Fenibulletin.com ফেনী বুলেটিন.কম

Fenibulletin.com ফেনী বুলেটিন.কম

You may also like

CRZ cartoon
CRZ cartoon

www.fenibulletin.com একটি অনলাইন গনমাধ্যম।
পরীক্ষামূলক সম্প্রচার চলছে....

02/04/2024

#বিজ্ঞাপন #

31/03/2024

| শুভ সকাল
| আজ রবিবার, ৩১ই মার্চ ২০২৪, ১৭চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৫
| দিনটি আপনার ভাল কাটুক

29/03/2024

ফেনীর "ডাক দিয়ে যাই" সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণমুলক অরাজনৈতিক সংগঠন ''
ডাক দিয়ে যাই ফেনী" আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) বিকেলে শহরের মিজান রোডের চায়ের গ্রাম রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে ডাক দিয়ে যাই সংগঠনের সভাপতি এইচ.এম ইব্রাহীমের, সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রাম সমন্বয়কারী শিক্ষক নাছির উদ্দিন।

ডাক দিয়ে যাই সাধারণ সম্পাদক সোহেল ইউসুফ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সিনিয়র সহ - সভাপতি জহিরুল ইসলাম, মোহাম্মদ নেজাম উদ্দিন, মো: ফিরোজ আহম্মদ, যুগ্ম- সাধারণ সম্পাদক রানা সুলতান, মো: ফয়সল, প্রমুখ।

এ সময় দপ্তর সম্পাদক, জহির পাটোয়ারী, সহ সাংগঠনিক সম্পাদক, মোহসীন পাটোয়ারী
অর্থ সম্পাদক, মোজাম্মেল হক হাছান, সহ সাহিত্য সম্পাদক ফয়সাল,
সাস্থ্য সম্পাদক মাহমুদা আক্তার মুক্ত, শিক্ষার্থী কল্যান সম্পাদক মনির হোসেন, সদস্য ফারহানা,
খালেদা আক্তার, জান্নাতুল ফেরদৌস মিশু,এতে উপস্থিত ছিলেন

শেষে দোয়া পরিচালনা করেন ডাক দিয়ে যাই সভাপতি এইচ. এম ইব্রাহিম।

26/03/2024

মহান স্বাধীনতা দিবসে ফেনীর শহীদ স্মৃতিস্তম্ভ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জানান ফেনী জেলা আওয়ামী লীগ এর সন্মানিত সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, ফেনী সাংবাদিক ইউনিয়ন,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও সংগঠনের নেতৃবৃন্দ।

Photos from Fenibulletin.com ফেনী বুলেটিন.কম's post 26/03/2024

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা পড়ুয়া তৃতীয় শ্রেনীর ছাত্রের

নিজস্ব প্রতিনিধিঃ
দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নের ইয়ার নুরুল্লাপুর গ্রামে ব্যাটারী চালিত অটোরিকশার ধাক্কায় আব্দুর রহিম ফাহিম(০৮) নামে এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।খোঁজ নিয়ে জানা যায়,গতকাল ২৫ মার্চ (সোমবার)রাতে এশার সালাত আদায়ের জন্য ফাহিম তার নিজ এলাকার একটি মসজিদ যায় এবং সালাত আদায়ের পর স্থানীয় একটি দোকানে পানি খেয়ে বের হওয়ার সময় রাস্তার বিপরীত দিক থেকে দ্রুতবেগে ছুটে আসা একটি ব্যাটারীচালিত অটোরিকশার সাথে ধাক্কা লাগে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা প্রদান করে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে।পরবর্তীতে রাত প্রায় ১১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

মৃত আব্দুর রহিম ফাহিম ইয়ার নুরুল্লাপুর গ্রামের মোঃ সেকান্তর মিয়ার ছোট ছেলে এবং মৌলভী মুহাম্মদ আলী দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেনীর ছাত্র।

