তথ্যকেন্দ্র ফেনী সদর
উপজেলা তথ্যকেন্দ্র, ফেনী সদর, ফেনী। তথ্য আপা : ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)
সার্বজনীন পেনশন স্কিমে নিজের ও পরিবারের সদস্যদের নাম অন্তর্ভুক্ত করি,
সরকারী চাকুরীজীবিদের মত আজীবন পেনশন গ্রহণ করি।
সুখবর, সুখবর, সুখবর
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়নশীল উদ্যোগে অর্থমন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশের সকল শ্রেণী/পেশার মানুষের জন্য সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছে। (উন্নত বিশ্বের বিভিন্ন দেশে চলমান)....
কৃষক পর্যায়ের সাধারন মানুষ মাত্র 500টাকার সহজ কিস্তিতে সার্বজনীন পেনশনে অন্তর্ভুক্ত হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে।
দেশে ০৪ ধরনের পেনশন স্কিম চালু করেছে রাষ্ট্র।
১. প্রবাস স্কিম ২. প্রগতি স্কিম ৩. সুরক্ষা স্কিম ৪. সমতা স্কিম।
মানুষের জীবন যাত্রার ধরন অনুযায়ী 10 থেকে 42 বছর মেয়াদী 500 টাকা থেকে 10000 টাকার মাসিক/ত্রৈমাসিক/বাৎসরিক কিস্তি পরিশোধের মাধ্যমে ৬০ বছর বয়স পেরোলে পেনশন ভাতা প্রাপ্ত হবেন। একজন পেনশন স্কিম আবেদন কারী মেয়াদ শেষে আজীবন পেনশন পাবেন। মৃত্যু ব্যক্তির পেনশন ৭৫বছর বয়স পর্যন্ত পাবেন নমীনি।
অনলাইনে বিস্তারিত তথ্য জানতে: https://www.upension.gov.bd/Public/Flyer লিংকে ভিজিট করুন।
দেশের সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ইউনিয়ন/পৌরসভা/উপজেলা/নগর ডিজিটাল সেন্টারে রেজিষ্ট্রেশন বুথ করা হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ইউনিয়ন/পৌরসভা/উপজেলা/সিটি কর্পোরেশন অফিসে যোগাযোগ করুন এবং পেনশন ভাতার আওতাভুক্ত হোন।
রেজিষ্ট্রেশন করতে যা যা লাগবেঃ
১. প্রার্থীর ভোটার আইডি ফটোকপি
২. প্রার্থীর ছবি
৩. মোবাইল নং
৪. ব্যাংক একাউন্ট
৫. নমিনীর আইডি/জন্ম সনদ ফটোকপি
(বিঃদ্রঃ অনলাইনে ঘরে বসে আপনার কিস্তি পরিশোধ করিতে পারিবেন, প্রয়োজনে আমরা ডিজিটাল সেন্টার আছি আপনাদের পাশে)
তাই দেরী না করে চলে আসুন আপনার নিকটস্থ রেজিষ্ট্রেশন বুথে। হয়ে যান সরকারী চাকরীর মতো পেনশন ভাতাভোগী।
সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করুন
আপনার ভবিষ্যত আর্থিক নিরাপত্তা নিশ্চিত করুন...
