মুহাম্মদ মোশাররফ হোসাইন
Nearby media companies
Dagonbhuiyaa
3923
Feni
feni
3860
3910
Feni
3900
Shahid Shahidullah Kaisar Road
Feni
Feni
"বিশ্বজোড়া পাঠশালা মোর,
সবার আমি ছাত্র,
নানান ভাবে নতুন জিনিস
শিখছি দিবারাত্র।"
সান্নিধ্যের পরশে
-----------------------------------------------------------------------
জীবন সায়াহ্নের পড়ন্ত বেলায় উপনীত হয়েছেন দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ ইসহাক। নবতিপর এই প্রবীণ রাজনীতিবিদ আলেম আজ প্রায় শয্যাশায়ী। কানে খুব কম শুনেন। সবসময় বিছানাতেই শুয়ে থাকেন। সাক্ষাতপ্রার্থী কেউ আসলে সময় দেন। এখন ঢাকা ছেড়ে পাবনা শহরেই মাসুম বাজার সংলগ্ন নিজ বাসভবনে অবস্থান করেন। হুযুরের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যেই আজ পাবনা শহরে যাই।
অধ্যক্ষ মাওলানা ইসহাক " খেলাফত মজলিস'র দীর্ঘদিনের মুহতারাম আমীর ছিলেন। অত্যন্ত চৌকষ ও দূরদর্শী রাজনীতিবিদ। বয়সের ভারে নুয়ে পড়া রণ-ক্লান্ত এই কর্মবীর নিজের অসুস্থতার কারণে দলের ইমারতের দায়িত্ব পরবর্তী প্রজন্মের হাতে ছেড়ে দিয়ে একটু নির্ভার হয়েছেন। অন্যদের মতো পদ জবরদখলে না রেখে যোগ্য উত্তরসূরী নির্বাচন করার পথ সুগম করে দিয়েছেন। নেপথ্যে থেকে অনুজদেরকে যোগ্য নেতা হওয়ার সুযোগ করে দিয়েছেন।
১৯৬২ ইং সন থেকে এক যুগ ব্যাপী পাবনা আলিয়া মাদরাসা-র প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন। এর আগে পাচ বছর শিবপুর ত্বহা সিনিয়র আলিয়া মাদরাসা-র প্রিন্সিপাল ছিলেন। ১৯৯০ সন থেকে আবার পাবনা আলিয়া মাদরাসার প্রিন্সিপাল বহিষ্কার হলে ডিসি খুব পিড়াপিড়িতে আবার তিন বছর রেক্টরের পদে ছিলেন। ১৯৫৭ সনে সিরাজগঞ্জ আলিয়া মাদরাসা থেকে কামিল এমএ পাশ করেছেন। ছাত্র হিসেবে তুখোড় মেধাবী ছাত্র ছিলেন। হুযুর বলেন আমি কখনো দ্বিতীয় শ্রেনিতে পাশ করি নাই।
সিরাজগঞ্জ আলিয়া থেকে কামিল পাশ করার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করেছেন। পাবনা "ল কলেজ" থেকে আইনের উপর পড়াশোনা করেছেন। কিন্তু আইন পেশায় জড়ানোর ইচ্ছা না থাকার কারণে শুধু পরীক্ষা দেননি। পাবনা নাইট স্কুল চালু তিনি এখান থেকে জেনারেল শিক্ষাধারায় পড়াশোনা আরম্ভ করেন।
তিনি ১৯৬২ সনে যখন পাবনা আলিয়া মাদরাসার প্রিন্সিপাল হিসেবে আসেন তখন পাবনা মাত্র ক্লাস এইট পর্যন্ত ছিলো এবং ছাত্র ছিলো মাত্র একজন। তিনি ভগ্নদশা এই প্রতিষ্ঠানকে মাত্র চার বছরে কামিল পর্যন্ত উন্নিত করেন। নিয়োগের সঙ্গে সঙ্গে ক্লাস এইটের একজন ছাত্র থেকে পাচজন হয়। বার্ষিক পরীক্ষায় পাচজনের মধ্যে চারজনই স্কলারশিপ পেয়েছিলো।
অভাবনীয় এই সাফল্যে তিনি অনুপ্রাণিত হয়ে পরের বছরেই আলিমের চার ক্লাস খুলে সরকারি মঞ্জুরি নেন। তখন ক্লাস এইট-ই দাখিল বা এসএসসি ছিলো। এরপরের বছরে ফাযিল বা অনার্স খুলেন। তারপরের বছর কামিল তথা মাষ্টার্স খুলেন। তার সময়েই পাবনা আলিয়া দেশ সেরা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে।
এর আগে পাচ বছর শিবপুর ত্বহা সিনিয়র আলিয়া মাদরাসার প্রিন্সিপাল ছিলেন। তখন তার কাছে জামাতে ইসলামীর সাবেক আমীর মরহুম মাওলানা মতিউর রহমান নিজামী পড়েছেন। নিজের হাতেগড়া ছাত্র নিজামী সম্পর্কে ভালো মূল্যায়ন করলেন। জামাতের আরেক সাবেক এমপি মরহুম মাওলানা আব্দুস সোবহানও হযরতের ছাত্র।
