Dr: Binoy Kuri

Doctor

14/10/2022

ডাঃ বিনয় কুরী (হোমিওপ্যাথ)
ডি. এইচ. এম. এস. (ঢাকা)
গভঃ রেজি নংঃ-২৬৭৬৪
এম. এস. এস. (জাতীয় বিশ্ববিদ্যালয়)
চিএকর (২য়-১০ম শ্রেণী পর্যন্ত)
মোবাইলঃ-01836267272.
কয়েকদিন আগে বলতে ১মাস আগে আমার কাছে ৩টা রোগী এসেছিল, তাদের ৩ জনের "সমস্যা/রোগ" লক্ষণ প্রায়ই একই রকম। সেটা হচ্ছে ৩ জনের পায়ে পাতা ফাটা, পুরো শরীরে চুলকানী হয়, ক্ষত হয়, চুলকানী হলে ব্যথা হয়, জ্বলে, রক্ত বের হয়, এসব সমস্যা ৩ জন রোগীর একই রকম সমস্যা হয়, আর ৩ জনের রোগের বৃদ্ধি শীতকাল আসলে বৃদ্ধি পায়, গরম কালে ও হয়, কিন্তু গরম কালে তেমন বাড়ে না, শীতকালে বেশি বেড়ে যায়। খাওয়া-দাওয়াতে "গরু-ছাগল মাংস", "ইলিশ-চিংড়ি মাছ", খাইলে বাড়ে।ঠান্ডায় বাড়ে।
এ লক্ষণে আমাদের হোমিওপ্যাথিক লক্ষণ ভিওিক ১টি মাএ ঔষধ প্রয়োগ করাতে ৩ জন রোগীই ৪৫ দিনের মধ্যেই আল্লাহ রহমতে বা ঈশ্বরের কৃপায় ভালো হয়ে গেছে। কেউ যদি সন্দেহ মনে করেন যে হোমিও ঔষধ খেয়ে এসব রোগী ভাল হয় না, তাহলে তারা বকা স্বর্গে বসবাস করতেছে, আরো যদি বেশি সন্দেহ মনে করেন তাহলে তাদের ফোন নাম্বার ও দেওয়া হল, কল করে আমাদের ডাঃ বিনয় কুরী নাম বলে বলবেন যে আপনাদের এ রোগের জন্য কি হোমিও ঔষধ খেয়ে কি ভালো হয়েছেন, তাহলে তো সঠিক উওর পেয়ে যাবেন, ১টা কাছে আছে যার নাই কোন গতি সে করে হোমিওপ্যাথি-এটার ভাব অর্থ হচ্ছে যেকোন রোগী তার রোগের জন্য চিকিৎসা করতে বিভিন্ন ঔষধ, বড়ি খেয়ে বিফলে গেলে, শেষে হোমিও ঔষধ খেয়েই আল্লাহ রহমতে বা ঈশ্বরের কৃপায় ভাল হয়। রোগীদের ফোন নাম্বার চাইলে দিয়ে দিবো।

30/08/2022

📣°ব্যাথার ১৫ টি হোমিও ঔষধ:~~
♪-----------------------------------------------♪
শারিরীক বিভিন্ন রোগের উপসর্গের ফল স্বরুপ বিভিন্ন অঙ্গে ব্যথা হতে পারে।একটু সচেতন হলে সাধারন ব্যথায় দৌড়াদৌরি করার প্রয়োজন হবেনা।আজকে ব্যথায় ব্যবহার কারা হয় এমন ১৫ টি ঔষধ নিয়ে আলোচনা করা হবে।
১🔍Aconitum napellus : একোনাইট ব্যথার একটি সেরা ঔষধ। সাধারণত ভয়ঙ্কর ধরণের ব্যথা, ছুড়ি মারার মতো ব্যথা, হুল ফোটানোর ব্যথা, ব্যথার চোটে দম বন্ধ হয়ে আসে, ব্যথা যদি হঠাৎ দেখা দেয় এবং ব্যথার চোটে যদি ‘এখনই মরে যাব’ এমন ভয় হতে থাকে, তবে একোনাইট খেতে হবে।

