Muhammad Manik

Muhammad Manik

You may also like

Arju Fashion
Arju Fashion

Digital Marketeer, Entrepreneur, Social Media Manager,Meta Ads Expart,Tutor.

02/04/2024

ট্রেন্ডিং এর নামে মেয়েদের কামিজ পুরুষের গায়ে সাটিয়ে দেওয়ার নামই হচ্ছে সিকুয়েন্স🤣

31/03/2024

Faridpur Cyclists Community এর ২০০ তম সাপ্তাহিক রাইড ও ৭ম বর্ষপূর্তি উপলক্ষে চলে এসেছে সবার জন্য #নামসহ_নতুন_জার্সি।

💰 Price: Full Sleeve --

🚵 Jersey Sizes:
XS (C = 36 L = 25)
S (C = 38, L = 26)
M (C = 40, L = 27)
L ( C = 42, L = 28)
XL (C = 44, L = 29)
XXL (C = 46, L = 30)
3XL (C = 48, L = 31)
[C - Chest; L- Length]

✪ অর্ডার সিস্টেম ০১ :
বিকাশ, নগদ অথবা রকেটে জার্সির মূল্য সেন্ড মানি করতে হবে(নিচের নাম্বারে)। ঢাকা ও ফরিদপুরের বাইরে থেকে যারা জার্সি সংগ্রহ করতে চান তাদের জন্য রয়েছে সারাদেশে কুরিয়ার সুবিধা (সেক্ষেত্রে বাড়তি ১২০ টাকা পাঠিয়ে দিতে হবে)।

☞ সেন্ড মানি করুন
বিকাশ/নগদ: 01728900618
রকেট: 01728900618-7

টাকা পাঠানোর পর অর্ডার কনফার্ম করতে যে নাম্বারে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারে নিজের নাম, জার্সির সাইজ ও ঠিকানা SMS করে পাঠাবেন অথবা কল করে তথ্যগুলো জানাবেন।
[অর্ডারের সময় যে নাম দিবেন সেটাই জার্সিতে থাকবে]

✪ অর্ডার সিস্টেম ০২ :
আমাদের কমিউনিটির মোডেরেটর আবু তালহার কাছে সরাসরি টাকা দিয়ে অর্ডার করতে পারবেন।

আবু তালহা- [যোগাযোগ: 01316515435 (Smart View Computer Shop, Faridpur)

বি:দ্র: টাকা দেওয়ার পর অবশ্যই আপনার নাম ও জার্সির সাইজ জানিয়ে আসবেন।

জার্সিটি সবার জন্য উন্মুক্ত!

*নিজ দায়িত্বে সাইজ মিলিয়ে অর্ডার দিবেন। সাইজ না মেপে অর্ডার দিয়ে ঠিকঠাক না হলে আমাদের কিছুই করার থাকবে না।

-- জার্সি প্রদানের সম্ভাব্য তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

🔊 অর্ডারের শেষ সময়: চাঁদ রাত পর্যন্ত।

প্রয়োজনে যোগাযোগ করুন:
সার্বিক বিষয়: 01728900618 (Bayazid Hossain)

ধন্যবাদান্তে,
Faridpur Cyclists Community

18/03/2024
Photos from Muhammad Manik's post 16/03/2024

থাকব ক্যাম্পাসে আর ইফতার করব বাইরে এটা মেনে নেওয়া যায়না...

অদ্য ১৬ই মার্চ'২৪, ৫ম রমজান ১৪৪৫ হি: রোজ শনিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি রাজেন্দ্র কলেজ শাখার উদ্যোগে গণ ইফতার কর্মসূচিতে অতিথি হিসেবে অংশগ্রহন।

16/03/2024

আপনি যত ক্লাস ই করেন না কেন,যতই কোর্স করেন না কেন! বাস্তবে প্রয়োগ করতে না পারলে তার কোন দাম ই নেই🤗

15/03/2024

ফেসবুক পিক্সেল কী কী কাজ করে?