নাস্তিক, মুরতাদ, ইসলাম বিরোধী অপশক্তির বিরুদ্ধে বহু আন্দোলন সংগ্রাম করেছেন। খতীব উবাইদুল হক রাহ., শায়খুল হাদীস আল্লামা আযীযুল হক রাহ. মাওলানা মুহিউদ্দিন খান রাহ. মুফতী ফজলুল হক আমিনী রাহ. প্রমুখ শীর্ষ উলামায়ে কেরামের সঙ্গে কাজ করেছেন, পরিকল্পনা করেছেন এবং দ্বীন রক্ষার আন্দোলনে ঝাপিয়ে পড়েছেন।
মাওলানা মুহিউদ্দিন খান রাহ. সম্পর্কে বললেন, তিনি বয়সে আমার থেকে দুই বছরের ছোট হলেও আমার চেয়ে দুই বছর আগেই কামিল শেষ করেছেন। মাওলানা মুহিউদ্দিন খান রাহ. কর্ম ও অবদান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, "তার মতো এমন বিদগ্ধজন আর আসবে কিনা সন্দেহ। রাজনৈতিক প্রজ্ঞা ও বিচক্ষণতায় তিনি সমসাময়িক সবার চেয়ে অগ্রসর ছিলেন। কিন্তু অনেকেই তার সমস্তরের না হওয়ার কারণে প্রথমে বিরোধিতা করতো।
মাওলানা মুহিউদ্দিন খান রাহ. বহু দরিদ্র উলামায়ে কেরামকে বহু টাকা পয়সা দিয়েছেন। অনেক উলামায়ে কেরামের জন্য ঘরবাড়ি করে দিয়েছেন। বেকার আলেমদের জন্য কর্ম সংস্থানের ব্যবস্থা করে দিতেন। তার কাছে উলামায়ে কেরাম গেলেই তিনি কিছু না কিছু হাতে দিতেন"। আমি জিজ্ঞেস করলাম তিনি এত টাকা কোথায় পেতেন? হুযুর বললেন, "ততকালীন সরকার ও সৌদি রাজ পরিবারের সঙ্গে উনার বেশ সৌখ্য ছিলো। তারাও মাওলানা মুহিউদ্দিন খান রাহ. কে আস্থাশীল মনে করতেন। সেই সুবাদে তিনি তাদের থেকে বেশ আর্থিক সাপোর্ট পেতেন আর তা দিয়েই অকাতরে উলামায়ে কেরামের জন্য বিলিয়েছেন।"
খেলাফত মজলিস বিভক্তের প্রেক্ষাপট জিজ্ঞেস করলে তিনি কিছু তিক্ত বাস্তবতা তুলে ধরলেন। যা এখানে উল্লেখ করা সমীচীন নয়। অধ্যক্ষ মাওলানা ইসহাক বাংলাদেশের রাজনীতির ময়দানে অত্যন্ত সুপরিচিত একটি নাম। দেশের সবগুলো জাতীয় পত্রিকায় তার বক্তব্য এখনো গুরুত্বসহ ছাপা হয়। আমীর থাকাকালীন তো প্রায়দিনই হুযুরের বিভিন্ন বিবৃতি আসতো।
১৯৭০ এর পাকিস্তানের কেন্দ্রীয় নির্বাচনে তিনি নেজামে ইসলাম পার্টি থেকে নির্বাচিত হয়ে এলজিআরডি মন্ত্রী হয়েছিলেন। পরবর্তীতে ১৯৮০ সনে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে একান্ত ডেকে নিয়ে গিয়ে তার দল বিএনপিতে যোগদান করে মন্ত্রীত্ব গ্রহণ করার প্রস্তাব দেন। হুযুর বললেন, জেনারেল জিয়া আমাকে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে গিয়ে নিজের পাশে বসে খাবার খাইয়ে মন্ত্রীত্ব গ্রহণ করার প্রস্তাব দেন। কিন্তু আমি প্রস্তাব গ্রহণ করিনি।
হুযুর অনেক আকাবির উলামায়ে কেরামের স্নেহ পরশ পেয়েছেন। হুযুর বলেন, আমি আলিয়ায় পড়াশোনা করলেও আমার সম্পর্ক সবসময় কওমী উলামায়ে কেরামের সঙ্গে অত্যন্ত মধুর ছিলো। হাটহাজারী মাদরাসার তৃতীয় মুহতামিম মাওলানা আব্দুল ওয়াহহাব সাহেব হুযুরকে খুব মহব্বত করতেন। হাটহাজারী গেলে মুহতামিম সাহেব রাহ. নিজে খোজ খবর রাখতেন।
পটিয়ায় হাজি ইউনুস সাহেব রাহ. হুযুরকে অত্যাধিক স্নেহ করতেন। হুযুর বলেন, হাজি সাহেব রাহ. যখন মৃত্যু শয্যাশায়ী তখন টেলিগ্রাম করে আমাকে পটিয়া ডেকে নিয়ে গেছেন। আমি গিয়ে দেখি হুযুর বেহুশ। খাদেম কানের কাছে গিয়ে আমার নাম বলতেই হুযুর চোখ ৮উঠে বসে আমার জড়িয়ে ধরলেন। এরপর জরুরি কিছু কথা বলে বললেন আপনি এক সপ্তাহ পটিয়ায় থাকবেন। এছাড়া হুযুর বিভিন্ন মাদরাসার কমিটিতে আছেন।