https://www.facebook.com/100064287003712/posts/795342499285310/?app=fbl
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জয়িতা ফাউন্ডেশনের সক্ষমতা বির্নিমাণ প্রকল্প এবং নারীর স্বনির্ভরতায় ই-প্রশিক্ষণ (সেট) কর্মসূচির যৌথ উদ্যোগে বিনামূল্যে- জয়িতার ৩য় সেশন (সেট এর ৩৮তম সেশনের) প্রশিক্ষণ আগামী ৫ এপ্রিল ২০২৪ খ্রিঃ থেকে ০৮টি ট্রেডে শুরু হবে।
🔗রেজিস্ট্রেশন লিঙ্কঃ http://set2020.com.bd/admission
প্রশিক্ষণের সুবিধা:
🟢প্রশিক্ষণটি গ্রহণের ফলে আপনারা নতুন বিষয় সম্বন্ধে জ্ঞানার্জন করতে পারবেন যা আপনাদের কর্মক্ষেত্রে এবং উদ্যোক্তা হতে সহায়তা করবে।
🟢 ইতিমধ্যে প্রশিক্ষণ গ্রহণ করে অনেকেই নিজেদের অনলাইন ব্যবসা সফলভাবে শুরু করতে পেরেছেন।
🟢 এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য প্রশিক্ষণার্থীদের যথোপযুক্ত ট্রেনিং এর মাধ্যমে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলা।
অনলাইন কোর্স সমূহ:
👉 হর্টিকালচার ও নার্সারি ( ক্লাস - সন্ধ্যা ৭:০০-৮:০০ টা)
👉 পোলট্রি ও ডেইরি (ক্লাস - সন্ধ্যা ৭:০০-৮:০০ টা)
👉 ডিজিটাল মার্কেটিং ( ক্লাস - সন্ধ্যা ৭:০০-৮:০০ টা )
👉 সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ( ক্লাস - রাত ৮:৩০-৯:৩০ টা )
👉 হাউজকিপিং ও কেয়ার গিভিং (ক্লাস - রাত ৮:৩০-৯:৩০ টা)
👉 ক্রিস্টাল শোপিস ( ক্লাস - রাত ৮:৩০-৯:৩০ টা )
👉 গ্রাফিক্স ডিজাইন ( ক্লাস - রাত ৮:৩০-৯:৩০ টা )
👉 গহনা তৈরি ( ক্লাস - রাত ৮:৩০-৯:৩০ টা )
যা যা লাগবে-
♦️প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য অবশ্যই ফেসবুক একাউন্ট থাকতে হবে।
♦️প্রতিটি ট্রেডের প্রশিক্ষণ ১ মাস ব্যাপী চলবে।
♦️প্রশিক্ষণে মোট ২০ টি ক্লাস এবং প্রতিটি ক্লাস ১ ঘণ্টা করে হবে।
♦️ ক্লাসগুলো ফেসবুকের ক্লোজ গ্রুপের মাধ্যমে পরিচালনা করা হবে।
♦️ প্রতিটি ট্রেডে সর্বোচ্চ ৫০ জন অংশগ্রহণ করতে পারবেন। নির্ণায়ক এর মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে বাছাই করা হবে।
♦️ ১ জন প্রশিক্ষণার্থী কেবলমাত্র ১টি ট্রেডে রেজিস্ট্রেশন করতে পারবেন। ৩৬ ও ৩৭ তম সেশনে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন না।
♦️ রেজিস্ট্রেশন ফর্মে উল্লেখিত ইমেইল আইডি অবশ্যই সঠিক হতে হবে।
♦️ ফেসবুক প্রোফাইল নাম অবশ্যই এন আইডি/ জন্ম নিবন্ধন সার্টিফিকেটের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে অন্যথায় রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
✅রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হলে ২৫ মার্চ থেকে ৩০ মার্চ ২০২৪ মধ্যে ইমেইলের মাধ্যমে ফেইজবুক গ্রুপ লিংক শেয়ার করা হবে। ফেসবুক গ্রুপে এড রিকোয়েস্ট ২ তারিখের পর থেকে এপ্রুভ করা হবে না। তাই গ্রুপ লিঙ্কের ইমেইল না পেলে ২ তারিখের পূর্বে আমদের পেজে যোগাযোগ করবেন।
[বি:দ্র: একাধিক ট্রেডে রেজিস্ট্রেশন করলে উক্ত প্রশিক্ষণার্থীর রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।]
জাতীয় মহিলা সংস্থা, ফেনী জেলা কার্যালয়ে ৭৪তম ব্যাচে (মার্চ-জুন/২৪) ০৪ মাস মেয়াদি সেলাই ও এমব্রয়ডারি মহিলা প্রশিক্ষণার্থী ভর্তি বিজ্ঞপ্তি।
তথ্যকেন্দ্র ফেনী সদর তথ্য আপা প্রকল্প -২য় পর্যায় Tanzina Afrin Tanzina Afrin তথ্যকেন্দ্র ফেনী সদর Maliha Afroze San Ji Da
তথ্যকেন্দ্র ফেনী সদর তথ্য আপা প্রকল্প -২য় পর্যায় তথ্যকেন্দ্র ফেনী সদর Tanzina Afrin Tanzina Afrin San Ji Da Maliha Afroze
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী জাগরনে অগ্রনী ভূমিকা পালন করছে-শুসেন চন্দ্র শীল এম. এমরান পাটোয়ারী : শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ...
