Al Mojeel International, Feni Agent
Govt. Approved ecruiting Agent, Licence No-612
এই সপ্তাহের জব সার্কুলার সম্ভার
জরুরী ভিত্তিতে সৌদি আরবে নিয়োগ চলছে
*National Company for Learning Education*
*Trade: University Cleaner*
Salary: 1000
Duty Hour: 8Hrs
Food: Self
Other Facilities: Iqama, Accommodation, Air Ticket Provide By Company
১ জন মাজরা লেবার প্রয়োজন
বেতনঃ ১০০০
হজযাত্রীদের বয়সসীমা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি।
মৌসুমি উদ্যোক্তা। 😁😁
১৪৪৩ হিজরি সালের পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি
( ঢাকা জেলার জন্য)
গতকাল রাত ১০ টায় চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন এর উদ্দেশ্যে যাত্রা করার পর, পতেঙ্গা সমুদ্র বন্দর থেকে ২৫ নটিক্যাল মাইল দক্ষিনে, কুতুবদিয়া এলাকায় বঙ্গোপসাগরে মধ্য রাতে এম ভি বে ওয়ান জাহাজ এর ইঞ্জিন রুমে যান্ত্রিক গোলযোগ এর কারনে একটি ইঞ্জিন থেকে অত্যাধিক ধোঁয়া এর সুত্রপাত হয়েছিলো, যা জাহাজ এর দক্ষ ক্রুর মাধ্যমে তাতক্ষনিক ভাবে নিয়ন্ত্রন করা হয়। এ সময় জাহাজ টির একটি প্রপালশান ইঞ্জিন এ সমস্যা দেখা দেয়ায় ইঞ্জিন টি শাট ডাউন হয়ে যায়।
জাহাজ কুতুবদিয়া উপকূল এ নোঙর এ রাখা হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতংক বিরাজ করে। সকল যাত্রীরা ক্যাপ্টেন এর অনুরোধ এ সতর্কতা স্বরুপ জাহাজ এ থাকা লাইফ জ্যাকেট পড়ে ফেলে।
মেইন ইঞ্জিন শাট ডাউন ঘটলেও জাহাজ এ ব্ল্যাক আউট হয় নি (বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিলো)। জাহাজ টি সারারাত নোঙর এ অবস্থান করে, যাত্রীদের নিরাপত্তায় এগিয়ে আসে বাংলাদেশ কোস্টগার্ড এর টহল জাহাজ এবং সারা রাত জাহাজ এর সাথে অবস্থান করে।
আজ সকালে চট্টগ্রাম বন্দরের উদ্ধার কারী জাহাজ (টাগ বোট) কান্ডারী ১০ এর সহায়তায় বে ওয়ান জাহাজ টিকে চট্টগ্রাম এ ফিরিয়ে আনা হচ্ছে। জাহাজ টির একটি প্রপালশান ইঞ্জিন সচল আছে। যাত্রীরা সকলে নিরাপদ এ আছে।
পর্যটন শিল্পের স্বার্থে সকল কে কোন প্রকার অপ প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।
From 45/6 ➡️ 219/6
Afif Hossain and Mehidy Hasan guide Bangladesh to a dream win over Afghanistan.
