Mr.ajoy.

Soundless man is perfect No more additional

15/11/2023
16/09/2023

# #ভালোভাবে বেঁচে থাকার মাঝে কিছুটা কষ্ট থাকলেও এই কষ্ট অনেক উপভোগ্য❤️❤️

08/04/2022

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আলোচিত অধ্যাপক তাহের হত্যাকান্ডে দীর্ঘ ১৬ বছরের আইনি লড়াই শেষে আইনজীবী সেগুফতা তাবাসসুম

তিনি ছিলেন তার পিতার খুনের মামলার একজন আইনজীবী। দীর্ঘ ১৬ বছরের আইনি লড়াই শেষে গতকাল তিনি তার পিতা হত্যার বিচারের চূড়ান্ত রায় পেয়েছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে। তার দীর্ঘদিনের আইনি লড়াই স্বার্থক তাই রায় পরবর্তী তার মাকে নিয়ে গণমাধ্যমের সামনে এসে তার কান্না লুকিয়ে রাখতে পারেননি। তার এই কান্নার মধ্যে যেমন আছে চাপা কষ্ট, তেমন আছে স্বপ্ন পূরণের স্বার্থকতার আনন্দ।

তাবাসসুমের বাবা তাহের আহমেদ ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক। তার বাবাকে যখন হত্যা করা হয় তখন তিনি উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী।

বাবা হত্যার ঘটনায় প্রত্যাশিত বিচার নিশ্চিতের জন্য তিনি তার জীবনের লক্ষ্য পাল্টিয়ে আইন বিষয়ে পড়াশোনা শুরু করেন। পরবর্তীতে বিচারিক আদালতের রায় সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে গেলে সেখানে যাতে বাবা হত্যার ন্যায় বিচার নিশ্চিত হয় তার জন্য তিনি হাইকোর্টে আইনজীবী হিসেবে অনুশীলন শুরু করেন।

গতকাল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের আপিল বিভাগ তাবাসসুমের বাবা হত্যার বিচারের রায় প্রদান করেছে। অধ্যাপক তাহের আহমেদকে নৃশংসভাবে হত্যার দায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং আরো দুই আসামিক যাবজ্জীবন কারাদন্ড দেয় আপিল বিভাগ।

অবাক করা ব্যাপার হলো অধ্যাপক তাহের হত্যা মামলার মূল আসামী তারই ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক মহিউদ্দিন যিনি কিনা একসময় অধ্যাপক তাহেরের ছাত্র ছিলেন।

শুধুমাত্র কর্মক্ষেত্রে পদোন্নতির পথে বাধা হওয়ায় মহিউদ্দিন, তাহেরের বাসার কেয়ারটেকারকে সাথে নিয়ে তাহেরকে খুন করে তার লাশ শিক্ষক কোয়ার্টারের বাসার বাইরের ম্যানহোলে ফেলে দেয়।

বাবা হত্যার বিচারের সঠিক রায় পেতে কণ্যা তাবাসসুমের দীর্ঘ ১৬ বছরের ক্লান্তিহীন অবিশ্বাস্য লড়াই বাংলাদেশের ইতিহাস অনন্য নজির হয়ে থাকবে।

বাবার প্রতি কতটুকু দায়বদ্ধতা থাকলে কিংবা বাবা হত্যার বিচার পেতে কতটুকু দৃঢ় সংকল্পবদ্ধ হলে দীর্ঘদিনের আইনি জটিলতা ডিঙিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় তা করে দেখালেন সাহসী ও দৃঢ়চেতা তাবাসসুম। ©

04/04/2022

মা তার মৃত ছেলের হার্ট বিট শুনছেন!🌸
তার ছেলে মারা যাওয়ার পর এ মেয়েটির শরীরের মৃত ছেলেটির হার্ট স্থানান্তর করা হয়। ছেলেটি মৃত হলেও মেয়েটির শরীরে তার হার্ট জীবিত আছে। আর এটা কেবল সম্ভব হয়েছে আধুনিক বিজ্ঞানের কল্যাণে।💙🌸
একমাত্র সৃষ্টিকর্তা চাইলে সব পারে।🥺💙

Mr.ajoy. 18/01/2022

রঙ্গের মানুষ তুই রং মাখিয়া দেখাস কত ঢং,
মানুষ সাজতে গিয়েরে তুই সেজে গেলি সং!

একদিন হায় থাকবেরে ভাই তোর সবই পড়ে,
যাবি যেদিন পৃথিবীর সব আপন মায়া ছেড়ে!

অালোর মাঝে তুই একা রইবি সেই অন্ধকারে,
অাপন, পর কেউই সেদিন রইবে না ঐ ঘরে!

সেদিন ফুরাবেরে তোর এমন সাধের জনম ভাই,
শুধু তুই ছাড়া অার কেউতো হায় ঐ ঘরেতে নাই!

কারো ক্ষতি করেরে তুই থাকবি কয়দিন ভালো?
দিনের শেষে তোর জীবনই হইবে নিকষ কালো!

মিছে অর্থের পাহাড় গড়লিরে তুই কত মানুষ মেরে,
তোর দাম্ভিকতায় ভীতু মানুষ, বিচার করবে কেরে!

কিসের এতো অহংকারে রইলিরে তুই সবই ভুলে?
ক্ষমা প্রার্থনাতে তোর অহংকারের দরজা যাবে খুলে!

অন্তিমে নয় তোর সকল দাম্ভিকতার হবেরে ভাই শেষ,
বিধাতার অাদালতে বিচার হবে তোর, দন্ড হবে বেশ!

------- শ্রীমান শর্মা

Mr.ajoy. Soundless man is perfect

Mr.ajoy. 18/01/2022

হবো একদিন খুব বড় আমি
তুমি থাকবে না যোগ্য আমার

Mr.ajoy. Soundless man is perfect

Want your business to be the top-listed Photography Service in Feni?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

SAY SRYY🙏🙏🙏
ভালোবাসা 👩‍❤️‍👨👩‍❤️‍👨

Category

Website

Address

Feni

Other Camera/Photo in Feni (show all)
Arman Hossain 0.2 Arman Hossain 0.2
Feni
Feni

I’m a photographer.”

জীবন সংগ্রাম জীবন সংগ্রাম
Feni

জীবন সংগ্রাম

Feni Sonagazi Feni Sonagazi
Sonagazi
Feni, 345036

View of Nature and Natural

Farzana Yesmin Farzana Yesmin
Feni

ali gorbito ami Muslim

Your Minhaz Shawon Your Minhaz Shawon
Feni

ঝামেলাপূর্ণ Relation আর ঝামেলা যুক্ত Person হতে দূরে থাকাই শ্রেয়।

Yoo Yoo Yoo Yoo
Feni

photo edit is fine

ODBUD Prithibi ODBUD Prithibi
Dhaka
Feni, 3900

I am traveler

Akash Saha Akash Saha
Kazirbag Feni
Feni, 3900

Onik Ebent Onik Ebent
Feni

অনিক ইভেন্ট

Azad Azad
Feni

azad