পাবনা জামিয়া আশরাফিয়া মাদরাসার দীর্ঘ চল্লিশ বছর সভাপতিত্ব করছেন। ঢাকা জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়াতে কিছুদিন সভাপতি ছিলেন। এরপর আভ্যন্তরীণ কোন্দলে বের হয়ে আসেন। জামিয়া রাহমানিয়া আরাবিয়াতে দীর্ঘদিন নির্বাহী সদস্য ছিলেন।
এখনো বিভিন্ন মাদরাসা কর্তৃপক্ষ হুযুরকে ডাকেন কিন্তু শারীরিক অক্ষমতার কারণে আর পেরে ওঠেন না।
রাশিয়া, লন্ডন, উজবেকিস্তান, ইরাক, ইরান, জর্ডান, পাকিস্তান, ভারত সহ বিভিন্ন অঞ্চলে সফর করেছেন। অভিজ্ঞতায় পরিপুষ্ট বয়বৃদ্ধ এই শায়খের সান্নিধ্য থেকে কোনো ভাবেই উঠতে মনে চাচ্ছিল না। আমার বিভিন্ন জিজ্ঞাসার জবাবে হুযুর তাগড়া যুবকের মতো এক নাগাড়ে বলে যাচ্ছিলেন। মনে বারবার আশংকা হচ্ছিলো এই বুযুর্গ আলেমকে আর কতদিন আমরা পাবো আল্লাহ ভালো জানেন। তাই হুযুর থেকে মন ভরে দুআ নিয়ে চলে আসি।
খুব আফসোস লাগে যখন দেখি বর্তমান নতুন প্রজন্ম এইসব বুযুর্গ উলামায়ে কেরামের সোহবত থেকে একেবারে গাফেল। বরং অনেক নাদান তো আকাবির উলামায়ে কেরামের সোহবতে সময় দেয়াকে অপচয় মনে করে। হায়! অধ:পতন!! হায় ধ্বংস!!! অথচ বড়দের সোহবত ছাড়া বড় হওয়া অসম্ভব প্রায়। আল্লাহ হুযুর হায়াতে বরকত দান করুন এবং তার জীবনী থেকে আমাদের উপকৃত হওয়ার তাওফিক দান করুন।
লিখেছেন ; খালেকুজ্জামান খালেদ
সহকারী সম্পাদক, মাসিক মদীনা
#অধ্যক্ষ_মাওলানা_মুহাম্মদ_ইসহাক
#খেলাফত_মজলিস
মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান'২৪ উদ্বোধন করে ছাত্রশিবির ফেনী জেলা শাখা।
"একটি হলেও বৃক্ষরোপণ,
করবো জনে জনে।
সবুজ দেশের সুস্থ বাতাস,
লাগুক সবার প্রাণে।"
#বৃক্ষরোপণ_অভিযান_২০২৪
ফেনী জেলা শাখা
ভারতের সাথে দাসত্বের সম্পর্ক তৈরি করা হয়েছে: আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী
বিস্তারিত কমেন্ট বক্সে...
সড়কটি এককভাবে দায়ী নয়। তবে অন্যতম কারণগুলোর মধ্যে সেও আছে। তার ক্ষতি যতোটা প্রকাশিত, তার চেয়ে বেশি প্রকাশিতব্য। এর ভুক্তভোগী সংশ্লিষ্ট এলাকার মানুষদেরও হতে হবে। সড়কটি নিয়ে তদন্ত দরকার এবং পানিপ্রবাহের গুরুত্বপূর্ণ জায়গায় ফ্লাই রোড করা উচিত। বস্তুত হাওর অঞ্চলে সড়ক করা কতটা বিপজ্জনক, তা নিয়ে আমাদের সচেতনতা প্রাথমিক পর্যায়ে রয়ে গেছে। পানিবাহিত যোগাযোগ সিস্টেমকে ডেভলপ না করে সড়ক বানিয়ে নেয়া হাওর অঞ্চলকে আপাত খুশি করলেও দীর্ঘ মেয়াদে বিপন্ন করবে।
ইমাম ও খতিব ঈদ ছুটিতে থাকায়, পূর্ব শ্রীনদ্দি বায়তুল আমান জামে মসজিদে খতিব সাহেবের দায়িত্ব পালন করেন মসজিদের সভাপতি সাহেব, মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব পালন করেন সেক্রেটারি সাহেব।
এই মসজিদ কমিটি থেকে সবার শিক্ষা নেওয়া উচিত।
""আমাদের বায়ূ আমাদের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি"""।
বাংলাদেশ ইসলামী মজলিস,ফেনী জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ২০২৪ পালিত।
------------------------+----------------------+------------------------
আজ ১৫জুন ২০২৪, শনিবার, ফেনী জেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
আসুন পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই।
বিশিষ্ট কবি, লেখক, গবেষক ও দার্শনিক মুসা আল হাফিজের কয়েকটি গুরুত্বপূর্ণ বইয়ের তালিকা