Congratulations😍😍 team Bangladesh, Specially Afif & Mehidy
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারগনের নিয়োগদানের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল, বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিবর্গের প্রস্তাবিত নামের তালিকা
জাতীয় পরিচয়পত্র (NID) এর ছবি পরিবর্তনের পদ্ধতিঃ
জাতীয় পরিচয়পত্রের ছবি পরিবর্তন করার জন্য আপনি যেই এলাকার ভোটার সেই সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে সশরীরে উপস্থিত হয়ে সংশোধন ফরম-২ এ আবেদন করতে হবে।
ছবি পরিবর্তন করার জন্য সরকারি ফি বাবদ ২৩০/- মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে। এই ফি বিকাশ বা রকেট এর মাধ্যমে জমা দেয়া যাবে। উল্লেখ্য যে, জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত ফি এখন আর চালানের মাধ্যমে জমা দেয়া যায়না।
আপনার আবেদনের পরে সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে সরাসরি আপনার ছবি তোলা হবে এবং তা সার্ভারে প্রেরন করা হবে অনুমোদনের জন্য। জাতীয় পরিচয়পত্রের ছবি পরিবর্তন সংক্রান্ত আবেদন "খ" ক্যাটাগরির বিধায় তা সাধারণত সংস্লিষ্ট জেলা নির্বাচন অফিসার অনুমোদন করে থাকেন।
ছবি পরিবর্তন আবেদন অনুমোদন হলে আপনাকে তা এসএমএস এর মাধ্যমে জানানো হবে এবং আপনি অনলাইন থেকে NID কার্ডের কপি ডাউনলোড করতে পারবেন অথবা সংস্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে নতুন ছবি সংবলিত লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন। উল্লেখ যে, পূর্বে ছবি পরিবর্তন আবেদন অনুমোদন হলে এসএমএস এর মাধ্যমে জানানোর সুযোগ না থাকলেও বর্তমানে এসএমএস দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
এনআইডি এর সকল সমস্যার সমাধান ১০৫
পাসপোর্ট (এমআরপি) রি-ইস্যু/তথ্য পরিবর্তন/সংশোধন এর নিয়মাবলী ও আবেদন ফরম
পাসপোর্ট নবায়ন এর জন্য এই ফরমটি পূরণ করে বর্তমান পাসপোর্ট এর ফটোকপি ও ব্যাংকে টাকা জমার রশিদ সংযুক্ত করতে হবে এবং মূল পাসপোর্টটি অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে।
তথ্য পরিবর্তন/সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমানপত্র সংযুক্ত করতে হবে।
ক) সরকারি, আধাসরকারী, স্বায়ত্তশাষিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী কর্মকর্তা/ কর্মচারী ও সরকারি চাকুরীজীবির স্বামী/স্ত্রী, এবং সরকারি চাকুরীজীবির নির্ভরশীল ১৫ (পনের) বৎসরের কম বয়সী সন্তান সাধারণ ফি জমা করে জরুরি সুবিধা পাবেন। এক্ষেত্রে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে অনাপত্তি সনদ (NOC) ওয়েব সাইটে আপলোড পূর্বক দাখিল করতে হবে।
খ) অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবি ও তাদের স্বামী/স্ত্রী সাধারণ ফি জমা করে জরুরি সুবিধা পাবেন। এক্ষেত্রে অবসরের সনদ জমা দিতে হবে।
গ) বিদ্যমান মেশিন রিডেবল পাসপোর্টের তথ্য পরিবর্তনের ক্ষেত্রে রি-ইস্যুর আবেদনের জন্য নিন্মরূপ কাগজপত্র প্রয়োজন।
ক্রঃনং
পরিবর্তনযোগ্য তথ্য
কাগজপত্র
১.
নিজের নাম/পিতা/মাতার নাম আংশিক পরিবর্তন
পরিবর্তন যোগ্য নহে।
২.
নিজের নাম/পিতা/মাতার নাম পূর্ণাঙ্গ পরিবর্তন
পরিবর্তন যোগ্য নহে।
৩.
বৈবাহিক অবস্থা পরিবর্তন/বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে
নিকাহনামা/ তালাকনামা (যেখানে যে টি প্রযোজ্য)।
৪.
জন্ম তারিখ পরিবর্তন
পরিবর্তন যোগ্য নহে।
৫.