https://m.facebook.com/story.php?story_fbid=885708773560252&id=100063634132998&mibextid=2JQ9oc
তথ্য আপা প্রকল্প -২য় পর্যায় এর ফেনী সদর
উপজেলার তথ্যকেন্দ্র ফেনী সদর কর্তৃক আয়োজিত নারী উদ্যোক্তাদের নিয়ে ই-কমার্স বিষয়ক লাল সবুজ ডটকম মার্কেট প্লেস বিষয়ক বিশেষ উঠান বৈঠকটি অদ্য ০৫ ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখ রোজ সোমবার সকাল ১০.০০-১.০০ ঘটিকা পর্যন্ত ফেনী সদর উপজেলা পরিষদ এর সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকটিতে ৫০ জন নারী উদ্যোক্তা অংশ নেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা দ্বারা বাস্তবায়িত... তথ্য আপা: প্রকল্প (২য় পর্যায়) এর তথ্য কেন্দ্র, ফেনী সদর কর্তৃক আয়োজিত উঠান বৈঠকটি পরিচালনা করেন তানজিনা আফরিন, তথ্যসেবা কর্মকর্তা, ফেনী সদর, ফেনী।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : ফেনী সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব শুসেন চন্দ্র শীল মহোদয় ও বিশেষ অতিথি জনাব এ.কে শহীদ খোন্দকার, অনুষ্ঠান এর সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ হুমায়ন রশিদ মহোদয়।
উঠান বৈঠকটিতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তথ্যসেবা সহকারী সানজিদা ওমর, তথ্যসেবা সহকারী হাসনা আফরোজ এবং অফিস সহায়ক মোহাম্মদ আবদুল আজিজ।
উপস্থিত উদ্যোক্তাদের মাঝে ডিজিটাল মার্কেটিং, পন্যের ধরন এবং অনলাইন প্লাটফর্ম লালসবুজ ডটকম এ প্রোডাক্ট বেচা কেনা নিয়ম সম্পর্কে আলোচনা করেন লাল সবুজ ডট কম এর ই-কমার্স প্রশিক্ষক জনাব আল ইমরান।
উদ্যোক্তাদের মাঝে নগদ ১০০ টাকা ও নাস্তা দেয়া হয়।
#তথ্যকেন্দ্র ফেনী
Tanzina Afrin
Tanzina Afrin
San Ji Da Maliha Afroze
#তথ্যকেন্দ্র ফেনী
ডোর টু ডোর সেবা প্রদান
ইউনিয়ন :বালিগাঁও
ওয়ার্ড নং :০৭
ডিসেম্বর ২০২৩ ইং মাসের ৩য় উঠান বৈঠক অনুষ্ঠিত হয় আজ ২৭.১২.২০২৩ ইং তারিখ রোজ বুধবার।। 👉সময় : বিকাল : ৩.০০ ঘটিকায়
👉স্থান : ৩ নং ওয়ার্ড , আশ্রয়ণ প্রকল্প -১
👉ইউনিয়ন: ফাজিলপুর
👉উপজেলা: ফেনী সদর।
অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন :
১.উপজেলা নির্বাহী অফিসার, ফেনী সদর,ফেনী । ২.উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা , ফেনী সদর ।
আরো উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি জনাব শাহা আলম MD Shaha Alam, ওয়ার্ড নাম্বার :০৩।
বিষয় : মাননীয় প্রধান মন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্প সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন ও বাল্যবিবাহ ও যৌতুক বিষয়ক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন: জনাব তানজিনা আফরিন, তথ্যসেবা কর্মকর্তা, উপজেলা তথ্যকেন্দ্র,ফেনী সদর,ফেনী।
উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ: তথ্যসেবা সহকারীদ্বয় এবং অফিস সহায়ক.
