প্রতিবাদী মন.

প্রতিবাদী মন.

You may also like

Blackboy
Blackboy

ফরিদপুর জেলার সকল অপরাধের খবর পেতে, এই

07/07/2020

ফরিদপুর ভাঙ্গায় টিভি দেখা নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে ফারজানা আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার রাতে উপজেলার পুর্ব শদরদী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ফারজানা চুমুরদী ইউনিয়নের পুর্ব শদরদী গ্রামের খন্দকার মোখলেছুর রহমানের মেয়ে ও পুর্ব শদরদী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী ছিলেন।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় ফারজানা ও তার ভাই তারেক একসঙ্গে টিভি দেখছিল। এ সময় টিভি দেখাকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে এ নিয়ে তাদের মা দুইজনের সঙ্গেই রাগারাগি করেন। একপর্যায়ে ফারজানা অভিমান করে তার শোবার ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা থানার ওসি মো. শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত ছাড়াই আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

🌷🌷🌷🌷প্রতিবাদী মন🌷🌷🌷🌷
🌷🌷🌷অবিরাম সত্যের সন্ধানে 🌷🌷🌷

30/06/2020

সংবাদে প্রতিবাদে আপনাদের সাথে আছি সবসময়।
সাথেই থাকুন প্রতিবাদী মনের।।।।

30/06/2020

মাজারে মোমবাতি না দিয়ে,ক্ষুধার্ত কে খাবার দিন। প্বীরকে বাবা না বানিয়ে,নিজের বাবার যত্ন নিন.প্বীরের দরগায় নয়,আল্লাহ কে সিজদা দিন।

30/06/2020

এ-ই মুহুর্তে সবার অবস্থা করুণ।।।।।
সরকারি আমলাদের অবস্থা দারুণ।।।।।।

22/06/2020

২২/০৬/২০২০ ইং
সদরপুর ইউনিয়নে ০৯ জন। পূর্ব শ্যমপুর গ্রামে ০৭ জন। সতেররশি গ্রামে ০২ জন। ভাষানচর ইউনিয়নে ০১ জন।ঢেউখালি ইউনিয়নে ০১ জন।

22/06/2020

এটি রাজধানীর একটি হাসপাতালের দৃশ্য,, করোনাভাইরাসের নমুনা পরিক্ষা করতে গিয়ে সারারাত বাহিরেই কাটিয়ে দিলো মানুষ গুলো,,!!

সিরিয়াল ছিলো রাত দশটা পর্যন্ত,, দশটার পর গেইট লক করে দেয়া হয়,, তারপর সারা রাত করোনাআক্রান্ত মানুষ গুলো বাহিরে এভাবে অবস্থান করে,,!

এতোটা জঘন্য আমাদের চিকিৎসা ব্যবস্থা,, ভাবতেই পারছিনা,,,!😭😭

🌷🌷🌷🌷প্রতিবাদী মন🌷🌷🌷🌷
🌷🌷🌷অবিরাম সত্যের সন্ধানে 🌷🌷🌷

22/06/2020

Hi all

29/03/2020

সরকারি সকল সাহায্য সেনাবাহিনীর অধীনে দেওয়া উচিৎ। তাহলে স্বজনপ্রীতি হবেনা কোন নেতারা নামেনি,দুঃসময়ে এটাসাধারন মানুষ মনে রাখবে।

27/03/2020

মুরীদদের ভয়ঙ্কর দুর্দিনে পীর বাবারা সব কই গেল?
দুনিয়ায় যদি কেরামতি দেখাতে না পারেন,তবে হাশরের ময়দানে জাহাজ নিয়ে কিভাবে আসবেন ?

27/03/2020

যারা ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসছেন।
তাদের ১৪ দিন হোম কোয়ারান্টাইন থাকার নির্দেশ দিয়েছে প্রসাশন।
লোকালয়ে ঘোরাফেরা করলে শাস্তি

27/03/2020

প্রবাসীদের পর এবার ঢাকাইয়াদের ১৪ দিন। হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দিল প্রসাশান।
অমান্য করলে শাস্তি

27/03/2020

প্রশাসনের ভাইদের কাছে অনুরোধ!
একটা লাঠিতে যেন ১জনকেই মারা হয়,
২য় জনকে মারার আগে স্যানিটাইজার দিয়ে লাঠি ধুয়ে নিবেন প্লিজ 🙄🥴
©

