুটি ১২ জুন থেকে ৭ জুলাই -চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর
🏵️ বারি আম-২ (লক্ষ্মণভোগ) ১৫ জুন থেকে ১৫ জুলাই -চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর
🏵️ বোম্বাই ১২ জুন থেকে ৫ জুলাই- মেহেরপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ
🏵️ ল্যাংড়া ১৫ জুন থেকে ১৫ জুলাই -চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ ও সাতক্ষীরা
🏵️ তোতাপুরি ১৫ জুন থেকে ১০ জুলাই- চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর
🏵️ হাঁড়িভাঙা ২০ জুন থেকে ৫ আগস্ট -রংপুরের মিঠাপুকুর ও বদরগঞ্জ উপজেলা
🏵️ আম্রপালি ২৮ জুন থেকে ২৫ জুলাই সমগ্র বাংলাদেশ
🏵️ সূর্যপুরী ১ জুলাই থেকে ২০ জুলাই -বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও
🏵️ সুরমা ফজলি ৩০ জুন থেকে ৩০ জুলাই -চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর
🏵️ ফজলি ৫ জুলাই থেকে ১৫ আগস্ট -চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ, দিনাজপুর ও সাতক্ষীরা
🏵️ বারি-৪, ৭ জুলাই থেকে ২০ জুলাই :
(রাজশাহী অঞ্চলে আগস্টের প্রথম সপ্তাহ) চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী
🏵️ মল্লিকা ৭ জুলাই থেকে ৫ আগস্ট- রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ
🏵️ মোহনভোগ ৮ জুলাই থেকে ৩০ জুলাই- চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর
🏵️ আশ্বিনা ২০ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর- চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ
🏵️ গৌরমতি ২০ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর -চাঁপাইনবাবগঞ্জ
🏵️ চৌষা ১০ জুলাই থেকে ১০ আগস্ট - চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী

26/04/2021

কেমন আছে আমের বাগান? চলুন ঘুরে আসি বাগানে।

22/03/2021

https://www.facebook.com/103158345200721/posts/104793031703919/

প্রি বুকিং!!! প্রি বুকিং!!! প্রি বুকিং!!!
Food City Dinajpur এর ধামাকা কম্বো অফার!!! স্টক সীমিত।
১ কেজি নিজের খামারের Mr. Honey ব্র্যান্ডের ১০০% খাঁটি লিচু ফুলের মধু+ শ্রীমঙ্গলের মেঘলা টি( BT-2 Black Tea)২০০গ্রাম এর সাথে পাচ্ছেন-
*১টি জার্সি কাপড়ের টি শার্ট ফ্রি
*১টি ওয়াটার পট ফ্রি
*১টি প্লানেট পকেট টিস্যু সম্পূর্ণ ফ্রি।
ধামাকা অফারে এই প্যাকেজটি পাচ্ছেন মাত্র ৭৫০/- টাকায়।
🍀 দিনাজপুর শহরের অভ্যন্তরে ডেলিভারি চার্জ ৩০ টাকা।
🍀 দিনাজপুরের বাহিরে REDX কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি চার্জ ১৬০/- টাকা
🍁 দিনাজপুর শহরের মধ্যে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম রয়েছে। আর দিনাজপুরের বাহিরে প্রি পেইড সিস্টেম। টাকা পেমেন্টের পর পণ্য আপনাদের ঠিকানায় পৌঁছে দেয়া হবে।
🌺 প্রি বুকিং দিতে কোনো টাকা পেমেন্ট করতে হবে না। ইনবক্সে আপনার নাম, পূর্ণ ঠিকানা ও মোবাইল নম্বর দিন।
🏵️ বি.দ্রষ্টব্যঃ ছবিতে প্রদর্শিত পণ্য সমূহের ছবি অনুযায়ী হুবহু পণ্য দেয়া হবে।
আগামী ১ এপ্রিল হতে পণ্য ডেলিভারি দেয়া হবে ইন শা আল্লাহ্।

Photos from আম.কম's post 27/07/2020

আম.কম এর নতুন সংযোজন। ১০০% কেমিক্যালমুক্ত বারি-৪ আম পাচ্ছেন মাত্র ১২০/- টাকা কেজি দরে। নূন্যতম অর্ডার ২০ কেজি। আমের ওজনঃ ২টি আম ১ কেজি। তাহলে আর দেরি কেনো? আমটি শেষের দিকে। যত তাড়াতাড়ি সম্ভব ফুরিয়ে যাওয়ার আগে সংগ্রহ করুন।

Photos from আম.কম's post 13/07/2020

আমাদের আম.কম এর আম্রপালি আম শেষের দিক। ২০ জুলাই তারিখের পর সীমিত পরিসরে আম দেয়া সম্ভব হবে। যারা এখনও কেমিক্যাল মুক্ত আম খুঁজছেন, তারা দ্রুত ইনবক্সে কিংবা ০১৭৩৭৯৯৮৮৯৫ নম্বরে যোগাযোগ করুন।

09/07/2020

আমরা পাশে আছি

08/07/2020

প্রতিশ্রুতি রক্ষাই আমাদের সফলতার চাবিকাঠি।

07/07/2020

গ্রাহকের রিভিউ

06/07/2020

দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর প্রস্তুতি।

05/07/2020

পার্সেলের জন্য প্রস্তুত। টিস্যু প্যাক ছাড়াই গ্রাহকেরা আম নেবেন। তাই ৯০ টাকা কেজি দরে বিক্রয় হলো। আলহামদুলিল্লাহ্। ভালো লাগছে এই ভেবে যে, ১০০% কেমিক্যাল মুক্ত আম খাওয়া গ্রাহকের সংখ্যা বাড়ছে।