Tanzina Afrin
ফেনী সদর তথ্যকেন্দ্রের ডিসেম্বর ২০২৩ ইং মাসের ২য় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
তারিখ: ২৬.১২.২০২৩ ইং সময় : বিকাল : ৩.০০ ঘটিকায়স্থান : ৫ নং ওয়ার্ড। ইউনিয়ন: লেমুয়াউপজেলা: ফেনী সদর অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন:
উপজেলা নির্বাহী অফিসার, ফেনী সদর,ফেনী । উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা , ফেনী সদর ।
বিষয় : নিরাপদ মাতৃত্ব ও পরিবার পরিকল্পনা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন: জনাব তানজিনা আফরিন, তথ্যসেবা কর্মকর্তা, উপজেলা তথ্যকেন্দ্র,ফেনী সদর,ফেনী।
উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ: তথ্যসেবা সহকারী এবং অফিস সহায়ক.
Tanzina Afrin
ডিসেম্বর মাসের ১ম উঠান বৈঠক ।
তারিখ : ২৪.১২.২০২৩ ইং
👉প্রধান রিসোর্স পার্সন : উপজেলা নির্বাহী অফিসার , ফেনী সদর।
👉রিসোর্স পার্সন : যুব উন্নয়ন অফিসার, ফেনী সদর।
বিষয় : ব্যবসা ও যুব প্রশিক্ষণ সংক্রান্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন: জনাব তানজিনা আফরিন, তথ্যসেবা কর্মকর্তা, উপজেলা তথ্যকেন্দ্র,ফেনী সদর,ফেনী।
উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ: তথ্যসেবা সহকারী এবং অফিস সহায়ক.
স্থান: ধুম সাহাদ্দা, বালিগাঁও ফেনী সদর, ফেনী।
সময়: বিকাল : ৩.০০ ঘটিকায়
Tanzina Afrin তথ্যকেন্দ্র ফেনী সদর তথ্য আপা প্রকল্প -২য় পর্যায়
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহীদের সম্মানে শ্রদ্ধাঞ্জলি। জাতীয় মহিলা সংস্থা, ফেনী জেলা কার্যালয়, ফেনী Jms Feni
তথ্যকেন্দ্র ফেনী সদর, তথ্যআপা প্রকল্প (২য় পর্যায়)। Tanzina Afrin Tanzina Afrin তথ্যকেন্দ্র ফেনী সদর
তথ্যআপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়), তথ্যকেন্দ্র ফেনী সদর এর পক্ষ থেকে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
Tanzina Afrin Tanzina Afrin তথ্যকেন্দ্র ফেনী সদর
সেবাপ্রদান-অনলাইন আবেদন।
তথ্যকেন্দ্র সেবা।
তথ্যকেন্দ্র ফেনী সদর
প্রাথমিক স্বাস্থ্যসেবা,
ডায়াবেটিস পরিমাপ।
তারিখ:১০/১২/২০২৩ ইং
নভেম্বর মাসের ২য় উঠান বৈঠক ।
👉প্রধান রিসোর্স পার্সন : উপজেলা নির্বাহী অফিসার , ফেনী সদর।
👉রিসোর্স পার্সন : কৃষি সম্প্রসারণ অফিসার, ফেনী সদর।
বিষয় : পারিবারিক পুষ্টি বাগান এ কৃষি সহায়তা।
আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা , উপজেলা কৃষি অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
অত্র এলাকার সম্মানিত মহিলা মেম্বার৷
এবং আরো অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন: জনাব তানজিনা আফরিন, তথ্যসেবা কর্মকর্তা, উপজেলা তথ্যকেন্দ্র,ফেনী সদর,ফেনী।
উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ: তথ্যসেবা সহকারী এবং অফিস সহায়ক.