ফেসবুক পিক্সেলের মাধ্যমে ফেসবুকে দেওয়া বিজ্ঞাপন ক্যাম্পেইনগুলো কে আরও বেশি কার্যকর করা যায়।

এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার বুটিক শপ থেকে কারা বেশি ক্রয় করছে, এবং কোন সময়ে ক্রয় করছে।

আপনি জানতে পারবেন আপনার বিজ্ঞাপন টি কয়জনের কাছে পৌঁছে ছিল এবং তাদের ভেতর কয় জন আপনার প্রোডাক্ট টি ক্রয় করেছে।
আপনি এটাও জানতে পারবেন আপনার বিজ্ঞাপনগুলো ছেলে নাকি মেয়েরা বেশি দেখছে।

এই সমস্ত তথ্য জানার ফলে আপনি আপনার টার্গেটেড কাস্টমার নির্ধারণ করতে পারবেন অতি সহজেই। এবং শুধুমাত্র আপনার টার্গেটেড কাস্টমার এর কাছে বিজ্ঞাপন পৌঁছানোর মাধ্যমে আপনার খরচ বেঁচে যাবে।

এই ক্যাম্পেইন হতে যে তথ্যগুলো আপনি পাবেন তা পরবর্তীতে ও কাজে লাগাতে পারবেন।

এটির আরও অনেক কাজ রয়েছে। এই সমস্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে আপনি আপনার ব্যবসাকে স্মার্টলি বড় করতে পারবেন। আপনার আগের চেয়ে খরচ কমবে এবং বিক্রয় অনেক বেড়ে যাবে।

আপনার ওয়েবসাইটে যদি পিক্সেল সেটাপ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন। আরও বিস্তারিত জানতে কমেন্ট বক্সে দেখুন।

Photos from Muhammad Manik's post 15/03/2024

কখনো কখনো শ্রম ও ব্যায়ের বিপরীতে প্রাপ্তি টা সামান্য হলেও যার আত্মতৃপ্তি টা থাকে অনেক বেশি🤗

07/02/2024

আমি আজ অবাক মানছি
যে আমার বিজনেস প্লান কেউ একজন জানতে চায়😇
একটা উইনিং প্রোডাক্ট,বা একটা ইউনিক বিজনেস প্লান কি বা কতটা মেধাশক্তির ফল।
একমাত্র সেই যানে যে বের করতে পারে।
কতটা ডেডিকেশন এবং সময় দেওয়ার পরে একটা প্লান বের করা সম্ভব। (সফল হওয়া না হওয়া এক্সপেরিমেন্টের পরে বুঝা যাবে)
এমন হাজারো বিজনেস রয়েছে যার প্লান/উদ্যোগ একজনের তবে তার কোন অর্থ নেই তার পরেও সে মালিক।

এবং ইনভেস্টর অন্য একজন বা অন্য কয়েকজ তার পরেও তারা মালিক দাবি করতে পারেনা,তাদের নাম ইনভেস্টর ই থেকে যায়🤗

বলি কি ১২ বছর ধরে বিজনেস পড়তেছি ঘাস কাটতে?

01/02/2024

এভাবে মনে মনে লিঙ্গ পরিবর্তন হতে থাকলে। তাহলে কোর্টচত্তরের বটতলায়, হাটে, স্টেশনে, গ্রাম্যবাজারে, রাস্তায় বেডারা লিঙ্গে মালিশের যে সান্ডার তেল আর বটিকা বিক্রি করতো তাদের ব্যবসার কি হবে ?

18/01/2024

ফোনে সালাম দিয়ে শুরু করে
ধুমাইয়া অশ্লীল কথাবার্তা বলে আল্লাহ হাফেজ দিয়ে বিদায় নেয়ার যে মূহুর্তটা !

04/01/2024

পাবলিক বিয়ে করেও বাচ্চা নিতে ভয় পায়। আর তোমরা একটু প্রেমে পরলেই বাচ্চার নামসহ ঠিক করে ফেলো।

19/12/2023

১০০০ টাকার নোট প্রথম ছাপানো হয় ২০০৮ সালে। ২০০৮ সালে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিলো ২৬০০০ টাকা (প্রায়)। অর্থাৎ আপনি ২০০৮ সালে ২৬ টি ১০০০ টাকার নোট দিয়ে এক ভরি স্বর্ণ পেতেন।

আজকে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ১০৮০০০ টাকা (প্রায়)। অর্থাৎ আজকে আপনাকে ১০৮ টি ১০০০ টাকার নোট লাগবে এক ভরি স্বর্ণ কিনতে।

এবার আসুন এই ১০০০ টাকার মান এখন কত ?
২৬০০০ ÷ ২৬ = ১০০০ টাকা
২৬০০০ ÷ ১০৮ = ২৪০.৭৪ টাকা