05/07/2020

যখন গ্রাহকের দেয়া রিভিউ থেকে উৎসাহিত হই।
https://m.facebook.com/story.php?story_fbid=158308165761064&id=100047456443365

আম.কম নিজে খাইলাম তার পর বলতেছি। আপ্নারা খাইতে পারেন। কেমিক্যাল যুগের আগে আমের যে প্রাকৃতিক সাদ সেটা পেবেন।

পেজ এর লিংক কমেন্ট বক্স এ

এই মহতী উদ্দোগ নেবার জন্ন্যে অসংখ্য ধন্নবাদ।

Photos from আম.কম's post 03/07/2020

চট্টগ্রামে পার্সেলের জন্য প্রস্তুত আম.কম এর আম্রপালি আম।

02/07/2020

দিনাজপুরের আম্রপালি আম। আম.কম আপনাদের জন্য এনেছে ১০০% কেমিক্যালমুক্ত আম। ৩টি ভিডিওতে দেখানো আছে সম্পূর্ণ প্রসেস। আম কিনতে আগ্রহীগণ যোগাযোগ করুন ইনবক্সে অথবা 01737998895

27/06/2020

কেমিক্যালযুক্ত আমে কি হতে পারে?

কেমিক্যাল মিশ্রিত ফল খেলে মানুষ দীর্ঘমেয়াদি নানা রকম জটিল রোগ যেমন- বদহজম, পেটেরপীড়া, পাতলা পায়খানা, জন্ডিস, গ্যাস্ট্রিক, শ্বাসকষ্ট, অ্যাঁজমা, লিভার ও কিডনি নষ্ট হওয়াসহ ক্যান্সারে আক্রান্ত হতে পারে। এছাড়া মহিলারা এর বিষক্রিয়ায় বিকলাঙ্গ শিশুর জন্ম দিতে পারে। তাই কেমিক্যালযুক্ত আম বা ফল কেনা থেকে আমাদের সাবধান হতে হবে। আম বা অন্যান্য মোসুমী ফল কেনার ক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শও মেনে চলতে হবে। বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে, গাছপাকা আমের ত্বকের রঙে ভিন্নতা থাকবে। গোঁড়ার দিকে গাঢ় রঙ হবে। নাকের কাছে ধরলে মিষ্টি-মধুর একটি ঘ্রাণ পাওয়া যাবে। দেখতে ততটা সুন্দর নাও হতে পারে। কিন্তু কার্বাইড দেওয়া আমের আগাগোঁড়া সবটাই হলদেটে হয়ে যায়। ফরমালিন বা অন্য রাসায়নিকে চুবানোর কারণে আমগুলো হয় ঝকঝকে সুন্দর। কেমিক্যালযুক্ত আমের মিষ্টি ঘ্রাণ বোঝা যায় না। তাছাড়া রাসায়নিকযুক্ত আমের আশেপাশে কোনো মাছিও থাকে না। কেটে খেতে গেলে আমের সেই স্বাদ পাওয়া যায় না। আরো একটি বিষয় খেয়াল রাখতে হবে, বাজার থেকে যেকোনো ফল কিনে এনে সরাসরি খাওয়া যাবে না। কিছুক্ষণ পানিতে ডুবিয়ে রেখে, তারপর ভালো করে ধুয়ে খেতে হবে।

আমাদের শরীরের সুষম পুষ্টির যোগানের জন্য আমসহ বিভিন্ন মৌসুমী ফল খাওয়ার বিকল্প নেই। কিন্তু কতিপয় মানুষের লোভের কারণেই সেই ফল বিষাক্ত হয়ে উঠেছে। একেকটি আম বিষের গোল্লায় পরিণত হচ্ছে। তাছাড়া মাঠপর্যায়ে চাষি বা কৃষকদের অসচেতনতার কারণেও ফলে যুক্ত হয়ে যাচ্ছে মাত্রাতিরিক্ত বিষ। এই বিষযুক্ত ফল খেয়ে একদিকে আমরা নিজেরা নানা রোগে আক্রান্ত হচ্ছি, অন্যদিকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তথা শিশুরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে চলতে থাকলে প্রজন্মের পর প্রজন্ম অসুস্থতা চলতেই থাকবে।

জনস্বার্থেঃ আম.কম
কার্টেসিঃ দৈনিক ইনকিলাব, ২৯ মে, ২০১৯

22/06/2020

দিনাজপুরের আম্রপালি আম সারাদেশে বিখ্যাত। এই আম এখনও বাজারে আসেনি। পরিপক্ক আম আসবে জুলাই মাসের প্রথম সপ্তাহে। আঁশবিহীন, সুস্বাদু ও কড়া মিষ্টি এই আমের কদর রয়েছে বেশ।এ বছর আম.কম শুধুমাত্র দিনাজপুরের আম্রপালি আম বাগান হতে সরাসরি গ্রাহকের হাতে তুলে দিতে বদ্ধ পরিকর। ১০০% কেমিক্যালমুক্ত আম্রপালি আম আমরা আপনাদের হতে তুলে দিতে চাই। আম.কম এর সাথেই থাকুন।

Want your business to be the top-listed Food & Beverage Service in Dinajpur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Category

Telephone

Website

Address

Paharpur
Dinajpur
5200