০১. আত্মগত দার্শনিক
০২. ঐন্দ্রজালিক আত্মজীবনী
০৩. উত্তরাধুনিক শরাব
০৪. বিষগোলাপের বন
০৫. অনিবার্য ইবনে খালদুন
০৬. প্রাচ্যবিদদের দাঁতের দাগ
০৭. আল কুরআন : পশ্চিমা আপত্তির সাথে বাহাস
০৮. নক্ষত্রচূর্ণ
০৯. ইসরাইল সমস্যা ও প্রতিশ্রুত ভূমি : তত্ত্বীয় বিচার
১০. ফিলিস্তিন ও জায়নবাদ : লড়াই ও লিগ্যাসি
১১.দাজ্জালের পূর্বপ্রস্তুতি ও বিশ্বরাজনীতি
ইহুদিবাদের মুখ ও মুখোশ (অনূদিত)
১২. মনের উপনিবেশ, মনের মুক্তি
১৩. ইসলামোফোবিয়ার উজানে
১৪. কালামদর্শন
১৫. বাংলা সাহিত্যে অন্ধকার যুগ : মিথ বনাম
বাস্তবতা
১৬. রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
১৭. আল্লাহকে যে পাইতে চায়
১৮. পরম সাতার
১৯. ঈভের হ্রদের মাছ
২০. বাংলাদেশ ও ইসলাম : আত্মপরিচয়ের
ডিসকোর্স
২১. ছড়াবৃন্দ
২২. ঈশ্বরের মৃত্যু ও অন্যান্য
২৩. ১০০ কবিতা
২৪. পৃথিবী ঘরে ফিরো
২৫. মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জীবনপঞ্জী
২৬. মহাসত্যের বাঁশি
২৭. মরমী মহারাজ
২৮. না দ্বৈতবাদ না অদ্বৈতবাদ
২৯. জন্মমৃত্যুর সিগনেচার
৩০. আমেরিকা মুসলিমদের আবিষ্কার
৩১. পাশ্চাত্যবাদ কথা বলছে
৩২. আব্দুর রহমান জামী মহাকাব্যের কোকিল
৩৩. আমি বিজয়ের সন্তান
৩৪. মহাকালের মধু শেখ সা’দীর জীবন ও কবিতা
৩৫. পাশ্চাত্য দর্শনে মুসলিম অবদান
৩৬. হৃদয়াস্ত্র
৩৭. মুক্তিযুদ্ধ ও জমিয়ত : জ্যোতির্ময় অধ্যায়
৩৮. দৃশ্যকাব্যে ফররুখ আহমদ
৩৯. দুঃসময়ের বধ্যভূমিতে উত্থানের চাষাবাদ
৪০. দুধের নদী
৪১. সৃষ্টিরে দেখে স্রষ্টারে দেখি
৪২. শতাব্দীর চিঠি
৪৩. সহস্রাব্দের ঋণ
৪৪. মুক্তি আনন্দে আমিও হাসবো
৪৫. মৃত্যুর জন্মদিন
৪৬. কানমলা
৪৭. তুলনামূলক ধর্মতত্ত্ব ইসলামী উত্তরাধিকার
৪৮. জাতিগত বিজয়ের অদৃশ্য কারিগর
৪৯. সিলেট নগরীর অতীত-বর্তমান আগামীর
রূপরেখা
৫০. ভাবনার বীজতলা
৫১. ইসলাম বনাম চীনের মন
৫২. ইসলামের দার্শনিক ভাষ্য
৫৩. হাজার বছরের ভাষা আন্দোলন ও বায়ান্ন
৫৪. তৃতীয় সহস্রাব্দের কিয়ামত(অনূদিত)
৫৫. প্রাচ্যবাদ ও ইসলাম (সম্পাদিত)
৫৬. বস্তুমানুষ থেকে পূর্ণমানুষের দর্শন (সম্পাদিত)
৫৭. রাসুলুল্লাহ (দ্বিতীয় খণ্ড) হাদীসের আয়নায়
নবীজীবন
৫৮. সভ্যতার সংঘাত ও মুসলিমবিশ্বের যাত্রাপথ
৫৯. মাদরাসা শিক্ষার মানোন্নয়ন : একটি পর্যালোচনা
৬০. ইসলামী ফিকহের নবসম্পাদন, প্রেক্ষিত একুশ
শতক
৬১. চেতনার চিকিৎসক
৬২. চার কবি : চিত্তের পাসওয়ার্ড
৬৩. মাদক : মায়াবী মারণাস্ত্র
৬৪. সৃজনে রক্ত চাই
৬৫. থাপ্পড়
৬৬. জীবনজয়ের গল্প
৬৭. নতুন পৃথিবীর দর্শন
৬৮. যে সূর্যে প্রদীপ্ত বিশ্ব, সে তুমি আলিম (অনূদিত)
৬৯. হিদায়াতুল ইরফান (অনূদিত)
৭০. দ্রষ্টব্যের ধারাভাষ্য (প্রকাশিতব্য)
৭১. আসমাউর রিজাল (প্রকাশিতব্য)
৭২. হাদীস বিচারে পশ্চিমা একাডেমিয়ার অবিচার
(প্রকাশিতব্য)
৭৩. মহানবীর সা. খাদ্যব্যবস্থাপনা ও ফুড সাইন্স৷
(প্রকাশিতব্য)
৭৪. ইসলামী আইনে উসূল ও কায়েদা (প্রকাশিতব্য)
৭৫. জীবনাচারের ইসলামী রূপরেখা(প্রকাশিতব্য)
৭৬. ইসলাম বনাম লোকায়ত ইসলাম (প্রকাশিতব্য)
৭৭. শিক্ষাব্যবস্থা : ইসলামী রূপরেখা (প্রকাশিতব্য)
৭৮. মুসলিমের মুকাদ্দিমা (প্রকাশিতব্য)
৭৯. ইসলামের দার্শনিক ভাষ্য (প্রকাশিতব্য)
৮০. ইসলাম ও চীন : সম্প্রীতি ও জেনোফোবিয়া
(প্রকাশিতব্য)
গরিবের বন্ধু বিজয়ের পর ঠিক আগেরই
মত মানুষের দ্বারে দ্বারে..........