২🔍Arnica montana : যে-কোন ধরনের আঘাত,থেতলানো,মচকানো, মোচড়ানো বা উপর থেকে পতনজনিত ব্যথায় আর্নিকা খেতে হবে।পেশী বা মাংশের ব্যথায় আর্নিকা এক নম্বর ঔষধ। শরীরের কোন একটি অঙ্গের বেশী ব্যবহারের ফলে যদি তাতে ব্যথা শুরু হয়, তবে আর্নিকা খেতে ভুলবেন না। যদি শরীরের কোন অংশে এমন তীব্র ব্যথা থাকে যে, কাউকে তার দিকে আসতে দেখলেই সে ভয় পেয়ে যায় (কারণ ধাক্কা লাগলে ব্যথার চোটে তার প্রাণ বেরিয়ে যাবে); এমন লক্ষণে আর্নিকা প্রযোজ্য। আঘাত পাওয়ার কয়েক বছর পরেও যদি সেখানে কোন সমস্যা দেখা দেয়, তবে আর্নিকা সেটি নিরাময় করবে।

৩🔍Bryonia alba : মাথা ব্যথা, জয়েণ্টের ব্যথা, হাড়ের ব্যথা, মাংশের ব্যথা, বুকের ব্যথা, বাতের ব্যথা প্রভৃতিতে ব্রায়োনিয়া সেবন করতে পারেন যদি সেই ব্যথা নড়াচড়া করলে বেড়ে যায়। ব্রায়োনিয়ার লক্ষণ হলো আক্রান্ত অঙ্গ যত বেশী নড়াচড়া করবে, ব্যথা তত বেশী বৃদ্ধি পেতে থাকে।

৪🔍Rhus Toxicodendron : পক্ষান্তরে মাথা ব্যথা, জয়েণ্টের ব্যথা, হাড়ের ব্যথা, মাংশের ব্যথা, বুকের ব্যথা, বাতের ব্যথা প্রভৃতিতে রাস টক্স সেবন করতে পারেন যদি সেই ব্যথা নড়াচড়া করলে কমে যায়। রাস টক্সের লক্ষণ হলো আক্রান্ত অঙ্গ যত বেশী নড়াচড়া করবে, ব্যথা তত বেশী কমতে থাকে।খুব ভারী কিছু উঠাতে গিয়ে কোমরে বা শরীরের অন্য কোন স্থানে ব্যথা পেলে রাস টক্স এক নাম্বার ঔষধ।

৫🔍Chamomilla : যদি ব্যথার তীব্রতায় কোন রোগী দিগ্‌বিদিক জ্ঞানশূণ্য হয়ে পড়ে, তার ভদ্রতাজ্ঞানও লোপ পেয়ে যায়, সে ডাক্তার বা নার্সকে পযর্ন্ত গালাগালি দিতে থাকে;তবে তাকে ক্যামোমিলা খাওয়াতে হবে। ক্যামোমিলা হলো অভদ্র রোগীদের ঔষধ।

৬🔍Colchicum autumnale : কলচিকাম গেটে বাত বা জয়েন্টের ব্যথায় ব্যবহৃত হয়। ছোট ছোট জয়েন্টের বাতে এবং বিশেষত পায়ের বৃদ্ধাঙুলের বাতের ব্যথায় কলচিকাম প্রযোজ্য। কলচিকামের প্রধান লক্ষণ হলো খাবারের গন্ধে বমি আসে এবং আক্রান্ত অঙের জোর/শক্তি কমে যায়।