অর্থাৎ আপনার ২০০৮ সালের ১০০০ টাকার নোটটির আজকের মূল্য ২৪০.৭৪ টাকা।

এখানে চালাকি করে বলা হয় যে স্বর্ণের দাম বেড়েছে। আমি বা আপনিও সেটা ধরে নিই। কিন্তু প্রকৃত ব্যাপার হলো আমাদের পকেটের/ব্যাংকের টাকার মূল্যমান কমেছে। যা আমাদের বুঝতে দেওয়া হয়না এবং আমরাও বুঝি না।

স্বর্ণ ১ ভরি, ১ ভরিই আছে।
কিন্তু ২৬টা ১০০০ টাকার নোট থেকে বেড়ে ১০৮টা ১০০০ টাকার নোটে পরিণত হয়েছে।

03/11/2023

জন্ম, মৃত্যু ও বিয়েসহ
সব আল্লাহর হাতে। মাঝখানে প্রেমটা শুধু
শয়তানের হাতে 😜

14/10/2023

প্রথম চু!মু খেয়ে বলছিলাম কি জিনিস খাইলাম কোনো তিতা মিঠা কিছুই বুঝলাম না। সে মুচকি হেসে দিয়ে বললো এটা মন ভরার জিনিস। একদিন হাতে হাত রেখে বললো, হাত ধরতে কেমন লাগে? আমি বললাম, হাতের মতই লাগে। সেই যে উঠে চলে গেলো আর আসে নাই; অথচ আমি ভুল কি বলেছি নিজেই ভেবে পাইনি। মেসেজও দিয়েছিলাম যে সরি- তোমার হাত পায়ের মত লাগে তাও রিল্পাই দাও, উলটো ব্ল!ক মেরে দিলো।🙂

05/10/2023

**আবহাওয়া বার্তা**
চলমান বৃষ্টিবলয় প্রবলভাবে সক্রিয়, উত্তরাঞ্চলসহ সারা দেশে ভারি বর্ষণ ৩/৪ দিন অব্যাহত থাকার সম্ভাবনা আছে।
১০ থেকে ১২ অক্টোবরের পর থেকে বিদায় নিবে এই বৃষ্টিবলয়।

05/10/2023

নগদ সাকিব ও তামিম কে এক করে ফেললো🤗
এবার বিকাশের উচিত শেখ হাসিনা আর খালেদা জিয়া কে এক করে ফেলা! 🤭

04/10/2023

হাজি শরিয়তুল্লাহ্ হলের একজন সফল মালি🌹🥀☘️🍁🌲☘️☘️☘️

04/10/2023

এক সময় 25 MB,50 MB,60MB কিনে ধুমছে ফেসসবুক ইউজ করতাম🤗
বাটন ফোন হলে তো কথাই ছিলোনা😎
বর্তমান নটিফিকেশন চেক করতেও ১০০/১৫০ MB লাগে🥹🙄

02/10/2023

যাকে ভালোবাসো তাকে একটু দেরি করে রিপ্লাই দিও
যদি সে লুচির মতো না ফুলে যায়
তাহলে ভেবে নিয়ো সে অন্য কোথাও লুচি ভাঁজছে🤗

01/10/2023

তর্কের খাতিরে ধরে নিলাম যে মানুষ ম!.রে ভূত হতে পারে, তাই বলে কাপড় মরে তো আর কাপড়-ভূত হবে না। আমরা যদি ভূত দেখি তাদের ল্যাং!...টা দেখা উচিত। ওরা কাপড় পায় কোথায়? সবসময় দেখা যায় ভূত একটা সাদা কাপড় পরে থাকে। এর মানে কি?