রুপসা ব্যাংকের মোড় থেকে শুরু করে
কর্ণপুর পর্যন্ত রুপসা বাসীর বুকের মাঝে।
খেলাফত মজলিস খুলনা জেলা সেক্রেটারী
রূপসা উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস
চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল্লাহ যোবায়ের।
সকলের কাছে দোয়া চাই।
আমাদের কেন্দ্রীয় কার্যালয় ( ফায়েনাজ টাওয়ারে)
আগুন লেগেছে। আমাদের সবাই হেফাজতে নামতে পেরেছি।
অসংখ্য মানুষ আটকা পড়েছেন।আল্লাহ বাকিদের হেফাজত করুন।
সকলের নিকট দোয়া কামনা করছি।
আফ্রিকার এই যুবক এবারে হজে এসে রওজা পাকের সামনে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকেন রওজা পানে। খোদ হারামাইনের অনলাইন সাইট এই ছবিটি টুইটারে প্রকাশ করেছে।
আহ, কী সেই চাহনি! কী সেই আবেগ! দীর্ঘদিন পরে হাবিবের রওজা দেখার সৌভাগ্য! কালো যুবকের হৃদয়ের সবটুকু আবেগ চোখের পানি হয়ে গলে গলে ঝরে পড়ছে!
মাওলা! আমাদেরকেও এভাবে তোমার হাবিবের রওজার সামনে দাঁড়িয়ে কান্না করার সুযোগটুকু দিয়ো...!...
fans
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা জোনের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প এ দ্বিতীয় দিনের ১ম অধিবেশনে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করছেন মুহতারাম কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী
নির্ধারিত শাখা দায়িত্বশীলদের নিয়ে ইসলামী যুব মজলিসের উদ্যোগে "লিডারশীপ ডেভেলপমেন্ট ওয়ার্কশপ-২০২৪" যথাসময়ে শুরু হয়েছে।
দারসুল কুরআন পেশ করছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাদ্দিস শেখ সালাহ উদ্দিন।
ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা জোনের উদ্যোগে দায়িত্বশীল প্রশিক্ষণ ক্যাম্প সংগঠনের সেক্রেটারি জেনারেল ও জোন পরিচালক মুহাম্মদ রায়হান আলীর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হয়েছে।
সিলেট জেলার কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন আমাদের প্রিয়ভাই হাফিজ মাওলানা খালেদ আহমদ।
গতকাল পর্যন্ত মাঠের যে খবর পাওয়া গেছে, আশাকরি ভাইস চেয়ারম্যান হিসেবে খালেদ ভাই নির্বাচিত হয়ে যাবেন।
সবাই দোয়া করি। আল্লাহ কবুল করুন। আমীন।
❝মুক্তির শপথে উজ্জীবিত এবারের জাগরণ, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়তে লড়ব আমরণ❞
সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন ও ইসলামী আদর্শের ভিত্তিতে শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের দাবিতে ক্যাম্পাস প্রতিনিধি সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
#ক্যাম্পাস_প্রতিনিধি_সম্মেলন_২০২৪
#বাংলাদেশ_ইসলামী_ছাত্র_মজলিস
জামিয়া ইসলামিয়া সোলতানিয়া লালপোলের নাজেম সাহেব হুজুর মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব হাফিঃ ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন।
জানাযার সময় :-
রাত ১১ ঘটিকায়।
স্থান:-জামিয়া ইসলামিয়া সোলতানিয়া লালপোল ফেনী।
বিস্তারিত কমেন্টে
হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল উত্তীর্ণদের সংবর্ধনার আয়োজন করা হয়-
আপনি কি চান যে— আপনার প্রয়োজনগুলো উল্লেখ করে ফেরেশতারা আপনার জন্যে আল্লাহর কাছে দুআ করুক?
তাহলে আপনাকে একটা উপায় শিখিয়ে দিই।
ধরুন আপনার একটা ভালো চাকরি দরকার। আপনি কি আপনার পরিচিতজনের মাঝে এমন কাউকে চেনেন না যারও একটা চাকরি খুব দরকারি? এরকম লোকজন তো আমাদের সবার সার্কেলেই আছে।
পরেরবার থেকে, যখনই আপনি নিজের একটা ভালো চাকরির জন্যে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, তখন আপনার সেই পরিচিত জনের কথাও আল্লাহকে বলবেন যে নিজেও একটা চাকুরির খোঁজে আছে।
হাদিসে এসেছে—
যখন কোন মুসলিম তার অপর মুসলিম ভাইয়ের জন্য কোনোকিছু চেয়ে আল্লাহর কাছে দুআ করে, ফেরেশতারা তখন আল্লাহর কাছে বলে, ‘ইয়া আল্লাহ! দুআকারী ব্যক্তির জন্যেও আপনি তা কবুল করুন’।
আপনি চাচ্ছেন আপনার বন্ধুর জন্যে আর ফেরেশতারা চাচ্ছে আপনার জন্যে—
সুন্দর না দৃশ্যটা?