27/03/2020

সদরপুর থানাধীন বিভিন্ন ছোট খাটো সড়ক গুলোতে থাকা দোকান গুলো এখন চায়ের দোকানে পরিনত হয়েছে।
সেখানে শতশত মানুষ জমায়েত হয়।

27/03/2020

সদরপুরে, ঢেউখালী, নতুন বাজার স্কুলের আশেপাশে থাকা ছোট দোকান গুলো জমজমাট চায়ের আড্ডা।
প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করছি।

27/03/2020

নিষেধাজ্ঞা অমান্য করে, কুদ্দুস চৌধুরীর বাড়ির সামনে চা বিক্রি হচ্ছে।
সিকদার কান্দা, বালিয়াহাটি,নাসিরাবাদ, ভাঙ্গা।

27/03/2020

কোষাভাঙ্গার ফকির বাড়ির মোড়ে।
লাভলু চেয়ারম্যানের চাচতো ভাই
নিষেধাজ্ঞা অমান্য করে কেনো "চা" বিক্রি করছে???
নাছিরাবাদ,ভাঙ্গা।

25/03/2020

গাছ আবাল সব দলেই আছে।।।।
এক আবাল বলে আমরা করোনার চেয়ে শক্তিশালী।
আরেক আবাল বলে খালেদা জিয়া কে মুক্তি দিলে করোনা চলে যাবে।

25/03/2020

বিশ্বের বড় ১০ টা গার্মেন্টসের মধ্যে ৩ টা বাংলাদেশে।

এশিয়ার সেরা ১০ জন ধনীর মধ্যে ২ জন বাংলাদেশী।

এইদেশে হাজার কোটি টাকা আছে, এমন মানুষ আছে হাজারের উপ্রে।

স্কয়ার, বেক্সিমকো, প্রান-আরএফএল, ইনসেপ্টা, বসুন্ধরা, যমুনার মতো বিশাল কোম্পানি আছে ২০-৩০ টা।

কিন্তু এখন পর্যন্ত কেউ বললো না আমরা ১০-২০ হাজার মাস্ক ফ্রী দিবো, ২০ হাজার ডাক্তারকে পোশাক দিবো,

কেউ বললোনা কাজ ছাড়া কর্মচারীদের দুই মাসের বেতন দিবে।

কোথায় আজ মুসা বিন সমসের যিনি যেই জুতা ব্যবহার করেন তার মাঝেও নাকি হিরা লাগানো থাকে
অথচ দেশের এই মহামারী দুর্ভোগ এ তার কোন কর্নপাত শুনলামনা।

ডঃ ইউনুস সাহেব হিলারির নির্বাচন এ কয়েক মিলিয়ন ডলার দিলেন আজকে কোথায় তিনি তার দেশের জন্য কি কিছু করার নাই ?

যারা এতদিন সরকার এর থেকে সুযোগ শুবিধা নিয়ে আমলা সেজেছেন তারা কোথায় আজ?

বিরোধী দলের সকল নেতাকর্মীরা দল ক্ষমতায় নেই বলে সকল দায় সরকার উপর চাপিয়ে দিয়ে শুধুমাত্র
সরকারদলীয় দোষ নির্নয়ের থার্মোমিটার নিয়ে বসে আছেন, ভুলে গেছেন এ দেশটা আপনাদেরও।

আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া শিল্পপতিরা কোথায় যারা নাম ফুটানোর জন্য ট্রাক ভর্তি কাপড় বিলি করেন তারা আজকে একটা ফ্রি মাস্ক ভিতরনে এত কৃপনতা করেন কেন?

সবথেকে অবাক কান্ড বাংলাদেশের ডক্টর সমাজ যারা প্রতিনিয়ত একজন রোগী প্রতি ১০০০ টাকার উপরে ভিজিট নিয়েছেন তার সাথে ৮/১০ টা টেস্ট দিয়ে কমিশন কামিয়েছেন , কমিশনের ভিওিতে ফাইল ভর্তি ঔষধ সাজেশন করেছেন আজকের এই দুর্ভোগে আপনাদের নিজেদের চিকিৎসা কার্য পরিচালনায় সেফটির জন্য ফ্রী জ্যাকেট, মাস্ক , ক্যাপ, চশমা পাওয়ার অপেক্ষায় আছেন। কয়টা টাকা খরচ করেন দয়া করে নিজের পকেট থেকে। ভুলে গেছেন এই জনগনরাই আপনাদের রোগী হয়ে সবসময় আপনাদের দরজায় যেতো আর আপনারা অসহায়ত্বের সুযোগ নিয়ে লাখ টাকা হাতিয়ে নিয়েছেন । আজ আপনারা সরকার এর উপর দায় চাপিয়ে দিচ্ছেন। কেনো আপনাদের কি কোন দায় নেই দেশের জনগনের জন্য ?