৭🔍Hypericum perforatum : যে-সব আঘাতে কোন স্মায়ু ছিড়ে যায়, তাতে খুবই মারাত্মক ব্যথা শুরু হয়, যা নিবারণে হাইপেরিকাম খাওয়া ছাড়া গতি নেই। শরীরের সপর্শকাতর স্থানে আঘাত পেলে বা কিছু বিদ্ধ হলে হাইপেরিকাম খেতে হবে ঘনঘন।যেমন- ব্রেন বা মাথা, মেরুদন্ড, (পাছার নিকটে) কণ্ডার হাড়ে, আঙুলের মাথায়, অণ্ডকোষে ইত্যাদি ইত্যাদি। (তবে যে-সব ক্ষেত্রে পেশী এবং স্নায়ু দুটোই আঘাত প্রাপ্ত হয়েছে বলে মনে হয়, তাতে আনির্কা এবং হাইপেরিকাম একত্রে মিশিয়ে খেতে পারেন।) আঘাতের স্থান থেকে প্রচণ্ড ব্যথা যদি চারদিকে ছড়াতে থাকে বা খিঁচুনি দেখা দেয় অথবা imagesশরীর ধনুকের ন্যায় বাঁকা হয়ে যায় (ধনুষ্টঙ্কার), তবে হাইপেরিকাম ঘনঘন খাওয়াতে থাকুন।

৮🔍Ledum palustre : সূচ, আলপিন, তারকাটা, পেরেক, টেটা প্রভৃতি বিদ্ধ হলে ব্যথা কমাতে এবং ধনুষ্টঙ্কার / খিচুনি ঠেকাতে লিডাম ঘনঘন খাওয়ান। অর্থাৎ যে-সব ক্ষেত্রে কোনকিছু শরীরের অনেক ভেতরে ঢুকে যায়, তাতে লিডাম প্রযোজ্য। এই ক্ষেত্রে লিডাম ব্যথাও দূর করবে এবং ধনুষ্টংকার হলে তাও সারিয়ে দেবে।চোখে ঘুষি বা এই জাতীয় কোনো আঘাত লাগলে লিডাম এক ঘণ্টা পরপর খেতে থাকুন। বাতের ব্যথায় উপকারী বিশেষত যাদের পা দুটি সব সময় ঠান্ডা থাকে।

৯🔍Kali bichromicum: ক্যালি বাইক্রোম প্রধান লক্ষণ হলো ব্যথা আঙুলের মাথার মতো খুবই অল্প জায়গায় হয়ে থাকে,ব্যথা ঘন ঘন জায়গা বদল করে ইত্যাদি ইত্যাদি।

১০🔍Plantago Major : দাঁত, কান এবং মুখের ব্যথায় প্লানটাগো মেজর এমন চমৎকার কাজ করে যে, তাকে এক কথায় যাদু বলাই যুক্তিসঙ্গত।পত্রিকায় দেখলাম, একজন প্রখ্যাত সাংবাদিকের দাঁতব্যথা সারাতে না পেরে ডেন্টিস্টরা শেষ পযর্ন্ত একে একে তাঁর ভালো ভালো চারটি দাঁতই তুলে ফেলেছেন। আহা ! বেচারা ডেন্টিস্টরা যদি প্লানটাগো’র গুণের কথা জানত, তবে প্রবীন এই সাংবাদিকের দাঁতগুলো বেচেঁ যেতো।

১১🔍Pulsatilla pratensis : পালসেটিলা’র ব্যথার প্রধান লক্ষণ হলো ব্যথা ঘনঘন স্থান পরিবর্তন করে। আজ এক জায়গায় তো কাল অন্য জায়গায় কিংবা সকালে এক জায়গায় তো বিকালে অন্য জায়গায়।

১২🔍Lac caninum : ল্যাক ক্যান-এর ব্যথার প্রধান লক্ষণ হলো ব্যথা ঘনঘন সাইড/ পার্শ্ব পরিবর্তন করে। আজ ডান পাশে তো কাল বাম পাশে কিংবা সকালে সামনের দিকে তো বিকালে পেছনের দিকে।