লেখা : আরিফ আজাদ
মামী মা (৪) নেই
😥😥😥😥
ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তর শাখার উদ্দ্যোগে এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা'২৪ অনুষ্ঠিত--
আজ ৩০মে,বৃহস্পতিবার'২৪ উত্তরাস্থ ডিএনসিসি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তর শাখার উদ্দ্যোগে শাখা মাহমুদুল হাসান ত্বহার সভাপতিত্বে ও শাখা সেক্রেটারী মুশফিকুস সালেহীন এর পরিচালনায় এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক ইসমাইল খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমাদ খন্দকার,ছাত্র মজলিসের কেন্দ্রীয় জোন সদস্য মাহমুদুল হাসান রাসেল, খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা কাউসার আহমদ সোহাইল,ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তরের সাবেক সেক্রেটারী মাওলানা কাজী জহিরুল ইসলাম,খেলাফত মজলিস উত্তরা মডেল থানা সভাপতি মাওলানা মুহাম্মদ আবু সালেহ।
ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তর শাখা সদস্য মাহমুদুল হাসান,ছাত্র মজলিস পল্লবী থানা সভাপতি সাইদুল হক মিরাজ,ছাত্র মজলিস ডিএমএম উত্তরা শাখা সভাপতি সাকিব আল হাসান প্রমুখ।
আলহামদুলিল্লাহ।
বালাগন্জ উপজেলা পরিষদ নির্বাচনে
খেলাফত মজলিস সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা আলী আসগর সাহেব ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত।
কাজী নজরুল ইসলামের সাথে তাঁর কোন কবিতা ও সঙ্গীতের দ্বারা আপনার প্রথম পরিচয়?
ছবিটা দেখে চোখে আপনাতেই জল চলে এলো...
ফি*লি*স্তি*নি শিল্পী সামির কাসিম
নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে এসএসসি ও দাখিল উত্তীর্ণদের সংবর্ধনার আয়োজন করা হয়-
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী।
খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানা ৭ নং ওয়াডের সন্মানিত সভাপতি মরহুম মতিউর রহমান ভাই এর স্বরণ সভায় উপস্থিত হয়েছেন জনাব এবিএম সিরাজুল মামুন ভাই সহ জেলার অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন , মরহুম মতিউর রহমান ভাই এর রুহে মাগফিরাত কামনা করেন, দোয়ার মাধ্যমে পোগ্রাম শেষ হয়।
◑একজন নারী কেমন স্বামী অপছন্দ করে?
• ঘন ঘন স্ত্রী পরিবর্তনকারী পুরুষ : যে পুরুষ কাপড়ের মতো ঘন ঘন স্ত্রী পাল্টায়। যার ভেতরে মানবিকতা ও আদব-কায়দা থাকে না। পরিবারকে দেয়ালে ছুঁড়ে মারে, তাদের নিয়ে কোনো চিন্তাভাবনাই করে না।
• সংশয়বাদী : যে তার স্ত্রীর প্রতি সন্দেহ করতে থাকে। নিজের সন্দেহের অনুকূলে প্রমাণ খুঁজতে থাকে। যেন সন্দেহ তার পুরো মাথাটাই খেয়ে নিয়েছে। এমনকি পারলে সে স্ত্রীর প্রতিটি নিঃশ্বাস হিসেব করে নিজের সন্দেহ প্রমাণ করে। তার এমন সন্দেহ পরিবারকে ধ্বংসের দিকে নিয়ে যায়।
• অহংকারী : যে পুরুষ অহংকারে ভোগে। অহংকার তাকে-সহ তার স্ত্রীকেও জ্বালিয়ে দেয়। ঘর ধ্বংস করে। সন্তানদের ঘরছাড়া করে। তার অহংকারের কোনো কারণ না থাকলেও সে অহংকার করে যায়।
• কৃপণ : যে তার সম্পদ নিজের কাছে আটকে রাখে। জীবন উপভোগ ও দুনিয়ার নিয়ামত ভোগ করা থেকে নিজেকেও বঞ্চিত করে, নিজের সন্তানদেরও বঞ্চিত করে। এমন ভবিষ্যতের ভয় সে করে, যে সময়ে হয়তো সে পৃথিবীতেই থাকবে না। সময় কোনো কৃপণকেই তার সম্পদ ভোগ করতে দেয়নি!