Photos from Fenibulletin.com ফেনী বুলেটিন.কম's post 26/03/2024

অটোরিক্সার ধাক্কায় মাদ্রাসা পড়ুয়া শিশুর মর্মান্তিক মৃত্যু

25/03/2024

চট্টগ্রামে চলন্ত অটো'রিক্সায় গ্যা'স সি'লিন্ডা'র বি'স্ফো'রণ, চালক নি"হ'ত=====

25/03/2024
Photos from Fenibulletin.com ফেনী বুলেটিন.কম's post 25/03/2024

জাতীয় গণহত্যা দিবসে সিলোনীয়া হাই স্কুলে আলোচনা সভা অনুষ্ঠিত।

দাগনভূঞা প্রতিনিধিঃ

২৫শে মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে সিলোনীয়া হাই স্কুল এর পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

সিলোনীয়া হাই স্কুলের প্রধান শিক্ষক কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজিজুল হক।

অত্র বিদ্যালয়ের সিরিয়র শিক্ষক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন।

আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা বিবি হাজেরা, সিনিয়র শিক্ষক শামছুত তাব্রিজ ভূঞা, আকরাম উল্যাহ, জনাব মাও:হাবিবুর রহমান, সহ সিলোনীয়া হাই স্কুলের শিক্ষক মন্ডলী ও সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ।

25/03/2024

আজ ভয়াল ২৫শে মার্চ,গণহত্যা দিবস

Photos from Fenibulletin.com ফেনী বুলেটিন.কম's post 24/03/2024

ফেনী রিপোটার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল।

23/03/2024

পবিত্র মাহে রমজান উপলক্ষে "দৈনিক ফেনীর সময়" এর আয়োজনে ক্বেরাত,আজান ও হামদ-নাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

Photos from Fenibulletin.com ফেনী বুলেটিন.কম's post 23/03/2024

লন্ডনস্থ ফেনী স্পোর্টস একাডেমী'র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

23/03/2024

এ বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১৫, সর্বোচ্চ ২৯৭০ টাকা।

18/03/2024

এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা প্রদানের দাবীতে ফেনীতে শিক্ষকদের মানববন্ধন।

Photos from Fenibulletin.com ফেনী বুলেটিন.কম's post 18/03/2024

সিলোনীয়া হাই স্কুল ১৩' ব্যাচের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরন

দাগনভূঞা প্রতিনিধিঃ

সিলোনীয়া হাই স্কুল ১৩' ব্যাচের উদ্যোগে ৭৫ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। শনি,রবি ও সোমবার (১৬,১৭ ও ১৮ই মার্চ) জায়লস্কর ইউনিয়নের গজারিয়া,ওমরপুর, ও বেকেরবাজার সহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে অসহায় পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী পৌছে দেয় সিলোনীয়া হাই স্কুলের ১৩' ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

ইফতার সামগ্রী বিতরন কর্মসূচির প্রধান সমন্বয়ক ১৩' ব্যাচের প্রাক্তন ছাত্র আতিকুর রহমান রাফি 'ফেনী বুলেটিন' কে জানায়,আমরা প্রতিবছর পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৩' ব্যাচের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরন করে আসছি।আর এইবারো তারই ধারাবাহিকতায় আমরা ৭৫ টি পরিবারের মাঝে উপহার হিসেবে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরন করেছি।

ইফতার সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল ছোলা,মুড়ি,খেজুর,চিড়া,চিনি,ডাল,আলু,সয়াবিন তৈল,দুধ,ট্যাংক, লাচ্ছা সেমাই।

এছাড়াও বিভিন্ন সময়ে জায়লস্কর ইউনিয়নের বিভিন্ন অসহায় পরিবারকে সাহায্য সহযোগিতা করে আসছে সিলোনীয়া হাই স্কুল ১৩' ব্যাচ।

Photos from Fenibulletin.com ফেনী বুলেটিন.কম's post 18/03/2024

প্রতি বছরের ন্যায় এবারও মহাসড়কে ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর ইফতার সামগ্রী বিতরন।