১৩🔍Bellis perennis : প্রচণ্ড গরমের সময় অথবা পরিশ্রম করে ঘর্মাক্ত শরীরে আইসক্রিম বা খুব ঠান্ডা পানি খাওয়ার পরে যদি ব্যথা বা অন্য যে-কোন রোগ দেখা দেয়, তবে বেলিস পিরেনিস খাওয়া ছাড়া আপনার মুক্তির কোন বিকল্প রাস্তা নাই।

১৪🔍Magnesia phosphorica : ম্যাগ ফস স্মায়বিক ব্যথার এক নম্বর ঔষধ। ইহার ব্যথা অধিকাংশ ক্ষেত্রে ছুড়ি মারা অথবা চিড়িক মারা ধরণের মারাত্মক ব্যথা।আক্রান্ত অঙ্গকে মনে হবে কেউ যেন লোহার হাত দিয়ে চেপে ধরেছে।

১৫🔍Thuja occidentalis : টিকা (বিসিজি, ডিপিটি, এটিএস, পোলিও, হেপাটাইটিস, এটিএস ইত্যাদি) নেওয়ার কারণে ব্যথা হলে থুজা খেতে হবে। টিকা নেওয়ার কারণে শরীরের বিভিন্ন স্থানে চিড়িক মারা ব্যথা (neuralgia, sciatica) অর্থাৎ স্নায়বিক ব্যথা হয় এবং বার্নেটের মতে থুজা হলো সেরা ঔষধ।
-------------------------------------------------------------
📚 Compilation: Homoeopathic Tips
🌹সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ/নির্দেশনা,ছাড়া কোনো ওষুধ সেবন করা উচিত নয়।
🌹শুভকামনা সবসময়
📚 ডাঃ বিনয় কুরী (হোমিওপ্যাথিক)
ডি. এইচ. এম. এস. (ঢাকা)
গভঃ রেজিঃ নংঃ-২৬৭৬৪
এম. এস. এস. (জাঃ বিশ্বঃ)
চিএকর (১ম-১০ম শ্রেণি)
🌹হোমিওপ্যাথিক টিপস
🌹হেল্পলাইন 01836267272(WhatsApp)
🌹হেল

29/08/2022

♥ডা: বিনয় কুরী
ডি. এইচ. এম. এস (হোমিওপ্যাথ-ঢাকা)
এম. এস. এস. (জাতীয় বিশ্ববিদ্যালয়)
মোবাইল:01727403146, 01836267272.
যেকোন জটিল ও দূরারোগ্য রোগীর চিকিৎসক।
চেম্বার১:-দাগণভূঁয়া, ফেনী, হিরণ মার্কেট, ১৭নং দোকান। পপুলার হাসপাতালের সামনে।
সময়:-সকাল১০টা-দুপুর২ট পর্যন্ত।
চেম্বার২:-চৌমুুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়, সুপার মার্কেট।
সময়:-শুধু শুক্রবার, বিকাল৫টা-৮টা পর্যন্ত।
বি:দ্র:-শক্রুবারে ও রোগী দেখা হয়, তবে আসার আগে কল দিয়ে আসতে হবে।
সময়:-সন্ধ্যা ৬টা-রাত ৮টা, পর্যন্ত।
***পুরুষ ও মহিলাদের যেকোন প্রকার যৌন রোগ, ধাতুদূর্বলতা, স্বপ্নদোষ, ধ্বজভঙ্গ, বন্ধ্যাত্ব (সন্তান ধারনে অক্ষমতা), অনিয়মিত মাসিক, ব্রন, টিউমার, উরিস কিডনি ও পিও পাথর
***চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় সুপার মার্কেট।
বি: দ্র:-শুক্রবারে কেউ আসতে থাকলে আগের দিন কল দিয়ে "জেনে/অবগত" হবেন।
সবাই সুস্থ থাকবেন ভাল থাকবেন এই কামনাই করি♥