• খোঁটাদানকারী : যে স্বামী স্ত্রীকে দেয় ঠিকই; কিন্তু এরপর খোঁটা দিয়ে নিজের এ দানকে নষ্টও করে ফেলে।
• দুর্বল ব্যক্তিত্বধারী : যে পুরুষ নিজের পরিচালনাভার তার মায়ের থেকে নিজের স্ত্রীকে দেয়। বিয়ের আগে মায়ের অধীন ছিল, এখন বিয়ের পর স্ত্রীর অধীনে যায়। এমন দুর্বল ব্যক্তিত্বের পুরুষকে কোনো নারী পছন্দ করে না।
• অনির্ভরযোগ্য : যে পুরুষের ওপর কোনো কাজের দায়িত্বের ব্যাপারে নির্ভর করা যায় না। সে কোনো কাজ পূর্ণ করার ওয়াদা করেও সেটা করে না, এমন অনির্ভরযোগ্য পুরুষ নারীদের পছন্দ নয়।... তার ওপর যদি কাজ বিনষ্টকারী হয়, তাহলে তো সে নারীদের পছন্দের তালিকাতেই আসে না।
• ওয়াদা ভঙ্গকারী পুরুষ : যে পুরুষ ওয়াদা করে আবার তা ভঙ্গ করে।
• কপটচারী : যার ভেতরে এমন দোষ থাকে, যেটা প্রকাশ করার মতো নয়। সে ওই দোষ গোপন করে নিজেকে খুব ভালো করে উপস্থাপন করে। এমন কপটচারী পুরুষ কারও পছন্দ নয়।
• গিবতকারী : যে মানুষের দ্বারে দ্বারে গিয়ে গিবত, নামিমা করে। এমনকি কখনো কখনো গিবতে লিপ্ত নারীদের কাছে বসেও তাদের কথা শুনে, এরপর নিজ দায়িত্ব সেসব গিবত প্রচার করে বেড়ায়।
• অপব্যয়ী : যে বিলাসিতায় ও অপব্যয়ে খরুচে নারীদেরও হার মানায়। তাকে তুমি সম্মানের যোগ্যই পাবে না।
পরিচ্ছন্নতার প্রতি উদাসীন : যে নিজের ব্যক্তিত্বের প্রতি উদাসীন। এলোমেলো থাকে। অপরিষ্কার থাকে। আর বলে এসব সাজগোজ সবটা নারীদের কর্ম। অথচ আমাদের নবিজি সা. বলেন, (إِنَّ اللهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ) ‘নিশ্চয় আল্লাহ সুন্দর। তিনি সৌন্দর্য পছন্দ করেন।’
• নজরের খেয়ানতকারী : যে পুরুষ গাইরে মাহরাম নারীদের দিকে তাকিয়ে থাকে। চোরা দৃষ্টিতে নারীদের দিকে তাকায়। স্ত্রীর সাথে বসেই চারপাশে অন্য নারীর খোঁজে চোখ ফেরাতে থাকে। অথবা বাজারে বাজারে ঘুরে নারী দেখার জন্য।
• দাইয়ুস : যে তার বাড়িতে শরিয়াহ বিরোধী কাজ সহ্য করে। পরিস্থিতি বা অন্য যেকোনো অজুহাতে স্ত্রীকে বিকৃত স্বভাবের করে তোলে।
-
সংগৃহীত
সূরা আল ইমরান আয়াত ৮ || Surah Al Imran verse 8 || Abdul Rahman Mossad
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রামগতি উপজেলা শাখার উদ্যোগে আজ ২১শে মে ২০২৪, মঙ্গলবার , এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মাওলানা ইফতেখার আহমাদ
সহ-সভাপতি, খেলাফত মজলিস
রামগতি উপজেলা শাখা।
বিশেষ অতিথি
মাহমুদুল হাসান শাকিল
প্রচার সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস
লক্ষীপুর জেলা শাখা।
সভাপতিত্ব করেন
মোহাম্মদ সাঈদ আহমাদ ফয়সাল
সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস
রামগতি উপজেলা শাখা।
আমার স্ত্রী প্রাইমারি টিচার।
রাতে ডিনারের শেষে আমার স্ত্রী ক্লাস ওয়ানের খাতা দেখছিলো।
খাতা দেখতে দেখতে আমার মিসেসের চোখ দুটো ছলছল করে করে উঠেছে।
আমি কাছেই বসে টিভি দেখছিলাম। মিসেসের দিকে নজর যাওয়াতে দেখি আমার স্ত্রী চোখের জল মুছছে।
আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে কাঁদছো কেনো!!!
আমার মিসেস বললো.. ক্লাস ওয়ানের পরীক্ষায় এক রচনা এসেছে। "my wish"
--তো কাঁদার কি হলো!!
--সব খাতা গুলো দেখলাম। সবাই ভালো লিখেছে। --তো?
--একজনের খাতা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না। চোখ দুটো জলে ভরে উঠলো।
--আচ্ছা বলো কি লিখেছে ওই বেবি।
মিসেস রচনা পড়তে শুরু করলো.....
আমার ইচ্ছা আমি স্মার্টফোন হবো।
আমার বাবা মা স্মার্টফোন খুব ভালোবাসে। কিন্তু আমায় ভালোবাসে না।
যেখানে যায় আমার বাবা তার স্মার্টফোন সঙ্গে করে নিয়ে যায়। কিন্তু আমায় সঙ্গে করে নিয়ে যায় না।
ফোন এলে আমার মা তাড়াতাড়ি গিয়ে ফোন ধরে। কিন্তু আমি কান্না করলেও আমার কাছে আসে না মা।
আমার বাবা স্মার্টফোনে গেম খেলে। কিন্তু আমার সাথে খেলে না। আমি বাবাকে বলি আমায় একটু কোলে নাও না বাবা। কিন্তু বাবা আমায় কোলে নেয় না। স্মার্টফোনটাই সব সময় বাবার কোলে থাকে।
মা কে গিয়ে বলি, মা মা চলো না আমার সাথে একটু খেলবে। কিন্তু আমার মা আমার উপর রেগে গিয়ে বলে, দেখতে পাচ্ছিস না আমি এখন তোর মামার সাথে চ্যাটে কথা বলছি।
আমার বাবা মা রোজ স্মার্টফোন টাকে যত্ন করে মোছামুছি করে। কিন্তু আমায় একটুও আদর করে না।
আমার মা যখন বাবার সাথে ফোনে কথা বলে তখন মা স্মার্টফোনে বাবাকে চুমু দেয়। কিন্তু আমায় একদিনও চুমু দেয়নি মা।
আমার বাবা মাথার কাছে স্মার্টফোন নিয়ে ঘুমায়। কিন্তু আমায় কোনোদিনও জড়িয়ে ধরে ঘুমায় না।
আমার মা রোজ চার পাঁচবার স্মার্টফোন টিকে চার্জ দেয়। কিন্তু মাঝে মাঝে আমায় খাবার দিতে ভুলে যায় মা। কিন্তু স্মার্টফোন টিকে চার্জ দিতে ভুলে না আমার মা।
তাই আমি স্মার্টফোন হবো।
আমার ইচ্ছা স্মার্টফোন হয়ে বাবা মায়ের সাথে সবসময় থাকতে চাই।
স্ত্রীর মুখে লেখাটি শোনার পর আমি খুব ইমোশনাল হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলাম..