স্থায়ী ঠিকানা পরিবর্তন
পুলিশ প্রতিবেদন (এর জন্য পূরণকৃত ১ কপি রি-ইস্যু ফরম ও ১ কপি সত্যায়িত নতুন আবেদন ফরম-ডিআইপি ফরম-১)।
বিঃ দ্রঃ- সকল আবেদনকারীকে আবেদনপত্র স্বশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে এবং ইস্যুকৃত পাসপোর্ট গ্রহণের সময় পুরাতন পাসপোর্ট অবশ্যই সাথে আনতে হবে।
Offer from Al Mojeel Int, Feni Branch. ফেনী থেকে অল্প খরচে , বেশি বেতনে সৌদি আরবে যেতে চাইলে তারাতারি যোগাযোগ / আবেদন করুন
আমের মুকুল ঝরে পড়ার কারণ ও প্রতিকার।
আম গাছে মুকুলের মধ্যে থাকে হাজার হাজার ফুল। তা থেকে জন্ম নেয় আমের গুটি। কিন্তু গাছে গুটি আসার পর নানা কারণে তা ঝরে যায়। তাই এসব কারণ ও প্রতিকার সম্পর্কে জেনে রাখা জরুরি-
ঝরে পড়ার কারণ:
বেশ কয়েকটি কারণে আমের মুকুল ঝরে পড়তে পারে-
১. অতিরিক্ত কুয়াশা, বৃষ্টি, ঝড় ও শিলাবৃষ্টির কারণে।
২. মাটিতে রসের অভাব হলে।
৩. হপার পোকার আক্রমণে।
৪. আমের মুকুলে অ্যানথ্রাকনোজ রোগ হলে।
প্রতিকার:
আমের মুকুল ঝরে পড়া রোধে করণীয়-
* আমবাগান পরিষ্কার-পরিচ্ছন্ন, আগাছামুক্ত ও খোলামেলা অবস্থায় রাখতে হবে।
* মরা ডালপালা ছেঁটে ফেলতে হবে। রোগাক্রান্ত ডাল, পাতা পুড়িয়ে ফেলতে হবে।
* এছাড়া গাছের নিচ থেকে মরা পাতা কুড়িয়ে তা পুড়িয়ে ফেলতে হবে।
* এ সময়ে গাছের গোঁড়ায় পর্যাপ্ত পরিমাণ পানি সেচ দিতে হবে।
* আম গাছে মুকুল আসার আগে ও ফল মটরদানার মতো হলে হপার পোকা দমনের জন্য স্প্রে করতে হয়। সাইপরমেথ্রিন ১০ ইসি (রিপকর্ড, রেলোথ্রিন, সিনসাইপার, ফেনম, বাসাড্রিন ) বা ল্যামডা সাই হ্যালাথ্রিন ২.৫ ইসি বা ফেন ভেলারেট ২০ ইসি গ্রুপের যেকোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে এক মিলিলিটার হারে গাছের পাতা, মুকুল ও ডালপালা ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে।
* পাওডারী মিলডিও রোগের জন্য ফুল আসার আগে একবার এবং ফুল ধরার পর একবার সালফার জাতীয় ছত্রাকনাশক যেমন কুমুলাস, ম্যাকসালফার, থিওভিট, রনভিট ২ গ্রাম হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হয়।
* অ্যানথ্রাকনোজ রোগের ক্ষেত্রে প্রতি লিটার পানিতে ১ মিলি প্রোপিকনাজল (টিল্ট) বা ১ গ্রাম কার্বেন্ডাজিম (ব্যাভিস্টিন/অটোস্টিন/ ফরাস্টিন) বা ২ গ্রাম ডাইথেন এম৪৫ মিশিয়ে ১০ দিন অন্তর গাছের পাতা, মুকুল ও ডালপালা ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে।
* আম মারবেলের মতো হলে প্রতি লিটার পানিতে ২০ গ্রাম ইউরিয়া মিশিয়ে স্প্রে করতে হবে।
লক্ষণীয়: গাছে যখন ৫০% ফল ধরবে; তখন কোনো প্রকার স্প্রে করা যাবে না। মুকুল ফোটার পর স্প্রে করা যাবে না। কেননা এ সময়ে অনেক উপকারী পোকা পরাগায়নের জন্য আসে।
Driving লাইসেন্স পেতে হলে এবার ডোপটেস্ট করাতে হবে
বিদেশে থাকা টাকার মেশিনটা অচল হয়ে গেছে,তাই দেশে পাঠিয়ে দিয়েছে.!!😥😥😥🥀
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
2900