General knowledge MCQ

General knowledge MCQ

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from General knowledge MCQ, Educational consultant, Hakimpur (Hili), .

সাধারণ জ্ঞান থাকা, এক জন মানুষ হিসেবে অতিব জরুরী আপনি শিক্ষায় কম কিংবা বেশি যা-ই হোন না কেন আপনার জেনারেলের নলেজ প্রয়োজন আছে। জেনারেল নলেজ থাকা একজন ব্যক্তিকে বুদ্ধিমান হিসেবে বিবেচনা করা হয়।

19/06/2024

১/ বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ কত তারিখ উৎক্ষেপণ করা হয়েছিল?
২/ বঙ্গবন্ধু স্যাটেলাইট কনো ভূ উপগ্রহ কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা হয়?
৩/ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় কোন স্টেশন থেকে?
৪/ বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি?
৫/ বঙ্গবন্ধু স্যাটেলাইট মেয়াদকাল কতো বছর?

19/06/2024

ইবনে বতুতার কিতাব কোনটি?
ক) একাডেমিয়া।
খ) কিতাবুল রেহেলা।

19/06/2024

১/ বাংলাদেশের অর্থনিতি কয় খাত বিশিষ্ট?
ক) ১ খাত।
খ) ২ খাত।
গ) ৩ খাত।
২/ বাংলাদেশ সবচেয়ে বেশি শুল্ক আদায় করে?
ক) আবগারিশুল্ক থেকে।
খ) সম্পূরক শুল্ক থেকে।

18/06/2024

👉মানুষের স্বাভাবিক রক্ত চাপ কতো?
ক) ১২০/৮০
খ) ১৩০/৮০
গ) ১৪০/৭০

18/06/2024

১/ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
খ) তাজউদ্দিন আহম্মেদ।
২/ বাংলাদেশের প্রথম মহিলা শিক্ষা মন্ত্রী কে ছিলেন?
ক)??
৩/ বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী কে?
ক) এম,এ মুহিত।
খ) মুসা ইব্রাহিম।

17/06/2024

👉আলেকজান্ডার রাজা ছিলেন?
ক) লাইসিয়াম।
খ) বিহার।
গ) মেসিডোনিয়ার।
👉আলেকজান্ডার পরাজিত করেন?
ক) সেলিওকাসকে।
খ) চন্দ্রগুপ্তকে।
গ) সমুদ্রগুপ্তকে।

17/06/2024

সবাইকে পবিত্র ঈদুল আজহা'র শুভেচ্ছা।

17/06/2024

👉বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র কতো নটিক্যাল মাইল?
ক) ১২ নটিক্যাল মাইল
খ)২০০ নটিক্যাল মাইল
👉বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র কতো নটিক্যাল মাইল?
ক) ১২নটিক্যাল মাইল।
খ) ২০০ নটিক্যাল মাইল।

14/06/2024

দ্বি জাতি তত্ত্বের প্রবক্তা কে?
ক) মোহাম্মদ আলী জিন্নাহ।
খ) লিয়াকত আলী খান।

11/06/2024

সংবিধানের কতোটি ভাগ বা অধ্যায় আছে?
১)১০
২)১১

11/06/2024

১/ চর্যাপদ এর আদি নিদর্শন কোথায় পাওয়া যায়?
১) হিন্দুদের ঐতরে অরন্যেক নামক গ্রন্থে।
২) বাংলা ব্যকরণে।
৩) বাংলা সাহিত্যে।
৪) ইংরেজি সাহিত্যে।

২/ চর্যাপদ এর পদ সংখ্যা কতোটি?

11/06/2024

১/স্মার্ট বাংলাদেশের ভিত্তি কয়েকটি?
১) একটি
২) দুইটি
৩) তিনটি
৪) চারটি

২/ নিচের কোনটি সম্মার্ট বাংলাদেশের ভিত্তি?
১) নদীর তীর রক্ষা।
২) বৃক্ষ রোপণ।
৩) স্মার্ট সোসাইটি।
৪) সুনীল অর্থনীতি।

11/06/2024

বাংলাদেশ নামক রাষ্ট্রটি কতো সালে প্রতিষ্ঠিত হয়েছে?
ক) ১৯৭১ খ) ১৯৭৩
গ)১৯৭২ ঘ)১৯৭৪

Telephone

Address


Hakimpur (Hili)
Dinajpur
5270