18/03/2024

ফেনী ও পার্শ্ববর্তী এলাকার জন্য।

17/03/2024

সোনাগাজীতে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ফেনীর সোনাগাজীতে পৃথক স্থানে পুকুরে ডুবে পিংকী আক্তার (৫) ও লাভলী আক্তার (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার চর সোনাপুর ও চর চান্দিয়া এলাকায় রোববার (১৭ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

Photos from Fenibulletin.com ফেনী বুলেটিন.কম's post 17/03/2024

ফেনীতে উদ্বোধন হলো ইসলামিক ভাস্কর্য

শহর প্রতিনিধিঃ

ফেনী শহরের মিজান রোডের তিন রাস্তার মোডে স্থাপিত হয়েছে ‘শান্তি চত্বর’ নামে একটি ইসলামিক ভাস্কর্য। ভাস্কর্যটিতে আল্লাহর গুণবাচক ৯৯টি নাম সম্বলিত রয়েছে।

রোববার (১৭ মার্চ) সন্ধ্যায় ভাস্কর্যটির উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। এসময় চত্বরটির নামকরণ করা হয় ‘শান্তি চত্বর’।

মূলত ফেনী পৌরসভার উদ্যোগে ভাস্কর্যটি নির্মাণ করা হয়। পৌর সূত্রে জানা গেছে, ২ মাসে এর কাজ সমাপ্ত করেন নিউ স্মার্ট জেনারেল সার্ভিস নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। এই ভাস্কার্যটিতে ৭ হাজার এলইডি লাইট রয়েছে বলেও জানা গেছে।

এসময় নিজাম হাজারী বলেন, দীর্ঘদিন ধরে মিজান ময়দানে জেলার সব বড় বড় প্রোগ্রাম হয়। এখানে ঈদের জামাতসহ আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন হয়। সে ময়দানের সম্মুখে শান্তি চত্বর প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতে শহরটিতে আরও ইসলামিক ভাস্কর্য নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

Photos from Fenibulletin.com ফেনী বুলেটিন.কম's post 17/03/2024

বিজিবি'তে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন।

17/03/2024

আজ ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফেনী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন।

16/03/2024

আজ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস।
ফেনী বুলেটিন এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা

16/03/2024

ফেনীতে "সেইলর"২২ তম আউটলেট'র উদ্বোধন

শহর প্রতিনিধিঃ

ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে পাঠান বাড়ি সড়কের মুখের বিপরীতে লাইফ স্টাইল ব্র্যান্ড "সেইলর"-এর ২২ তম আউটলেটের উদ্বোধন করা হয়েছে ।
গতকাল সন্ধ্যায় ফিতা ও কেক কেটে শোরুমটি উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও ইপিলিয়ন গ্রুপের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আল মামুন ।

এ সময় উপস্থিত ছিলেন, ফেনী শহরে ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ইপিলিয়ন গ্রুপের পরিচালক মোঃ জুনায়েদ আবু সালেহ মুসা, পরিচালক কিশোয়ার জাহান, সেইলরের সিও ও রেজাউল কবির,ব্যবসায়ী হানিফ কিরনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাগণ।

উদ্বোধন কালে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেছেন, পোশাক জগতে সেইলর অন্যতম একটি ব্র্যান্ড। ফেনীর অনেক মানুষ ঢাকায় পোশাক ক্রয় করতে যান। কিন্তু এখন থেকে ঢাকা যাওয়া লাগবে না। নিজ জেলায় পোশাক ক্রয় করতে পারবে। এর চাইতে আর আনন্দের বিষয় কি হতে পারে। আমরা চাই সকল পোশাক শোরুম ফেনীতে আসুক এবং তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে।