--কে লিখেছে এই রচনাটি ?
--আমাদের সন্তান।
আমি স্তব্ধ হয়ে বসে রইলাম কিছুক্ষন। অনেক কিছুই ভেবে চলেছি। আমার আর আমার স্ত্রীর চোখে তখন জলের ধারা নামতে শুরু করেছে।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে গতকাল ১৮ মে ২০২৪, শনিবার, এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত।
১৯৯৫ সালে ১২ কেজি মাংস পাওয়া যেত এই নোটে আর এখন ১ কেজিও পাইনা
বর্তমান ৫০০ টাকার মূল্য ২৫ টাকা মাত্র । আগের দিন বাঘে খাইছে , উন্নয়নে খাইছে বাংলাদেশ...!
শেখ সা'দী (রাহ.)
ইসলামী ছাত্র মজলিস চট্টগ্রাম জোনের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পের ২য় দিনে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করছেন সাবেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি অধ্যাপক আবু আবতাহী-
ইসলামী ছাত্র মজলিস চট্টগ্রাম জোনের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পের ১ম দিনে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করছেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের অন্তরর্গত ডেমরা থানা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত।
থানা সভাপতি মোবাশ্বির হোসেন মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি নূর মোহাম্মদ।
বক্সনগর শাখা সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের অফিস ও প্রচার সম্পাদক নাজমুল বারী নূহান, ইয়াসিন আরাফাত, বেল্লাল হোসাইন প্রমুখ।
বাংলাদেশ বিমানের ফ্লাইটে এক মহিলা তার পাঁচ বছরের বাচ্চাকে টয়লেটে বসিয়ে বললেন, তুমি টয়লেট করো, আমি পাঁচ মিনিট পর আসছি।
বাচ্চাটা ২ মিনিট পরই টয়লেট থেকে বের হয়ে ওর মায়ের কাছে না গিয়ে ভুল করে উল্টা দিকে চলে গেল।
এদিকে প্রথমবার প্লেনে চড়ে আমাদের রতন বাহরাইন যাচ্ছিল, হঠাৎ প্রকৃতির ডাকে সাড়া দিতে সে টয়লেটে ঢুকলো।
পাঁচ মিনিট পর বাচ্চার মা এসে দরজায় টক টক আওয়াজ করছেন আর বলছেন, হয়ে গেছে নাকি? তাহলে দরজা খোল, আমি তোমাকে ধুইয়ে দিয়ে প্যান্ট পরিয়ে দেব।
টয়লেটের ভিতর থেকে বিস্মিত রতন ভাবছে, উফ! একেই বলে সার্ভিস! কে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সার্ভিস খারাপ?🤧
#অনেক হাজী গাজী বড় ব্যবসায়ীদেরকে দেখা যায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার রাখে হিন্দুদেরকে । কেন রে ভাই ? আপনি কি মুসলিম থেকে হিন্দুদেরকেই বেশী বিশ্বাস করেন ? নিজ ধর্মের লোকদের প্রতি আপনার এতই অনাস্থা , অবিশ্বাস ? কোন হিন্দু দোকানে কি মুসলিম ম্যানেজার রাখতে দেখেছেন ? নিজের আয় উপার্জনের হিসাব নিকাশ সব একজন নাপাক মুশরিকের হাতে তুলে দিয়ে রেখেছেন কেন ? সে কি আপনার প্রতিষ্ঠান খুলতে কখনো আল্লাহর নাম নিয়ে খুলবে ?
যে মুশরিক হিন্দু তার স ্রষ্টা আল্লাহকেই বিশ্বাস করে না সে কখনো বিশ্বস্ত হতে পারে না । যে মুশরিক ঈমান না এনে তার সৃষ্টিকর্তার সাথে বিশ্বাস ভঙ্গ করেছে সে কখনোই বিশ্বস্ত হতে পারে না । শত্রুকে শত্রুই মনে করা উচিত । শত্রুকে কখনোই বন্ধু ভেবে বিশ্বাস করা উচিত নয় ।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Contact the business
Telephone
Address
দাগনভূঞা উপজেলা, ফেনী
Feni
3900
Feni Town
Feni, 3900
- চিঠি লিখার মতো কোনো শব্দ নেই" অথচ হাজারো মন খারাপের গল্পে' ভরপুর এই শূন্য চিঠি.!
Feni
Hi� This is LK义Sports.I am Bangladeshi Gamer. welcome to my gaming world. if YOU are a game lover, then follow my page & support me.��� �#LK义Sports