কিন্তু এই লোকেরাই সরকারী বিভিন্ন অনুষ্ঠানে কে কার চেয়ে বেশি টাকা দিবে সেইটা নিয়ে প্রতিযোগিতা করে। যদি একটু সরকারের সু দৃষ্টি পায় তাহলে হাজার কোটি টাকা কামিয়ে নিবে সেই আশায়।
( কপি পোস্ট,,)
দেশের এই সংকটময় সময়ে এসব মানুষ গুলোকে চিনে রাখুন।

🌷🌷🌷🌷🌷প্রতিবাদী মন 🌷🌷🌷🌷
🌷😥🌷🌷অবিরাম সত্যের সন্ধানে 🌷🌷🌷

25/03/2020

খালেদা জিয়া মুক্তি পেলে।
আমার মনে হয় সাঈদী কে মুক্তি দেয়া উচিৎ ????
কি বলেন আপনারা

25/03/2020
25/03/2020

ফ্লাইট চালু রেখে প্রবাসীদের দেশে এনে।
হেনস্থা করার কোনো মানে হয় না

25/03/2020

#কেউ_প্রবাসীদের_অপমান_করবেন_না

প্রবাসীদের একটা কথা বলতে চাই!

পরিবারের সুখের জন্য ১০/১৫ বছর দুরে থাকতে পারেন।
আপনারা পরিবারের সুখের জন্য কিছুদিন দুরে থাকতে পারবেন না কেনো। আপনি কিছু দিন দুরে থাকলে যদি পরিবার ও দেশের মানুষ ভালো থাকে এর চেয়ে বড় প্রাপ্তি পরিবার ও দেশের জন্য কি হতে পারে। ধরুন আপনি সুস্থ, আপনি প্রথম অবস্থায় বুঝলেন না যে ভাইরাসে আক্রান্ত, ৪/৫ দিন পর সমস্যা হলো, তখন আপনার ও আপনার পরিবারের কি হবে। ধরুন আপনি এয়ারপোর্টে ঘুষ দিয়ে আসলেন, বাড়িতে আসার পর আক্রান্ত হলেন। তখন আপনার পরিবার ও স্বজনদের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন। তারপর বাড়িতে আসার পর হয়রানি, পুলিশ খুঁজবে এলাকার লোকজন আপনাকে তিরস্কার করবে। সমাজের কাছে অবহেলিত হবেন হেয় পতি পন্ন হবেন। মনে রাখবেন এ অপমান শুধু আপনার একা নয়, গোটা প্রবাসীর। বিদেশে যেভাবে নিয়ম কানুন মেনে চলেন, দেশেও সেই ভাবে আইনের প্রতি সহনশীল হোন। অনেক প্রবাসীই স্বল্প পড়ালেখা করে বিদেশে গিয়েছেন। তারপরও কিন্তু সেই দেশের নিয়ম কানুন বুঝতে সমস্যা হয়নি। তবে মাতৃভূমির আইন কানুন কেনো বুঝতে সমস্যা হবে। কে মানলো না মানলো ঐ অজুহাতে, আপনি কেনো আইন ভঙ্গ করবেন।

তাই সকল কে বলছি কেউ প্রবাসীদের কটাক্ষ করে কোনো কথা বলবেন না।

এয়ারপোর্ট খোলা রেখে হোমকোয়ারেন্ট সিস্টেম হবেনা। তাই সকল ফ্লাইট বন্ধ করে দেয়া উচিৎ। ফ্লাইট চালু রেখে প্রবাসীদের দেশে হেনস্থা করার কোনো মানে হয় না

ভালো থাকুক সকল প্রবাসী

🌷🌷🌷🌷প্রতিবাদী মন🌷🌷🌷🌷
🌷🌷🌷অবিরাম সত্যের সন্ধানে 🌷🌷🌷

25/03/2020

জনদরদীরা কই???
ভোটের সময় দুয়ারে দুয়ারে, দেখা গেছে।
এই দুঃসময়ে কেনো নয়????