ইপিলিয়ন গ্রুপের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আল মামুন জানান, সেইলর ইপিলিয়ন গ্রুপের একট অঙ্গ প্রতিষ্ঠান। শোরুমটিসহ সারা দেশে মোট ২২টি আউটলেট হয়েছে। প্রতিটি আউটলেটের মাধ্যমে বাহারি রঙের পোশাক সলভ মূল্যে বিক্রি করছে। অন্যান্য জেলার তুলনায় ফেনী জেলার মানুষ পোশাকে সকিনতায় অন্যতম। তাই ফেনীতে একটি শোরুম দোওয়া হয়েছে। আমাদের পোশাকের গুনগত মান সারা দেশে সুনাম অর্জন করে আসছে।

Photos from Fenibulletin.com ফেনী বুলেটিন.কম's post 16/03/2024

নিখোঁজ
------------

ইউসুফ (২৭)
পিতা-আবুল কালাম
সাং-পূর্ব ফাজিলপুর
বাড়ী-আব্দুল আজিজ মুন্সি বাড়ী
থানা-ফেনী সদর
জেলা-ফেনী

ইউসুফ আর.এফ.এল কোম্পানীর এস.আর। তিনি বারইয়ারহাট পৌরসভা এলাকায় এস.আর এর দায়িত্বরত। আজ সকাল ১১ টার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। নিখোঁজের বিষয়ে জোরারগঞ্জ থানায় জিডি করেছেন ইউসুফের ভাই ইব্রাহিম।

>> নিখোঁজ ব্যাক্তির বর্ণনাঃ-
গায়ের রং-ফর্সা, চুল-কালো, মুখমন্ডল- লম্বাটে
উচ্চতা অনুমান-৫ ফুট ৮ ইঞ্চি।
ভাষা-শুদ্ধ ও ফেনী-বারইয়ারহাট এলাকার আঞ্চলিক ভাষায় কথা বলে।
কোন সহৃদয়বান ব্যক্তি যদি তার খোঁজ পেয়ে থাকেন তাহলে উল্লেখিত নাম্বারগুলোতে যোগাযোগ করুন।

01814838531 (Shahid)
01825773757 (Milon)
01844816902 (Shamim)

#পোস্টটি শেয়ার করে নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে সহায়তা করুন।

16/03/2024

ফেনীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ

ইয়াসমিন আক্তার (২৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের বাদাদিয়া গ্রামের রমজান আলী মিস্ত্রি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসমিন ওই বাড়ির ওমান প্রবাসী মেহেদী হাসানের স্ত্রী।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় খবর পেয়ে ওই বসতঘরের শয়নকক্ষের বিছানার ওপর থেকে গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে বাড়িতে কেউ না থাকায় কীভাবে গৃহবধূর মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছে না। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিবেশীরা জানায়, গৃহবধূর স্বামী দীর্ঘদিন ওমানে থাকেন। তার একটি পুত্র সন্তান রয়েছে। গৃহবধূর মৃত্যুর পর তার স্বামীর পরিবারের সবাই পালিয়ে গেছে। তবে গৃহবধূর বাবা সোনাগাজী সদর ইউনিয়নের ছুট্টু মিয়া তার মেয়েকে শশুর বাড়ির লোকজন হত্যা করেছে বলে দাবি করেছেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় পলাশ বলেন, কীভাবে গৃহবধূর মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছে না। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

14/03/2024

⏰ সাহরীর শেষ সময়: ৪টা ৪৭ মি:
⏰ ইফতার: ৬টা ০৭ মি:
*****************
★০৪ রমজান/১৫ মার্চ জুমাবার★