Want your practice to be the top-listed Clinic in Feni?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Feni
3920

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Other Doctors in Feni (show all)
Popular Homeo Care, Chhagalnaiya, Feni Popular Homeo Care, Chhagalnaiya, Feni
Feni, 3910

for Videography & cinematography pre booking. Contact with us �01712518898 01879184487

Hamdard Daganbhuiyan, Feni Branch Hamdard Daganbhuiyan, Feni Branch
778, Obaidullah Mansion, Feni Road, Daganbhuiyan
Feni

• হামদর্দের যেকোন প্রোডাক্ট হোম ডেলি?

Homeo Helth Care Homeo Helth Care
Feni
Feni, 3900

please contact 01712964844

ডা. মোঃ মাহমুদুল হাসান- 𝕯𝖗. 𝕸𝖉 𝕸𝖆𝖍𝖒𝖚𝖉𝖚𝖑 𝕳𝖆𝖘𝖆𝖓 ডা. মোঃ মাহমুদুল হাসান- 𝕯𝖗. 𝕸𝖉 𝕸𝖆𝖍𝖒𝖚𝖉𝖚𝖑 𝕳𝖆𝖘𝖆𝖓
Lifecare Diagnostic Centre (Opposite The Boro Mosjid), Grand Trunk Road, Feni Sadar, Feni
Feni, 3900

ডা. মো: মাহমুদুল হাসান এমবিবিএস (কেএমসি) এফসিপিএস (মেডিসিন-সি) এমআরসিপি (কোর্স)-লন্ডন

Dr.Jahid hossain mojumder Dr.Jahid hossain mojumder
Feni, 3900

aesthetic dentist

Hamdard Sonagazi, Feni Branch Hamdard Sonagazi, Feni Branch
211 Municipality Gate, Feni-Sonagazi Bus Stand, Sonagazi
Feni

• হামদর্দের যেকোন প্রোডাক্ট হোম ডেলি?

Orthopedic & Trauma surgeon DR .MD JAMAL   UDDIN . Orthopedic & Trauma surgeon DR .MD JAMAL UDDIN .
Feni, 3901

I am Dr Md Jamal Uddin,obtained MS-(ortho) degree,from DMC,Diploma in orthopedics from NITOR,Workin

ডাঃ সাহেদুজ্জামান ভূঁঞা সৈকত ডাঃ সাহেদুজ্জামান ভূঁঞা সৈকত
Doctor's Office Complex, Fazilerghat Bazar, Dagonbhuiyan
Feni, 3920

মেডিসিন ও হৃদরোগ চিকিৎসক Physician: NH Narayana Health BD (ডাঃ দেবী শেঠি'র হাসপাতাল চেইন) [Ex]

Hamdard Chhagalnaiya, Feni Branch Hamdard Chhagalnaiya, Feni Branch
House # 1433, Dak Bangla Road, Chhagalnaiya
Feni

• হামদর্দের যেকোন প্রোডাক্ট হোম ডেলি?

Dr. Md. Salah Uddin Dr. Md. Salah Uddin
Feni

Dr. Md. Salah Uddin Oral & Dental Surgeon Al-Kemi Hospital Dental Unit, Feni.

Hamdard Feni Branch Hamdard Feni Branch
361 S. S. K. Road (Infront Of Electricity Office), Mohipal
Feni

• হামদর্দের যেকোন প্রোডাক্ট হোম ডেলি?

Dr. Amir Khasru Tareq, MBBS, BCS Dr. Amir Khasru Tareq, MBBS, BCS
Shanti Company Road
Feni, 3900

এমবিবিএস (সি.ও.মে.ক), বিসিএস (স্বাস্থ্য) এমআরসিপি (p-1,মেডিসিন, লন্ডন), সিসিডি (বারডেম)