25/03/2020

ফেরিতে যেভাবে লোকজন যাতায়াত করতেছে, দেখে মনে হয়। এ যেনো উৎসব, কোনো মহামারী নয়

20/03/2020

সারা দেশে নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের দাম বাড়তেছে দ্রুত মোবাইল কোর্ট পরিচালনা ও বাজার তদারকি করা দরকার।

20/03/2020

জ্বর, ঠান্ডা, কাশি হলেই. "করোনা" ভাইরাস নয়।
সুনির্দিষ্ট লক্ষন ছাড়া হাসপাতালে না যাওয়ার আহবান।
গুজব এড়িয়ে চলুন।

06/03/2020

ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার, ভূমি অবৈধ ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়ে হাইকোর্ট এর আদেশ বাস্তবায়ন করেছেন।
ধন্যবাদ আল আমিন সাহেব কে।

Photos from প্রতিবাদী মন.'s post 26/02/2020

#আমরা_মেরুদন্ডহীন_শৌলডুবীবাসী!

শৌলডুবী, সদরপুর, ফরিদপুর।।।।।

আমরা মেরুদণ্ডহীন শৌলডুবীবাসী,,,,,,, শিরোনামটি দেখে থমকে যা-ই।।।

পুরো গ্যালারী ঘুরে দেখলাম

১.৫ কি.মি. রাস্তায় ৫১ জায়গাই ভেঙ্গে চুরমার৷
ময়নার বাজার থেকে পুরান ভাটা ১.৫ কি.মি রাস্তার ৫১ জায়গা ভেঙ্গে গেছে,কিন্তু দেখার কেও নেই!প্রায় ৪ বছর আগে যখন রাস্তা তৈরির কাজ শুরু হয় ৪ নাম্বার ইট দিয়ে তখন কেও প্রতিবাদ করে নি?সাবেক মেম্বারকে দিয়ে যখন প্রতিবাদ করা হয়,অজানা এক কারনে সেও চুপ হয়ে যায়!ও হে আরেকটি কথা এই বিষয়ে কেও কথা বললে অজানা এক কারনে সেও আর কথা বলে না রাস্তার বিষয়ে৷চেয়ারম্যান,মেম্বার শুধু ভোটের জন্য আসে এই রাস্তা দিয়ে!

নিক্সন চৌধুরী যে রাস্তা দিয়ে যায় সেটা নাকি পাকা হয়ে যায়। তাহলে ৬ বছরে কি একদিনও হাঁটেননি এই রাস্তায়।
নাকি সব মিথ্যা নাটক।।।

প্রশ্ন রইল জনগনের কাছে।

🌷🌷🌷🌷 প্রতিবাদী মন 🌷🌷🌷🌷
🌷🌷🌷অবিরাম সত্যের সন্ধানে 🌷🌷🌷

Photos from প্রতিবাদী মন.'s post 26/02/2020

#নিক্সন_চৌধুরীর_মাদকমুক্ত_ফরিদপুর_গড়া_____আর_____হিজরাদের_সন্তান_জন্ম_দেয়া_একই_কথা

ফরিদপুর ৪আসন,,,, ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন।

ফরিদপুর ৪ আসনের জনপ্রিয় এমপি নিক্সন চৌধুরী মাদকের জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন এবং তিনি বলেছেন। ফরিদপুরে কেউ মাদক ব্যবসা করতে পারবেনা। ঘোষণাটা সুন্দর, তবে সেটা তার দলের লোক হলে সমস্যা নেই। মাদকের গডফাদার মাদক ব্যবসায়ীদের এই ঘোষণা জনগণের কাছে হাস্যকর। মাদকের গডফাদার , শাহাদাৎ হোসেন, আতাহার মোল্লা সহ আরও কয়েকজন সবসময় সাথেই দেখা যায়।

#জনগনের_কাছে_প্রশ্ন।।।।।।।

যে নিজে মাদকের মদদ দাঁতা, সে নিজে কি করে মাদকমুক্ত করবে।।।।।

তাই জনগণকে সোচ্চার হতে হবে, মাদকের এই মদদদাতা ও তার কেউ যেনো আর জনপ্রতিনিধি না হতে পারে।।।
ক্যামেরার সামনে নাটক জনগণ পরিস্কার ভাবে বুঝতে পারে।