★(শুধুমাত্র ফেনী ও পাশ্ববর্তী এলাকার জন্য)★

14/03/2024

ফেনীতে প্রেমের বিয়েতে পরিবার রাজি না হওয়ায় ৭ তলা থেকে লাফ দিয়ে যুবকের মৃত্যু

শহর প্রতিনিধি :
ফেনীতে নির্মাণাধীন বহুতল ভবনের সপ্তম তলা থেকে পড়ে রাকিব হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মার্চ) দুপুরে স্থানীয় পৌরসভার সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিব পৌর ৭ নম্বর ওয়ার্ডের ছালাম মিয়ার ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিজ এলাকার একজন মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রাকিবের। গত কিছুদিন ধরে প্রেমিকার সঙ্গে বিয়ের জন্য পরিবারকে চাপ দিতে থাকে সে। বিয়ের উপযুক্ত সময় না হওয়ায় পরিবার থেকে বিষয়টি নিয়ে গুরুত্ব দেওয়া হয়নি। বুধবার সকালে ঘর থেকে বের হওয়ার সময়ও বিয়ে না করালে মারা যাবে বলে বের হয়ে যায় রাকিব। এর কিছুক্ষণ পর ভ্যাট অফিসের নির্মাণাধীন হোয়াইট হাউজ ভবনে ৭ তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন এ যুবক।

নিহত রাকিবের বড় ভাই বাবু বলেন, রাকিব সহজ সরল প্রকৃতির ছিল৷ শুনেছি সে এলাকার একটি মেয়েকে পছন্দ করতো জানতাম। তবে ওই মেয়ে সম্পর্কে আমাদের এক ভাইয়ের মেয়ে। এছাড়াও তাদের এখনো বিয়ের জন্য উপযুক্ত বয়স না হওয়ায় আমরা বিষয়টি গুরুত্ব দেইনি৷ তাছাড়া রাকিব এমন সিদ্ধান্ত নেবে এটি আমরা কেউই বুঝে উঠতে পারেনি।

ভবনের মালিক মো. এনামুল হক বলেন, ছেলেটিকে প্রায়ই ভবনের আশপাশে ঘুরাঘুরি করতো। ঘটনার সময় ভবনের দারোয়ান ছিল না৷ সম্ভবত এ সুযোগে সবার চোখ ফাঁকি দিয়ে সে ভবনের ভেতর ঢুকে পড়ে৷ তবে তার এ অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবরে আমরা সবাই মর্মাহত হয়েছি।

ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, একটি নির্মাণাধীন ১২ তলা ভবনের ৭ তলা থেকে পড়ে এ যুবকের মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি, ছেলেটি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

Want your business to be the top-listed Media Company in Feni?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

আল্লাহু আকবাররাখে আল্লাহ , মারে কে....ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় মা-বাবা ও বোন নিহত হলেও মায়ের গর্ভে থাকা শিশুটি ট্রাকের চা...

Address

Feni

Other Media/News Companies in Feni (show all)
Islami Media Islami Media
Feni

আসসালামু আলাইকুম, আপনারা যদি এরকম আরো ভিডিও দেখতে চান তাহলে page টা কে Like And Followe করে দেন।

S H EMON 001 S H EMON 001
Feni

Hi Welcome To My page Please Follow Me

Chhagalnaiya News24 Chhagalnaiya News24
Feni

Nuruzzaman Sumon Editor

Daily Fenir Shomoy Daily Fenir Shomoy
S. S. K Road
Feni, 3900

Top News Published in Feni District

GK Media GK Media
Chattogram
Feni, 3930

সত্য প্রকাশে নেই ভয়... আমরা এবার করবো জয়...

Feni news Feni news
Rampur
Feni

সিরাজিয়া সাইবার টিম, ফেনী। সিরাজিয়া সাইবার টিম, ফেনী।
সিরাজিয়া দরবার শরীফ, মহিপাল
Feni

সিরাজিয়া দরবার শরীফের একটি অনলাইন প্লাটফর্ম�

Feni News 24 . Com Feni News 24 . Com
WC7V+9C4
Feni, 3900

Feni Politics Feni Politics
Feni, 3900

Feni Politics is a leading news site of Bangladesh. We broadcast / publish Political News of Feni.

Feni Press Feni Press
Feni

সময়ের সংবাদ সময়ে পেতে চোখ রাখুন FENI PRESS এ?

The Daily Ekushy Sangbad Feni The Daily Ekushy Sangbad Feni
Feni

সব সময় অমর একুশের চেতনা ধারন করি।