স্থান:মাস্টার পাড়া, লেমুয়া ইউনিয়ন,হোসনা মেম্বার বাড়ি, ফেনী সদর, ফেনী।
সময়: বিকাল : ৩.০০ ঘটিকায়
Tanzina Afrin তথ্যকেন্দ্র ফেনী সদর তথ্য আপা প্রকল্প -২য় পর্যায় Shipon Chowdhury
ফেনী সদর উপজেলায় তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়) এর সেপ্টেম্বর মাসের ২য় উঠান বৈঠক সম্পন্ন হয়।
#স্থান : ভূঁইয়া বাড়ি, গ্রাম- রুহিতিয়া, ৪নং ওয়ার্ড, কাজিরবাগ ইউনিয়ন, ফেনী সদর।
#বিষয়:- পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিষয়ক আলোচনা।
উক্ত উঠান বৈঠক এ #রিসোর্স_পার্সন হিসেবে
উপস্থিত ছিলেনঃ জনাব সাহেদা হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার, ফেনী সদর।
জনাব তানজিনা আফরিন, তথ্যসেবা কর্মকর্তা, ফেনী সদর।তথ্যসেবা সহকারী জনাব হাসনা আফরোজ ও জনাব সানজিদা ওমর।
আরো উপস্থিত ছিলেন অফিস সহায়ক মো: আব্দুল আজিজ ও অন্যান্যরা।
উক্ত উঠান বৈঠকে গ্রামীন সুবিধাবঞ্চিত ৫০ জন নারীদের অবস্থার উন্নয়নে নানাদিক পরামর্শ প্রধান করা হয়। পরিবারের সুস্থতা জন্য পরিবারের মূখ্য ভুমিকায় কিন্তু নারীরা অবদান রাখতে পারেন। তাদের সচেতনতায় পরিবারের সদস্যরা সুস্বাস্থের অধিকারী হবে। ।গর্ভবতী মায়েদের ও শিশুদের জন্য বিশেষ দিক নির্দেশনা দেওয়া হয় এবং নিরাপদ মাতৃত্ব ও সুস্থ সন্তান জন্মদানে প্রসূতি মায়েদের করনীয় ও পালনীয় দিক গুলোও আলোচনা করা হয়। তাই মা বোনদের কে তাদের অধিকার বিষয় আরও সচেতন হওয়াসহ বাল্য বিয়ে প্রতিরোধে সবাইক সু-দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জনাব সাহেদা হোসোন। উক্ত উঠান বৈঠকে ৫০ জন মহিলাদের মাঝে রিফ্রেশমেন্ট ও নগদ অর্থ বিতরণ করেন ফেনী সদর উপজেলার তথ্যআপা প্রকল্প (২য় পর্যায়)।
Tanzina Afrin Tanzina Afrin
Saheda Hossain Mina
তথ্যকেন্দ্র ফেনী সদর
Women IT Service Provider ক্যাটাগরিতে আবেদনকৃত প্রশিক্ষণার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল-
গতকাল ২৫/০৯/২০২২ তারিখে মহিলা বিষয়ক অধিদপ্তর,ফেনী এর উপপরিচালক মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে ত্রৈমাসিক সমন্বয় সভা।সভায় উপস্থিত ছিলেন ফেনী জেলার ছয় উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা, ছয় উপজেলার তথ্যসেবা কর্মকর্তা,জেলার ডে কেয়ার কর্মকর্তা এবং জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা।
আবহাওয়ার সতর্ক বার্তা
৩ নম্বর সতর্ক সংকেত
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমুহকে ০৩ (তিন) নম্বর (পুন:) ০৩ (তিন) নম্বর স্হানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ।
সরকারি বিধি মোতাবেক ফেনী সাউথ-ইস্ট কলেজে "অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর", "ল্যাব সহকারী" এবং "অফিস সহায়ক" নিয়োগ করা হবে।
সুত্রঃ দৈনিক সমকাল ০৮/০৯/২০২২ খ্রীঃ।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Address
Feni
3900
Opening Hours
Monday | 09:00 - 17:00 |
Tuesday | 09:00 - 17:00 |
Wednesday | 09:00 - 17:00 |
Thursday | 09:00 - 17:00 |
Sunday | 09:00 - 17:00 |
Fazilpur-Shibpur Road, Zero Point
Feni, 3901
Fazilpur Union Parished is a part of Local Government Organization of Bangladesh.