তাই সকলকে এখনই সোচ্চার হতে হবে, তা না হলে ফরিদপুর কে মাদকের আস্তানা বানিয়ে ফেলবে। তাই আসুন সবাই এখনই সোচ্চার হই।

মাদকে না বলি,

শুধু ক্যামেরার সামনে আওয়াজ নয়, আওয়াজ হোক মন থেকে।

চলো যা-ই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে।

🌷🌷🌷🌷 প্রতিবাদী মন 🌷🌷🌷🌷
🌷🌷🌷অবিরাম সত্যের সন্ধানে🌷🌷🌷

24/02/2020

খাট কাপানো পাপীয়াদের কারণে, মাঠ কাপানো নেতা নেত্রী গুলো বিলীন?

24/02/2020

পাপিয়ার কল লিস্টে ১১ মন্ত্রী ৩৩ এমপি। রিপোর্টটা এই পর্যন্তই শেষ। এখানেই এর ইতি। নাম গুলি প্রকাশ হবে না আমৃত্যু।

24/02/2020

এদেরকে পুরস্কৃত করা হোক??

দেশের ইতিহাস না জেনে যাঁরা এমন একটি ব্যানার তৈরি করে আ,লীগকে বিতর্কিত করতে চায় এরা কারা,,
১/ হাইব্রিড লীগ
২/ কাউয়া লীগ
৩/ জামাত লীগ
৪/ উপরের সবগুলোই।।

Photos from প্রতিবাদী মন.'s post 17/02/2020

#সদরপুর_চন্দ্রপাড়া সড়কের #জরিনার_কুমপার নামক স্থানে R15 v2 মটরসাইকেলর সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে v2 এর #চালক-নিহত😭😭 ও অটোর ৬ যাত্রী মারাত্মক ভাবে আহত,,

14/02/2020

আমাদের চারপাশে কিছু মানুষরূপী রাক্ষস আছে। তারা মানুষ হয়েও,অসহায় মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে__

13/02/2020

সৎ কাজের পুরস্কার যদি হয় তিরস্কার,, তবে দেশের ভবিষৎ অন্ধকার।

চলিতেছে সার্কাস

13/02/2020

- যে শহরে দিবসের নামে যৌনতা পূরণ করা হয়😐

- সে শহরে আবার কিসের ভালবাসা !💔🥀
---প্রতিবাদী মন---

13/02/2020

বউ যদি ভালো হয় তাহলে প্রতি রাতই
১৪ই ফেব্রুয়ারি🙈🙈🙈
না হয় প্রতিরাতই ২৫শ মার্চ😂😂

Want your public figure to be the top-listed Public Figure in Faridpur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Website

Address

Faridpur

Other News Personalities in Faridpur (show all)
Sojib Hossen Sojib Hossen
Rajbari
Faridpur

আপনারা পাশে থাকলে এগিয়ে যাবো ইনশাআল্লাহ্�

Faridpur Kanaipur Firsh Market Faridpur Kanaipur Firsh Market
Kanaipur 7001
Faridpur

Fallow

Vairal News Vairal News
Faridpur

MD.Shohorali

Digital Marketer Ashikuzzaman Digital Marketer Ashikuzzaman
Bhanga
Faridpur, 7830

Welcome to Ashik's Point Of View. It’s a Personal Blog Page. Thank You All To Support Me Always.

Hello BD Hello BD
Dhaka
Faridpur, 1000

Hello BD Please Follow This My Page.

Md Tajul Islam Md Tajul Islam
Nagarkanda Faridpur
Faridpur, 7840

Hi Everyone This Is My Official Page Please (don't forget to. like) Everyday. News and video followi

MD. DULAL BD News MD. DULAL BD News
Faridpur

you are wellcom my page

Bhawal Mia Bari Bhawal Mia Bari
Faridpur

Bhawal Mia Bari from Bhawal Union ,Saltha,Faridpur.

B,N,P RANA. B,N,P RANA.
Faridpur

SB Akash official SB Akash official
Faridpur

I have completed my hsc 2020. Now i am studying at BSS 3rd year Govt Rajendo Clg Faridpur.