22/09/2023

যারা জিজ্ঞাসা করেন "পড়ালেখা কেমন চলে?" তাদের বলি, আমি কিছুদিন আগেই জানলাম কলমের দাম ৫ টাকা থেকে ৮ টাকা হয়েছে.!🙂
এমনকি এখনো এই দামে কেনা ও হয়নি🤗

14/09/2023

না হইসি ফুল শিক্ষিত, না হইসি অশিক্ষিত।
আধা শিক্ষিত হয়ে না পাইলাম মুনজারিন,
না পাইলাম জেরিন।
কপালে জরিনা আছে কিনা তাও অনিশ্চিত! 🥲

13/09/2023

#গীতাঞ্জলি
পুলিশের এসআই পদে নিয়োগের মৌখিক পরীক্ষা নিচ্ছেন এসপি সাহেব।
শেষ প্রার্থীকে কয়েকটি প্রশ্ন করার পর এসপি জিজ্ঞেস করলেন, ‘বলুন তো গীতাঞ্জলি কে লিখেছে?’
লোকটি উত্তর দেয়ার আগেই এসপির ফোন বেজে উঠল। তিনি ফোন ধরে ‌'স্যার স্যার' বলে সম্বোধন করলেন। তারপর বললেন, 'স্যার আমি এখনই অ্যাকশন নিচ্ছি।'
ফোন রেখে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে এসে সামনে পেলেন এক ওসিকে। তাকে বললেন, ‘আমার রুমে একজনকে রেখে এসেছি, ওকে জিজ্ঞেস করবে গীতাঞ্জলি কে লিখেছে এবং উত্তরটা আমাকে জানাবে।’
ওসি বলল, ‘স্যার কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি জেনে নিচ্ছি।’
দুঘন্টা পর এসপি ফিরে এসে তার রুমের ভেতর থেকে কান্নাকাটি, চিৎকার-চেঁচামেচি শুনতে পেলেন। অবাক হয়ে রুমে ঢুকে দেখেন চাকরিপ্রার্থী হাত-পা বাঁধা অবস্থায় মেঝেতে শুয়ে কাতরাচ্ছে, নাক-মুখ থেকে ঝরছে রক্ত।
এসপি বিস্মিত হয়ে ওসিকে বললেন, ‘আমি তোমাকে একটা প্রশ্নের উত্তর জানতে বলেছি, আর তুমি এর কী হাল করেছো!’
ওসি উত্তর দিল, ‘স্যার, এই ব্যাটা তো মহা বদমায়েশ। আমি বললাম গীতাঞ্জলি কে লিখেছে সত্যি করে বল। ও আমাকে রবীন্দ্রনাথ ঠাকুর নামে একজনের নাম বলল।
আমি ওকে সতর্ক করে বললাম, সত্যি কথা বল নাহলে তোর বিপদ আছে। তাও ব্যাটা কিছুতেই নিজের দোষ স্বীকার করে না।
পরে বললাম, তোর বাসায় তল্লাশি করলে কিন্তু আফিং আর গাঁজা পাওয়া যাবে, তাও শয়তানটা ভয় পায় না। বারবার ওই একই নাম বলে। আর কী করার থাকে স্যার বলুন, দিলাম থার্ড ডিগ্রি।

অবশেষে এইমাত্র ব্যাটা স্বীকার করেছে যে, কোনো রবীন্দ্রনাথ না, ও নিজে গীতাঞ্জলি লিখেছে এবং ওর ছোটো ভাইও এর সাথে জড়িত ছিলো।'

Collected From Internet

13/09/2023

কথা দিচ্ছি আজকের পর থেকে

ভাইয়া ডাকলে আর মাইন্ড করবনা🤗

Want your public figure to be the top-listed Public Figure in Faridpur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

হাজি শরিয়তুল্লাহ্ হলের একজন সফল মালি🌹🥀☘️🍁🌲☘️☘️☘️
Exploring to Madanganje,Narayanganj
গ্রাম বাংলার ঐতিহ্য খেলা হা ডু ডুকোনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়,নগরকান্দা,ফরিদপুর১৭ জুন ২০২৩

Telephone

Website

Address

Faridpur

Other Creative Director in Faridpur (show all)
Elahi Gift & Sign Elahi Gift & Sign
Bhanga Upozila (Shahid Minar Opposide), Bhanga
Faridpur, 7830

Manufacturer of Army, Navy, Airforce, RAB, BGB, Police, Ansar, School, College's Monogram, and Gift items. Crest, Trophy, Medal, Stone Engraving, Brass, Acrylic, Digital, SS Sign &...

Ashique Mahmud Ashique Mahmud
Lakshmikol, Anondonagor
Faridpur, 7801

People who love music follow me. I regularly make beautiful songs, documentaries and dramas keeping

Max Photography Max Photography
RajbariDistrict
Faridpur, 7700

Assalamualaikum to All 🖤 Thank you so much Everyone For Supporting Me! 💟 #MaxArponOfficial